Author: user

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল

    মেষ রাশি

    আপনার চন্দ্র রাশির অশুভ গ্রহ রাহু প্রথম ভাবে বিরাজ করছে, যার ফলস্বরূপ আপনাকে ছোটখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে। তাই আপনার মনকে শান্ত এবং পরিষ্কার করতে, বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয়, আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি দ্বাদশ ভাবে উপস্থিত, যার কারণে এই সপ্তাহে আপনাকে আপনার সময় এবং অর্থ উভয়ের মূল্য দিতে শিখতে হবে। অন্যথায়, আর্থিক সীমাবদ্ধতার কারণে, আসন্ন সময় আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। যার কারণে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বাড়িতে কিছু পরিবর্তনের কারণে, এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে। যার কারণে আপনার সম্মান যেমন কমে যাবে, তেমনি পরিবারের উদাসীনতার মুখে পড়তে হতে পারে। আপনার রাশিতে অনেক উপকারী গ্রহের উপস্থিতি আপনার শত্রুদের জন্য ভালো নয়। কারণ এই সময়ে তারা সক্রিয় থাকবে, কিন্তু প্রতিটি পদক্ষেপে তাদের পরাজিত করে আপনি তাদের আপনার বন্ধু করতে সক্ষম হবেন। এই সপ্তাহে, আপনার রাশির বেশিরভাগ শিক্ষার্থী কম পরিশ্রম করার পরেও ভাল নম্বরের উপহার পেতে সক্ষম হবেন। যার কারণে তার দিনটি শুধু তৈরিই হবে না, পরিবার ও সমাজে প্রশংসিত ও সমাদৃত হবে। শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি তারা আগের চেয়ে ভালো করতে পারবে।

    বৃষভ রাশি

    অশুভ গ্রহ রাহু চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে বিরাজ করছে, এর প্রভাবে কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে তার ফলাফলের কথা ভেবে আপনি নিজেকে অস্থির করে তুলতে পারেন। যার কারণে পরিবারের পরিবেশও বিপর্যস্ত দেখা দেবে। এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে। এর পাশাপাশি, এই রাশির মানুষ যারা ব্যবসা করেন, তাদেরও সপ্তাহের প্রথম দিনগুলিতে কোনও ধরণের বিনিয়োগ এড়াতে হবে। সামগ্রিকভাবে, সময় অর্থের দিক থেকে ভাল, তবে আপনাকে আরও একটু সতর্ক হতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। এই সপ্তাহে বাড়িতে হঠাৎ অতিথির আগমন পারিবারিক পরিবেশে ইতিবাচকতা আনবে। যার কারণে আপনি বাড়িতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় কাটানোর এবং সদস্যদের সাথে মজা করার সুযোগ পাবেন, যার ফলস্বরূপ আপনি বাড়ির বিভিন্ন পরিস্থিতিতে এবং সদস্যদের সাথে একসাথে হতাশামুক্ত হতেও সফল হবেন। ঘর সংক্রান্ত অনেক সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।কাটিয়ে উঠতে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। একটি ভাল চাকরি পেতে, বেকারদের এই সপ্তাহে আগের তুলনায় কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই সময়ে কঠোর পরিশ্রম করলেই আপনি সঠিক ফলাফল পেতে সক্ষম হবেন। যেসব শিক্ষার্থী বিদেশে ভালো কলেজে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছিলেন, তারা এই সপ্তাহের মাঝামাঝি এই সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়, আপনার স্মৃতিশক্তি বাড়াতে, সকালে ঘুম থেকে উঠে বিষয়গুলি অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়।

    মিথুন রাশি

    আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি দশম ভাবে উপস্থিত, যার ফলস্বরূপ আপনাকে এই সপ্তাহে সর্বাধিক খেলাধুলায় অংশ নিতে হবে। কারণ আপনিও বুঝেছেন যে সুস্বাস্থ্যই একটি সুন্দর ও সফল জীবনের রহস্য। তাই এই জিনিসটি মনে রাখুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনি যদি বিবাহিত হন, তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানের লেখাপড়ার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যার কারণে আপনার প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সীমাবদ্ধতা থাকবে, তাই এই বিষয়টি একা সমাধান না করে, আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি নিয়ে কথা বলুন। এই সপ্তাহে, আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারে সম্প্রীতি স্থাপন করতে সক্ষম হবেন। এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। এটি আপনার পরিবারের সামাজিক অবস্থানকেও মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন। এই সপ্তাহে আপনার মন অফিসের কাজে ব্যস্ত থাকবে না। কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে, যা আপনাকে মনোযোগ দিতে দেবে না। আপনার চন্দ্র রাশি অনুসারে, কেতু পঞ্চম ভাবে বিরাজ করছে, তাই আপনার মনকে নিবদ্ধ রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে, সমস্ত ছাত্র-ছাত্রীদের মনোযোগ বৃদ্ধির জন্য ধ্যান এবং যোগাসনের সাহায্য নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিপরীত হলে, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে সর্বদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

    কর্কট রাশি

    এই সপ্তাহে আপনাকে সমাজের অনেক বড় লোকের সাথে দেখা করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তি ব্যবহার করতে দেখা যাবে। তবে এই সময় আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ বাড়ানোর চেয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। তাই আপনার মানসিক শক্তি সংরক্ষণ করার সময়, আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এটি ব্যবহার করুন। শনি আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে, এর প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক অনেক উত্থান-পতনের পর অবশেষে স্বাভাবিক দেখাবে। কারণ এমন সম্ভাবনা রয়েছে, যদিও সপ্তাহের প্রথম দিনগুলি আপনাকে ভাল ফলাফল নাও দিতে পারে, তবে ধীরে ধীরে আপনার কাছে বিভিন্ন পরিচিতি থেকে অর্থ আসবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে, আপনার ভাগ্যের সঠিক সদ্ব্যবহার করে, আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনার প্রচেষ্টা চালান। আপনি যদি আপনার কাজ বা আপনার পড়াশোনার ক্ষেত্রে পরিবার থেকে দূরে থাকেন তবে এই সপ্তাহে আপনি এই সমস্যাগুলি থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন। এছাড়াও, আপনার বক্তব্যের জোরে, আপনি এই সময়ে মানুষকে নিজের করে তুলবেন এবং তাদের মনের সমস্ত ভেদাভেদ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সফল হবেন। চাকরিজীবীদের এই সপ্তাহে অফিসে এখানে-সেখানে কথা বলা এড়িয়ে চলা উচিত। অন্যথায়, আপনি নিজেকে কর্মক্ষেত্রের রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন, যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে। এই সপ্তাহে আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সব ধরনের অসুবিধা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    সিংহ রাশি

    অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশির নবম ভাবে বিরাজ করছে, যার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কিছুটা খারাপ হবে, যার কারণে প্রচুর ভ্রমণও আপনার স্বভাবের মধ্যে কিছুটা বিরক্তি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভ্রমণ থেকে বিরত থাকুন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার অর্থ আপনার জন্য তখনই কাজ করবে যখন আপনি এটি জমা করবেন। এটা আপনার জন্য ভাল হয় যদি আপনি সময়মত এটি খুব ভালভাবে জানেন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে এই বিষয়ে অনুতপ্ত হতে হতে পারে। এই সপ্তাহে আপনি জেনে খুব খারাপ বোধ করবেন যে বাড়ির যে সদস্যকে আপনি সর্বদা বিশ্বাস করতেন এবং আপনার প্রতিটি গোপনীয়তা শেয়ার করতেন, তিনি আসলে ততটা বিশ্বাসযোগ্য নন। এর সাথে সাথে এই জিনিসটি আপনার মনের মধ্যে আপনার গোপন কথা বেরিয়ে আসার ভয়ও তৈরি করবে। যার কারণে আপনি অনেকাংশে পরিবারের মধ্যে অস্বস্তি বোধ করবেন। শনি আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে অবস্থান করছে, তাই অতীতে আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফলদায়ক প্রমাণিত হবে, এই সপ্তাহে আপনাকে ভাল ফলাফল দেবে। এমতাবস্থায়, আপনার স্বাচ্ছন্দ্যের পূর্ণতা ভুলে এই সময়ের সঠিক সদ্ব্যবহার করার সময়, আপনাকে আপনার মনকে কর্মক্ষেত্রে নিবদ্ধ রাখতে হবে। কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন। আপনার রাশির অনেক শিক্ষার্থীকে তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ভালো করতে দেখা যাবে। তবে, তাদের এটাও মনে রাখতে হবে যে, সব সময় আপনি কাঙ্খিত ফলাফল পাবেন এমন নয়। কারণ অনেক সময় আমরা ব্যর্থ হয়েও জীবনে অনেক কিছু শিখি।

    কন্যা রাশি

    এই রাশির বয়স্ক ব্যক্তিরা, যাঁরা জয়েন্টের ব্যথা বা কোমর ব্যথার সমস্যায় ভুগছিলেন, তারা এই সপ্তাহে সঠিক খাবার খাওয়ার ফলে আরও ভাল স্বাস্থ্য পেতে সক্ষম হবেন। এমন অবস্থায় ভালো খাবার গ্রহণের সময় নিয়মিত যোগব্যায়াম করুন। অশুভ গ্রহ রাহু চন্দ্র রাশিতে অষ্টম ঘরে থাকার কারণে, এই সপ্তাহে আপনি আপনার বাড়ি এবং পরিবারের সাজসজ্জা বা মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। আপনি শুরুতে এটি সম্পর্কে সচেতন নাও হতে পারেন, তবে এই ব্যয় আগামী সময়ে আপনার আর্থিক সংকটের প্রধান কারণ হিসাবে আবির্ভূত হবে। আপনি যদি চান এই সপ্তাহে পরিবারের সদস্যরা আপনার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও তাদের সাথে একই রকম আচরণ করতে হবে। কারণ এই সময়ে পরিবারের সদস্যদের সাথে আপনার আচরণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিনিময়ে আপনি তাদের সাথে সর্বদা ভাল ব্যবহারিক মেলামেশা অর্জন করবেন। চন্দ্র রাশিতে শনি ষষ্ঠ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার কাজের ফ্রন্ট থেকে জীবন। সংযুক্ত, অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। এমন পরিস্থিতিতে, আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে। তাই জটিল কেস এড়াতে, আপনাকে আপনার পরিচিতিগুলি ব্যবহার করতে হবে। এই সপ্তাহটি আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভাল হতে পারে এবং আপনি যদি দীর্ঘকাল ধরে আপনার উচ্চশিক্ষার বিষয়ে কোনও প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    তুলা রাশি

    শনি আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে বিরাজ করছে, যার ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যে উত্থান-পতনের সম্ভাবনা কম থাকবে। যার কারণে আপনি বেশিরভাগ সময় সুস্বাস্থ্য উপভোগ করবেন। আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই মজবুত থাকবেন এবং শক্তিতে পূর্ণ একটি নিখুঁত এবং স্বাস্থ্যকর জীবন উপভোগ করতে সক্ষম হবেন। যাইহোক, আপনার নার্ভাসনেসের কিছু অভিযোগ থাকতে পারে, তাই সময়ে সময়ে ডাক্তারের পরামর্শ নিন, যাতে আপনি আপনার সুস্বাস্থ্য উপভোগ করতে পারেন। আর্থিক জীবনে এই সপ্তাহে, আপনি নিজেকে উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতিতে খুঁজে পাবেন। এটি আপনাকে কেবলমাত্র একটি ভাল স্তরে আর্থিক সুবিধা নিয়ে আসবে না, তবে আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে মজবুত বলে মনে হবে। এই সপ্তাহে, আপনি প্রত্যাশার চেয়ে বেশি, আপনি আপনার বড় ভাই এবং বোনের সমর্থন পাবেন। যার কারণে আপনিও আপনার বড় ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদিও, এর জন্য আপনাকে বিনা দ্বিধায় তাদের সামনে আপনার সমস্যাগুলি প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষেত্রের প্রতিটি কাজ এবং লক্ষ্য অর্জনের জন্য, অতীতে আপনার করা প্রতিটি কৌশল ও পরিকল্পনায় অফিসের কেউ বাধা দিতে পারে। যার কারণে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে, তাই আপনার চোখ খোলা রাখুন এবং আপনার চারপাশে ঘটছে এমন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকুন। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থীর ছুটির বেশিরভাগ সময় গৃহস্থালির জিনিসপত্র মেরামত করার চেষ্টায় নষ্ট হতে পারে, যা শিক্ষার্থীদের খারাপ বোধ করতে পারে। বিশেষ করে যখন সেই জিনিসটাও ঠিক নয়।

    বৃশ্চিক রাশি

    রাহু আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে বিরাজ করছে, যার কারণে অতিরিক্ত মদ্যপান এবং দ্রুত গাড়ি চালানো এই সপ্তাহে আপনাকে অনেক ক্ষতি করতে পারে। কারণ এই অসাবধানতার কারণে অর্থের ক্ষতির পাশাপাশি অনেক জাতক/জাতিকার স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কেতু আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে বিরাজ করছে, এবং এর প্রভাব অনুসারে, আপনার অর্থ কোনও ধরনের কমিটি বা কোনও অবৈধ বিনিয়োগে বিনিয়োগ করা এড়িয়ে চলুন, যদিও আপনি এটি থেকে ভাল লাভ দেখতে পান। কারণ এটা সম্ভব যে শুরুতে আপনি আপনার টাকাকে নিরাপদ মনে করতে পারেন, কিন্তু পরে আপনি এটি থেকে একটি বড় ক্ষতি পেতে পারেন। এই সপ্তাহে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে। যার কারণে আপনি হতাশ হবেন এবং আপনি এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন। এই সপ্তাহে অফিসে স্নেহ এবং ইতিবাচক পরিবেশ বিরাজ করবে। যার কারণে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। এর মাধ্যমে আপনি সময়ের আগেই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন, শিগগিরই সেই কাজ থেকে মুক্ত হতে পারবেন। এই রাশির জাতক/জাতিকারা, যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাদের এই সপ্তাহে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। কারণ এটা সম্ভব যে কোনো নথির অভাবে আপনি হতাশ হতে পারেন। এই অবস্থায়, তাকে আপনার হাত থেকে যেতে না দেওয়ার চেষ্টা করুন, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান, পরবর্তী সুযোগ পর্যন্ত।

    ধনু রাশি

    এই রাশির জাতক জাতিকাদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা এই সময় কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। কারণ তাদের দ্বারা একটি ভাল রুটিন গ্রহণ করা এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়ক প্রমাণিত হবে। অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরণের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য শুরু থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু চমৎকার পরিকল্পনা করে আপনাকে খুশি করবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে আবার মজা করার সুযোগ পাবেন। এই রাশির স্ব-নিযুক্ত ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও বেশি সাফল্য পাবেন। যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারে যথাযথ সম্মান পাবে এবং এটি তাদের আরও ভাল পারফরম্যান্সের জন্য উত্সাহিত করতে সহায়তা করবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের পারিবারিক জীবনে উত্থান-পতনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যার কারণে পড়ালেখায় মন বসাতেও তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবে।

    মকর রাশি

    রাহু আপনার চন্দ্র রাশিতে চতুর্থ ভাবে বিরাজ করছে, যার কারণে আপনি এই সপ্তাহে মানসিক অশান্তি ও ঝামেলা অনুভব করবেন, কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। যার কারণে আপনার স্বভাবেও বিরক্তি দেখা দেবে। এই সপ্তাহে আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। কারণ আপনার হৃদয় ও মন যখন শান্ত থাকবে, তখনই আপনি নিজের জন্য সঠিক ও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এই সপ্তাহে, বাড়ির বাচ্চারা আপনাকে অনেক গৃহস্থালির কাজ সামলাতে অনেক সাহায্য করতে পারে। কিন্তু এর জন্য আপনাকে ধনী দেখাতে গিয়ে তাদের সাহায্য চাইতে হবে। এছাড়াও সমাজে, আপনি আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি দ্বিতীয় ভাবে বিরাজ করছে, যার কারণে এই সপ্তাহে আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে আপনার কাছের এবং প্রিয়জনদের থেকে দূরে রাখতে পারে। যার কারণে আপনি নিজেকে খুব একা মনে করবেন, তবে আপনি এই একাকীত্ব অন্যদের সাথে ভাগ করতেও দ্বিধা করবেন। এই সপ্তাহে, আপনার রাশির জাতক-জাতিকারা অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে সেগুলি আবার পুনরাবৃত্তি করার কাজটি করবেন। যার কারণে তাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিণতির সম্মুখীন হতে হতে পারে। এমন পরিস্থিতিতে মনে রাখবেন, ব্যর্থ হওয়ার পরেও আপনি অনেক কিছু শিখতে পারেন।

    কুম্ভ রাশি

    এই সপ্তাহে ব্যস্ত রুটিন সত্ত্বেও, আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে। তবে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, এটিকে চিরকাল সত্য বলে ধরে নেওয়ার ভুল করবেন না। এমন পরিস্থিতিতে, আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভাল রুটিন গ্রহণ করুন। অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে বিরাজ করছে, যার ফলস্বরূপ এই সপ্তাহে প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে। কারণ এই সময়টি আপনার ভাগ্যের সহায় হবে, যার কারণে আপনার আগের দিনের কঠোর পরিশ্রমও শোধ হবে এবং আপনি আপনার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হবেন। একটি সুখী এবং দুর্দান্ত সপ্তাহের জন্য, আপনার ঘর অতিথিদের দ্বারা পরিপূর্ণ হতে পারে। এর পাশাপাশি পরিবারের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডও আপনাকে পরিবারের সদস্যদের খুশি রাখতে সাহায্য করবে। দেখা গেছে, ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সময় আমরা আমাদের অহংবোধে আমাদের বাবা-মা, আমাদের গুরু এবং বন্ধুদের মতো আমাদের চারপাশের মানুষদের ভুলে যাই। এবং যখন প্রতিকূল পরিস্থিতি দেখা দেয়, তখন আমাদের মনেও তাদের স্মরণ ও সহযোগিতার আকাঙ্ক্ষা পুনরায় জাগ্রত হয়। এই সপ্তাহে আপনার সাথে একই ঘটনা ঘটবে। যখন আপনার অহংকার আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে। এই সপ্তাহে নতুন কৌশল শিখে, আপনি যদি সেগুলি আপনার পড়াশোনায় ব্যবহার করেন তবেই আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে এবং তাদের সৃজনশীল সম্ভাবনা বাড়াতে হবে।

    মীন রাশি

    যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে, তবে এই সপ্তাহে আপনাকে এমন কিছু এবং ক্রিয়াকলাপে কাজ করতে হবে, যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে, আপনার বদ অভ্যাসের উন্নতি আনুন এবং ভালো খাবার গ্রহণের সাথে সাথে মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন। কেতু আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে, যার কারণে আপনাকে বিশেষ করে এই সপ্তাহে সব ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। এর জন্য সেরা বিকল্প হল আপনার বন্ধুদের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর জন্য বাইরে যাওয়া। কারণ এর মাধ্যমে আপনি শিথিলতার সাথে সাথে আপনার চিন্তাশক্তি বিকাশের সুযোগ পাবেন। এই সপ্তাহে, পরিবারের সদস্যরা বাড়িতে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে, বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে। চন্দ্র রাশিতে বৃহস্পতি প্রথম ভাবে থাকার কারণে, এই সময়ে আপনি আপনার বিশেষ ব্যক্তি বা কাছের বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। যার ফলে আপনিও অনেকাংশে শান্তি পাবেন। এই সপ্তাহ জুড়ে, আপনি আপনার ঊর্ধ্বতন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। এছাড়াও, আপনার দ্বারা গৃহীত ভ্রমণগুলিও এই সময়ের মধ্যে আপনাকে অনেক সুবিধা বয়ে আনবে। কারণ আপনার কুণ্ডলীতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থে দৃশ্যমান। এই সপ্তাহে, উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অকারণে সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি করার মাধ্যমে আপনার পড়াশোনা সংক্রান্ত আপনার মনে উদ্ভূত প্রশ্নগুলি সমাধান করা এবং প্রয়োজনে পেশাদার কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করা আরও ভাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • Home: আবাসিককে বেধড়ক মার! ভাইরাল ভিডিও, হোম পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা, কোথায় জানেন?

    Home: আবাসিককে বেধড়ক মার! ভাইরাল ভিডিও, হোম পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ বিশেষ চাহিদাসম্পন্ন হোমের (Home) এক আবাসিকের ওপর চলছে শারীরিক নির্যাতন। আর সেই ভিডিও ভাইরাল হতেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা এলাকার ইস্পাত নগরীর এ জোন হর্ষবর্ধনে “দুর্গাপুর হ্যান্ডিকাপ্ড হ্যাপি হোম” নামে একটি হোম (Home)  নিয়ে শুরু হয়েছে চর্চা। শুক্রবার বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের তদন্ত করতে পাঠান।

    ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা যাচ্ছে? Home

    এই হোমে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা রয়েছে। হোমের (Home) বারান্দায়, উঠানের চারিদিকে সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। কেউ আবার শুয়ে রয়েছে। উঠানের পাশে এক আবাসিক গেঞ্জি পড়ে বসে রয়েছে। তার পরনে প্যান্ট নেই। একজন পরিচারিকা তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে।  হোমের (Home)  ভিতরেই একজন সেই ছবি মোবাইল বন্দি করছেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে প্রশাসনের কর্তারা নড়েচড়ে বসেন। শুরু হয় তদন্ত।

    হোম পরিদর্শন করে কী বললেন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক? Home

     হোমের (Home) আবাসিককে মারধর করার ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনের বিষয়টি নজর আসে। এদিন সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক দেব দুর্লভ ঘোষাল হোম (Home)  পরিদর্শনে আসেন। পরিদর্শনের পর দেব দুর্লভ বাবু জানান, এই ভিডিও সম্ভবতঃ পুরানো। তাছাড়া হোমে (Home)  সব আবাসিকের সঙ্গে কথা বলেছি। কেউ মারধর করার কথা বলেনি।  তবুও, বিষয়টি খতিয়ে দেখব।

    কী বলল হোম কর্তৃপক্ষ? Home

    এই হোমে ৪১ জন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা রয়েছে। হোমের (Home) সম্পাদক পাপিয়া মুখোপাধ্যায় বলেন, এই ভিডিও ফুটেজটি ২০১৭ সালের। এই ভাইরাল ভিডিও নিয়ে আদালতে মামলা চলছে। যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, সেই আবাসিকও নেই। তবে, এই হোমের সুপারভাইজার আমির হাসান বলেন, এই হোমের (Home)  অনেক রকম দুর্নীতি আছে। এমনকি বাইরে কিছু ফাঁস করলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality: অয়ন শীলের হাত ধরে আরও একটি পুরসভায় ২২০ জন নিয়োগ! জানেন কোন পুরসভা?

    Municipality: অয়ন শীলের হাত ধরে আরও একটি পুরসভায় ২২০ জন নিয়োগ! জানেন কোন পুরসভা?

    মাধ্যম নিউজ ডেস্কঃ বরানগর, কামারহাটি, হালিশহর পুরসভার পর এবার টিটাগড় পুরসভা (Municipality)। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের সংস্থার মাধ্যমেই এই পুরসভায় বিভিন্ন পদে বহু কর্মী নিয়োগ হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই পুরসভায় (Municipality) নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বরানগর, কামারহাটি, হালিশহর পুরসভার নাম সামনে এলেও এতদিন টিটাগড় পুরসভার (Municipality) নাম তালিকায় ছিল না। চয়নিকা আ়ঢ্য নামে এক চাকরি প্রার্থী পাশ করেও অয়ন শীলকে তার দাবি মতো টাকা দিতে না পারার জন্য টিটাগড় পুরসভায় চাকরি পাননি। এমনই দাবি করেছেন ওই চাকরি প্রার্থী। আর এই বিষয়টি সামনে আসতেই এই পুরসভা (Municipality) নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ হয়েছে বলে কোনও অভিযোগ ওঠেনি। তবে, অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়ায় স্বচ্ছতা কতটা হয়েছে তা অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ নিয়ে কী বললেন প্রাক্তন চেয়ারম্যান? Municipality

    টিটাগড় পুরসভায় তত্কালীন চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চৌধুরী। ২০১৯ সালে এই পুরসভায় কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। পুরসভার (Municipality) বিভিন্ন পদে ২২১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। অয়ন শীলের সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পুর কর্মচারী ইউনিয়নের এক রাজ্য নেতা এই পুরসভায় আসতেন। তবে, তার কোনও অনুগামীর এই পুরসভায় চাকরি হয়েছে কি না তা জানা যায়নি। প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বলেন, টেন্ডারে ওই সংস্থার রেট সব থেকে কম ছিল। তাই, আমরা ওই সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। ওই নিয়োগ প্রক্রিয়ায়  কোনও দুর্নীতি হয়নি। কারণ, যাদের নিয়োগ করা হয়েছে যোগ্যতার মাপকাঠিতে নেওয়া হয়েছে। কোনও সুপারিশ মেনে কাউকে নিয়োগ করা হয়নি। এমনকী আমার পরিবারে কেউ চাকরি পাননি। ফলে,  আমি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করেছিলাম। কোথাও কোনও দুর্নীতি হয়নি। ২২১ জনের নেওয়ার কথা বলা হলেও চুঁচুড়ার ওই চাকরি প্রার্থী কাজে যোগ দেননি। কারণ, সবাইকে নেওয়া হয়েছে, তিনি আসলে তাঁর চাকরিও হত। তাই, ওই প্যানেলে ২২০ জনের চাকরি হয়েছে। আসলে নির্দিষ্ট সময়ে ওই চাকরি প্রার্থী আসেনি বলেই তার চাকরি হয়নি।

    টিটাগড় পুরসভার বর্তমান চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, অয়ন শীলের সংস্থার মাধ্যমে এই পুরসভায় (Municipality) বহু কর্মী নিয়োগ হয়েছে শুনলাম। তবে, সেটা আগের বোর্ডে হয়েছে। ফলে, আমার কিছু জানা নেই। যদি কোনও অনিয়ম বা স্বজনপোষণ হয়ে থাকে তা আগের চেয়ারম্যান বলতে পারবেন। আমার পক্ষে বলা সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ramnavami: রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ শুভেন্দু

    Ramnavami: রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবঙ্গনমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুন: ‘সনাতন ধর্মের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই’, বললেন মোহন ভাগবত

    বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) শোভাযাত্রায় হামলার অভিযোগ

    বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয় বলে অভিযোগ। রাম নবমীর (Ramnavami) মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শিবপুরের কাজিপাড়ায়। গত বছরও একই জায়গায় রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার মিছিল লক্ষ্য করে বোমা, পেট্রল বোমা, কাচের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। যাতে মিছিলে অংশগ্রহণকারী ১৫ – ২০ জন রামভক্ত আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। রাম নবমীর হামলার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টিয়ার গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

    আরও পড়ুন: সদ্যোজাতের মুখ দেখতে লাগে ৫০০ টাকা! হাসপাতাল পরিদর্শনে এসে শুনলেন মহকুমা শাসক, কোথায় জানেন ?

    রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী 

    অন্যদিকে বৃহস্পতিবার একই রকম ঘটনা ঘটেছে বিহার সীমানা লাগোয়া উত্তর দিনাজপুরের ডালখোলায়। সেখানেও রাম নবমীর (Ramnavami) মিছিলের ওপর হামলা হয়।  এই ২ ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য প্রশাসন পক্ষপাতদুষ্ট। তাঁরা মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। মুখ্যমন্ত্রী বলছেন, রমজান মাসে হামলাকারীরা কোনও খারাপ কাজ করতে পারে না। অথচ ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে হামলা কারা করেছে। তাই সিবিআই ছাড়া এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    Covid19: গত ৬ মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ হাজার ৯৫ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে নতুন করে করোনা (Covid19) আক্রান্ত হলেন ৩ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের ফলে এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে বলেই জানা যাচ্ছে। গত ৬ মাসে এটাই সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই পরিসংখ্যান মিলেছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ, সাপ্তাহিক পজিটিভিটি রেড ১.৯১ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ২০৮। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত (Covid19) হয়েছেন ১ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এই নিয়ে পর পর দু’দিন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করল।

    রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩০০

    দিল্লি, কেরল, হিমাচল, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, তামিলনাড়ুতে বিশেষ নজরে সংক্রমণের রেখচিত্র। জানা গিয়েছে, বুধবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০০। এই সংখ্যা বৃহস্পতিবার আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) আক্রান্ত হয়ে দিল্লির দু’জন বাসিন্দার মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। বৈঠক শেষে তিনি জানান যে, যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে হবে। এই নিয়ে নির্দেশিকাও জারি করা হয়। শুক্রবার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এখনই এই বিষয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তার কারণ হিসাবে তিনি জানান, দিল্লিতে নতুন করে কোভিডের কোনও রূপ আর উপরূপের সন্ধান মেলেনি। মূলত কোভিডের পুরনো রূপ এক্সবিবি এবং সেটার উপরূপ ১.১৬-এর জন্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও

    কোভিডের সঙ্গে দেশে বাড়ছে ইনফ্লুয়েঞ্জাও। সর্দি, কাশি, জ্বর ঘরে ঘরে। শিশু থেকে বয়স্ক সকলেই কাবু। সবথেকে বড় বিষয় হল, কোভিডের সঙ্গে এই ইনফ্লুয়েজ্ঞার উপসর্গের যেহেতু খুবই মিল, ফলে বাড়ছে বিড়ম্বনা। বিশেষজ্ঞদের মত, একটা বড় অংশের মানুষ ভুগছেন করোনার উপসর্গে। কারও কারও রিপোর্ট পজিটিভও আসছে। তবে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন তাঁরা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Student: ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! বিক্ষোভে উত্তাল এলাকা, গ্রেপ্তার ৩, কোথায় জানেন?

    Student: ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! বিক্ষোভে উত্তাল এলাকা, গ্রেপ্তার ৩, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর (Student) ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তাল হয়ে উঠল আসানসোলের হিরাপুর থানার  নিউটাউন এলাকা । মৃত ছাত্রীর (Student) নাম কোয়েল হাঁসদা (২২)। মঙ্গলবার রাতে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গত ২৭ মার্চ থেকে ওই ছাত্রী (Student)  নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়। ২৮ মার্চ নিউটাউন এলাকার ১২ নং রাস্তা থেকে ওই ছাত্রীর (Student)  ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আদিবাসী সংগঠনের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। বুধবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। হিরাপুর থানার সামনেই রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।  একটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর (Student)  সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীর (Student)  দুর্গাপুরে বিয়ে ঠিক করে। সেটা ওই ছাত্রীর প্রেমিক জানতে পেরে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

    কী বললেন আদিবাসী সংগঠনের সদস্যরা? Student

    অবস্থান বিক্ষোভ চলাকালীন আদিবাসী সংগঠনের এক সদস্য বলেন “ওই ছাত্রীকে (Student)  পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে।  ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরও বলেন “ দীর্ঘদিন ধরে এই রাজ্যে আদিবাসীদের ওপর নির্যাতন করা হয়। প্রশাসন এই ব্যাপারে কোনরকম কড়া পদক্ষেপ নেয় না। ফলে আদিবাসী সম্প্রদায়কে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়”।  বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে ।

    ছাত্রীর মৃত্যু নিয়ে কী বললেন পুলিশ কমিশনারেটের কর্তা? Student

     আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি (সেন্ট্রাল) অভিষেক মোদি বলেন, “ মৃতার বাড়ি থেকে অভিযোগ আসা মাত্র পুলিশ তদন্ত করে মৃতদেহটি উদ্ধার করে। পরে, তদন্তের মাধ্যমে জানা যায় তিন জন অভিযুক্ত এই ঘটনার সাথে যুক্ত। তারমধ্যে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুমির মাড্ডি, রোহিত হাঁসদা এবং সুমিত্রা হেমব্রম।

    কী বললেন ছাত্রীর বাবা? Student

    ছাত্রীর (Student) মৃতদেহ উদ্ধারের পর থেকেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে। মৃত ছাত্রীর (Student)  বাবা লক্ষ্মীনারায়ণ হাঁসদা বলেন, “২৭ মার্চ মেয়ে একটি ফোন পেয়ে বেরিয়ে যায়। মেয়ের ফিরতে দেরি হওয়ায় তাঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু, তাঁর মোবাইল সুইচড অফ পাই। থানায় মিসিং ডায়েরি করি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Patient: হাসপাতালের বেডের নীচে মানসিক ভারসাম্যহীন রোগীর কাছে এত টাকা! হতবাক সকলে, কোথায় জানেন?

    Patient: হাসপাতালের বেডের নীচে মানসিক ভারসাম্যহীন রোগীর কাছে এত টাকা! হতবাক সকলে, কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড। সেখানে একটি বেডের মতো বসে রয়েছেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক  রোগী (Patient)। পরনে কালো প্যান্ট আর চেক জামা। হিন্দি ভাষী। তাঁর শারীরিক দুর্বলতার ওপর চিকিৎসা শুরু হয়। আচমকাই ভবঘুরে ওই রোগীর (Patient)  বেডের নীচে থেকে উদ্ধার হয় নোটের বান্ডিল। সবমিলিয়ে প্রায় এক লক্ষ টাকা। যা দেখে হতবাক হাসপাতালের নার্স থেকে চিকিত্সক সকলেই। এরকম একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরের কাছে এতগুলো টাকা এল কোথা থেকে? বিষয়টি জানতে পেরে হাসপাতালের সুপার ধীমান মণ্ডল ছুটে আসেন। কোনওরকমে বুঝিয়ে তাঁর ওই টাকা উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি কোকওভেন থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     ভবঘুরে ওই রোগীর  কাছে এত টাকা আছে, জানা গেল কীভাবে? Patient

    ১৭ মার্চ কোকওভেন থানার এক সিভিক ভলান্টিয়ার মুচিপাড়া থেকে ওই ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। হাসপাতালের এক নার্স বলেন, দুদিন চিকিত্সা করার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। আর সুস্থ হতেই বেডের মধ্যে কিছুক্ষণ বসে থাকার পর তিনি বার বার বেডের নীচে লুকিয়ে পড়ছেন। বেডের নীচে দীর্ঘক্ষণ বসে থাকছেন। মানসিক রোগী (Patient) ভেবে প্রথমে আমরা গুরুত্ব দিইনি। এক রোগীর (Patient)  বাড়ির লোকজন বলেন, বেডের নীচে ও কিছু গুনছে। তবে, সেটা কাউকে দেখাচ্ছেন না। এরপরই কৌতূহলবশত হাসপাতালের এক কর্মী বেডের নীচে নেমে দেখেন তাঁরা কাছে ৫০০ টাকার মোটা দুটি বান্ডিল রয়েছে। প্যান্টের পকেট থেকে বের করছে আর গুনছে। বার বার তিনি ওই টাকা গুনছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সমস্ত টাকা ওই রোগীর (Patient) কাছে থেকে উদ্ধার করে রাখার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরে বলেন, আমার জমি কেনাবেচা আর চটির ব্যবসা রয়েছে। ভাইয়ের সঙ্গে আমি ব্যবসা করি। ব্যবসার জন্যই টাকা নিয়ে এসেছিলাম। তারপর আবার বিরবির করে কী বলতে থাকেন। এতগুলো টাকা নিয়ে রাস্তার ধারে কেন পড়েছিল তা পরিষ্কারভাবে তিনি কিছু বলতে পারেননি।

    কী বললেন হাসপাতালের সুপার? Patient

    হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, ওই বৃদ্ধের মানসিক কোনও সমস্যা রয়েছে। তিনি নিজের নাম কখনও আহির খান আবার কখনও বলছে সামিহুল হুদাখান। বাড়ির ঠিকানা বলছেন, বিহার। কখনও  ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার নাম করছেন। তাঁর কাছে কোনও পরিচয়পত্রও নেই। কথাই অসঙ্গতি থাকায় আমরা তাঁর কাছ থেকে ৯৯ হাজার টাকা নিয়ে নিজেদের হেফাজতে রেখেছি। তবে, এতগুলো টাকা নিয়ে তিনি কী করছিলেন তা বুঝতে পারছি না। তাঁর পরিবারের কেউ খবর পেয়ে আসলে তাঁদের হাতে ওই টাকা সহ রোগীকে তুলে দিতে চাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • Toilet: নির্মল জেলায় শৌচালয়হীন আদিবাসী গ্রাম! কোথায় জানেন?

    Toilet: নির্মল জেলায় শৌচালয়হীন আদিবাসী গ্রাম! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ আজব গ্রাম! নির্মল জেলাতেই আস্ত একটি আদিবাসী গ্রামে কারও বাড়িতে নেই শৌচাগার (Toilet) – খোলা মাঠেই মহিলাদের করতে হয় শৌচকর্ম। যাতায়াতের রাস্তাও অযোগ্য। গ্রামের বিদ্যুতের খুঁটি থাকলেও গ্রামে কারও বাড়িতে বৈধ বিদ্যুত্ সংযোগ নেই। বাধ্য হয়ে বাসিন্দারা  হুকিং করে বাড়িতে আলো জ্বালান। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ৭ নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামে নেই কোনও উন্নয়ন। এতদিনেও গ্রামে শৌচালয় (Toilet)  তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের বক্তব্য, একাধিকবার সরকারি সহায়তায় শৌচালয়ের (Toilet)  জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, সরকারি সাহায্য মেলেনি। তাই, গ্রামের কারও বাড়িতে কোনও শৌচালয় (Toilet)  নেই। গ্রামের বাসিন্দা কলিতা সরেন বলেন, পঞ্চায়েতে ৯০০ টাকা করে জমা দিয়েও শৌচালয় (Toilet)  পাইনি। স্থানীয় বাসিন্দারা বলেন, কয়েকদিন আগে তৃণমূল নেতারা গ্রামে এসেছিল, সমস্যার কথা না শুনেই চলে গিয়েছে। কারও বাড়িতে শৌচালয় নেই, মেয়েদের কত সমস্যা হয় তা কেউ বোঝে না। এলাকায় বাড়ি বাড়ি শৌচালয় (Toilet)  না হলে এবার ভোটই দেব না।

    কী বললেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি? Toilet

     নির্মল জেলা দক্ষিণ দিনাজপুরের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে “মাঠে ঘাটে পায়খানা-মৃত্যুর পরোয়ানা”, “মিশন নির্মল বাংলা – প্রচারে ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত” লেখা হোর্ডিং টাঙানো থাকলেও, আদিবাসী অধ্যুষিত গোটা গ্রাম বছরের পর বছর কেন শৌচালয়হীন অবস্থায় রয়েছে ? জেলাবাসীদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, স্বঘোষিত নির্মল জেলা দক্ষিণ দিনাজপুরের শিকারপুর গ্রামের অনুন্নয়নের ছবি লজ্জা প্রশাসনের। এই বিষয়ে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস বলেন, গোটা গ্রামে শৌচালয় (Toilet)  নেই তা আমার জানা ছিল না। মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করার পরেও আদিবাসী পরিবারগুলি এতটাই পিছিয়ে পড়ে রয়েছে তা কেউ জানাইনি। ওই গ্রামের বাসিন্দারা যাতে শৌচালয় (Toilet)  পান তারজন্য সবরকম উদ্যোগ গ্রহণ করব। তিনি আরও বলেন, গ্রামবাসীদের থেকে টাকা জমা নেওয়ার পরও কেন শৌচালয় তৈরি করা হয়নি তা তদন্ত করে দেখব।

    কী বললেন বিজেপি নেতৃত্ব? Toilet

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, খুবই লজ্জার বিষয়। আজকের দিনে শৌচকর্ম করতে মহিলাদের মাঠে যেতে হয় তা ভাবতে পারছি না। শৌচালয় (Toilet)  করার জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে, সেই টাকা তৃণমূল সরকার খেয়ে নিচ্ছে। অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতাদের নিয়ে একী বললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়?

    TMC: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতাদের নিয়ে একী বললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়?

    মাধ্যম নিউজ ডেস্কঃ এক সময় যারা সাইকেল চড়ে এলাকায় ঘুরে বেড়াতেন, তৃণমূল (TMC) নেতা হয়ে এখন চারচাকা নিয়ে ঘুরছেন। টালি বাড়ি থাকা শাসক দলের নেতা এখন অট্টালিকা হাঁকিয়েছে। বিরোধীরা বার বার শাসক দলের নেতাদের সম্পর্কে এই অভিযোগ করেন। এবার সেই বিরোধীদের অভিযোগকে মান্যতা দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই দলীয় সভায় তিনি বলেছিলেন, দলে কিছু মানুষ খারাপ হতে পারে। তবে, সবাই খারাপ হতে পারে না। আমি চোর হতে পারি, কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় চোর হতে পারে না। তাঁর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছিল। এবার দলীয় নেতা কর্মীদের (TMC)  জীবনযাত্রা নিয়ে সতর্ক করলেন মন্ত্রী। খড়দহের বিলকান্দায় দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের এই মন্ত্রী বলেন,আমি ২৪ বছর প্রেসিডেন্ট হয়েও স্কুটার চালিয়েছি। আর আজকাল দেখি পাড়ার প্রেসিডেন্ট সেও একটা গাড়ি করে ফেলেছে। কোথা থেকে আসে, কে দেয় এই টাকা। এইটুকু ত্যাগ করলে তবেই না মানুষ ভালবাসবে। আমি চাইব, আমার সহকর্মী বন্ধুরা যারা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন, তাঁরা ক্ষমতার স্বাদ পেয়ে চরিত্রটাকে নষ্ট করবেন না।

    পঞ্চায়েত ভোট নিয়ে কী বললেন মন্ত্রী? TMC

    পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর জীবনযাত্রা দেখে ভোট দেওয়ার কথা বললেন খড়দহের বিধায়ক। তিনি বলেন, আবার একটা পঞ্চায়েত নির্বাচন আসছে। যাকে মনে হবে আপনারা ভোট দিয়ে জেতাবেন। কিন্তু, ভোটটা দিয়ে বাড়ি ঢুকে যাবেন না। খেয়াল রাখবেন  যাকে ভোট দিলেন তাঁর জীবনযাত্রা, চলাফেরা পাল্টে গেল কিনা। পঞ্চায়েত সদস্য হওয়ার কদিনের মধ্যেই বাড়ির চেহারা পাল্টাচ্ছে কিনা, বাড়িতে নতুন গাড়ি ঢুকলো কিনা, এগুলো দয়া করে দেখবেন। সাধারণ মানুষের কাজ নজর রাখা। শুধু ভোট দিয়ে দায়সারা নয়। আপনাকেও আপনার জীবনযাত্রা সম্পর্কে সচেতন থাকতে হবে বলে দলীয় নেতাদের (TMC)  সতর্ক করেন তিনি।

    সিপিএমকে তোপ দেগে কী বললেন মন্ত্রী? TMC

    সিপিএমকে আক্রমণ করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ছাত্রপরিষদ করার কারণে এন্ড্রুজ কলেজের একজনকে সুজন চক্রবর্তী সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আর এদের এখন লাফানো দেখে মনে হয় সবাই তিলক দিয়ে বৈষ্ণব হয়ে গিয়েছে। ৩৪ বছর ধরে কি অত্যাচার এরা করেছে, আমরা ভুলে যাইনি, বাংলার মানুষও ভুলে যায়নি। এখন সব বড় বড় কথা বলছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।+-

  • President Of India: বিশ্বভারতী ঘুরে অভিভূত দ্রৌপদী মুর্মু!  সমাবর্তনে কী বললেন রাষ্ট্রপতি?

    President Of India: বিশ্বভারতী ঘুরে অভিভূত দ্রৌপদী মুর্মু! সমাবর্তনে কী বললেন রাষ্ট্রপতি?

    মাধ্যম নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলেন। ঘুরে দেখলেন। আর হিন্দি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় বক্তব্য রেখে সকল পড়ুয়ার মন জয় করে নিলেন। রাষ্ট্রপতিকে (President Of India)  কাছ থেকে দেখে এবং তাঁর বক্তব্য শুনে অভিভূত পড়ুয়ারা। প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, অনসূয়া দে নামে পড়ুয়ারা বলেন, রাষ্ট্রপতিকে (President Of India)  এত কাছ থেকে দেখব ভাবতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ের সংখ্যা সমান সমান জেনে তিনি খুশি হয়েছেন। মেয়েদের আরও এগিয়ে যাওয়ার তিনি বার্তা দিয়েছেন। আমরা খুব খুশি। এই প্রথম রাষ্ট্রপতি (President Of India)  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এলেন। রাষ্ট্রপতি (President Of India)  আসবেন বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। নো ফ্লাইং জোন ছিল গোটা এলাকা। হেলিকপ্টারে নামার পর কনভয়ে করে  রাষ্ট্রপতি সোজা বিশ্বভারতী চলে যান। শান্তিনিকেতনে এসে প্রথমে রবীন্দ্রভবন সংগ্রহশালায় যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India) । সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত সামগ্রী, পাণ্ডুলিপি, আঁকা ছবি তিনি ঘুরে ঘুরে দেখেন। ভিজিটর বুকে নিজের মতামতও লেখেন তিনি। পরে, বিশ্বভারতীর অন্যতম কলাভবন ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। কলাভবনে খোলা আকাশের নীচে নির্মিত ভাস্কর্যগুলি ঘুরে দেখেন তিনি। সেখান থেকে ছাতিমতলায় এসে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মু (President Of India) । তারপর আম্রকুঞ্জের জহর বেদীতে সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রথা অনুযায়ী সপ্তপর্ণী (ছাতিম পাতা) তুলে দেন বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানের হাতে। বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতিকে (President Of India)  বিশ্বকবির একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য।

    সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে কী  বললেন রাষ্ট্রপতি? President Of India

    মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India) বলেন,”সকল উত্তীর্ণ পড়ুয়াদের আমার অভিবাদন। জীবনে সফল হও। আমি আপ্লুত বিশ্বের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আমি পরিদর্শক। এটা আমার প্রাপ্তি। আমি গতকাল (সোমবার) গুরুদেবের বাড়িও ঘুরে দেখেছি। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আমি খুশি।” ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতেন দ্রৌপদী মুর্মু, সেই স্মৃতিচারণও করেন তিনি। তিনি আরও বলেন, “আমি ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতাম। শুনতাম এখানে গাছের তলায় পড়াশুনা করানো হয়। গুরুদেবের সময় থেকেই চলে আসছে। আমি আজ নিজে দেখলাম সেই শান্তিনিকেতন। খুব আনন্দিত। এক কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর শিক্ষা ও পরিবেশের প্রসংশায় পঞ্চমুখ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India) ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share