Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    মাধ্যম নিউজ ডেস্ক: নাওয়া-খাওয়া ভুলে পাথর কেটেছেন। প্রতি মুহূর্তে ছিল ঝলসে যাওয়ার ভয়। তবু পাথর কেটে চলেছেন ১২ জন র‍্যাট হোল মাইনার্স। বিদেশি যন্ত্র যেখানে হার মেনে গিয়েছিল, সেখানে এই ১২ জনের মনের জোরেই উদ্ধার করে আনা গেল উত্তরকাশীর (Uttarkashi Tunnel Collapse) সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে। উদ্ধারকাজ সফল হওয়ার পরে ওই ১২জন শ্রমিকের মুখে ছিল তৃপ্তির হাসি। এদিন তাঁরা রিয়েল-হিরো। 

    কী এই র‍্যাট হোল মাইনিং

    র‍্যাট হোল মাইনিং বা ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়। এই পদ্ধতিকেই বলে র‍্যাট হোল মাইনিং। এই পদ্ধতি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। খুব সরু গর্ত করে নীচের দিকে এগিয়ে যাওয়া হয়। অনেক সময় গর্ত এতটাই সরু হয় যে একজন মাত্র সেই গর্তে নামতে পারেন। 

    নিষিদ্ধ পদ্ধতিতেই সাফল্য

    মার্কিন অগার মেশিন ভেঙে পড়ার পর উত্তরকাশীর টানেলে আটক ৪১ শ্রমিকদের উদ্ধারে র‍্যাট হোল মাইনার্সদের উপরেই ভরসা করতে হয়। দিল্লি ও ঝাঁসি থেকে উড়িয়ে আনা হয় র‌্যাট হোল মাইনার-দের। তারাই কয়েক ঘণ্টার চেষ্টায় সরু পাইপের মধ্যে বসে সরিয়ে ফেলেন ১৫ মিটার ধস। প্রায় ৪০০ ঘণ্টার পর এক ঝটকায় টানেলে আটক শ্রমিকদের সামনে খুলে যায় সব বাধা। মোট ১২ জন বিশেষজ্ঞ র‍্যাট হোল মাইনার দলে দলে ভাগ হয়ে এই কাজ শুরু করেন৷ উদ্ধার অভিযান শেষে সেই র‍্যাট হোল মাইনার্স নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধার করার অদম্য জেদই তাঁদের শক্তি জুগিয়েছে৷ সেই কারণে গতকাল তিনটে থেকে পাথর ভাঙার কাজ শুরু করে চব্বিশ ঘণ্টার মধ্যেই কার্যত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন৷  

    আরও পড়ুন: যবনিকা পতন ১৭ দিনের লড়াইয়ে, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিকই

    র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসা

    ১২ জনের র‌্যাট হোল মাইনার টিমের নেতৃত্বে ছিলেন ওয়াকিল হাসান। তাঁর কথায়, ” মনে হল দেশের জন্য কিছু করতে পারলাম। খুব কঠিন কাজ। সরু জায়গায় কাজ করতে হয়েছিল। ৪১ জনের প্রাণ বাঁচাব ভেবেই মনে জেদ চেপে গিয়েছিল। আমার সঙ্গীরা খুব পরিশ্রম করেছে। জীবনে এমন চ্যালেঞ্জিং কাজ আগে কখনও করিনি। টিমের কর্মীরা টানা ২৪ ঘণ্টা বিরামহীন কাজ করেছে।”

    অপর এক র‌্যাট হোল মাইনার-এর কথায়, “আমরা ঠিক করে নিয়েছিলাম, যেভাবেই হোক আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতেই হবে৷ তাই তো না খেয়েই আজ সকাল থেকে পাথর ভেঙে গিয়েছি৷ পাথর কাটতে কাটতে কখনও কখনও সেই ধ্বংসস্তূপের মধ্যে স্টিলের টুকরোও চলে এসেছে৷ আমরা সেসবও কেটে ফেলেছি৷ এখন এত আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারছি না৷” উদ্ধার অভিযান শেষে সাংবাদিক বৈঠক করতে গিয়ে এই র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ ১২ জন উদ্ধারকারীর সঙ্গে কথাও বলেন তিনি৷ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Champions Trophy 2025: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    Champions Trophy 2025: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে উত্তেজনা। প্রতিদিনই পায়ে পা তুলে বিরোধের চেষ্টায় পাকিস্তান। সেই দেশে কোনওভাবেই খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল, এমনটাই দাবি বিসিসিআই-এর। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু তা নিয়ে জটিলতা দেখা গেলে আসন্ন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাল  আইসল্যান্ড ক্রিকেট। ব্যাঙ্গাত্মক ভাবেই সমাজমাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা।

    আইসল্যান্ড-এর আজব দাবি

    ক্রিকেট বিশ্বে বড় নাম নয় আইসল্যান্ড। তবে সমাজমাধ্যমে আইসল্যান্ড ক্রিকেটের কিছু পোস্ট ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেয় মাঝেমধ্যেই। এ বার তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। গত এশিয়া কাপের মতো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে। প্রতিযোগিতা হতে পারে দুবাইয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই আইসিসির কাছে প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়ে ফেলেছে ইউরোপের দেশটি। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের প্রতি তাদের আবেদন, ‘‘আমরা পিছিয়ে থাকা মানুষ নই। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাচ্ছি আমরা। আইসিসি চেয়ারম্যানের উত্তরের জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করব।’’ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল হয়েছে আইসল্যান্ড ক্রিকেটের এই পোস্ট। উল্লেখ্য, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

    ছাড়তে নারাজ পাকিস্তান

    ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান (Pakistan)। আট বছর পরে ফের তা হওয়ার কথা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পাক মুলুকে হওয়ার ক্ষেত্রে বাদ সেধেছে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। এক্ষেত্রেও ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানে গিয়ে না খেলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দুবাইয়ে। নয়তো এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল অনুসরণ করা হতে পারে। তবে,পুরো টুর্নামেন্টই নিজেদের মাটিতে রাখতে আইসিসির নির্বাহী বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও প্রধান পরিচালনা কর্মকর্তা সালমান নাসের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: ‘কোড’ নামের আড়ালেই চলত পুর নিয়োগ দুর্নীতি! ইডির নজরে ফের কোন মন্ত্রী?

    Recruitment Scam: ‘কোড’ নামের আড়ালেই চলত পুর নিয়োগ দুর্নীতি! ইডির নজরে ফের কোন মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংকেতিক শব্দের আড়ালেই চলত পুরসভার নিয়োগ দুর্নীতি। সেই কোডের মধ্যেই লুকিয়ে রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর নাম। ইডির দাবি, উদ্ধার হওয়া নথি বলছে, এক মন্ত্রী নিজেই পুরসভায় নিয়োগের জন্য একাধিক প্রার্থীর হয়ে সুপারিশ করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, পুর নিয়োগ মামলায় (Municipality Recruitment Scam) উদ্ধার হওয়া নথির পাতা থেকে তাদের নজরে আসে একাধিক ‘কোড’ (Code)। কোথাও লেখা ‘সিএইচ’ কোথাও ‘ডিআই’। সেই সব সাঙ্কেতিক অক্ষরের রহস্যভেদ করতেই উঠে এল একাধিক নাম।

    সাংকেতিক শব্দের আড়ালে কী

    প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে সামনে আসে প্রমোটার অয়ন শীলের নাম। এরপর অয়নের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ পাতার একটি ওএমআর শিট উদ্ধার করে ইডি। নথির মধ্যে প্রার্থী তালিকায় থাকা নামের পাশে বেশ কিছু ‘কোড ওয়ার্ড’ খুঁজে পান তদন্তকারী কর্মকর্তারা। সেই কোড শব্দ ‘ডিকোড’ করতেই রাজ্যের এক মন্ত্রীর নাম ইডির হাতে এসেছে বলে  এ ছাড়াও সাংকেতিক শব্দের আড়ালে এক প্রাক্তন মন্ত্রীর নামও লুকিয়ে রয়েছে বলে জানিয়েছেন এক পদস্থ আধিকারিক। বর্তমান এবং প্রাক্তন দুই মন্ত্রীই আপাতত তদন্তকারীদের নজরে।

    মন্ত্রী ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ

    ইডি সূত্রের খবর, ‘সিএইচ’, ‘ডিআই’, ‘এসবি’, ‘এমএম’, ‘এ’ ইত্যাদি একাধিক ‘কোড ওয়ার্ড’ লেখা ছিল ওই নথিতে। তার রহস্যভেদে নেমেই ইডির তদন্তকারীরা রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী ও এক বর্তমান মন্ত্রীর নাম জানতে পারেন। রাজ্যের সেই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ইতিমধ্যেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছে সিবিআই। ইডি সূত্রের খবর, ‘কোড’ রহস্য ভেদের পরেই রাজ্যের বর্তমান মন্ত্রী সম্পর্কে খোঁজখবর শুরু হয়। ইতিমধ্যেই তাঁরা ওই মন্ত্রীর এক ‘ঘনিষ্ঠ’কে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। বাজেয়াপ্ত ২৮ পাতার নথির মধ্যে রয়েছে বিভিন্ন পুরসভার নিয়োগের সংক্রান্ত প্যানেলের প্রার্থীর তথ্যাবলি। উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, দক্ষিণ দমদম-সহ বেশ কয়েকটি পুরসভার প্যানেলের তথ্যও রয়েছে ইডির হেফাজতে-থাকা ওই নথিতে। 

    আরও পড়ুন: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ৬০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া মঞ্চে বক্তব্য রাখবেন শাহ

    ইতিমধ্যেই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে। ইডি হানা দেয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি। সিবিআই তল্লাশি চালায় পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি। সাঙ্কেতিক শব্দ উদ্ধারের পর আরও এক মন্ত্রী ইডির আতশকাচের তলায় চলে এসেছেন বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। উদ্ধার-হওয়া নথিতে যে সব পুরসভার নাম পাওয়া গিয়েছে, সেই সব পুরসভার নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জোগাড় করতে শুরু করেছেন তদন্তকারীরা। একাধিক পুরসভা থেকে নথিও চেয়ে পাঠিয়েছেন তাঁরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vande Bharat: ট্রেনেই প্লেনের পরিষেবা! বন্দে ভারত এক্সপ্রেসে নতুন স্কিম আনল ভারতীয় রেল

    Vande Bharat: ট্রেনেই প্লেনের পরিষেবা! বন্দে ভারত এক্সপ্রেসে নতুন স্কিম আনল ভারতীয় রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেন যাত্রীদের জন্য বড় খবর। এবার প্লেনের মতো আধুনিক পরিষেবা মিলবে ট্রেনেই। যাত্রী পরিষেবার মান, অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতীয় রেল। সেজন্য নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যাত্রী সেবা অনুবন্ধ (YSA)। প্রাথমিক ভাবে ৬টি রুটের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) এই পরিষেবা পাওয়া যাবে।

    বিশেষ প্রকল্পে কী কী সুবিধা

    যাত্রী সেবা অনুবন্ধ (YSA) প্রকল্পের আওতায় ক্যাব বুকিং, হুইলচেয়ার-সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। মিলবে বিশ্বমানের সফরের অভিজ্ঞতা। যেখানে যাত্রীদের যাতায়াতের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এবং আনুষঙ্গিক সুবিধাও পাওয়া যাবে। এই প্রকল্পে যাত্রীদের জন্য থাকছে বিশেষ খাবারের মেনু। যাত্রীদের অত্যন্ত ভালো মানের খাবার সরবরাহ করা হবে। এজন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে খাবার তৈরির দায়িত্বে থাকা ঠিকাদারদের। নির্দেশিকা অনুযায়ী, রেলের রান্নার ঠিকাদারদের খাদ্য এবং গৃহস্থালির প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করতে হবে। যাঁদের পেমেন্ট এবং ডকুমেন্টেশন রেল সময়বিশেষে পর্যালোচনা করবে। ভারতীয় রেল, যাত্রী সেবা অনুবন্ধ (YSA) -এর জন্য ক্যাটারিং এবং হাউসকিপিং-এ প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ একজন পরিষেবা প্রদানকারী নিয়োগ করবে। পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রতিটি কোচে একজন প্রশিক্ষিত হাউসকিপিং ব্যক্তি থাকবেন বলেও জানা গিয়েছে। যাত্রীরা টিকিট বুক করার সময় বা যাত্রী সেবা অ্যাপের মাধ্যমে প্রি-পেইড খাবার অর্ডার করতে পারেন, অথবা বোর্ডে লা কার্টে পরিষেবা বেছে নিতে পারেন।

    আরও পড়ুন: লোকাল ট্রেনে এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদা শাখায় চালু নতুন পরিষেবা

    কোন রুটের বন্দে ভারত এক্সপ্রেসে পরিষেবা

    দক্ষিণ রেলওয়ের বেশ কয়েকটি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রী সেবা অনুবন্ধ (YSA) -এর পরিষেবা পাওয়া যাবে। মোট ছয়টি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে। এই ছয়টি রুট হল চেন্নাই – মহীশূর, চেন্নাই – তিরুনেলভেলি, চেন্নাই – কোয়ম্বাটোর, তিরুবনন্তপুরম – কাসারগোদ এবং চেন্নাই – বিজয়ওয়াড়া। দক্ষিণ রেলের বন্দে ভারত এক্সপ্রেসের প্রারম্ভিক এবং গন্তব্য স্টেশনেই আপাতত কেবল এই পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ রেলের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রেলের রান্নার ঠিকাদারদের চেন্নাইয়ে বড় এবং পরিষ্কার রান্নাঘর থাকতে হবে। সেখানে যাতে যথেষ্ট সংখ্যক যাত্রীর জন্য রান্না করা সম্ভব হয়, তার ব্যবস্থা থাকতে হবে। সেই সব ঠিকাদার এক্ষেত্রে পরিষেবা দেওয়ার সুযোগ পাবেন, যাঁদের এমন পরিষেবা দেওয়ার অভিজ্ঞতা আছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রীর তেজস চড়াকে কটাক্ষ! শান্তনু সেনের কথার তীব্র প্রতিবাদ বিজেপির

    PM Modi: প্রধানমন্ত্রীর তেজস চড়াকে কটাক্ষ! শান্তনু সেনের কথার তীব্র প্রতিবাদ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুদ্ধ বিমান সফর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন তৃণমূল কংগ্রস সাংসদ শান্তনু সেন। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা শান্তনুর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেজস বিমানে চড়া নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ। বেশ কয়েকটি উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত ‘অপয়া’ বলেছিলেন শান্তনু। 

    কী বলেছিলেন শান্তনু

    দেশে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তেজসের নয়া সংস্করণে শনিবার সওয়ার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ওড়ালেন তেজস যুদ্ধবিমান। তারপরই শান্তনু একটি সাক্ষাৎকারে বলেন, “নরেন্দ্র মোদির সফরের পরই ইসরো ফেল করেছে। কঙ্গনা রানাউত মোদির সঙ্গে দেখা করার পরই তাঁর ছবি সুপার ফ্লপ হয়েছে। বিরাট কোহলি মোদির সঙ্গে হাত মেলানোর পর টানা তিন বছর কোনও সেঞ্চুরি করতে পারেননি। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয়ের পরে মোদি স্টেডিয়ামে যাওয়াতেই ভারত ফাইনালে হেরে যায়। আর সেই কারণে মোদি তেজসে সওয়ার হওয়ার পরই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হতে পারে।’

    আরও পড়ুন: মানসিক সমস্যায় ভুগছেন কালীঘাটের ‘কাকু’! এসএসকেএম-এর রিপোর্ট মানতে নারাজ ইডি

    বিজেপির প্রতিক্রিয়া

    শান্তনুর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “তৃণমূল কংগ্রেস এদিন সমন্ত সীমা লঙ্ঘন করেছে। তৃণমূল মোদির ওপর ঘৃণা বর্ষণ করার জন্য ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের মৃত্যু কামনা করছে। কারণ মোদি তেজস যুদ্ধ বিমানের জন্য এই বিমান ক্র্যাশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। সেনা বাহিনীকেও ছেড়ে কথা বলে না তৃণমূল কংগ্রেস। পুলওয়ামা হামলা, সার্জিক্যাল স্ট্রাইকের পরেও তৃণমূল প্রশ্ন তুলেছে। পুলওয়ামাকে ফেক বলেও বর্ণনা করেছিল তৃণমূল। এই দলের সাংসদ এরকম মন্তব্য করতেই পারে। এর জবাব চায় বিজেপি।” তৃণমূল সূত্রে খবর,  শান্তনুর এই মন্তব্যকে অসংবেদনশীল বলা হয়েছে। দলের তরফে তাঁকে জানানো হয়েছে, তিনি যেন মিডিয়ায় আর কোনও মন্তব্য না করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AC Local Train: লোকাল ট্রেনে এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদা শাখায় চালু নতুন পরিষেবা

    AC Local Train: লোকাল ট্রেনে এসি কোচ! ডিসেম্বরেই শিয়ালদা শাখায় চালু নতুন পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চমক রেলের। পূর্ব রেল সূত্রে খবর, লোকাল ট্রেনে জুড়তে চলেছে এসি কোচ। প্রথমবারের জন্য শিয়ালদা ডিভিশনে চলবে এসি কোচ-সহ লোকাল ট্রেন। ডিসেম্বরে, আগামী তিন সপ্তাহের মধ্যেই এই এসি কোচ-সহ লোকাল ট্রেন ছুটবে শিয়ালদা মেইন লাইনে। প্রথম ধাপে কয়েকটি ইএমইউ ট্রেনের সঙ্গেই এসি কোচ জোড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

    লোকালে প্রথম শ্রেণির কোচ

    পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, প্রাথমিকভাবে, শিয়ালদহ-রানাঘাট লাইনে এসি কোচ যুক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অন্য লাইনেও এই ট্রেন চালানো হবে। শুধু শিয়ালদহ নয়, হাওড়া ডিভিশনেও এসি কোচ যুক্ত লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পূর্ব রেলওয়ে ইএমইউ ট্রেনগুলিতে প্রথম শ্রেণির কোচ পরিষেবা চালু করতে পেরে খুবই আনন্দিত। এটি একটি যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে। মুম্বইয়ে এসি লোকাল ট্রেনের রেওয়াজ রয়েছে বহুদিন ধরে। 

    আরও পড়ুন: মানসিক সমস্যায় ভুগছেন কালীঘাটের ‘কাকু’! এসএসকেএম-এর রিপোর্ট মানতে নারাজ ইডি

    ভাড়া নাগালের মধ্যে

    লোকাল ট্রেনের অন্যান্য কোচের থেকে এসি কোচ (প্রথম শ্রেণির কোচ) একটু আলাদা হবে। আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত থাকবে এই এসি কোচ। যেসব যাত্রী ট্রেন সফরের সময় আরামদায়ক পরিবেশ পছন্দ করেন, তাঁদের জন্য এই পরিষেবা খুবই ভাল। বিশেষ করে অফিস যাত্রী, গর্ভবতী মহিলা, রোগীদের জন্য এই পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। এসি কোচ সংযুক্ত করা হলেও যাতে যাত্রীদের পকেটে খুব বেশি চাপ না পড়ে, সেদিকে নজর রেখেই এই কোচের ভাড়া কম রেখেছে রেল। যাঁরা লোকাল ট্রেনে ৫ টাকার টিকিট কাটেন, প্রথম ক্লাসে উঠতে গেলে সেই টিকিটের ভাড়া ২৫ টাকা দিতে হবে। ১০ টাকার বদলে টিকিট ভাড়া হবে ৫৫-৮৫ টাকা। তবে এই ভাড়া নির্ভর করছে, আপনি কতদূর যাবেন তার উপর। ১৫ টাকার টিকিট বেড়ে হবে ৯০ টাকা। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং আরামের মধ্যে ব্যবধান পূরণ করতে পেরে পূর্ব রেলওয়ে গর্বিত৷

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh Election 2024: রাজনীতির ময়দানে শাকিব, ফিরদৌস! হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে

    Bangladesh Election 2024: রাজনীতির ময়দানে শাকিব, ফিরদৌস! হাসিনার দলের টিকিটে লড়বেন ভোটে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের ১২তম সংসদীয় নির্বাচনে (Bangladesh Election 2024) লড়বেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। যেটি তাঁর নিজের জেলা। ৭ জানুয়ারি বাংলাদেশে (Bangladesh) নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের হয়েই প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস।

    ভোটের লড়াইয়ে শাকিব

    আপাতত আঙুলের চোটে মাঠের বাইরে শাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কবে তিনি মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। ধোঁয়াশা রয়েছে। মাশরাফি মর্তুজার পর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নির্বাচনে লড়বেন শাকিব। প্রাক্তন ক্রিকেটার মাশরফিও ২০১৮-র নির্বাচনেই আওয়ামী লিগের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে ক্ষমতাসীন হাসিনার আওয়ামি লিগ। রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রাথমিকভাবে ৩০০টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী কারা হচ্ছেন সেই ঘোষণা অবশ্য করা হয়নি।

    আরও পড়ুন: শান্তিপুর রাসযাত্রায় রাধাকৃষ্ণের যুগল মিলনের পর হয় বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা

    ভোট-ময়দানে ফিরদৌসও

    শাকিবের পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফিরদৌসকে ঢাকা-১০ আসনে প্রার্থী (Bangladesh Election 2024) করা হয়েছে। রবিবার প্রকাশিত প্রার্থী তালিকায় ৩০০টির মধ্যে ২৯৮টি আসনে আওয়ামী লিগ নিজেদের প্রার্থী ঘোষণা করায় তাদের শরিক দল জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফাঁপরে পড়েছে। আওয়ামী লিগ গত তিনটি নির্বাচন শরিকদের নিয়ে জোট গড়ে লড়েছে। এ বারে সব আসনে একতরফা প্রার্থীদের নাম ঘোষণা করার পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, শরিকদের সঙ্গে আলোচনা হবে। যে সব আসন তাদের ছাড়া হবে, সেখানে আওয়ামী প্রার্থীরা সরে দাঁড়াবেন। গোপালগঞ্জ-৩ আসন থেকে সপ্তম বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক-সহ মন্ত্রিসভার সব পূর্ণমন্ত্রী আগের আসনেই প্রার্থী হচ্ছেন। তবে বাদ গিয়েছেন তিন জন প্রতিমন্ত্রী ও ৬৯ জন সাংসদ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। রাহুল (Rahul Dravid) আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদে থাকতে চাইছেন না।  সূত্রের খবর আগামী আইপিএল-এ (IPL 2024) লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে  দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। লখনউ সুপারজায়ান্টসের মেন্টের ছিলেন গৌতম গম্ভীর। যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মুশুমে। সেই জায়গাতেই আসতে পারেন দ্রাবিড়।

    নয়া ভূমিকায় দ্রাবিড়

    দ্রাবিড় (Rahul Dravid) এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর  রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।  ফলে আইপিএলে যে এলএসজির মেন্টর হিসেবে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে এটা এক প্রকার সিলমোহর না পড়লেও নিশ্চিত ভাবে বলাই যায়।  এর আগে আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও, সাপোর্ট স্টাফ হিসেবে এই প্রথমবার আইপিএলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 

    আরও পড়ুন: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার

    ইতিমধ্যেই গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের সাপোর্ট স্টাফের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর। তবে, দ্রাবিড়কে তাঁর পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটেও দেখা যেতে পারে, বলে খবর। তবে এখনও জাতীয় দলের হেড কোচ দ্রাবিড়। বিসিসিআই-এর সঙ্গে তাঁর কথা বলার উপরই সব কিছু নির্ভর করছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share