Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • NASA: পৃথিবী থেকে প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে ছায়াপথের ছবি পাঠাল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ

    NASA: পৃথিবী থেকে প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে ছায়াপথের ছবি পাঠাল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশের অনেক সুন্দর ছবি ইতিমধ্যেই আমাদের সামনে এনেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope)। সম্প্রতি একটি কার্ট হুইল ছায়াপথের (Cartwheel Galaxy) ছবি পাঠিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। দীর্ঘ সময় এবং বিপুল পরিমাণ ধূলিকণার মধ্যে দিয়ে অতিক্রম করে এই অসাধারণ ছবি তুলতে সক্ষম হয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে স্কালপচার (Sculptor) নক্ষত্রপুঞ্জে অবস্থিত এই কার্ট হুইল ছায়াপথ। 

    কার্টহুইল আকৃতির এই ছায়াপথের কেন্দ্র থেকে দুটো বলয় প্রসারিত হতে দেখা গিয়েছে। পুকুরে ঢিল ছুড়লে যেমন রঙ বা বলয় আকৃতিতে জল প্রসারিত হয়, এখানেও অনেকটা তেমনই হয়েছে বলে জানিয়েছে নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি। এই দুই স্পেস এজেন্সি জানিয়েছে যে, এই ছায়াপথের কেন্দ্রে একটি সাদা রঙের বলয় রয়েছে। আর বাইরের বলয়ের অংশে অনেক রঙের স্পোক দেখা গিয়েছে। মহাবিশ্বে প্রায় ৪৪০ মিলিয়ন বছর ধরে এই বলয় প্রসারিত হচ্ছে। বাইরের অংশের বলয় প্রসারিত হলে তা গ্যাসে পরিণত হয় এবং নতুন নক্ষত্রের স্ফুলিঙ্গ গঠনের সহায়ক হয়।

    আরও পড়ুন: পৃথিবী থেকে নয়, মহাকাশ থেকে কেমন লাগে সূর্যগ্রহণ? ছবি প্রকাশ করল নাসা

    ২০২১ সালের ডিসেম্বর মাসে এই টেলিস্কোপ লঞ্চ করা হয়েছিল। গত মাসে সাধারণ মানুষের সামনে প্রথম ছবি (টেলিস্কোপে তোলা) প্রকাশ করেছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আগামী দিনে মহাবিশ্বের আরও অনেক অজানা রহস্যের উন্মোচন করবে এই টেলিস্কোপ, সেই ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।

  • India-China military talks: পূর্ব লাদাখে ভারত-চিন সেনার মধ্যে গোপন বৈঠক! আকাশসীমা লঙ্ঘন নিয়ে আলোচনা

    India-China military talks: পূর্ব লাদাখে ভারত-চিন সেনার মধ্যে গোপন বৈঠক! আকাশসীমা লঙ্ঘন নিয়ে আলোচনা

    মাধ্যম নিউজ ডেস্ক:  আকাশসীমা লঙ্ঘনের ‘অবাঞ্ছিত ঘটনা’ এড়াতে নতুন করে আলোচনা শুরু করল ভারত এবং চিন। সেনা সূত্রের খবর, সম্প্রতি পূর্ব লাদাখের চুশুল-মোলদো সীমান্তে দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের আলোচনা হয়। ওই আলোচনায় ‘সীমান্ত ব্যবস্থাপনা’ সংক্রান্ত আগেকার চুক্তি ও প্রোটোকল মেনে চলা নিশ্চিত করার দাবি তোলা হয় ভারতীয় সেনার তরফে। ওই চুক্তি অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) ১০ কিলোমিটারের মধ্যে দু’দেশের আকাশযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিয়ম মেনে চলার বিষয়ে দুই দেশই আপাতত  সম্মত হয়েছে, বলে সেনা সূত্রে খবর।

    বছর পাঁচেক আগে কাজাখস্তানে সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপলক্ষ ছিল, উত্তরাখণ্ডের চামোলিতে চিনা সেনার হেলিকপ্টারের ভারতীয় আকাশসীমা লঙ্ঘন।

    আরও পড়ুন: আতঙ্কিত চিন! এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতের যুদ্ধবিমান

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ২০২০ সালে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চিনা অনুপ্রবেশ এবং গালওয়ানের সংঘাতের পরে সেই প্রবণতা আরও বেড়েছে। হেলিকপ্টারের পাশাপাশি নজরে এসেছে চিনা ড্রোন এমনকি, বিমান অনুপ্রবেশের ঘটনা। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকেও। জুনের চতুর্থ সপ্তাহে শেষ বার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনা আকাশযানের উপস্থিতি নজরে এসেছে ভারতীয় সেনার।
     
     
    কোর কমান্ডার স্তরে বৈঠকের পরেও LAC বরাবর মাঝেমাঝেই চক্কর কেটে চলেছে চিনা ফাইটার জেট (Chinese Fighter Jets)। সম্প্রতি একাধিকবার প্রকৃত নিয়ন্ত্রণরেখার (Line of Actual Control) কাছে প্ররোচনা দিয়ে চলেছে চিনা ফৌজ। ভারতীয় প্রতিরক্ষা (Indian defence) ব্যবস্থাকে মাপার জন্য বরাবর সক্রিয় চিন। এবার পাল্টা প্রতিরোধ-ব্যবস্থা হিসেবে ওই এলাকায় ফাইটার জেট মোতায়েন করছে ভারতীয় বায়ুসেনাও (Indian Airforce)। একেবারে সীমান্ত বরাবর যুদ্ধ বিমান উড়িয়েছে ভারত। তাতেই টনক নড়েছে চিনের।
  • Andhra’s Christian High School: হিন্দু রীতি মানতে বাধা! অন্ধ্রপ্রদেশে খ্রিস্টান স্কুলে নয়া বিতর্ক

    Andhra’s Christian High School: হিন্দু রীতি মানতে বাধা! অন্ধ্রপ্রদেশে খ্রিস্টান স্কুলে নয়া বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু রীতি অনুযায়ী তিলক বা টিপ পরে স্কুলে যাওয়াকে কেন্দ্র করে বাঁধলো বিতর্ক। কেন্দ্রস্থল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি স্কুল। সম্প্রতি  কুর্নুলের (Kurnool) মাউন্ট কার্মেল হাইস্কুলের (Mount Karmel High School) এই ঘটনা সামনে আসায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। 

    প্রসঙ্গত হিন্দু ধর্মে মাঙ্গলিক তিলক পরার রীতি রয়েছে। অনেকে ঈশ্বরের আর্শীর্বাদ হিসেবে টিপও পরেন। অভিযোগ, স্কুলে হিন্দু ছাত্ররা তিলক পরে এলে তাদের তা মুছে ফেলতে বলা হয়। শিক্ষকদের কাছে বকুনিও শুনতে হয় ছাত্রছাত্রীদের। এই নিয়ে একটি স্বেচ্ছাসেবক সংস্থা সম্প্রতি অভিযোগও দায়ের করে। অভিযোগ, ধর্মীয় আচারণ বাধাপ্রাপ্ত হচ্ছে এই যুক্তিতে ৩৬ জন ছাত্র স্কুল ছাড়তে চায়। কিন্তু তাদের টিসি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা চায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ভর্তির সময়ও ছাত্রছাত্রীদের কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয় বলে দাবি অভিভাবকদের। স্কুলে জোর করে বাইবেল পড়ানো হয় বলেও অভিযোগ তোলেন অনেক।

    উল্লেখ্য, রাখি উৎসকে কেন্দ্র করে কিছুদিন আগেই বিতর্ক বাধে কর্ণাটকের ম্যাঙ্গালোরের একটি স্কুলে। পড়ুয়াদের হাতে রাখি খেই সেগুলিকে জোরপূর্বক খুলতে বাধ্য করেন শিক্ষকরা। এমনকি, পরবর্তীতে সেগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। ঘটনাটি সামনে আসতেই অভিভাবকদের পাশাপাশি এলাকার বহু হিন্দু সংগঠনও বিক্ষোভে সামিল হয়। উত্তেজনা ছড়াতেই ইংলিশ মিডিয়াম স্কুলের ফাদার সন্তোষ লোবো জানান, “অভিযোগ সামনে আসার পরই আমরা সকলকে নিয়ে একটি বৈঠক আয়োজন করি। এই কাজটি যারা ঘটিয়েছে, তারা সকলেই ক্ষমা চেয়ে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত করা গিয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম গেমে হেরে গিয়েও সোনালি প্রত্যাবর্তন লক্ষ্যের (Lakshya Sen)। কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ব্যাডমিন্টনের ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে সোনা জিতলেন লক্ষ্য সেন। প্রথমে পিছিয়ে পড়লেও স্নায়ুর জোরে পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যপূরণ করলেন লক্ষ্য। এরই সঙ্গে কমনওয়েলথ গেমসে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা।

    এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা! তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও, সিঙ্গলসে শুরু থেকেই ভাল খেলছিলেন লক্ষ্য। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

    আরও পড়ুন: অধরা স্বপ্নপূরণ! কমনওয়েলথে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। ভারতের খেলোয়াড়ের কৌশল নিয়ে তখন সন্দিহান অনেকেই। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে। তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। লক্ষ্যের আগে মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধু সোনা  জেতেন। এরপর লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত।

     

  • T Raja Singh: গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন টি রাজা! বিজেপি সাসপেন্ড করল তেলঙ্গানার বিধায়ককে

    T Raja Singh: গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন টি রাজা! বিজেপি সাসপেন্ড করল তেলঙ্গানার বিধায়ককে

    মাধ্যম নিউজ ডেস্ক: নবিকে নিয়ে অসাংবিধানিক মন্তব্যের জেরে  তেলঙ্গানার (Telengana) সাসপেন্ডেড BJP বিধায়ক টি রাজা সিংয়ের (T Raja Singh) জামিন মঞ্জুর করল আদালত। নবিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পরই মুক্তি দেওয়া হল তেলঙ্গানার বিধায়ককে। আদালতের তরফে বলা হয়, গ্রেফতার করার ক্ষেত্রে ভারতীয় আইনের অনুচ্ছেদ ৪১ মানা হয়নি,তাই তাঁর জামিনের নির্দেশ দেওয়া হয়েছে। 

    টি রাজার আইনজীবী করুণা সাগর জানিয়েছেন, আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। সেকশন ৪১ এ মানা হয়নি বলে দাবি করে জামিন চেয়েছিলেন। একাধিক ধারায় মামলা হয়েছিল টি রাজার বিরুদ্ধে। যার মধ্যে ছিল ১৫৩ এ (ধর্মের নামে দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা), ২৯৫ এ (কোনও বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত করা), ৫০৫ (২) (হিংসা বা ঘৃণা ছড়াতে পারে এমন মন্তব্য ছড়ানো), ৫০৬ (অপরাধমূলক হুমকি)। টি রাজা সিংয়ের জামিনে উত্তাল হয়ে ওঠে হায়দরাবাদ (Hyderabad)। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়ে সরব হয় মুসলিম সংগঠনগুলি।  বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

    আরও পড়ুন: নিয়ম-রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিহারের মন্দিরে অহিন্দু মন্ত্রী! ক্ষুব্ধ বিজেপি, কী বলছে মন্দির কর্তৃপক্ষ

    অভিযোগ , একটি ১০ মিনিটের ভিডিয়োতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুন্নাওয়ার ফারুকির সমালোচনা করেছিলেন টি রাজা। সেই ভিডিয়ো প্রকাশের পর থেকেই বিতর্ক তৈরি হয়। বিধায়ক টি রাজার বিরুদ্ধে সোমবার রাতে হায়দরাবাদের একাধিক থানায় বহু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পরই তাঁকে সাসপেন্ড করে বিজেপি। তাঁকে ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। 

     টি রাজার জামিনের প্রতিবাদ জানিয়ে মুসলিম সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুরানা পুল এলাকায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। চারমিনার (Charminar) চত্বরেও বিক্ষোভ অবস্থান চলে। ঘটনাস্থলে যান ডেপুটি কমিশনার এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • US naval ship: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

    US naval ship: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথমবার। মেরামতির জন্য মার্কিন রণতরী (US naval ship) ভারতের উপকূলে! অবিশ্বাস্য মনে হলেও সত্যি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রকল্পের সাফল্য প্রত্যক্ষ করছে দেশ। ভারতীয় প্রযুক্তির উপর ভরসা রাখছে বিশ্ব। এই ছবিই দেখতে চেয়েছিল আপামর ভারতবাসী।

    কূটনৈতিক মহলের অভিমত, চিনের সঙ্গে সম্পর্ক যত তিক্ত হচ্ছে, ততই ভারত-মার্কিন বোঝাপড়া দৃঢ় হচ্ছে। আর তারই অঙ্গ হিসেবে এই প্রথমবার মার্কিন রণতরী ভারতের বন্দরে এসে ভিড়ল। তাও আবার মেরামত সম্পর্কিত কাজে। ইউএসএনএস চার্লস ড্রিউ (Charles Drew) নামে মার্কিন নৌবাহিনীর একটি মালবাহী জাহাজ চেন্নাইয়ের কাট্টুপল্লি বন্দরে  (Kattupalli in Chennai ) এসেছে। ওখানে মেরামতির জন্য আপাতত ১১ দিন ওই জাহাজটির থাকার কথা রয়েছে।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে গ্রেফতার আইএস জঙ্গি! আতঙ্ক রাজধানীতে

    প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এই প্রথম মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজ ভারতের বন্দরে এসে ভিড়ল। এল অ্যান্ড টি  (Larsen & Toubro’s) জাহাজ মেরামতি কারখানার সঙ্গে ওদের একটি চুক্তি হয়েছে। যার অঙ্গ হিসেবে ভারতের ওই কোম্পানি মার্কিন জাহাজের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল। বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জাহাজ মেরামতের প্রযুক্তির উপর ভরসা করে বড় বড় দেশগুলিও। একমাত্র এদেশেই সুলভ মূল্যে অত্যাধুনিক নৌ প্রযুক্তিতে মেরামতির কাজ হয়। এখানে বিভিন্ন প্রকারের জাহাজ মেরামতির জন্য আধুনিক সরঞ্জাম ও দক্ষ কারিগরও রয়েছে।

    আরও পড়ুন: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার

    মার্কিন নৌ বাহিনীর জাহাজকে চেন্নাই বন্দরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং ভাইস চিফ অ্যাডমিরাল এস এন ঘোরমাড়ে। চেন্নাইয়ের মার্কিন কনসাল জেনারেল জুডিথ রাভিন এবং সেদেশের প্রতিরক্ষা দূত রিয়ার অ্যাডমিরাল মাইকেল বেকারও উপস্থিত ছিলেন বন্দরে।

  • Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    Commonwealth Games: বয়স বাধা নয়! টেবিল টেনিসে সোনা শরথের, কমনওয়েলথে পদক তালিকায় ৪-এ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবার কমনওয়েলথের আসর থেকে ভারত ৬৬টি পদক এনেছিল। এ বার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬১টিতে। যদিও শ্যুটিং বাদ পড়েছে। ২০২২ কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। পদক তালিকায় এবার চার নম্বরে শেষ করল ভারত। শেষদিনে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখান ব্যাডমিন্টন তারকারা। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু। এরপর পুরুষদের সিঙ্গলসে সোনা পান লক্ষ্য সেন। শেষবেলায় পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে সোনা জিতেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। সোমবার ফাইনালে তাঁরা ইংল্যান্ডের সিন ভেন্ডি এবং বেন লেনকে পরাজিত করেন।

    আরও পড়ুন: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    অন্যদিকে টেবিল টেনিসেও সোনা ফলান ৪০ বছরের ‘তরুণ’ অচিন্ত্য শরথ কমল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পুরুষদের টেবিল টেনিস সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের এই কিংবদন্তি তারকা। সোমবার ফাইনালে তিনি লিয়াম পিচফোর্ডকে ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে পরাজিত করেছেন।  প্রথম থেকেই হোম ফেভারিট পিচফোর্ডকে চাপে রাখেন শরথ কমল। তবে যোগ্য টক্কর দেন ইংরেজ। ১৩-১১ পয়েন্টে জিতেও যান প্রথম গেম। কিন্তু তারপর থেকে খেলার রাশ ধরে নেন ভারতীয় লেজেন্ড। দ্বিতীয় গেম জেতেন ১১-৭ পয়েন্টে। তৃতীয় গেমে কার্যত তিনি ইংরেজ প্লেয়ারকে দাঁড়াতেই দেননি। জেতেন ১১-২ পয়েন্টে। শরথের টপ স্পিন, ব্যাক হ্যান্ড প্রভৃতি অস্ত্রের কোনও উত্তর ছিল না পিচফোর্ডের কাছে। চতুর্থ গেমেও একই চিত্রনাট্য। তবে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন পিচফোর্ড। ১১-৬ পয়েন্টে সেই গেমটি জেতেন ভারতীয় তারকা। ১৬ বছর আগে মেলবোর্নে সিঙ্গলসে শেষ সোনা জিতেছিলেন শরথ কমল। এ বার ফের জিতলেন। শুধু সিঙ্গলস নয় সব মিলিয়ে বার্মিংহামে তিনটি সোনা পেলেন ভারতীয় টিটি-র কিংবদন্তি তারকা। মেনস টিম ইভেন্ট, মিক্সড ডাবলস ও সিঙ্গলসে সোনা পেলেন শরথ।

    আরও পড়ুন: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    তবে শেষদিনে লজ্জার সামনে ভারতীয় হকি দল। এদিন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত (Ind vs Aus)। কিন্তু অজিদের সামনে কেমন যেন হারিয়ে যায় ভারতের ছেলেরা। হকিতে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ৭-০ গোলে ভারতকে হারিয়ে সোনা জিতে নেয় অস্ট্রেলিয়া। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। গতবারের সোনাজয়ী অস্ট্রেলিয়ার মুহূর্মুহূ আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে যায় ভারতের রক্ষণ। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকি অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে প্রত্যেকবারই সোনা জিতেছেন অজিরা।

  • Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: লন বলের সঙ্গে টেবিল টেনিসের টিম গেমে সোনা তুলে নিয়েছে ভারত। তাই দেশবাসী ধরেই নিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা জিতে নেবেন সিন্ধুরাও। কিন্তু যাবতীয় হিসেবকে ভুল প্রমাণ করে সোনা জিতে নিল মালয়েশিয়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। তবে সিন্ধুদের এই সাফল্যকেও খাটো করে দেখছে না দেশবাসী। ভারতীয় মিক্সড টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ট্যুইটারে  মোদি লেখেন, “কমনওয়েলথে (CWG 2022) ভারতের এই সাফল্যই ব্যাডমিন্টনকে আগামীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলবে।” ট্যুইটারে শ্রীকান্তদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। এদিকে আজ সেমিফাইনালে পৌঁছতে বার্বাডোজের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আবার এদিনই পুল বি-এর ম্যাচে মনপ্রীত সিংয়ের হকি দলের মুখোমুখি হবে কানাডা। 

    হকি

    মহিলাদের হকিতে ভারত বনাম কানাডা, দুপুর ৩.৩০

    পুরুষদের হকিতে ভারত বনাম কানাডা, সন্ধ্যা ৬.৩০

    ভারোত্তোলন

    পুরুষদের ১০৯ কেজি বিভাগে নামবেন লভপ্রীত সিংহ, দুপুর ২

    মহিলাদের ৮৭ কেজি বিভাগে নামবেন পূর্ণিমা পাণ্ডে, সন্ধ্যা ৬.৩০

    পুরুষদের ১০৯ কেজি প্লাস বিভাগে নামবেন গুরদীপ সিংহ, রাত ১১

    আরও পড়ুন: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    টেবিল টেনিস

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম ফেইথ ওবাজুবায়ে, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম সুই বেইলি, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ড্যানিয়েলা দি তোরো, দুপুর ৩.১০

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম জর্জ উইনধাম, বিকেল ৪.৫৫

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম গ্লোরিয়া গার্সিয়া ওং, রাত ৯.৪০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম আমান্দা শারকে, রাত ১০.১৫

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ফেচুকুদে কেউয়ি, রাত ১০.১৫

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম ইসায়ু ওগুনকুলে, রাত ১২.০০

    বক্সিং

    মহিলাদের ৪৫-৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নীতু বনাম নিকোল ক্লাইড, বিকেল ৪.৪৫

    পুরুষদের ৫৪-৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন মহম্মদ বনাম ট্রাইয়েগেন মর্নিং, বিকেল ৫.৪৫

    মহিলাদের ৪৮-৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিখাত জরিন বনাম হেলেন জোন, রাত ১১.১৫

    মহিলাদের ৬৬-৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে লভলিনা বরগোহাঁই বনাম রসি একেলস, রাত ১২.৪৫

    পুরুষদের ৭৫-৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে আশিস কুমার বনাম অ্যারন বাওয়েন, দুপুর ২.০০

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জোড়া সোনা ভারতীয় পুরুষ টিটি, মহিলা লন বল দলের

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের রাউন্ড অফ ৩২-এ জ্যোৎস্না চিনাপ্পা-হরিন্দর পাল সিংহ সাধু বনাম ইয়েহেনি কুরুপ্পু-রবিন্দু লাকসিরি, দুপুর ৩.৩০

    মহিলাদের সিঙ্গলসে সুকন্যা সারা কুরুভিল্লা বনাম মেরি ফাঙ্গ আ ফাট, সময় চূড়ান্ত হয়নি

    পুরুদের ব্রোঞ্জের ম্যাচে নামবেন সৌরভ ঘোষাল, রাত ৯.৩০

    অ্যাথলেটিক্স

    মহিলাদের শটপুট ফাইনালে নামবেন ভারতের মনপ্রীত কৌর, রাত ১২.৩৫

    ক্রিকেট

    মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে ভারত বনাম বার্বাডোজ, রাত ১০.৩০

    জুডো

    মহিলাদের ৭৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন তুলিকা মান, সময় চূড়ান্ত হয়নি

    পুরুষদের ১০০ কেজি বিভাগের এলিমিনেশনে নামবেন দীপক দেশওয়াল, সময় চূড়ান্ত হয়নি

    লন বোলিং

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম ক্রিস লক, দুপুর ১

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম নিস, দুপুর ১

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম লেন ম্যাকলিন, বিকেল ৪

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪

    পুরুষদের ফোর্সে ভারত বনাম কুক আইল্যান্ড, সন্ধ্যা ৭.৩০

    মহিলাদের ট্রিপলসে ভারত বনাম নিউয়ে, সন্ধ্যা ৭.৩০

    পুরুষদের ফোর্সে ভারত বনাম ইংল্যান্ড, রাত ১০.৩০

  • Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি  রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    Commonwealth Games: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক:  কমনওয়েলথের আসরে কুস্তিতে কিস্তিমাত করল ভারতীয়েরা। শুক্রবার গেমসের অষ্টম দিন একাধিক ইভেন্টে সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। তবে পদকে ভরিয়ে দিলেন কুস্তিগীররা। কুস্তিতে তিনটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক আনে ভারত। কানাডার ম্যাকনেইলকে ৯-২-এ হারিয়ে দেশকে চলতি গেমস থেকে সপ্তম সোনাটি এনে দেন বজরং পুনিয়া। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। এই নিয়ে গেমসে তৃতীয়বার পদক জিতলেন ভারতীয় তারকা কুস্তিগীর। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    গেমস থেকে ভারতের অষ্টম ও নবম সোনা এল কুস্তিগীর সাক্ষী মালিক এবং দীপক পুনিয়ার হাত ধরে। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। 

    চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন দীপক। পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি।

    তবে একটুর জন্য সোনা হাতছাড়া হল অংশু মালিকের। প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো ঘরে তোলেন তিনি। নাইজেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তবে ফাইনাল বাউট শেষ হয় ৪-৭-এ। আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর। উল্লেখ্য, নাইজেরিয়ার প্রতিপক্ষ দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী।

    আরও পড়ুন: স্কোয়াশে ইতিহাস সৌরভের! কমনওয়েলথে ব্রোঞ্জ পদক বাংলার ছেলের

    মহিলাদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জেতেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টোঙ্গার টাইগার লিলি ককার। মাত্র ২৬ সেকেন্ডে ‘ভিকট্রি বাই ফল’- এ ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান। দিব্যার পাশাপাশি ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মোহিত গ্রেওয়াল। পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মোহিত।

  • Paris Olympic: অচিন্ত্য না জেরেমি! জানেন অলিম্পিকে ভারতের প্রতিনিধি কে

    Paris Olympic: অচিন্ত্য না জেরেমি! জানেন অলিম্পিকে ভারতের প্রতিনিধি কে

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথের আসর থেকে দুজনেই দেশকে সোনা এনে দিয়েছেন। দুই বন্ধুরই পাখির চোখ প্যারিস অলিম্পিক। কিন্তু নিয়মের ফাঁদে যে কোনও একজনই অলিম্পিক (Paris Olympic) অ্যারিনায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)  ও অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে কমনওয়েলথে (CwG 2022) সোনার পদক জয় করেন। অচিন্ত্য স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন তুলেছেন। পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া রেকর্ড গড়েন। মোট ৩১৩ কেজি ওজন তুলে ইতিহাস গড়েন বঙ্গসন্তান। অন্যদিকে, ভারতের মাত্র ১৯ বছর বয়সি তরুণ ওয়েট লিফটার জেরেমি লালরিনুঙ্গা কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন পুরুষদের ৬৭ কিলোগ্রাম ওজন বিভাগে। তিনি স্ন্যাচ বিভাগে সবথেকে বেশি ১৪০ কিলোগ্রাম ওজন তুলেছেন। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১৬০ কিলোগ্রাম ওজন তোলেন।

    যুব অলিম্পিকে সোনার পদক জয় করেছিলেন জেরেমি। এবার তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক। কিন্তু সমস্যা অলিম্পিকে ৬৭ কেজি বিভাগটি নেই। জেরেমিকে লড়তে হবে ৭৩ কেজি বিভাগে। যেখানে যেতে গেলে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে  জেরেমির লড়াই হবে অচিন্ত্যর সঙ্গে। অচিন্ত্য ৭৩ কেজি বিভাগেই খেলেন। চলতি বছরের নভেম্বরে কলম্বিয়ায়  বসবে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপের আসর। সেখানকার ফলাফলের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে কে প্যারিসের বিমানে উঠবেন। 

    আরও পড়ুন: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    কমনওয়েলথে জয়ের পরই অচিন্ত্য বলেন, ”আমার জীবনের বড় প্রাপ্তি, যখন পোডিয়ামে ভারতের তেরঙা সবার উপরে উঠেছে। জাতীয় সঙ্গীত বেজেছে। প্যারিস অলিম্পিক্সে এ রকমই সাফল্য তুলে আনাই এখন আমার পাখির চোখ।” অচিন্ত্য জানান, এই লক্ষ্য পূরণ করার জন্য কোনওভাবেই উৎসবে ডুব দেবেন না তিনি। কিছুদিনের মধ্যেই পুনেতে গিয়ে জাতীয় অ্যাকাডেমিতে যোগ দেবেন। নেমে পড়বেন প্র্যাক্টিসে।”

    জেরেমিও এখন আইজলে নিজের বাড়িতে রয়েছেন। আগামী সপ্তাহেই জাতীয় শিবিরে যোগ দেবেন তিনি। জেরেমি বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্য বিভাগে খেলতে নামবেন তিনি। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। একটুও সময় নষ্ট না করে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য তাঁর।”

LinkedIn
Share