Author: নিমাই দে

  • Asad Rauf: প্রয়াত পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

    Asad Rauf: প্রয়াত পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন পাকিস্তানের (Pakistan) বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের জনপ্রিয় আম্পায়ার। বুধবার রাতে লাহোরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন বলে জানা যায়।

    ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেছিলেন রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেছিলেন তিনি। এর আগে ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলের অংশ ছিলেন তিনি। তিনি তাঁর জীবনের ১৩ বছর মোট ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। তিনি আম্পায়ার হিসেবে ৬৪ টি টেস্ট, ১৩৯ টি ওয়ানডে, ২৮ টি টি-টোয়েন্টি এবং ১১ টি মহিলাদের টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইপিএল ম্যাচ সহ ৪০ টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৬ টি লিস্ট এ ম্যাচ এবং ৮৯ টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন আসাদ।  

    আরও পড়ুন: মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তান-আফগানিস্তান বিরোধ, কোন দেশ দিচ্ছে আশ্রয়?

    তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। এছাড়াও তিনি মিডল অর্ডার ব্যাটার হিসেবেও সফল ছিলেন। রউফ ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৪২৩ রান করেছেন। তিনি ৪০টি লিস্ট এ ম্যাচ খেলে ৬১১ রান করেন।

    পাকিস্তানের এই জনপ্রিয় আম্পায়ার নানা বিতর্ক থেকে দূরে ছিলেন না। কারণ ২০১৩ সালে আইপিএল-এ ‘স্পট ফিক্সিং’ (IPL Spot Fixing) কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরেই ২০১৬ সালে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই। ফলে এরপর তাঁর আম্পায়ারিং কেরিয়ার অকালে শেষ হয়ে যায়। এছাড়াও এক মডেলর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ফলে তখনও তাঁর বিরুদ্ধে নানারকমের অভিযোগ ওঠে। এরপর কিছু মাস আগেই তিনি আবার খবরের শিরোনামে এসেছিলেন। একটি ভাইরাল ভিডিও-তে লাহোরের লান্ডা বাজারে একটি জুতোর দোকানে তাঁকে জুতো বিক্রি করতে দেখা যায়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই তাঁর মৃত্যুর খবর এল। তাঁর মৃত্যুতে অনেকেই ট্যুইটে শোক জ্ঞাপন করেছেন।

  • World Physiotherapy Day: দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগছেন? ফিজিওথেরাপি নিন, সুস্থ থাকুন

    World Physiotherapy Day: দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগছেন? ফিজিওথেরাপি নিন, সুস্থ থাকুন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ৮ সেপ্টেম্বর দিনটিকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে (World Physiotherapy Day) হিসেবে পালন করা হয়। আর এই দিনটির উদ্দেশ্য হল ফিজিওথেরাপির মাধ্যমেও যে ফিট থাকা যায়, তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। গত কয়েক বছরে অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে মানুষের মাংসপেশি ও জয়েন্টের ব্যথার সমস্যা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তরুণ-তরুণীদেরও নানা ধরনের ব্যথার সমস্যায় ভুগতে দেখা যায়। কোমর ও হাঁটুর ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়েছে। এর চিকিৎসার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ওষুধ ও চিকিৎসা।

    কিন্তু আপনি কি জানেন যে ফিজিওথেরাপির সাহায্যেও প্রচণ্ড ব্যথার সমস্যা ওষুধ ছাড়াও সহজে সেরে যায়?  ১৯৯৬ সাল থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর এই বিশেষ দিনটি মানুষের মধ্যে এই চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়। এই থেরাপির মাধ্যমে আর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার, পিঠের ব্যথা এমনকি প্যারালাইসিসের সমস্যাও সহজে নিরাময় করা যায় বলে দাবি করা হয়েছে।

    এখানে কিছু সাধারণ ফিজিওথেরাপির কথা উল্লেখ করা হল যা আপনাদের ফিট রাখতে সাহায্য করবে।

    মাসকিউলোস্কেলেটাল ফিজিওথেরাপি

    এটি অর্থোপেডিক ফিজিওথেরাপি নামেও পরিচিত।  শরীরের কোনও হাড়, জয়েন্ট, লিগামেন্ট এবং পেশীর কোনরকমের সমস্যায় এই ফিজিওথেরাপির সাহায্য নেওয়া হয়। কোনো ধরনের ঘাড় বা পিঠে ব্যথা, ফ্র্যাকচার, আঘাত বা মচকে গেলে এই ধরনের ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।

    আরও পড়ুন: করোনার সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করবে SP1-77 অ্যান্টিবডি! কী জানালেন গবেষকরা?

    সফট ট্যিসু মোবিলাইজেশন

    এটি থেরাপিউটিক ম্যাসেজ নামেও পরিচিত। এটি রোগীর পেশী শিথিল করতে এবং এমনকি নির্দিষ্ট কোনও জায়গায় ফোলা কমাতে সাহায্য করতে পারে। খেলার সময় কোনও আঘাত পেলে ব্যথা ঠিক করার জন্য এই চিকিৎসা কার্যকরী। এছাড়াও রক্ত ​​​​সঞ্চালন এবং লিম্ফ প্রবাহে সহায়তা করে।

    জেরিয়াট্রিক ফিজিওথেরাপি

    গতিশীলতা বজায় রাখতে,  দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা কম করতে, সহনশীলতা এবং শক্তি বাড়াতে সহায়তা করে এই ফিজিওথেরাপি।

    ক্রায়োথেরাপি এবং হিট থেরাপি

    ডেস্ক জব (Desk Job) এবং খেলাধুলা সংক্রান্ত আঘাতের ক্ষেত্রে এই ফিজিওথেরাপি কার্যকরী। খেলোয়াড়দের অনেক সময় পেশী শক্ত হয়ে যায়, তখন সেই জায়গায় তাপ বা ঠান্ডা লাগালে অনেকটা আরাম পাওয়া যায়। হিট থেরাপিতে গরম প্যাক ও ক্রায়োথেরাপিতে একটি আইস প্যাক লাগিয়ে এই সমস্যা দূর করা যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kabul Explosions: ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুলের দাশত-ই-বার্চি এলাকা, আহত তিন

    Kabul Explosions: ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুলের দাশত-ই-বার্চি এলাকা, আহত তিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আফগানিস্তানে (Afghanistan) বোমা বিস্ফোরণ (Bomb Explosions)। পরপর দুটো বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কাবুলের দাশত-ই-বার্চি (Dasht-e-Barchi) এলাকা। তালিবানরা (Taliban) আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে বিস্ফোরণ যেন একটি নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই বিস্ফোরণের ফলে খবরের শিরোনামে উঠে আসে আফগানিস্তানের নাম। জানা গিয়েছে গতকাল, শনিবার বিকেলের দিকে দুটি বিস্ফোরণ ঘটেছে।

    স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, কাবুলের দাশত-ই-বার্চি এলাকায় হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আর এই জায়গাতেই প্রথম বিস্ফোরণটি সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে একটি জনাকীর্ণ বাণিজ্যিক বাজারের সামনে ঘটে এবং পরে পুল-ই-খুশক (Pul-e-Khushk) নামক বাস স্টপে আরেকটি বোমা বিস্ফোরিত হয়।

    তালিবানের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বিবৃতি অনুসারে, বিস্ফোরণটি সাইকেলে রাখা স্টিকি বোমার ফলে হয়েছিল, এতে ৩ জন ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই আহতদের ওই এলাকার নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণ ঘটানোর জন্য বিগত কয়েক বছর ধরেই কাবুলের পশ্চিমে শিয়া উপশহর এলাকাকে বারবার লক্ষ্য করা হয়েছে। ফলে অসংখ্য  হামলায় শত শত হাজারা সম্প্রদায়ের লোক নিহত হয়েছেন এবং এই সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনও অত্যধিক বৃদ্ধি পেয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত কাবুল! মসজিদে বিস্ফোরণ, ইমাম-সহ নিহত ২০

    সম্প্রতি কিছুদিন আগেই রাশিয়ান দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় দূতাবাসের দুই কর্মীসহ ১৫ জনেরও বেশি মানুষ নিহত হয়। এই ঘটনার কিছুদিন আগেও, গত শুক্রবারে একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছিল। নামাজের সময় উত্তর-পশ্চিম আফগানিস্তানের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ২০জন নিহত হয়েছিল।

    ফলে এই কয়েক মাসেই রাজধানী কাবুলে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যাতে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানে তালিবান শাসনের এক বছরের মাথায় এই বিস্ফোরণগুলো ঘটেছে। ফলে এর থেকে আন্দাজ করা যেতেই পারে যে, পরবর্তীতে আরও কত বিস্ফোরণ হতে চলেছে পুরো দেশ জুড়ে।

    তবে শুধুমাত্র বোমা বিস্ফোরণ নয়, তালিবানরা আসার পর থেকেই মানব ও নারীর প্রতি একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। গত বছরের অগাস্টে কাবুল দখল করার পর, ইসলাম ধর্মের নারী ও মেয়েদের অধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, সংবাদমাধ্যমকে দমন করেছে, নিরপরাধ ব্যক্তিদের আটক করেছে, নির্যাতন করেছে এবং সমালোচক ও বিরোধীদের মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। ফলে গত বছরের অগাস্টে তালিবানরা ক্ষমতা পুনর্দখলের পর থেকেই বিস্ফোরণ বেড়েই চলেছে ও দেশে শান্তি ফেরাতে তালিবান যে অক্ষম তা স্পষ্ট।

    শের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সবার মনের মানুষ  ছিলেন কিশোর কুমার। মাত্র ৫৮ বছর বয়সেই চলে যান এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। কিন্তু আপনি কি জানতেন এই স্বনামধন্য গায়কের চারটি বিয়ে ছিল? তাঁর স্ত্রীর নাম ছিল- রুমা গুহ ঠাকুরতা (Ruma Guha Thakurta), মধুবালা (Madhubala), যোগিতা বালি(Yogeeta Bali) এবং লীনা চান্দাভাকর (Leena Chandavarkar)। কিশোর কুমারের প্রথম স্ত্রী এবং বাঙালি গায়িকা-অভিনেত্রী রুমার ছেলেই গায়ক অমিত কুমার।

    আরও পড়ুন: বেহাল ব্যবস্থাপনাই প্রাণ কাড়ল কে কে-র! দাবি বিশেষজ্ঞ থেকে ভক্তদের

    একটি সংবাদমাধ্যমে কিশোর কুমারের পুত্র অমিত কুমার তাঁর পিতার বিবাহজীবন নিয়ে বলেন। তিনি জানান, তাঁর মায়ের সঙ্গে ডিভোর্স চলাকালীনই মধুবালার প্রেমে পড়ে যান কিশোর কুমার এবং তাঁর চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে আরও একটি পুত্র আছে যার নাম সুমিত কুমার। কিশোর কুমারের চারটি বিয়ে নিয়ে সরারসরি জিজ্ঞাসাবাদ করলে অমিত কুমার জানান, এটি তাঁর ব্যক্তিগত জীবন ছিল তাই তিনি কখনও তাঁর বাবাকে এই নিয়ে প্রশ্ন করেননি। কিন্তু তিনি সবসময় একটি পরিবার চেয়েছিলেন এবং তাঁকে এই নিয়ে ভুল বোঝানো হয়েছিল বলে দাবি করেছেন অমিত কুমার। তিনি আরও বলেছেন যে, তাঁর সৎ মা লীনা একজন দারুণ লেখিকা ছিলেন ও তাঁর জন্য গানও লিখেছিলেন। কিশোর-পুত্র তথা গায়ক আরও বলেন, যেদিন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়েছিল, তাঁর  বাবা নিজের মাইনর মরিস (Morris Minor) গাড়িটি বাংলোতে কবর দিয়েছিলেন। নায়ক হিসেবে প্রথম ছবি ‘আন্দোলন’-এর পর তিনি তাঁর মায়ের সঙ্গে এটি কিনেছিলেন এবং এই জন্যই তিনি হয়েছিলেন কিশোর কুমার।

    তিনি দাবি করেন, ১৯৫০ সালে তাঁর বাবা-মায়ের বিয়ে হলে, ১৯৫২ সালে তাঁর জন্মানোর পর কিশোর কুমার চেয়েছিলেন যে তাঁর মা যেন গৃহবধূ হয়ে থাকে। তাই মনে করা হয় যে , অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) এবং জয়া বচ্চন (Jaya Bacchan) অভিনীত হৃষিকেশ মুখার্জীর (Hrishikesh Mukherjee) ‘অভিমান’(Abhimaan), সিনেমাটি  কিশোর এবং রুমার গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিল।

    আরও পড়ুন: আইফা অ্যাওয়ার্ডে অনুরাগীদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি ও নারগিস ফাখরি

    উল্লেখ্য, রুমা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভাইঝি এবং তিনি দিলীপ কুমারের (Dilip Kumar) প্রথম ছবি ‘জোয়ার ভাটা’(Jwar Bhata), ‘আফসার’(Afsaar) এবং ‘মাশাল’-এর (Mashaal) মতো ছবিতে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের দুটি বাংলা ছবি ‘গণশত্রু’(Ganashatru) ও ‘অভিযান’ (Abhijan) সিনেমাতেও কাজ করেছিলেন ।  কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছিলেন তিনি এবং তাঁর আরও দুটি সন্তান হয়। ২০১৯ সালে ৮৪ বছর বয়সে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

  • Sonu Sood: চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে  নতুন জীবন দিলেন সোনু সুদ

    Sonu Sood: চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে নতুন জীবন দিলেন সোনু সুদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ‘ফরিস্তা’ হয়ে আসলেন সোনু সুদ (Sonu Sood)। এবারে ফরিস্তা হয়ে এসেছেন বিহারের একটি ছোট্ট মেয়ের জীবনে। চার হাত, চার পা নিয়ে জন্মেছিল চৌমুখী কুমারী (Chaumukhi Kumari) নামে। বিহারের গ্রামে দরিদ্র পরিবারে জন্মেছে সেই মেয়েটি। তার শারীরিক অবস্থার  খবর পেয়েই পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ।

    আরও পড়ুন: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা

    বলিউডের এই অভিনেতাকে সবসময়ই দেখা গিয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এবারে এই একরত্তি মেয়েকে এক নতুন জীবন উপহার দিলেন তিনি। বৃহস্পতিবার চৌমুখীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সোনু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, শিশুটির একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের আগে এবং পরে চৌমুখীর ছবি পোস্ট করেন তিনি। তিনি লিখেছেন, ‘(মেরা অর চৌমুখী কুমারী কা সফর কামিয়াব রাহা) আমার এবং চৌমুখী কুমারীর যাত্রা সফল হয়েছে। বিহারের একটি ছোট গ্রামে চার পা ও চার হাত নিয়ে জন্মেছিল চৌমুখী। এখন সে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে।’

    [insta]https://www.instagram.com/p/Celke5DJpPM/?utm_source=ig_web_copy_link[/insta]

    এর পাশাপাশি দেশের অন্যতম কঠিন অস্ত্রোপচারের সাফল্যের জন্যে সুরাতের (Surat) কিরণ হাসপাতালকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি চৌমুখীর ব্যাপারে জানার পরই ছুটে যান সাহায্য করতে ও তার অপারেশনের জন্য সোনু সাহায্য করেন।

    [tw]


    [/tw]

    এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ফ্যানেরা আরও বেশি আবেগঘন হয়ে পড়েন। তাঁর অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। তাঁর অনুরাগীদের কেউ তাঁকে ‘বাস্তবের হিরো’ বলেছেন, কেউ আবার তাঁর ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, করোনা কালেও তিনি দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন। কখনও আবার মাইলের পর মাইল হেঁটে চলা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। কখনও আবার অক্সিজেন সিলিন্ডারও পৌঁছে দিয়েছেন তিনি। এমনকি এবারও সোনু সুদ এই বাচ্চা মেয়েটির পাশে দাঁড়িয়ে, তাকে নতুন জীবন দিয়ে হয়ে উঠলেন ‘ঈশ্বরের দূত’ ।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

  • New Movie Baap: বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    New Movie Baap: বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের (Bollywood) এই নতুন সিনেমায় এক, দুই নয়, একেবারে চারজন বড় বড় তারকাকে দেখা যাবে একই পর্দায়। বলিউড থেকে এই খবরটি আসা মাত্র সিনেমাপ্রেমীদের মধ্যে এক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা যায়, এই সিনেমায় চারজন অভিনেতাই ‘অ্যাকশনের বাপ’। এক সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সানি দেওল(Sunny Deol), সঞ্জয় দত্ত (Sanjay Dutt)  এবং জ্যাকি শ্রফকে (Jackie Shroff)। তাই বলাই বাহুল্য যে এই সিনেমাটি একটি নতুন চমক নিয়ে আসতে চলেছে।

    পরিচালকের আসনে রয়েছেন বিবেক চৌহান(Vivek Chauhan)। ছবির যৌথ প্রযোজনায় জি স্টুডিও (Zee Studio) এবং আহমেদ খান (Ahmed Khan)। এই অ্যাকশন মুভির জন্য আহমেদ খান, জি স্টুডিওর সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন। এটিই বলিউডে প্রথম যে, একই সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের চার তারকাকে।

    আরও পড়ুন: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    আশির দশকে এই চার অভিনেতারা বড়পর্দায় অ্যাকশনের ঝড় তুলেছিলেন। সেই ঝড়কেই ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে, এই ছবির শ্যুটিং মুম্বই-এর স্টুডিও ছাড়াও বিভিন্ন জায়গায় করা হবে। খবরসূত্রে জানা যায়, আশির দশকের এই অ্যাকশন স্টারদের বড় পর্দায় পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছেন আহমেদ খান, তবে কিছু ট্যুইস্টের সঙ্গে। তাই এবারে চারজনের জুটি বেঁধেছেন মুভির প্রযোজক টিম। গত একবছর ধরে এই ছবি নিয়ে আলোচনার পর জানা যায়, এই বছরেই শুরু হতে চলেছে শ্যুটিং।

    উল্লেখ্য, সানি দেওলের হাতে বর্তমানে ‘গদর ২’ (Gadar 2) এবং ‘চুপ’ (Chup)-এর মতো ছবিও রয়েছে। যদিও গদর তার ২০০১ সালের ব্লকবাস্টার, গদর-এর সিক্যুয়াল। ‘চুপ’ পরিচালনা করেছেন আর বাল্কি(R Balki) এবং এতে প্রধান চরিত্রে ডুলকার সালমানও (Dulquer Salmaan) রয়েছেন। অন্যদিকে সঞ্জয় দত্ত এবছর কেজিএফ ২ (KGF 2)-এ  এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। এই বছরে তার অন্যান্য মুভির মধ্যে রয়েছে ‘শামশেরা’ (Shamshera)। এদিকে আহমেদ খান ওম: দ্য ব্যাটল উইদিন(Om: The Battle Within)-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটি জুলাই মাসেই মুক্তি হতে পারে। তবে এই ‘অ্যাকশন বাপ’-দের একসঙ্গে দেখবার জন্য আগ্রহের সঙ্গে বসে রয়েছেন দর্শক সহ বলিপাড়াও।

    আরও পড়ুন:চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে নতুন জীবন দিলেন সোনু সুদ

  • Viral News: স্কুলে নম্বর বেশি পাওয়ার ফল মৃত্যু! বিষ খাইয়ে খুন করার অভিযোগ সহপাঠীর মায়ের বিরুদ্ধে

    Viral News: স্কুলে নম্বর বেশি পাওয়ার ফল মৃত্যু! বিষ খাইয়ে খুন করার অভিযোগ সহপাঠীর মায়ের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ কাণ্ড! ১৩ বছরের এক ছেলেকে বিষ খাইয়ে খুন করল তার সহপাঠীর মা। ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়ত বলে জানা যায়। ঘটনাটি পুদুচেরীর কারাইকালের। তবে কেন এমন করলেন এই মহিলা, তার কারণ জানলে চোখ কপালে উঠবে আপনার।

    জানা গিয়েছে, স্কুলে নম্বরের রেষারেষির জেরেই এই পরিণতি সেই ১৩ বছরের ছেলের। জানা গিয়েছে, সেই ছেলেটির নাম বালা মণিকানন্দন ও মহিলাটির নাম এস সাগায়ারানী ভিক্টোরিয়া। গত শুক্রবার বালা তার স্কুলের বার্ষিক প্রতিযোগিতার রিহার্সেল শেষ করে বেলা সাড়ে ১২ টার দিকে বাড়িতে যায় এবং তারপর থেকেই হঠাৎ তার বমি হতে শুরু হয়। এরপর সে তার বাবা-মা কে জানায়, স্কুলে সফট ড্রিঙ্কস খাওয়ার পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। বালা জানায়, সেই ড্রিঙ্কস স্কুলের ওয়াচম্যান তাকে দিয়েছিল। বাড়িতে এসে বালা তার মাকে এও জিজ্ঞেস করছিল যে তার মা ওই ড্রিঙ্কস পাঠিয়ে ছিল কিনা। এরপর তার মাও ভেবেছিল যে তাঁদের কোনও আত্মীয় হয়তো দিয়েছিল এই ড্রিঙ্কসটি। এরপর বালার যখন শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, তখন শুক্রবার রাতেই তাকে কারাইরাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিত্‍সা চলাকালীন প্রাণ হারায় সে।

    আরও পড়ুন: গঙ্গা বক্ষেই হুকায় সুখটান, সঙ্গে কাবাব, ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের প্রয়াগরাজে

    এরপর বালার মা বাবা সেই ড্রিঙ্কস কে দিয়েছে সেই খোঁজ করতে স্কুলে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখতে পান যে বালার এক সহপাঠীর মা সাগায়ারানী সেই সফট ড্রিঙ্কস ওয়াচম্যানের কাছে দেয় বালাকে দেওয়ার জন্য। এরপরেই তাঁরা থানায় সেই ভিক্টোরিয়ার নামে অভিযোগ করেন ও বলেন যে, বালা তাঁর মেয়ের থেকে বেশি নম্বর পেয়েছে বলে সেই মহিলার এতটাই হিংসে হয়েছে যে, বালাকে বিষ দিয়ে খুন করেছে।

    এরপরেই রবিবার সাগায়ারানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের সময় সাগায়ারানী জানিয়েছেন, তাঁর মেয়ে ও বালার মধ্যে নম্বর নিয়ে একাধিকবার দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছে। এই ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।

  • Stolen Bentley Car: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    Stolen Bentley Car: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার অদ্ভুত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে পাকিস্তান। গাড়ি চুরি হল লন্ডনে, আর খুঁজে পাওয়া গেল করাচিতে! এ যেন একেবারে অবাক করা কাণ্ড। তবে এই গাড়ি যেই সেই গাড়ি নয়, তার নাম বেন্টলে।

    সংবাদ সূত্রের খবর, ব্রিটেনের রাজধানী লন্ডন (London) থেকে চুরি হয়ে যাওয়া বিলাসবহুল বেন্টলে মুলসান সেডান (Bentley Mulsanne sedan) গাড়িটি করাচিতে নিয়ে আসা হয়েছিল। বাজারে যার আনুমানিক মূল্য ৩ লক্ষ মার্কিন ডলারেরও বেশি! ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকার বেশি। তবে কীভাবে লন্ডনের চুরি হওয়া গাড়ি করাচিতে পৌঁছলো এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কোনওমতে ঠেলেঠুলে গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন পাক কাস্টমসের কর্মীরা।

    সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি থেকে তথ্য পাওয়ার পরে করাচির কালেক্টরেট অফ কাস্টমস এনফোর্সমেন্ট অভিযান চালায়। সেই সময় দেখা যায় বেন্টলে মুলসান সেডান গাড়িটি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে। পাক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, লন্ডন থেকে গাড়িটি চুরি করার পরে সেই গাড়ি থেকে ট্রেসিং ট্র্যাকার সরাতে পারেনি চোরের দল। আর এইভাবেই উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির কোথায় আছে তা খুব সহজেই বুঝতে পেরে যায় ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

    আরও পড়ুন: স্কুলে নম্বর বেশি পাওয়ার ফল মৃত্যু! বিষ খাইয়ে খুন করার অভিযোগ সহপাঠীর মায়ের বিরুদ্ধে

    তবে জানা গিয়েছে অভিযান চলাকালীন দেখা যায়, সেই গাড়িতে পাকিস্তানের নম্বর প্লেট লাগানো ছিল। তবে তল্লাশি চালানোর পর জানা যায়, লন্ডন থেকে চুরি হওয়া গাড়ির চেসিস নম্বর আর সেই গাড়ির চেসিস নম্বর এক। এরপর গাড়ির মালিককে ওই গাড়ির উপযুক্ত কাগজপত্র দেখাতে বললে তা দেখাতে পারেনি। আর সেই কারণে গাড়িটি বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে বর্তমান মালিক এবং যে দালালের মাধ্যমে তিনি গাড়িটি কিনেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়।

    সূত্রের খবর অনুযায়ী, তদন্ত করে জানা গিয়েছে গাড়ি চুরির ক্ষেত্রে যারা যারা জড়িত ছিল তারা পূর্ব ইউরোপের একটি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকের কাগজপত্র ব্যবহার করে তা পাকিস্তানে নিয়ে গিয়েছিল। আবার, কাস্টমসের দায়ের করা এফআইআর থেকে জানা গিয়েছে, পাকিস্তানে গাড়িটি নিয়ে যেতে পাকিস্তানের টাকায় প্রায় ৩০০ মিলিয়নের বেশি কর ফাঁকি দিয়েছে গাড়ি চোরেরা।

  • UK Prime Minister: হেরে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

    UK Prime Minister: হেরে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার বিকেলেই ঘোষণা হয়ে গেল ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস (Liz Truss)। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে (Rishi Sunak) হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ট্রাস। লিজ ট্রাস ৮১৩২৬ ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক ৬০৩৯৯ ভোট পেয়েছেন। সুনাককে ২০,০০০-এর বেশি ভোটে পরাজিত করেন ট্রাস। এদিন কনজারভেটিভ পার্টির সদস্যরাই তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে বেছে নিয়েছেন।

    লিজ ট্রাস হলেন ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। তাঁর আগে থেরেসা মে, ও মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। জানা গিয়েছ, লিজ ট্রাস ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত থাকবেন।

    আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের শেষ পর্যায়ে পৌঁছলেন ঋষি সুনক-লিজ ট্রাস

    উল্লেখ্য, কয়েক মাস কেলেঙ্কারির পরে জুলাই মাসে বরিস জনসন (Boris Johnson) পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার জন্য মঙ্গলবার রানী এলিজাবেথের সাথে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন তিনি। দুর্নীতির দায় নিয়ে গত ৭ জুলাই পদত্যাগ করেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। বরিস প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেই ব্রিটেনের রাজনীতিতে ডামাডোল শুরু হয়ে যায়। 

    তবে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হলেও তাঁকে বর্তমানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ব্রিটেনের যে পরিস্থিতি, তাতে বোঝাই যাচ্ছে, দেশের খুবই দুর্দিনে প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন ট্রাস। কারণ, বেশ কিছুদিন ধরেই নিত্যপণ্যের দামবৃদ্ধিতে ব্রিটিশ নাগরিকদের নাজেহাল অবস্থা। এছাড়াও দেশ জুড়ে জ্বালানি সংকট ও বেকারত্ব তো রয়েছেই। ফলে ট্রাস কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে সেটাই এখন দেখার।

    প্রধানমন্ত্রী নির্বাচনে প্রথমে ঋষি সুনাকই প্রথম পাঁচ রাউন্ডে বিশাল লিড পেয়েছিলেন, কিন্তু কনজারভেটিভ পার্টির সদস্যদের চূড়ান্ত ভোটে পরে লিজ ট্রাস বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়ী হন। তবে ঋষি সুনাকের স্ত্রীর করফাঁকি, নিজের ইউএস গ্রিন কার্ড এবং বিপুল সম্পত্তি ইত্যাদির কারণে তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হয়, আর এই কারণগুলোই তাঁর পরাজিত হওয়ার মূল কারণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল।

  • Ethiopian Airlines Pilots: মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই! এরপর যা ঘটল…

    Ethiopian Airlines Pilots: মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলটই! এরপর যা ঘটল…

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ আকাশে চলন্ত বিমানে এ কি কান্ড! ঘুমিয়ে পড়লেন বিমান চালক! অবাক হচ্ছেন তো? কিন্তু এমনটাই ঘটেছে, কিন্তু এই ঘটনা ভারতের নয়, ইথিওপিয়ার। ইথিওপিয়ার বিমানের দুজন বিমানচালক এই ঘটনা ঘটিয়েছে। এতগুলো যাত্রীর জীবন কীভাবে বিপদে ফেলতে পারেন তাঁরা, তাই নিয়ে প্রশ্ন উঠছে। 

    আরও পড়ুন: ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

    জানা গিয়েছে, গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিমানে এই ঘটনা ঘটেছে।  বিমানটি তখন ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল। সেই সময়ে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। মাঝপথে ঘুমিয়ে পড়ার ফলে সেই যাত্রীবাহী বিমান তার নির্দিষ্ট গন্তব্যস্থলে নামতে পারেনি। অ্যাভিয়েশন নিউজ সাইট (The Aviation Herald) থেকে জানা গেছে যে, নিজে থেকে নয়, অটোপাইলটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হবার পর অ্যালার্মের শব্দেই পাইলটদের ঘুম ভেঙেছে। যদিও তারা ২৫ মিনিট পর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সুরক্ষিতভাবে বিমানটি অবতরন করাতে পেরেছিল। শনিবার ইথিওপিয়ান এয়ারলাইন্স বলেছে যে পাইলটদের আরো তদন্তের জন্য অপারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও তাদের সাসপেন্ডও করা হয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইন্স তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে যে তদন্তের পর ফলাফল অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তারা আরও জানায়, যাত্রীদের সুরক্ষাই তাদের প্রথম লক্ষ্য ছিল এবং থাকবে।

    আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন ‘হিরো’, কে এই ক্যাপ্টেন মণিকা?

    অস্ট্রেলিয়ান এভিয়েশন কনসালটেন্সি ফার্ম এভিয়েশন প্রজেক্টেস এর ম্যানেজিং ডিরেক্টর কিথ টনকিন (Keith Tonkin, managing director of Australian aviation consultancy firm Aviation Projects) বলেন, এয়ারলাইন্সের সাধারণত নির্দিষ্ট কিছু  প্রটোকল আছে যা সবসময় নিশ্চিত করে যে বিমানের দায়িত্বে থাকা কেউ জেগে আছে কিনা। তবে তাঁর মতে, পাইলটদের নিজেদের সাফাই দেওয়ার জন্য অন্তত পক্ষে একটা সুযোগ দেওয়া দরকার। তিনি মনে করেন, নিশ্চয়ই কোন কারণ ছিল যে কারণে তারা জেগে থাকতে পারেননি। যদি তাঁরা কোনও নিয়ম বা আইন ভেঙ্গে থাকে, অবশ্যই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

LinkedIn
Share