Author: subhra-katwa

  • Sheikh Hasina: ট্রাম্পের তহবিল বন্ধের সিদ্ধান্তে আশাবাদী হাসিনার দল, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ধর্মঘটের ডাক

    Sheikh Hasina: ট্রাম্পের তহবিল বন্ধের সিদ্ধান্তে আশাবাদী হাসিনার দল, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ধর্মঘটের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মসনদে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) বাংলাদেশকে যে অনুদান দিত সেটি বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতির এমন পদক্ষেপকে অত্যন্ত আশাব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে। বিভিন্ন সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনাও (Sheikh Hasina) মনে করছেন যে, তিনি এখনও প্রাসঙ্গিকতা হারাননি। এই আবহে বাংলাদেশে আগামী ১৮ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনার দল।

    আওয়ামি লিগের (Awami League) নেতা কী বলছেন?

    নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামি লিগের একজন বর্ষীয়ান নেতা জানান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া এমন সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী বলেই মনে করছেন। তিনি জানিয়েছেন, এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কী করে বেড়াচ্ছে তা গোটা দুনিয়ার সামনে প্রতিফলিত হল। ভারতেরই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে ওই নেতা বলেছেন, ‘‘আওয়ামি লিগের কর্মীরা এখনও ঐক্যবদ্ধ এবং যখনই বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণা হবে, তখনই তাঁরা লড়াই শুরু করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) আমাদের পথপ্রদর্শক। আমরা তাঁকে কোনওদিনই ছেড়ে যাব না। আমরা আমাদের দেশকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছেড়েও দেব না। আমাদের জনগণ জানে শেখ হাসিনা দেশের জন্য ঠিক কি কি কাজ করেছেন এবং তিনি এখনও বিপুল বাংলাদেশির সমর্থন পান।’’

    নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন হাসিনা

    প্রসঙ্গত, জামাত-বিএনপির চক্রান্তে বাংলাদেশের গণভবন দখল করার দিনই সেদেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)।তিনি তড়িঘড়ি রওনা দেন ভারতের উদ্দেশে। বর্তমানে ৮ মাস ধরে তিনি নির্বাসিত হয়ে রয়েছেন, বাংলাদেশ থেকে। অভিজ্ঞ এই রাজনীতিবিদ এখনও পর্যন্ত তাঁর দলের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন এবং কিভাবে আওয়ামি লিগকে আরও সংঘটিত করা যায়, সেদিকেই মন দিয়েছেন। তাঁর সহকর্মী এবং দলের কর্মীদের ওপর কর্তৃত্ব বজায় রাখতে একাধিক পথ অবলম্বন করেছেন শেখ হাসিনা। ভারতেরও বিভিন্ন শহরে যেমন, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এমনকী, বিদেশেও আওয়ামি লিগের বিভিন্ন সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন এবং প্রয়োজনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকও সম্পন্ন করছেন তাঁরা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমন খবরই প্রকাশ পেয়েছে।

    ভার্চুয়ালভাবে গড়ে উঠেছে গ্রুপ

    গত অগাস্ট মাসে রাজনৈতিক ক্ষমতা বদলের পরে শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর সহকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন। তখন থেকেই আওয়ামি লিগে তাঁর বিশ্বস্ত কর্মীদের নিয়ে একটি তৈরি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ তিনি রেখে চলেছেন বলে খবর। একই সঙ্গে ট্র্যাকিং এড়িয়ে নিরাপদ যোগাযোগ রাখতে ভিপিএন প্ল্যাটফর্ম তিনি ব্যবহার করছেন বলে খবর। এক ডজনেরও গ্রুপ ভার্চুয়ালি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এইগুলোতেই হাসিনা নিয়মিতভাবে নির্দেশ দেন তাঁর দলের কর্মী-সমর্থক এবং নেতাদের। যাঁরা তাঁর অত্যন্ত বিশ্বস্ত। জানা গিয়েছে, এই গ্রুপগুলিতে রয়েছেন নাগরিক সমাজের সদস্যরা।

    আওয়ামি লিগের বৈঠকগুলিতে কী নিয়ে আলোচনা?

    আওয়ামি লিগের এই সমস্ত গ্রুপগুলির বিভিন্ন মিটিংয়ে উঠে আসে মূলত ইউনূস সরকারের ব্যর্থতা, আওয়ামি লিগের আগামী পরিকল্পনা, দলের নেতা-কর্মীদের নিরাপত্তা, হাসিনার নির্দেশ। এই সমস্ত কিছুই আলোচনা করা হয় এই গ্রুপগুলির মাধ্যমে। এইভাবেই শেখ হাসিনা (Sheikh Hasina) এখনও পর্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। শুধু তাই নয়, সর্বসমক্ষে আওয়ামি লিগের বিভিন্ন সমাজমাধ্যমে পাতাতেও শেখ হাসিনার প্রেস বিবৃতি সামনে আসে। এই ধরনের প্রেস বিবৃতি আওয়ামি লিগের কর্মীদের আরও উৎসাহিত করে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যেভাবে বাংলাদেশে তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এতে অনেকটাই মাইলেজ পেয়েছেন শেখ হাসিনা এবং ব্যাকফুটে গিয়েছেন নোবেল জয়ী তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে শেখ হাসিনার যে দ্বন্দ্ব চলছে সেখানে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত শেখ হাসিনাকে এগিয়ে রেখেছে। কারণ তহবিল বন্ধের এমন সিদ্ধান্ত প্রতিফলিত করে যে বাংলাদেশের ঠিক কতটা রাজনৈতিক অস্থিরতা বজায় রয়েছে এবং সেখানে গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই ট্রাম্পের এমন সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের চূড়ান্ত তিরস্কার বলেই মনে করছেন অনেকে।

    মাঠে ফিরছে হাসিনার দল (Sheikh Hasina)

    এই আবহে উৎসাহী হাসিনার দল। ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা। বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামি লিগ। আগামী ১৮ ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে হাসিনা সরকার। সেদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছে আওয়ামি লিগ। ১ ফেব্রুয়ারি থেকে দলীয় কর্মসূচির লিফলেট বিলি করবে তারা। এরপর ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক।

  • Daily Horoscope 31 January 2025: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন এই রাশির জাতকদের

    Daily Horoscope 31 January 2025: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

     

     

     

     

     

     

     

     

    মিথুন

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

     

     

     

     

    কর্কট

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

     

     

    কন্যা

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

     

     

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

     

     

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • BSF: মালদায় রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান, গুলি করতেই পালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

    BSF: মালদায় রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান, গুলি করতেই পালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltrators) ঠেকাতে রণংদেহী ২ মহিলা বিএসএফ জওয়ান (BSF)। মঙ্গলবার রাতে মালদার অনুরাধাপুর বর্ডার আউটপোস্টের কুটাদহ সীমান্তে ছ’জন অনুপ্রবেশকারীকে হাতে অস্ত্র নিয়ে এগোতে দেখেন বিএসএফের ২ মহিলা জওয়ান। জানা গিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে সেই অনুপ্রবেশকারীরা সীমান্তের কাঁটাতার কেটে ফেলার চেষ্টাও করে। তখনই বাংলাদেশি দুষ্কৃতীদের হুঁশিয়ার করতে চিৎকার করে বাধা দেন দুই মহিলা জওয়ান। এরপর মহিলা জওয়ানদের ওপর ২ অনুপ্রবেশকারী ঝাঁপিয়ে পড়ার চেষ্টাও করে বলে অভিযোগ। দুষ্কৃীতিদের লক্ষ্য করে ২ মহিলা বিএসএফ জওয়ান (BSF) গুলিও চালিয়েছিলেন বলে খবর। তবে এই ঘটনায় কোনও অনুপ্রবেশকারী জখম হয়নি বলে জানা গিয়েছে।

    গতকাল বুধবারও ছড়ায় উত্তেজনা

    অপরদিকে, গতকাল বুধবারও নতুন করে উত্তেজনা ছড়ায় মালদার শুকদেবপুরে। সীমান্তবর্তী অঞ্চলে ভারতের জমি দখলের চেষ্টা চালায় বাংলাদেশিরা। এমনই অভিযোগ ওঠে। একইসঙ্গে ভারতের জমিতে বড় বড় গর্তও খোঁড়ার অভিযোগও ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে। এরপরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন ভারতের স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন ছুটে যায় বিএসএফ (BSF)।

    বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফ-কে

    বেশ কিছুদিন ধরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা বিবাদ লেগেই রয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi Infiltrators) ঠেকাতে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাতে আপত্তি জানাচ্ছে বিজিবি বা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে অনুপ্রবেশকারী বা পাচারকারীদের গুলি করলে তাতেও আপত্তি জানাচ্ছে ইউনূস সরকার। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও সংঘাত দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। মালদা সহ একাধিক জায়গায় কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফ-কে (BSF)। এর জেরে সীমান্তের বহু জায়গাতেই ছড়িয়েছে উত্তেজনা। জানা গিয়েছে, ২০১০ সালে বাংলাদেশ লিখিত আকারে ভারতকে জানিয়েছিল যে, সীমান্তে ১৫০ গজের ভিতরেও প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে পারবে ভারত। এই কথা স্বীকারও করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরে এসব কিছুই মানা হচ্ছে না বলে অভিযোগ।

  • Airplane Crash: ওয়াশিংটনে মাঝ-আকাশে সেনা চপার-যাত্রী বিমানের সংঘর্ষ, বহু মৃত্যুর আশঙ্কা

    Airplane Crash: ওয়াশিংটনে মাঝ-আকাশে সেনা চপার-যাত্রী বিমানের সংঘর্ষ, বহু মৃত্যুর আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াশিংটন ডিসির (Washington National Airport) কাছে রেগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় মাঝ-আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হল মার্কিন সেনার একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে। এরপরেই বিমানটি (Airplane Crash) পোটোম্যাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই শুরু করা হয় উদ্ধার অভিযান। ঘটনা প্রসঙ্গে মার্কিন প্রশাসন জানিয়েছে, সেদেশের স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি কানসাস থেকে উড়েছিল বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে হোয়াইট হাউজের দূরত্বও খুব বেশি নয়।

    মার্কিন সেনেটর টেড ক্রুজ কী বললেন?

    বিমান দুর্ঘটনা (Airplane Crash) নিয়ে মার্কিন সেনেটর টেড ক্রুজ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এখনও জানি না যে বিমানের কতজন নিহত হয়েছেন, তবে আমরা জানি যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।’’ এদিকে এই দুর্ঘটনা বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অবগত করা হয়েছে বলে জানান হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।

    গত ২ জানুয়ারি ছোট বিমান দুর্ঘটনা

    এর আগে, চলতি মাসের ২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ছোট বিমান। এই দুর্ঘটনায় ২ জনের মত্যু হয়েছিল। আরও ১৮ জন যাত্রী এই বিমান দুর্ঘটনায় (Airplane Crash) আহত হয়েছিলেন বলে জানা যায়। ক্যালিফোর্নিয়ায় কাছে একটি ভবনে এই বিমানটি ভেঙে পড়েছিল।

    দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানের বিমান দুর্ঘটনা

    অন্যদিকে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার (Airplane Crash) কবলে পড়ে বোয়িংয়ের বিমান। এই ঘটনায় মাত্র ২ জনকেই জীবিত বাঁচানো সম্ভব হয়। মৃত্যু হয়েছে বিমানের বাকি ১৭৯ জন যাত্রীর। রিপোর্ট অনুযায়ী, বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। জিসেম্বর মাসেই কাজাখস্তানের বিমান দুর্ঘটনা ঘটে। আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। এই দুর্ঘটনার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে।

  • Suvendu Adhikari: দিল্লিতে শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু, আলোচনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে

    Suvendu Adhikari: দিল্লিতে শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু, আলোচনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবারই শাহের বাসভবনে এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশ ইস্যু এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি স্যালাইনকাণ্ড, আরজি কর কাণ্ড নিয়েও কথা বলেছেন বিরোধী দলনেতা। আলোচনায় উঠে এসেছে নদিয়ার স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার প্রসঙ্গও। প্রসঙ্গত, বিজেপি প্রার্থীদের হয়ে দিল্লিতে বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার করছেন শুভেন্দু (Suvendu Adhikari)। গতকাল বুধবার তিনি সিআর পার্কে প্রচার করেন। বুধবার বিকেলে তিনি করোলবাগে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেন্দুর কথা শোনার পরে অমিত শাহ দেখার আশ্বাস দিয়েছেন।

    মমতা জমানায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা

    এক্স হ্যান্ডলে অমিত শাহর সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। নিজের পোস্টে শুভেন্দু (Suvendu Adhikari) জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিষয়ে অমিত শাহের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্ককে শাহকে জানিয়েছেন। মমতা জমানায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। বুধবার মূলত সেই নিয়েই শাহি দরবারে পৌঁছন শুভেন্দু। এই সমস্ত কিছু আলোচনার পাশাপাশি ওঠে বাংলাদেশ প্রসঙ্গও। বাংলাদেশের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাই কথা বলেন শুভেন্দু।

    পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী ডিজিপি নেই!

    বর্তমানে পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী ডিজিপি নেই বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার মতে, নিয়ম অনুযায়ী, স্থায়ী ডিজি নিয়োগ করতে হলে প্রথমে কেন্দ্রীয় সরকারের কাছে তিনটি নাম পাঠাতে হয় রাজ্যকে। তারপর সেখান থেকে একজনকে নির্বাচন করা হয়। রাজীব কুমারের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। রাজীব কুমারকে তাই স্থায়ী ডিজি বলতে নারাজ বিরোধী দলনেতা। জানা গিয়েছে, সমস্ত কিছু শোনার দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, বাংলাদেশ প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছেন, ভারত সরকারের তরফে পদক্ষেপ করা হচ্ছে, সবরকম ব্যবস্থা করা হবে।

  • Daily Horoscope 30 January 2025: ইচ্ছাপূরণ হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 30 January 2025: ইচ্ছাপূরণ হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ২) সন্তানের কাজে গর্ববোধ।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করুন।

    মিথুন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে।

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

    ২) দাঁতের রোগ বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ২) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।

    ৩) দিনটি অনুকূল।

    মীন

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope 29 January 2025: শত্রুদের থেকে সাবধান থাকা দরকার এই রাশির জাতকদের

    Daily Horoscope 29 January 2025: শত্রুদের থেকে সাবধান থাকা দরকার এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে।

    ২) পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ৩) দিনটি অনুকূল।

     

    বৃষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

     

    মিথুন

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম জরুরি।

     

    কর্কট

    ১) মহিলা বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।

    ২) প্রতিবেশীর সঙ্গে বিবাদ।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

     

    সিংহ

    ১) আয় ভালো থাকলেও দারিদ্র সহজে দূর হবে না।

    ২) কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ।

    ৩) মোটামুটি কাটবে দিনটি।

     

    কন্যা

    ১) মিথ্যা বদনাম রটতে পারে।

    ২) ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

     

    তুলা

    ১) পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে।

    ২) চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

     

    বৃশ্চিক

    ১) নিজের বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন।

    ২) জনহিতকর কাজে সুনাম পাবেন।

    ৩) আশাপূরণ।

     

    ধনু

    ১) সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

     

    মকর

    ১) শত্রুদের থেকে সাবধান থাকা দরকার।

    ২) বাড়তি খরচ হতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

     

    কুম্ভ

    ১) একটু বিপদের সম্ভাবনা আছে।

    ২) মানসিক অস্থিরতার জন্য কোনও ভালো কাজ হাতছাড়া হতে পারে।

    ৩) আশা পূরণ।

     

    মীন

    ১) সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Birbhum: আইসির কলার ধরে টান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর, পাল্টা ঘুসি পুলিশ কর্তার, ধুন্ধুমার সিউড়িতে

    Birbhum: আইসির কলার ধরে টান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর, পাল্টা ঘুসি পুলিশ কর্তার, ধুন্ধুমার সিউড়িতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিউড়িতে তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর। আইসির কলারে ধরে টান। এর পাল্টা আবার দুষ্কৃতীকে ঘুসি মারলেন আইসি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বীরভূমের (Birbhum) সিউড়িতে। সিউড়ির মিনিস্টিল এলাকার ঘটনা। জানা গিয়েছে, সিউড়ির মিনিস্টিল এলাকায় বাবু আনসারির সঙ্গে ইকবাল আনসারির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। বাবু আনসারি এলাকায় যুব তৃণমূল নেতা বলে পরিচিত। ইকবালের দাবি, সেও তৃণমূলকর্মী। অভিযোগ, মঙ্গলবার সকালে সশস্ত্র অবস্থায় গ্রামে ঢুকে স্থানীয়দের হুমকি দিতে থাকে বাবু ও তার এক শাগরেদ। এর পর একজোট হয়ে গ্রামবাসীরা তাদের ধরে ফেলেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের উত্তেজনা ছড়ায় এলাকায়।

    গ্রামে জমি নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই (Birbhum)

    গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে জমি নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই। জমি দখল করতে প্রায়ই গ্রামে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মঙ্গলবারও সিউড়ির মিনিস্টিল এলাকায় জমি দখল করতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে দুই দুষ্কৃতী। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তবে এদিন গ্রামে জমি মাফিয়ারা যেতেই, তাদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। শুরু হয় গণপিটুনিও। এই ঘটনায় ২ সশস্ত্র দুষ্কৃতীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই বাবু আনসারির এত বাড়বাড়ন্ত। এর আগেও গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছিল সে। তখন পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

    আইসির সঙ্গে দুষ্কৃতীর ব্যাপক ধস্তাধস্তি (Birbhum)

    ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায় গ্রামে। দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তারপরেই দেখা যায় এক দুষ্কৃতী আইসির কলার ধরে টান দেয়। তাকে পালটা ঘুসি মারেন আইসি। এরপরে ফের শুরু হয় আইসির সঙ্গে দুষ্কৃতীর ব্যাপক ধস্তাধস্তি।

    টানা হেঁচড়ার দৃশ্য দেখে সকলেই চমকে যায় (Birbhum)

    পুলিশ কর্তাকে দুষ্কৃতীর হাতে হেনস্থা হতে দেখে তাজ্জব বনে যান এলাকাবাসী। তৃণমূলের শাসনে মজার এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের সিউড়িতে। জমি মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সিউড়ির ওই ঘটনাস্থল থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Chhattisgarh: ছত্তিশগড়ের চিলকাপল্লী গ্রামে স্বাধীনতার পরে প্রথম পৌঁছল বিদ্যুতের আলো

    Chhattisgarh: ছত্তিশগড়ের চিলকাপল্লী গ্রামে স্বাধীনতার পরে প্রথম পৌঁছল বিদ্যুতের আলো

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড় (Chhattisgarh) রাজ্যের চিলকাপল্লী গ্রাম। স্বাধীনতার পর এই গ্রামে প্রথম পৌঁছল বিদ্যুৎ। জেলা সদর শহর বিজাপুর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে খুশিতে মেতেছেন বাসিন্দারা। প্রসঙ্গত, চিলকাপল্লী হল ষষ্ঠ গ্রাম বিজাপুর জেলার, যেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছল। ছত্তিশগড় রাজ্যের কর্মসূচি ‘নিয়াজ নেলানার’ প্রকল্প অনুযায়ী এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিজাপুরের জেলাশাসক সম্বিত মিশ্র এ নিয়ে নিজের খুশি প্রকাশ করেন। তিনি জানান, আরও অনেক গ্রামে পৌঁছে যাবে বিদ্যুতের আলো।

    কী বললেন জেলাশাসক?

    সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সম্বিত মিশ্র বলেন, ‘‘এটা সত্যিই খুব আনন্দের যে চিলকাপল্লী (Chilkapalli) গ্রামে গত ২৩ জানুয়ারি বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছে। এটা হল বিজাপুরের (Chhattisgarh) ষষ্ঠ গ্রাম। যেখানে আমরা বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে পেরেছি। আমরা আশাবাদী আগামী কয়েক মাসের ভিতরে আরও অনেক গ্রামে আমরা বিদ্যুতের আলো পৌঁছে দিতে সক্ষম হব।’’ প্রসঙ্গত, নিয়ত নিলানা প্রকল্প চালু করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। এই প্রকল্পে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে উপজাতি অধ্যুষিত প্রত্যন্ত গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবা সঙ্গে নিত্যপ্রয়োজনীয় যা কিছু সুবিধা সেই সবকিছুকে পৌঁছে দেওয়া হবে। প্রত্যন্ত গ্রামগুলিকে একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করাও লক্ষ্য এই কর্মসূচির। এই প্রকল্পের আওতায় বিদ্যুৎ পরিষেবার সঙ্গে সঙ্গে পানীয় জল, রাস্তা, ব্রিজ, স্কুল- এই সব কিছুই গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, চিলকাপল্লীর (Chhattisgarh) বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোয় খুশিতে মেতে ওঠেন। তাঁদের মতে, এটি উন্নয়নের একটি বড় ধাপ।

    কী বলছেন গ্রামের বাসিন্দারা?

    গ্রামের একজন উপজাতি মহিলা সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আগে আমাদের গ্রামে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু বর্তমানে নতুন সংযোগ এসেছে। এর ফলে আমরা রান্না করতে পারব এবং আমাদের ছেলেরা রাত্রিবেলায় পড়াশোনা করতে পারবে।’’ অন্য আর একজন বাসিন্দা বলেন, ‘‘বর্তমানে আমাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে। আমরা এখন টিভি দেখতে পাচ্ছি। রান্না করতে পারছি এবং রাত্রিবেলায়ও আমরা বাইরে বেরোতে পারছি।’’ এ নিয়ে ছত্তিশগড় রাজ্যের বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘প্রত্যন্ত গ্রাম চিলকাপল্লীতে (Chhattisgarh) বিদ্যুৎ পরিষেবা নিয়ে যাওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমরা তিন চার মাসের প্রচেষ্টায় তা করতে সমর্থ হয়েছি।’’ প্রসঙ্গত, এই গ্রাম নকশাল অধ্যুষিত এলাকা বলে পরিচিত। বর্তমানে এখানে উন্নয়ন যেমন পৌঁছে যাচ্ছে, তেমনই সিআরপিএফ জওয়ানরাও নজরদারি চালাচ্ছেন।

  • Mauni Amavasya: কখন লাগছে মৌনী অমাবস্যার তিথি? কীভাবে পালন করবেন ব্রত, জানুন খুঁটিনাটি

    Mauni Amavasya: কখন লাগছে মৌনী অমাবস্যার তিথি? কীভাবে পালন করবেন ব্রত, জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা (Mauni Amavasya)। চলতি বছরের মৌনী অমাবস্যা অত্যন্ত শুভ। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নানে রেকর্ড ভক্ত সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি ০৭ টা ৩৫ মিনিট থেকে মৌনী অমাবস্যার তিথি পড়ছে। এই তিথি শেষ হবে আগামীকাল বুধবার ২৯ জানুয়ারি সন্ধে ৬ টা ০৫ মিনিটে। এর ফলে মৌনী অমাবস্যার ব্রত ২৯ জানুয়ারিই পালিত হবে। মৌনী অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত থাকবে ২৯ জানুয়ারি ভোর ৫টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

    মহাকুম্ভে রেকর্ড ভিড় হতে চলেছে ভক্তদের

    প্রসঙ্গত, বর্তমানে ১৪৪ বছর পর প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মহাকুম্ভমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অমৃতস্নান মৌনী অমাবস্যাকেই ধরা হচ্ছে। মনে করা হয়, এই দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। সেই কারণে হিন্দুধর্ম অনুসারে মৌনী অমাবস্যায় পূ্ণ্যস্নান (Mauni Amavasya) বিশেষ গুরুত্ব রয়েছে। কোটি কোটি পূণ্যার্থী আগামিকাল বুধবার মহাকুম্ভে পূণ্যস্নান করবেন।

    মৌনী অমাবস্যা (Mauni Amavasya) নাম কেন

    পৌরাণিক কাহিনি অনুযায়ী, ঋষি মনু এই তিথিতেই জন্মেছিলেন। তাই এই দিনের নাম মৌনী অমাবস্যা। আবার অনেকেই বলেন, এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয়। তাই এই তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মনের দেবতা হলেন চন্দ্রদেব। অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয়। চন্দ্রদেব আকাশে থাকেন না। তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্য মৌনব্রত পালন করা হয়ে থাকে বলে জানাচ্ছেন অনেকে। তাই এই অমাবস্যার নাম মৌনী (Mauni Amavasya 2025)।

    মৌনী অমাবস্যার মাহাত্ম্য (Mauni Amavasya)

    শাস্ত্রমতে মৌনী অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা। সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যারই বিশেষ মাহাত্ম্য রয়েছে, এমনটাই বলা হয়ে থাকে। এই তিথিতেই নিজের পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার রীতিও চালু রয়েছে।

    কীভাবে পালন করবেন মৌনী অমবস্যা?

    শাস্ত্র অনুযায়ী, মৌনী অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালানো উচিত। একইসঙ্গে এইদিন শনিদেবের মন্ত্র জপ করতে বলছেন অনেকে। এতে শনিদেব সন্তুষ্ট হন ও জীবনে নেতিবাচক প্রভাব কেটে যায়। এই তিথিতে দরিদ্র মানুষদের কালো বস্ত্র দিলে তুষ্ট হন শনিদেব। শাস্ত্র বিশেষজ্ঞরা এই দিনটি গঙ্গা বা কোনও নদীর জলে স্নান করে শুরু করতে বলছেন। এদিন দুধ, কালো তিল, তিলের তেল, তিলের নাড়ু দান করা উচিত। এছাড়াও সূর্যদেবকে দুধ ও তিলের বীজের অর্ঘ্য অর্পণ করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা। মৌনী অমাবস্যায় নারায়ণের পুজো করতে পারেন।

    মৌনী অমাবস্যায় মৌনতা পালন

    এদিন উপবাস রেখে স্নান করার রীতিও প্রচলিত রয়েছে। ভক্তদের বিশ্বাস, মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা সম্ভব হয়। সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্যই এই দিনটি মাহাত্ম্যপূর্ণ।

    মৌনী অমাবস্যার মাহাত্ম্য

    মৌনী অমাবস্যায় গঙ্গাস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গার জল অমৃতে পরিণত হয়। এদিন মনুর জন্ম হয় বলে পুরাণে উল্লেখ আছে। মনুর নাম থেকেই এই তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত বলে অনেকের ধারণা। এদিন উপবাস রেখে সারাদিন মৌনতা পালন করলে বাকসিদ্ধি অর্জন করা যায় বলে মনে করা হয়।

    সকাল থেকে করণীয় কাজ

    মৌনী অমাবস্যার দিন ব্রাহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠে পড়ুন। এরপর গঙ্গাস্নান করতে পারলে সবথেকে ভালো হয়, তবে সেটা সম্ভব না হলে নিজের স্নানের জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন। স্নানের পর সূর্যদেবতাকে প্রণাম করুন ও ১০৮ বার তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। এরপর দরিদ্রদের নিজের ক্ষমতা অনুযায়ী খাদ্য বস্ত্র দান করুন। মৌনী অমাবস্যায় মৌনতা বজায় রাখতে পারলে খুব শুভ ফল পাওয়া যায় বলে জানাচ্ছেন সবাই। গোটা দিন পুরোপুরি মৌন থাকা যদি সম্ভব না হয়, তা হলে এদিন কাউকে খারাপ কথা বলবেন না বা কারও ওপর চেঁচামেচি করবেন। এদিন যতটা সম্ভব কম ও আস্তে কথা বলতে বলছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

    কী রকম পোশাক পরবেন?

    শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে মৌনী অমাবস্যায় হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং নিজের পূর্বপুরুষের নামে ধ্যান জপ করুন। ব্রতপালনের দিন সকাল বেলায় একটু হলুদ গুলে নিয়ে তা বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন। তার আগে বাড়ির দরজার চৌকাঠ ভালো করে পরিষ্কার করুন। এর ফলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে।

    জ্যোতিষ শাস্ত্রেও খুব গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যা

    জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২৯ জানুয়ারি তিন গ্রহ মিলে ত্রিবেণী যোগ তৈরি করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতেই মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে উপস্থিত থাকবে। যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে। একইসঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবমপঞ্চম যোগও তৈরি হবে।

LinkedIn
Share