Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

    শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    সিরাজের সেরা স্পেল

    চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

    অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey: তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল! তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    Turkey: তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল! তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই যখন একের পর এক আফটারশকে কাঁপছে তুরস্কর বিস্তীর্ণ এলাকা, তখনই জাতীয় বিপর্যয় মোকবিলা দলকে সেখানে পাঠিয়েছে কেন্দ্র। মঙ্গলবার দুপুরে পঞ্চম বার কেঁপে ওঠে তুরস্ক। তার জেরে ধসে পড়ে আরও কিছু বহুতল, বাড়ি, হাসপাতাল। তার জেরে আরও হাজার হাজার মানুষ ঘরছাড়া হন। তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল। আহত প্রায় ২০ হাজার। যে ক’টা হাসপাতালে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আর তিলধারণের জায়গা নেই।

    কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

    মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে দলীয় বৈঠকে এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্প ২০০১ সালের গুজরাটের ভুজের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ইতিমধ্যেই অত্যাধুনিক সরঞ্জাম, ত্রাণ, খাবার, ওষুধ সহ ভারতের এনডিআরএফ-এর বিশেষ দলকে পাঠানো হয়েছে সেখানে। ভূমিকম্পের পরে এখনও উদ্ধারকার্য চলছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে সহয়তার কাজও এই দলটি করবে বলে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 বিমান করে এনডিআরএফ এই দলটিকে পাঠানো হয়েছে। দলে পুরুষ এবং মহিলা উভয় কর্মীদের রাখা হয়েছে। তুরস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে এই দলটি কাজ করবে। 

    আরও পড়ুন: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    সোমবার ৭.৮ রিখটারের ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত  হয়েছে তুরস্ক (Turkey)। চাপ বাড়াচ্ছে তুরস্কের চরম ঠান্ডা। উষ্ণতা হিমাঙ্কের নীচে। এই পরিস্থিতিতে রাতে উদ্ধারকাজ চালানো এক প্রকার অসম্ভব। বিপাকে ঘরছাড়ারা। ঘর হারিয়ে চরম ঠান্ডায় সারা রাত খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে তাঁদের। তুরস্কের তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’ ঘোষিত হয়েছে।

    তুরস্কের দিল্লির দূতাবাসে অর্ধনমিত থাকে সেদেশের জাতীয় পতাকা। ভূমিকম্পের জেরে গোটা দেশ শোকস্তব্ধ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পরিস্থিতি আরও খারাপ। যুদ্ধের কারণে এমনিতেই সেখানে উদ্বাস্তু শিবিরে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • SSC Scam: গোপাল হন আরমান! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে নয়া তথ্য

    SSC Scam: গোপাল হন আরমান! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে নয়া তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম ভাঁড়িয়ে ‘আরমান গঙ্গোপাধ‌্যায়’ হন গোপাল দলপতি। চিটফান্ড মামলায় নাম জড়িয়ে যাওয়ার পরই এই পরিচয় নেন তিনি। ইডির জেরায় গোপাল জানিয়েছে, আরমান গঙ্গোপাধ্যায় নাম বদলে তিনি নথিপত্র বানিয়েছিলেন। সেবি যখন সব বন্ধ করে দিয়েছিল তখন আমি নাম বদলাতে বাধ্য হয়েছিলাম। দাবি গোপালের। 

    আদালতে গিয়ে নাম বদল

    ইডি সূত্রে খবর,  ‘আরমান’ নামেই গোপাল তৈরি করেন যাবতীয় পরিচয়পত্র। সেই আধার কার্ড, প‌্যান কার্ড-সহ যাবতীয় পরিচয়পত্র এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে। ইডি জানিয়েছে, হুগলির (Hooghly) ধৃত যুবনেতা কুন্তল ঘোষের মুখে তাপস মণ্ডলের সঙ্গে সঙ্গে উঠে এসেছিল গোপাল দলপতির নামও। কুন্তলের দাবি ছিল, তিনি গোপালকে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন। যদিও গোপাল ইডির কাছে তা অস্বীকার করেন। জেরার সময় ইডি আধিকারিকরা তাঁর পরিচয়পত্র দেখতে চান। সেখান থেকেই তাঁর আরমান পরিচয় সামনে আসে। সেবি (SEBI)তাঁর যাবতীয় অ‌্যাকাউন্ট বন্ধ করে দিলে  আদালতে গিয়ে এফিডেফিট করে ‘আরমান গঙ্গোপাধ‌্যায়’ নাম নেন। 

    আরও পড়ুুন: ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা, ১৪টি মন্দিরে ভাঙচুর, কী বলছে প্রশাসন?

    নাম ভাঁড়িয়ে কালো টাকা সাদা!

    ইডি আধিকারিকদের মতে, নাম ভাঁড়িয়ে একাধিক সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে সাহায‌্য করেন তিনি। গোপাল দলপতি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে চিনতাম। কোনও টাকা আমি পার্থ চট্টোপাধ্যায়কে দিইনি। কুন্তল প্রসঙ্গে বলেন, আমার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। যখন অভাব পড়েছে কখনও ৭০ হাজার, কখনও ৩০ হাজার কখনও ১ লাখ টাকা দিয়েছে। অ্য়াকাউন্টে ট্রান্সফার করেছিল…হাত খরচার জন্য…সেই সময় তাপসদার কাজ দেখভাল করতাম। বলত প্রেসার দাও, ফান্ড যাতে তাড়াতাড়ি দেয়, সেকারণেই হয়তো টাকা দিত।” ইডির কাছে গোপালের দাবি, তাঁর সামনেই ৯৪ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। আবার কুন্তলও তাঁকে টাকা দেওয়ার জন‌্য চাপ দিতেন। গোপাল বলেন, “আমি কুন্তলের কাছে কয়েকবার বলতে শুনেছি কাকু কাকু। কাকুর কাছে পেমেন্ট দিতে হবে। কাকু কে জানতাম না। কালীঘাটের কাকুর কাছে যেতে হবে বলত। কাকু আদৌ কে, তা জানি না।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey: মঙ্গলে ফের কাঁপল তুরস্ক! ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দল

    Turkey: মঙ্গলে ফের কাঁপল তুরস্ক! ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাহাকার-আতঙ্ক ছড়িয়ে শহর থেকে শহরে। ঘন্টায় ঘন্টায় বাড়ছে মৃতের সংখ্যা। তার মাঝেই ফের একবার কেঁপে উঠল তুরস্কের মাটি। এই নিয়ে দু’ দিনে চার বার। প্রথম মাটি কেঁপে উঠেছিল তুরস্কে সোম সকালে। মঙ্গলবার সকালে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, সেটি ৫.৯ মাত্রার। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রের খবর, সোমবারের প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের ১৮ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ৭.৮। তার ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্প হয়। সোমবার সন্ধের পর অনুভূত হয় তৃতীয়বারের কম্পন। সেই ভয়াবহতার রেশ কাটার আগেই ফের কেঁপে উঠল তুরস্কের মাটি। 

    ভারত থেকে উদ্ধারকারী দল

    ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দলের প্রথম ব্যাচ। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও।

    আরও পড়ুন: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    মঙ্গলবার উদ্ধারকারী দলের তুরস্কের রওনা দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তুরস্ক এবং সিরিয়ার এই ভয়াল ভূমিকম্পে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ভূমিকম্পের জেরে ২০ হাজার মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ তুরস্ক এবং সিরিয়ার এই বিপর্যয়ে দু’দেশে পাশে দাঁড়িয়েছে ভারত।

    ইউএসজিএস-এর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় কম করেও ৬০টি আফটার শক হয়েছে। প্রথমবার কম্পনের পরে আফটার শকের মাত্রা ছিল ৬.৭ যা মূল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩২ কিলোমিটার দূরত্বে অনুভূত হয়, দ্বিতীয় আফটার শক বোঝা যায় ১৯ মিনিট পরে। এর তীব্রতা ছিল ৫.৬।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Turkey: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    Turkey: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দুঃসময়ে তুরস্ক ও সিরিয়ার পাশে ভারত। সোমবার প্রবল ভূমিকম্পে তুরস্কে ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৮ তলা আবাসন। তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা চার হাজারের ওপরে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও মাটির নীচে চাপা পড়ে রয়েছে শত শত মানুষ। দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানেও প্রবল কম্পন অনুভূত হয়। 

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    তুরস্ক-সিরিয়ার এই বিপর্যয়ের পরই সমবেদনা জানিয়ে ট্যুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘তুরস্কের এই ভূমিকম্পের ফলে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এই বিপদের সময় তুরস্কের পাশে সবরকম সাহায্য নিয়ে পাশে থাকবে ভারত।’ এরপরই জরুরি বৈঠক ডাকা হয় প্রধানমন্ত্রী দফতরে। তারপরই সাহায্য কথা ঘোষণা করে মোদি সরকার। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন তুরস্কের দূতাবাসে যান এবং সমবেদনা জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহানুভূতি ও মানবিক সহায়তার কথাও জানান।

    তুরস্কের পাশে ভারত

    কঠিন পরিস্থিতিতে তুরস্কে উদ্ধারকারী দল (Rescue Team) পাঠাচ্ছে ভারত (India sends Rescue Team)। জানা গেছে, ১০০ জনের এই দল ভারত থেকে তুরস্ক ও সিরিয়াতে যাচ্ছে। শুধু উদ্ধারকারী দল নয়, ভারত থেকে ত্রাণ ও চিকিৎসার সামগ্রীও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। সঙ্গে যাচ্ছে ডগ স্কোয়াডও। ভারত ছাড়াও আমেরিকা, ইজরায়েল, ইউক্রেনের মতো দেশগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের এই উদারতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। ভারতকে বন্ধু আখ্যা দিয়েছেন ভারতের তুরস্কের দূত ফিরাট সুনেল। নয়া দিল্লিকে ধন্যবাদ জানিয়ে ফিরাট বলেছেন, “দরকারে একজন বন্ধুই হল প্রকৃত বন্ধু।” ট্যুইটারে সুনেল লেখেন, ” তুর্কি ও হিন্দিতে খুব সাধারণ একটি শব্দ হল ‘দোস্ত’… আমাদের তুর্কিতে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, দোস্ত কারা গুন্ডে বেল্লি ওলুর (প্রয়োজনে পাশে থাকা বন্ধুই প্রকৃত বন্ধু)। ভারতকে অনেক ধন্যবাদ।” এদিকে

  • Wikipedia: পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া! কেন জানেন?

    Wikipedia: পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মদ্রোহী বিষয় তুলে না নেওয়ায় অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সে দেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে। ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। 

    কেন নিষিদ্ধ

    এদিন ট্যুইট করে পিটিএ বলে, “উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএর নির্দেশকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।” পিটিএ আরও জানিয়েছে যে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

    আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    সম্প্রতি বিভিন্ন সামজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পাক প্রশাসন। বেশ কিছু সাইটের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকদিন আগে ৭০০-র বেশি YouTube লিঙ্ক ব্লক করে দেয় পাক সরকার। এই লিঙ্কগুলির মাধ্যমে ‘ইসলাম বিরোধী’ মত প্রচার করা হচ্ছে বলে অভিযোগ শাহবাজ শরিফ সরকারের।অন্যদিকে Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করতেই পাকিস্তান জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ডিজিটাল রাইটস-র কর্মীরা। পাক সরকারের এই সিদ্ধান্তের জেরে ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষকদের ক্ষতি হবে বলেই দাবি করেছেন তাঁরা।আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Basanti: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    Basanti: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti)। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের। গুরুতর জখম হলেন তিনজন। পঞ্চায়েত ভোটের আগে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভারতীর মোড়ের কাছে তীতকুমার এলাকায়।

    বিস্ফোরণে ভস্মীভূত

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা এলাকার আমছাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতী মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই সশব্দে ফাটে বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় সেই বাড়ি। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই এসে দেখেন, বাড়ির ভিতরে থাকা তিনজন ঝলসে গিয়েছেন। মাটিতে পড়ে ছটফট করছেন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে যায়। এলাকা ঘিরে ফেলে তারা। তবে এলাকাবাসী এ নিয়ে মুখ খুলতে নারাজ। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে।

    আরও পড়ুন: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

    পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

    বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তার আগে কোয়ালিফায়িং রাউন্ড চলছে তৃণমূলের। আসলে তৃণমূলই এখন বোমা। বোমাই তৃণমূল। তাই এসব চলবেই। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে অশান্তি ছড়াতে তৃণমূলই বোমা মজুত করছে।” বিরোধীদের কথায়, কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র একই ঘটনা ঘটছে। বাসন্তী, ক্যানিং এলাকায় কার মদতে বোমা তৈরি হয় পুলিশ কি জানে না? কারা এলাকাকে বারুদের স্তূপে পরিণত করেছে তা-ও কি জানে না পুলিশ? প্রশ্ন বিরোধীদের। যার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এলাকায় পুলিশি টহলদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    Agri Export: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের

    মাধ্যম নিউজ ডেস্ক: এগিয়ে যাচ্ছে ভারতেক কৃষিক্ষেত্র। গত কয়েক বছরে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংসদে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । তিনি বলেন, ২০১৯-২০ সালে, কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানির মূল্য ছিল ২,৫২,৪০০ কোটি টাকা যা ২০২০-২১ এ বেড়ে ৩,১০,১৩০ কোটি টাকা হয়েছে এবং ২২.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

    শুক্রবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক বছরে অর্থাৎ কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি ৩,৭৪, ৬১১ কোটি টাকা। এর আগে এমনটা হয়নি। কৃষি ও সংশ্লিষ্ট পণ্য রফতানিতে পশ্চিম অঞ্চলে, গুজরাট এবং মহারাষ্ট্র, পূর্ব অঞ্চলে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ, মধ্য বা উত্তর অঞ্চলে উত্তর প্রদেশ এবং হরিয়ানা এবং দক্ষিণ অঞ্চলে কর্ণাটক এবং কেরালা নেতৃত্ব দেয়।

    রফতানি মূল্য বৃদ্ধি

    রফতানিকৃত পণ্যের মধ্যে, সামুদ্রিক পণ্যের মূল্য ২০২১-২২ অর্থবছরে ১৩,৭৩৪.৬১ কোটি টাকা বেড়েছে যেখানে চিনির মূল্য ১৩,৬৭৬.১২ কোটি টাকা বেড়েছে। গমের মূল্য ১১.৬৭২.৩৭ কোটি টাকা বেড়েছে। বাসমতি বাদে চাল, বেড়েছ ১০৯,৬৯৮.39 কোটি টাকা। কাঁচা তুলার মূল্য ৭,০৩৮.৬৬ কোটি টাকা বেড়েছে, অন্যান্য সিরিয়ালের মূল্য ২৯১১.০৪ টাকা বেড়েছে। ২০২১-২২ সালে দুগ্ধজাত পণ্যের রফতানি মূল্য ২,৩৫২.৯৩ কোটি টাকা বেড়েছে যেখানে কফির মূল্য ২,২৭৩.৯৭ কোটি টাকা বেড়েছে। ক্যাস্টর অয়েলের রফতানি মূল্য ১,৯৫২.৩৬ কোটি টাকা বেড়েছে যেখানে বিবিধ প্রক্রিয়াজাত জিনিসগুলির মূল্য ২,৩১১.৮৬ কোটি টাকা বেড়েছে।

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    অর্থনৈতিক সার্ভেতেও দাবি করা হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে ভারত দ্রুত কৃষিপণ্যের নিট রফতানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২০-২১ সালে ভারত থেকে কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি আগের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২এর কৃষি রফতানি সর্বকালের সর্বোচ্চ ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর্থনৈতিক সার্ভেতে বলা হয়েছে, কৃষি উৎপাদক সংস্থাগুলিকে আরও উন্নত করতে, শস্যে বৈচিত্র আনতে, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ও কৃষি অবকাঠামো তৈরির জন্য সরকার যে পদক্ষেপ করেছিল তা ছিল সঠিক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Dipa Karmakar: ২১ মাসের নির্বাসন শেষ হবে জুলাইয়ে, ফেরার প্রস্তুতি নিচ্ছে দীপা

    Dipa Karmakar: ২১ মাসের নির্বাসন শেষ হবে জুলাইয়ে, ফেরার প্রস্তুতি নিচ্ছে দীপা

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২১ মাস নির্বাসিত হলেন ভারতীয় জিমনাস্ট দীপা কর্মকার। তাঁকে এই শাস্তি দিয়েছে আইটিএম (ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি)। তবে দীপার ডোপ টেস্টে ধরা পড়ার খবর নতুন নয়। ২০২১ সালের অক্টোবরে তাঁর শরীরে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ওষুধ। তারপর থেকে তিনি কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তবে আইটিএ ২১ মাসের জন্য ত্রিপুরার বাঙালি জিমনাস্টকে নির্বাসিত করলেও, তা কিন্তু কার্যকর হবে ২০২১ সাল থেকে। অর্থাৎ চলতি বছরের জুলাইয়ে দীপা নির্বাসনমুক্ত হবেন।

    দীপার শরীরে নিষিদ্ধ ওষুধ

    দু’বছর আগে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমানাস্টিক (এফআইজি) ডোপ পরীক্ষা করার সময় দীপার শরীরে নিষিদ্ধ হাইজিনামিন ওষুধ পেয়েছিল। তার পরেই নির্বাসিত হন দীপা। পরে ভারতীয় জিমনাস্টের আপিলের ভিত্তিতে নমুনা পরীক্ষা করে আইটিএ। সেই রিপোর্টেও দীপার শরীরে নিষিদ্ধ ওষুধ সেবনের প্রমাণ মেলে। এই ওষুধ মূলত অক্সিজেনের মাত্রা বাড়ানোর কাজ করে। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, দীপা ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনদণ্ড কাটিয়েছে। তাই আরও ৫ মাস তাঁকে শাস্তি কাটাতে হবে। এই সময়ে ভারতীয় জিমনাস্ট কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তবে শাস্তি উঠে গেলে দীপা ফের স্বমহিমায় জিমনাস্ট ট্রাকে ফিরতে পারবেন। উল্লেখ্য, ২০১৬ সালে রিও অলিম্পিকসে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন। তবে তাঁর প্রচেষ্টা বাহবা কুড়িয়েছিল ক্রীড়ামহলে। কিন্তু তারপর থেকে চোট সমস্যায় ভুগেছেন তিনি। চোট সারিয়ে উঠতে না উঠতেই ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হয়েছেন।

    আরও পড়ুন: চোখের জলে বিদায়! টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না সানিয়ার

    নীরবে প্রস্তুতি

    আটিএ’র সিদ্ধান্তের খুশি দীপার কোচ বিশ্বেশর নন্দী। তিনি বলেছেন, ‘আপনারা আবার দীপাকে আগের মহিমায় দেখতে পাবেন। কারণ, জুলাইয়ে নির্বাসন উঠে যাবে। দীপার হাঁটুতে চোট লেগেছিল। এখন রিহ্যাব চলছে। প্রয়োজন পড়লে চিকিৎসার জন্য ওকে বিদেশে পাঠানো হতে পারে।’ দীপা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। বরং তিনি দারুণভাবে ফিরতে চাইছেন জিমনাস্ট ট্র্যাকে। তাই নীরবে চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি। একই সঙ্গে পুরোপুরি চোটমুক্ত হওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    Union Budget: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় রেলের রেকর্ড বরাদ্দ। এবারের কেন্দ্রীয় বাজেটে (Union Budget) ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের (Indian Railways) জন্য। বরাদ্দ বেড়েছে পূর্ব রেলের (Eastern Railway) জন্যও। ২০২৩-২৪ অর্থবর্ষে পূর্ব রেলের জন্য ৪০৭৮.৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত পূর্ব রেলের জন্য সর্বোচ্চ বরাদ্দ।

    বাংলার জন্য রেলের বরাদ্দ

    শুক্রবার বাংলার জন্য আলাদা করে রেল খাতে কত বরাদ্দ তা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব। তিনি জানান, আগামী অর্থবর্ষে রেলের জন্য বাংলা পাবে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ হয়েছে এ বার। শুক্রবার রেলমন্ত্রী দাবি করেছেন, বাংলার জন্য এত বরাদ্দ আগে কখনও হয়নি। অশ্বিন শুক্রবার বলেন, ‘‘২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে যা বাজেটে বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য এ বার তার থেকে তিন গুণ বেশি করা হয়েছে।’’ এটা রেকর্ড বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এত টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গ কোনও দিন রেল খাতে পায়নি দাবি করে তিনি বলেন, ‘‘এই বছর রেকর্ড বরাদ্দ হয়েছে বাংলার জন্য। এটা কোনও দিন ভাবা হয়নি, কল্পনা করা হয়নি। ২০০৯ থেকে ২০১৪ সময়কালে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৮০ কোটি টাকা। সেখানে এ বার যা বরাদ্দ, তা তিন গুণ বেশি।’’ উল্লেখ্য এই সময়কালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রক ছিল তৃণমূলের হাতে।

    বিশ্বমানের স্টেশন

    পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান,  গত অর্থবর্ষে পূর্ব রেলের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল ২৯৪২.৪৯ কোটি টাকা। সেখান থেকে এই বছর লম্বা লাফ দিয়ে ৩৯ শতাংশ বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে পূর্ব রেলের জন্য। পূর্ব রেলের তরফে ছ’টি স্টেশনকে বিশ্বমানের করে তোলা হবে। সেই তালিকায় রয়েছে হাওড়া, কলকাতা, ব্যান্ডেল, আসানসোল, ভাগলপুর ও জসিডি। ২৫০ কোটি টাকা ব্যবহার করা হবে বিভিন্ন স্টেশনগুলির নিরাপত্তা-প্রযুক্তির উন্নয়নের জন্য। 

    যাত্রী নিরাপত্তা

    জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির উপর। নির্ভয়া প্রকল্পের খাত থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দা করা হয়েছে সাড়ে পাঁচ হাজার ট্যাবলেট কেনার জন্য। এই ট্য়াবলেটগুলি তুলে দেওয়া হয়ে আরপিএফ-এর মহিলা জওয়ানদের হাতে। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার হবে এই ট্যাবলেটগুলি।

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

    পূর্বরেলের নিরাপত্তা

    পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের জন্যও ২০২৩-২৪ অর্থবর্ষে ১০,৯৮৮.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রেও গত বছরের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রায় ১৩.৭৫ শতাংশ বরাদ্দ বেড়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জন্য। উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য রেলের তরফে বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ২৬৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।

    কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ

    বাংলার মোট বরাদ্দের কোন অংশ কোন প্রকল্পে খরচ হবে তার বিবরণ  রেলের তরফেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে কলকাতা মেট্রো রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন খাতে কত টাকা খরচ হবে। কলকাতা মেট্রোর জন্য মোট বরাদ্দ ৩ হাজার ৪৯৬ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জন্য। বরাদ্দ ১,৩৫০ কোটি টাকা। এর পরেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট লাইনের জন্য বরাদ্দ ১,২০০ কোটি টাকা। নোয়াপাড়া-বারাসত মেট্রো পাচ্ছে ৬২০ কোটি টাকা। রেলের দাবি, আগের বারের তুলনায় এ বার কলকাতা মেট্রো ১৬৪.৭৭ শতাংশ বেশি বরাদ্দ পেয়েছে। গত বছরের মোট বরাদ্দ ছিল ১,৩৮০ কোটি টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share