Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Weather Update: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    Weather Update: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতভর তাণ্ডব চালানোর পর এখন শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল (Cyclone Remal)। মধ্যরাতেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে  ঘূর্ণিঝড় রেমাল। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, স্থলভাগে ল্যান্ডফলের সময় রেমালের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ছিল। তবে শক্তি হারালেও সোমবারও এর প্রভাব বজায় থাকবে। এদিন সকালেও আকাশে কালো মেঘ, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ রাস্তাঘাট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্যোগ চলবে।

    অতি-ভারী বৃষ্টির সতর্কতা

    কলকাতা থেকে জেলা, রেমালের (Cyclone Remal) প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমার পাশাপাশি হাওড়া-হুগলি এবং দুই ২৪ পরগনাকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও লাল সতর্কতা জারি আছে। সোমবারও ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলায়। নদিয়া-মুর্শিদাবাদেও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। 

    বিধ্বস্ত জনজীবন

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) মতোই অতিশক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) আছড়ে পড়ল । টানা ২ ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে। হেলে পড়েছে সিগন্যাল পোস্ট। কবি নজরুল স্টেশনে উড়ে গিয়েছে মেট্রোর শেড। ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। আজ, সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান ওড়েনি। কলকাতা ও জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস।ঝোড়ো হাওয়ায় কলকাতার আলিপুরের কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। কলকাতা পুরসভার কর্মীরা তা সরানোর কাজ শুরু করেছেন। শরৎ বোস রোডের একটি জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরোপুরি বিধ্বস্ত সুন্দরবন ও সাগরদ্বীপ অঞ্চল। ফ্লাড-শেল্টারগুলিতেও অব্যবস্থার অভিযোগ। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বানভাসি গ্রাম। 

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    উত্তরবঙ্গে প্রভাব

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, সরাসরি না হলেও উত্তরবঙ্গেও রেমালের (Cyclone Remal) পরোক্ষ প্রভাব পড়বে। সোম থেকে বুধবার পর্যন্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

    IPL 2024: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: চিপকে বারো বছর আগের রাতটার অপেক্ষায় নাইট শিবির। বলা ভাল কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর। ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাইয়ের মাঠেই প্রথম আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল নাইটরা। এবার গম্ভীর গুরু। তাঁর মন্ত্রেই চলতি আইপিএলে সাফল্যের শীর্ষে কলকাতা। শুধু আর একটা ধাপ পেরোতে পারলেই ষোল-কলা পূর্ণ। রবিবাসরীয় সন্ধ্যায় হায়দ্রাবাদকে হারাতে পারলেই কেল্লাফতে। আনন্দে গা ভাসাবেন কিং খান-সহ নাইট ভক্তরা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন মেন্টর গম্ভীর। 

    আত্মতুষ্টি নয়

    ২০২১ সালের পর কলকাতা নাইট রাইডার্স আরও একবার ফাইনালের চৌকাঠ স্পর্শ করতে পেরেছে। লিগ টেবিলে শীর্ষে ছিল কলকাতা। প্রথম সুযোগেই ফাইনালেও (IPL 2024) পৌঁছেছে শ্রেয়সরা। তাই ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে সে দিকে কড়া নজর রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর। গুরু গম্ভীর বলেন,’আমি যথেষ্ট সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করছি। ফলে আমাদের অনুশীলন করতে হবে, খেলতে হবে এবং এই শরীরী ভাষাটাই মাঠে নিয়ে আসতে হবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’ গম্ভীরের কথায়,  ‘আমি দলের প্রত্যেককে স্বাধীনতা দিতে চাই। এই দলে যারা রয়েছে, তারা প্রত্যেকে একটা কথা খুব ভালো করে জানে। দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হয়। এই দলে সিনিয়র-জুনিয়র বলে আলাদা কিছু নেই। আমাদের সকলের একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জেতা। ফলে আমরা সকলে এই একটা রাস্তা ধরেই এগিয়ে যেতে চাই। আগামী ২৬ মে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাই। আমরা সকলেই যদি একই রাস্তা ধরে এগিয়ে চলি এবং লড়াই করি, তাহলে আমি নিশ্চিত যে অবশ্যই সাফল্য অর্জন করতে পারব।’

    জয়ের খিদে

    ফাইনালের (IPL 2024) আগে ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির। দলে চোট-আঘাতের সমস্যা নেই। কিন্তু তা-ও স্বস্তি নেই দলে। আসল কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছেন না কেকেআর ক্রিকেটারেরা। রবিবার আইপিএল ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের হারিয়েই ফাইনালে উঠেছেন শ্রেয়স আয়ারে। তবু ফাইনালের আগে সতর্ক কেকেআর শিবির। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা বেঙ্কটেশ আয়ার বলেছেন, ‘‘পরিকল্পনা সঠিক ভাবে প্রয়োগ করার থেকে বেশি সন্তুষ্টি আর কিছুতে নেই। আমরা এখন সেটা ঠিক মতো করতে পারছি। আমরা যে ভাবে খেলছি, তাতে আমরা খুশি। তবে সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। আইপিএল ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব আমরা।’’ 

    স্পিন মন্ত্রেই ঘায়েল প্রতিপক্ষ

    চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পান। হায়দরাবাদ-রাজস্থান (IPL 2024) ম্যাচেও তা দেখা গিয়েছে। বাংলার অলরাউন্ডার শাহবাজের স্পিনে ঘায়েল হয়েছে রাজস্থানের ব্যাটাররা। কিন্তু কেকেআরের (KKR) মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়স, বেঙ্কটেশ আয়ারেরা রয়েছেন, যাঁরা স্পিন ভাল খেলেন। তাই স্পিনারদের বিরুদ্ধে রান করতে পারলে চাপে পড়বেন প্যাট কামিন্সেরা। তাতে সুবিধা হবে কেকেআরের। আর কেকেআরে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন, যাঁরা পাওয়ার প্লে-তে বল করতে পারেন। হায়দরাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন। তাই তাঁদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কেকেআর। শুরুতে হায়দরাবাদের রানের গতি আটকানোই লক্ষ্য থাকবে নাইটদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: গণতন্ত্রের উৎসবে সামিল কপিল-ধোনি! ভোট দিলেন গুরু গম্ভীর

    Lok Sabha Election 2024: গণতন্ত্রের উৎসবে সামিল কপিল-ধোনি! ভোট দিলেন গুরু গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে আজ। শনিবার ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ হয়। এদিন গণতন্ত্রের উৎসবে সামিল হলেন তারকা ক্রিকেটার থেকে কুস্তিগীররা। শনিবার ভোট দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেকেআর মেন্টর তথা বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    মাহিকে দেখতে ভিড়

    রাঁচিতেই পরিবারের সদস্যদের নিয়ে ভোট (Lok Sabha Election 2024) দিলেন ধোনি। বুথে গিয়ে ভোটকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। ধোনি ছিলেন ফুরফুরে মেজাজে। তাঁর ভোট দিতে যাওয়ার ছবি পোস্ট করে জাতীয় নির্বাচন কমিশন লিখেছে, থালা ধোনি সপরিবারে ভোট দিয়ে ছক্কা হাঁকালেন। ধোনিকে দেখে এদিন পোলিং বুথে হুড়োহুড়ি পড়ে যায়। মাহির সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করেন ভোটদাতারা। মোবাইল নিয়ে ছবি তুলতে থাকেন অনেকে। বুথের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খান।

    গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট কপিল

    তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হরিয়ানার ভোটার। তিনি এদিন ভোট (Lok Sabha Election 2024) দিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “গণতন্ত্রের মধ্যে থাকতে পেরে ভালো লাগছে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীকেই জেতানো উচিত। সরকার কী করবে তা নিয়ে না ভেবে, আমরা কী করতে পারি সেটা ভাবাই জরুরি।”

    গণতন্ত্রই শক্তি

    চেন্নাইয়ে আইপিএল ফাইনালের আগে দিল্লিতে ভোট (Lok Sabha Election 2024) দিলেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর। ভোট দেওয়ার জন্য চেন্নাই থেকে দিল্লিতে ফিরেছিলেন গম্ভীর। শনিবার সকালেই ভোট দিলেন পূর্ব দিল্লির বিদায়ী সাংসদ। তিনি ভোট দিয়েই রওনা হন চেন্নাইয়ে। গম্ভীর ভোট দিয়ে বলেন, “প্রত্যেকের ভোট দেওয়া উচিত। বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করুন। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গণতন্ত্র।” রাজনীতি থেকে সরে এলেও বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন গম্ভীর। বলেন, বিগত ১০ বছরে সকার বিকাশের লক্ষ্য নিয়েই কাজ করেছে।

    ভোট দেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন কেকেআরের মেন্টর। ছবির ক্যাপশনে লেখেন, ‘সবাই ভোট দাও। এটা তোমাদের অধিকার। এটা তোমাদের দেশ।’ ভারতের পতাকার একটি ইমোজিও দেন। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন গম্ভীর। বিজেপির হয়ে ভোটে জিতে পূর্ব দিল্লির সংসদ হন। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। তারপরই কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন।

    আরও পড়ুন: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    ভোট কেন্দ্রে ববিতা ফোগাট

    হরিয়ানার ১০ আসনে এদিন ভোটগ্রহণ (Lok Sabha 2024) হয়। বাবা মহাবীর ফোগাট এবং মাকে সঙ্গে নিয়ে চারখি দাদরি এলাকায় ভোট দিতে গিয়েছিলেন কুস্তিগির ববিতা ফোগাট। ভোট দিয়ে কমওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির বলেন, “ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য ভোট দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাই আমজনতাকে বলতে চাই, সকলে ভোট দিন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Remal)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ  (IMD) ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

    কোথায় অবস্থান রেমালের

    আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং  থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে রেমাল এগোচ্ছে। শনিবার দানা বাঁধার পরে রবিবার এবং সোমবার তাণ্ডব চালাবে রেমাল। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    রেমালের অভিমুখ

    বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি (Cyclone Remal) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। 

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    বাঁধ ভাঙার আশঙ্কা

    আলিপুর আবহাওয়া দফতরের  (IMD) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামিকাল, রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা।  এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    IPL 2024: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের দাপটে রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে আইপিএল ফাইনালে (IPL 2024) হায়দরাবাদ। চেন্নাইয়ে ট্রফি দখলের লড়াইয়ে কেকেআর-এর প্রতিপক্ষ প্যাটট কামিন্সের সানরাইজার্স। রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ের রঙ কী হবে, তা সময় বলবে। আপাতত, জমজমাট লড়াই দেখার অপেক্ষায় চিপক। 

    টস ফ্যাক্টর কাজে লাগাতে ব্যর্থ

    চেন্নাইয়ের মাঠে শিশির পড়ার আশঙ্কা করেছিলেন সঞ্জু স্যামসন। তাই টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH vs RR) আগে ব্যাট করতে পাঠান তিনি। ৫ ওভারের মধ্যে ৩ উইকেট চলে যায় হায়দরাবাদের। কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিং রানের গতিকে কমতে দেয়নি। পাওয়ার প্লে-তে (IPL 2024) ৬৮ রান তুলে নেয় তারা। ১৫ বলে ৩৭ রান করেন ত্রিপাঠী। ২৮ বলে ৩৪ রান করে আউট হন হেড। ৪ বলে ৫০ রান করেন ক্লাসেন। চেন্নাইয়ের উইকেটে শেষের দিকে স্পিন ধরবে এই অনুমান করেই বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দেন। ১৮ বলে ১৮ রান করেন শাহবাজ। তিনি একটি দিক আটকে রাখেন। উল্টো দিক থেকে বড় শট খেলেন ক্লাসেন। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া হায়দরাবাদের কাছে তাঁদের ৪৩ রানের ইনিংস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৯ উইকেটে ১৭৫ রান তোলে।

    শাহবাজের দাপট 

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট পড়তে থাকে রাজস্থানের। ৪ ওভারে ২৩ রান দিয়ে শাহবাজ তুলে নেন ৩ উইকেট। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে আসল কাজ সেরে ফেলেন বাংলার অলরাউন্ডার। অন্য ব্যাটারেরাও তাঁর বলে খুব বেশি রান করতে পারেননি। শাহবাজ তাঁর প্রথম ওভারেই তুলে নেন যশস্বীকে। সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১২তম ওভারে পরাগ এবং অশ্বিনের উইকেট তোলেন। এক ওভারে দু’টি উইকেট নিয়ে হায়দরাবাদকে জয়ের সরণিতে নিয়ে আসেন শাহবাজ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ম্যাচের সেরা শাহবাজ। ম্যাচ শেষে কামিন্স জানান, শাহবাজকে নামানোর পরিকল্পনা ছিল ড্যানিয়েল ভেত্তোরির। কোচের আস্থার মর্যাদা রেখেছেন তিনি। রাজস্থানের হয়ে যশস্বী ওপেন করতে নেমে ৪২ রান করেছিলেন।  জুরেল ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। বাকি ব্যাটারেরা কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। 

    কামিন্সের নেতৃত্ব

    প্যাট কামিন্সের নেতৃত্বে এবার যেন পুরো ভোলবদলে খেলতে নেমেছিল ২০২৩ আইপিএলের (IPL 2024) লাস্টবয়রা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের হাতেই এবার হায়দরাবাদের (SRH vs RR) দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তিনি নিরাশ করেননি। পয়েন্ট টেবলের দুইয়ে শেষ করে সানরাইজার্স। এর পর কোয়ালিফায়ার-ওয়ানে হারলেও, কোয়ালিফায়ার-টু-তে রাজস্থানতে গুঁড়িয়ে ফাইনালে উঠল এসআরএইচ। কামিন্স ভরসা রেখেছিলেন শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডির মতো জুনিয়রদের উপর। তার ফলও তিনি পেয়েছেন। শাহবাজ এবং অভিষেকই কোয়ালিফায়ার-টু-তে রাজস্থানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন। তাঁদের হাত ধরেই শুক্রবার রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে হায়দরাবাদ। আসলে জুনিয়রদের উদ্বুদ্ধ করে তাঁদের থেকে সেরাটা বের করে আনতে খুব ভালো ভাবেই জানেন অভিজ্ঞ কামিন্স। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: ঘূর্ণিঝড় ও কোটালের জোড়া ফলায় বাঁধ ভাঙার শঙ্কা, কলকাতায় জারি কমলা সতর্কতা

    Weather Update: ঘূর্ণিঝড় ও কোটালের জোড়া ফলায় বাঁধ ভাঙার শঙ্কা, কলকাতায় জারি কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শক্তি বাড়াল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শনিবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার সকালে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়বে। বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে।

    ঘূর্ণিঝড়ের প্রভাব

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update), উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    ঝড়ের মোকাবিলায় পদক্ষেপ

    ঝড়ের (Cyclone Remal) মোকাবিলা করতে লালবাজারে খোলা হয়েছে ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম। যেখানে দমকল বিভাগ, বিপর্যয় মোকাবিলা দফতর, পূর্ত দফতর, পুরসভা ও সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন। কোনও অসুবিধা হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। ২৭ মে, সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

    সোমবারও চলবে দুর্যোগ

    আগামী সোমবারও দুই ২৪ পরগনায় লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। রবিবারের থেকে ঝড়ের গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে। সোমবার ওই দুই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও সোমবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা।

    কবে কাটবে দুর্যোগ

    ঘূর্ণিঝড় ও নিম্নচাপের (Cyclone Remal) প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে। কমবে বৃষ্টির পরিমাণও।

    আরও পড়ুন: ম্যালেরিয়া নাশে নয়া ভ্যাকসিন, আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানীরা

    বিপদের মুখে পড়েছে সুন্দরবন

    তিন বছর আগে আছড়ে পড়া ইয়াস ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) স্মৃতি ফেরাচ্ছে রেমাল, কারণ সেই একই দিনে (২৬ মে) এই সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। মূলত দক্ষিণ উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে আরও এক বিপদ অপেক্ষা করছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আশঙ্কা করা হচ্ছে, ফের একবার বিপদের মুখে পড়েছে সুন্দরবন। হাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update) বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। আগামী রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে রেমাল। আর ওই রাতেই নদী-সমুদ্র ফুলে-ফেঁপে উঠবে ভরা কোটালে। রাত ১১টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। রেমাল-কোটাল জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হচ্ছে সুন্দরবন ও সাগর দ্বীপ অঞ্চলে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • KKR: গুরু গম্ভীরের বিশেষ বার্তা! “আসল কাজ ২৬ তারিখ”, ট্রফি জয়ই প্রধান লক্ষ্য নাইটদের

    KKR: গুরু গম্ভীরের বিশেষ বার্তা! “আসল কাজ ২৬ তারিখ”, ট্রফি জয়ই প্রধান লক্ষ্য নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গম্ভীর-দর্শন মেনে ‘এক টিম’ হয়ে খেলেই সাফল্যের পথে নাইটরা। এবারের আইপিএলের (IPL 2024) প্রথম ফাইনালিস্ট কেকেআর (KKR)। রবিবার আইপিএলের মেগা ফাইনাল। সেখানে নাইটদের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ, শুক্রবার রাতেই। চেন্নাইয়ে আজ চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে যে টিম জিতবে, তারা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট। তবে প্রতিপক্ষ যারাই হোক ট্রফি ঘরে আনতে মরিয়া নাইটরা। চিপকে ১২ বছর আগের রাতের স্বপ্ন দেখছে কেকেআর শিবির।

    গম্ভীরের মন্ত্র

    চলতি আইপিএলে (IPL 2024) প্র্যাক্টিসের প্রথম দিনই গোটা টিমকে একটা মন্ত্র দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর (KKR)। যেখানে তিনি বলছেন, ‘আমাদের মিশন একটাই, সেটা হল আইপিএল জেতা। তাই প্রত্যেকে একটা সহজ পথ ফলো করতে হবে। সবাইকে নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে, যাতে আমরা ২৬ মে ওই জায়গাটায় থাকতে পারি।’ সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার আসল কাজ সারার পালা। ফাইনালে ওঠার পরে তাই নাইট শিবিররে নতুন স্লোগান। ‘কাজ এখনও শেষ হয়নি।’ আমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠে ড্রেসিংরুমে টিমের উদ্দেশ্যে বার্তা রাখতে দেওয়া হয়েছিল মণীশ পান্ডেকে। চলতি আইপিএলে সে ভাবে সুযোগ না পেলেও গম্ভীরের নেতৃত্বে কেকেআর জার্সিতে লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মঙ্গলবার আমেদাবাদের ড্রেসিংরুমে দাঁড়িয়ে মণীশকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের আসল কাজ কিন্তু ২৬ শে।’

    প্রস্তুতি শুরু

    বুধবারই নাইটরা (KKR) চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে। ফাইনাল ম্যাচের আগে নাইটরা হাতে কয়েকটা বেশি দিন সময় পাচ্ছেন অনুশীলন করার। বৃহস্পতিবার বিকেল ৫ থেকে রাত ৮টা অবধি অনুশীলন করেন ক্রিকেটাররা। এদিন অনুশীলনে মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা যোগ দেননি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই দুই পেসারকে ছুটি দেওয়া হয়েছিল।

    বাকিরা সকলেই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন। প্র্যাকটিসে রহমানুল্লাহ গুরবাজকে ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে দেখা গিয়েছে। আজ, শুক্রবার জিম সেশন ছাড়া কোনও প্র্যাকটিস নেই নাইটদের (KKR)। ফাইনালের আগে ফুরফুরে থেকে ট্রফি ফেরানোর লক্ষ্যে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে চাইছে কেকেআর। শেষ ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। সেটি নাইটদের দ্বিতীয় বার আইপিএল (IPL 2024) জয় ছিল। এ বার তৃতীয় ট্রফি ক্যাবিনেটে সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স। তার জন্যই তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder: এক মাস ধরে পরিকল্পনা শহরে, বাংলাদেশ সাংসদকে খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের

    Bangladesh MP Murder: এক মাস ধরে পরিকল্পনা শহরে, বাংলাদেশ সাংসদকে খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন ক্রাইম থ্রিলার, নিখুঁত ওয়েব সিরিজ! বাংলাদেশি সংসদ (Bangladesh MP Murder) সদস্য ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনওয়ারুল আজিমকে যেভাবে খুন করা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়ে যাবে চিত্রনাট্য। খুনের মাস্টার মাইন্ড সাংসদের বাল্যবন্ধু শাহিন। ব্যবসায়ে ভাগ-বাটোয়ারা নিয়েই সমস্যার সূত্রপাত। তা থেকেই খুনের ছক। ব্যবহার করা হয়েছে হানিট্র্যাপ, তদন্তে এমনই সব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  সাংসদ ‘খুনের’ ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে সিআইডি (CID)। ধৃতের নাম জিহাদ হাওলাদার। তাঁর বয়স ২৪ বছর। জেরায় সে সব কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের।

    কীভাবে খুন ও দেহ লোপাট 

    তদন্তকারীদের সূত্রে খবর, পেশায় কসাই জিহাদ আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা (Bangladesh MP Murder)। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলে‌ন তিনি। আজিমকে ‘খুনে’র প্রায় দু’মাস আগে অভিযুক্তেরা জিহাদকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসে‌ন। জেরায় সে জানিয়েছে, অভিযুক্ত আখতারুজ্জামানের নির্দেশেই জিহাদ সব কাজ করেছিলেন। জিহাদ ছাড়াও আরও চার জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাঁকে সাহায্য করেছিলেন। আনওয়ারুলকে তাঁরা প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই তাঁরা শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলেন। এর পর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ফেলে সব কিছু পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেন।

    বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রকের খবর

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই খুনের ঘটনা দুদেশের পুলিশ তদন্ত করে দেখছে। আনারকে হত্যাকাণ্ডের (Bangladesh MP Murder) সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশে সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। খুনের কিনারা করতে সিআইডির (CID) একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছে গিয়েছে। সেখানেই ধৃতদের জেরা করবেন গোয়েন্দারা। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন আজিম। তারপরই এই ঘটনা। 

    শহরে বসেই খুনের পরিকল্পনা

    সিআইডির (CID) তদন্তে উঠে এসেছে, আজিম কলকাতায় আসার অনেক আগেই এখানে চলে এসেছিলেন অভিযুক্তেরা। শহরে বসেই তাঁরা খুনের ছক কষেছিলেন বলে মনে করা হচ্ছে। দুই অভিযুক্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিলেন গত ২ থেকে ১৩ মে পর্যন্ত। উল্লেখ্য, ১২ তারিখ কলকাতায় আসেন আজিম। অর্থাৎ, তাঁর আসার অন্তত ১০ দিন আগে কলকাতায় এসে পড়েছিলেন ওই দুই অভিযুক্ত। তাঁরা হোটেল ছাড়েন আজিম আসার এক দিন পরেই। গোয়েন্দাদের অনুমান, এই ১০ দিন ধরে শহরে থেকে খুনের পরিকল্পনা করেছিলেন অভিযুক্তেরা।

    যুক্ত হানিট্র্যাপ

    আনারকে খুন করতে ব্যবহার করা হয় ‘হানি ট্র্যাপ’ বলে জানা গিয়েছে।  আনারকে (Bangladesh MP Murder) খুন করার পরিকল্পনা অন্তত একমাস আগে করা হয়েছিল। এই কারণে কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের বি ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আনারের বাল্যবন্ধু এবং বর্তমানে মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিন। ঢাকার গোয়েন্দা পুলিশের কথা উল্লেখ করে তাতে বলা হয়েছে, ‘শিলাস্তি রহমান হলেন আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী। শাহিন আনারকে কলকাতা নিতে এই মহিলাকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। সব পরিকল্পনা করে শাহিন ১০ মে ঢাকায় ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায়। তিনি ১৫ তারিখে বিমানে ঢাকা ফেরেন। জানা গিয়েছে, ১৩ তারিখেই খুন করা হয় আনারকে। 

    খুনের মাস্টার মাইন্ড শাহিন

    আনওয়ারুল আজিমের হত্যাকাণ্ডে (Bangladesh MP Murder) জড়িতদের পরিচয় প্রকাশিত হয়েছে। মোট ৬ জন অংশ নিয়েছিল এই হত্যার ষড়যন্ত্রে। মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিল আক্তারুজ্জামান শাহিন নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, শাহীন, ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুল ইসলাম সেলিমের ছোট ভাই। নিহত আজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিল সে। কিন্তু, ব্যবসায়িক লেনদেন নিয়ে আজিমের সঙ্গে তাঁর বিরোধ বেধেছিল। তার জেরেই এই খুন। তার আগে, সৈয়দ আমানুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে এই হত্যার পরিকল্পনা করেছিল শাহিন। সম্পর্কে আমানুল্লাহ তার বেয়াই হয়। তাদের পাতা ফাঁদে পা দিয়েই ভারতে এসেছিলেন বাংলাদেশি সাংসদ।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কতটা ভয়াবহ হবে? কবে, কোথায় ল্যান্ডফল?

    বাংলাদেশি পুলিশ আরও জানিয়েছে, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে শাহিন ও আমানুল্লাহর। নিউটাউনের সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে, সেটারও মালিক শাহিনই। তবে ফ্ল্যাটটা সে বেনামে কিনেছিল। ওই ফ্ল্যাটটি থেকেই চোরাচালান ও অপরাধ জগতের কর্মকাণ্ড চালাত শাহিন। হত্যার পর শাহিন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, বাংলাদেশে ফিরেছিল তার বেয়াই সৈয়দ আমানুল্লাহ। তাকে ইতিমধ্য়ে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা শাহিন, নিয়মিত বাংলাদেশে আসত। জড়িয়ে পড়েছিল চোরাচালানে। এই অবৈধ ব্যবসার জোরেই বাংলাদেশ ও ভারতে বিপুল সম্পত্তি করেছে সে। তাদের কোটচাঁদপুরের গ্রামের বাড়ি এখন বিশাল বাগানবাড়িতে পরিণত হয়েছে।  কোটচাঁদপুরে শাহিনই ছিল শেষ কথা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ, কলকাতায় কুয়েত ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা

    Sunil Chhetri: সুনীলের বিদায়ী ম্যাচ, কলকাতায় কুয়েত ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৬ জুন কলকাতায় শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলের এক অধ্যায়। সুনীল ছেত্রী (Sunil Chhetri), আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন। সেই ম্যাচকে সুনীলের জন্য স্মরণীয় করে রাখতে চান কোত স্টিমাচ। একই ইচ্ছা সতীর্থদেরও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifier) খেলায় ওই ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। সুনীলকে জয় উপহার দিতে মরিয়া সতীর্থরা। প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। 

    দল ঘোষণা

    কলকাতায় নিজের বিদায়ী ম্যাচ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতের ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। প্রাথমিক ভাবে ৪০ সদস্যের দল ঘোষণা করেছিলেন তিনি। তাঁদের নিয়ে ভুবনেশ্বরে চার সপ্তাহের শিবির চলছে। ৪০ জনের মধ্যে আট জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন কোচ। বাকি ৩২ জনের মধ্যে ২৭ জনকে নিজের দলে রেখেছেন তিনি। ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রস্তুতি সারবেন এই ফুটবলারেরা। তার পরে কলকাতা আসবেন তাঁরা।

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন 

    আগামী, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে খেলার পরে ১১ জুন কাতারে গিয়ে তাদের বিরুদ্ধে খেলবে ভারত। সেই দল এখনও জানাননি কোচ। এই দুই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifier) পরের রাউন্ডে যাবে কি না। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্টিমাচ। সুনীলের জন্য আপাতত কলকাতায় কুয়েতের বিপক্ষে জয় চান কোচ। দলের ফুটবলারদের কাছে তিনি আবেদন করেছেন, জিতে সুনীলকে (Sunil Chhetri) বিদায় জানাতে।

    আরও পড়ুন: কনিষ্ঠতম ভারতীয় কন্যা! মাত্র ১৬ বছরে এভারেস্ট শৃঙ্গজয় দ্বাদশ শ্রেণির কামিয়ার

    ভারতের ২৭ জনের দল

    গোলরক্ষক— গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

    ডিফেন্ডার— অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।

    মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং।

    স্ট্রাইকার— ডেভিড, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: “তোমরা ওখানেও নিরাপদ নও”! উরি-পুলওয়ামা প্রসঙ্গ উল্লেখ করে কড়া বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: “তোমরা ওখানেও নিরাপদ নও”! উরি-পুলওয়ামা প্রসঙ্গ উল্লেখ করে কড়া বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তপারের সন্ত্রাস কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। যদি কেউ বা কারা ভাবে ভারতে সন্ত্রাস চালিয়ে কাঁটাতারের ওপারে পালিয়ে গিয়ে নিশ্চিন্তে থাকা যাবে তারা ভুল ভাবছে উরি, বা পুলওয়ামা (Uri and Pulwama Attacks) এর প্রমাণ, বলে দাবি বিদেশমন্ত্রীর। জয়শঙ্কর জানান, সন্ত্রাস মোকাবিলায় মোদি সরকারের আমলে যে স্টান্স নেওয়া হয়েছে, তা ২০০৮ সালের মুম্বই হামলার সময় থেকে অনেকটাই পাল্টে গিয়েছে।

    কড়া জবাব জয়শঙ্করের

    ভারতের মতো বিশাল দেশে নিরাপত্তা যে কতবড় চ্যালেঞ্জ সেই প্রসঙ্গ ধরেই নাম না করে ফের পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন জয়শঙ্কর (S Jaishankar)। নয়া দিল্লির এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন,  “সন্ত্রাস মোকাবিলায় মোদি সরকারের আমলে যে স্টান্স নেওয়া হয়েছে, তা ২০০৮ সালের মুম্বই হামলার সময় থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। উরি হামলার পর পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত। আগে ভারত সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ সহ্য করত। ওই যুগটা পিছনে রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার পর থেকে আমরা কোনও বড় সন্ত্রাসবাদ হামলা দেখিনি দেশে। আজকের ভারতে যেকোনও সন্ত্রাসবাদই হোক..আমাদের জবাব বালাকোট.. উরি (হামলার পাল্টা হামলা)।’

    বোঝানোর জন্যই উরি-বালাকোট

    এদিন, কার্যত নাম না করে পাক সন্ত্রাসবাদীদের নিশানা করে জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশমন্ত্রী বলেন, “তোমরা ওখানেও নিরাপদ নও। উরি আর বালাকোট করাই হয়েছিল বোঝানোর জন্য যে, না এভাবে জীবন কেটে যেতে পারে না,… মূল্য চোকাতে হবে। আর ভেবোনা যে তুমি কিছু করেছ বলে, আর ওই প্রান্তে পালিয়ে গিয়েছ বলে তুমি নিরাপদে রয়েছ। তুমি ওই প্রান্তেও নিরাপদ নও। তুমি সীমান্তের কাছেও নিরাপদ নও, তুমি আন্তর্জাতিক সীমান্ত পার করেও নিরাপদ নও। ফলে স্পষ্ট ও সরাসরি বার্তা দেওয়া হয়েছে তাদের , যাদের বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল, আর তারা তা বুঝেছে।” এর ফল স্বরূপ (Uri and Pulwama Attacks) দেশে সন্ত্রাসবাদের ঘটনা কমেছে বলে দাবি জয়শঙ্করের। 

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদিকে খুনের হুমকি-ফোন! চেন্নাইয়ে সতর্ক এনআইএ আধিকারিকরা

    নিরাপত্তা পরিষদে স্থায়ী পদ

    এদিন  রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে সম্ভাবনার কথাও বলেন বিদেশমন্ত্রী। তাঁর দাবি, সবকিছু ইতিবাচক দিকে এগোচ্ছে। এই মুহূর্তে  রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য ১৫ টি দেশ। আমেরিকা, চিন, ফ্রান্স, রাশিয়া, ইউকে সহ একাধিক দেশ রয়েছে সেখানে। স্থায়ী পদ পাওয়ার লড়াইতে রয়েছে ভারতও। অচিরেই তা মিলবে বলে মনে করেন জয়শঙ্কর (S Jaishankar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share