Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মিশরের ভারতীয় দূতাবাসে পালিত হয়েছে ভারতের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস (Republic day)। সেই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এক মিশরীয় কন্যা (Egypt girl)। যা মন ছুঁয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সোশ্যাল মিডিয়ায় ওই মিশরীয় কন্যার গানের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। শেয়ার করেছেন ভিডিও। বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। সারা বিশ্বে প্রবাসী ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন। শুক্রবার বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের রাষ্ট্রদূতেরা অমৃতকালের মধ্যে দিয়ে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

    দেশাত্মবোধের ছোঁয়া

    গত ২৬ জানুয়ারি মিশরে ভারতীয় দূতাবাস, ইন্ডিয়া হাউসে সাড়ম্বরে পালিত হয় ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। ইন্ডিয়া হাউসে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের আধিকারিক থেকে ও মিশরের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানেই দেশাত্মবোধক গান গেয়েছেন মিশরীয় কন্যা কারিম্যান। একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক ও গয়নায় সেজে দেশাত্মবোধক ‘দেশ রঙ্গিলা’ গানটি গেয়েছেন তিনি। ভারতের সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পোশাকে ও অলঙ্কারে সজ্জিত হয়ে, একেবারে ভারতীয় শৈলিতে কারিম্যানের এই গান উভয় দেশেরই প্রতিনিধির প্রশংসা কুড়িয়েছে।

    মুগ্ধ মোদি

    মিশরে ভারতীয় দূতাবাসের তরফে কারিম্যানের সেই গানের ভিডিয়ো অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ারও করা হয়। মুহূর্তেই ওই  ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে মোদি লেখেন, ‘“মিশর থেকে কারিম্যানের উপস্থাপনা মেলোডিয়াস! তাঁর এই প্রয়াসের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি এবং খুব ভাল ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Divyansh Singh Panwar: অলিম্পিক্সের আগে ইতিহাস, চিনের রেকর্ড ভেঙে শ্যুটিংয়ে সোনা ভারতের দিব্যাংশের

    Divyansh Singh Panwar: অলিম্পিক্সের আগে ইতিহাস, চিনের রেকর্ড ভেঙে শ্যুটিংয়ে সোনা ভারতের দিব্যাংশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar)। পয়েন্টের নিরিখে বিশ্বরেকর্ড করেছেন দিব্যাংশ। এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন চিনের শেং লিহাও। ফাইনালে তাঁর পয়েন্ট ছিল ২৫৩.৩। সেই পয়েন্ট টপকে গিয়েছেন দিব্যাংশ। কাইরোতে হওয়া ফাইনালে ২৫৩.৭ পয়েন্ট স্কোর করেছেন তিনি।

    দুরন্ত দিব্যাংশ

     ২১ বছর বয়সী দিব্যাংশ (Divyansh Singh Panwar) পাঁচ বছর পর ব্যক্তিগত যোগ্যতায় সোনা জিতেছেন। এর আগে ২০১৯ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। দিব্যাংশ শুরু থেকেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। বাছাই পর্বে ৬৩২.৪ স্কোর করে ফাইনালে শীর্ষে ওঠেন তিনি। ফাইনালে একবারও ১০ রানের কম স্কোর করেননি। চতুর্থ ও ষষ্ঠ টার্গেট নিখুঁত লক্ষ্য ১০.৯ হিট করেন। জয়ের পর দিব্যাংশ জানালেন, দীর্ঘদিন পর সোনা জিততে পেরে তিনি খুশি। বিশ্বকাপে এটি দিব্যাংশের পঞ্চম সোনা। এই বিশ্বকাপে ভারত দুটি সোনা এবং দুটি রৌপ্য নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।

    প্যারিস অলিম্পিক্সই পাখির চোখ

    সোনা জিতে দিব্যাংশ (Divyansh Singh Panwar) বলেন, ‘‘ফাইনালে আমি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের টেকনিকের উপর ভরসা রেখেছি। অনেক দিন ধরে পরিশ্রম করছি। তার ফল পেলাম।’’জাতীয় ক্রমতালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছেন দিব্যাংশ। ক্রমতালিকায় থাকা প্রথম পাঁচ শুটার সুযোগ পাবেন প্যারিস অলিম্পিক্সের ট্রায়ালে। চলতি বছরের শেষে হবে সেই ট্রায়াল। আপাতত প্যারিস অলিম্পিক্সই পাখির চোখ দিব্যাংশের। তার জন্যই যোগ সাধনা থেকে শরীর চর্চা এবং অনুশীলনে জোর দিচ্ছেন রাজস্থানের তরুণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal FC: বিশৃঙ্খলা ইস্টবেঙ্গল তাঁবুতে! উৎসব শেষ চার মিনিটেই, কুয়াদ্রাতের লক্ষ্য ডার্বি

    East Bengal FC: বিশৃঙ্খলা ইস্টবেঙ্গল তাঁবুতে! উৎসব শেষ চার মিনিটেই, কুয়াদ্রাতের লক্ষ্য ডার্বি

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। এক যুগ পর আবার ট্রফি নিয়ে শহরে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। সুপার কাপে টিমকে চ্যাম্পিয়ন করলেন কার্লেস কুয়াদ্রাত। সোমবার বিকেলে লাল-হলুদ টিম কলকাতায় পা দিতেই শুরু হয়ে গেল মাত্রাছাড়া উৎসব। বিমানবন্দরের রঙ লাল-হলুদ। টিমকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য় লাল-হলুদ আবির, স্মোকবম্ব,পতাকায় ছেয়ে দেওয়া হয় বিমানবন্দর। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রায় হাজার দশেক সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় কুয়াদ্রাত, ক্লেটন, গিলদের। অবশেষে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশি তৎপরতায় এক-একজনকে এসকর্ট করে বের করে নিয়ে আসা হয় বিমানবন্দর থেকে।

    লক্ষ্য ডার্বি

    সবেমাত্র সুপার কাপ জয় করেছে ইস্টবেঙ্গল। কিন্তু, এখন দলের আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। কারণ সামনেই আবার ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি। জয়ের আনন্দেও ডার্বি ম্যাচের চিন্তা লাল-হলুদের কোচ কার্লেস কুয়াদ্রাতের। তিনি বলেন, “মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের জন্য আমাদের একেবারে প্রস্তুত থাকতে হবে। আমরা আপাতত খুব ভালো পারফরম্যান্স করছি। অনেকদিন পর আমরা আবার জিততে পেরেছি। তবে এরপর কলকাতায় ঘরের মাঠে মোহনবাগানের সামনে আমদের লড়াই যে কঠিন হবে, সেটা আমরা খুব ভালো করেই জানি। ডার্বি ম্যাচে জয়লাভ করা সত্যিই খুব কঠিন। তবে আমরা এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করব।”

    ক্লাব তাঁবুতে বিশৃঙ্খলা

    সোমবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠের উৎসব ক্ষণিকেই মিলিয়ে গেল। সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে দ্রুত উৎসব শেষ করতে বাধ্য হলেন ক্লাব কর্তারা। সোমবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ইস্টবেঙ্গল মাঠে পা রাখেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তার চার মিনিট আগে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (নিতু) সুপার কাপ ট্রফিটি নিয়ে গিয়ে রাখেন সাজানো চারটি টেবিলের মাঝখানে। কোচের পিছু পিছুই মাঠে ঢোকেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপোরা। ব্যস! অমনি দেখা যায় র‌্যাম্পার্টের দিকের কর্নার ফ্ল্যাগের সামনে দিয়ে কিছু ইস্টেবঙ্গল সমর্থক মাঠে ঢুকছেন। কয়েক সেকেন্ডের ম‌ধ্যে তা যেন গ্যালারিতে সংক্রামিত হয়ে যায়। কেউ ফেন্সিং টপকান, তো কেউ উচ্ছ্বাসের ঠেলায় গ্রিলে লাগানো পলকা তালা ভেঙে দেন। বাঁধ ভেঙে যায়। কুয়াদ্রাতদের ঘিরে ফেলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। কোনওরকমে কেক কেটে উৎসবে ইতি টানেন কর্তারা। তবে চার মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল টিম মাঠ থেকে তাঁবুতে চলে গেলেও আবেগের উদযাপন চলতেই থাকে। আতসবাজি, আবিরে দোল-দীপাবলী একাকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mona Lisa: স্যুপ ছিটিয়ে দ্য ভিঞ্চির মোনালিসা নষ্টের চেষ্টা! কী হল ৫২১ বছরের ছবিটির?

    Mona Lisa: স্যুপ ছিটিয়ে দ্য ভিঞ্চির মোনালিসা নষ্টের চেষ্টা! কী হল ৫২১ বছরের ছবিটির?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্স জুড়ে চলছে কৃষক বিক্ষোভ। তার মধ্যে, রবিবার (২৮ জানুয়ারি), আক্রান্ত হল ‘মোনালিসা’। ১৫০৩ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এই বিশ্বখ্যাত চিত্রকর্মটিতে স্যুপ ছিটিয়েছেন কৃষি পরিবেশ আন্দোলনকারীরা। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা থাকায় সেটির কোনও ক্ষতি হয়নি। প্যারিসের বিখ্য়াত ল্যুভর মিউজিয়ামে রাখা আছে ইতালীয় রেনেসাঁর এই মাস্টারপিসটি।

    আক্রান্ত মোনালিসা

    ফ্রান্স জুড়ে চলছে কৃষক আন্দোলন। সেই আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়েছে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা বিশ্বখ্যাত মোনালিসার ছবির উপর। অভিযোগ, আচমকা মিউজিয়ামে ঢুকে পড়ে আন্দোলনকারীর। দ্য ভিঞ্চির ১৬ শতকের আঁকা মোনালিসার ছবিটির উপর স্যুপ ছিটিয়ে সেটিকে বিকৃত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ১৯৫০ সাল থেকে বিশেষ ভাবে তৈরি কাচের ফ্রেমের মধ্যে রাখা রয়েছে ভিঞ্চির আঁকা দুনিয়ার আশ্চর্য হিসেবে পরিচিত এই ছবিটি। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুঁড়ে মারার পর ক্ষতিগ্রস্ত হয় এটি। তারপরই এটিকে সুরক্ষিত রাখার জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। মোনালিসার এই ছবিটিকে আরও নিরাপদে রাখার জন্য ২০১৯ সালে বুলেট প্রুফ গ্লাস বসানো হয়েছিল। এর আগে ২০২২ সালে পরিবেশ বাঁচাও আন্দোলনকারীরা নীল কালি ছিটিয়ে দিয়ছিলেন মোনালিসার ছবির উপর। 

    কেন এই পদক্ষেপ

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, মোনালিসার ছবিটির সামনে থাকা কাঁচের বক্সের উপর স্যুপ ছিটিয়ে দিচ্ছেন দুই মহিলা। সঙ্গে তাঁরা টেকসই খাদ্য ব্যবস্থার পক্ষে স্লোগান দেন। তাঁদের চিৎকার করে বলত শোনা যায়, “সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা?” শিল্পকর্ম, নাকি স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্যের অধিকার? আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে। মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা মারা যাচ্ছে।” এরপর, ল্যুভরের কর্মচারীদের দেখা যায় মোনালিসার ছবি একটি কালো প্যানেল দিয়ে ঢেকে দিতে। দর্শকদের সেই ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। পরে প্যারিস পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। তাদের টি-শার্টে লেখা ছিল ‘ফুড রিপোস্টে’। ‘ফুড রিপোস্টে’ফ্রান্সের একটি জলবায়ু নিয়ে কাজ করা বেসরকারি গোষ্ঠী। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kota Student Suicide: ‘‘মা-বাবা, এটা লাস্ট অপশন…’’, জয়েন্টের দুদিন আগে কোটায় আত্মহত্যা পরীক্ষার্থীর

    Kota Student Suicide: ‘‘মা-বাবা, এটা লাস্ট অপশন…’’, জয়েন্টের দুদিন আগে কোটায় আত্মহত্যা পরীক্ষার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষার বাকি ছিল আর মাত্র দু’দিন। কিন্তু তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল ১৮ বছর বয়সি এক ছাত্রী (Kota Student Suicide)। নিজেকে শেষ করে দেওয়ার আগে বাবা-মা’র উদ্দেশে একটি মর্মান্তিক চিঠি লিখে রেখে গিয়েছেন ওই ছাত্রী। ৩১ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইনের পরীক্ষা। আর তার ঠিক দুদিন আগে, সোমবার (২৯ জানুয়ারি), রাজস্থানের কোটা জেলায় আত্মঘাতী হলেন আরও এক শিক্ষার্থী। কোটার এক কোচিং সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরীক্ষার চাপ সহ্য করতে না পেরেই এই শিক্ষার্থী আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। 

    মর্মান্তিক চিঠি

    নীহারিকা নামে ওই পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার জন্যই কোটার শিক্ষা নগরী এলাকায় ঘরভাড়া নিয়ে থাকছিলেন তিনি। সেই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। তদন্তের সময় পুলিশ একটি সুইসাইড (Kota Student Suicide) নোট পায়। সুইসাইড নোটে আত্মঘাতী মেয়েটি লিখেছে, “মামি ও পাপা, আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে পারব না। তাই, আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। আমি একজন হেরে যাওয়া মানুষ। আমার মৃত্যুর কারণ আমিই। আমি সবথেকে খারাপ মেয়ে। সরি, মামি-পাপা। আমার কাছে আর কোনও বিকল্প ছিল না।”

    আরও পড়ুন: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    কেন আত্মহত্যা

    পরীক্ষার চাপ ও বাবা-মায়ের উচ্চকাঙ্ক্ষার জন্য এ ধরনের ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। নিজেকে খারাপ ছাত্রী (Kota Student Suicide) এবং এটাই শেষ পথ বলে লেখায় তদন্তকারী অফিসাররা জানিয়েছেন অত্যধিক চাপ নিতে পারেনি এই উঠতি বয়সি পড়ুয়া। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ১৭-১৮ বছর বয়সি মহম্মদ জাইদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। সে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গতবছর কোটায় উচ্চশিক্ষার প্রশিক্ষণ নিতে আসা ৩০ জন পড়ুয়া আত্মহত্যা করেছিল। নিহারীকার মৃত্যু নতুন বছরের প্রথম মাসেই দ্বিতীয় আত্মহত্যা। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় কোচিং নেন হাজার হাজার ছাত্র-ছাত্রী। কিন্তু প্রতি বছরেই একাধিক পড়ুয়া আত্মহত্যা করেন সেখানে, যা রীতিমতো উদ্বেগজনক। সরকারের পক্ষেও বারবার শিক্ষক, অভিভাবক সকলকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Metro: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    Kolkata Metro: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির পর এবার কলকাতাতেও চলবে  চালকবিহীন মেট্রো (Kolkata Metro)। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলবে পাঁচটি রেক। এই রেক চলবে চালকবিহীন অবস্থায়। তবে আপাতত মোটরম্যান থাকবেন কেবিনে৷ গোটা বিষয়টি তিনি পর্যবেক্ষণ করবেন ৷ যদি প্রয়োজন হয় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন। ইতিমধ্যেই অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ট্রায়াল রান সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

    চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান

    মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ২ রাউন্ড ট্রায়াল রান চালান হয়। সর্বোচ্চ ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে ট্রায়াল রান। ইস্ট-ওয়েস্ট করিডোরে রয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBCTC)। এতে রয়েছে অটোমেটিক ট্রেন প্রোটেকশন, অটোমেটিক ট্রেন অপারেশন ও অটোমেটিক ট্রেন সুপারভিশনের সুবিধা। এই ট্রায়াল রানের সময় স্বয়ংক্রিয় ব্রেক, মোটোরিং এবং নির্দিষ্ট গতির মধ্যে ট্রেন থামানোর মতো বিষয়গুলি পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও ট্রেনের সঠিক পাশের দরজা কুলছে কি না, বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ঠিকভাবে কাজ করছে কি না, সেই বিষয়গুলিও এদিন পরীক্ষা করে দেখা হয়।

    আরও পড়ুন: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    আধুনিক রেক

    শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। তাই শীঘ্র এই পরিষেবা চালু করতে চাইছে রেল। সেই অনুযায়ী বারবার পরীক্ষা চলছে নয়া প্রযুক্তির পাঁচটি রেক নিয়ে ৷ চালকবিহীন রেক (Kolkata Metro) তৈরি করছে বেঙ্গালুরু আর্থ মুভার লিমিটেড। একটি রেকে থাকবে ৬টি বগি। রাজ্যের সংস্কৃতির কথা মাথায় রেখে রেকের নকশা করা হয়েছে। এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার রাস্তা আরও চওড়া করেছে মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ শীতাতপ এই মেট্রোয় সাশ্রয় হবে বিদ্যুৎখরচও। যাত্রীদের সুবিধার জন্য প্রতি বগিতে থাকবে ‘টকিং পয়েন্ট’৷ কোনও সমস্যা হলে সরাসরি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলা যাবে। প্রতি রেকের দাম ৬৫ কোটি টাকা। বিশেষ সফটওয়্যারের সাহায্যে চালক ছাড়াই ছুটবে মেট্রো। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: মঙ্গলবার থেকে বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ রয়েছে শহরে। জেলাতেও মাঘের মাঝামাঝি ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীতসুখের মধ্যেই ফের  বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বদলাতে পারে আবহাওয়া। তবে তার আগে সোমবার সকালে রোদ ঝলমলে আকাশের সঙ্গেই ছিল উত্তুরে হাওয়া। সোমবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। 

    শহরে শীতের হাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যায়। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। ২৯ জানুয়ারি কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশেই থাকতে পারে। কলকাতার পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। এদিকে কনকনে ঠান্ডা না থকলেও শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়। 

    বৃষ্টির পূর্বাভাস

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। তার পর বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতাও। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশায় ঢাকা থাকবে বিভিন্ন এলাকা। সোমবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। 

    আরও পড়ুুন: মাঝ সমুদ্রে থাকা জাহাজে মিসাইল হানা, আগুন নেভাল ভারতীয় রণতরী

    উত্তরের হাওয়া

    সোমবার উত্তরের সব জেলায় মাঝারি কুয়াশা থাকবে ভোর এবং সকালের দিকে। এছাড়া উত্তরের সব জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। মালদা ও উত্তর -দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত বেশি কুয়াশা রয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Australian Open 2024: নতুন চ্যাম্পিয়ন! অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস সিনারের

    Australian Open 2024: নতুন চ্যাম্পিয়ন! অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস সিনারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেনিস বিশ্বে আলোড়ন ফেললেন ইটালির তরুণ টেনিস তারকা যানিক সিনার। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন ২২ বছরের সিনার। রবিবার ফাইনালে দানিল মেদভেদেভকে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে ইতিহাস গড়লেন এই তরুণ টেনিস তারকা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে সাড়া ফেলেছিলেন সিনার। এবার বাজিমাত করলেন তিনি। 

    দুরন্ত সিনার

    এদিন ম্যাচের প্রথম দুটি সেটে পিছিয়ে পড়েছিলেন সিনার। কিন্তু তিনি ফিরলেন রাজার মতো। দাপটে বাকি তিনটি সেট জিতলেন তিনি। রড লেভার এরিনায় সিনার দেখালেন অনভিজ্ঞ হলেও তিনিও মহাতারকা হওয়ার ক্ষমতা রাখেন। চলতি আসরে ফাইনালের আগে অবধি একটি সেট হেরেছেন, তাও সেটি জকোভিচের কাছে।  এদিন দুটি সেট হারলেও যেভাবে খেতাব জিতেছেন, ম্যাচ শেষে সবাই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। মেলবোর্নে সিনার খেললেন মস্তিষ্ককে কাজে লাগিয়ে। তিনি নেটবলে এতই ভাল যে বিপক্ষ বুঝেই উঠতে পারছিলেন না কী করবেন।

    ইটালির হয়ে ইতিহাস

    কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জয় করলেন সিনার। তিনি মেদভেদেভের স্বপ্ন ভঙ্গ করেন। রাশিয়ার এই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন জেতার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু, ইটালির তরুণ তুর্কির কাছে তাঁকে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হল। ২০০৪ সাল থেকে সুইজারল্যান্ডের রজার ফেডেরার, সার্বিয়ার নোভাক জোকোভিচ এবং স্পেনের রাফায়েল নাদাল এই টুর্নামেন্টে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছিলেন। ২০০৪ সাল থেকে ফেডেরার ৬ বার এই টুর্নামেন্টে জয়লাভ করেছেন। জোকোভিচ তাঁর থেকে বেশি ১০ বার জয়লাভ করেন। অন্যদিকে নাদাল মাত্র ২ বারই জয়লাভ করতে পেরেছেন। ইতিমধ্যে রাশিয়ার মারাট সাফিন ২০০৫ সালে এবং বাবরিঙ্কা ২০১৪ সালে এই টুর্নামেন্টে খেতাব জিতেছিলেন। অবশেষে ইটালির প্রথম খেলোয়াড় হিসেবে সিনার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • East Bengal FC: ট্রফিহীন যুগের অবসান! সুপার কাপ জয়ের পরই প্লেয়ার বদল ইস্টবেঙ্গলের

    East Bengal FC: ট্রফিহীন যুগের অবসান! সুপার কাপ জয়ের পরই প্লেয়ার বদল ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় স্তরে ১২ বছর পর  ট্রফি জিতল ইস্টবেঙ্গল। রবিবার সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে ওড়িশার বিপক্ষে জয়লাভ করে লাল-হলুদ শিবির। মশাল জ্বলে সমর্থকদের ঘরে ঘরে। ওডিশার হয়ে গোল করলেন দিয়েগো মরিশিও এবং জাহু। আর ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নন্দকুমার এবং সাউল ক্রেসপো এবং অধিনায়ক ক্লেইটন সিলভা।

    কোচের পছন্দে নতুন প্লেয়ার

    ইস্টবেঙ্গল সুপার কাপ জেতার দিনেই লাল-হলুদ থেকে সরে যাওয়া নিশ্চিত হল বোরহা হেরেরার। ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়া দলে যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। সূত্রের খবর অনুযায়ী, স্প্যানিশ বোরহার বদলে আর এক স্প্যানিশ ফুটবলারকে সই করতে চলেছে ইস্টবেঙ্গল। গত বছর তিনি খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস), যে লিগে এখন খেলেন লিয়োনেল মেসি, লুই সুয়ারেসরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

    হাড্ডাহাড্ডি লড়াই

    রবিবার সুপার কাপের ফাইনাল ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দল ওডিশা এফসি’র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন দিয়েগো মরিশিয়ো। প্রথমার্ধে ওড়িশা ১-০ গোলে লিড নিয়ে নেয়। ৫২ মিনিটে ম্য়াচে সমতা ফেরান নন্দকুমার। মহেশ তাঁর দিকে গোল করার জন্য বলটা একেবারে সাজিয়ে দিয়েছিলেন।

    ৬২ মিনিটে ম্যাচের স্কোর কার্ড ২-১ করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিটে বোরহাকে বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করে মোর্তাদা ফল। সেকারণে লাল-হলুদ ব্রিগেডকে পেনাল্টি দেওয়া হয়। আর সেই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করলেন না সাউল ক্রেসপো। ম্যাচের একেবারে শেষবেলায় পেনাল্টি পায় ওড়িশা। সমতা ফেরান জাহু। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে ১১০ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্লেইটন সিলভা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: সোনার মেয়ে পারুলের স্বপ্নপূরণে সাহায্য যোগী আদিত্যনাথের

    Yogi Adityanath: সোনার মেয়ে পারুলের স্বপ্নপূরণে সাহায্য যোগী আদিত্যনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। তারপর ৫ হাজার মিটারে সোনা জিতলেন। সোনা জেতার পর সহজসরল হাসিমুখে পারুল জানিয়েছিলেন, “আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন, যেখানে কেউ আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলে ডিএসপি (Deputy superintendent of police) পদে প্রমোশন দেয়। ট্র্যাকে দৌড়নোর আগে এটাই আমার মাথায় ছিল।” এবার তার সেই আশাই পূরণ হল। তার স্বপ্ন পূরণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    পারুলকে নিয়োগপত্র

    উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পারুল চৌধুরী এখন আনুষ্ঠানিকভাবে ডিএসপি, ইউপি পুলিশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তাঁর নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। উত্তর প্রদেশের মিরাট শহরের একলোটা গ্রামের বাসিন্দা, পারুল চৌধুরী মুম্বাইতে পশ্চিম রেলওয়ের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হিসাবে কাজ করেছিলেন। এশিয়ান গেমসে একাই ব্যক্তিগত দুই ইভেন্টে পদক জেতেন পারুল। হ্যাংঝাউয়ে শেষবেলায় ঝড় তুলে এশিয়ান গেমসের ৫,০০০ মিটারে সোনা জেতেন ভারতের তারকা অ্যাথলিট। সেইসঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। কারণ এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে এটাই হল ভারতের প্রথম সোনা। 

    পারুলের আগামী লক্ষ্য

    এশিয়ান গেমসে সোনা জয়ের পর পারুল বলেছিলেন ট্র্যাকে শেষ ৫০ মিটার দৌড়নোর সময় তাঁর মাথায় এসেছিল একটি ভাল চাকরির কথা। আর তা যদি ডিএসপি হয়, তাহলে তো কথাই নয়। এবার পারুলের লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়ে গিয়েছেন ভারতীয় দৌড়বিদ।

    আরও পড়ুন: ‘বুড়ো’ বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড বোপান্নার

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share