Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

    Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: আট বছর আগের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে। বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। বুধবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন এনকাউন্টারে জখম হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে পি মৌর্য। এই ঘটনা নিয়ে রাজনীতি না করে বিরোধীদের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। 

    পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার নিঘাসন এলাকায় একটি মাঠে  গাছের ওপর থেকে উদ্ধার হয় দুই বোনের ঝুলন্ত দেহ । উদ্ধার হওয়া দুটি  মেয়েই  দলিত সম্প্রদায়ের। একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মৃতদের পরিবারের তোলা অপহরণের অভিযোগ মানতে নারাজ পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত কিশোরীদের সঙ্গে আগে থেকেই আলাপ ছিল ধৃতদের।

    আরও পড়ুন: চিন-সীমান্তে একটি সমস্যার সমাধান হয়েছে, এখনও অনেক পথ বাকি! দাবি জয়শঙ্করের

    লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন (SP Lakhimpur Kheri Sanjeev Suman) জানিয়েছেন, ধৃত ছয় যুবকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল নিহত নাবালিকাদের। ধৃতরা ওই কিশোরীদের পাশেরই একটি গ্রামে থাকত। ছোটু নামে এক প্রতিবেশী ওই বোনের সঙ্গে অভিযুক্তদের আলাপ করিয়ে দেয়। বুধবার দুই বোনকে গ্রামের কাছে আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধৃত সোহেল এবং জুনেইদ। বিয়ের জন্য চাপ দেওয়াতে শ্বাসরোধে ওই দুই যুবক এবং তাঁদের একবন্ধু দুই নাবালিকাকে খুন করে। এরপর আত্মহত্যার ছক সাজানোর জন্য তাদের দেহ ঝুলিয়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: হিন্দি ভাষা কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু, বললেন অমিত শাহ

    ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ঘটনায় কংগ্রেস, সমাজবাদী পার্টি রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করেছে। তবে, এই মর্মস্পর্শী ঘটনা নিয়ে রাজনীতি না করার কথা বলেছেন রাজ্যের অপর উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও। তিনি বলেন,”অভিযুক্তরা শাস্তি পাবে। তাদের বিচার চলবে ফাস্ট ট্র্যাক কোর্টে। অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। যারা দোষী, তারা কঠোরতম শাস্তি পাবে। এমন শাস্তি দেওয়া হবে, যা সকলের মনে থাকবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vinesh Phogat: রেকর্ড গড়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ফোগাটের

    Vinesh Phogat: রেকর্ড গড়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ফোগাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) প্রথম পদক জিতল ভারত। স্বপ্নের কামব্যাক ঘটিয়ে ব্রোঞ্জ পেলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে বুধবার ব্রোঞ্জ জেতেন ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে কাজাকস্তানের নূর সুলতানে ভারতের হয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি।

    মঙ্গলবার, প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগের কাছে ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ। তখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রেপেসাঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা । সেখানে আর কোনও ভুল না করে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি । এদিন তিনি পর্যুদস্ত করেন সুইডেনের প্রতিপক্ষকে। এম্মা জোনাকে ফাইনালে তিনি হারান ৮-০ ফলে। রপেসঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকিস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় নামতেই পারেননি গুরবানোভা।

    আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’

    প্রসঙ্গত সদ্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ফোগাট। কমনওয়েলথ গেমসের এবারের আসর থেকে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জেতে। তার মধ্যে অন্যতম ভিনেশের স্বর্ণপদক। এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ভারতীয়রা কী ফল করে তার দিকে তাকিয়ে গোটা দেশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর-এ ভারতকে হারিয়ে মধুর বদলা নিল পাকিস্তান। পাঁচ উইকেটে রোহিতদের হারায় বাবর আজমের দল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়। গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে একই ভাবে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি রোহিতদের কাছে। কাল, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। হারাতে হবে আফগানিস্তানকেও। 

    রবিবার, দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৮১ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে সেই রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে ম্যাচ জেতে বাবররা। প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশতরানের দৌলতে ১৮১ রানের ভাল টার্গেট খাড়া করে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিল। প্রথম ১০ ওভারে ভারতের ভাল রান ওঠে। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় রানের গতি বেশ খানিকটা কমে যায়। নতুবা ভারতের রান ২০০-এর কাছে পৌঁছে যেত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হয়ে গেলেও পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    পাক তারকা মহম্মদ রিজওয়ানের দাবি, হার্দিক পান্ডিয়ার মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।  ৫১ বলে ৭১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। হার্দিক যেভাবে আগের ম্যাচে চাপের মধ্যে শান্তভাবে ব্যাট করে গিয়েছিল তা-ই রপ্ত করার চেষ্টা করেছেন রিজ, এমনটাই অভিমত পাক উইকেট কিপারের। এদিন কিপিংয়ের সময় পিঠে চোটও পান রিজওয়ান। তবে পাকিস্তানের জয় সহজ ছিল না। ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন আর্শদীপ। ম্যাচটাও ফস্কে যায় ভারতের হাত থেকে। 

    এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে।  রবিবার ভারত ৫ উইকেটে হারে পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি ভারত পরপর দুটো ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় পায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারায় তাহলেই আবার আগামী রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    Heavy rain in Kolkata: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার, সকাল থেকেই চলছে অঝোর বৃষ্টি। আকাশের মুখভার। নিম্নচাপের জেরে রবিবার বিকেল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাতভর কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

    আলিপুর আবহাওয়া দফতর(West Bengal Weather) সূত্রে খবর, সোমবার সারা দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দুপুর গড়ালে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। পূর্ব মেদিনীপুর ও দুই দক্ষিণ ২৪ পরগণায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুধু আজই নয়, মঙ্গলবারও বৃষ্টি চলার কথা। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চলবে ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৫৫ কিমি বেগ ঝড়ো হাওয়াও বইতে পারে। কোটাল ও নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় হল না সমন্বয়, ডেঙ্গির প্রকোপে তাই জেরবার রাজ্যবাসী!

    নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে কয়েকদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপে রূপে দেখা দিয়েছে। এই নিম্নচাপ ঘন্টায় ২৫ কিমি বেগে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • J&K Police: ৩০ লক্ষে এসআই পদ! জম্মু-কাশ্মীরে পুলিশ নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের

    J&K Police: ৩০ লক্ষে এসআই পদ! জম্মু-কাশ্মীরে পুলিশ নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নিয়োগ-দুর্নীতি জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। জম্মু-কাশ্মীর পুলিশের সাব ইনস্পেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দেশের  বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাল সিবিআই (CBI)। এদিন জম্মু, শ্রীনগর, হরিয়ানা, গান্ধীনগর, গাজিয়াবাদ, বেঙ্গালুরু,  দিল্লি-সহ মোট ৩৩টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা।

    আরও পড়ুন: সবাইকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ! সেজের কর্মীদের জন্য নতুন ভাবনা কেন্দ্র সরকারের

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর,জম্মু কাশ্মীর নিয়োগ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান খালিদ জাহাঙ্গিরের বাড়িতে এদিন  তল্লাশি চালান গোয়েন্দার। জেকেএসএসবির (জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড) কন্ট্রোলার অফ এক্সামিনেশন অশোক কুমারের বাড়িতেও অভিযান চলে। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের কয়েকজন কর্মকর্তা, একজন ডিএসপি (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ) এবং সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)-সহ বেশ কয়েকজনের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই।

    আরও পড়ুন: ব্রিটিশ ঔপনিবেশিকতার সুখ্যাতি, মার্কিন অ্যাঙ্করকে মোক্ষম জবাব শশী থারুরের

    গত মার্চ মাসে জম্মু-কাশ্মীর পুলিশের  সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। জুনে পরীক্ষার ফল বের হয়। এরপরেই দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। অগাস্ট মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তদন্তভার তুলে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। মোট ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। উল্লেখ্য, বেঙ্গালুরুর একটি সংস্থাকে এই নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড। তাই বেঙ্গালুরুতেও তল্লাশি চালায় গোয়েন্দারা।  জম্মু কাশ্মীর সিলেকসন বোর্ড এবং বেঙ্গালুরুর সংস্থার বিরুদ্ধে কয়েকজন পরীক্ষার্থীকে বেআইনি সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ৩০ লক্ষ টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় জম্মু,রাজৌরি এবং সাম্বা থেকে প্রচুর পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। যা নিয়েও প্রশ্ন ওঠে। বিতর্ক দানা বাঁধে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয় অনেকেই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব তুলে দেয় রাজ্য প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    Neeraj Chopra: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক সাফল্যে তাঁকে ঘিরে তৈরি হয়েছে গগণচুম্বী প্রত্যাশা। টোকিও অলিম্পিকে (Olympic) সোনা, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর ডায়মন্ড লিগের (Diamond League) ফাইনালে ট্রফি জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সবই বিদেশের মাটিতে। অনেকেই ভেবেছিলেন, আসন্ন জাতীয় গেমসে দেশের (National Games) মাটিতে নীরজের পারফরম্যান্স চাক্ষুস করবেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন নীরজ। কারণ, ২৯ সেপ্টেম্বর গুজরাতে (Gujrat) শুরু হতে চলা জাতীয় গেমসে অংশ নেবেন না সোনার ছেলে। কারণ, চোটমুক্ত থাকা। সামনের বছর রয়েছে একাধিক বড় ইভেন্ট। তার আগে জোর প্রস্তুতির পাশাপাশি ফিট থাকাটাও তাঁর কাছে খুবই জরুরি।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার

    এবার জাতীয় গেমসের আসর বসছে গুজরাতের ছয় শহরে। প্রতিযোগিতা চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর। ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের সব তারকা অ্যাথলটিদের জাতীয় গেমসে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। তবে নীরজ অংশ নিচ্ছেন না। ডায়মন্ড লিগ খেতাব জেতার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, মরশুম শেষ। অর্থাৎ এবছর আর কোনও ইভেন্টে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নীরজ বলেন, “বছরের শুরুতেই আমি কী কী প্রতিযোগিতায় অংশ নেব, তার তালিকা তৈরি করে ফেলেছিলাম। সেই মতো ডায়মন্ড লিগই আমার শেষ ইভেন্ট। এশিয়ান গেমসে নামার ইচ্ছা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আর জাতীয় গেমসের সূচি সদ্য প্রকাশিত হয়েছে। আমাকে অনেকেই জাতীয় গেমসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমায় কোচের পরামর্শ মেনেই চলতে হবে। উনি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরের বছর বিশ্ব চ্যাম্পয়নশিপ, এশিয়ান গেমসের মতো কঠিন প্রতিযোগিতার প্রস্তুতি সারতে হবে।”

    আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম আপ খেলবে ভারত, কবে কার বিরুদ্ধে ম্যাচ?

    ৮৮.৪৪ মিটার বর্শা ছুড়ে ডায়মন্ড লিগে ট্রফি জিতেছেন নীরজ। এবছর সাতবার তিনি ৮৬ মিটারের উপর জ্যাভলিন ছুড়েছেন। কিন্তু ৯০ মিটার আজও অধরা। এই প্রসঙ্গে নীরজ বলেছেন, “স্টকহোমে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার পর্যন্ত স্কোর করেছিলাম। তা সত্ত্বও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ৯০ মিটার ম্যাজিক্যাল নম্বর পার করা অবশ্যই আমার লক্ষ্য। তবে সেটা করেও যদি পদক জিততে না পারি, তাহলে তার কোনও গুরুত্ব থাকবে না। তাই পদক জেতাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি আমি বেশি স্কার করার চেষ্টা চালিয়ে যাব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    Netaji: নেতাজির জীবন কাহিনী ফুটিয়ে তুলল ২৫০টি ড্রোন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির আকাশে ২৫০ টি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল ভারতের বীর, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। শুক্রবার, সেন্ট্রাল ভিস্তার স্কাইলাইনে সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই একদল প্রযুক্তিবিদ ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজে। ইন্ডিয়া গেটের কাছে একত্রিত ২৫০টি ড্রোনকে একটি পাওয়ার গ্রিডে সংযোগ করার চেষ্টা করছিলেন তাঁরা। তাঁদের সফল চেষ্টার পর রাত সাড়ে আটটা নাগাদ শুরু হয় বহু প্রতিক্ষীত ড্রোন শো।

    প্রযুক্তি নির্ভর আধুনিক ভারতে ড্রোন শো-য়ের মাধ্যমে দেখানো হয় নেতাজির ছোট থেকে বড় হওয়া, স্বাধীনতা আন্দোলনে তাঁর যোগদান, সুভাষ থেকে নেতাজি হয়ে ওঠার নানান কাহিনী। সবশেষ দেখান হয়, কালো গ্র্যানাইট পাথরে তৈরি নেতাজির ২৮ ফুট উচ্চতার মূর্তি। নেতাজির স্মৃতিতে এই মূর্তি নির্মান করে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই মূর্তি উন্মোচন করেন।

    আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    শুক্রবারের অনুষ্ঠান দেখতে সমবেত হয়েছিলেন বহু মানুষ। ২৫০টি ড্রোন বিভিন্ন সময়ে আকাশে উড়ে আটটি আলাদ গঠন তৈরি করে মানুষের মনোরঞ্জন করে। একই সঙ্গে স্মরণ করা হয় দেশের বীর যোদ্ধাকে। সবচেয়ে বড় নেতাকে। যাঁকে নেতাজি নাম দিয়েছিল ভারতবাসী। দশ মিনিট ধরে ড্রোন শোটি চলে।

    এই ড্রোন শো যাঁরা পরিচালনা করেন,  সেই একই দল বছরের শুরুর দিকে বিজয় চকের উপরে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে ১০০০ ড্রোন শো পরিচালনা করেছিল। অভিনব এই শো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন অনেকে। কেউ কেউ আবার লনে শুয়ে পড়ে উপর দিকে তাকিয়ে শুধুই অনুভব করছিলেন নেতাজির লড়াই। অনেকে ফোনে রেকর্ড করছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    Modi on Netaji: ‘নেতাজির আদর্শ অনুসরণ করলে আজ ভারত কোথায় পৌঁছে যেত…’, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেল। কিন্তু স্বাধীন ভারতে সেইভাবে মর্যাদা পেলেন না নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। তাঁর আদর্শে চললে আজ ভারত হয়ত বা ‘জগৎ সভায় শ্রেষ্ঠ আসন’ লাভ করত। দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে ২৮ ফুট লম্বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধন করে নিজের আক্ষেপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    এদিন নেতাজির মূর্তি উদ্বোধনের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন মোদি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পরবর্তী সরকার নেতাজিকে সম্মান দেয়নি। মোদি বলেন, ‘‘আজ, ইন্ডিয়া গেটে জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সুবিশাল মূর্তি প্রতিষ্ঠিত হল। এটি শক্তিশালী ভারতের প্রতীক। আগে এখানে ব্রিটিশ শাসকদের তৈরি বিভিন্ন মূর্তি ছিল।’’ এরপরই আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যদি স্বাধীনতার পর ভারত সুভাষবাবুর প্রদর্শিত পথে চলত, তাহলে দেশ আজ কোথায় পৌঁছে যেত। কিন্তু, দূর্ভাগ্যজনক ভাবে, স্বাধীনতার পরই আমরা আমাদের এই মহান নেতাকে ভুলে গেলাম! তাঁর দেখানো পথ, এমনকি তাঁর সঙ্গে সম্পর্কিত চিহ্নকেও উপেক্ষা করা হল।’’

    লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের কথা স্মরণ করে মোদি বলেন, ‘‘নেতাজি স্বপ্ন দেখেছিলেন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের। আমি ব্যক্তিগত ভাবে সেই অভিজ্ঞতার অংশীদার। আমি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। আমি ভাগ্যবান নেতাজির এই মূর্তি উন্মোচন করতে পেরেছি।’’

    আরও পড়ুন: “দারুণ কাজ করছেন”, মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

    ২৮০ মেট্রিক টনের ওই মূর্তি একটি গ্রানাইট শিলাকেই কেটে তৈরি করা হয়েছে। যে শ্রমিকরা ওই মূর্তি তৈরিতে হাত লাগিয়েছেন তাদের সঙ্গে এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদেরকে ধন্যবাদ জানান মোদি। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও আমন্ত্রণ জানান।

    এদিন মোদি রাজপথ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে কর্তব্য পথ নামকরণ করেন। এই নাম পরিবর্তনও যে ভারতের আত্মনির্ভরতার অঙ্গ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Durga Puja: কৈলাস থেকে এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন কীসে? গমনই বা হচ্ছে কীভাবে? জানুন

    Durga Puja: কৈলাস থেকে এবার দেবী দুর্গা মর্ত্যে আসছেন কীসে? গমনই বা হচ্ছে কীভাবে? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: “দুষ্টের দমন আর শিষ্টের পালন”, এই মন্ত্র নিয়েই  আশ্বিনের শারদ প্রাতে মা দুর্গা (Durga Puja) মর্ত্যে আসেন। বছরে এই চারটে দিন ঘরের মেয়ে উমা হয়ে বাঙালির জীবনে থাকেন দেবী মহিষাসুরমর্দিনী। তবে কৈলাস থেকে কীসে করে দেবী এবার মর্ত্যে আসছেন? এ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয়, দেবী কীসে চড়ে আসবেন আর কীসে চড়ে মহাদেবের কাছে ফিরে যাবেন তার উপর বছরের ভাল-মন্দ নির্ভর করে। পঞ্জিকা মতে, মনে করা হয়, দেবী কীসে আসছেন, আর কীসে যাচ্ছেন, তার ওপর নির্ভর করে বাংলার পরিবেশ, প্রকৃতি, সময়কাল।

    আরও পড়ুন: এই রাজাই বাংলাতে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন! জানেন তিনি কে?

    দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত রয়েছে। দেবী দুর্গা ও তাঁর পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ করা থাকে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর কীসে আগমন ও কীসে গমন। শাস্ত্রে বলা আছে অর্থাত্‍ সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী। 

    আরও পড়ুন: মহা ষষ্ঠীতে পূজিতা হন দেবী কাত্যায়নী! জানেন ঋষি কাত্যায়ন কন্যার ‘মহিষাসুরমর্দিনী’ হয়ে ওঠার কাহিনী?

    এবছর সপ্তমী পড়েছে ২ অক্টোবর অর্থাৎ রবিবার। তাই দুর্গার আগমন গজ অর্থাত্‍ হাতিতে। শাস্ত্রমতে গজ দেবীর উৎকৃষ্টতম বাহন। এতে ভালই হবে। শস্যপূর্ণ হবে এই বসুন্ধরা। এবছর বিজয়া দশমী পড়েছে বুধবার, ৫ অক্টোবর। মা দুর্গা পুত্র-কন্যা সহ স্বামীর কাছে ফিরবেন নৌকায় চেপে। দেবী দুর্গার নৌকায় ফেরার অর্থ প্লাবনের আশঙ্কা। অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বন্যা হতে পারে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Gold Price India, Sept 7: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?

    Gold Price India, Sept 7: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে সাজতে পারেন সোনার গয়নায় (Gold)। দেশে দাম পড়ল (Gold Price) সোনার। বুধবার ২২ ক্যারট সোনার ১০ গ্রামে ৫০০ টাকা দাম কমেছে। মুম্বইয়ে এদিন  ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম এদিন ছিল ৪৬ হাজার ৪০০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ৫০০ টাকা কম ছিল। চেন্নাইয়ে দাম ছিল ৪৬ হাজার ৯৫০ টাকা। দিল্লিতে ছিল ৪৬ হাজার ৫৫০টাকা। ২৪ ক্যারট সোনার দাম ১০ গ্রাম প্রতি কমেছে ৫৪০ টাকা। এদিন ২৪ ক্যারট সোনার দাম ছিল ৫০ হাজার ৬২০টাকা। তবে দাম কম হলেও সোনা কিনতে গেলে এর উপরে আপনাকে দিতে হবে জিএসটি। তাই দোকানে গয়না কেনার সময় দাম একটু বাড়লে অবাক হবেন না।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় কলকাতায় রেকর্ড দাম বেড়েছিল সোনার। ২২ ক্যারট, ২৪ ক্যারট এবং ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামে বদল এসেছিল। রেকর্ড ৫২ হাজার টাকা ছাপিয়ে ৫৪ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল দর। কিন্তু, বর্তমানে সেই দাম নিয়ন্ত্রণে এসেছে। তবে ওঠাপড়া আছে।

    আরও পড়ুন: খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ১৫টি সংস্থার লাইসেন্স বাতিল করল কেন্দ্র, কেন জানেন? 

    এদিন দেশের বাজারে সোনার দাম কম হওয়ার পেছনে বিশেষজ্ঞদের নানা মত রয়েছে। তাঁদের মতে সোনার দাম কম হওয়ার পেছনে মার্কিন ডলারের সঙ্গে টাকার ফারাক হয়েছে। সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। চাহিদার থেকে জোগান বেশি হলে স্বাভাবিকভাবেই কমে হলুদ ধাতুর দাম। দেশীয় অর্থনীতির উন্নতি ঘটায় বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত এবং তারা আবারও তাদের অর্থ ইক্যুইটির মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করছে যা অনেক বেশি লাভজনক। ফলে এটা বলা যেতেই পারে যে বিনিয়োগকারীরা সোনা এবং সরকারি বন্ডে তাদের বিনিয়োগ কম করছে এবং বিনিয়োগের জন্য অন্যান্য বিকল্পগুলিকে বেছে নিচ্ছে। তাই সোনা কেনার জন্য বাজারে হাহাকার পড়ছে না। হলুদ ধাতুর জোগান ঠিক থাকছে। তাই মধ্যবিত্তের নাগালে আসছে সোনার দাম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share