Author: শুভদীপ কর্মকার

  • Manish Sisodia:  আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী

    Manish Sisodia: আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। রবিবার বেশ কয়েক ঘণ্টা টানা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। এদিন তলব করা হয়েছিল সিসোদিয়াকে। সকাল ১০টা নাগাদ সিবিআই দফতরে হাজিরও হয়ে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী। শুরু হয় জেরা। শেষমেশ এদিন সন্ধের দিকে গ্রেফতার করা হয় তাঁকে।

    আবগারি নীতি মামলা…

    আবগারি নীতি মামলায় (Liquor Policy Case) জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়েছিল সিসোদিয়াকে (Manish Sisodia)। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে হাজির হন তিনি। তখনই বুঝে যান এদিনই গ্রেফতার হতে পারেন তিনি। সেই কারণে সিবিআই দফতরে ঢোকার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেন, ৭-৮ মাসের জন্য জেলে যাচ্ছি।

    এদিন সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন সিসোদিয়া। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রোড শো করেন। পরে যান সিবিআই দফতরে। সিবিআই দফতরে ঢোকার আগে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে দিল্লির উপমুখ্যমন্ত্রী (Manish Sisodia) বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দিতে চান। তিনি বলেন, আমাদের লড়াই করা উচিত। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তাঁর যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা কর। বাবা-মায়ের কথা শোনো।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের প্রসঙ্গ! কী বললেন মোদি

    শনিবার একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। আমাদের সূত্র বলছে, রবিবার তাঁকে গ্রেফতার করা হবে। এটা খুবই দুঃখজনক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই দুর্নীতির প্রমাণ নষ্ট করতে একাধিক পদক্ষেপ করেছেন সিসোদিয়া (Manish Sisodia)। সিসোদিয়া ও অন্যান্য সন্দেহজনকরা বারবার তাঁদের ফোন বদলেছেন। প্রায় ১.৩৮ কোটি টাকার আর্থিক প্রতারণাকে ধামাচাপা দিতেই এসব করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাদের এও দাবি, অন্তত ৩৬ জন অভিযুক্ত গত বছরের মে থেকে অগাস্ট মাস পর্যন্ত ১৭০টি মোবাইল ফোন ব্যবহার করেছেন বা নষ্ট করে ফেলেছেন। এর মধ্যে থেকে ১৭টি ফোন বাজেয়াপ্ত করা হলেও, সেখানে তথ্য মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ তদন্তকারীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Naatu Naatu: ‘নাটু নাটু’ গানের তালে দক্ষিণ কোরিয়া দূতাবাসের কর্মীরা, ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

    Naatu Naatu: ‘নাটু নাটু’ গানের তালে দক্ষিণ কোরিয়া দূতাবাসের কর্মীরা, ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নাটু নাটু’-র ক্রেজ আসক্ত করেছে গোটা বিশ্বকে। তা আরও একবার বোঝা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেয়ার করা ভিডিও দেখে। দক্ষিণের পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের তালে নেচেছে পুরো দেশবাসী। আর এবারে ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীদেরও এই গানের তালের সঙ্গে পা মেলাতে দেখা গেল। আর এই ভিডিও শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ইতিহাস সৃষ্টির পথে ‘আরআরআর’

    ‘নাটু নাটু’র জন্য ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ‘আরআরআর’, আপাতত অস্কারের জন্য দিন গুণছে গোটা দেশ। এই ছবির হাত ধরে দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতের সামনে অস্কার জয়ের হাতছানি। তার আগে ফের আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে রাজামৌলির টিমের ঝুলিতে। ফের একবার আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে রাজামৌলি-রামচরণদের হাতে। হলিউড ক্রিটিকস অ্যাসোশিয়েশনের বিচারে সেরা গানের পুরস্কারও জিতেছে ‘আরআরআর’। হলিউড ক্রিটিকস অ্যাসোশিয়েশনের মঞ্চে সেরা ‘অরিজিন্যাল সং’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘নাটু নাটু’। ফলে ‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে ছড়িয়েই চলেছে। শ্রোতাদের মধ্যে এই গানের উন্মাদনা আকাশ ছোঁয়া।

    ‘নাটু নাটু’ গানে নাচ কোরিয়ার দূতাবাসের কর্মীদের

    ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাস তাদের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছে। এতে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে বকের সঙ্গে দূতাবাসে কর্মরত কর্মীদের ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা যাচ্ছে। এর সঙ্গে ক্যাপশনে লেখা, “আপনি কি নাটু জানেন? আমরা দক্ষিণ কোরিয়া দূতাবাসের ‘নাটু নাটু’ নাচের কভার শেয়ার করতে পেরে আনন্দিত। দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বকের নাটু নাটু দেখুন!!”

    কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    এবার এই ভিডিও ট্যুইটারে রিট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূতাবাসের কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটি প্রায় দু’ঘন্টা আগে শেয়ার করা হয়েছিল। শেয়ার করার পর থেকে, এটি ৭ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং এই সংখ্যা বেড়েই চলেছে৷ আবার এতে ২০ হাজারেরও বেশি লাইক এসেছে।

  • S Jaishankar: ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সবই করবে ভারত’, চিনকে ফের হুঁশিয়ারি জয়শঙ্করের

    S Jaishankar: ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সবই করবে ভারত’, চিনকে ফের হুঁশিয়ারি জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে তার সবই করবে ভারত (India)। শনিবার চেন্নাইয়ের তুঘলকের ৫৩তম বার্ষিক অনুষ্ঠানে ফের চিনকে (China) এই হুঁশিয়ারি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বিশ্বজুড়ে করোনা অতিমারি চলার সময়ও চিন যে বারংবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে, এদিন তাও মনে করিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, উত্তর সীমান্তে বিশাল বাহিনী এনে আমাদের চুক্তি ভঙ্গ করে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে চিন। জয়শঙ্কর বলেন, মনে করুন, কোভিড অতিমারির সময় ২০২০ সালের মে মাসেও এ রকমই হয়েছে। আমরাও যোগ্য এবং কঠিন জবাব দিয়েছিলাম। এবং এর কৃতিত্ব বিদেশমন্ত্রী দিলেন সেনাবাহিনীকে। তিনি বলেন, কঠিন ভূখণ্ডে দাঁড়িয়ে চরম আবহাওয়ার মধ্যেও আমাদের বাহিনী সীমান্ত রক্ষা করেছে।

    সংঘর্ষ…

    প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখে সংঘর্ষ হয় চিন ও ভারতীয় সেনার। ২০২২ সালের শেষের দিকেও অরুণাচল প্রদেশের তাওয়াঙে চিনা ফৌজ প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করলে প্রতিরোধ করে ভারতীয় সেনা। তার জেরে দু পক্ষে সংঘর্ষ হয়। দু পক্ষের কেউ নিহত না হলেও, জখম হন বেশ কয়েকজন। পরে ভারতীয় সেনার তাড়া খেয়ে বাঙ্কারে ফিরে যায় লালফৌজ। পরিস্থিতির মোকাবিলায় ২০ ডিসেম্বর চুশুল-মলডো সীমান্তে চিনের দিকে ১৭তম বার বৈঠকে বসেন চিন ও ভারতের সেনা কর্তারা।

    আরও পড়ুুন: ‘দেশ বাঁচাতে আমাদের একমাত্র পথ হল…’, কী বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

    এদিন জয়শঙ্কর (S Jaishankar) বলেন, ভারত এমন এক দেশ, যে কোনও দেশকে আঘাত করে না। তবে জাতীয় নিরাপত্তার জন্য যা দরকার, তার সবটাই করে। ভারতের বিদেশমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে ইতিহাসের পাশাপাশি ভৌগোলিক অবস্থানও এই দেশের গুরুত্ব বাড়িয়েছে। ভারতের নামে যে মহাসাগর, তার কেন্দ্রে রয়েছে ভারতীয় উপদ্বীপ। তিনি (S Jaishankar) বলেন, আমাদের অংশগ্রহণ ছাড়া এশিয়ার মধ্যে সংযোগ গড়ে তোলা সম্ভব নয়। ভারত মহাসাগরের ভৌগলিক গুরুত্ব আজ আরও বেশি। সেই কারণে গোটা দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারত। জয়শঙ্কর বলেন, ভারত যত বেশি অংশগ্রহণ করবে, তত তার গুরুত্ব বাড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vande Bharat Express: এবার বন্দেভারত ছুটবে তেলেঙ্গানা অন্ধপ্রদেশের মধ্যে, আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রীর

    Vande Bharat Express: এবার বন্দেভারত ছুটবে তেলেঙ্গানা অন্ধপ্রদেশের মধ্যে, আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর এবার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে জোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মাধ্যমে। গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল ভাবে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করেন। এদিন রবিবার মকর সংক্রান্তিতে পোঙ্গল উৎসবের সময় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যেটি সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম অবধি যাবে।

    উদ্বোধনের সময় কী বললেন প্রধানমন্ত্রী

     বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ পেল এই উপহার, বন্দে ভারত এক্সপ্রেস। যেটি দুটি রাজ্যের মধ্যে সংস্কৃতি এবং ঐতিহ্যকে আদান প্রদান করবে। এদিন ট্যুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে তিনি লেখেন, বন্দে ভারতের (Vande Bharat Express) নতুন এই যাত্রাপথে পর্যটন শিল্পের উন্নতি হবে।
    প্রধানমন্ত্রী এদিন আরও বলেন যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হল নতুন ভারতের একটি প্রতীক যেটি ভারতবর্ষকে আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছে।

    প্রসঙ্গত এটি ছিল অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যেটি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদের বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এবং ৮ ঘন্টায় সম্পূর্ণ করবে এর যাত্রাপথ।

     এক নজরে দেখা যাক আগের সাতটি বন্দে ভারত এক্সপ্রেস কোথায় কোথায় চালু হয়েছে

    নতুন দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে নতুন দিল্লি

    নতুন দিল্লি থেকে জম্মু-কাশ্মীরের কাটরা এবং কাটরা থেকে নতুন দিল্লি

    মুম্বাই সেন্ট্রাল থেকে গান্ধীনগর এবং গান্ধীনগর থেকে মুম্বাই সেন্ট্রাল

    হিমাচল প্রদেশের আনদৌড়া থেকে নতুন দিল্লি এবং নতুন দিল্লি থেকে হিমাচল প্রদেশের আনদৌড়া 

    চেন্নাই থেকে মহীশুর এবং মহীশুর থেকে চেন্নাই

    নাগপুর থেকে বিলাসপুর এবং বিলাসপুর থেকে নাগপুর

    হাওড়া থেকে নতুন জলপাইগুড়ি এবং নতুন জলপাইগুড়ি থেকে হাওড়া

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nepal Plane Crash: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা! নিহত ৬৮ জন, আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

    Nepal Plane Crash: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা! নিহত ৬৮ জন, আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবারে নেপালের পোখরায় ঘটে এই দুর্ঘটনা। আজ, রবিবার ৭২ জন যাত্রী নিয়ে নেপালের পোখরায় ভেঙে পড়ল ইয়েতি এয়ারলাইনসের ATR-72 বিমান। পোখরা বিমানবন্দরের রানওয়েতেই ভেঙে পড়ে এই বিমানটি। সূত্রের খবর অনুযায়ী, কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। বিমানে ছিলেন ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু সদস্য। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় (Nepal Plane Crash )।

    নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা

    নেপালের সংবাদমাধ্যমে জানা গিয়েছে, পোখরার পুরনো অভ্যন্তরীণ বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নেপালের বাসিন্দারা ছিলেন, ১০ জন বিদেশি পর্যটকরাও ছিলেন বিমানে। পাহাড়ে ধাক্কা লেগেই বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। পাহাড়ের খাদে বিমানটি পড়ে গিয়ে আগুন ধরে গিয়েছে। ফলে উদ্ধারকাজে খুবই বেগ পেতে হচ্ছে। বিমানে ৫ জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে।  

    ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার। সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।

    ইতিমধ্যেই সেই বিমান ভেঙে পড়ার পর আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে এবং আশেপাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জানা গিয়েছে, বিমানটি নীচে ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে। ফলে বিমানের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে। বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। আপাতত পোখরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। 

     

  • Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলার কর্ণধার ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। কর্মী ছাঁটাইয়ের জন্য একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন ইলন। কিন্তু এবার আর কর্মী ছাঁটাই, বিতর্ক নয়, ট্যুইটারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন মাস্ক। তিনি জানিয়েছেন, এবার থেকে ছোট ট্যুইট নয়, বড়সড় ট্যুইট করতে পারবেন ব্যবহারকারীরা। ট্যুইটার ইন্টারফেসকে এক নতুন রূপ দিতে ইলন মাস্ক আনতে চলেছেন একাধিক বৈশিষ্ট্য। তবে সেই বৈশিষ্ট্যগুলো কী কী জেনে নিন।

    ট্যুইটারের ইন্টারফেসে একাধিক পরিবর্তন

    রবিবার ট্যুইট করে মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারের বহু প্রতীক্ষিত ‘ইউজার ইন্টারফেস’ (ইউআই)-এ বদল আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইট করার সুবিধা। এছাড়াও তিনি ট্যুইটারে লিখেছেন, “চলতি সপ্তাহের শেষ থেকে রেকমেন্ডড ট্যুইট বা অনুসরণ করা ট্যুইট ডান বা বাঁ-দিকে সহজে সরিয়ে ট্যুইট দেখা যাবে।” ট্যুইটারে এবার ওয়েব ব্রাউজারের মত ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক। ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, “এক সপ্তাহ পরে ট্যুইটে ‘বুকমার্ক বাটন’ দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম থেকে বড় আকারের ট্যুইট আসছে।”

    নতুন বৈশিষ্ট্য নিয়েও বিতর্ক

    ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক ইউজার ইন্টারফেস পরিবর্তনের কথা ঘোষণা করলে এটি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্যুইটার ইউজারদের মতে, ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইটের কোনও প্রয়োজনই নেই। নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে বা সংক্ষিপ্ত রূপই ট্যুইটারের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু ২৮০-এর বেশি ক্যারেক্টারের পরিবর্তনটি আনলে ট্যুইটারের বিশেষত্বই থাকবে না। যাঁরা ট্যুইটারের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা জানিয়েছেন, সংক্ষিপ্ত ট্যুইটের সঙ্গে যে খবরের ‘থ্রেড’ জুড়ে দেওয়া হয়, সেখানে ‘ক্লিক’ করলেই গোটা বিষয়টি সবিস্তার জানা যায়। তাই বড় আকারের ট্যুইটের কোনও প্রয়োজনই নেই।

  • Terrorist: প্রজাতন্ত্র দিবসের আগে হাওড়ায় এসটিএফের জালে ২ জঙ্গি , আইএস যোগ?

    Terrorist: প্রজাতন্ত্র দিবসের আগে হাওড়ায় এসটিএফের জালে ২ জঙ্গি , আইএস যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে আইএসআইএসের (ISIS) সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে (Terrorist) দুজনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল বছর আঠাশের মহম্মদ সাদ্দাম এবং বছর তিরিশের সঈদ আহমেদ। হাওড়ার বিদ্যাসাগর সেতু থেকে গ্রেফতার করা হয় তাদের।

    সাদ্দাম ও আহমেদ…

    পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেন, সাদ্দাম এমটেক ছুট। সে গুরগাঁও ভিত্তিক এক সফটওয়্যার কোম্পানিতে কর্মরত। আর আহমেদ কাজ করে তার বাবার ফার্মে। জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১ ও ১২২ নম্বর ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের অন্য এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতেরা তরুণদের নিয়োগ করার কাজে লিপ্ত ছিল। তারা অস্ত্র সংগ্রহ করত। জোগাড় করত বিস্ফোরক। সংগ্রহ করত অর্থও। তারা খলিফার শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছিল।

    পুলিশ জানিয়েছে, ওই দুজনকে গ্রেফতারের পর তাদের ডেরায় (Terrorist) হানা দেওয়া হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জিনিস। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, নোটবুক, ডেবিট কার্ড এবং একটি টু-হুইলার। জিহাদি সাহিত্য, কয়েকটি জিহাদি চ্যানেলের তালিকা এবং কয়েকটি কোম্পানির নাম লেখা কাগজপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সাদ্দামকে কেন গ্রেফতার করা হয়েছে, তা জানেন না বলেই দাবি তাঁর পরিবারের। সাদ্দামের এক আত্মীয় বলেন, তারা (পুলিশ) এল, তার মোবাইল এবং কম্পিউটারটা নিয়ে চলে গেল। আমরা জানি না কেন তাকে গ্রেফতার করা হল।

    আরও পড়ুুন: অপরাধী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ, ছিনিয়ে নিয়ে গেল ২ অভিযুক্তকে

    এসটিএফ সূত্রে খবর, সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে আইএস জঙ্গিদের নৃশংস খুনের ভিডিও। বিদেশ যাওয়ার ছক কষেছিল সাদ্দাম। সেই মতো তৈরি করেছিল পাসপোর্টও। এসটিএফের দাবি, সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। মিলেছে পাকিস্তান-যোগও। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সাদ্দাম। টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়ার চলত সাংকেতিক ভাষায় কথাবার্তা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kolkata Weather: বড়দিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    Kolkata Weather: বড়দিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরজুড়ে উৎসবের মরশুম। আজ বড়দিন। উৎসবের মেজাজে ইতিমধ্যেই সাজ সাজ রব। ক্রিসমাসে শীতপ্রেমীরা কনকনে ঠান্ডার অপেক্ষাতেই থাকে। কিন্তু এই বছর কনকনে ঠান্ডায় বড়দিন উপভোগের আনন্দ আর হবে না। বছর প্রায় শেষ হতে চললেও হাড় কাঁপানো শীত এখনও অধরা বঙ্গের বুকে। ভোরের দিকে তাপমাত্রার পারদ নিচে নামলেও বেলা বাড়লে সূর্যের প্রকোপে শীতের আমেজ আর অনুভূত হচ্ছে না। জানা গিয়েছে, এবারের বড়দিনে গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে।

    কলকাতায় আবহাওয়া

    শনিবার থেকেই শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া মানুষের ভিড়। হালকা শীতের আমেজ শহরে। বড়দিনে বাড়বে শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। তবে আগামীকাল এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার এই বৃদ্ধি জারি থাকবে।

    পারদ কেন ঊর্ধ্বমুখী?

    শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর জলীয় বাষ্পের প্রভাবে স্বাভাবিকভাবেই আবহাওয়া পরিবর্তন হবে বড়দিনের দিনে। ফলে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা একটু বাড়বে৷ কলকাতা-সহ পুরো রাজ্যেও সোমবার, মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।

    আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ! বড়দিনে কোভিড-বিধি মেনে চলার পরামর্শ

    উত্তরবঙ্গের আবহাওয়া

    আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালে শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহে ঘন কুয়াশায় দৃশ্যশূন্যতা দেখতে পাওয়া যাবে৷ ৫০ থেকে ২০০ মিটার থাকবে দৃশ্যমানতা৷ এদিন থেকে পরপর চার দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

    কবে শীত?

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। বছর শেষে ২৯ ও ৩০ ডিসেম্বর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে কলকাতায়। গোটা রাজ্যেরই তাপমাত্রা নামবে বছর শেষে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২৯ ডিসেম্বর থেকে কমতে শুরু করবে।

  • Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়াকারকাণ্ডের ছায়া! ঘটনাস্থল এবার দিল্লি (Delhi) নয়, রাজস্থান (Rajasthan Crime)। অভিযোগ, কাকিমাকে কেটে ১০ টুকরো করলেন এক যুবক। পরে দেহাংশগুলিকে ছুড়ে দেন হাইওয়ের (Highway) পাশে। তদন্তে নেমে বছর বত্রিশের অভিযুক্ত যুবক অনুজ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘটনার নেপথ্যে…

    পুলিশ সূত্রে খবর, বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধর নগরে থাকতেন অনুজ। করোনার সময় স্বামী মারা যাওয়ায় তাঁর কাকিমাও অনুজদের সঙ্গে  থাকতে শুরু করেন। ১১ ডিসেম্বর বাড়িতে ছিলেন অনুজ এবং তাঁর কাকিমা। সেই সময় দিল্লিতে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে কাকিমাকে বলেন অনুজ। কাকিমা তাঁকে যেতে নিষেধ করেন। এনিয়ে কাকিমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনুজ। এর পর রান্নাঘরে চা করতে চলে যান বছর চৌষট্টির ওই প্রৌঢ়া। অভিযোগ, সেই সময় আচমকাই রান্না ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে অনুজ সজোরে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর দেহ লোপাট করতে মার্বেল পাথর কাটার মেশিন দিয়ে দেহটিকে ১০ টুকরো করেন অনুজ। পরে দেহাংশগুলি সুটকেসে ভরে জয়পুর-শিখর হাইওয়ের পাশে ফাঁকা জায়গায় ফেলে আসেন।

    আরও পড়ুন: “অনার কিলিং- এর নামে প্রতিবছর এ দেশে শয়ে শয়ে মানুষ খুন হয়”, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    জানা গিয়েছে, বাড়ি ফিরে অনুজ জানান কাকিমা কোথায় তা তিনি জানেন না। বাবা ও বোনের সঙ্গে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন তিনি। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, ১১ ডিসেম্বর একটি বড় সুটকেস ও কম্বল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন অনুজ। শুরু হয় পুলিশি জেরা। টানা জেরায় ভেঙে পড়েন অনুজ। কবুল করেন খুনের কথা। অনুজ অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান বলেই দাবি পুলিশের। তবে তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করা হচ্ছে। কাকিমাকে খুনের কথা স্বীকার করলেও, তাঁকে অনুশোচনা করতে দেখা যায়নি। অনুজের বিরুদ্ধে দায়ের হয়েছে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ। প্রসঙ্গত, দিল্লিতে প্রেমিকা তথা লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। ওই ঘটনার বেশ কয়েক মাস পরে গ্রেফতার করা হয় আফতাবকে। পুলিশি জেরায় খুনের কথা কবুল করে সে-ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Christmas Festival 2022: দুবছর পরে ফের চেনা ছন্দে কলকাতা, বড়দিনে আলোর মেলা

    Kolkata Christmas Festival 2022: দুবছর পরে ফের চেনা ছন্দে কলকাতা, বড়দিনে আলোর মেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবছরের মহামারী শেষে এবার নিজের স্বমহিমায় ফিরছে কলকাতার বড় দিনের উৎসব (Kolkata Christmas Festival 2022)। গত দু বছর শহর শীতের উৎসবের জাঁক জমক হারিয়েছিল। কিন্তু আলোর রঙে সাজবে শহর। ২১ ডিসেম্বর অ্যালেনপার্কে ১২ তম কার্নিভালের উদ্বোধন হবে। 

    কলকাতায়, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক এবং ক্যাথিড্রাল রোড যথারীতি আলোর মালায় সেজে উঠবে। ঐতিহ্যশালী বোব্যারাকও সাজবে নতুন সাজে। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, “দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর এবং বারুইপুরের গির্জা এবং আলিপুরদুয়ার, আসানসোল, হাওড়া, বিধাননগর এবং ঝাড়গ্রামের পুলিশ কমিশনারেটগুলিকেও ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি আলো দিয়ে সাজানো হবে।” 

    আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব    

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ এবং কলকাতার পার্ক হোটেল একটি বিশেষ আলোক সজ্জার (Kolkata Christmas Festival 2022) আয়োজন করবে, যেখানে ঘোড়ার গাড়ির ওপর বসে থাকবে সান্তাক্লজ। 

    প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস-চেয়ারম্যান শেন ক্যালভার্ট এ বিষয়ে বলেন, “বো ব্যারাকের আলোগুলি রিমোট কন্ট্রোল-চালিত হবে এই বছর৷ আমরা অ্যাংলো-ইন্ডিয়ানদের জীবন যাত্রার আসল সৌন্দর্য তুলে ধরতে চাই।”  

    পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের এনকুয়্যারি কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল রাখা হবে। আগের বছর মহামারী থাকা সত্ত্বেও, পার্ক স্ট্রিট কার্নিভালে দর্শকদের উপস্থিতি প্রত্যাশার থেকে অনেক বেশি ছিল। তাই এই বছর আয়োজকরা আরও মানুষের উপস্থিতির আশা রাখছেন।

    মহামারীর জন্যে যে দু বছর খাবার স্টলগুলির অনুমতি দেয়নি প্রশাসন, এ বছর সেগুলিও ফিরবে। এক সংগঠক বলেন, “এখানে প্রায় ৩০টি খাবারের স্টল থাকবে এবং সবগুলি বুক করা হয়েছে। অংশগ্রহণকারীদের স্টলের জন্য কোনো টাকা দিতে হবে না। দর্শকরা শুধু ক্রিসমাস কেক এবং চকলেটই নয়, চাইনিজ, গোয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ান সহ বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন।”

    খাবারের স্টলগুলি খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, নেপালি এবং গোয়ান সম্প্রদায়ের মহিলারা পরিচালনা করবেন। প্রতি বছরের মতো এবারও অ্যালেনপার্কে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। শীঘ্রই সঙ্গীতশিল্পীদের নাম ঘোষণা করা হবে। ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছাড়া যখন অ্যালেনপার্ক বন্ধ থাকবে। বাসকারস মিউজিক্যাল প্রোগ্রামটি ক্যামাক স্ট্রিটে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।   

    কলকাতা পুলিশ ২৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠান করবে। চার্চের গায়করা ইংরেজি হিন্দি এবং বাংলা গান পরিবেশন করবেন সেদিন। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের তথ্য কিয়স্ক এবং অ্যালেন পার্কে একটি প্রাথমিক চিকিৎসা স্টল স্থাপন করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share