Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • ED raid: শিবপুরে টাকা উদ্ধার-কাণ্ডে তদন্ত শুরু করল ইডি! জানেন কী খুঁজছে তারা?

    ED raid: শিবপুরে টাকা উদ্ধার-কাণ্ডে তদন্ত শুরু করল ইডি! জানেন কী খুঁজছে তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবপুরের  এক ব্যবসায়ীর বাড়ি এবং গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় কলকাতা পুলিশের পাশাপাশি  এবার তদন্তে নামল  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, কলকাতা পুলিশের থেকে মামলার এফআইআর এবং প্রাথমিক তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে। সম্প্রতি হাওড়ার শিবপুরে হানা দিয়ে অ্যাপ প্রতারণা কাণ্ডে কোটি কোটি টাকার সন্ধান পেয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এবার ওই ঘটনায় আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে PMLA-এ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইডি

    আরও পড়ুন: গরু পাচার মামলায় কেরিম খানকে জেরা সিবিআইয়ের, হানা অনুব্রতর দিদির বাড়িতেও

    অভিযোগ, বিদেশী মুদ্রার কেনাবেচা কীভাবে করতে হয়, তা শেখানোর জন্য একটি অনলাইন অ্যাপের মাধ্যমে এই প্রতারণার চক্র চালাতেন শিবপুরের শৈলেশ পাণ্ডে। এই ঘটনায় মূল অভিযুক্ত তিনি। তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। খোঁজ মেলেনি তাঁর দুই ভাই রোহিত এবং অরবিন্দেরও। তাঁদের খোঁজে তল্লাশি চলছে বলে লালবাজার জানিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার দু’টি অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটি টাকা লেনদেনের হদিস পায় পুলিশ। ১৭টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। যার মধ্যে ছ’টি খতিয়ে দেখে নতুন করে প্রায় ৫৭ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছিল কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি শাখা। বুধবার বাকি অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও প্রায় ৭০ কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে বলে লালবাজার জানিয়েছে। সব মিলিয়ে এই টাকা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত ২০৭ কোটি টাকা লেনদেনের হদিস মিলল।

    আরও পড়ুন: অস্বস্তিতে রাজ্য সরকার! মোমিনপুর-কাণ্ডের সমস্ত নথি কলকাতা পুলিশের থেকে চাইল এনআইএ

    এই প্রতারণা চক্রের জাল বিদেশে পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে অনুমান। নেপালের কয়েকজনও এই ঘটনায় প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে যে বিপুল টাকার লেনদেন হয়েছে তার মধ্যে মাত্র ২০ কোটি টাকার হদিশ মিলেছে। বাকি টাকা কোথায় গেল? তার উত্তর খুঁজতেই এবার তদন্তে নামল ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Citizens In Ukraine: দ্রুত ইউক্রেন ছেড়ে ভারতে ফিরুন! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

    Indian Citizens In Ukraine: দ্রুত ইউক্রেন ছেড়ে ভারতে ফিরুন! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ( Russia-Ukraine War) সংঘাত অব্যাহত। দীর্ঘ কয়েক মাস ধরে এই সংঘাত চলছে। নিত্য নতুন উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। ঘাত-প্রতিঘাত চলছে। শুধু তাই নয়, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক করল বিদেশমন্ত্রক। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছ, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে দেশে ফিরে যাক ভারতের নাগরিকরা। শধু তাই নয়, ইউক্রেন ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে,ভারতীয় নাগরিক যাঁরা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন তাঁরা দ্রুত এই দেশ ছাড়ুন। এখানকার  নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। উল্লেখ্য, ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতু ইউক্রেনের সেনারা ভেঙে  দেওয়ার পর থেকেই রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার গতি বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রাশিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরের একাধিক অঞ্চলে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: ভারত, আমেরিকার প্রস্তাব খারিজ, পাক জঙ্গি শাহিদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতায় চিন

    ইউক্রেনের চারটি অঞ্চল ডনেহস্ক, লুহানস্ক, জাপোরঝিয়া এবং খারসন দখলের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাশিয়া। এই অঞ্চলগুলিতে মার্শাল ল জারির কথাও বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতেই ইউক্রেনে অবস্থিত ভারতীয়দের দেশে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে যেন খুব প্রয়োজন ছাড়া কেউ ইউক্রেনে না যান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gaming-App-Scam: শহরে ফের মিলল কোটি কোটি টাকা! গেমিং অ্যাপ কাণ্ডে ইডির হাতে আমির-ঘনিষ্ঠ ব্যবসায়ী

    Gaming-App-Scam: শহরে ফের মিলল কোটি কোটি টাকা! গেমিং অ্যাপ কাণ্ডে ইডির হাতে আমির-ঘনিষ্ঠ ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই দিওয়ালি। তার আগে আবার শহর কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা। বুধবার সারা রাত তল্লাশি চালিয়ে উল্টোডাঙার এক আবাসন থেকে অন্তত দেড় কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি উমেশ আগরওয়ালের। তিনি একজন ব্যবসায়ী। তিনি গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। উমেশের ছেলের রমেশ আগরওয়ালের সঙ্গে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ধৃত আমির খানের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ। ঘটনায় উমেশের ছেলের রমেশ আগরওয়ালকে আটক করেছে ইডি (ED)।

    আরও পড়ুন: অস্বস্তিতে রাজ্য সরকার! মোমিনপুর-কাণ্ডের সমস্ত নথি কলকাতা পুলিশের থেকে চাইল এনআইএ

    গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালেই উল্টোডাঙার ওই বাড়িতে হাজির হয়েছিল ইডি। উমেশের ছেলে রমেশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ইডি। চলে জিজ্ঞাসাবাদপর্ব। তাঁর কথায় নানা অসঙ্গতি ধরা পড়ায় ইডি কর্তারা তাকে হেফাজতে নেয়। এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, বহু গুরুত্বপূর্ণ নথি গতকাল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এর থেকে তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডেনরিচের ব্যবসায়ী অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের বাড়ি থেকে নগদ ১৮ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ পরে ২৩ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।  

    আরও পড়ুন: গরু পাচার মামলায় কেরিম খানকে জেরা সিবিআইয়ের, হানা অনুব্রতর দিদির বাড়িতেও

    গেমিং অ্যাপ কাণ্ডে এখনও পর্যন্ত ৩৬ কোটি ৯৬ লাখ টাকা উদ্ধার করেছে ইডি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায়, নগদ প্রায় ১৮ কোটি ছাড়াও ১২ কোটি ৮৩ লক্ষ টাকা মূল্যের বিটকয়েন, আমির ও তার সহযোগীর অ্যাকাউন্টে থাকা ৫ কোটি ৫৯ লাখ টাকাও ফ্রিজ করা হয়েছিল। আমির এখন কলকাতা পুলিশের হেফাজতে। তাকে  জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rishi Sunak: এবার কি ভাগ্য প্রসন্ন হবে সুনকের? জানুন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে আরও কারা

    Rishi Sunak: এবার কি ভাগ্য প্রসন্ন হবে সুনকের? জানুন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে আরও কারা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় মাসের মাথায় প্রধানমন্ত্রী বদল। ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK political crisis) হিসেবে শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করলেন লিজ ট্রাস। এবার কি তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)? এই প্রশ্নই ঘুরছে টেমসের তীরে। ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনে ট্রাসের বিপরীতে লড়েছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত কোনও ভারতীয় বংশোদ্ভূতকে প্রধানমন্ত্রীর কুর্সি দিতে রাজি হয়নি ব্রিটেন। সুনককে পরাজিত করে মসনদে বসেন ট্রাস। ছয় সপ্তাহের মধ্যেই ছন্দপতন। 

    আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে আরও একধাপ এগোলেন ঋষি  

    সূত্রের খবর, দলের মধ্যেই ট্রাসকে নিয়ে বিরোধিতা মাথা চাড়া দিয়েছিল। ট্রাসের অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচিত হয়। এরপরেই পদত্যাগ করতে বাধ্য হন ট্রাস। শুরু হয় গুঞ্জন এবার কি তাহলে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কুর্সিতে বসবেন বহুজাতিক তথ্য-প্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’-র প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই? এখন প্রধানমন্ত্রীর (prime minister) দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষিই। তাঁর সমর্থনে রয়েছেন শতাধিক সাংসদ। সোমবার অর্থাৎ ২৪ অক্টোবর প্রধানমন্ত্রীর জন্য মনোনয়ন জমা নেবে কনজারভেটিভ দল। মোট তিনজন মনোনয়ন জমা দিতে পারবেন বলে রক্ষণশীল দলের তরফে জানানো হয়েছে। তবে মনোনয়ন দিতে হলে লাগবে অন্তত ১০০ সাংসদের সমর্থন।

      আরও পড়ুন: বিদায় বরিস! ব্রিটেনের হাল ভারতীয়ের হাতে?

    ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে উঠে আসছে কনজার্ভেটিভ পার্টির নেত্রী পেনি মর্ডন্টের নাম। গতবার প্রধানমন্ত্রী নির্বাচনের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে সাংসদদের ভোট অনুযায়ী সুনকের পরেই ছিলেন তিনি। দলেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়া, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন জেরেমি হান্টও। কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তবে সুনক মনোনয়ন জমা দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে ব্রিটিশ ট্যবলয়েডগুলির দাবি, সুনকই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। তাঁর নামে বাজিও ধরছেন বুকিরা। দামও উঠছে চরচর করে। এখন দিওয়ালির উপহার হিসেবে সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রীত্ব পান কিনা তা-ই দেখার অপেক্ষায় ভারতবাসী। কারণ সুনক প্রধানমন্ত্রী হলে প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূতের হাতে যাবে ব্রিটেনের রাশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cyclone Sitrang: কালীপুজোর দিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’? কী হবে এর গতিপ্রকৃতি? জানুন

    Cyclone Sitrang: কালীপুজোর দিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’? কী হবে এর গতিপ্রকৃতি? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজার মতো কালীপুজোর আনন্দও মাটি হতে চলেছে? কালীপুজোর (Kali Puja 2022) সন্ধ্যাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone Sitrang)? এই নিয়েই এখন আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবর অর্থাৎ কালীপুজোতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক রাজ্যে। আগামী ২৫ অক্টোবর, মঙ্গলবার ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (Cyclone Sitrang)।

    ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরী হয়েছে। যা ২৩ অক্টোবরে ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পরের ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ যখন ঘূর্ণিঝড়ে (Cyclone Sitrang) পরিণত হবে, তখন সেটির অবস্থান থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবরের মধ্যে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উত্তর দিকে পুনরায় বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৫ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, কালীপুজোতেও বৃষ্টিতে ভাসবে রাজ্য!

    আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) তীব্রতা এবং বাতাসের গতি সম্পর্কে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলের মধ্য দিয়ে যাবে এবং রাজ্যে ল্যান্ডফল করার কোন সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলাগুলিতে প্রভাব বেশি পড়বে। তারই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। মূলত ২৪ এবং ২৫ অক্টোবর এই জেলাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবার আগামী ২২ ও ২৩ অক্টোবর মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২২ তারিখের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন থেকেও এই ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

  • T20 World Cup 2022: সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ! পাকিস্তানকে হারিয়ে দিওয়ালিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান রোহিত

    T20 World Cup 2022: সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ! পাকিস্তানকে হারিয়ে দিওয়ালিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার অধিনায়ক হিসাবে কোনও আইসিসি প্রতিযোগিতায় খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের সেরাটা দিতে তাই মরিয়া হিট-ম্যান। সঙ্গে চাই দলের সাফল্যও তবেই হবে স্বপ্নপূরণ। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দেশবাসীকে দিওয়ালির উপহার দিতে চান রোহিত। বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জয় তাঁর লক্ষ্য। তবে তার জন্য প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন ভারত অধিনায়ক। তিনি চাইছেন, প্রত্যেক ক্রিকেটার নিজের সেরাটা দিন। আগাম কোনও ভবিষ্যৎ বাণী নয়। ধীরে চলো নীতিতেই আসবে সাফল্য মনে করছেন রোহিত

    আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

    বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে রোহিতের একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি, পাকিস্তান ম্যাচ, তাঁদের লক্ষ্য এই সব নিয়ে কথা বলেছেন রোহিত। ভিডিয়োয় রোহিত বলেছেন, ‘‘আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।’’ভারত অধিনায়ক বলেছেন, ‘‘পাকিস্তানকে হারালেই তো বিশ্বকাপ জেতা হবে না। তার জন্য সবাইকে হারাতে হবে। তাই এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবছি না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। একটা করে ম্যাচ ধরে পরিকল্পনা করতে চাই। একটা করে ম্যাচ জিতে তার পরে শেষে বিশ্বকাপ জিততে চাই।’’

    গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া(Team India)। এবার তাই জয়ই পাখির চোখ রোহিতদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    Sourav Ganguly: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশব্দেই হাত বদল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটন গেল অন্য হাতে। নব নির্বাচিত সভাপতি রজার বিনি (Roger Biny) বিনা প্রতিদ্বান্দ্বিতায় মসনদে বসলেন। আর বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সবার নজর ছিল সৌরভের দিকে। কিন্তু তিনি ছিলেন নির্লিপ্ত, শান্ত ও স্থিতধি। দেখে বোঝার উপায় ছিল না, গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে বয়ে গিয়েছে বিশাল ঝড়। বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) থেকে তাঁর সরে যাওয়া নিয়ে রাজনীতির কারবারিরা ময়দানে নেমে পড়েছিলেন। তবে সৌরভকে দেখে মনে হয়নি, তিনি এই বিষয়গুলিকে খুব একটা পাত্তা দিচেছন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বোর্ডের বার্ষিক সভায় একাই প্রবেশ করেন মহারাজ। তাঁর হাতে ছিল কিছু দলিল দস্তাবেজ। গত তিন বছর ধরে তাঁর জামানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যের পরিসংখ্যান তিনি তুলে ধরেন ভরা সভায়। প্রশংসীত হয়েছেন। সভা শেষে সৌরভ অবশ্য সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি। নিজের বক্তব্য জানিয়ে হোটেল ছাড়েন মহারাজ। যাওয়ার আগে বলেন, ‘রজার বিনিকে শুভেচ্ছা। আশা করব, নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আরও সাফল্য আসবে।’

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর আরও তিন বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন মহারাজ। ইচ্ছাও ছিল। কিন্তু বিসিসিআইয়ে এমন নজির নেই। অতীতে কোনও সভাপতি পর পর দু’টি টার্ম পাননি। তাই দ্বিতীয়বার বোর্ড সভাপতি হতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই হতাশ সৌরভ ও তাঁর অনুগামীরা। তবে প্রাক্তন ভারত অধিনায়ক, আগামী দিনে আরও বড় কিছু করার বার্তা দিয়েছেন। তাই অনেকের মনে প্রশ্ন, সৌরভ কি তাহলে আইসিসি চেয়ারম্যান হবেন? কিন্তু বোর্ডের সভায় এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। ২০ অক্টোবর আইসিসি’র (ICC) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব কিছু দেখে মনে হচেছ ভারতীয় বোর্ড হয়তো এবার কাউকে প্রার্থী করবে না। সেক্ষেত্র পূর্ব ঘোষণা মতো ফের সিএবি সভাপতি (CAB President) পদেই দেখা যাবে সৌরভকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, সাফ জানালেন বোর্ড সচিব জয় শাহ

    Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, সাফ জানালেন বোর্ড সচিব জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে (Pakistan) যাবে না ভারত (India)। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটাই প্রত্যাশিত। কারণ, এই টুর্নামেন্ট আয়োজন করে মোটা মুনাফা ঘরের তোলার পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু রামিজ রাজাদের সেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কারণ, জয় শাহ শুধু বোর্ড সচিব নন, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রসিডেন্টও। স্বাভাবতই তাঁর বক্তব্য যে ফেলে দেওয়ার মতো নয়, তা ভালোই জানে পাকিস্তান। তাই ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

    আরও পড়ুন: তীক্ষ্ণ নজর! মহারণের আগে একে অপরের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যস্ত ভারত-পাকিস্তান

    ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। এই প্রসঙ্গে মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সেটা সরকার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠানো হবে না। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের অবস্থান বুঝেই এই মন্তব্য করেছেন জয় শাহ। কারণ, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ সহ নানা কারণে ক্রিকেটীয় সম্পর্কে চিড় ধরেছে দুই প্রতিবেশী দেশের। যা সহজে মেটার নয়। তাই পাকিস্তানের মাটিতে ভারত যে এশিয়া কাপ খেলতে যাবে না, সেটা প্রত্যাশিতই ছিল। জয় শাহ শুধু বাস্তব চিত্রটা তুলে ধরেছেন।

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    বিসিসিআই সচিবের বক্তব্যের পরেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আগামী বছর ভারতে হবে একদিনের বিশ্বকাপ (World Cup)। এই মেগা টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিচ্ছে পিসিবি (PCB)। কিন্তু মনে রাখতে হবে, এশিয়া কাপ আর বিশ্বকাপের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে তাহলে আইসিসি’র (ICC) নির্বাসনের মুখে পড়তে হবে তাদের। তাই যতই হুমকি দিক, শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে আসতেই হবে বলে মত বিসিসিআই কর্তাদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T-20 World Cup: বৃষ্টির জন্য ভেস্তে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ! ভারত-পাকিস্তান ম্যাচেও কি বৃষ্টির আশঙ্কা?

    T-20 World Cup: বৃষ্টির জন্য ভেস্তে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ! ভারত-পাকিস্তান ম্যাচেও কি বৃষ্টির আশঙ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তেজনার সব রসদ মজুত থাকলেও ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ লড়াইয়ে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি । ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ।  তবে, বৃষ্টি হলে কে আটকাবে? গত কয়েকদিন ধরে মেলবোর্ন এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে । আবহাওয়া দফতর রবিবার অর্থাৎ ২৩ অক্টোবরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । এদিন মেলবোর্নে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এদিকে, সন্ধে ৭টা নাগাদ ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে । তাই মনে করা হচ্ছে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচে একটাও বল না গড়ায় তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পেয়ে যাবে। সুপার-১২ পর্বের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও দুই দলের সমর্থকেরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছে প্রার্থণা করতে শুরু করেছেন যে ওই বিশেষ দিনে যাতে বৃষ্টি না হয়।

    আরও পড়ুন: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    ব্রিসবেনের ঐতিহাসিক গাব্বা ক্রিকেট গ্রাউন্ডে আজ, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এখানে টানা ভারী বৃষ্টির কারণে সেই ম্যাচও বাতিল করা হয়। এই ম্যাচে বেলা একটার দিকে টস করতে মাঠে নামতে যাচ্ছিলেন দুই দলের অধিনায়করা। কিন্তু বৃষ্টির জন্য তাঁরা মাঠে নামতেই পারেননি। অন্তত ৫ ওভার করে ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেষ বাতিল করা হয় প্রস্তুতি ম্যাচটি। এর আগে একই স্টেডিয়ামে বৃষ্টির জন্য পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচটিও পরিত্যক্ত হয়।

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম অনুশীলন ম্যাচে বাজেভাবে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু’দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mominpur Violence: অস্বস্তিতে রাজ্য সরকার! মোমিনপুর-কাণ্ডের সমস্ত নথি কলকাতা পুলিশের থেকে চাইল এনআইএ

    Mominpur Violence: অস্বস্তিতে রাজ্য সরকার! মোমিনপুর-কাণ্ডের সমস্ত নথি কলকাতা পুলিশের থেকে চাইল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: একবালপুর-মোমিনপুর কাণ্ড (Mominpur Violence) নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। একবালপুর-মোমিনপুর সংঘর্ষের জেরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা নিয়ে আগেই আর্জি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি উঠেছিল এনআইএ তদন্তের। রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার মোমিনপুরে তদন্ত শুরু করল এনআইএ (NIA)। সূত্রের খবর, মোমিনপুর মামলার সমস্ত নথি চেয়ে বুধবার এনআইএ-এর স্পেশ্যাল কোর্টে আবেদন করল এনআইএ (NIA)। কলকাতা পুলিশের থেকে সমস্ত কেস ডায়েরি ও নথি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলা পুনরায় দাখিল করা হয়েছে। মামলা দায়ের নথিও কোর্টে জমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫২, ৩০৭, ৩৩২, ৩৫৩, ৪২৭, ৪৩৬, ও ৪,৫,৬, ২৪, ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন: হাত রয়েছে আল কায়দা ও আইসিসের! মোমিনপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

    প্রসঙ্গত, একবালপুর-মোমিনপুর কাণ্ডে রাজ্যের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও আগেই উঠেছিল। এমনকি অভিযোগ উঠেছিল, সেখানকার ঘটনা ঠেকাতে ও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ (Kolkata police)। লক্ষ্মী পুজোর আগের রাত থেকে এই হিংসা শুরু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের দিকে বারবার ব্যর্থতার আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনায় পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় বিজেপি ট্যুইটে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে ও এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হয়েছে। কিন্তু রাজ্যের শাসক দল এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দেয়নি। ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া শাসকদল কোনওভাবে এই মামলা শেষ করতে চেয়েছিল, এমনই ধারণা বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: একবালপুর-মোমিনপুর কাণ্ডের জেরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

    রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে এমনটা অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।  হাইকোর্টও এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কলকাতা পুলিশ সূত্রে খবর, মোমিনপুরের ঘটনায় পাঁচটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ সূত্রের খবর, আইনি প্রক্রিয়া সাড়া হয়েছে এবার কলকাতা পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবে তদন্তকারী অফিসাররা। এরপরই দ্রুত কেস ডায়েরি হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share