Author: user

  • Tapas Saha: দমকল নিয়োগ দুর্নীতির তদন্ত ভারও কি সিবিআইয়ের হাতে!  কী বললেন বিচারপতি মান্থা? 

    Tapas Saha: দমকল নিয়োগ দুর্নীতির তদন্ত ভারও কি সিবিআইয়ের হাতে! কী বললেন বিচারপতি মান্থা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: দমকলে নিয়োগের দুর্নীতির ভারও কি তবে সিবিআই পেতে চলেছে। অন্তত, কলকাতা হাইকোর্টের শুনানিতে সেরকম ইঙ্গিতই মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। স্কুলে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তারমধ্যেই দমকলে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে মামলা হয়েছে হাইকোর্টে।

    কী বললেন বিচারপতি রাজাশেখর মান্থা

    মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয়। সেই শুনানিতে রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হলে কোনও সমস্যা নেই।

    রাজ্যের দুর্নীতি দমন শাখা সময় মতো চার্জশিট দেয়নি বলে অভিযোগ

    এই মামলার তদন্ত রাজ্যের দুর্নীতি দমন শাখা করছে। নিম্ন আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে। এই ঘটনায় তাপস সাহা (Tapas Saha), প্রবীর কয়াল, শ্যামল কয়াল, সুনীল মণ্ডলদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে সময় মতো চার্জশিট জমা দেওয়া হয়নি বলে তিনি জামিন পেয়ে যান।

    মামলার আগামী শুনানি ৩০ মার্চ

    মঙ্গলবার, এই মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে ২ দিন সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে, তারা একটি রিপোর্ট দেবে। বিচারপতি মান্থা রাজ্যের আবেদন মঞ্জুর করেন। তিনি এদিন এই মামলার পর্যবেক্ষণে জানান, এই অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। তাই বিলম্ব করা যাবে না। আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনই স্থির করা হবে এই মামলার তদন্তভার দুর্নীতি দমন শাখার হাতেই থাকবে নাকি অন্য কোনও তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হবে।

    তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে অভিযোগ কী

    নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দিন দু’য়েক আগে বিজেপি নেতা তরুণজ্যোতি একটি অডিও ক্লিপ সামনে এনে দাবি করেছিলেন দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস (Tapas Saha)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Amritpal Singh: পলাতক খালিস্থানপন্থী নেতা অমৃতপাল কি নেপালে? সন্দেহ গোয়েন্দাদের

    Amritpal Singh: পলাতক খালিস্থানপন্থী নেতা অমৃতপাল কি নেপালে? সন্দেহ গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পলাতক খালিস্তানিপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) কি নেপালে আত্মগোপন করেছেন? এই প্রশ্নই দানা বাঁধছে পাঞ্জাব পুলিশ মহলে। গোয়েন্দাদের তদন্তে প্রায় প্রতিদিনই নতুন নতুন ছদ্মবেশে অমৃতপালের ছবি সামনে আসছে। কিন্তু শত চেষ্টাতেও তার নাগাল পাচ্ছেনা পুলিশ। সূত্রের খবর, পুলিশ মহলের কেউ কেউ অমৃতপালকে পালাতে সাহায্য করতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।  অনুমান অমৃতপাল (Amritpal Sing) নেপাল হয়ে অন্য দেশেও পালিয়ে যেতে পারেন।

    নেপাল প্রশাসনের কাছে কী আর্জি জানাল ভারতীয় দূতাবাস

    শনিবার কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি বিদেশ মন্ত্রককে একটি চিঠি পাঠায়। তাতে অনুরোধ করা হয়েছে, অমৃতপাল (Amritpal Singh) যদি নিজের পাসপোর্ট বা কোনও ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে নেপাল হয়ে পালাতে চান তবে যেন তাঁকে গ্রেফতার করা হয়। অমৃতপাল সংক্রান্ত সব তথ্য নেপালের গোয়েন্দা সংস্থা, সেখানকার সমস্ত হোটেল, উড়ান সংস্থাকে জানিয়েছে ভারত। কোনওভাবেই যাতে ছদ্মবেশ নিয়ে অমৃতপাল অন্য কোথাও পালাতে না পারেন তা দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

    ১৮ মার্চ থেকে পলাতক অমৃতপাল (Amritpal Singh)

    সেই ১৮ মার্চ অমৃতপালকে (Amritpal Singh) তাড়া করা শুরু করেছে পাঞ্জাব পুলিশ। তাঁর একাধিক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে বারে বারেই হাতছাড়া হয়ে গেছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং। জলন্ধরে পাঞ্জাব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর পরে রাজধানী-সহ নানা জায়গায় অমৃতপালের (Amritpal Singh) ছবি সামনে এসেছে। তিনি সীমান্ত পেরিয়ে নেপালে পালাতে পারেন, এমন আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই সীমান্তে এসএসবি-কে সতর্ক করা হয়েছে।

    ইতিমধ্যেই অমৃতপালের (Amritpal Singh) পাল্টে ফেলা মোট সাতটি চেহারার ছবির প্রকাশ করেছে পাঞ্জাব পুলিশ। বিভিন্ন চেহারার ছবি শেয়ার করে অমৃতপালের হদিশ পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছিল পুলিশ। জলন্ধর গ্রামীণ পুলিশ এর আগেই একটি ব্রেজা গাড়ি উদ্ধার করে। যেটায় চেপে অমৃতপাল পালিয়েছিল বলে সন্দেহ পুলিশের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Basanti Puja: বাসন্তী পুজোর ইতিহাস জানুন

    Basanti Puja: বাসন্তী পুজোর ইতিহাস জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। যা পরে বাসন্তী পুজো (Basanti Puja) নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পুজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। পরে রাবণ বধের উদ্দেশে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন এবং তখন থেকে দূর্গাপুজো শরৎকালে শুরু হয়।

    আরও পড়ুন: ‘এবছর নৌকায় আগমন দেবী দুর্গার! জেনে নিন বাসন্তী পুজোর তিথি, শুভক্ষণ

    রাজা সুরথের কাহিনী

    রাজা সুরথকে চিত্রগুপ্তবংশী রাজা (চিত্রগুপ্তের বংশধর) হিসেবে উল্লেখ করা হয়েছে দূর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য এবং মার্কণ্ডেয় পুরাণে। সুরথ সুশাসক ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কোনও যুদ্ধে নাকি তিনি কখনও হারেননি। কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাঁকে আক্রমণ করে এবং সুরথ পরাজিত হন। এই সুযোগে তাঁর সভাসদরাও লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান সুরথ। বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাসাশ্রমে পৌঁছোন। ঋষি তাঁকে সেখানেই থাকতে বলেন। কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যে একদিন তাঁর সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন, সমাধিকেও তাঁর স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি স্ত্রী-ছেলের ভালোমন্দ এখনও ভেবে চলেছেন।

    আরও পড়ুন: আজ থেকে শুরু নবরাত্রি, ন’দিনে নয় দেবীর আরাধনা, কোন দিন কী পুজো?

    তাঁরা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে, তাদের ভালো আজও তারা কামনা করছেন। ঋষিকে একথা বলায়, তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনি বর্ণনা করেন। ঋষির উপদেশেই রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্ত কালের শুক্ল পক্ষে রাজা পুজো শুরু করেন। শুরু হয় বাসন্তী পুজো (Basanti Puja)। এই পুজো এখন কয়েকটি বাড়িতেই শুধু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠকে পার্টি অফিসে মারধর করে বের করে দিলেন কাজল অনুগামীরা! কোথায় জানেন?

    Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠকে পার্টি অফিসে মারধর করে বের করে দিলেন কাজল অনুগামীরা! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন তিহার জেলে রয়েছেন। এবারই প্রথম অনুব্রতহীন (Anubrata Mondal)  পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই জেলায় এবার সংগঠন দেখার রাশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েছেন। ২৪ মার্চ কালীঘাটে তিনি বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দলীয় নেতার বিরুদ্ধে মুখ খোলার জন্য কাজল শেখকে তৃণমূল নেত্রী ধমক দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ফলে, কালীঘাটের মিটিং নিয়ে বীরভূমে শাসক দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। এরইমধ্যে নানুরে দলীয় কার্যালয়ে কেষ্ট (Anubrata Mondal)  ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের ওই নেতার জামাও ছিঁড়ে দেওয়া হয়। পরে, তাঁকে পাটি অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট (Anubrata Mondal)  অনুগামী এবং কাজল অনুগামীদের কোন্দল নিয়ে ফের সরগরম বীরভূমের রাজনীতি।

    ঠিক কী হয়েছিল? Anubrata Mondal

    এমনিতেই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বরাবরই দ্বন্দ্ব রয়েছে। কারণ, নানুর গণহত্যায় কাজল শেখের পরিবারের তিনজনের মৃত্যু হয়। আর এই গণহত্যার নেপথ্যের নায়ক তত্কালীন বাম নেতা রানা সিংহ বলে কাজল শেখের অনুগামীদের দাবি। ফলে, তৃণমূল ক্ষমতায় আসার পর কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) হাত ধরে রানা সিংহ তৃণমূলে যোগ দেন। যেটা কাজল শেখ ভালোভাবে মেনে নেয়নি। প্রকাশ্যে এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু, অনুব্রতের (Anubrata Mondal) ক্ষমতাবৃদ্ধি যত হয়েছে, কাজল শেখ তত দলে কোণঠাসা হয়ে পড়েছে। গরু পাচারকাণ্ডে কেষ্টর (Anubrata Mondal)  জেলযাত্রার পর থেকে বীরভূমে কাজল ফের স্বমহিমায়। তৃণমূল নেত্রীর নির্দেশে তিনি কোর কমিটিতে ঠাঁই পান। ফলে, কাজলের অনুগামীরা এখন চাঙা। গোটা এলাকা তাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে,  শনিবার দলীয় কার্যালয়ে কেষ্ট (Anubrata Mondal)  ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরী বসেছিলেন। সেখানে অন্যান্য কর্মীরাও ছিলেন। কালীঘাটের বৈঠক নিয়ে কার্যালয়ে আলোচনা হয়। সেই সময় তৃণমূলের নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্য কার্যালয়ে ঢোকেন। তাঁর উপস্থিতিতে  বচসা শুরু হয়। এরপরই কাজল শেখের অনুগামীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ।

    কী বললেন আক্রান্ত তৃণমূল নেতা রিঙ্কু চৌধুরী? Anubrata Mondal

    দলীয় কার্যালয় থেকে জামা ছিঁড়ে বের করে দেওয়ার ঘটনায় দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসে।  কারণ, রিঙ্কু অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাই, তাঁর উপর হামলা চালানোর অর্থ কেষ্ট মণ্ডলকে (Anubrata Mondal)  কাজল অনুগামীরা আমল দিতে নারাজ তা প্রমাণ হয়ে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে। হামলার প্রসঙ্গে রিঙ্কু চৌধুরী বলেন, আমি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)  অনুগামী। আমি দলীয় কার্যালয়ে বসেছিলাম। কাজল শেখ, সুব্রত ভট্টাচার্যরা বলল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)  কোনও লোককে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হবে না। পার্টি অফিসে থাকতে পারবে না। এরপরই ওরা আমার উপর হামলা চালায়। মারধর করে জামা ছিঁড়ে আমাকে কার্যালয় থেকে বের করে দেয়।

    কী বললেন তৃণমূলের নানুর ব্লকের সভাপতি? Anubrata Mondal

    তৃণমূলের নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, মারধর করা হয়নি। এটা মিথ্যা অভিযোগ। রিঙ্কু পার্টি অফিসে এসে কালীঘাটের বৈঠক নিয়ে কর্মী-নেতাদের বিরুদ্ধে নানা প্ররোচনামূলক কথা বলতে থাকেন। আমাদের দলের কর্মীরা তাতে রেগে যায়। আমি রিঙ্কুকে কার্যালয় থেকে চলে যেতে বলি। কিন্তু, ও আমাকে মারধর করতে আসে। এটা দেখেই দলের ছেলেরা রেগে যায়। তারা পার্টি অফিস থেকে তাকে বের করে দেয়। তাঁকে কোনও মারধর করা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি! কতদিন চলবে জানেন?

    Weather Report: রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি! কতদিন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বজ্রপাত সহ ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্য জুড়ে (Weather Report)। সূত্রের খবর, রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টিস্নাত হবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিও। শনিবার এমনই পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ৩০ মার্চ। এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এরফলেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে।

    আরও পড়ুন: চা-ওয়ালা থেকে বিজেপি বিধায়ক, চিনুন রাহুলের বিরুদ্ধে মামলাকারী পূর্ণেশকে

    উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বেশ কয়েকদিন

    দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী বুধবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Report) হতে পারে। সিকিমের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (Weather Report) সম্ভাবনা রয়েছে।

     

    দক্ষিণবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Report)

    এদিকে রবিবার আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গেও। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। পরে সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।  মূলত, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণেই আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    আরও পড়ুন: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • Narendra Modi: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

    Narendra Modi: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: জানুয়ারি মাসের পর আবারও! ফের কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তায় বড়সড় গলদ। এবার রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ে ঢোকার চেষ্টা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।

    কর্ণাটকে এদিন নির্বাচনী প্রচারে ছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

    শনিবার কর্ণাটকে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। জনসভা শেষে একটি রোড শো করেন প্রধানমন্ত্রী। সেই রোড শো চলাকালীনই মোদির কনভয়ে এক যুবক ঢোকার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এক যুবক হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর রোড শো-তে ঢোকার চেষ্টা করছেন। যদিও পরক্ষণেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন।

    গত জানুয়ারি মাসেও একই ঘটনা ঘটেছিল 

    এর আগে গত জানুয়ারি মাসেই কর্ণাটকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল। সেবারেও প্রধানমন্ত্রীর জনসভায় এক যুবক ঢোকার চেষ্টা করেছিলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর রোড শো চলছিল। রাস্তায় দু’পাশে ছিলেন অসংখ্য মানুষ। গাড়ির দরজায় দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করছিলেন মোদি। আচমকা হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর গলায় মালা পরানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাকে নিরস্ত করেন উপস্থিত নিরাপত্তারক্ষীরা।

    বছরখানেক আগে পাঞ্জাবে প্রশ্নের মুখে পড়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা

    বছর খানেক আগে পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। এভাবে পরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ ধরা পড়াটা বেশ উদ্বেগজনক। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Panchayat Poll: ‘পছন্দের প্রার্থীদের তালিকা পাঠাব! ছাড়পত্র না মিললে…’ মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

    Panchayat Poll: ‘পছন্দের প্রার্থীদের তালিকা পাঠাব! ছাড়পত্র না মিললে…’ মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) পছন্দের প্রার্থীদের তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাব। ছাড়পত্র না মিললে সবাই নির্দলে দাঁড়িয়ে লড়াই করবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরক দাবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর।  তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি শুনে তাঁকে দলীয় শৃঙ্খলা মেনে চলার কথা আরও এক বার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল।

    তৃণমূলের ফাটল বৃদ্ধি

    পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll) যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের ফাটল আরও বৃদ্ধি পাচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় পরিচিত এবং শিক্ষিত পুরুষ–মহিলাকে প্রার্থী করা হবে বলে ঠিক করা হয়েছে। সেখানে কারও হুঁশিয়ারি বরদাস্ত করা হবে না। তাই প্রত্যেক জেলার সঙ্গে বৈঠক করতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। আর ৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জেলা সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক।

    কী বললেন বিধায়ক

    পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) ইসলামপুরে তৃণমূলের প্রার্থী নির্বাচন প্রসঙ্গে করিম চৌধুরী বলেন, ‘‘আমার ব্লকের প্রার্থিতালিকা বানিয়ে পাঠিয়ে দেব। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুরোপুরি অনুমোদন না দেন, তা হলে আমার প্রার্থীরা নির্দল হিসাবে দাঁড়াবে।’’ ওই প্রার্থীদের অবশ্য ‘গোঁজ প্রার্থী’ বলতে নারাজ তিনি। তাঁর ব্যাখ্যা, ‘‘জনগণের অধিকার আছে নির্বাচনে প্রার্থী হওয়ার। কারণ, কেউ কাজ করতে চাইলে তাঁকে আমি টিকিট না দিয়ে বসিয়ে দেব কেন?’’ পঞ্চায়েত ভোটে নিজের লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন আব্দুল করিম। তাঁর কথায়, ‘‘এখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার চেষ্টা করব আমি।’’

    আরও পড়ুুন: একাধিক ব্যাঙ্ক লকারের সন্ধান! নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের স্ত্রীকে ডাকতে পারে ইডি

    দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এই প্রসঙ্গে বলেন, বিধায়কের বা জেলা সভাপতির দল হয় না, দলেরই বিধায়ক বা জেলা সভাপতি হন। সুতরাং টিকিটের (Panchayat Poll) বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তাঁর মতে, প্রস্তাব তো যে কেউ পাঠাতে পারে, তবে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এই বিষয়ে বিজেপির দাবি, জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। যা নিয়ে মানুষ এদের জবাব দেবে বলেই মনে করছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: গরু ও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন সিউড়ির আইসি মহম্মদ আলি

    ED: গরু ও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন সিউড়ির আইসি মহম্মদ আলি

    মাধ্যম নিউজ ডেস্ক: তদন্তকারী সংস্থা ইডির (ED) দাবি, গরু ও কয়লা পাচারে অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন এবং অন্যান্য পুলিশ অফিসারদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন সিউড়ির আইসি মহম্মদ আলি। সেই মতো আইসিকে শনিবার দিল্লিতে তলব করে ইডি (ED)। এদিন ইডি দফতরে হাজিরা দিলেন মহম্মদ আলি। ইডির (ED) আরও অভিযোগ যে অনুব্রত মণ্ডলের মামলার যাবতীয় খরচ আইসি নিজে জুগিয়েছেন।

    সময়ের আগেই ইডি (ED) দফতরে সিউড়ির আইসি

    সূত্রের খবর, মূলত আইসির ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখতেই তাঁকে এদিন তলব করা হয়েছিল।  সেই কারণেই তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়করের নথি ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজ দিল্লিতে হাজিরা দিতে বলা হয়।  সকাল সাড়ে ১০টার কিছু আগেই তিনি পৌঁছে যান। তবে এটা প্রথম নয়, এর আগে গত ১৪ মার্চ, কয়লা পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে আইসি মহম্মদ আলি শেখকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মামলার অন্যতম চক্রী অনুপ মাঝির থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগ ওঠে। ‘প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ায় ভূমিকা ছিল আইসির’। একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে মহম্মদ আলি শেখের নাম উঠে আসে বলেই সূত্রের খবর। যিনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইডির (ED) আরও দাবি, কোথা দিয়ে, কখন গরু নিয়ে গাড়ি যাবে, তা জানিয়ে দেওয়া হত ওই পুলিশ অফিসারকে, তিনি সেইমতো সক্রিয় হতেন।

    ৫ এপ্রিল আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি (ED)

    অন্যদিকে ৫ এপ্রিল আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি, তাঁকেও ব্যাঙ্কের যাবতীয় নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কৃপাময় নন্দীও রয়েছেন ইডির সন্দেহ তালিকায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২৬ মার্চ থেকে ১ এপ্রিল

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২৬ মার্চ থেকে ১ এপ্রিল

    মেষ রাশি

    চন্দ্র রাশি থেকে প্রথম ভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণে এই সপ্তাহটি সেই সমস্ত লোকদের জীবনে বিশেষ শুভ ফল বয়ে আনতে চলেছে যাদের চোখের সমস্যা ছিল। এই সময় আপনি কেবল আপনার চোখের সঠিক যত্ন নিতে পারবেন না, তবে আপনি এটির উন্নতির জন্য যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আপনার আর্থিক সিদ্ধান্তের উন্নতি এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি আপনাকে অতীতের সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতেও সাহায্য করবে। যাতে জিনিসগুলি আবার ট্র্যাকে ফিরে আসে বলে মনে হবে। একটি সুখী এবং বিস্ময়কর সপ্তাহের জন্য, আপনার ঘর অতিথিদের দ্বারা পরিপূর্ণ হতে পারে কারণ শুক্রও প্রথম ভাবে উপস্থিত রয়েছে। এর পাশাপাশি পরিবারের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডও আপনাকে পরিবারের সদস্যদের খুশি রাখতে সাহায্য করবে। এই সপ্তাহে প্রাপ্ত লাভগুলিকে একত্রিত করে এবং নতুন কিছু শুরু করার জন্য, আপনাকে আগামী সময়ের জন্য একটি মজবুত ভিত্তি এবং কৌশল স্থাপন করে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে কারণ শনিদেব চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে উপস্থিত রয়েছেন। এ জন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন। আপনি যদি বিগত কয়েকদিন ধরে কোনো বিদেশী স্কুল বা কলেজে ভর্তির চেষ্টা করছিলেন, তবে আপনার সমস্ত প্রচেষ্টার পরে আপনাকে এই সপ্তাহে আরও অপেক্ষা করতে হবে। কারণ একটি অসম্পূর্ণ নথির কারণে আপনার পরিশ্রম জলে মিশে যেতে পারে।

    বৃষভ রাশি

    স্বাস্থ্যের দিক থেকে, এই সপ্তাহে আপনার ছোটখাটো সমস্যা হতে পারে, তবে এই সময় কোনও বড় অসুস্থতা দেখা যাবে না, তাই আপনি খুব খুশি হবেন। কিন্তু দ্বাদশ ভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত নয় এবং সময়ে সময়ে যোগ,ব্যায়াম, ধ্যান করা উচিত যাতে আপনি নিজেকে ফিট রাখতে পারেন। এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে। এর পাশাপাশি, এই রাশির মানুষ যারা ব্যবসা করেন, তাদেরও সপ্তাহের প্রথম দিনগুলিতে কোনও ধরণের বিনিয়োগ এড়াতে হবে। সামগ্রিকভাবে, সময় অর্থের দিক থেকে ভাল, তবে আপনাকে আরও একটু সাবধান হতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেব গুরু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে বসে আছেন। আপনার রাশিফলের গ্রহগুলির অনুকূল অবস্থান আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভাল দেখাচ্ছে। এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের একে অপরের প্রতি তাদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তাদের সমস্ত ধরণের মানসিক সমস্যা থেকে মুক্তি দেবে। এ সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যের আচরণও ভালো থাকার সম্ভাবনা তৈরি হবে। এই সপ্তাহে, ব্যবসায়ীদের তাদের লক্ষ্য অর্জনের জন্য একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ মঙ্গল চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ভাবে উপস্থিত রয়েছে। যদিও, এই সপ্তাহে যে কোনও ধরণের সিদ্ধান্ত নেওয়ার সময়, আপনার অহংকে মাঝে আসতে দেবেন না। এছাড়াও, প্রয়োজনে আপনার জুনিয়র সহকর্মীদের থেকে সাহায্য নিন এবং তাদের ধারনা ও পরামর্শ বিবেচনা করুন। এই সপ্তাহে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিক্ষকদের সহযোগিতা পেতে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। যার কারণে আপনার অনেক বিষয় বুঝতে অসুবিধা হতে পারে।

    মিথুন রাশি

    এই সপ্তাহে অ্যালকোহল থেকে দূরে থাকা আপনার স্বাস্থ্যের জন্য ভাল হবে। অন্যথায়, এটি আপনার ঘুমের সাথে হস্তক্ষেপ করবে, নিজেকে গভীর বিশ্রাম থেকে বঞ্চিত করবে। এ সপ্তাহে গ্রহ-নক্ষত্রের গতিবিধি দেখা যাচ্ছে, অন্যের কথা শুনে কোনো বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি প্রায় নিশ্চিত। অতএব, অন্যের নির্দেশে আপনার অর্থ কোথাও বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং বুদ্ধিমানের সাথে কাজ করুন। এই সপ্তাহে, আপনি অফিস থেকে কিছু গৃহস্থালির কাজ শেষ করার জন্য বিরতি নিতে পারেন, যা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল, কারণ শনিদেব নবম ভাবে অবস্থান করছেন। এটি সম্পূর্ণ করতে আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ব্যয় করতে হবে। তবে আপনার এই প্রচেষ্টা দেখে পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে খুব খুশি হবে। এই সপ্তাহে, আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং প্রবীণদের পৃষ্ঠপোষকতা পাবেন না, তবে তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনাকে এই সপ্তাহে অনেক ঝামেলার কারণ হতে পারে।

    কর্কট রাশি

    চন্দ্র রাশি থেকে শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছেন বলে আর্থিক পরিস্থিতি এবং এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হতে পারে। এসময়, কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া মতভেদের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ নাও দিতে পারেন। এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতায়ও ভুগতে হতে পারে। আর্থিক জীবনে এই সপ্তাহে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। তবে ভাল কথা হল, এই সময়টি আপনার আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি নিয়ে আসবে কারণ দেব গুরু বৃহস্পতি নবম ভাবে রয়েছে। এটি আপনাকে আপনার আর্থিক জীবনে সঠিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। আপনি প্রায়শই আপনার সামর্থ্যের চেয়ে বেশি অন্যদের প্রতিশ্রুতি দেন, যার কারণে আপনি না চাইলেও নিজেকে সমস্যায় ফেলেন। তবে এই সপ্তাহে আপনাকে তা এড়িয়ে চলতে হবে। অন্যথায় আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। কাজেই প্রতিশ্রুতি দাও শুধু সেইটুকুই যা তুমি দিতে পারো। এই সপ্তাহে, আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস ঘটবে, যার কারণে আপনি মেইল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যম সঠিকভাবে ব্যবহার না করে আপনার উর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন। এটি শুধুমাত্র আপনার প্রচারকে প্রভাবিত করবে না, তবে আপনার ক্যারিয়ারের বৃদ্ধিকেও কমিয়ে দেবে। এই সপ্তাহে, আপনার রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে চুরি করবে না, যার কারণে তারা অনুকূল ফলাফল পাবে। অতএব, এই সময়ের সর্বোত্তম ব্যবহার করে, পূর্ণ একাগ্রতার সাথে শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুন।

    সিংহ রাশি

    এই সপ্তাহে, আপনার স্বাস্থ্যের উন্নতি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। কিন্তু তা সত্ত্বেও, এই সময়, শনিদেব সপ্তম ভাবে অবস্থান করার কারণে আপনাকে কোনও ধরণের দূর দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলতে হবে। যদি কোনও ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার মেডিকেল চেকআপ করার পরেই যে কোনও ভ্রমণে যান। দেব গুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করায় আটকে থাকা আর্থিক বিষয়গুলি এই সপ্তাহে বাড়তে পারে। এছাড়াও, এই সময় অনেক ধরনের খরচ আপনার মনে মেঘ করবে। যার কারণে আপনি না চাইলেও অস্থির হয়ে উঠতে পারেন। এই কারণে আপনি নিজেকে অনেক সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। এই সপ্তাহে বাড়ির কোনও সদস্যের অবস্থান পরিবর্তন করা সম্ভব, বা এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার বর্তমান আবাসস্থল থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে, আপনাকে আপনার ব্যস্ত জীবনের কিছু সময় আপনার পরিবারের জন্য বের করতে, তাদের সাথে সময় কাটাতে এবং পরিবারের সাথে সম্পর্কিত যে কোনও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে দেখা যাবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কম কাজের কারণে আপনি কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন। এসময়, আপনার অবসর সময়ের সঠিক ব্যবহার করে আপনি সেই সমস্ত কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন যা অতীতে সম্পন্ন করা যায়নি। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সবচেয়ে ভালো হতে চলেছে। কারণ এই সময় আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন এবং অনেক গ্রহের আশীর্বাদে আপনি প্রতিটি পরীক্ষায় সাফল্য পাবেন।

    কন্যা রাশি

    নিজেকে ফিট রাখতে, আপনাকে এই সপ্তাহে খুব বেশি পরিশ্রম করতে হবে না। কারণ এই সময় ভাগ্য আপনার সাথে থাকবে। যার কারণে আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে কম চেষ্টা করবেন, তারপরও আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হতে পারবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এই সময়টি আপনাকে আরও ভাল দিকনির্দেশনা এবং সুযোগ দেবে বলে প্রমাণিত হবে কারণ দেব গুরু বৃহস্পতি সপ্তম ভাবে বিরাজ করছে। এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় বা জমাতে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। যদি আপনার আত্মীয়দের সাথে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ ছিল, তবে এই সপ্তাহে আপনি মঙ্গল দেব দশম ভাবে অবস্থান করার কারণে পারিবারিক পরিবেশে আনন্দের ঢেউ দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে আপনি এবং আপনার পরিবারও ধর্মীয় স্থানে গিয়ে পূজা করার পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে, কর্মক্ষেত্রে আপনার অতীতের কিছু কাজের কারণে, আপনি আপনার উর্ধ্বতন এবং বস দ্বারা তিরস্কার করতে পারেন। কারণ সেই কাজে আপনার কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনাকে তাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে, পূর্ণ নিষ্ঠার সাথে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পন্ন করাই আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে। এই সপ্তাহে ষষ্ঠ ভাবে শনিদেবের উপস্থিতির কারণে, যারা এখন পর্যন্ত আপনাকে অযোগ্য বলে মনে করেছিল তাদের সামনে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে একটি ভাল উদাহরণ স্থাপন করতে সক্ষম হবেন। এর পরে আপনি সেই বিদগ্ধ শিক্ষার্থীদের একজন হিসাবে গণ্য হবেন যাদের সবাই প্রশংসা করবে এবং তাদের সাথে কথা বলতে চাইবে। তবে এই সময়ে অহংকে আপনার ভিতরে আসতে দেবেন না, অন্যথায় এই সাফল্য সুখের পরিবর্তে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে।

     তুলা রাশি

    এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে একটি ভাল নোটে শুরু হবে। কারণ এই সময় আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ, আপনি এই সময় একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে, আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভাল মুনাফা অর্জন করতে সক্ষম হবেন, যেহেতু শনিদেব চন্দ্র রাশি থেকে পঞ্চম ভাবে বসে আছেন। যদিও, ইতিমধ্যে, প্রতিটি নথিতে/ডকুমেন্টে/কাগজে স্বাক্ষর করার আগে, আপনাকে সাবধানে এবং স্বাচ্ছন্দ্যের সাথে সেগুলি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেরি করে বাড়িতে পৌঁছানোর অভ্যাস এই সপ্তাহে আপনার জন্য বিশেষ কষ্টের পাঠ হয়ে উঠতে পারে। কারণ এই বিষয়ে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার বড় ধরনের বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তারা আপনাকে চিৎকারও করতে পারে। এই পুরো সপ্তাহে আপনার রাশিতে অনেক গ্রহের উপস্থিতি পেশাদারদের জন্য ভাল ফল বয়ে আনবে। এছাড়াও যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্যও এই সময়কালটি ভাল প্রমাণিত হবে। উচ্চশিক্ষার জন্য প্রয়াসী ব্যক্তিরা, এই সপ্তাহে তাদের অল্প পরিশ্রমের পরেও বড় সাফল্য পেতে সাহায্য করবে কারণ বুধ মহারাজা চন্দ্র রাশি থেকে সপ্তম ভাবে অবস্থান করছে। তাদের জন্য এবার আরও ভালো সুযোগ নিয়ে আসছে। এসময়, এই সুযোগগুলির সঠিক সদ্ব্যবহার করে, তাদের হাত থেকে পিছলে যেতে দেবেন না।

    বৃশ্চিক রাশি

    এই সপ্তাহে পঞ্চম ভাবে ভগবান বৃহস্পতির উপস্থিতির কারণে, আপনাকে আপনার সুস্বাস্থ্য থেকে সেরাটি পেতে আপনার অতিরিক্ত শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে, অন্যথায় আপনি এটিকে ভুল পথে ব্যবহার করে নষ্ট করতে পারেন। তাই আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো বা তাদের সাথে কিছু গেম খেলার মাধ্যমে আপনার মানসিক শক্তিকে কাজে লাগানো আপনার পক্ষে ভাল হবে। এই সপ্তাহে, আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে আপনি প্রচুর লাভ পেতে পারেন। তবে এর জন্য বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করেই যেকোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন, তবে এই সময় আপনার ভাইবোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে। তবে এই সময়, আপনার দ্বারা সমস্ত ধরণের পারিবারিক দায়িত্ব পালন করা আপনাকে বাড়িতেও সম্মান দেওয়ার জন্য কাজ করবে। এই সপ্তাহে, পাবলিক প্লেসে কারও সাথে ফ্লার্ট করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি এমনকি হাতাহাতিও করতে পারেন। এর ফলে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং আপনি নিজেও বড় ধরনের আইনি ঝামেলায় ফেঁসে যাবেন। এই সপ্তাহে আপনার বীরত্ব ও সাহস কমে যাবে, যার কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। ফলস্বরূপ, আপনি অনেক দুর্দান্ত সুযোগ হাতছাড়া করতে পারেন। অতীতে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রমের কারণে, এই সপ্তাহে আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি বন্ধুদের দ্বারা সম্মানিত হবেন। এই সময়, পরিবারে সম্মান পাওয়ার পাশাপাশি আপনি শিক্ষকদের কাছ থেকেও প্রচুর প্রশংসা পাবেন। যাইহোক, এই সময় আপনার মনে অহংকারকে প্রবেশ করতে দেবেন না, অন্যথায় আপনার সাফল্য আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে।

    ধনু রাশি

    এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভাল ভাবে শুরু হবে কারণ শনিদেব তৃতীয় ভাবে অবস্থান করছেন। এই সময় আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ, আপনি এই সময় একটি জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। এটা সম্ভব যে আপনার পিতামাতা বা আপনার সঙ্গী কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সপ্তাহে আপনার কাছে অর্থ চাইতে পারেন। যার কারণে আপনাকে তাদের অর্থও দিতে হবে, তবে এটি আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আপনি যদি আপনার বড় ভাই এবং বোনের কাছ থেকে কোনও ধরণের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি এতে বিরূপ ফল পাবেন। কারণ এটা সম্ভব যে আপনার ভাইবোনরা আপনার দুর্বল আর্থিক অবস্থার কারণ দেখিয়ে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার করতে পারে। এই সপ্তাহে, আপনি আপনার কর্মজীবনে গতি পেতে কোনও ধরণের অবৈধ কার্যকলাপ অবলম্বন করা থেকে পিছপা হবেন না, তবে এটি করা আপনাকে কিছু সময়ের জন্য সন্তুষ্টি দেবে, তবে ভবিষ্যতে আপনি নিজেকে কোনও বড় ঝামেলায় আটকাবেন। তাই কোনো ভুল কাজ করা থেকে বিরত থাকুন। পঞ্চম ভাবে বুধের উপস্থিতির কারণে, এই সময়টি উচ্চ শিক্ষার জন্য খুব ভাল হতে পারে এবং এই সময়ে আপনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাল সাফল্য পেতে পারেন কারণ অনেক শুভ গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং আপনার রাশির জন্য অনুকূল। আপনার কোম্পানির উন্নতি করার সময়, আপনাকে আপনার বন্ধু এবং পরিবারের সমর্থন দিতে কাজ করবে।

    মকর রাশি

    এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান-পতন চলছে আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। তাই মানসিক শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। এই সপ্তাহে চতুর্থ ভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণে, আপনাকে সমস্ত ধরণের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য শুরু থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। এই সপ্তাহে অনিচ্ছাকৃতভাবে পরিবারের সদস্য বা জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে। কারণ এটা সম্ভব যে সে আপনার কাছে এমন কিছু দাবি করতে পারে যার জন্য আপনাকে আপনার আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হবে। তাই তার চাহিদা সম্পর্কে সঠিকভাবে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করা আপনার পক্ষে ভাল হবে। এই পুরো সপ্তাহে আপনার রাশিতে অনেক গ্রহের উপস্থিতি পেশাদারদের জন্য ভাল ফল বয়ে আনবে। এছাড়াও এই সময়টি তাদের জন্যও ভাল প্রমাণিত হবে যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, কারণ শনিদেব চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ভাবে বসে আছেন। এই সপ্তাহে গ্রহগুলির শুভ অবস্থান আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের হতে চলেছে। এর সাথে, আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত হন, তবে সপ্তাহের মধ্য এবং শেষ অংশ আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে কারণ বুধ চতুর্থ ভাবে রয়েছে। এই সময়, আপনি সঠিকভাবে প্রতিটি বিষয় বুঝতে কোন অসুবিধা সম্মুখীন হবে না।

    কুম্ভ রাশি

    আপনার জীবনের অনেক ক্ষেত্র এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে। তাই যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য না হারানোই আপনার জন্য ভালো হবে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যতের কথা চিন্তা করুন। এই সপ্তাহে, মনে রাখবেন যে সমস্ত বিনিয়োগ স্কিম যা আপনাকে আকৃষ্ট করছে সেগুলি সম্পর্কে তাড়াহুড়ো না করে সেগুলি সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করুন, কারণ শনিদেব চন্দ্র রাশি থেকে প্রথম/লগ্না ভাবে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে আপনার জন্য যেকোনো পদক্ষেপ আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্তে আসার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি পরিবারে বড়রা থাকে, তবে এই সপ্তাহে তাদের অযৌক্তিক দাবি এবং আপনার কাছ থেকে তাদের অতিরিক্ত প্রত্যাশা আপনাকে বিরক্ত করতে পারে। যার কারণে আপনার ব্যক্তিগত জীবন যেমন থাকবে চাপযুক্ত, তেমনি এর নেতিবাচক প্রভাব আপনার কর্মক্ষেত্রেও ব্যাঘাত ঘটাতে পারে। অতীতে, কর্মক্ষেত্রে যে পরিস্থিতিগুলি আপনি আপনার অনুকূলে তৈরি করার জন্য অতিরিক্ত কঠোর পরিশ্রম করেছিলেন, এই সপ্তাহে আপনার পক্ষ থেকে সামান্য প্রচেষ্টার পরেই তা আপনার অনুকূলে বলে মনে হবে। মানে এই সময়ে স্বাভাবিকের চেয়ে একটু কম পরিশ্রম করলেও ভালো ও শুভ ফল পাওয়া যাবে। এই সপ্তাহে, শিক্ষা ক্ষেত্রে, আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ বুধ মহারাজের অবস্থান চন্দ্র রাশি থেকে তৃতীয় ভাবে। এমন পরিস্থিতিতে, এই সময়, আপনাকে সবচেয়ে বেশি ধৈর্যের সাথে চলতে হবে কারণ এই সপ্তাহে আপনি যে কোনও পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার পরে আপনার স্বভাবে বিরক্তি দেখা দেবে এবং আপনি সমস্যায় পড়বেন। আপনার সহপাঠীদের সাথে তারা ছোটখাটো বিষয়েও ঝগড়া করতে পারে। অতএব, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা, ভাল সময়ের জন্য অপেক্ষা করা এই সময় আপনার জন্য ভাল হতে চলেছে।

    মীন রাশি

    এই রাশির বয়স্ক ব্যক্তিরা, যাঁরা জয়েন্টের ব্যথা বা কোমর ব্যথার সমস্যায় ভুগছিলেন, তারা এই সপ্তাহে সঠিক খাবার খাওয়ার ফলে আরও ভাল স্বাস্থ্য পেতে সক্ষম হবেন। এমন অবস্থায় ভালো খাবার গ্রহণ করুন এবং নিয়মিত যোগ,ব্যায়াম করুন। এই সপ্তাহে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের কিছু ছোট বিনিয়োগে তাদের অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হয়, কারণ শুধুমাত্র এটি তাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি করবে এবং তারা তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবে। এই সপ্তাহে আপনি পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনতে পারেন বা আপনার পুরানো বাড়িটিকে সুন্দর এবং সুসংগঠিত করার সিদ্ধান্ত নিতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি আপনার কিছু অর্থ ঘর সাজানোর কাজে ব্যয় করবেন। কিন্তু এতে আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, বরং আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মান ও প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে, কর্মক্ষেত্রে আপনার কিছু পুরানো কাজের কারণে, আপনি আপনার ঊর্ধ্বতন এবং বসের কাছ থেকে বিন্দু পেতে পারেন কারণ শনিদেব চন্দ্র রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। সেই কাজে আপনার কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাকে তাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে, পূর্ণ নিষ্ঠার সাথে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পন্ন করাই আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে। এই সপ্তাহে, হোস্টেল বা বোর্ডিং স্কুলে বসবাসকারী শিক্ষার্থীদের কিছু বিশেষ যত্ন নেওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। কারণ তবেই আপনি শুভ ফল পাবেন। অন্যদিকে, আমরা যদি সেইসব ছাত্রছাত্রীদের কথা বলি যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছে, তবে তারাও মধ্যভাগের পরে নিকটাত্মীয়ের কাছ থেকে বিদেশী কলেজ বা স্কুলে ভর্তির সুসংবাদ পেতে পারে, কারণ বুধ মহারাজ চন্দ্র রাশি থেকে তৃতীয় ভাবে বিরাজমান রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

     

          

  • Amritpal Singh: উত্তরাখণ্ডে গা-ঢাকা দিয়েছেন অমৃতপাল? অ্যালার্ট জারি পুলিশের

    Amritpal Singh: উত্তরাখণ্ডে গা-ঢাকা দিয়েছেন অমৃতপাল? অ্যালার্ট জারি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) আম্বালা থেকে হরিয়ানা রোডওয়েজের একটি বাসে উঠেছিলেন এবং কুরুক্ষেত্রের পিপলিতে নেমেছিলেন, একজন বাসচালক দিল্লি এবং পাঞ্জাব পুলিশের সামনে এমনই তথ্য তুলে ধরেছেন বলে জানা গিয়েছে।

    কী দেখা গেল সিসিটিভি ফুটেজে?

    পাঞ্জাবের খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) শেষবার হরিয়ানার কুরুক্ষেত্রে দেখা গিয়েছে। এমনটাই দাবি পাঞ্জাব পুলিশ। নিজেদের দাবির সমর্থনে পাঞ্জাব পুলিশ একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে। সেই ফুটেজে ছাতা মাথায় এক ব্যক্তিকে দেখা গিয়েছে। কিন্তু, তাঁর মুখ দেখা যায়নি। ফুটেজ দেখা গিয়েছে পিছন থেকে। ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট-জামা।

    অমৃতপালের (Amritpal Singh) গ্রামেই চলত অস্ত্র প্রশিক্ষণ

    পলাতক মোস্ট ওয়ান্টেড অমৃতপাল সিং। পাঞ্জাবের পুলিশের সঙ্গে রীতিমত চোর-পুলিশ খেলায় মেতে উঠেছে এই অমৃতপাল সিং। এবার পুলিশের হাতে এসেছে এমনই কিছু তথ্য যা চমকে দিতে বাধ্য। গ্রামেই চলত অস্ত্র প্রশিক্ষণের পাঠ। কীভাবে অমৃতপাল সিং তার সাম্রাজ্য বিস্তার করেছে তা এখন ভাবাচ্ছে দুঁদে গোয়েন্দাদেরও।

    ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল (Amritpal Singh)

    ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল। সম্প্রতি পঞ্জাবকে অশান্ত করে তোলার পিছনে এই যুবকের বড় ভূমিকা রয়েছে বলেই মনে করছে পাঞ্জাব পুলিশ। রয়েছে পাকিস্তানের যোগও। বছর তিরিশের অমৃতপাল পূর্বে দুবাই এর ট্রাক চালক ছিলেন বলে জানা গেছে। সেখান থেকে তাঁকে পরিকল্পনামাফিক ভারতে পাঠানো হয় পাঞ্জাবের কালোদিন ফিরিয়ে আনার জন্য। তার সংগঠনের মাধ্যমে গোটা পাঞ্জাবে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবি ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল অভিযুক্ত। ইতিমধ্যে তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এমনকী, যারা তাকে পালাতে সাহায্য করেছে, তাদেরকেও গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু, এখনও অবধি অমৃতপালকে গ্রেফতার করা যায়নি।

    খালসা ফৌজের নামে গুলি চালানোর প্রশিক্ষণ

    মোস্ট ওয়ান্টেড অমৃতপাল সিং সম্পর্কে প্রতিদিনই নিত্যনতুন ও চমকপ্রদ প্রকাশ ঘটছে। অমৃতপালের বন্দুকধারী বাহিনীর এক ভিডিও পেয়েছে পুলিশ। অমৃতপালের জল্লুপুর খেদা গ্রামে এই ফায়ারিং রেঞ্জ তৈরি করা হয়েছিল। পুলিশ তার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, অমৃতপালের সঙ্গে থাকা আনন্দপুর খালসা ফৌজের সদস্যরা গুলি চালানোর অনুশীলনে মত্ত রয়েছে।ইতিমধ্যে অমৃতপাল আনন্দপুর খালসা ফৌজ (AKF) এর লোগোও প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share