Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India vs Pakistan: ভারত-পাক ম্যাচে খেলবেন শুভমান! মহালয়ায় মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিত

    India vs Pakistan: ভারত-পাক ম্যাচে খেলবেন শুভমান! মহালয়ায় মহারণের আগে আত্মবিশ্বাসী রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর সায় না দিলেও মন টানছে। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অভিষেকের অপেক্ষায় শুভমান গিল। আহমেদাবাদের পিচ বরাবরই তাঁর জন্য পয়া। আইপিএল হোক বা জাতীয় দলের জন্য ম্য়াচ হোক, গিল সবসময় এখানে রান পেয়েছেন। তার উপর সামনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান (India vs Pakistan)। এরকম ঐতিহাসিক ম্যাচে মাঠে নামতে না পারলে আক্ষেপ থেকে যাবে বহুদিন। তাই যে কোনও মূল্যে শনিবার বাইশ গজে ফিরতে চান শুভমান।

    কতটা ফিট গিল

    ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আগামী কালের ম্যাচ খেলার জন্য শুভমান গিল ৯৯ শতাংশ নিশ্চিত।” এর থেকে পরিষ্কার শুভমান গিল পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করতে নামছেন। এর ফলে ওপেন থেকে মিডল অর্ডারে নামতে হবে ঈশান কিষানকে। গিল দলে এলে কাকে বাদ পড়তে হবে সেটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার। কারণ ফর্মের দিক থেকে তাঁর অবস্থা এখন কিছুটা নড়বড়ে। ফলে তাঁর বাদ পড়ার সম্ভবনা বেশি।

    কীভাবে খেলতে পারেন শুভমান

    দিল্লি থেকে ভারতীয় দলে আহমেদাবাদে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ডেঙ্গি আক্রান্ত শুভমান। বৃহস্পতিবার সকালে অনুশীলনও করেন তিনি। তার পরেই শুভমনের খেলার সম্ভাবনা বাড়ে। অনুশীলনে দেখা গিয়েছে শুভমান গিল নেটে ব্যাটিং করেছেন। তবে তাঁকে ফিল্ডিং করতে দেখা যায়নি। ক্যাচিং হোক বা অন্য কিছু হোক তিনি ফিল্ডিংয়ের কোনও কাজে অংশগ্রহণ করেননি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, গিলকে শুধু ব্যাটিং করানো হতে পারে। ফিল্ডিংয়ের সময় তাঁকে তুলে নিতে পারে ভারত। ফিটনেসের জন্য তাঁকে ৫০ ওভার ফিল্ডিং করানোর ঝুঁকি নাও নিতে পারে টিম ম্য়ানেজমেন্ট।

    আরও পড়ুন: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    ম্যাচ নিয়ে কী বললেন রোহিত

    ভারত-পাকিস্তান ম্যাচের অনেক আগে থেকেই বাড়ছে উন্মাদনা। সমাজমাধ্যমে লড়াই চলছে দু’দলের সমর্থকদের। তিনি এ সব নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘৯ মাস ধরে সমাজমাধ্যম দেখিনি। যে যার মতো বলতেই পারে। আসল খেলা হয় মাঠে। সেখানে দু’দলের মধ্যে যে ভাল খেলতে পারে সে জেতে। তাই মাঠের লড়াইয়ের দিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’’ এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আহমেদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এক দিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্য দিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। দিনের শেষে একদল জিতবে, একদল হারবে এটাই ইস্তক। তবে আসল জয় তো ক্রিকেটের।

    ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:  রোহিত, শুভমান, কোহলি, ঈশান, রাহুল, হার্দিক, জাদেজা, অশ্বিন, কুলদীপ, বুমরা এবং শামি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    ICC World Cup 2023: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিথি নারায়ণ! এই বিশ্বাস নিয়েই বড় হয় ভারতীয়রা। ভারত সফরে এসে তেমনই অভিজ্ঞতা হল পাকিস্তানের ক্রিকেটারদের। সীমান্তে উত্তেজনা থাকলেও ভারত কখনও অতিথিদের ফেরায় না। তা ভালই বুঝছেন বাবর আজমরা। ভারতে আসা থেকে হায়দরাবাদেই ছিলেন বাবরেরা। দু’টি প্রস্তুতি ম্যাচ এবং প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ সেখানেই খেলেছে পাকিস্তান। ভারতের (ICC World Cup 2023) বিরুদ্ধে খেলতে বুধবার আহমেদাবাদে এসেছেন তাঁরা। হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক পাক ক্রিকেটাররা। বিমানে ওঠা থেকে বিমান ছাড়া পর্যন্ত সব কিছুই ছিল স্বাভাবিক। মাঝ আকাশে পাকিস্তান দলের জন্য একটি কেক নিয়ে আসেন বিমানসেবিকারা। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জয়ের জন্য বাবরদের অভিনন্দন জানান সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা।

    আতিথেয়তায় মুগ্ধ বাবরেরা

    কেক দেখে প্রথমে একটু বিস্মিত হয়েছিলেন বাবরেরা। কারণ বুঝতে পারেননি। তবে বিমানকর্মীদের উদ্যোগে তাঁরা উচ্ছ্বসিত। সবাই মিলে বিমানে কেক কেটে উৎসব পালন করেন পাক ক্রিকেটাররা। দলের কয়েক জন ক্রিকেটারকে ভিডিয়ো তুলতে দেখা গিয়েছে। বিমানকর্মীদের পাল্টা ধন্যবাদও জানিয়েছেন উচ্ছ্বসিত বাবরেরা। এখনও পর্যন্ত ভারত সফরের অভিজ্ঞতায় খুশি তাঁরা। কাঁটাতারের বৈরিতা এখনও ভারতে প্রত্যক্ষ করতে হয়নি তাঁদের। অন্য দলের মতোই সুযোগ-সুবিধা-আতিথেয়তা পেয়েছেন বাবররা। বরং নিরাপত্তার খাতিরে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    ভারতের বিরুদ্ধে খেলবেন কারা

    টানা দু’টি ম্যাচ জিতে শনিবার আহমেদাবাদে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ শতরান করেছেন আবদুল্লাহ শফিক। ওপেনার হিসেবে তাই ইমাম উল হকের সঙ্গে থাকবেন শফিক। ইমাম প্রথম দু’টি ম্যাচে রান না পেলেও ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড খারাপ নয়। তিনে যথারীতি বাবর আজম নামবেন। তিনিও আগের দু’টি ম্যাচে রান পাননি। ভারতের বিরুদ্ধে ব্যাটে রান পেতে মরিয়া বাবর। আগের ম্যাচে সতরান পেয়েছেন মহম্মদ রিজওয়ানও। চারে নামবেন তিনি। আহমেদাবাদের পিচ স্পিন সহায়ক হওয়ায় দুই স্পিনার অলরাউন্ডার শাদাব খান এবং মহম্মদ নওয়া‌জ দলে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলি যা ফর্মে রয়েছে, তাতে যে কোনও দল তাঁদের সমীহ করবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Merdeka Cup 2023: ২২ বছর পরে মারডেকা কাপে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনা লক্ষ্য সুনীলের

    Merdeka Cup 2023: ২২ বছর পরে মারডেকা কাপে দেশের ঐতিহ্য ফিরিয়ে আনা লক্ষ্য সুনীলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে আজ, শুক্রবার মারডেকা কাপে (Merdeka Cup 2023) নামছে ভারত। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। টিমের সঙ্গে যোগ দিয়েই বুধবার কুয়ালা লামপুরে প্র্যাক্টিসে নেমে পড়েন ভারত (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে সন্দেশ ঝিঙ্ঘানও। সংগঠক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে খেলাটা যে সহজ হবে না তা ভালই জানে ইগর স্টিমাচের দল।

    কী বলছেন ভারত অধিনায়ক

    ফিফা ক্রমতালিকায় ভারত ১০২ নম্বর আর মালয়েশিয়া ১৩৪ নম্বরে। সুনীল কিন্তু তার জন্য মালয়েশিয়াকে খাটো করে দেখতে নারাজ। তাঁর কথায়, ‘৮৩ হাজার দর্শকাসনের গ্যালারিতে মালয়েশিয়া দারুণ সমর্থন পাবে। ফলে ওরা উজ্জীবিত ফুটবল খেলবে। তবে আমাদের জন্যও গলা ফাটাতে কিছু সমর্থক তো থাকবেনই।’ ভারতীয় ফুটবল দলের নেতা বলেন, ‘মারডেকায় এক সময় ভারতের পূর্বসূরিরা ভালো রেজাল্ট করতেন। কিন্তু পরে সে ভাবে ভালো ফল নেই। এবার আমাদের লক্ষ্য মারডেকায় (Merdeka Cup 2023) ভারতের সম্মান ফিরিয়ে আনা। তবে সবার আগে প্রথম ম্যাচটাই এখন আমাদের ফোকাস।’ 

    আরও পড়ুন: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    চারটি দল খেলার কথা ছিল – ভারত, মালয়েশিয়া, তাজিকিস্তান এবং প্যালেস্তাইন। কিন্তু প্যালেস্তাইন নাম তুলে নেওয়ায় তিনটি দল নিয়েই মারডেকা কাপ (Merdeka Cup 2023) খেলা হবে। আর ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী সবথেকে এগিয়ে আছে ভারত (Indian Football Team)। তাই এখানে সুনীলদের কাছ থেকে ভাল ফল প্রত্যাশিত। ভারত বনাম মালয়েশিয়ার মধ্যে যে দল জিতবে, সেই দল আগামী ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

    ম্যাচের খুঁটিনাটি

    কোথায় হবে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ :
    শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে মারডেকা কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

    কখন ম্যাচ শুরু :
    আজ (শুক্রবার, ১৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচ শুরু হবে। 

    কোন চ্যানেলে দেখা যাবে:
    ম্যাচ দেখা যাবে ইউরো স্পোর্টস টিভি চ্যানেলে (Eurosport)। ভারতীয় দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Indian Football Team) ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের লাইভস্ট্রিমিং হবে (ক্লিক করুন এখানে)। তাছাড়া জিয়ো টিভিতেও (Jio TV) বিনামূল্যে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ দেখতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    India vs Pakistan: গিলকে বিশ্বকাপের জন্য প্রেরণা যুবির! পাক ম্যাচে কি খেলবেন শুভমান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের লড়াই হোক বা জীবনযুদ্ধের… ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং সকলের কাছেই প্রেরণা। রাত পোহালেই ভারত-পাকিস্তান মহারণ। তার আগে ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলকে (Shubman Gill) প্রেরণা দিলেন যুবি।   ২০১১ সালের বিশ্বকাপের সময় যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মাঠের মধ্যে ম্যাচের মাঝে বমিও করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে যুবরাজের ব্যাট কিন্তু বন্ধ হয়নি। বরং দলের বিশ্বকাপ জয়ে যুবরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যুবি জানান, তিনি আশাবাদী পাক ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন গিল। 

    কী বললেন যুবরাজ

    চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর আফগানিস্তানকে হারিয়েছে মেন ইন ব্লু। এই দু’টি ম্যাচের একটিতেও খেলতে দেখা যায়নি ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি থেকে সুস্থ হয়ে মাঠে গিল কবে ফিরবেন এই নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই আবহে যুবরাজ বলেন, ‘শুভমান গিলকে আমি শক্তিশালী করে দিয়েছি। আনি ওকে বলেছি, কীভাবে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে আমি বিশ্বকাপে খেলেছিলাম। আমি আশাবাদী ও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি। যখন কারও জ্বর এবং ডেঙ্গি হয় তার পক্ষে ক্রিকেট ম্যাচ খেলা কঠিন হয়। এবং তার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি জানি ও ফিট থাকলে নিশ্চিতভাবে খেলবে।’

    আরও পড়ুন: গানে মাতাবেন অরিজিৎ! ভারত-পাক ম্যাচের আগে জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা

    অনুশীলনে গিল

    বৃহস্পতিবারই আমেদাবাদে নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেল গিলকে। এক সপ্তাহেরও বেশি সময় পরে তিনি প্রথম অনুশীলন করেন। সকালে নেট অনুশীলনের আগে শুভমান গিল খোশমেজাজে রয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার ফিজিয়ো কমলেশ এবং থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে। মোতেরার নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেছেন গিল। তিনি থ্রোডাউন এবং কিছু নেট বোলারের মুখোমুখি হয়েছিলেন। অনুশীলনের সময়ে তাঁর কোনও ধরণের শারীরিক অস্বস্তি ছিল বলে জানা যায়নি। সেশনের শেষের দিকে ২৪ বছরের তারকা তাঁর ফিল্ডিং দক্ষতা বাড়াতে কিছু ক্যাচও অনুশীলনও করেন। পাকিস্তান ম্যাচের জন্য এখনও এক দিন হাতে রয়েছে। শুভমন গিল শুক্রবার সন্ধ্যায় বাকি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর দ্বিতীয় রাউন্ডের পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেবেন। তিনি যদি ভালো করেন, তা হলে শনিবার বিশ্বকাপে অভিষেক হতে পারে শুভমানের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajdhani Express Shootout: ভুল টিকিটে যাত্রা! চলন্ত শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে চলল গুলি

    Rajdhani Express Shootout: ভুল টিকিটে যাত্রা! চলন্ত শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে চলল গুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে ঝামেলায় ট্রেনের মধ্যেই আগ্নেয়াস্ত্র বার করে পর পর গুলি চালালেন যাত্রী। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ শিয়ালদা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express Shootout) এক যাত্রী গুলি চালান বলে অভিযোগ। যদিও ওই গুলিতে কেউ জখম হননি। তবে চলন্ত ট্রেনে গুলি চলার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। 

    কী ঘটেছিল ট্রেনের ভিতরে

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম হরবিন্দর সিং (৪১)। ওই যাত্রী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। জানা গিয়েছে, ওই যাত্রীর কাছে ‘ভুল’ টিকিট ছিল। শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express Shootout) জায়গায় হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ওই ব্যক্তি। ধানবাদ থেকে ট্রেনে ওঠেন ওই যাত্রী। রেলের কর্মরত টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট পরীক্ষা করতে আসেন। ভুল টিকিট কেটেছেন বলে জানানো হয় ওই ব্যক্তিকে। এরপরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। বচসার মাঝেই হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করেন ওই যাত্রী। এরপরেই ক্ষিপ্ত হয়ে পর পর গুলি চালাতে শুরু করেন তিনি। 

    আরও পড়ুন: ‘অপারেশন অজয়’-এর প্রথম উড়ানে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরলেন ২১২ জন ভারতীয়

    রেল পুলিশ অবিলম্বে তাঁকে আটক করে। ঝাড়খণ্ডের কোডরমা স্টেশনে ওই জওয়ানকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার জেরে নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পরে গন্তব্যের দিকে ফের রওনা দেয় রাজধানী এক্সপ্রেস৷ পূর্বরেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বৃহস্পতিবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গোটা ঘটনাটি জানিয়েছেন। তবে গোটা ঘটনায় রেলের যাত্রীদের মধ্যে ভয় তৈরি হয়। গুলি চালনার ঘটনায় যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express Shootout) যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    ICC World Cup 2023: বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে! রেকর্ড গড়েও নিরুত্তাপ, কাপ জয়ই লক্ষ্য রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির মঞ্চে রোহিত শর্মার ‘শো’ দেখল কোটলা। হিটম্যানের দাপটে খড়কুটোর মতোই উড়ে গেল আফগানিস্তান। ভাল খেললেন কোহলিও।  বিশ্বকাপে দ্রুততম হাজার রান,  সপ্তম শতরান একাধিক রেকর্ড গড়েও ম্যাচ শেষে নিরুত্তাপ ভারত অধিনায়ক। বললেন,  ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা সবে শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা।’

    কী বললেন রোহিত

    পর পর দুটো ম্যাচ জিতে শনিবার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত-ব্রিগেড।  ভারত অধিনায়কের কথায়, “পাকিস্তানকেও হারাতে হবে। ফোকাস নষ্ট করা চলবে না। পর পর দুটো ম্যাচ জিতে ভালো লাগছে। তবে জয়ের ধারা বজায় রাখতে হবে। ” তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি।’

    দিল্লি দেখল অন্য দৃশ্য

    রোহিতের রেকর্ডের সঙ্গে সঙ্গেই এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আরও অনেক কিছুর। আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরই আলোচনায় ছিল বিরাট কোহলি বনাম নবীন উল হক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে তাদের বিতর্ক ‘মুখরোচক’ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোটলা দেখল অন্য ছবি। বিশ্বকাপ মেলাল বিরাট-নবীনকে। সমর্থকরা কী চাইছিলেন, তা অজানা। তবে সবটাই যে অতীত, বুঝিয়ে দিলেন কিং কোহলি। যাঁরা নানা সময়ে নবীন-বিরাটের ঘটনায় বিদ্রুপ করেছিলেন, তাঁদের ধুয়ে দিলেন কমেন্ট্রি বক্সে থাকা গৌতম গম্ভীর। তেমনই প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি এবং নবীন উল হককে।আফগানিস্তান ইনিংসে নবীন উল হক ব্যাটিংয়ে নামতেই, স্প্লিট স্ক্রিনে ধরা হল বিরাটকে। জায়ান্ট স্ক্রিনে দু-জনকে একসঙ্গে দেখাতেই গ্যালারিতে ব্যাপক আওয়াজ। বিরাট হাসতে থাকেন পুরনো ঘটনা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায়।

    ঈশানের আউটে বিরাট কোহলি ক্রিজে নামতেই বোলিংয়ে আনা হয় নবীনকে। কয়েকটি ডেলিভারি সামলে নিলেন। রান নেওয়ার সময় নবীনের পাশ দিয়ে দৌড়ছিলেন বিরাট। ক্যামেরা ধরল তাঁদেরই। কিছুক্ষণ পরই অনবদ্য একটা দৃশ্য। বিরাট-নবীন হাত মেলাচ্ছেন। আফগানিস্তানের তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিচ্ছেন বিরাট কোহলি। গ্যালারির দিকেও ইশারা করলেন, উৎসাহ দাও এই তরুণকে। গ্যালারিও ভুলে গেল। গালি নয় তালিতে ভরে উঠল চারপাশ। সমালোচকদের জাবাব দিয়ে ধারাভাষ্যে থাকা গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাটকে। বললেন, “বিরাট মানের ক্রিকেটারের থেকে এমন পরিণত আচরণই প্রত্যাশা করেন।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর 

    Suvendu Adhikari: “কয়েকজন জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গাপুজো উদ্বোধন”! মমতাকে নিশানা শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: মহালয়ার আগে পিতৃপক্ষেই আজ, বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে বেশ কিছু পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মহালয়া থেকে শুরু হত দুর্গা পুজোর উদ্বোধন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হলেই মূলত পুজো উদ্বোধন হত। 

    কী বললেন শুভেন্দু

    সনাতন হিন্দু ধর্মে পিতৃপক্ষে কোনও শুভ কাজ করা উচিত নয়। কিন্তু মাতৃপক্ষ বা দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন করায় সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “কোনো কালচারাল অনুষ্ঠান নয় দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জালি হিন্দুর জন্য পিতৃপক্ষে দুর্গা পুজোর উদ্বোধন করবেন।” বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী আজ জানান, “মুখ্যমন্ত্রী বাড়ি বসে পুজোর ফিতে কাটবেন পিতৃপক্ষে। ১২ তারিখ থেকে সব করবেন। পারেও বটে। আগের বছরও এটা করেছিলেন।” এরই সাথে বিরোধী দলনেতার সংযোজন, “অন্য ধর্মের জন্য উনি যদি এটা করতেন তাহলে ট্রেন বন্ধ হয়ে যেত, ইট পড়ত বাসে। ৩৭ টা বাস পোড়ানো হত সাঁতরাগাছিতে। গোটা একটা ট্রেন জ্বলে যেত হাজারদুয়ারিতে। আমরা মনে করি দুর্গাপুজো হবে শাস্ত্রমতে। আমি যদি সঠিক হিন্দু হই, বিশুদ্ধ সনাতনী হই, বিশুদ্ধ রাষ্ট্রবাদী হই তাহলে শুভ কাজ করব না পিতৃপক্ষে।”

    আরও পড়ুন: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    কী করবেন মুখ্যমন্ত্রী

    বিকেল চারটে নাগাদ প্রথমে শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর একে-একে অন্যগুলি। চলতি বছর সাড়ে আটশো পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। হাঁটুতে চোটের কারণে সশীরে উপস্থিত থাকতে পারছেন না তিনি। তার বদলে ভার্চুয়ালি প্রায় ৮০০-র বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। প্রথম দিন শ্রীভূমি-সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। গত বছর মুখ্যমন্ত্রী মহালয়ার দুদিন আগে কিছু পুজোর উদ্বোধন করেন। পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে সেবার তৈরি হয়েছিল বিতর্ক। এবারও পিতৃপক্ষের মধ্যে দুর্গাপুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rujira Banerjee: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    Rujira Banerjee: লেনদেন কত? টাকার উৎস কী? সাড়ে ৮ ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে অভিষেক পত্নী রুজিরা বন্ধ্যোপাধ্যায় (Rujira Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বুধবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি (ED)। সাড়ে ৮ ঘণ্টার পর ম্যারাথন জেরার পর ছাড়া পান রুজিরা।

    সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জেরা

    সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন৷ বেরলেন যখন, তখন ঘড়িতে সন্ধে সাড়ে ৭টা৷ প্রায় সাড়ে ৮ ঘণ্টা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ৬ তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ চলল জিজ্ঞাসাবাদ৷ এর আগে কয়লা দুর্নীতির তদন্তে সিবিআই তলব করলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম তলব করা হয়েছিল অভিষেক জায়াকে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে আলোচনায় উঠে আসে লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থার নাম৷ সূত্রের খবর, এই সংস্থারই প্রাক্তন ডিরেক্টর ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷

    জেরায় কী কী জানতে চাওয়া হল

    ইডি সূত্রে খবর, বুধবার সকাল থেকে মোট দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হয়। এক মহিলা আধিকারিকের উপস্থিতিতে রুজিরার  জেরা চলে। স্রেফ অভিষেক নন, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন তাঁর স্ত্রীও। ওই সংস্থায় রুজিরা কী কী দায়িত্ব পালন করতেন? এই কোম্পানিতে তাঁর ভূমিকা কী ছিল? লেনদেনের বিষযে কিছু জানতেন কি না, এই সংস্থা কী ধরনের পরিষেবা দেয়, এই সমস্ত বিষয় নিয়ে এদিন তাঁকে ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়।

    আরও পড়ুুন: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    রুজিরাকে জেরা নিয়ে কী বললেন শুভেন্দু

    ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল৷ যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণে আসেননি৷ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন লুকোচুরি চলছে। বন্দ্যোপাধ্যায় পরিবারের অনেককেই ডাকা হয়েছিল। কোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করলে ভাল। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ আদালতের নির্দেশে হচ্ছে। তদন্তের গতি অত্যন্ত স্লথ। আদালতের তিরস্কারের পর বাধ্য হয়ে তৎপর হয়েছে ইডি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel-Hamas Conflict: শুরু ‘অপারেশন অজয়’! ইজরায়েল, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সক্রিয় সরকার

    Israel-Hamas Conflict: শুরু ‘অপারেশন অজয়’! ইজরায়েল, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সক্রিয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলে (Israel-Hamas Conflict) আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের সংঘাত বেঁধেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর কেন্দ্র। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’। জেরুজালেম, তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে আনুমানিক ১৮ হাজার ভারতীয় বসবাস করেন। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কেউ আবার পড়ুয়া।

    অপারেশন অজয় 

    জয়শঙ্কর জানান, ‘‘ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড উড়ান-সহ সব ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশের মাটিতে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’’ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারই একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে (Israel-Hamas Conflict) গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন, তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে।

    বিশেষ ব্যবস্থা মোদি সরকারের

    চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে পদক্ষেপ করল কেন্দ্র। এর আগে এপ্রিল-মে মাসে যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নাগরিকদের ফেরাতে ‘অপারেশন কাবেরী’ চালিয়েছিল মোদি সরকার। এবার ইজরায়েল (Israel-Hamas Conflict)। তেল আভিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম স্পেশাল বিমান ইজরায়েল থেকে রওনা দেবে। এ ব্যাপারে একাধিক ভারতীয় নাগরিককে ইমেল করে জানানো হয়েছে। রেজিস্টার্ড বাকি ভারতীয়দের পরবর্তী বিশেষ বিমানগুলি সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হবে।

    আরও পড়ুন: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    গত ৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপর বড়সড় হামলা চালায় হামাস জঙ্গিরা। এর পরই যুদ্ধ ঘোষণা করে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইহুদি সেনা। গাজায় একের পর এক এয়ার স্ট্রাইক চালায় তাঁরা। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

    বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েল- প্যালেস্টাইনের (Israel-Hamas Conflict) পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য় ও সহায়তা দেওয়ার জন্য এটা করা হয়েছে।

    কন্ট্রোল রুমের নম্বরগুলি হল:

    1800118797 (toll free), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 , +919968291988,

    ইমেল আইডি:

    situationroom@mea.gov.in

    অন্যদিকে তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে +972-35226748, +972-543278392 নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের মেল আইডি হল cons1.telaviv@mea.gov.in

    রামাল্লাতে ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুমের নম্বর হল +970-592916418 (WhatsApp-ও)

    ইমেল আইডি হল rep.ramallah@mea.gov.in

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    India vs Afghanistan: রেকর্ড গড়ে রোহিতের সেঞ্চুরি! আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিতদের। পরপর দুই ম্যাচে জিতে মনোবল তুঙ্গে মেন-ইন-ব্লু-এর। বুধবার রোহিতের শতরান, বুমরার পেস-অ্যাটাকে বিদ্ধ আফগানরা। এদিন হেলায় আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। রেকর্ডের বন্যা বইল রোহিতের ব্যাটে। ফর্মে ফিরল ইন্ডিয়ার টপ অর্ডার। ভারত-পাকিস্তান ম্যাচের আগে যা স্বস্তি দেবে কোচ দ্রাবিড়কে।

    রোহিতের ঝড়ো ইনিংস

    ৬৩ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা। সেই সঙ্গে ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত। সেই সঙ্গে তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন। তেন্ডুলকর ১৯৯২ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন এবং ছ’টি সেঞ্চুরি করেছেন। শেষ বার সচিন তাঁর ৪১তম ইনিংসে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেছিলেন। রোহিত বিশ্বকাপে শুধুমাত্র ১৯তম ইনিংসেই তাঁর সপ্তম সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ইনিংসের দিক থেকে যেমন তিনি সচিনকে ছাপিয়ে গিয়েছেন, তেমনই বিশ্বকাপে করা মোট শতরানের বিচারেও তিনি সচিনকে ছাপিয়ে গেলেন। দ্রুততম সর্বাধিক সেঞ্চুরির নজিরও গড়েন রোহিত। তিনি পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফারুকিকে ছক্কা মেরে বিশ্বকাপের দ্রুততম হাজার রান করেন। ১৯টি ইনিংস খেলে বিশ্বকাপে হাজার রান করলেন রোহিত। এই নজির রয়েছে ডেভিড ওয়ার্নারেরও। 

    আরও পড়ুন: থাকবে এনএসজি কমান্ডোও! শনিবার ভারত-পাক ম্যাচে মোতায়েন ১৫ হাজার নিরাপত্তাকর্মী

    ছন্দে ভারতের ব্যাটিং

    দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে। ‘বিরাট’ স্ট্যান্ডের সামনে কোহলি নিলেন উইনিং শট। ঘরের মাঠে ৫৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। বিরাট নামার আগেই ম্যাচ ভারতের পকেটে চলে গিয়েছিল। এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। তিনিও আজ সফল। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৪৭ রান করে রশিদ খানের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ঈশান কিষাণ।  ঝড়ো ১৩১ রান করে রশিদ খানের বলেই বোল্ড হন রোহিত। 

    দুরন্ত বোলিং বুমরাহর

    এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান (Afghanistan)। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে আফগানিস্তান। দলের ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ে হাল ধরেন শাহিদি এবং ওমরজাই। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ১২৮ বলে ১২১ রানের জুটি। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৪টি ছয়, ২টি চারের সাহায্যে ওমরজাই করেন ৬৯ বলে ৬২ রান। ৮৮ বলে ৮০ করেন শাহিদি। মারেন ১টি ছয়, ৮টি চার। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য জুটি নেই বললেই চলে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭২ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন> বার্থডে বয় হার্দিকের ঝুলিতে রয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট শার্দুল এবং কুলদীপের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share