Author: user

  • BBC: বিবিসি ছাঁটাই করল বিখ্যাত ফুটবলারকে! সমালোচনায় সরব ভারত

    BBC: বিবিসি ছাঁটাই করল বিখ্যাত ফুটবলারকে! সমালোচনায় সরব ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বিবিসি বিতর্ক। প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকারের বরখাস্ত করায় বিবিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, লিনেকারের ছাঁটাই বিবিসির (BBC) দ্বিচারিতা প্রকাশ্যে এনে দিল।

    ঘটনাটা ঠিক কী

    সম্প্রতি ব্রিটিশ সরকারের একটি নীতির সমালোচনা ট্যুইট করেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নয়া শরণার্থী আইনের বিরোধিতা করেছিলেন লিনেকার। একটি ট্যুইটে যে ভাষায় নতুন এই আইনের খসড়া তৈরি হয়েছে, তার বিরোধিতা করেন লিনেকার। শরণার্থীদের সম্পর্কে ব্রিটিশ আইন প্রণেতাদের ভাষার তুলনা তিনি টেনেছেন নাৎসি জার্মানির সঙ্গে। আর তাতেই খাপ্পা বিবিসি (BBC) কর্তৃপক্ষ। লিনেকারের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে চ্যানেলটি। তাই লিনেকারকে সাময়িক ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিখ্যাত ‘শো ম্যাচ অফ দ্য ডে’ সঞ্চালনা করা থেকেও বরখাস্ত করা হয়েছে প্রাক্তন ফুটবলারকে

    লিনেকারকে এভাবে সরানোর সিদ্ধান্ত নিয়ে ব্রিটেনেই বিতর্ক চরমে উঠেছে। বহু প্রাক্তন ফুটবলার বিবিসির (BBC) এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। এমনকী বিক্ষোভের আঁচ মিলেছে বিবিসির (BBC) অন্দরেই। বিবিসির একাধিক সঞ্চালক লিনেকারের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান করতে আপত্তি জানিয়েছেন। তালিকায় রয়েছে ইয়ান রাইট, অ্যালান শিয়েরারদের নামও।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী 

    কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে বলে দিচ্ছেন, বিবিসি (BBC) নিজেদের স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদমাধ্যম বলে বড়াই করে। অথচ, সামান্য একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এ হেন বিখ্যাত ফুটবলারকে বরখাস্ত করে দিল। এটা দ্বিচারিত ছাড়া কিছুই নয়। অনুরাগ বলছেন, ভুয়ো প্রচার আর নীতিগত সাংবাদিকতা পরস্পর বিরোধী। যারা ভুয়ো তথ্য সাজিয়ে অপপ্রচার করে তাদের কাছে অবশ্য কোনও নীতিগত অবস্থান বা নিরপেক্ষ সংবাদ পরিবেশন আশা করাই যায় না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • H3N2: এইচথ্রিএনটু-র আবহেই বাড়ছে করোনার দাপট, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

    H3N2: এইচথ্রিএনটু-র আবহেই বাড়ছে করোনার দাপট, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ক্রমেই বাড়ছে এইচথ্রিএনটু (H3N2) ইনফ্লুয়ে়ঞ্জার দাপট। এটি হংকং ফ্লু নামেও পরিচিত। এই আবহে দেশের কয়েকটি রাজ্যে বাড়ছে মারণ ভাইরাস করোনার (Covid 19) দাপটও। শনিবার এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ওই রাজ্যগুলিকে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস কিংবা শ্বাসকষ্টজনিত সংক্রমণের ব্যাপারে কড়া নজরদারি চালানোর অনুরোধও করেছেন চিঠি লিখে।

    এইচথ্রিএনটু (H3N2) ইনফ্লুয়ে়ঞ্জার দাপট…

    শুধু তাই নয়, হাসপাতালগুলিতে যাতে প্রয়োজনীয় ওষুধ, মেডিক্যাল অক্সিজেন মজুত থাকে, সেই ব্যবস্থাও করতে বলা হয়েছে। কোভিড ১৯ এবং ইনফ্লুয়েঞ্জার টিকাকরণ করানোর অনুরোধও করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যখন কোভিড ১৯ এর প্রদুর্ভাব কমছে, তখন গত কয়েক মাসে করোনা পরীক্ষায় কিছু রাজ্যে পজিটিভ রিপোর্ট মিলেছে। তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও নতুন করে সংক্রমিতের (H3N2) সংখ্যা খুবই কম, এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও কম, তা সত্ত্বেও টিকাকরণের ওপর জোর দিতে হবে বলে জানান রাজেশ ভূষণ। টেস্ট, ট্র্যাক, ট্রিটের মতো ফাইভ ফোল্ড স্ট্র্যাটেজির ওপরও জোর দিতে বলা হয়েছে।

    প্রেস বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রকের দাবি, অল্পবয়সি শিশু ও কো-মর্বিডিটি থাকা বয়স্কদের মরশুমি জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মরশুমি জ্বর বেশ কয়েক মাস ধরেই ছড়াচ্ছে। ভারত প্রতি বছর মরশুমি জ্বরের দুটো পর্যায় দেখতে পায়। প্রথমটি জানুয়ারি থেকে মার্চ ও দ্বিতীয়টি বর্ষা পরবর্তী মরশুমে। সেক্ষেত্রে মার্চের পর মরশুমি ইনফ্লুয়েঞ্জা (H3N2) সংক্রমণের হার কমবে বলেই আশা করা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে।

    আরও পড়ুুন: বরাদ্দ প্রায় ৯০ হাজার কোটি টাকা, তার পরেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ?

    কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এইচওয়ানএনওয়ান, এইচথ্রিএনটু এবং অ্যাডিনো ভাইরাসের কথা। কেন্দ্রের পর্যবেক্ষণ, এই সব ভাইরাসে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। জ্বর, সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এসব ক্ষেত্রে হাসপাতালে রেখে চিকিৎসা করার যথাযথ পরিকাঠামো রয়েছে কি না, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে স্বাস্থ্যসচিবের পাঠানো ওই চিঠিতে। এই জাতীয় ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে জোর দেওয়া হয়েছে জনসেচতনতা বাড়ানোর ওপরও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Road: খানাখন্দে ভরা রাস্তা সারাতে কী করলেন এলাকাবাসী?

    Road: খানাখন্দে ভরা রাস্তা সারাতে কী করলেন এলাকাবাসী?

    মাধ্যম নিউজ ডেস্কঃ বহু বছর আগে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের দোল্লা থেকে শালগ্রাম সীমান্ত পর্যন্ত  প্রায় দীর্ঘ ৬ কিলোমিটার পিচের রাস্তা (Road) তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু, সেই রাস্তায় নিয়মিত নজরদারির অভাবে পিচের অস্তিত্ব এখন নেই বললেই চলে। দিনের পর দিন খানাখন্দে ভরা এই রাস্তা(Road) দিতে যেতে কালঘাম ছোটে এলাকাবাসীর। এই রাস্তার (Road) উপর আশপাশের কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু, বাস্তবে পিচের উপর প্রলেপ দেওয়ার কোনও উদ্যোগই চোখে পড়েনি এলাকাবাসীর। তাঁরা জোটবদ্ধ হয়ে গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে রাস্তা সংস্কার করার জন্য দরবার করেছেন।  ক্ষুব্ধ এই এলাকার হাজার হাজার বাসিন্দারা।

    সামনে পঞ্চায়েত ভোট। বেহাল রাস্তা নিয়ে কী বলছেন এলাকাবাসী? Road

    এই  রাস্তাটি (Road) অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দোল্লা এলাকার জাতীয় সড়ক থেকে  শালগাম সীমান্ত হয়ে শহরের দিকে গিয়েছে।  এই রাস্তার ধারে দোল্লা, ডুমুইর,শনিহারা -বিরহীনি, ঝিনাই পোতা, হাসইল, অযোধ্যা গ্রাম রয়েছে।  এছাড়াও বালুরঘাট শহরের ১৫ এবং ২০ নম্বর ওয়ার্ডবাসীর ভরসা এই রাস্তা।  শহরের দিকে রাস্তাটি (Road) ঠিক থাকলেও, গ্রামীণ এলাকার মানুষেরই দুর্ভোগ বেশি। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। সীমান্তের গ্রামের বাসিন্দাদের শহরের সঙ্গে যোগাযোগের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কঙ্কালসার রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।  অভিযোগ (Road), দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারে পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। অথচ এই রাস্তার (Road) ধারেই রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক, উচ্চমাধ্যমিক ও স্বাস্থ্যকেন্দ্র।। প্রতিদিন তাই এই রাস্তার উপরই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা।  স্থানীয় বাসিন্দা সুজিত কর্মকার বলেন, রাস্তাটি(Road) আমাদের কাছে  বিভীষিকা হয়ে উঠেছে। রাস্তায় অসংখ্য গর্ত। ছোট খাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। কেউই দেখার নেই। আমরা বাসিন্দারা গনস্বাক্ষর করে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি। মিনতি লোহার নামে এক বাসিন্দা বলেন, রাস্তা থেকে পিচ উঠে যাওয়ায়  টোটো বা অন্যান্য কোনও গাড়ি  যেতে খুব সমস্যা হয়। রোগীকে অ্যাম্বুল্যান্স করে নিয়ে যেতে চরম নাকাল হতে হয়। স্থানীয় বাসিন্দাদের সকলের বক্তব্য, সামনেই পঞ্চায়েত ভোট। রাস্তা সংস্কারের জন্য সকলের কাছে আমরা দরবার করব। আর রাস্তা ঠিক না হলে প্রয়োজনে আন্দোলন করব।

    যদিও এই বিষয়ে বিজেপি পরিচালিত অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনুপ সরকার বলেন, পিচের রাস্তা (Road) ব্লক ও জেলা পরিষদের পক্ষ থেকে সংস্কার করা হয়। পঞ্চায়েত তা করতে পারে না। আমরা সংস্কার করতে পারলে বহু আগেই তা সংস্কার করে দিতাম। কয়েকবার রাস্তাটি সংস্কার করার জন্য চিঠি দিয়েছি। আবার তাদের জানাব। কিন্তু, রাস্তা সংস্কার করার বিষয়ে কেউ কোনও উদ্যোগ নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Candidate: পঞ্চায়েতে তৃণমূলের  প্রার্থী বাছাই নিয়ে এমনকাণ্ড! কোথায় দেখে নিন

    Candidate: পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে এমনকাণ্ড! কোথায় দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্কঃ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বেশ কিছুদিন আগে দলীয় সভায় বলেছিলেন, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হওয়া কঠিন। কারণ, সামনের পাঁচ বছর কার হাতে এলাকার ক্ষমতার রাশ থাকবে নিয়ে লড়াই চলবে। মন্ত্রীর এই কথা যে কতটা সত্যি তা মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থানাপাড়া বুথ কমিটির তৃণমূল কর্মীরা অক্ষরে অক্ষরে টের পাচ্ছেন। কারণ, এখনও পঞ্চায়েতের দিনক্ষণ ঠিক হয়নি। শাসক দলের পক্ষ থেকে প্রার্থী (Candidate) ঠিক করা নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু, কিছুতেই যেন থামতে চাইছে না শাসকদলের গোষ্ঠীকোন্দল।পঞ্চায়েত ভোটের প্রার্থী (Candidate)  বাছাই নিয়ে প্রকাশ্যে সংঘাত।বুথ কমিটির বৈঠকে তুলকালাম। দুই পক্ষের মধ্যে বিবাদ থেকে ধাক্কাধাক্কি। উপস্থিত দলীয় নেতৃত্বের সামনেই চলতে থাকে বিক্ষোভ। সমগ্র ঘটনায় ফের অস্বস্তিতে তৃণমূল।

    বৈঠকে কী নিয়ে গন্ডগোল? Candidate

     হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থানা পাড়া বুথে তৃণমূলের বুথ কমিটির বৈঠক ছিল।উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব গুপ্তা, জেলা তৃণমূলের সহ-সভাপতি বিকাশ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব।সেখানেই পঞ্চায়েত ভোটের সম্ভাব্য প্রার্থী (Candidate)  তালিকা নিয়ে আলোচনা হয়।প্রার্থী হিসেবে উঠে আসে দুইজনের নাম।একজন বর্তমান পঞ্চায়েত সদস্যা বাসন্তী দাস এবং অপরজন ব্লক তৃণমূলের সহ-সভাপতি সাগর দাস। কিন্তু, এই দুটি নাম উঠে আসতেই বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। এক পক্ষ দাবি করে, প্রার্থী (Candidate)  হিসেবে বাসন্তী দাস ছাড়া অন্য নাম যাবে না। এই নিয়ে তাঁরা নেতৃত্বকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নেতৃত্বের সামনে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষই। উপস্থিত নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

    আর এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূল একটা জায়গাতেও জিততে পারবে না। হরিশ্চন্দ্রপুর সদর বিজেপির ঘাঁটি। প্রার্থী নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন,কোনও মারামারি বা ধাক্কাধাক্কি হয়নি।  একটা বুথেই আমাদের হাজারের বেশি কর্মী এসেছে বৈঠকে।দল বড় হয়েছে তাই প্রার্থী( Candidate)  হিসেবে একাধিক জনের নাম উঠে আসতেই পারে। এখানে বিরোধীরা প্রার্থী (Candidate)  দিতে পারবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madan Mitra:  রাজ্য পুলিশকে একী বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র?

    Madan Mitra: রাজ্য পুলিশকে একী বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র?

    মাধ্যম নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । তিনি বেলঘরিয়ায় দলীয় সভায় প্রকাশ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলেন, রাজ্যের পুলিশকে বলছি, আপনারা ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদলে রয়েছে। কয়েকদিন আগে রথতলায় ৫০টি মাইক বেঁধে সিপিএম সভা করল। আপনার চুপচাপ বসে বসে মজা দেখছিলেন। তবে, সব পুলিশ এক নয়। পুলিশের মধ্যে কিছু চড় রয়েছে। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  বিজেপি বাংলার বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করা হবে।বারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা বাংলা চালাই। সিপিএম, বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। মুখ্যমন্ত্রী একধারে পুলিশমন্ত্রীও। শাসক দলের দাপুটে এই নেতার পুলিশ নিয়ে এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে কী বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ দলদাস হয়ে কাজ করছে না। কী কারণে পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কামারহাটির কালারফুল বয় (Madan Mitra) করলেন তা তিনি খোলসা করেননি। তবে, দলের অন্দরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়নে। আসলে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অর্থ মুখ্যমন্ত্রীকে তিনি পরোক্ষে হুঁশিয়ারি দিচ্ছেন।

    কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে একী বলেন তৃণমূল বিধায়ক? Madan Mitra

    সাগরদিঘিতে বিরোধীদের অশুভ আঁতাত হয়েছে বলে মদন মিত্র (Madan Mitra) বারবার সোচ্চার হয়েছেন। এবার বিরোধীদের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল করা হয়। মিছিল শেষে সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কামারহাটির বিধায়ক( Madan Mitra) বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম মনে রাখবেন এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় কি করে তর্পন করতে হয়, ন্যাড়া করতে হয় তা আমরা জানি। এরপর কৌস্তভ বাগচির নাম না করে তিনি বলেন, প্রকাশ্যে ন্যাড়া হয়ে   আমাদেরকে ভয় দেখাবেন না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Silicon Valley Bank: ব্যাঙ্কিং সঙ্কট আমেরিকাতে! দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, ভারতে এর প্রভাব কী? 

    Silicon Valley Bank: ব্যাঙ্কিং সঙ্কট আমেরিকাতে! দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, ভারতে এর প্রভাব কী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্দার কারণে আমেরিকাতে ব্যাঙ্কিং সঙ্কট। বিশেষজ্ঞরা বলছেন এমনটা ঘটেছিল ঠিক ১৫ বছর আগে। শুক্রবার সেদেশের নিয়ন্ত্রক সংস্থা তালা ঝোলাল সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank)। একই সঙ্গে ব্যাঙ্কের ডিপোজিট অর্থেরও নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের পর থেকে সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্কটকেই খুচরা খাতের সবচেয়ে বড় সঙ্কট হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এর আগে, প্রি-মার্কেট ট্রেডিংয়ে ৬৬ শতাংশ দর নামার পরেই ব্যাঙ্কের (Silicon Valley Bank) শেয়ার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল।

    গতবছর অবধি ব্যাঙ্কের মোট সম্পত্তি কত ছিল

    গত বছর মানে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবধি সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (Silicon Valley Bank) মোট সম্পদ ছিল প্রায় ২০ হাজার ৯০০ কোটি টাকা। জানা যাচ্ছে, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের প্রধান অফিস এবং সমস্ত শাখা ১৩ মার্চ ফের একবার খুলবে। গ্রাহকেরাও সোমবার সকাল পর্যন্ত তাদের নানা জমা করা অ্যাকাউন্টের টাকায় সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন। জানা গিয়েছে, স্টার্টআপ- কেন্দ্রিক- সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটসে ১৭টি শাখা রয়েছে।

    মার্কিন ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার প্রভাব কী ভারতেও দেখা যাবে

    আমেরিকার এই ব্যাঙ্ক বন্ধের খবরের প্রভাব সারা বিশ্বজুড়েই দেখা যাচ্ছে। ভারতেও এর প্রভাব দেখা যাচ্ছে শেয়ার বাজারে। এই খবর আসার পর ব্যাঙ্কিং খাতের বেঞ্চমার্ক স্টক ইনডেক্স হঠাৎ করে ৮.১ শতাংশ কমে যায়। এই পতন গত তিন বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও।

    শুক্রবার ভারতীয় শেয়ার বাজারও রেড জোনে বন্ধ হয়েছে। আমেরিকার এই ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর সর্বত্রই তোলপাড় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার প্রভাব আগামী কয়েকদিন সারা বিশ্বের শেয়ার বাজারকেই নেতিবাচক ভাবে ধরে রাখতে পারে। ভারতীয় বাজারও সেই একই নেতিবাচক মনোভাব ধরে রেখেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে আবারও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।

    ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি বিশেষত SAAS কোম্পানিগুলিও সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্গে কারবার করে

    আবার অন্যদিকে, লকডআউন পরবর্তীকালে  এদেশে স্টার্ট আপের সংখ্যা বাড়তে থাকে। প্রধানমন্ত্রীও আত্মনির্ভর ভারতের কথা বলেন। সিলিকন ভ্যালি থেকে লোন নিয়েও শুরু হয় বেশ কিছু ভারতীয় স্টার্টআপ। এখন এই সংস্থাগুলির ভবিষ্যত প্রশ্নের মুখে! প্রসঙ্গত সারা বিশ্বব্যাপী স্টার্টআপ সংস্থাগুলির কাছে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক অত্যন্ত পছন্দের। ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি বিশেষত SAAS কোম্পানিগুলিও সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্গে কারবার করে। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ফ্লেক্সিবিলিটি খুবই পছন্দ করেন এর গ্রাহকরা।  এমন সঙ্কটের সময় Neo ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিপোজিট সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে সংস্থাগুলি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১২-১৮ মার্চ

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১২-১৮ মার্চ

    মেষ রাশি

    এই সপ্তাহে, আপনার স্বাস্থ্যের উন্নতি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। তবে প্রথম ভাবে রাহুর উপস্থিতির কারণে, এই সময়, আপনাকে যে কোনও ধরণের দীর্ঘ দূরত্বের ভ্রমণ থেকে বিরত থাকতে হবে এবং যদি কোনও ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার ডাক্তারি পরীক্ষা করার পরেই যে কোনও ভ্রমণে যেতে হবে। এই সপ্তাহ জুড়ে ভাগ্য এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে, যেহেতু শনিদেব চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে অবস্থান করছেন, তাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনও কাজে অযথা তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন এবং জীবনের প্রক্রিয়ার উপর আস্থা রাখুন। তাই, যেকোনো বিনিয়োগে আপনার টাকা রাখুন। এই সপ্তাহে, পরিবারে প্রেম, সম্প্রীতি এবং পারস্পরিক সংযোগে ভাল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, একটি ই-মেইল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে। যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে একসাথে হাসতে দেখা যাবে। আপনার পেশাগত ক্ষেত্রে, আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, যা অতিক্রম করা আপনার পক্ষে সহজ হবে না। তাই এই সপ্তাহের শুরু থেকেই নিজেকে শান্ত রাখুন এবং প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করুন। তবেই আপনি কিছু না কিছু সমাধান করতে সক্ষম হবেন। আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তবে এর জন্য আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। যদিও, এই সময় ভাগ্য আপনার সাথে থাকবে, যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন।

    বৃষভ রাশি

    আপনি যদি আপনার স্বাস্থ্য জীবনের দিকে তাকান তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকবে কারণ বৃহস্পতি একাদশ ভাবে বসে আছে। এই সময় আপনি মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন এবং দক্ষতার সাথে আপনার প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য সম্ভাব্য সবরকম প্রচেষ্টা করবেন। এই পরিস্থিতিতে, আপনাকে অকেজো জিনিসগুলিতে মনোযোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে, এই সপ্তাহে আপনাকে অনেক চিন্তা করতে হবে। কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনি কিছু পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন, কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় দাবি পূরণ করে আপনি আপনার অনেক অর্থ হারাতে পারেন। যার পরে আপনাকে ভবিষ্যতেও সমস্যায় পড়তে হবে। তাই অন্যদের না বলবেন না। এই মুহুর্তে, আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে। এই সপ্তাহে আপনি নিজের উপর রাগ করবেন, কারণ আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের শর্তে আপনার জীবনযাপন করতে পারবেন না। এসময় বাড়ির সদস্যদের কাছেও এই বিষয়ে আপনার স্বভাব কিছুটা বিপর্যস্ত মনে হবে। আপনি যদি এই সপ্তাহে কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে বিদেশ যাওয়ার সুযোগ পান তবে এই সপ্তাহে এটি নিন এবং আপনার পরিবারের সাথে কথা বলার পরেই যে কোনও ধরণের সিদ্ধান্তে পৌঁছান। কারণ এটা সম্ভব যে এই সময়ের মধ্যে আপনার বাড়ির কিছু গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হতে পারে, যার কারণে আপনাকে মাঝপথে ফিরে আসতে হবে। যারা এখন পর্যন্ত আপনাকে অযোগ্য বলে মনে করেছেন, এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে তাদের সামনে একটি ভাল উদাহরণ তৈরি করতে সক্ষম হবেন কারণ কর্মের দেবতা শনি কর্মের ঘরে অর্থাৎ দশম ঘরে বিরাজ করছেন। আপনাকে সেই শিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে গণ্য করা হবে যাদের সবাই প্রশংসা করবে এবং তাদের সাথে কথা বলতে চাইবে। তবে এই সময়ে আপনার ভিতরে অহংকে আসতে দেবেন না, অন্যথায় এই সাফল্য সুখের পরিবর্তে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে।

    মিথুন রাশি

    এই সপ্তাহে আপনার দ্বারা করা আপনার চিকিত্সার পরিবর্তনগুলি আপনার স্বাস্থ্যে অনেক ইতিবাচকতা আনবে। এর জন্য আপনার রুটিনেও যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে একজন ভালো ডাক্তারের কাছ থেকে আপনার ডায়েট প্ল্যান নিন। রাহু মহারাজ একাদশ ভাবে বসে থাকার কারণে এই সপ্তাহে আপনি আপনার ব্যস্ত জীবন থেকে কিছু আরামদায়ক মুহূর্ত খুঁজতে ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজে থাকবেন। কিন্তু যেকোন ধরনের অর্থ ব্যয় করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ দশম ভাবে বৃহস্পতি থাকার কারণে এই সময় আপনি অর্থ ব্যয় করার সময় শান্তি পেতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনাকে এই কাজের জন্য মূল্য দিতে হবে। এর জন্য আপনাকে অনুতাপও করতে হতে পারে। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে। কিন্তু না চাইলেও এমন হতে পারে যে আপনি বাড়ির কিছু ভেঙ্গে ফেলতে পারেন বা হারিয়ে যেতে পারেন, যার কারণে বাড়ির সদস্যরা আপনার উপর রাগ করতে পারে। তাই শুরুতে সতর্কতা অবলম্বন করে এমন কিছু করবেন না যাতে বাড়ির ক্ষতি হয়। পরিস্থিতি সবসময় আমাদের অনুযায়ী কাজ করে, এটি প্রয়োজনীয় নয় এবং আপনি এই সপ্তাহে ঠিক একই রকম অনুভব করতে যাচ্ছেন। যখন আপনার প্রতিটি কৌশল এবং পরিকল্পনা অকেজো দেখা যাবে। এটি আপনাকে নিজেকে অনুপ্রাণিত রাখতে অক্ষম করে তুলবে। এই সপ্তাহে শিক্ষার্থীরা যে সাফল্য পাবে, তা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াতে কাজ করবে। যার কারণে সেই সমস্ত শিক্ষার্থী, যারা আগে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছিল, তারা এই সপ্তাহে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। যদিও, কোনও বড় সিদ্ধান্তে পৌঁছানোর আগে, কোন প্রবীণের সাথে পরামর্শ করুন।

    কর্কট রাশি

    এই সপ্তাহে, কিছু লোকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে যেতে হতে পারে, কারণ শনিদেবের অবস্থান চন্দ্র রাশি থেকে অষ্টম ভাবে। অতএব, শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। দেব গুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অনেক মাধ্যমে ক্রমাগত অর্থ লাভ করতে থাকবেন। এমন পরিস্থিতিতে, এই সপ্তাহের শুরুতে, আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভাল পরিকল্পনা এবং পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শুধুমাত্র এটি করলেই আপনি অনেকাংশে আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, পাশাপাশি এটি সংরক্ষণ করুন সফল হবে. এই সপ্তাহে, আপনার স্বাচ্ছন্দ্যের পরিবর্তে আপনার পরিবারের সদস্যদের চাহিদার দিকে মনোনিবেশ করা আপনার আসল অগ্রাধিকার হওয়া উচিত। কারণ শুধু এর মাধ্যমেই আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি, যেগুলো থেকে আপনি তখনও অজ্ঞাত ছিলেন। এই সপ্তাহে, আপনার কর্মজীবনে, আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন। তবে এর জন্য আপনাকে আপনার সৃজনশীল সম্ভাবনা বাড়াতে হবে। এই সময়ে, যে সমস্ত শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে তাদের মনোযোগ দ্রুত পড়াশুনা থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, এই সপ্তাহটি তাদের জন্য শুভ হতে চলেছে। কারণ এই সময় আপনার মনোযোগ পড়াশোনায় বিভ্রান্ত হবে না এবং আপনার বন্ধুদের কারণে আপনি সমস্ত ধরণের বাধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন।

    সিংহ রাশি

    এই সপ্তাহে, আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে, আপনার শখ পূরণে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তা করতে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন। কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন। অষ্টম ভাবে দেব গুরু বৃহস্পতির উপস্থিতির কারণে, পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব, যার জন্য আপনাকে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এই কারণে, আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এর সাথে সাথে আপনার মানসিক চাপও বাড়বে। এই সপ্তাহে, আপনার কাছের কেউ বা আপনার পরিবারের কোনও সদস্য আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে। যার কারণে আপনি কিছুটা অস্বস্তি অনুভব করবেন, এছাড়াও আপনি তাদের বোঝার জন্য আপনার অনেক সময় এবং শক্তি নষ্ট করতে পারেন। এই রাশির জাতক/জাতিকাদের জন্য, এই সপ্তাহটি তাদের কর্মজীবনে খুব শুভ প্রমাণিত হবে। কারণ এই সময়ে আপনি কাঙ্খিত সব ফলাফল পাবেন। একই সময়, এই সময়গুলি আপনার কর্মজীবন এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিমেয় দিকনির্দেশনামূলক শক্তি এবং ক্ষমতা প্রদানে সফল হবে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, এই সপ্তাহে আপনার চিহ্নের লোকদের তাদের লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যথায়, আপনার আগের সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। তাই এই সময় যেকোনো পদক্ষেপ নিন, শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে।

    কন্যা রাশি

    এই রাশির জাতক জাতিকাদের এই পুরো সপ্তাহে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ কেতু মহারাজ চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ভাবে অবস্থান করছেন। সকালে এবং সন্ধ্যায় পার্কে যাওয়া, প্রায় 30 মিনিট হাঁটুন এবং যতটা সম্ভব ধুলোযুক্ত জায়গায় যাওয়া এড়িয়ে চলুন। এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি সম্ভব যে আপনি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন যেমন ফোনে কথা বলা, অতিরিক্ত গতি ইত্যাদি, যার জন্য আপনাকে ভারী জরিমানা দিতে হবে। অর্থ হারানোর পাশাপাশি, আপনাকে আপনার সময়ও নষ্ট করতে হতে পারে। যেকোনো কারণে গভীর রাত পর্যন্ত আপনার বাড়ির বাইরে থাকা বা আপনার বিলাসিতা করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করা এই সপ্তাহে আপনার পিতামাতাকে রাগান্বিত করতে পারে। তাই প্রথম থেকেই এটি মাথায় রেখে, এমন কিছু করবেন না যাতে আপনি তাদের দ্বারা তিরস্কার বা তিরস্কার করেন। কারণ এতে শুধু আপনার পালা নষ্ট হবে না, পারিবারিক পরিবেশেও একটা অশান্তির পরিবেশ দেখা যাবে। এই সপ্তাহে আপনি দেখতে পাবেন যে কিছু সহকর্মী অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাজের ধরণে অসন্তুষ্ট। কিন্তু যেহেতু তারা আপনাকে এটি বলবে না, আপনি এটির উন্নতির কথাও ভাববেন না। এই পরিস্থিতিতে, আপনি যদি মনে করেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসছে না, তাহলে আপনার পরিকল্পনাগুলি পুনরায় বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুসারে সেগুলিতে সঠিক উন্নতি আনা আপনার পক্ষে ভাল হবে। বাড়িতে অবাঞ্ছিত অতিথির আগমনের কারণে শিক্ষার্থীদের পুরো সপ্তাহটাই বৃথা কাটবে বলে আশা করা হচ্ছে। এমতাবস্থায় সম্ভব হলে বন্ধুর বাড়িতে গিয়ে পড়ালেখা করুন, না হলে আসন্ন পরীক্ষায় এর খেসারত আপনাকেই বহন করতে হবে।

    তুলা রাশি

    আপনি যদি আমিষভোজী হন, তবে এই সপ্তাহে প্রথম ভাবে কেতু মহারাজের উপস্থিতির কারণে আপনি দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। তবে বাইরে থেকে খাবার অর্ডার না করে ঘরে রান্না করা খাবার খাওয়া এবং খাবার হজমের জন্য প্রতিদিন প্রায় ৩০ মিনিট হাঁটা ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রে, এই সপ্তাহে আপনাকে অনেক চিন্তা করতে হবে। কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনি কিছু পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভ করবেন, কিন্তু আপনি না চাইলেও অন্যের অপ্রয়োজনীয় দাবি পূরণ করে আপনি আপনার প্রচুর অর্থ হারাতে পারেন। যার পরে আপনাকে ভবিষ্যতেও সমস্যায় পড়তে হবে। তাই অন্যদের না বলবেন না। এই মুহুর্তে, আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে। এই সপ্তাহে আপনার মন বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী দেখাবে। তবে, কোনও পরিবর্তন করার আগে বা বাড়ির কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, অন্যদের মতামত খুব ভালভাবে জেনে নিন। অন্যথায়, আপনি না চাইলেও অহেতুক সমালোচনার শিকার হতে পারেন। এই সপ্তাহে আপনার মন অফিসের কাজে ব্যস্ত থাকবে না। কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে, যা আপনাকে মনোযোগ দিতে দেবে না। তাই আপনার মনকে নিবদ্ধ রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে সকল শিক্ষার্থীকে তাদের অলসতা পরিত্যাগ করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই সময়ে আপনার অলস মনোভাব আপনাকে অনেকের কাছ থেকে পিছিয়ে দেবে। যার কারণে আগামী সময়ে আপনাকে দু-চারটি সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই অলসতা ছেড়ে নতুন কিছু শেখার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি

    এই সময়, আপনার বাড়ির যে কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতির উন্নতি দেখে, আপনি মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কারণ শনিদেব চতুর্থ ভাবে বসে আছেন। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগব্যায়াম করুন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এই সময়টি আপনাকে আরও ভাল দিকনির্দেশনা এবং সুযোগ দেবে বলে প্রমাণিত হবে কারণ দেব গুরু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে বিরাজ করছে। এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় বা জমাতে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। এই সপ্তাহে আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে। যার কারণে আপনি অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। এর পাশাপাশি আপনার বাবাও এই সপ্তাহে ক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ পাবেন। এমন পরিস্থিতিতে, পরিবারের উপর এই ইতিবাচক পরিস্থিতিগুলির ভাল প্রভাব বাড়ির পরিবেশে সুখ আনতে সাহায্য করবে। পেশাগত দিক থেকে, এই সপ্তাহটি আপনার জন্য খুব ভাল এবং সঠিক পথে চলেছে বলে মনে হচ্ছে, কারণ যেখানে এই রাশির ব্যবসায়ীরা মধ্যম ফলাফল থেকে সন্তুষ্টি পাবেন, সেখানে চাকরিজীবীরা কিছু বড় চাকরি পাবেন। এ সময় একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগও তৈরি হবে। আপনি যদি আপনার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনার অপেক্ষা শেষ হতে পারে। কারণ এই সময়টি আপনার জন্য কিছু ভাল খবর নিয়ে আসবে, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য তাদের পরিবার থেকে দূরে থাকে, তারা এই সময়ে তাদের পিতামাতার কাছ থেকে উৎসাহ পাবে।

    ধনু রাশি

    যদিও এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভাল, তবে যে কোনও বিষয়ে আপনার অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপ দিতে পারে। অতএব, আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করবেন, যাতে আপনি সপ্তাহের শেষে সাফল্য পেতে সক্ষম হবেন। আপনি যদি অতীতে কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে কোনও অসুবিধার সম্মুখীন হন তবে এই সপ্তাহে তা পুরোপুরি দূর হয়ে যাবে কারণ শনিদেব তৃতীয় ভাবে বসে আছেন। এই সময়, আপনি আর্থিক জীবনে মা লক্ষ্মীর সমর্থন পাবেন, যার কারণে আপনি কম প্রচেষ্টা করার পরেও অর্থ পেতে সফল হবেন। যাইহোক, এই সময়ে আপনাকে কোনও ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনার অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ চতুর্থ ভাবে বৃহস্পতি উপস্থিত রয়েছে। এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন, তবে এই সময় আপনার ভাইবোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে। তবে এই সময়ে, আপনার দ্বারা সমস্ত ধরণের পারিবারিক দায়িত্ব পালন করা আপনাকে বাড়িতেও সম্মান দেওয়ার জন্য কাজ করবে। অতীতে যে সুযোগগুলি পাননি, তা এই সপ্তাহে পাওয়া যাবে। এর পরে আপনি যদি অন্যের সামনে আপনার হারানো সম্মান ফিরে পেতে চান তবে আপনাকে এই সপ্তাহে আপনার সেরাটা করতে হবে। এর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে ভালো কিছু কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান।

    মকর রাশি

    এই সপ্তাহে, আপনার স্বাস্থ্য গত সপ্তাহের তুলনায় আরও ভাল হবে এবং আপনার স্বাস্থ্য আরও মজবুত হওয়ার সাথে সাথে আপনিও অনেক ভাল বোধ করবেন কারণ আত্মার অধিপতি সূর্য চন্দ্র রাশি থেকে তৃতীয় ভাবে অবস্থান করছে। এই কারণেই এই সপ্তাহে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও, এই সময়ে আপনার জীবন মানসিক শক্তিতে পূর্ণ হবে। আপনার রাশির জাতক/জাতিকাদের জন্য, অর্থ সংক্রান্ত বিষয়গুলি এই সপ্তাহে উপকারী ফলাফল দেবে কারণ শনিদেব দ্বিতীয় ভাবে অর্থাৎ অর্থের ঘরে অবস্থান করছেন। এই সময়ে, আপনার আর্থিক অবস্থা কেবল ভাল হবে না, তবে এই সময়টি কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাভাবিকের চেয়ে বেশি উপযুক্ত বলে মনে হচ্ছে। পারিবারিক জীবনে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে। কারণ পরিবারে নতুন বা তরুণ অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক পরিবেশে আনন্দ বয়ে আনবে। এ সময় বাড়ির লোকজনের মধ্যেও ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাবে। এই সপ্তাহে, আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সেজন্য প্রথম থেকেই নিজেকে সতর্ক রেখে প্রতিটি পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এই সপ্তাহে, শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রাফ উচ্চতায় পৌঁছাবে, তবে আপনি যে সাফল্য পাবেন তা আপনার অহং বৃদ্ধির প্রধান কারণ হবে। যার কারণে আপনার প্রকৃতিতে কিছু অতিরিক্ত অহংকার দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজের সম্পর্কে কোনো কুসংস্কারে জড়িয়ে ভুল করা থেকে বিরত থাকুন।

    কুম্ভ রাশি

    এই সপ্তাহে আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন। কারণ এই সময় আপনি আপনার পরিবার এবং কাজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন এবং এর মধ্যে আপনি আপনার স্বাস্থ্যও বজায় রাখতে সক্ষম হবেন। এই সপ্তাহে, ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ শনিদেব প্রথম ভাবে বিরাজমান। যে সকল চুক্তি থেকে আপনি অর্থ লাভের আশা করেছিলেন, আপনার একটু অসাবধানতা আপনার ক্ষতি করতে পারে। তাই সতর্ক থাকুন এবং লেনদেনের সময় ধৈর্য সহকারে প্রতিটি নথি পড়ুন। সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে। এসময়, এই সমস্ত সুযোগগুলি আপনার হাতের বাইরে যেতে না দিয়ে, তাদের সর্বোত্তম সুবিধা নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি কোনও অংশীদারি ব্যবসায়ের সাথে যুক্ত হন তবে এই সপ্তাহে আপনি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন। যার কারণে একই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনারা উভয়েই সফলতা পাবেন। এর ফলে আপনার ব্যবসা যেমন প্রসারিত হবে, তেমনি আপনি ভালো মুনাফাও অর্জন করতে পারবেন। আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল ​​বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল দেখাচ্ছে। কারণ এই সময় শিক্ষার প্রতি নিজেকে একটু সজাগ রেখেও আপনি অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন।

    মীন রাশি

    মসলা যেমন স্বাদহীন খাবারকে সুস্বাদু করে তোলে। একইভাবে, কখনও কখনও জীবনে সামান্য দুঃখেরও প্রয়োজন হয়, কারণ এটি থেকে অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে আমরা সুখের আসল মূল্যও জানতে পারি। তাই দুঃখের মধ্যেও তার কাছ থেকে কিছু শিখুন এবং ভালোভাবে বাঁচার চেষ্টা করুন। এই সপ্তাহে যাঁদের আর্থিক অবস্থা নড়বড়ে হবে, তাঁরা আত্মীয়-স্বজনের সমর্থন পাবেন কারণ চন্দ্র রাশি থেকে দ্বাদশ ভাবে শনিদেব অবস্থান করছেন। আপনি প্রয়োজনে নিকটাত্মীয় বা আত্মীয়দের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে সক্ষম হবেন, যার কারণে আপনি প্রতিটি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন। তাই আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে সম্পর্কের উন্নতি ঘটান এবং সেই দিকে চেষ্টা করুন। আপনার নতুন প্রকল্পের জন্য, আপনার পিতামাতাকে আস্থায় নেওয়ার এটাই সঠিক সময়। এর জন্য, আপনাকে শুরুতে আপনার প্রতিটি পরিকল্পনা সম্পর্কে আপনার পিতামাতাকে সবকিছু বলতে হবে এবং তাদের মতামত জানতে হবে। এই সপ্তাহে, যারা পারিবারিক ব্যবসার সাথে জড়িত, তারা তাদের বাড়ির বড়দের সমর্থন পেয়ে আরও ভাল করতে সহায়তা করবে, যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক এবং উত্স স্থাপন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থীর তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধা হবে কারণ বুধ, শিক্ষার কারক, চন্দ্র রাশি থেকে প্রথম ভাবে দুর্বল অবস্থায় বসে আছে, তবে তা সত্ত্বেও, তারা পরিত্রাণ পেতে সক্ষম হবে। তারা এবং এটিতেও সাফল্য অর্জন করে। এই সময়ে তাদের নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

             

     

     

  • Buddha Stupa: বুদবুদের এই গ্রামে এখন জোর কদমে চলছে খননের কাজ, জানেন কেন?

    Buddha Stupa: বুদবুদের এই গ্রামে এখন জোর কদমে চলছে খননের কাজ, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুর মহকুমার বুদবুদের ভরতপুর গ্রাম। ইতিহাস সমৃদ্ধ এই গ্রামের কথা অনেকের অজানা। এই গ্রামেই কয়েকশো বছর আগে বৌদ্ধস্তূপ (Buddha Stupa) ছিল। সেই বৌদ্ধস্তূপ (Buddha Stupa) হদিশ পাওয়া গিয়েছে। বিশাল এলাকা জুড়ে রয়েছে এই বৌদ্ধস্তূপ (Buddha Stupa) । কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সেখানে এখন জোর কদমে খনন কার্য চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাচীন ঐতিহ্য বহনকারী স্থানগুলিকে আরও উন্নত করে সেখানে যাতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় সেই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। ভরতপুরে যে বৌদ্ধ স্তূপ (Buddha Stupa) রয়েছে সেটি প্রাচীন ইতিহাস বহন করে। রাজেন্দ্র যাদব নামে এক আধিকারিকের নেতৃত্বে এই এলাকায় খনন কাজ শুরু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্মের নানান স্থান খনন করে অনেক প্রাচীন ইতিহাস তুলে ধরেছেন। এই এলাকায় সেই কাজ করার তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় সাংসদ এসএস আলুয়ালিয়া খনন কার্যের কাজ খতিয়ে দেখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে প্রাচীন স্থাপত্যগুলিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে প্রাচীন ঐতিহ্য বিদ্যমান। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খনন কার্য চালিয়ে তা পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে। খনন কার্য কেমন হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে আমি এসেছিলাম।

    কী করে হদিশ মিলল এই বৌদ্ধস্তূপের (Buddha Stupa)?

    পঞ্চাশ বছর আগেও এই গ্রামের পাশেই বৌদ্ধস্তূপ রয়েছে তা এলাকার মানুষ জানতেন না। গ্রামের এক প্রবীণ বাসিন্দা নিত্যানন্দবাবু বলেন, আমরা তখন ক্লাস এইটে পড়ি। গ্রামের রাস্তা তৈরির জন্য গ্রামের পাশে উঁচু ঢিবির মাটি কেটে আনা হয়। তখনই আমরা বেশ কয়েকটি ইটের হদিশ পাই। রাতের বেলায় গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে খননকার্য শুরু করেন। একটি মন্দিরের বেশ কিছু ইটের হদিশ পাই। আমরা বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জানাই। তাদের উদ্যোগে সরকারি সাহায্যে শুরু হয় খননকার্য। সালটা ১৯৭১। বেশ কিছুটা এলাকা জুড়ে খননকার্য হয়। নোটিসও দেওয়া হয়। তারপর আচমকাই খননকার্য বন্ধ হয়ে যায়। ফলে, আবার বৌদ্ধস্তূপ (Buddha Stupa) সেই আগের জায়গায় চলে গিয়েছিল। গ্রামবাসীদের বক্তব্য, এতদিন ধরে অবহেলায় পড়েছিল এই বৌদ্ধস্তূপ। নতুন করে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফের খনন কার্য শুরু হওয়ায় খুব ভাল লাগছে। আগামীদিনে এই গ্রামই বৌদ্ধস্তূপের (Buddha Stupa)  কারণে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রচুর পর্যটক আসবে এই গ্রামে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বৌদ্ধস্তূপকে (Buddha Stupa)  ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভরতপুর গ্রামের বাসিন্দারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dadagiri: গোঘাট বিএলআরও অফিসে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি, আতঙ্কিত আধিকারিকরা

    Dadagiri: গোঘাট বিএলআরও অফিসে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি, আতঙ্কিত আধিকারিকরা

    মাধ্যম নিউজ ডেস্কঃ গোঘাট -২ ব্লকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে তখন সাধারণ মানুষের ভিড়ে গম গম করছে। রেভেনিউ অফিসার সোম শেখর সরকারের চেম্বারে চলছে জমির মিউটেশন নিয়ে শুনানি। তাই, ঘরে এলাকার মানুষের ভিড়ও ছিল। আচমকাই সেখানে গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহাবউদ্দিন খান ঢোকেন। মিউটেশন সংক্রান্ত কোনও একটি বিষয় নিয়ে প্রথমে কথা হয়। আধিকারিকের কথা তাঁর পছন্দ হয়নি। তাই, তিনি স্বমূর্তি ধারণ করেন। প্রথমেই রেভেনিউ অফিসারের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। তাঁকে শারীরীকভাবে হেনস্থা করা হয়। টেবিলে থাকা ফাইলপত্র সব ফেলে দেওয়া হয়। সামনে থাকা চেয়ার উল্টে দেওয়া হয়। এককথায় ওই আধিকারিকের ঘরে ঢুকে তৃণমূল নেতা তান্ডব (Dadagiri) চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে। বিএলআরও ইতিমধ্যেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    কেন বিএলআরও অফিসে ঢুকে দাদাগিরি দেখালেন ওই তৃণমূল নেতা? Dadagiri

    ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরের পর। গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা সাহাবউদ্দিনসাহেব জমি সংক্রান্ত বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যান। ২ মার্চ  তাঁর মিউটেশনের দিন ধার্য হয়।কিন্তু, সেদিন ওই নেতা অফিসে কোনওকারণে যেতে পারেননি। সেই বকেয়া কাজ করতেই এদিন দুপুরে অফিসারের কাছে হাজির হয়েছিলেন ওই তৃণমূল নেতা। অফিসার নিয়ম মেনে কয়েকদিন পর আসার কথা বলেন। কিন্তু, এদিন সেই কাজ করে দেওয়ার জন্য ওই তৃণমূল নেতা চাপ দিতে থাকেন। এরপরই দুজনের মধ্যে বচসা হয়। পরে, শাসক দলের ওই নেতা অফিসের মধ্যে দাদাগিরি (Dadagiri) দেখান বলে অভিযোগ।

    এই বিষয়ে রেভেনিউ অফিসার সোম শেখর সরকার বলেন, আমি হেয়ারিং করছিলাম। তিনি প্রথম থেকেই আমার সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন। নিয়ম মেনে কয়েকদিন পর তাঁকে আসতে বলি। তিনি সে সব কথা না শুনে আমার উপর চড়াও হন। আমাকে হেনস্থা করেন। টেবিলের নথি ফেলে দেন। এই ঘটনায় আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি। বিএলআরও আনন্দ বিশ্বাস বলেন, ওই নেতা এসে রেভেনিউ অফিসারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। অফিসের মধ্যে তান্ডব চালান। বিষয়টি প্রশাসনের সব স্তরে জানিয়েছি। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই তৃণমূল নেতা সাহাবউদ্দিন খান বলেন,কথা কাটাকাটি হয়েছিল। তা মিটিয়ে নেওয়াও হয়েছে। কোনও তান্ডব চালানো হয়নি। দাদাগিরি দেখানো হয়নি। আমরা একসঙ্গে বসে চা খেয়েছি। এসব অপপ্রচার করা হচ্ছে। তবে, তৃণমূলের গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি অরুণ ক্যাউড়া তাঁর পাশে দাঁড়াননি। তিনি বলেন,এই ঘটনা নিন্দনীয়। দল কোন ভাবেই সমর্থন করে না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Xi Jinping: তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং

    Xi Jinping: তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ৫ বছরের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং (Xi Jinping)। এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।

    গত বছরের অক্টোবর মাসেই আভাস পাওয়া যায়  

    জানা গেছে, চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে জিনপিংয়ের (Xi Jinping) পক্ষে ভোট পড়েছে ২৯৫২। এই ভোটপর্বের মাধ্যমেই ৬৯ বছর বয়সী শি জিনপিং (Xi Jinping), চিনের প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হলেন তৃতীয়বারের জন্য। এর আগে, গত অক্টোবর মাসে পার্টির নিয়ম ভেঙে নিজেকে তৃতীয়বারের জন্য জেনারেল সেক্রেটারি ঘোষণা করেন শি জিনপিং (Xi Jinping)। কার্যত তখনই আভাস দেন যে তিনি সম্ভবত আগামীতে চিনের একছত্র নেতা হিসাবে উঠে আসতে চলেছেন।

    চিনের সংবিধান সংস্কার করা হয়

    প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই চিনের সংবিধান সংস্কার করে প্রেসিডেন্ট পদে নির্বাচনের সাপেক্ষে একটি নিয়ম আসে। এর আগে, চিনে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে ২ বার সর্বোচ্চ বসতে পারতেন। তবে সেই নিয়ম ছেঁটে ফেলা হয়। আর নয়া নিয়মের হাত ধরে ফের একবার চিনের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ৫ বছরের প্রেসিডেন্ট পদের মেয়াদ পান শি জিনপিং (Xi Jinping)।

    আরও পড়ুন: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্টে

    অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে যান শি জিনপিং

    জানা গিয়েছে, শি জিনপিংয়ের (Xi Jinping) বিরুদ্ধে সেভাবে কোনও প্রার্থীর নামের তালিকা নেই। আর এর ফলেই অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে যান শি জিনপিং। এর আগে অপ্রতিদ্বন্দ্বীভাবে শি’কে (Xi Jinping) চিনের পিপলস লিবারেশন আর্মির প্রধান হিসাবে বিবেচিত করা হয়। ২ মিলিয়ন সদস্যের চিনের ওই সেনা বাহিনী মূলত দেশের প্রশাসনের থেকেও বেশি পার্টির কথায় চলে, বলে শোনা যায়।

     

    আরও পড়ুন: জার্মানির গির্জায় বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম বহু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share