Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    মাধ্যম নিউজ ডেস্ক: সাল ২০১০। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে আইএএস হন জম্মু-কাশ্মীরের শাহ ফয়জল। এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ইউপিএসসি পরীক্ষায় কেউ প্রথম হননি। সেই থেকে শিরোনামে শাহ ফয়জল। বহু উত্থান-পতনের সাক্ষী ফয়জল। তাঁর জীবনটাই যেন একটা অন্য গল্প। চাকরি থকে ইস্তফা দিয়ে ২০১৯ সালে জানুয়ারিতে রাজনীতিতে যোগ দেন। তৈরি করেন নিজের দল জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট (JKPM)। নতুন দল গঠনের ১৬ মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। বুঝত পারেন নেতা হওয়া তাঁর সাজে না। তাঁকে কাজ করতে হবে সমাজের জন্য।

    সরকারি মহলের খবর অনুযায়ী, কেন্দ্র কখনওই ফয়জলের ইস্তফা গ্রহণ করেনি। তাই চার মাস আগে, গত এপ্রিলে শাহ ইস্তফা প্রত্যাহারের আবেদন করলেই তা  মঞ্জুর করে তাঁকে আমলা পদে বহাল করে কেন্দ্র। শেষ পর্যন্ত ৩০ অগাস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রণালয় জানায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উপসচিবের পদে ফয়জলকে নিয়োগ করা হচ্ছে। আগামী চার বছর ওই পদে থাকবেন তিনি।

    আরও পড়ুন: মৃত্যু হল পৃথিবীর ‘সবচেয়ে একা’ মানুষের, নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলেন খোদ নিজেই!

    ২০১৯ সালে অগাস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জনসুরক্ষা আইনে কাশ্মীরের বাকি রাজনীতিকদের সঙ্গে আটক হন ফয়জলও। এক বছর পর, ২০২০ সালের অগাস্টে ছাড়া পান তিনি। এর পরেই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৯ বছরের ফয়জল। 

    তার পর থেকেই আমলার চাকরিতে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ফয়জল। ট্যুইটবার্তায় তিনি লেখেন, ‘‘২০১৯ সালের জানুয়ারি থেকে অগাস্ট, এই আট মাসে এত বোঝা চেপেছে আমার উপর, যে এক প্রকার শেষ হয়ে গিয়েছিলাম। মিথ্যে কল্পনার পিছনে ছুটে এত দিন যা অর্জন করেছিলাম, সব হারিয়েছি। চাকরি। বন্ধু। খ্যাতি। সুনাম। কিন্তু আশা হারাইনি। বরং, আমার আদর্শই আমাকে হতাশ করেছে। কিন্তু, নিজের ওপর আমার বিশ্বাস ছিল। আমি ঠিক করেছিলাম যে ভুল করেছি, তা শুধরে নেব। জীবন আমাকে আরেকটি সুযোগ দিয়েছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Asia Cup 2022: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    Asia Cup 2022: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে থমথম পরিবেশ। জয়ের জন্য ভারতের দরকার তিন বলে ছয় রান। ব্যাট হাতে হার্দিক। শট মারার আগে চোখ বুজে সাবাইকে আশ্বস্ত করলেন। তারপর, বল গিয়ে পড়ল বাউন্ডারি লাইনের বাইরে। বাকিটা ইতিহাস। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে (Asia Cup 2022) যাত্রা শুরু করল ভারত। দশ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ভারত। এ বার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। দু’বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন রো-হিটাররা। ব্যাটে-বলে ম্যাচের সেরা হার্দিক। যিনি চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। পরে চাপের মুখে জয়সূচক শট-সহ ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন।

    দেশজুড়ে ভারতের জয়ের সেলিব্রেশন চলছে । টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চমকপ্রদ অলরাউন্ড পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। দল তাঁদের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। জয়ের জন্য তাঁদের অভিনন্দন। শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও।

    রবিবার,  ম্যাচের শুরু থেকেই অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ ছিল টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন। রোহিতও তাই করেন।  প্রথম দিকে রান তুললেও ১৫ ওভারের মাথায় হার্দিক ফিরিয়ে দেন ক্রিজে সেট হয়ে যাওয়া মহম্মদ রিজওয়ানকে। এরপর একই ওভারে খুশদিল শাহকে ফিরিয়ে পাকিস্তানের রানের গতি আটকে দেন হার্দিক। দুরন্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট। মোট চার উইকেট নেন ভুবি। ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাডেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান। এখানেই কয়েক কদম পিছিয়ে যায় পাকবাহিনী।

    আরও পড়ুন: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা একটু নড়বড়ে ছিল। প্রথমেই ফিরে যান লোকেশ রাহুল। শততম ম্যাচে রানের খরা অব্যাহতই থাকে কোহলির। বিরাটের ব্যাট এদিনও করিশমা দেখাতে ব্যর্থ। রোহিতও খুব একটা এগোতে পারেননি। তবে শান্ত মাথায় রান তাড়া করেন হার্দিক-জাদেজা জুটি। পঞ্চম উইকেটে তাদের ৫২ রানের জুটি জয়ের দোড়গোড়ায় নিয়ে যায়। জাদেজা আউট হতেই আশা জাগে পাক-শিবিরে। কিন্তু ক্রিজে তখন গুজরাট-নায়ক হার্দিক। ম্যাচ শেষ করেন ছক্কা হাঁকিয়ে। উচ্ছ্বাসে ফেটে পড়ে আপামর ভারতবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    Neeraj Chopra: আবারও সোনা! নীরজের প্রিয় জ্যাভলিন কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের প্রিয় জ্যাভলিন অলিম্পিক মিউজিয়ামে দান করলেন দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা (Neeraj Chopra)। অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম সোনা এনেছিলেন নীরজ। জ্যাভলিনে (Javelin) সোনার পদক জিতে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটির মূল্য কম নয়। জ্যাভলিনটি নীরজের খুবই প্রিয়। লুসেনের অলিম্পিক মিউজিয়ামে সেই জ্যাভলিন উপহার দিলেন নীরজ।

    অলিম্পিকের সরকারি ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে নীরজ জানান, লুসেনের অলিম্পিক স্টেডিয়ামে অভিনব বিন্দ্রার রাইফেলও রাখা আছে। যা তাঁকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। নীরজ বলেন, “আশা করব, আমার জ্যাভলিনও আগামী প্রজন্মকে একই ভাবে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের।” নীরজের আশা, বহু ভারতীয় ক্রীড়াবিদের নানা স্মারক অলিম্পিক মিউজিয়ামে জায়গা পাবে।

    নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা বলেন, “এতদিনে কোনও ভারতীয় সঙ্গী পেয়ে একাকীত্ব কাটল তাঁর রাইফেলের।” এখনও পর্যন্ত ৯০ হাজার শিল্পকর্ম, সাড়ে ৬ লক্ষ ছবি ও ৪৫ হাজার ঘণ্টার ভিডিয়ো রাখা আছে অলিম্পিক মিউজিয়ামে। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    লুসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। চোট থেকে ট্র্যাকে ফিরেই দুরন্ত জয় নীরজের। লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরজ। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেই আসে সোনা। সেই সঙ্গে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও পেয়ে যান হরিয়ানার ক্রীড়াবিদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    Durand Cup 2022: ঝড়-বৃষ্টি বাধা নয় কোনওটাই! উত্তেজনা তুঙ্গে, ডুরান্ড ডার্বি শুরু সন্ধ্যা ৬টায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। আজ, রবিবার সন্ধ্যা ছ’টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2022) মঞ্চে মুখোমুখি এটিকে মোহন বাগান ও ইমামি ইস্ট বেঙ্গল। প্রায় আড়াই বছর পর কলকাতায় ফিরছে ডার্বি। স্বভাবতই টিকিটের চাহিদা তুঙ্গে। সরকারিভাবে ডার্বিতে ৬০ হাজার দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতেও টিকিটের হাহাকার কমানো যায়নি। ইস্ট-মোহন (Mohun Bagan) দুই শিবিরে টিকিটের জন্য রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। রোদ, বৃষ্টি উপেক্ষে করে লম্বা লাইন দুই প্রধানের তাঁবুর সামনে। যে ছবি কলকাতা ময়দান দেখতে অভ্যস্ত ছিল। কিন্তু করোনার ফলে কলকাতার ফুটবলপ্রেমীরা ঘটি-বাঙালের চিরাচরিত লড়াইয়ের স্বাদ থেকে বঞ্চিত ছিল বহুদিন। শেষ দুই ডার্বি হয়েছিল গোয়ায় আইএসএলে। ক্লোজড ডোরে। আড়াই বছর পর গ্যালারি ভর্তি স্টেডিয়ামে নামবে দুই দল। তাই উত্তেজনা তুঙ্গে। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, কোচবিহার সহ জেলার শহর থেকেও সমর্থকদের আগমন ঘটেছে ডার্বি উপলক্ষ্যে।

    শুধু টিকিট পেলেই হবে না, মাঠে ঢুকতে বেশ কিছু নিয়মও মানতে হবে সমর্থকদের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, দাহ্য প্রদার্থ, সিগারেট, লাইটার, দেশলাই, আতসবাজি, জলের বোতল, বড় ব্যাগ, হেলমেট নিয়ে মাঠে ঢোকা যাবে না। তবে রাখা যাবে মোবাইল, ছাতা

    তবে ডার্বিতে নামার আগে দুই দলের অবস্থা মোটেও ভালো নয়। গ্রুপে দু’টি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখতে পায়নি মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। সবুজ-মেরুন ব্রিগেড প্রথম ম্যাচে রাজস্থান এফসি’র কাছে হেরেছিল। ড্র করে পরের ম্যাচে। ইস্ট বেঙ্গল দু’টি ম্যাচেই ড্র করেছে। তাই পরের রাউন্ডে ওঠার ক্ষেত্রে এই ডার্বি খুবই গুরুত্বপূর্ণ দুই প্রধানের কাছে।

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করতে পারে তাদের মাঝমাঠ। হায়দরাবাদ থেকে আসা অনিকেত যাদব এবং শৌভিক চক্রবর্তী ছন্দেই রয়েছেন। অবাক করেছেন তুহিন দাস। বাঁ দিক থেকে তাঁর উইং ধরে উঠে আসা এবং বল ভাসানো অনেকেরই নজর কেড়েছে। রক্ষণে জেরি লালরিনজুয়ালা এবং লালচুংনুঙ্গা ভরসা দিয়েছেন। মহম্মদ রাকিপকে খেলানো হলে তিনিও ভরসা দিতে পারেন। অন্যদিকে, আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

    তবে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। দল জিতলে সমর্থকরা অতীতের যাবতীয় ব্যর্থতা ভুলে প্রিয় ফুটবলারদের মাথায় তুলে নাচবেন। তাই মগজাস্ত্রের লড়াইয়ে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো না ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, কে কাকে টেক্কা দেন সেটাই দেখার!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শাপমোচন। নির্বাসন মুক্ত হল ভারতীয় ফুটবল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা (FIFA)। অতএব এবার আবার সমস্ত আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে পারবে ভারত। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও আর বাধা রইল না।

    আরও পড়ুন: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে গত ২২ অগাস্ট দিল্লি আদালত দ্বারা গঠিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপরই নরম হয় ফিফা। শীর্ষ আদালত, প্রশাসক কমিটি ভেঙে দেওয়ায় AIFF-এর দৈনন্দিন কাজের দায়িত্ব ফিরে আসে ভারপ্রাপ্ত সহ সচিব সুনন্দ ধর ও তাঁর নেতৃত্বাধীন দলের উপর। এরপরই ফিফার কাছে নির্বাসন তুলে নিতে অনুরোধ জানায় ফেডারেশন। এআইএফএফের অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার ব্যান তুলে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ফিফার তরফে সে খবর জানিয়েও দেওয়া হয়।

    এর ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর নির্ধারিত সূচি মেনেই ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হবে। ব্যানের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আর রইল না।  একইসঙ্গে AFC Cup খেলতেও আর বাধা রইল না এটিকে মোহনবাগানের।

    ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। ট্যুইট বার্তায় তিনি জানান, এটি একটি দারুণ খবর। ভারতীয় ফুটবল এবার মসৃণ ভাবে এগোতে পারবে।

    কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এটা ভারতীয় ফুটবলের জয়। দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের লড়াই সফল হল। ভারতীয় ফুটবল নিজের গতিতে এগোতে পারবে বলে জানান তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল যুদ্ধবিমান চুক্তির (Rafale Deal) স্বাধীন তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে বলা হয় এই মামলার কোনও সারবত্তা নেই। শুধু একই বিষয় নিয়ে বারবার তদন্তের প্রশ্ন ওঠে না। গত লোকসভা নির্বাচনের আগে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। সোমবার মোদি (Modi) সরকারকে স্বস্তি দিয়ে, ওই সংক্রান্ত নতুন মামলার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত মামলার পূর্ববর্তী দুটি রায় দিয়ে ইতিমধ্যেই বিষয়টির নিষ্পত্তি করেছে। তাই বারবার একই ইস্যুতে মামলা চলতে পারে না।

    প্রসঙ্গত, কংগ্রেসের (Congress) অভিযোগ ছিল, ফরাসি সংস্থা দাসোর সঙ্গে করা রাফাল চুক্তিতে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই সঙ্গে দাসোর অফসেট পার্টনার হিসাবে অনিল আম্বানির সংস্থাকে বেছে নেওয়া নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু, আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই চুক্তিতে ‘‘কোনও বেসরকারি সংস্থার সঙ্গেই পক্ষপাতিত্ব করার প্রমাণ মেলেনি। ’’

    আরও পড়ুন: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    মোদি জমানার প্রথম পাঁচ বছরে রাফাল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কংগ্রেসের দাবি ভারত অনেক বেশি টাকা দিচ্ছে এই ফাইটার জেটের জন্য। তারা অনেক কমে এই চুক্তি করে ফেলেছিল বলে দাবি কংগ্রেসের। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস কখনও এই চুক্তি সংক্রান্ত পাকা কথা বলেনি। তাই তারা কী টাকায় চুক্তি করতে চেয়েছিল, সেই নিয়ে কথা বলে কি লাভ। বাস্তবেই কংগ্রেস আমলে এই চুক্তি হয়নি। পরে এই চুক্তি সই হয় ও ধীরে ধীরে করে ভারতে ফ্রান্স থেকে রাফাল আসতে শুরু করে। সুপ্রিম কোর্ট ও ক্যাগ সরকারকে ক্লিনচিট দিয়েছে।

    এর মধ্যেই ফরাসি সংস্থা দাসো এক ভারতীয় মধ্যস্থতাকারীকে ১.১ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিল বল অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।  কিন্তু সোমবার,ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই গণেশ চতুর্থী। করোনার প্রভাব কাটিয়ে এবছর ফের গণেশ উৎসবে মেতে উঠেছে মুম্বইবাসী। গণেশ উৎসব  উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে ভারতের একাধিক শহর। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট সহ বহু রাজ্যেই ধূমধাম করে পালন করা গণেশ চতুর্থী। আগামী ৩১ অগাস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরুর পুরসভা এলাকায় মাংস কাটা এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

    ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এক দিনের জন্য ওই পুরসভা এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গণেশ চতুর্থীর বড় পুজোকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করতে একটি সার্কুলার জারি করেছে নাগরিক সংস্থা ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (BBMP)। স্থানীয় ভাষায় লেখা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩১ অগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে-র অধীন সমস্ত দোকানে পশু নিধন এবং মাংস বিক্রি নিষিদ্ধ। এই নির্দেশ সকলকে মানতে হবে বলেই উল্লেখ করা হয়েছে।

    আরও পড়ুন: জামাতের অনুমতি পেলেই গণেশ পুজো! নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

    উল্লেখ্য, উৎসবের দিনে মাংস বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কর্ণাটক সরকার। কারণ চলতি মাসের শুরুতে, নাগরিক সংস্থা শ্রী কৃষ্ণ জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে মাংস বিক্রি এবং পশু হত্যা নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বাসভ জয়ন্তী, মহা শিবরাত্রি, গান্ধী জয়ন্তী, সর্বোদয় দিবস এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই ধরনের আদেশ জারি করা হয়েছে।

    এদিনের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কর্নাটক সরকারকে এক হাত নিয়েছেন বিরোধিরা। জেডিএস (জনতা দল সেক্যুলার) নেতা তনভির আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বেঙ্গালুরুর ৮৫ শতাংশ মানুষ মাংস খান। সরকার তা নিষিদ্ধ করতে চাইলে আমরা বিরোধিতা করব। রাজ্যে বেকারত্ব, হিংসার মতো সমস্যাগুলির সমাধান না করে সরকার এই ধরনের বিষয়ে মনোনিবেশ করছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। নতুন দল গঠন করে জম্মু ও কাশ্মীরের পরবর্তী বিধানসভা নির্বাচবনে লড়বেন তিনি। এমনকি পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন গুলাম, এমনই দাবি করলেন জম্মু-কাশ্মীরের যুব কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিন ভাট (Amin Bhat)। তিনি বলেন, ‘আমি আজাদের সঙ্গে দেখা করেছি। কীভাবে এগোব তা আলোচনা করব। আমরা ভারতীয় জনতা পার্টির বি-টিম নই।’

    কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে অভিমত বিশেষজ্ঞদের। তাই আজাদের দলত্যাগের পরেই পদত্যাগের হিড়িক পড়ে যায় জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের আট জন কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন তিন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী— আব্দুল রশিদ, জিএম সরুরি এবং আরএস চিব। রয়েছেন আমিন ভট, গুলজার আহমেদ ওয়ানি, মহম্মদ আক্রমের মতো প্রাক্তন বিধায়কেরা। তাঁরা সকলেই আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

    আরও পড়ুন: কংগ্রেসে থাকবেন কেবল গান্ধীরাই, ভবিষ্যদ্বাণী অসমের মুখ্যমন্ত্রীর

    কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এই পরিস্থিতিতে আজাদ-অনুগামী আমিন শনিবার  বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গুলাম নবি আজাদ। অনেক দলের সমর্থনই পাবেন তিনি।’’ জম্মু ও কাশ্মীর বিধান পরিষদের প্রাক্তন সদস্য তথা আজাদ অনুগামী কংগ্রেস নেতা নরেশ গুপ্তও একই দাবি করেছেন। প্রসঙ্গত,শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার পরেই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Asia Cup 2022:  বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    Asia Cup 2022: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক:  পাকিস্তান শুনলেই অবচেতন মনে ভেসে ওঠে এলওসি, জঙ্গি হানা, পুলওয়ামা বা কার্গিল। যদিও এ সবের সঙ্গে বাইশ গজের কোনও সম্পর্ক নেই। তা-ও পাকিস্তানকে সামনে পেলেই গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে ভারতীয়রা। ফের এই স্বপ্ন নিয়েই রবিবাসরীয় সন্ধ্যায় খেলা দেখতে বসবেন ভারতীয় সমর্থকরা। এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্ট প্রত্যেকের নজর আপাতত মহাযুদ্ধের উপরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের (T-Twenty World Cup) পরে এই প্রথমবার ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল ২২ গজে আরও একবার যুদ্ধ করতে নামছে।

     প্রায় ১০ মাস পর আবার ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে।  এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের এই ম্যাচটি রবিবার (২৮ অগাস্ট) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে সাড়ে ৭টায় শুরু হবে। এশিয়া কাপের সম্প্রচার স্টার নেটওয়ার্কে করা হবে, এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে লাইভ সম্প্রচার দেখতে পাওয়া যাবে।

    ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ছ’টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। আর দুটো ম্যাচ জিতেছে পাকিস্তান। একটা ম্যাচ টাই হয়েছিল। তবে, শেষবার গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। শাহীন শাহ আফ্রিদি একাই ভারতীয় ব্যাটিং লাইনে ধস নামিয়েছিলেন। যদিও সেই হারকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের মঞ্চে এ বার, কুড়ি-বিশের বিশ্বকাপের ম্যাচে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন হিটম্যানরা। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। এই টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান মাত্র ২ বার এই টুর্নামেন্টে জিতেছে। তা সত্ত্বেও কোনওভাবেই বাবরদের হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। 

    আরও পড়ুন: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    পাকিস্তানের সেরা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি কুঁচকির চোটের জন্যে নেই। ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিমও। ঠিক তেমনই নেই ভারতের একনম্বর বোলার যশপ্রীত বুমরাও। পূর্ণ দল নিয়ে মাঠে নামতে পারছে না কেউই। আজ ভারতীয়দের চোখ থাকবে বিরাট কোহলির দিকে। ফর্ম হারানো প্রাক্তন নেতা কি এই ম্যাচে নিজের  য়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে কোহপুরনো ফর্লিম ফিরে পাবেন?  প্রশ্ন ভারতের ব্যাটিং লাইন আপ নিয়েও। গত কয়েক ম্যাচে একাধিকবার ব্যাটিং অর্ডার বদলেছে মেন ইন ব্লু। আজ সেটা করলে খেসারত দিতে হতে পারে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়াদের বড় ইনিংস খেলতেই হবে। বুমরার পরিবর্তে আক্রমণের দায়িত্ব বর্তাবে ভুবনেশ্বর কুমার  হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিংদের ওপর। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম, ফকর জামানদের বিরুদ্ধে আজ চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলাররা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • GN Azad Quits Congress: দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক! বিস্ফোরক মন্তব্যের  পর কংগ্রেসের হাত ছাড়লেন আজাদ

    GN Azad Quits Congress: দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক! বিস্ফোরক মন্তব্যের পর কংগ্রেসের হাত ছাড়লেন আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের ‘হাত’ ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শুধু সব পদ ছাড়াই নয়, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। আজাদের দাবি, রাহুল সহ-সভাপতি হওয়ার পর দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। যে সিনিয়র নেতাদের পরামর্শে ইউপিএ (UPA) সরকার সফল হয়েছিল, সেই সিনিয়রদেরই উপেক্ষা করেছেন রাহুল। তিনি লিখেছেন রাহুলের নেতৃত্বে, ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।’ তাঁর মতে, “এখন দল চালাচ্ছে রাহুল গান্ধীর নিরাপত্তারক্ষী এবং আপ্তসহায়ক।”

    পাঁচ পাতার পদত্যাগপত্রে গুলাম নবি লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’বর্ষীয়ান কংগ্রেস নেতা পদত্যাগপত্রে দাবি করেছেন, ২০১৪ সালে ইউপিএ সরকারের হারের অন্যতম কারণ, রাহুল গান্ধীর অপরিণতমনস্কতা এবং ছেলেমানুষি। যেভাবে তিনি কেন্দ্রীয় সরকারের পাশ করানো একটি অর্ডিন্যান্স প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন, তাতেই প্রচারের হাতিয়ার পেয়েছিল বিরোধীরা।

    এখানেই থামেননি আজাদ। দীর্ঘ চিঠিতে তিনি আরও দাবি করেছেন, “২০১৪ সালের পর রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে কংগ্রেস দুটি লোকসভা নির্বাচনে লজ্জাজনকভাবে হেরেছে। ৪৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯টি হেরেছে। এর মধ্যে কংগ্রেস নিজের দমে মাত্র ৪টি রাজ্যের বিধানসভা ভোটে জিতেছে। আর ৬ বার জোটসঙ্গীদের সঙ্গে ক্ষমতায় এসেছে। দুঃখজনকভাবে আজ কংগ্রেস মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। আর দুটি রাজ্যে শাসক জোটের প্রান্তিক শক্তি।”

    আরও পড়ুন: উৎসবের মরশুমে ৫জি, চলতি দশকের শেষে ৬জি! জানুন দেশে প্রযুক্তি বিপ্লব নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

    চিঠিতে কংগ্রেসের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্কের কথা যেমন পদত্যাগপত্রে তুলে ধরেছেন গুলাম নবি, তেমনই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ‘নিবিড় সম্পর্কের’ প্রসঙ্গও উল্লেখ করেছেন। কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে ইস্তফা দিয়েছিলেন গুলাম নবি। ২০২০ সালের অগস্টে যে ২৩ জন নেতা সনিয়াকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন আজাদ। পাঁচ পাতার পদত্যাগপত্রে তাঁর দাবি, ৮ বছরে নেতৃত্বের অপদার্থতায় কংগ্রেস এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share