Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • ICC World Cup 2023: “ভারতেরও কিছু দুর্বলতা রয়েছে”! কী বললেন অজি তারকা পেসার হ্যাজলউড?

    ICC World Cup 2023: “ভারতেরও কিছু দুর্বলতা রয়েছে”! কী বললেন অজি তারকা পেসার হ্যাজলউড?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ দখলের লড়াইয়ে ভারত। তবে, লড়াইটা সহজ হবে না। বিরাট-রোহিতদের দুর্বলতা ধরে ফেলেছেন বলে দাবি অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজলউডের। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে অপরাজিত তাঁরা। তবু আগে হোক বা পরে ভারতীয় ইনিংসের শুরুতেই দুটো-তিনটে উইকেট ফেলে দিতে পারলে কাজটা সহজ হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া। বিরাটকে দ্রুত ফেরানোই লক্ষ্য কামিন্সদের।

    কী বলছেন হ্যাজলউড

    হ্যাজলউড বলেছেন, ‘‘ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত। তবে, চেন্নাইয়ে প্রথম ম্যাচে ওদের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম।’’ বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদের ২২ গজে খেলার অভিজ্ঞতা ফাইনালে তাঁদের সাহায্য করবে বলে মনে করছেন হ্যাজলউড। তিনি বলেছেন, ‘‘একটা দেশে অনেক মাঠ থাকা দারুণ ব্যাপার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— উইকেট, আবহাওয়ার পার্থক্য থাকে। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। বোলারদের মানিয়ে নিতে হয়। ব্যাটারদের মানিয়ে নিতে হয়। তবে আমদাবাদের উইকেট বেশ ভাল। পাটা উইকেট। মনে হয় আমরা একই রকম উইকেট পাব।’’

    অতীত রেকর্ড

    অস্ট্রেলিয়া এই নিয়ে মোট ৮ বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। এর আগে তারা ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে অংশ নেয়। যার মধ্যে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অজি দল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে আমেদাবাদে। ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার থেকে বেশিবার ফাইনালে ওঠেনি আর কোনও দল। সব থেকে বেশিবার ওয়ান ডে বিশ্বকাপ জেতার রেকর্ডও রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। অন্যদিকে ভারত এই নিয়ে মোট ৪ বার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। টিম ইন্ডিয়া এর আগে ১৯৮৩, ২০০৩ ও ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে। ১৯৮৩ ও ২০১১ সালে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হলেও ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাপ জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রোহিত-ব্রিগেড। টানা দশটা ম্যাচ জিতে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC Cricket World Cup 2023) অপরাজিত ভারত। আর একটি ম্যাচ, কোনও ভুল করতে নারাজ মেন ইন ব্লু। সতীর্থদের পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন নেই রোহিতের মনে। কিন্তু পিচ, তা নিয়ে সন্দেহ তো রয়েইছে! তাই আমেদাবাদে পৌঁছে ভারত অধিনায়ক রোহিত শর্মা সময় নষ্ট করলেন না একটুকুও। মোতেরাতে দলের ঐচ্ছিক অনুশীলনের সময়েই একেবারে সরেজমিনে পিচ পরীক্ষা করলেন রোহিত।

    পিচ পর্যবেক্ষণে রোহিত

    এদিন অনুশীলনের সময়ে, ২২ গজ খতিয়ে দেখে পিচের চরিত্র, কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করতে পারে পিচ তা বোঝার চেষ্টা করেন রোহিত। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনাও করত দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। ২০১১ সালের পরে ফের একবার ভারতের সামনে সুযোগ এসেছে বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জয়ের। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত বাহিনী। শুক্রবার রোহিত-দ্রাবিড় পিচ পর্যবেক্ষণের পরই দেখা যায়, মাঠকর্মীরা ভারী রোলার দিয়ে পিচ রোল করছেন। প্রায় ২০ মিনিট ধরে এদিন পিচ রোলিংয়ের কাজ করা হয়।

    পিচ কিউরেটরের মত

    গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটরের মতে মোতেরার ওই উইকেটে নিরাপদ স্কোর হতে পারে ৩১৫ রান। প্রথমে ব্যাট করে কোন দল ৩১৫ রান করলেই তারা তা ডিফেন্ড করতে পারবে। তার এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ওই পিচ কিউরেটর। তাঁর মতে, ‘যদি পিচে ভারী রোলার ব্যবহার করা হয় তাহলে উইকেট স্লো ব্যাটিং উইকেট তৈরি হবে। ভারী রোলার দিয়ে কৃষ্ণমৃত্তিকাকে রোল করা হলে তা আস্তে আস্তে বসে যায়। যে সমস্ত ক্র্যাক পিচে থাকে তা ভরাট হয়ে যায়। ফলে আদর্শ স্লো ব্যাটিং উইকেটে পরিণত হয় ২২ গজ। যেখানে বড় স্কোর করা দুই পক্ষের পক্ষে কার্যত বড় ব্যাপার নয়। আর তা করে ডিফেন্ড করাটাও সম্ভব। কারণ ভারী রোলার চালানোর পরে উইকেটে বলকে ব্যাটাররা সহজে হিট করতে পারবে না।’ ফলে এই উইকেটেও টস জিতে প্রথম ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। না হলে পরে উইকেট স্লো হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হতে পারে।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    অনুশীলনে ভারত

    এদিন ভারতীয় দল অনুশীলনে স্লিপ ক্যাচিংয়ে জোর দেয়। রাহুল, জাদেজা, ইশান ব্যাটিং অনুশীলনও করেন। জাদেজা পাওয়ার হিটিং অনুশীলন করেন। কেএল রাহুল স্ট্রেট ব্যাট শট অনুশীলন করেন। এদিন রোহিতকে সুইপ শট অনুশীলনে জোর দিতে দেখা যায়। দুই লেগ স্পিনারের বিরুদ্ধে রোহিত দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আমদাবাদে চাঁদের হাট। রবিবার, ১৯ নভেম্বর ফাইনাল খেলায় মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্‌। শুক্রবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।  নিরাপত্তা ব্যবস্থা থেকে ট্রফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মাঠে থাকতে পারেন শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি। আসছেন বিগ-বি অমিতাভ বচ্চন, বলিউড তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন, রজনীকান্ত, কামাল হাসান প্রমুখ।

    বায়ুসেনার এয়ার-শো

    বিশ্বকাপ ফাইনালের দিন থাকছে আরও আয়েজন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। খেলা শুরু আগে, টসের ঠিক পরেই ভারতীয় বায়ুসেনার ন’টি বিমান উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে স্টেডিয়ামের উপর এয়ার শো দেখাবে। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। জাতীয় সঙ্গীতের সময়েও স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাবে বিশেষ বিমান। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে তাঁদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। গান গাইবেন বলিউডের তারকা সুরকার প্রীতম।

    কঠোর নিরাপত্তা

    ফাইনাল ম্যাচের আগে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেছেন। শনিবারও দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০০৩ সালের পর আবার ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে। গত মার্চে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের সময়ে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। সেবার ম্যাচের আগে ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে মোদি এবং অস্ট্রেলিয়া দলের পাশে দাঁড়িয়ে অ্যালবানিজ জাতীয় সঙ্গীতে গলা মেলান। রোহিতের হাতে টুপি তুলে দেন মোদি এবং স্টিভ স্মিথের হাতে ব্যাগি গ্রিন তুলে দেন অ্যালবানিজ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যভারতের প্রধান রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে বিধানসভা নির্বচনে ভোট পড়ল যথাক্রমে ৭১ শতাংশ ও ৬৮ শতাংশ। এদিন দ্বিতীয় দফায় ছত্তিসগড়ে ৭০ আসনে ভোট নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ২৩০ টি আসনে ভোট গ্রহণ করা হয়। ডিসেম্বরের ৩ তারিখে ভোট গণনা পর্ব শুরু হবে। এদিন ভোট গ্রহণের সময় মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়ে। ছত্তিসগড়ে ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ।

    ছত্তিসগড়ে নির্বাচন

    ছত্তিসগড় বিধানসভায় মোট ৯০টি আসন। তার মধ্যে মাওবাদী-উপদ্রুত ২০টি আসনে গত ৭ নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ করা হল শুক্রবার। ভোট হল রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য। 

    মধ্যপ্রদেশে ভোট গ্রহণ

    মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Elections 2023) চলাকালীন প্রকাশ্যে গুলি চালাল (open fire) অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। শুক্রবার মেহগাও বিধানসভা (Mehgaon Assembly constituency) এলাকার এই ঘটনায় বিজেপি প্রার্থী (BJP candidate) জখম হন। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ভোট একদফায় হয় শুক্রবার। সকাল সাতটা থেকে ভোট চলে বিকেল ৬টা পর্যন্ত। তবে বালাঘাট জেলার বাইহার, লানজি ও পারসওয়ারা বিধানসভা আসনে এবং মান্ডলা ও ডিন্ডোরি জেলার বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণ চলে ৩টে পর্যন্ত। ওই এলাকাগুলি নকশাল অধ্যুষিত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

    মধ্যপ্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বুধনি), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী— নরেন্দ্র সিং তোমর (মোরেনা), প্রহ্লাদ পটেল (নরসিংহপুর) এবং ফগ্গন সিং কুলস্তে। কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রী মুখ’ কমল নাথ ছিন্দওয়াড়ায় প্রার্থী হয়েছেন। রাজ্যের ৪২ হাজার ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য আনুমানিক ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ পুলিশের ২ লক্ষ কর্মীও মোতায়েন করা হয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা

    Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ । বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে সর্বশক্তি দিয়ে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে  রাজ্যের উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা জারি করেছে প্রশাসন। কলকাতা ও দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    রাজ্যে ‘মিধিলি’র প্রভাব 

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ ক্রমশ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। আগামী কাল সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে মিধিলি। এর প্রভাবে আজ ও কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

    কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। 

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ‘মিধিলি’র গতিবেগ

    শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে মিধিলির আছড়ে পড়ার সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে না এলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতে। এর প্রভাবে শুক্র ও শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। রাতের তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ থাকায় কমবে দিনের তাপমাত্রা। ঝোড়ো হাওয়া বইবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৭ থেকে ৮৭ শতাংশ। আর্দ্রতা বজায় থাকবে। রবিবার থেকে শহর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। ব্যাটে রান পাননি অধিনায়ক বাবর আজম। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এখন দোলাচলে পাক ক্রিকেট।  এবার প্রাক্তন অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁর দুই সতীর্থ। প্রসঙ্গত, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে পাক ক্রিকেটে এই আওয়াজ, বাবরের টি-টোয়েন্টি কেরিয়ারে প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর করা হয়েছে মহম্মদ হাফিজকে। নয়া জমানায় বাবর এখন নিজের জায়গা করতে পারেন কি না তা সময় বলবে।

    বাবর-বিরোধী সুর

    বাবরের নেতৃত্ব ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তোপ দাগেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।  একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য় নয় বাবর। কঠিন হলেও নির্বাচকদের এখনই ছেঁটে ফেলা উচিত।” প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আমিরও বলেন, “টি-টোয়েন্টিতে খেলার যোগ্যতা নেই বাবরের।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    বাবরকে সম্মান

    উল্লেখ্য, বাবর নেতৃত্ব ছাড়ার পরে বেশ কয়েকজন সতীর্থ ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। বাবরের প্রশংসা করে নাসিম শাহ বলেছেন, “চার বছর আনন্দে কাটালাম। তোমার অধীনে খেলা বেশ সম্মানের ব্যাপার। সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তোমার নেতৃত্বেই। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়েছ তুমি।” পাক দলে বাবরের সহকারী মহম্মদ রিজওয়ান লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তুমি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালবাসা, সাহস, ভাবনা এবং প্রচেষ্টা সবার কাছে অনুকরণ করার মতো। আশা করি পাকিস্তানের নাম এ ভাবেই উজ্জ্বল করবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    ফাইনালে বিশিষ্ট অতিথিরা

    রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ভারতের অনুশীলন

    আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রিন্স অফ ক্যালকাটার চোখের সামনে থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। তাই কলকাতা যেন কোনওভাবেই চায় না ফাইনালে মুখোমুখি হোক ভারত-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইডেনের গ্যালারি অন্তত তাই বলছিল। আমেদাবাদে রোহিতের হাতে যে কোনও মূল্যে কাপ দেখার স্বপ্নই বুনে চলেছে কলকাতা-সহ গোটা দেশ।

    প্রোটিয়াদের সমর্থন

    বৃহস্পতিবার, টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে এলে উল্লাসে ফেটে পড়ে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু দ্রুত উইকেট পড়ে গেলে খানিকটা চুপ করে যায় ইডেন। এরপর ডেভিড মিলার সেঞ্চুরি করতেই শব্দব্রহ্ম ইডেনে। ওঠে মেক্সিকান ঢেউ-ও। আর দ্বিতীয় পর্বে! গ্যালারি যেন মনে প্রাণে চাইছিল, ২১২ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাজিক হোক। বেশ কিছু হাফ-চান্স, ইডেনের হতাশা বাড়াল। অস্ট্রেলিয়া তিন উইকেট হারাতেই ফের মেক্সিকান ওয়েভ গ্যালারিতে। শামসি-মহারাজের কোনও ডেলিভারি টার্ন করতেই ম্যাজিকের প্রত্যাশা বাড়ল। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোখা সহজ নয়। নক-আউটে ব্যাগি গ্রিনরা যে ভয়ঙ্কর তা বিলক্ষণ জানে কলকাতা।

    আতঙ্ক অস্ট্রেলিয়া

    বিশ্বকাপ রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে। পুরুষদের একদদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মোট ১৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আটটা ম্যাচে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮৩ সালে, ১৯৮৭ সালে, ২০১১ সালে এবং ২০১৯ সালে এবং চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে জয়লাভ করেছিল। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল। ২০১৫ সালে এই দুই দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে টক্কর হয়। দুবারই পরাজিত হয় ভারত। একদিনের ফরম্যাটে রেকর্ডের দিকে তাকালেও অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে থাকবে। এখনও পর্যন্ত মোট ১৫০টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতেছে ৫৭টি ম্যাচে। আর ৮৩টি ম্যাচে তারা হেরে গিয়েছে। এছাড়া ১০টি ম্যাচ অমীমাংসিত রয়েছে।

    আরও পড়ুন: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    রেহিতদের নিয়ে আশা

    সময় বদলেছে। পরিবর্তন হয়েছে মানসিকতার। রোহিতের ভারত এখন অবশ্য অপরাজেয়। চলতি বিশ্বকাপের ১০টি ম্যাচের ১০টিতেই জিতেছে মেন-ইন-ব্লু। সোনার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে আর মাত্র একটা ধাপ দূরে কোহলি-শামিরা। রোহিতের ভারত শুধু জিততে জানে। তাই ইডেনে বৃহস্পতিবার, ম্যাচ শেষে ছিল একটাই আওয়াজ এবার ২০০৩-এর বমধুর প্রতিশোধ নিতে হবে। কলকাতার জামাই মহেন্দ্র সিং ধোনির ভারত পেরেছিল। ২০১১ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতেছিল ধোনি-ব্রিগেড। রোহিতরাও পারবে বিশ্বাস ক্রিকেট পাগল কলকাতার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেকটা কাছে পৌঁছেও সেমিফাইনালের বাধা পেরোতে ব্যর্থ প্রোটিয়ারা। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার। ১৯৯৯ ও ২০০৭ সালের পর আবার ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। পাঁচ বারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ট্রফি জিতেছিল ইডেন গার্ডেন্সেই। ১৯৮৭ সালে প্রথম ট্রফি জয়ের মঞ্চে অষ্টম ফাইনাল নিশ্চিত করল অজিরা। রবিবার আমেদাবাদে ভারতের সামনে ব্যাগি গ্রিনরা।

    ‘চোকার্স’ তকমা মুছল না

    এদিনও ‘চোকার্স’ তকমা মুছে ফেলতে পারল না টেম্বা বাভুমার দল। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। পাঁচ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পাঁচ বারই হারল দক্ষিণ আফ্রিকা।  এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাভুমা। অধিনায়কের সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২১২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ডেভিড মিলার ১০১ রানের লড়াকু ইনিংস না খেলতে পারলে এবং হেনরিক ক্লাসেন ৪৭ রান না করলে বড় লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। 

    সহজ হল না অস্ট্রেলিয়ার জয়

    এক দিনের ক্রিকেটে ২১৩ রানের লক্ষ্য তেমন বড় নয়। ইডেনের ২২ গজে সেই রান খুব সহজে তুলতে পারল না অস্ট্রেলিয়া। দুই ওপেনার অবশ্য ইনিংস শুরু করেন আগ্রাসী মেজাজে। ৪৮ বলে ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৬২ রান করলেন হেড। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এল ১৮ বলে ২৯ রানের ইনিংস। ১টি চার এবং ৪টি ছয় মারলেন তিনি। মার্করাম এবং কেশব মহারাজ দুই ওপেনারকে পর দু’ওভারে আউট করতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই চাপ সঙ্গী হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোটা ইনিংসে। তিন নম্বরে নেমে ব্যর্থ হলেন মিচেল মার্শ (শূন্য)। দলকে তেমন ভরসা দিতে পারলেন না স্টিভ স্মিথ (৬২ বলে ৩০), মার্নাস লাবুশেন (৩১ বলে ১৮), গ্লেন ম্যাক্সওয়েলরা (১)। শেষ দিকে লড়াই করলেন জশ ইংলিস। তাঁকে সঙ্গ দিলেন স্টার্ক। শেষ পর্যন্ত স্টার্কের সঙ্গে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক কামিন্স।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: অতি গভীর নিম্নচাপ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

    Weather Update: অতি গভীর নিম্নচাপ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশে কালো মেঘ। এক ধাক্কায় কমেছে দিনের তাপমাত্রা। ইডেনের আকাশে ক্রমেই গাঢ় হচ্ছে নিম্নচাপের মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলতে পারে কলকাতায়। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনিয়েছিল, তা ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আজ, ইডেনে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। বৃষ্টির ফলে ব্যহত হতে পারে সেই ম্যাচ।

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বেলা যত বাড়বে বৃষ্টির (Rain) সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভানা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। আগামীকাল অর্থাৎ ১৭ নভেম্বর সকালে এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে। এরপর উপকূল বরাবর বাংলাদেশের দিকে এগোবে। শনিবার বিকেল অথবা সন্ধ্যের দিকে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকার পাথরঘাটা মাথাবেড়িয়া দিয়ে বরিশালের অভিমুখে যাবে। এর প্রভাবে ১৬ থেকে ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। 

    আরও পড়ুন: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    শহরে বৃষ্টির সতর্কতা

    বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শুক্রবারও মেঘলা আকাশ ও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share