Author: user

  • Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ট্যুইট করে তিনি অভিযোগ করেন যে, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি বেনো জল ঢুকছে?” ট্যুইটে তিনি পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যারও তুলনা করেন৷ পোস্ট করেছেন একটি কার্টুনও৷ ওই কার্টুনের মাধ্যমেই তিনি ভোটার তালিকায় বেনোজল ঢোকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্টও৷ বোর্ডকে পাঠ্যক্রম বদলানোর উপদেশও দিয়েছেন বিচারপতি। ফি বছরই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে দেখা যায়৷ বিশেষজ্ঞরা এই ধরনের পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখেন ৷ কিন্তু ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকহারে কমেছে৷ প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এবার৷ ‘স্কুল ড্রপআউট সংখ্যা’ প্রসঙ্গে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি৷ এ বিষয়ে সরকারকেই দুষেছেন বিরোধীরা।

     

    এবার এ নিয়েই তৃণমূল সরকারকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ ট্যুইটে তিনি লেখেন, ‘‘২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫৷ ২০২৩ সালে – ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪৷” আর এখানেই টেনে আনেন রাজ্যের ক্রমবর্ধমান ভোটার সংখ্যার প্রসঙ্গ৷ সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেওয়া ভোটারের সংখ্যার কথা উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক৷ পাশাপাশি তুলে ধরেছেন ২০১৮ সালে এই রাজ্যের ভোটারের সংখ্যা৷ তিনি লিখেছেন, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ৷ ২০২৩ সালে সেই সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার৷”

    আরও পড়ুন: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ কমছে আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ১১.৫ শতাংশ বাড়ছে !” ট্যুইটে জড়িয়ে দিয়েছেন একটি কার্টুনও৷ সেখানেই ভোটার তালিকায় বেনো জল ঢোকার বিষয়টি বলেছেন৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Partha Chatterjee: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    Partha Chatterjee: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ! ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির কাণ্ডে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এখন তাঁর ঠিকা প্রেসিডেন্সি জেল। এরপর থেকে কয়েকমাস কেটে গেলেও প্রেসিডেন্সি জেলেই রয়েছেন তিনি। সেখানেই রয়েছেন ওই মামলায় আরও দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল। তাঁদেরও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এরপর থেকে তাঁদেরও ঠিকানা ওই জেল। সেখানেই কুন্তল দাবি করেন জেলের মধ্যেই তাঁকে শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। এমনকী তাপস মণ্ডলকেও শাসিয়েছেন বলে ইডি সূত্রে খবর। এই অবস্থায় পার্থর আইনি জটিলতা আরও বাড়তে পারে!

    কী ঘটেছে?   

    গত কয়েকদিন আগেই প্রেসিডেন্সি জেলে কুন্তলকে জেরা করতে জেলে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় কয়েক ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে ইডি। আর সেই সমস্ত বিষয়ে কুন্তলকে জেরা করতেই জেলে যান গোয়েন্দারা। আর সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামে এই অভিযোগ করেছেন কুন্তল। ইডি আধিকারিকদের তিনি জানান, নাম কেন নেওয়া হয়েছে, সেই বিষয়ে শাসাচ্ছেন পার্থ।এমনকী কুন্তলের কাছ থেকে পাওয়া টাকা নিয়েও নাকি বারবার প্রশ্ন করছেন পার্থ।

    আরও পড়ুন: নিশীথের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি-পাথর, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলায় উত্তপ্ত কোচবিহার 

    জানা গিয়েছে তাপস মণ্ডলও পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। কুন্তলের বয়ানও রেকর্ড করেছেন ইডি। আগামিদিনে এই বয়ান আদালতে পার্থর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে প্রভাব খাটাচ্ছে তা নিয়েও অভিযোগ করা হতে পারে। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে এই তথ্যকে ইডি হাতিয়ার করতে পারে বলে মনে করছেন আইনজীবীমহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৩): ২৩ বছর ধরে আটকে রায়গঞ্জ-ডালখোলা রেলপ্রকল্প

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৩): ২৩ বছর ধরে আটকে রায়গঞ্জ-ডালখোলা রেলপ্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    ২৩ বছর ধরে আটকে রয়েছে রায়গঞ্জ-ডালখোলা রেলপথ সম্প্রসারণের কাজ

    ২০০০ সাল নাগাদ রেলমন্ত্রক পরিকল্পনা নেয় যে নতুন রেলপথের মাধ্যমে জোড়া হবে উত্তরবঙ্গ এবং বিহারের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশকে। বরসোই, রাধিকাপুর, যোগবাণী, কাটিহার, মুকুরাই, তেজনারায়ণপুর প্রভৃতি স্থানকে রেলমানচিত্রে জোড়ার কাজ সম্পূর্ণ হলেও বাদ থেকে গেছে রায়গঞ্জ-ডালখোলা রেলপথ সম্প্রসারণের কাজ। প্রস্তাবিত ৪৩.৪৩ কিমি রেললাইন বসানোর কথা ছিল ডালখোলা এবং রায়গঞ্জের মধ্যে। যা এখন বিশ বাঁও জলে। অভিযোগ জমি জটের কারণেই নাকি আটকে রয়েছে এই প্রকল্প। অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের। সমগ্র প্রকল্পটির মাধ্যমে ২৭৯ কিমি রেললাইন বসানোর পরিকল্পনা ছিল, সম্পূর্ণ হয়েছে ২৩৬ কিমির কাজ। বাকি বলতে ওই ডালখোলা এবং রায়গঞ্জ।

    কী বলছেন এলাকার বাসিন্দারা

    রায়গঞ্জের বাসিন্দা বিমল দাসের মতে, এই রেলপথ বসানোর কাজ সম্পূর্ণ হলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। অনেক কম সময়ে শিলিগুড়ি পৌঁছানো যাবে। রেলকে কেন্দ্র করে এলাকায় ব্যবসাও বাড়বে কিন্তু রাজ্য সরকার জমি দিতে পারছেনা বলেই ওই প্রকল্পের কাজ আটকে আছে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১২): ২৫ বছর ধরে আটকে বাঁকুড়া-মুকুটমণিপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-১০): আপাতত ঠাণ্ডা ঘরে আরামবাগ-বোয়াইচণ্ডী রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sukma: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ জওয়ান

    Sukma: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদী হামলা চলছেই। শনিবার রাজ্যের সুকমায় (Sukma) মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শহীদ হলেন ৩ ডিস্ট্রিক্ট রিজার্ভ পুলিশ গার্ড। পাশাপাশি শহীদ হয়েছেন ১ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। জানা গেছে ঘটনাটি ঘটেছে জাগরগুন্ডা থানা এলাকার মধ্যে। ৩ জন শহীদের নাম কুঞ্জম যোগা, সৈনিক ভাঞ্জম ভীমা, রামুরাম নাগ। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন অপারেশনে নেমেছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।

    আরও কিছু মাওবাদী হামলার নজির চলতি মাসে

    চলতি মাসের ৫ তারিখে নীলকান্ত কাকম, বিজাপুরের আউয়াপল্লী মন্ডলের বিজেপির সভাপতিকে পরিবারের সদস্যদের সামনেই কুপিয়ে হত্যা করে মাওবাদীরা। উনি একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন, সেখানেই ১৫০ জনের মাওবাদী দল প্রথমে গ্রামটিকে ঘিরে ধরে এবং কয়েকজন মাওবাদী ওই বিয়েবাড়িতে ঢুকে নীলকান্ত কাকমকে হত্যা করে বলে অভিযোগ। তারপর থেকে এইমাসে একাধিক মাওবাদী হামলার ঘটনা ঘটেই চলেছে। এরপরে ১০ ফেব্রুয়ারি মাওবাদীদের হাতে খুন হন বিজেপির নারায়নপুর জেলা সহসভাপতি সাগর সাহু। আবার এই ঘটনার ঠিক একদিনের মাথায় খুন হন ওই জেলারই বিজেপির প্রাক্তন প্রধান রামধর আলমি। 

    চলতি সপ্তাহের গোড়ায় ছত্তিশগড়ের এক পুলিশকর্মী নৃশংসভাবে খুন হন মাওবাদীদের হাতে। ওই হেড কনস্টেবলকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। রাজ্যের বীজাপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত পুলিশকর্মীর নাম পিন্ডিরাম ভেট্টি। দন্তেওয়াড়া জেলার পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। দান্তেওয়াড়ার এএসপি আর কে বর্মন জানিয়েছেন, হেড কনস্টেবল ভেট্টির বাড়ি গুমলনার গ্রামে। সম্প্রতি বিশাখাপত্তনামে পুলিশ ট্রেনিং শেষ করে বাড়ি ফেরেন পিন্ডিরাম। ভাইয়ের বিয়ে উপলক্ষে চারদিন ছুটি নিয়েছিলেন। কাদেনার গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান। আনন্দ অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল রবিবার রাতে। তা শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন পুলিশকর্মী। তখনই মাওবাদীরা ঘিরে ধরে হত্যা করে তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Suvendu Adhikari: ‘‘নওশাদের হয়ে পথে নামুন আমরা পাশে আছি’’! তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘নওশাদের হয়ে পথে নামুন আমরা পাশে আছি’’! তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির হয়ে পথে নামুন বিজেপি পাশে আছে, জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নওশাদ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর প্রতি প্রচ্ছন্ন সমর্থনের কথা বলেছে রাজ্য বিজেপি। এমনকী রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের প্রতিনিধিদের নওশাদের মুক্তির দাবিতে পথে নামতেও দেখা যায়। এবার তাঁর মুক্তির দাবিতে সরব হলেন শুভেন্দু। 

    নওশাদের জন্য আন্দোলন

    সাগরদিঘি উপনির্বাচনের আগে শুক্রবার সেখানে প্রচারে যান বিজেপি বিধায়ক। রাজ্য সরকার তথা তৃণমূলকে কটাক্ষ করে তিনি এদিন বলেন, ‘নওশাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।’ একইসঙ্গে আইএসএফ-কেও বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, ‘নওশাদ ভাইয়ের জন্য আন্দোলনটা করতে হবে। আপনারা তো রাস্তায় নেমে সিএএ-এনআরসি-র বিরুদ্ধে মিছিল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন। রাস্তায় নেমে নওশাদের মুক্তি করান। আমাদের শুভেচ্ছা আছে। আমরা সরাসরি যেতে পারব না, কিন্তু আমাদের শুভেচ্ছা আছে।’ শুধুমাত্র নওশাদের গ্রেফতারি নয়, আনিস খানের মৃত্যুর প্রসঙ্গও এদিন উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, বগটুই থেকে শুরু করে আনিস খানের মৃত্যু, রাজ্য সরকার যা করেছে, তা অনেকেই বুঝে গিয়েছেন।

    আরও পড়ুন: বহু বঞ্চিত চাকরিপ্রার্থী বিজেপির বুথ এজেন্ট হতে চায়! সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে দাবি শুভেন্দুর

    ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় একটি জমায়েত করেন নওশাদ ও তাঁর দল আইএসএফের সদস্যেরা। যে জমায়েত ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে শহরের প্রাণকেন্দ্রে। ওই দিনের বিক্ষোভস্থল থেকে নওশাদ সহ মোট ৮৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে একের পর এক মামলায় জেল বা পুলিশ হেফাজতে যেতে হয়েছে বিধায়ককে। দুদিন আগেই নওশাদ সিদ্দিকি প্রসঙ্গে সুর নরম করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, “ওঁর জামিন হয়ে যাওয়া উচিত। এতদিন আটকে থাকার মতো বিষয় এটা নয়।” পরে অবশ্য নিজের অবস্থান থেকে সরে বিমান বলেন, “নওশাদ সিদ্দিকির জামিন পাওয়ার বিষয়টি আদালত বিচার করে দেখবে। আইন আইনের পথে চলবে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Accident: হুগলি নদীতে মুখোমুখি সংঘর্ষ দুটি জাহাজের, ডুবল বাংলাদেশী জাহাজ 

    Accident: হুগলি নদীতে মুখোমুখি সংঘর্ষ দুটি জাহাজের, ডুবল বাংলাদেশী জাহাজ 

    মাধ্যম নিউজ ডেস্ক: দুটি মালবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে (Accident) হুগলি নদীতে ডুবে গেল একটি বাংলাদেশী জাহাজ। জানা গেছে ডুবে যাওয়া জাহাজটি ছাই বোঝাই ছিল। কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ছাই বোঝাই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে। 

    আরও পড়ুন: বহু বঞ্চিত চাকরিপ্রার্থীরা বিজেপির বুথ এজেন্ট হতে চায়! সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে দাবি শুভেন্দুর

    কখন ঘটে এই দুর্ঘটনা (Accident)

    জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনা (Accident) হয়েছে। কুয়াশার কারণেই  দু’টি জাহাজের মধ্যে ধাক্কা লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ডুবন্ত জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    আরও পড়ুন: কত টাকা রয়েছে হৈমন্তীর কাছে? ইডি-র দাবি শুনলে চোখ কপালে উঠবে!

    পুলিশ কী বলছে

    ঘটনা জানাজানি হতেই হুগলী নদীর ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ। ডুবন্ত জাহাজের ৯ জনকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়।

    পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ কুলপি থানার অন্তর্গত হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় এই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে। হুগলি নদী দিয়ে একটি ছাইবোঝাই জাহাজ বাংলাদেশের দিকে যাচ্ছিল। সে সময় আর একটি মালবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা মারে। এর জেরে ছাইবোঝাই জাহাজটির একাংশ ভেঙে যায় এবং ধীরে ধীরে ওই জাহাজটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা চোখের সামনে এই ঘটনা দেখে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। ডুবন্ত জাহাজটি থেকে ৯ জন কর্মীকে উদ্ধার করেছেন স্থানীয়েরা। কুয়াশার জেরেই এই দুর্ঘটনা (Accident) বলে প্রাথমিক অনুমান পুলিশের।

    আরও পড়ুন: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Haimanti Ganguly: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি?

    Haimanti Ganguly: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন মোড়। এবার এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের পাশে আবর্জনার স্তূপে মিলল রোল নম্বর লেখা কাগজ। কীসের নম্বর তা খতিয়ে দেখা হচ্ছে। 

    ঠিক কী রয়েছে ওই কাগজে?

    জানা যাচ্ছে, বেহালার রাজা রামমোহন রায় রোডে হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়ির ল্যান্ডিংয়ের পাশে রাখা আবর্জনার স্তূপে ছিল বেশ কয়েকটি কাগজ। সেগুলো খুলতেই দেখা যায় তাতে সিরিয়াল নম্বর লেখা। যে সংখ্যাগুলি লেখা রয়েছে, সেগুলি প্রত্যেকটাই ৯ সংখ্যার। সাধারণত ৯ ডিজিটের রোল নম্বর হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। হৈমন্তীর ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হওয়া কাগজে ৯টি নম্বরই লেখা রয়েছে।

    আরও পড়ুন: কত টাকা রয়েছে হৈমন্তীর কাছে? ইডি-র দাবি শুনলে চোখ কপালে উঠবে!

    এর থেকেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একাধিক প্রশ্ন উঠে আসছে— এগুলি কি রোল নম্বরই? নিয়োগ দুর্নীতির সঙ্গে এই নম্বরের কোনও সম্পর্ক আছে কি? ওই কাগজগুলি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের রোল নম্বর কি? এও প্রশ্ন উঠছে যে, বন্ধ ফ্ল্যাটের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি? গোটাটাই ধোঁয়াশায় ভরা।

    আর কী কী পাওয়া গিয়েছে?

    এছাড়া ওই ফ্ল্যাটের বাইরে জঞ্জালের স্তূপে মিলেছে বেশ কিছু ফাইল। তাতে হৈমন্তী ও বিভিন্ন সংস্থার নাম লেখা। উদ্ধার হয়েছে— ২০১৩ সালের একটি ‘শেয়ার অ্যাপ্লিকেশন’ ফর্ম। তাতে হৈমন্তীর বাবা সাধনগোপাল গঙ্গোপাধ্যায়ের নাম লেখা। উদ্ধার হয়েছে কিছু শেয়ারের কাগজ যেখানে সই রয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সেই কাগজে ঠিকানা হিসাবে উল্লেখ রয়েছে, কাঠুরিয়াপাড়া উত্তর বাকসাড়া। অর্থাৎ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ঠিকানা। এই সিনেমার স্ক্রিপ্টও পড়ে সেখানে। যে ছবিতে হৈমন্তীর চরিত্রের নাম পারমিতা। আবর্জনার স্তূপে পড়ে ছিল বিয়ের কার্ডও। 

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের ‘গ্ল্যামার-যোগ’! সিবিআই স্ক্যানারে গোপাল দলপতির ‘মডেল স্ত্রী’ হৈমন্তী

    যত কাণ্ড বেহালায়…!

    ফের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেহালা যোগ। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের ফ্ল্যাটও এই বেহালাতেই। এবার গোপাল দলপতি এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটও সেই বেহালায়। বেহালা চৌরাস্তার কাছে রামমোহন রায় রোডের ওপরেই রয়েছে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী তথা হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট। ২০১৫ সালে গোপাল দলপতি এবং হৈমন্তী এই ফ্ল্যাটটি কিনেছিলেন। মাঝে মধ্যে সেখানে আসতেনও তাঁরা। তার বাইরেই মিলল রহস্যে মোড়া কাগজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat High Court: ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ নয় ’স্যর’ বলাই উচিত, বললেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি  

    Gujarat High Court: ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ নয় ’স্যর’ বলাই উচিত, বললেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান হাইকোর্টের পথেই হাঁটার বার্তা গুজরাট হাইকোর্টের (Gujarat High Court)! পুরুষ কিংবা মহিলা বিচারপতি যিনিই হোন না কেন, তাঁকে স্যর বলে সম্বোধন করতে হবে। এই মর্মে নোটিশ জারি করেছিল রাজস্থান হাইকোর্ট। শুক্রবার বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর অনার সম্বোধনে আপত্তি জানালেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সোনিয়া গোকানি (Sonia Gokani)। মাত্র ৯ দিনের জন্য গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই কদিনের মেয়াদেই বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ প্রথা বাতিলের পক্ষে সওয়াল করলেন তিনি।

    রাজস্থান হাইকোর্ট…

    চার বছর আগে রাজস্থান হাইকোর্ট একটি নোটিশ জারি করে জানিয়েছিল, বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর অনারের বদলে স্যর সম্বোধন করতে হবে। এদিন একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সোনিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে। ওই সময় এক আইনজীবী বেঞ্চের এক বিচারপতি সন্দীপ এন ভট্টকে মাই লর্ড বলে সম্বোধন করেন। তখনই সোনিয়া বলেন, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে মাই লর্ড বা ইয়োর অনার বলার কোনও প্রয়োজন নেই। স্যর বলাই যথেষ্ট।

    আরও পড়ুুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক

    বিচারপতিদের সম্মান জানানোটা জরুরি হলেও, তাঁদের মাই লর্ড বা ইয়োর অনার বলে সম্বোধন করাটা বাধ্যতামূলক নয়। ২০১৪ সালেই সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলার শুনানিতে একথা জানিয়েছিলেন বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। প্রসঙ্গত, সোনিয়া ছিলেন গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) প্রথম মহিলা বিচারপতি। ৯ দিনের মেয়াদ শেষে শনিবারই অবসর নেন তিনি। ১৯৯৫ সালের জুলাই মাসে জেলা জজ হিসেবে কার্যভার গ্রহণ করেন সোনিয়া। ২০১১ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে গুজরাট হাইকোর্টে যোগ দেন তিনি। ৯ দিন আগে তাঁকে দেওয়া হয় প্রধান বিচারপতির পদ।

    এদিন সোনিয়া বলেন, স্যর বলাই উচিত। মাই লর্ড কিংবা ইয়োর অনার বলার চেয়ে এটা বলাই ঠিক হবে। এটা লিঙ্গ-নিরপেক্ষও হবে। এদিন তিনি মনে করিয়ে দেন পুরনো একটি ঘটনার কথা। বিচারপতিদের কীভাবে সম্বোধন করা হবে তা নিয়ে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে একটি আলোচনা চক্র হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইয়োর লর্ড বলাটা সামন্তবাদী ধারণা। তখনই প্রাক্তন প্রধান বিচারপতি এস জে মুখোপাধ্যায় বলেন, অধিকাংশ আইনজীবীই ইতিমধ্যেই স্যর বলতে শুরু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৩ কোন রাশির কেমন যাবে চলতি সপ্তাহ

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৩ কোন রাশির কেমন যাবে চলতি সপ্তাহ

    মেষ রাশিফল 

    এই সময়ে, আপনি আপনার জীবনধারা উন্নত করতে ক্রমাগত পরিবর্তন করবেন। এর জন্য, আপনি আরও ভাল স্বাস্থ্য জীবনের জন্য প্রতিদিন যোগ.ব্যায়াম করার, সিদ্ধান্ত নিতে পারেন, নিজেকে আপনার কমফোর্ট জোনের বাইরে নিয়ে যেতে পারেন। এই সময়ে আপনার নিজের উপর অতিরিক্ত কাজের চাপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি একাদশ ভাবে অবস্থান করছে, এর প্রভাবের কারণে, আপনি এই সপ্তাহে আর্থিক জীবনে ভাগ্য পাবেন, তবে এই সময়ের মধ্যে যদি আপনাকে কোনও বিনিয়োগ করতে হয় তবে প্রথমে তথ্যগুলি মূল্যায়ন করুন এবং তবেই বিনিয়োগ করুন। অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। এই সপ্তাহে বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনায় আগ্রহ কম থাকবে। যার কারণে তারা তাদের বেশি সময় টিভি দেখে কাটাতে পারে এবং এর ফলে তাদের সাথে বিবাদের পাশাপাশি হতাশাও হতে পারে। যাইহোক, এই সময়ে এমন কিছু এড়িয়ে চলুন, যা শিশুদের মনে আপনার প্রতি ঘৃণা তৈরি করবে। এ জন্য তাদের সঙ্গে সময় কাটানো ভালো হবে, তাদের বোঝানোর চেষ্টা করুন। যদি আগে আপনি আপনার কর্মজীবনে কিছু হতাশা থেকে থাকেন, তবে এই সপ্তাহে জিনিসগুলি আরও ভাল হতে শুরু করবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে। যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতেও সফলতা পাবেন। বুধ আপনার চন্দ্র রাশির একাদশ ভাবে বিরাজ করছে, যার প্রভাবে এই সপ্তাহের সময়কাল আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে। কিন্তু তা সত্ত্বেও, আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এতটাই সীমাবদ্ধ করবেন যে এমনকি কিছু ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াও আপনার কাছে বিশাল কাজ বলে মনে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আপনার শিক্ষার দিকে আপনার মনোযোগ রাখার চেষ্টা করা আপনার পক্ষে ভাল হবে।

    বৃষভ রাশিফল 

    আপনার চন্দ্র রাশিতে, রাহু, অশুভ গ্রহ রাহু, দ্বাদশ ভাবে বিরাজ করছে, এই সপ্তাহে আপনি মানসিক শান্তির অভাব অনুভব করবেন, যার কারণে আপনার মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যাবে। এসময় মানসিক প্রশান্তি লাভের জন্য নিজেকে আরও দুশ্চিন্তা না করে, ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণ করে নিজের বিশ্বাস অনুযায়ী যতটা সম্ভব দাতব্য কাজে অংশ নিন। কারণ এতে শুধু সমাজে আপনার মর্যাদাই বাড়বে না, আপনি মানসিক চাপ থেকেও নিজেকে অনেকাংশে দূরে রাখতে পারবেন। আপনার হাস্যরসের অনুভূতি সামাজিক সমাবেশে আপনার জনপ্রিয়তা যোগ করবে। যার কারণে সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনি আপনার প্রতি অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। শনি আপনার চন্দ্র রাশিতে দশম ভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনি পেশার দিক থেকে চমৎকার ফলাফল পেতে পারেন কারণ আপনি আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের শক্তিতে প্রতিটি কূটনৈতিক কৌশল অনুপ্রবেশ করে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। বৃদ্ধির সাথে সাথে বেতন বৃদ্ধি পেতেও সফল হবেন। শিক্ষার্থীরা এই সপ্তাহে বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট বোধ করবে, যার কারণে তারা একই বিষয়ে চিন্তা করে তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার আবেগ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে।

    মিথুন রাশিফল 

    এই সপ্তাহে, আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্কতা দেখা যাবে। যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে। তাই আপনার জীবনধারা ঠিক রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরণের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য শুরু থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দশম ভাবে বিরাজ করছে, এর প্রভাবে আপনি এই সপ্তাহে আপনার পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যা পারিবারিক শান্তির পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধিতেও সাহায্য করবে। এর সাথে সাথে আপনার বাবা-মাকেও আপনার স্বভাবে খুশি দেখা যাবে। আপনি যদি আপনার কর্মজীবনে আরও ভাল করতে চান তবে আপনাকে এই সপ্তাহে আপনার কাজে আধুনিকতা এবং নতুনত্ব আনার চেষ্টা করতে হবে। এর সাথে, আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে নতুন প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার সাথে আপডেট থাকলে যে কোনও কাজ করা আপনার পক্ষে ভাল হবে। বুধ আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহের শুরুটা ছাত্রদের জন্য খুব ভালো হবে এবং তারপর শেষ পর্যন্ত আপনি স্বাভাবিকের থেকে অনেক ভালো পারফর্ম করতে পারবেন। যাইহোক, এর পরে কিছু ঘরোয়া সমস্যার কারণে আপনাকে ছোটখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তাই পড়াশুনা, স্বাস্থ্য পরিচর্যায় একাগ্রতা ও আগ্রহ বজায় রাখুন এবং যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

    কর্কট রাশিফল 

    এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যার কারণে আপনার কিছু সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে, সবসময়ের মতো, ঘরে বসেই প্রতিটি রোগের চিকিত্সা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঘরোয়া প্রতিকার গ্রহণ করে সময় নষ্ট করবেন না। অন্যথায়, সঠিক চিকিত্সা পেতে দেরি হওয়ার কারণে আপনার সমস্যা বাড়তে পারে। আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বৃহস্পতি বিরাজ করছে, যার প্রভাবে এই সপ্তাহে লোকেরা আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা লক্ষ্য করবে এবং এর কারণে আপনি কিছু আর্থিক সুবিধা পাবেন।সম্ভাবনা থাকবে। যাইহোক, এই সময়ে আপনার জীবন সঙ্গী আপনাকে আর্থিক সাহায্যের মাধ্যমে যে কোনও সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এমন সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনাকে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে। এই জন্য, আপনি যদি সমস্যায় পড়েন, তবে অন্যরা সাহায্যের হাত বাড়ালে তাদের কাছ থেকে কোনও অলৌকিক ঘটনা আশা করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে অন্যরা আপনার সাথে দাঁড়িয়ে আছে তাদের কারণে আপনি সমস্যায় পড়েননি। শনি আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বিরাজ করছে, যার কারণে কর্মক্ষেত্রে এই সপ্তাহে সবকিছু আপনার বিরুদ্ধে যাবে, যার কারণে আপনার উর্ধ্বতন এমনকি আপনার বস আপনার উপর রাগান্বিত হতে পারে। এটি আপনার মনোবলকে দুর্বল করবে এবং আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার বিষয়ে বিভ্রান্ত হতে পারেন। এই সপ্তাহে, শিক্ষার্থীরা তাদের মনকে পড়ালেখায় নিমগ্ন দেখতে পাবে, যার প্রধান কারণ পরিবারে কিছু অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যখনই সময় পান, সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশোনা করুন।

    সিংহ রাশিফল 

    এই সপ্তাহ জুড়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে, তবে এই সময় কোনও ধরণের ভ্রমণ এড়িয়ে চলুন। কারণ এই মুহূর্তে ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর এবং চাপের হতে পারে। আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে বৃহস্পতি বিরাজ করছে, তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন, তবে এই অর্থ খুব অল্প সময়ের জন্য প্রাপ্ত হবে। তাই বিশেষ করে যারা কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের এই সময়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার আগে হাজারবার ভাবতে হবে। অন্যথায় আপনি অর্থ হারাতে পারেন। এই সপ্তাহে, আপনাকে পরিবারে কোনও ধরণের বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। কারণ তা না করলে অন্যের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই কারও সঙ্গে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। এই সপ্তাহে, আপনি সমস্ত কাজ ছেড়ে দিয়ে সেই কাজগুলি করতে চান যা আপনি ছোটবেলায় করতেন। এই কাজগুলি আপনার যে কোনও গোপন শিল্প যেমন নাচ, গান, অঙ্কন ইত্যাদির সাথে সম্পর্কিত হতে পারে। যাইহোক, এর কারণে, আপনাকে আপনার ক্যারিয়ার এবং এর লক্ষ্যগুলিও মাথায় রাখতে হবে। বাড়িতে অবাঞ্ছিত অতিথির আগমনের কারণে শিক্ষার্থীদের পুরো সপ্তাহটাই বৃথা কাটবে বলে আশা করা হচ্ছে। এসময় সম্ভব হলে বন্ধুর বাড়িতে গিয়ে পড়ালেখা করুন, না হলে আসন্ন পরীক্ষায় এর খেসারত আপনাকেই বহন করতে হবে।

    কন্যা রাশিফল 

    আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি সপ্তম ভাবে বিরাজ করছে, তাই নিজেকে সুস্থ রাখতে এই সপ্তাহে আপনাকে খেলাধুলা এবং কিছু বাইরের কার্যকলাপে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে। কারণ এই কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ আপনাকে আপনার হারানো শক্তিকে পুনরায় সংগঠিত করতে এবং আগামী সময়ে একটি বড় কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। শনি আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে উপস্থিত, যার প্রভাবে আপনাকে এই সপ্তাহে জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোনিবেশ করতে হবে। কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভাল সমন্বয় তৈরি করছে। এইরকম পরিস্থিতিতে, এই সুযোগগুলি আপনার হাত থেকে পিছলে যেতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সদ্ব্যবহার করুন। এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে চাঙ্গা করতে বিশেষ সাফল্য পাবেন। এছাড়াও, এই সময়টি দীর্ঘকাল ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থালী কাজের জন্য একটি ভাল সপ্তাহ প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে এই পুরো সপ্তাহে, আপনাকে বিপরীত লিঙ্গের যে কোনও ব্যক্তির সামনে আপনার হৃদয় স্থাপন করা এড়াতে হবে। তা না হলে আপনার মানহানির পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন কিছু করবেন না যাতে আপনি পরে অনুতপ্ত হন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সপ্তাহে তাদের ভাগ্যের চেয়ে তাদের কঠোর পরিশ্রমকে বিশ্বাস করতে হবে। কারণ তুমিও খুব ভালো করেই বোঝো যে, ভাগ্য সব সময় তোমার সাথে থাকে না, কিন্তু তোমার শিক্ষা মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকে। তাই শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে, আপনি সময় নষ্ট ছাড়া আর কিছুই করতে পারবেন না। এসময় অতীত ভুলে আজ থেকেই নিজের পরিশ্রমকে গতি দিয়ে এগিয়ে যান।

    তুলা রাশিফল 

    এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনার অসুখের আসল মূল হতে পারে সেই শারীরিক এবং মানসিক অসুস্থতা যা আপনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এমন পরিস্থিতিতে এগুলো এড়িয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে, আপনার আর্থিক দিককে মজবুত করতে, আপনার কিছু বিশ্বস্ত লোকের পরামর্শ নেওয়া উচিত। যেহেতু আপনার পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে, তাই অন্যদের অভিজ্ঞতা থেকে শেখার সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সামগ্রিকভাবে, আপনার রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের থেকে ভালো যাবে। রাহু আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে বিরাজ করছে, তাই এই সময়ে আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে ক্রমাগত তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই সপ্তাহে, আপনি আপনার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন, এতে আপনি সাফল্যও পাবেন। এই সময়ে, একটি পুরানো পারিবারিক অ্যালবাম বা একটি পুরানো ছবি, আপনার এবং পরিবারের পুরানো স্মৃতিগুলিকে সতেজ করবে এবং সেই প্রেক্ষাপটে আপনি পুরানো স্মৃতি মনে রাখবেন। এই সপ্তাহে, কর্মক্ষেত্রে আপনার অতীতের কিছু কাজের কারণে, আপনি আপনার উর্ধ্বতন এবং বস দ্বারা তিরস্কার করতে পারেন। কারণ সেই কাজে আপনার কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আপনাকে তাদের সমালোচনার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে, পূর্ণ নিষ্ঠার সাথে সঠিকভাবে প্রতিটি কাজ সম্পন্ন করাই আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে। এই সপ্তাহে, অনেক শিক্ষার্থী পরীক্ষায় তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না, যার কারণে তাদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে জীবনে জয়-পরাজয় আছে তা বুঝে নিজেকে শান্ত করতে হবে। এটা বুঝুন এবং আবার আপনার কঠোর পরিশ্রম শুরু করুন। 

    বৃশ্চিক রাশিফল

    আপনার চন্দ্র রাশি অনুসারে, বৃহস্পতি পঞ্চম ভাবে বিরাজ করছে, এর প্রভাবে এই সপ্তাহ পর্যন্ত আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে। কারণ অনেক গ্রহের শুভ দিক আপনার স্বাস্থ্যকে শক্তি জোগাবে এবং একই সাথে আপনাকে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। তাই এই সপ্তাহে আপনি খুশি থাকতে পারবেন। আপনি এই সপ্তাহে আর্থিক সুবিধা পাবেন, তবে অর্থ যত দ্রুত আপনার কাছে আসবে, আপনি তা ব্যয় করতে তত বেশি আগ্রহী হবেন। এইরকম পরিস্থিতিতে, ভবিষ্যতে আসতে পারে এমন সমস্ত ঝুঁকির যত্ন নিয়ে আপনার সম্পদ সঞ্চয় করার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া বা সিনেমা দেখা এই সপ্তাহে আপনাকে নিশ্চিন্ত এবং ভাল আত্মায় রাখবে। এছাড়াও, এই সপ্তাহটি আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভাল হতে চলেছে। শনি আপনার চন্দ্র রাশিতে দশম ভাবে বিরাজ করছে, এর প্রভাবে এই সপ্তাহে আপনার পদোন্নতির ক্ষেত্রে অনেক বড় সুযোগ আসতে চলেছে। তবে, সঠিক চিন্তাভাবনা করে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। কারণ এটা সম্ভব যে আপনি আবেগের বশে যতটা লাভের অধিকারী, ততটা লাভ করতে পারবেন না। এই সপ্তাহে, আপনি শিক্ষা ক্ষেত্রে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রমের সেরা ফলাফল পাবেন। এছাড়াও, আপনি যদি উচ্চ শিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তবে এই সময়টি তার জন্য বিশেষভাবে ভাল হবে। কারণ আপনি ভালো ফল পাবেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের এই সময়ে একটু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

    ধনু রাশিফল 

    আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি তৃতীয় ভাবে বিরাজ করছে, এর প্রভাবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য আপনার হাতে থাকবে। অতএব, আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য, এই সময়ে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার এড়িয়ে চলুন। শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করাও এই সময়ে আপনার জন্য অনেক ভাল হতে চলেছে। এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে, তত দ্রুত টাকা আপনার মুঠি থেকে সহজেই পিছলে যেতে দেখা যাবে। যাইহোক, তা সত্ত্বেও, ভাগ্যের সাহায্যে আপনাকে এই পুরো সময়কালে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না। ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে কোনো দুঃখজনক খবর পেতে পারেন। এই কারণে, আপনি এবং আপনার বাবা-মা কিছুটা নার্ভাসনেস অনুভব করতে পারেন। এমন পরিস্থিতিতে, প্রতিটি পরিস্থিতির জন্য শুরু থেকেই নিজেকে প্রস্তুত করুন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে আপনার মতভেদ থাকবে, যা ধীরে ধীরে বাড়তে পারে। এতে আপনার ভাবমূর্তি এবং অবস্থানের অবনতি ঘটবে, যা আপনার ক্যারিয়ারে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। বুধ আপনার চন্দ্র রাশিতে তৃতীয় ভাবে অবস্থান করছে এবং আপনার সাপ্তাহিক রাশিফল ​​অনুসারে এই সময় শিক্ষার্থীদের জীবনে অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে এই সময়টি তার জন্য সেরা হতে চলেছে। কারণ এই সময়ে আপনার রাশিতে অনেক গ্রহের আশীর্বাদ থাকবে, যার কারণে আপনি ভাল সাফল্য পাবেন। 

    মকর রাশিফল 

    শনি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে রয়েছে, এর প্রভাবের কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্থ হবে, যার কারণে প্রচুর ভ্রমণ আপনার প্রকৃতিতে কিছুটা বিরক্তি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভ্রমণ থেকে বিরত থাকুন। মঙ্গল আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে অবস্থান করছে এবং আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এমন একজনকে বিশ্বাস করবেন না যে অতীতে আপনাকে প্রতারণা করেছে। এছাড়াও, যতটা সম্ভব, আপনার অর্থের লেনদেনের বিষয়ে আগের চেয়ে আরও সতর্ক থাকুন। এই সপ্তাহে, আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারে সম্প্রীতি স্থাপন করতে সক্ষম হবেন। এতে সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। এটি আপনার পরিবারের সামাজিক অবস্থানকেও মজবুত করবে এবং আপনি সদস্যদের মধ্যে সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন। রাহু আপনার চন্দ্র রাশিতে তৃতীয় ভাবে বিরাজ করছে, এর প্রভাবে আপনাকে এই সপ্তাহে কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হবে, যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন। কিন্তু এই ট্রিপে যাওয়ার সময় আপনার সমস্ত কাগজপত্র এবং লাগেজ ঠিকমতো চেক করে নিন, অন্যথায় আপনাকে কোনো অজানা জায়গায় গিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। এই সপ্তাহে আপনার গুরুদের জ্ঞানের সঠিক ব্যবহার করে, তাদের সাহায্য ও সহযোগিতা নিতে দ্বিধা করবেন না। কারণ এই সময় তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা আপনাকে বিষয়গুলি বুঝতে সাহায্য করবে, যাতে আপনি ভবিষ্যতের প্রতিটি পরীক্ষায় আরও ভাল পারফরম্যান্স দিতে সক্ষম হবেন। 

    কুম্ভ রাশিফল 

    যাদের মদ্যপান ও ধূমপানের বদ অভ্যাস আছে, তারা কোনো প্রবীণের পরামর্শে তাদের বদঅভ্যাস ত্যাগ করার চেষ্টা করবেন। এর জন্য, আপনার কোম্পানিতেও সঠিক পরিবর্তন আনুন এবং শুধুমাত্র সেই লোকদের সাথে বসুন যারা আপনাকে এই খারাপ অভ্যাস ত্যাগ করতে সাহায্য করতে চান। আপনার চন্দ্র রাশি অনুসারে, শনি প্রথম ভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনার আর্থিক জীবনের অবস্থা ভাল বলা যাবে না, এই পুরো সপ্তাহে আপনাকে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও, আপনি এই সময় সংরক্ষণ করতে অক্ষম হবেন, যার কারণে মানসিক চাপ বাড়বে। পরিবারের সদস্যদের সাথে, আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। এই সময়ে আপনি আপনার পিতামাতার কাছ থেকে পুরানো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনি কিছুটা অলস বা শিকার-জটিলতার শিকার বোধ করতে পারেন, তবে তা সত্ত্বেও, আপনি আপনার সমস্ত কিছুর জন্য প্রশংসা পেতে আগ্রহী হবেন। যার কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পেতে সক্ষম হবেন। গান শোনা বা নাচ অনেক ধরনের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি ওষুধ। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে ভালো গান শোনা বা নাচ সপ্তাহের মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে।

    মীন রাশিফল 

    এই সপ্তাহে কোনও কারণে, আপনাকে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে। এই যাত্রা আপনার জন্য খুবই ক্লান্তিকর প্রমাণিত হবে। এমন পরিস্থিতিতে, যদি সম্ভব হয়, আপনার জন্য এই যাত্রাগুলি পরে পর্যন্ত স্থগিত করা ভাল হবে। শনি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং এই সপ্তাহে যোগ তৈরি হচ্ছে, তাই আপনার কাছের কেউ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারে। সেজন্য এই মূহুর্তে এমন প্রত্যেক ব্যক্তিকে উপেক্ষা করাই আপনার জন্য ভালো হবে। অন্যথায় আপনি আপনার টাকা ফেরত নাও পেতে পারেন, যার কারণে আপনাকে পরে অনুতপ্ত হতে হবে। পরিবারের বড়দের সাথে, এই ধরনের বিতর্কিত বিষয়ে তর্ক করা এড়িয়ে চলুন যা আপনার এবং প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই এখন এগুলো সমাধান না করে তাদের থেকে দূরে থাকাই আপনার স্বার্থে হবে। এই সপ্তাহে, আপনি অফিসে এমন একটি প্রকল্প পেতে পারেন, যা আপনি আগে চেয়েছিলেন। তাই এখন এর দায়িত্ব পেয়ে, এই সময়ে আপনার মন খুশি দেখাবে, যার উজ্জ্বলতা আপনার মুখের উজ্জ্বলতা বাড়াতে কাজ করবে। এমতাবস্থায়, এই ভাল সময়টি বেঁচে থাকার সময়, সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে বুধ বিরাজ করছে, এর প্রভাবে এই সপ্তাহে অনেক ছাত্র-ছাত্রী তাদের কর্মজীবনের ব্যাপারে পরিবারের সদস্য এবং আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপে থাকবে। যার কারণে তারা পড়ালেখায় মন দিতে পারবে না। এমতাবস্থায়, আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারের পছন্দটি যদি আপনিই করতে চান তবে আপনার কোনও ধরণের চাপে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সেজন্য আপনি নিজেই বিষয়টি বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসে এ বিষয়ে কথা বলুন। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • DRDO: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক

    DRDO: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ডিআরডিও (DRDO) অফিসারের বিরুদ্ধে উঠল গুপ্তচরবৃত্তির অভিযোগ। পাক রমণীর সঙ্গে সম্পর্কস্থাপনের অভিযোগও উঠেছে। গ্রেফতার করা হয়েছে ডিআরডিও’র সেই সিনিয়র টেকনিক্যাল অফিসারকে। জানা গিয়েছে, গত একবছর ধরে এক পাকিস্তানি মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। মধুচক্রের ফাঁদে পড়ে শত্রুদেশের ওই মহিলাকে নিজের নগ্ন ছবি-ভিডিয়ো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য, সব পাঠিয়েছেন তিনি। শনিবার বালাসোর পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। আইজি (ইস্টার্ন রেঞ্জ) হিমাংসু লাল জানিয়েছেন, ওই টেকনিক্যাল অফিসার বালাসোর জেলার চাঁদিপুরে ডিআরডিওর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে নিযুক্ত ছিলেন। বছর খানেক আগে ওই পাকিস্তানি মহিলার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। অল্প দিনেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

     

    কী জানা গেল? 

    পুলিশের তরফে (DRDO) জানানো হয়েছে, গ্রেফতার হওয়া অফিসার অশ্লীল ছবি ও ভিডিওর বিনিময়ে পাকিস্তানি মহিলা এজেন্টের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য শেয়ার করেছিলেন। জানা গিয়েছে, মধুচক্রটি অপারেট হত রাওয়ালপিন্ডি থেকে। সেখান থেকেই এ দেশের বিভিন্ন সরকারি আধিকারিক, বিশেষ করে যারা দেশের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের টার্গেট করা হয়। 

    পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গোপন তথ্য পাওয়ার জন্য এ দেশের প্রকৌশলী ও সুরক্ষা ব্যবস্থার আধিকারিকদের গুপ্তচর হিসেবে কাজে লাগানোর জন্য এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে। এই কাজে ব্যবহার করা হচ্ছে সুন্দরী তরুণীদের। উল্লেখ্য, এটি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে তথ্য ফাঁসের প্রথম ঘটনা নয়। অতীতেও একই অভিযোগে বেশ কয়েকজন অফিসার গ্রেফতার হয়েছেন।

    আরও পড়ুন: সংখ্যালঘু ভোটও পাবে বিজেপি! সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে, দাবি শুভেন্দুর  

    গ্রেফতার হওয়া আধিকারিকের নাম (DRDO) বাবুরাম। ডিআরডিও আধিকারিকরা জানাচ্ছেন, আইটিআর-এ প্রায় সমস্ত মিসাইল পরীক্ষার সময়ই উপস্থিত ছিলেন বাবুরাম। তাছাড়া ডিআরডিও কর্মী এবং বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও ছিল তাঁর উপর। মিসাইল উৎক্ষেপণে অতি স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্যও থাকত বাবুরামের কাছেই। সেই বাবুরামই এবার পুলিশের হেফাজতে। অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে ওই মহিলা পাক চরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাবুরামের। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন। ডিআরডিও-র গোপন তথ্য কতখানি পাকিস্তানের কাছে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

      

LinkedIn
Share