Author: user

  •  Visva Bharati: দু’বছর পর ফের বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, আসছেন রাজনাথ সিং

     Visva Bharati: দু’বছর পর ফের বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, আসছেন রাজনাথ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার কারণে বন্ধ ছিল বিশ্বভারতীর সমাবর্তন (Visva Bharati)। দু’বছর পর ফের তা শুরু হচ্ছে। শুরু হয়ে গেল প্রস্তুতি। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনে অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন সকাল ৯টায় প্রথা মেনে আম্রকুঞ্জের জহর বেদিতে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হবে বলে জানা গেছে। ২৩ ফেব্রুয়ারি বীরভূমের রাঙামাটিতে পা রাখবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। লিপিকা প্রেক্ষাগৃহে তাঁর সামনে পরিবেশিত হবে ভানুসিংহের পদাবলী।

    আরও পড়ুন: ‘‘অপেক্ষা করুন, কাকুর ভাইপো, তাঁর পিসির নামও চলে আসবে’’! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    সমাবর্তনের দিন কী হয় বিশ্বভারতীতে 

     এদিন ছাত্রছাত্রীরা আচার্যের কাছ থেকে ছাতিম পাতা ও শংসাপত্র এবং দীক্ষান্ত ভাষণের মধ্যে দিয়ে বিশ্বভারতী থেকে শিক্ষালাভের অধ্যায় সমাপ্ত করেন। বিশ্বভারতীর আচার্য দেশের প্রধানমন্ত্রী। আচার্যের কাছ থেকে ছাতিম পাতা গ্রহণ করেন পড়ুয়ারা, এই রীতিই চলে আসছে। কিন্তু ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এই রীতিতে ছেদ পড়েছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সময় থেকে। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্র মোদি। শেষবার শান্তিনিকেতনে আচার্য হিসেব মোদি এসেছিলেন ২০১৮ সালের ২৫ মে ।

    প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পড়ুয়াদের একাংশের ধারাবাহিক আন্দোলনের কারণে গত ডিসেম্বরে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল। গত ১১ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। তবে এবার সমাবর্তন উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সংগীত ভবনের ছাত্রছাত্রীর মহড়া দিচ্ছেন, জহরবেদী প্রাঙ্গণে চলছে মঙ্গল আলপনা আঁকার কাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    ১৮ বছর ধরে আটকে রয়েছে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    ২০০৫-২০০৬ নাগাদ রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব, সেসময় বীরভূম জেলাকেন্দ্রিক ১২২ কিলোমিটার নতুন লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্পের মোট বাজেট ধরা হয় ১৪০২ কোটি টাকা। ঠিক হয় এই প্রকল্পের মাধ্যমে জোড়া হবে চিনপাই-সাঁইথিয়া (৩১ কিমি), চৌরিগাছা-সাঁইথিয়া ভায়া কান্দি (৫৬ কিমি) এবং প্রান্তিক-সিউড়ি (৩৪ কিমি)।  গত ১৮ বছর ধরে একমাত্র সম্পন্ন হয়েছে চিনপাই-সাঁইথিয়া প্রকল্পটি। বাকি প্রকল্পগুলি আপাতত বিশ বাঁও জলে! রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর বোলপুর, এখানকার বিশ্বভারতীর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রী গবেষকদের ভিড় সারাবছর ধরেই থাকে বোলপুরে। অন্যদিকে সিউড়ি হল জেলার সদর শহর। জেলার এই দুই গুরুত্বপূর্ণ শহরকে রেল মানচিত্রে জোড়ার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের জমিনীতির কারনে তা আজ ঠাণ্ডা ঘরে।

    কী বলছেন এলাকার বাসিন্দারা

    সিউড়ি শহরের বাসিন্দা সুব্রত সরকার বলেন, রাজ্য সরকার জমি দিতে পারছেনা বলেই আটকে রয়েছে সিউড়ি থেকে প্রান্তিক অবধি রেলপথ সম্প্রসারণের কাজ। বীরভূমের সদর শহর সিউড়ি হোক বা বোলপুর, প্রশাসনিক বৈঠক সহ যেকোনও সরকারি অনুষ্ঠানে এই দুই শহরে হাজির থাকেন জেলার দুই সাংসদ , অথচ দুই শহরকে রেল মানচিত্রে জোড়ার কথা কখনও তাঁরা সংসদে দাঁড়িয়ে বলেননি। একমাত্র ব্যতিক্রমি হলেন, সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি থেকে শিয়ালদহ অবধি নতুন ট্রেন চালু তিনিই করেছেন, রেলমন্ত্রীকে বলে। তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সিউড়ি-প্রান্তিক প্রকল্প বাস্তবায়িত হয় কিন্তু আসল জট তো জমিতে, অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের।

    জটে জমি আটকে রেল (পর্ব-১০): আপাতত ঠাণ্ডা ঘরে আরামবাগ-বোয়াইচণ্ডী রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Walking: প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পা হাঁটলে দীর্ঘজীবন পাওয়া যায় বলছে সমীক্ষা  

    Walking: প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার পা হাঁটলে দীর্ঘজীবন পাওয়া যায় বলছে সমীক্ষা  

    মাধ্যম নিউজ ডেস্ক: জাপানের একটি সমীক্ষা অনুযায়ী, প্রতিদিন গড়ে ৫,০০০ থেকে ৭,০০০ পা  যাঁরা হাটেন (Walking) তাঁরা দীর্ঘজীবি হন। অর্থাৎ যত বেশি হাঁটবেন তত বেশি দুনিয়াটা দেখতে পাবেন। গবেষকরা বলছেন এর মানে হল প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটা। আমাদের রাজ্যের মানুষজন হয়তো জাপানের এই সমীক্ষার কথা জানেন না, কিন্তু নিয়ম করে রোজ সকালে বা সন্ধ্যার সময় হাঁটতে বের হন। বিকেল বা সকালের পার্কগুলি তাই ভিড়ে ঠাসা থাকে।  কথায় বলে হাঁটার (Walking) সমান কোন ওষুধ নেই। আপনি বিশ্বাস করুন বা নাই করুন! যে কোনও রোগের চিকিৎসার একটি সাধারণ ওষুধ হল নিয়মিতভাবে হাঁটা। যেকোনও বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে আপনি যান তাঁরা বলবেন, রোজ নিয়ম করে হাঁটুন। হাঁটা (Walking) এমন একটা সহজ শারীরিক অনুশীলন যেটার জন্য আপনাকে কোনও রকমের খরচ করতে হয় না।

    কীভাবে সমীক্ষা চালিয়েছিল ওই জাপানি সংস্থা

    ২০১৩ সালে গবেষকরা সমীক্ষা করেন এই বিষয়ে, জাপানের ৬৫ বছরের বেশি বয়সী মোট ৪,১৬৫ জনের উপর চালানো হয় এই সমীক্ষা। তাঁদের সবাইকে চারবছর ধরে পর্যবেক্ষনে রাখা হয়েছিল। এই সময়কালের মধ্যে ১১৩ জন মারা যান। সমীক্ষকরা বলছেন, প্রতিদিন ৫,০০০ পা এর বেশি যাঁরা হেঁটেছেন তাঁদের মৃত্যুর হার ২৩ শতাংশ কমে গেছে। আবার প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পা যাঁরা হাঁটেন (Walking) তাঁদের মধ্যে দীর্ঘায়ু হওয়ার প্রবণতা অনেক বেশি। আবার দেখা গেছে, ৭,০০০ পায়ের বেশি প্রতিদিন যাঁরা হাঁটেন (Walking) তাঁদের মৃত্যুর হার সবথেকে কম। মৃত্যুর কারন অবশ্য সমীক্ষার আওতার বাইরে ছিল। গবেষকরা বলছেন, যত বেশি  হাঁটবেন ততই আপনার শরীর নিরোগ থাকবে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এক নাগাড়ে ৩০টির বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে ১০০ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। 

    মার্ক জুকেরবার্কের মেটা অধিগৃহীত হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে হরেক রকমের ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এল। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য।

    আরও পড়ুন: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ 

    জানা গেছে, এক ক্লিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp)  ১০০টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর ৩০টির বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি ৩০-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে ১০০টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।

    আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন…

    কীভাবে ব্যবহার করবেন ফিচারটি

    ১. প্রথমে হোয়াটসঅ্যাপটি (WhatsApp) খুলুন আপনার মোবাইলে, এরপর গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটের অপশনে যান। যেখানে আপনি ছবি পাঠাতে চান।

    ২. পেপার ক্লিপের মতো দেখতে অ্যাটাচ আইকনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নীচের দিকে পাবেন এই অপশনটি। আপনার ফোনে থাকা ভিডিও এবং ছবি দেখা যাবে।

    ৩. এবার ছবি এবং ভিডিওগুলি সিলেক্ট করুন। যেগুলি আপনি পাঠাতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Turkey: সোমবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক  

    Turkey: সোমবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক  

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকদিনে ৪৭ হাজার মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে দেশটি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিপর্যস্ত এলাকাগুলির ঘরবাড়ি। উদ্ধারকাজ এখনও  শেষ হয়নি। এরমাঝেই আবারও ফিরে এল সেই চেনা আতঙ্ক। আবারও কেঁপে উঠল চারদিক।  হুড়মুড়িয়ে ভাঙল বাড়িঘর। শক্তিশালী ভূমিকম্প ফের জানান দিয়ে গেল বিপদ কাটেনি এখনও।

    আবার কখন কাঁপল তুরস্ক (Turkey)

    জানা গেছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ভূমিকম্প ঘটে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল তুরস্কের (Turkey) দক্ষিণের আন্তাকিয়া শহর। পড়শি দেশ সিরিয়া ছাড়াও, মিশর এবং লেবাননেও অনুভূত হয়েছে কম্পন। ভূতত্ত্ববিদরা বলছেন, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৪।

    সেখানকার স্থানীয় মেয়র কী বলছেন

    হাতায়ের মেয়র লুৎফু সাভাস বলেন, নতুন করে ভূমিকম্পে ফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন। সোমবার তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ৬০০-র বেশি। এর মধ্যে সামানদাগে এক জনের মৃত্যু হয়েছে।

    তুরস্কের (Turkey) স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন

    সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানান, “হাতায় এলাকায় এখনও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। তার মধ্যেই নতুন করে ফের ভূমিকম্প হয়েছে। অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।”
     
    দু’সপ্তাহ আগের ভয়াবহতার রেশ এখনও চলছে। ধ্বংসস্তূপে জমা হয়ে থাকা শহর ছেড়ে বর্তমানে সীমান্তের একটি পার্কে তাঁবু খাটিয়ে রয়েছেন কিছু মানুষ। তাঁদের মধ্যে থেকে একজন সোমবারের ভূমিকম্পের সময় পার্কেই ছিলেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন ‘‘মনে হচ্ছিল, পায়ের নীচের মাটি দু’ভাগ হয়ে যাচ্ছে, পৃথিবী বুঝি দু’ভাগ হয়ে গেল।’’
    এরকমই একটি সোমবারে ভোর সাড়ে ৪ টে নাগাদ দফায় দফায় দুলে ওঠে তুরস্ক-সিরিয়া। মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তার কোনও হিসেবই নেই। হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

  • Sonu Nigam: মুম্বইতে কনসার্ট চলাকালীন হামলা সোনু নিগমের উপর, অভিযুক্ত উদ্ভব ঘনিষ্ঠ বিধায়ক পুত্র

    Sonu Nigam: মুম্বইতে কনসার্ট চলাকালীন হামলা সোনু নিগমের উপর, অভিযুক্ত উদ্ভব ঘনিষ্ঠ বিধায়ক পুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুষ্ঠান চলাকালীন গায়ক সোনু নিগমের (Sonu Nigam) উপর আচমকাই হামলা চালাল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরে। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি উদ্ভব ঠাকরে ঘনিষ্ঠ বিধায়ক প্রকাশ ফাটেরপেকারের ছেলে ও ভাইপো বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

    কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

     প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চেম্বুরের ওই অঞ্চলে সোনু নিগমের এদিন গানের কনসার্ট চলছিল। তখনই সোনু নিগমের (Sonu Nigam)  ম্যানেজার সাইরার সঙ্গে ওই দুই অভিযুক্ত ব্যক্তি খারাপ ব্যবহার করতে শুরু করেন বলে অভিযোগ। নিজেরাই উঠে পড়েন মঞ্চে। সোনু নিগমকে (Sonu Nigam)  ধাক্কা দেওয়ার উদ্যোগ নিতেই তাঁর নিরাপত্তারক্ষী হাজির হয়ে যান। উত্তেজিত দুই ব্যক্তি এমন ভাবে নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন যে তিনি সিঁড়ি থেকে নীচে পড়ে যান। এখানেও থামেননি ওই দুই ব্যক্তি। সোনুর (Sonu Nigam)  কাছের বন্ধু গায়ক রব্বানি খানও ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয় না। রব্বানিকেও ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় রব্বানি ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

    কী বলছেন গায়ক

    সোনু নিগম (Sonu Nigam)  এদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কনসার্ট শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই মঞ্চ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটা ছেলে এসে আমাকে ধরে ফেলে। জোর করে আমার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তিনি। আমি বাধা দিই। ধাক্কাধাক্কিতে আমি সিঁড়িতে পড়ে যাই। আমায় বাঁচাতে এগিয়ে এসেছিস হরিপ্রকাশ এবং রব্বানি। হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরেই মুম্বইয়ের চেম্বুর পুলিস স্টেশনে স্বপ্নিল প্রকাশ ফাটারপেকারের নামে একটি এফআইআর দায়ের করেছেন সোনু নিগম (Sonu Nigam) । অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ (অন্যায়ভাবে সংযম), এবং ৩৩৭ (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করে আঘাত করা)-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।

    ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। উদ্ভব ঘনিষ্ঠ বিধায়কের ছেলে ও ভাইপো হামলা চালাতে গেল কেন? এটা কী পূর্বপরিকল্পিত? এ প্রশ্নও তুলছেন অনেকে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sri Ramakrishna: আজ রামকৃষ্ণদেবের জন্মতিথি, মহাসমারোহে নানা উৎসবে পালিত হচ্ছে দিনটি

    Sri Ramakrishna: আজ রামকৃষ্ণদেবের জন্মতিথি, মহাসমারোহে নানা উৎসবে পালিত হচ্ছে দিনটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার রামকৃষ্ণ পরমহংসদেবের (Sri Ramakrishna) ১৮৮-তম জন্মতিথি। ঠাকুরের ভক্তরা নিজ নিজ গৃহে পালন করছে এই দিনটি এছাড়াও বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, জন্মস্থান কামারপুকুর , কাশীপুর উদ্যানবাটি, সারদা মায়ের বাড়ি সহ বিশ্বের যেখানে রামকৃষ্ণ মিশনের মঠ রয়েছে সর্বত্র ভক্তি-নিষ্ঠায় পালিত হচ্ছে এই দিনটি।

    বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি

    বেলুড় মঠে ভোর সাড়ে চারটের সময় মূল মন্দিরে রামকৃষ্ণদেবের (Sri Ramakrishna) মূর্তির সামনে মঙ্গলারতি দিয়ে জন্মোৎসব পালনের সূচনা হয়। সেখানেই হয় বেদপাঠ ও স্তবগান।  এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ সারা মঠ ঘুরে কীর্তন করেন। তারপর হয় বিশেষ পুজো ও হোম।

    সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে রামকৃষ্ণ মিশন ও মঠগুলিতে। রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, বংশীবাদন, ভজন, যন্ত্র সংগীত, ধর্মসভা ইত্যাদির মধ্য দিয়ে চলবে অনুষ্ঠান। এরই মাঝে বেলা ১১টা থেকে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদও দেওয়া হবে। সব মিলিয়ে করোনা পরবর্তী কালে  বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের (Sri Ramakrishna) জন্মতিথি উৎসব।

    ঠাকুরের (Sri Ramakrishna) জন্মভিটেতেও মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি 

     রামকৃষ্ণ পরমহংসদেবের (Sri Ramakrishna) জন্মস্থান হুগলির গোঘাট থানার কামারপুকুর মঠে এই দিনটি পালিত হচ্ছে মহাসমারোহে। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে ঠাকুরের পূজাপাঠ শুরু হয়। সকালে একটি শোভাযাত্রাও বের করা হয়। তাতে অংশ নেন অসংখ্য রামকৃষ্ণ ভক্ত। সারাদিন ধরে চলবে নানান ভক্তিমূলক অনুষ্ঠান। এছাড়াও  প্রায় কয়েক হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তিনদিন ধরে চলবে নানান ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনগুলোতে অসংখ্য ভক্তরা ভিড়ে গমগম করে কামারপুকুর মঠ। স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্তের জেলা থেকে অসংখ্য মানুষ মঠ প্রাঙ্গণে হাজির হন। পাশাপাশি ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মঠের কাছেই একটি মাঠে আজ থেকে শুরু হয়েছে মেলা। ১৫ দিন ধরে চলবে এই মেলা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • International Mother Language Day: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জানেন ভাষা আন্দোলনের ইতিহাস?

    International Mother Language Day: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জানেন ভাষা আন্দোলনের ইতিহাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
    তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!

    সালটা ছিল ১৯৪৮। ওই বছরেরই ২৩ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের গণপরিষদে একটি সংশোধনী প্রস্তাব আনেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয় গঠিত হয় ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র। পাকিস্তানে সেসময়ে উর্দু ভাষায় যাবতীয় কাজ চালানো হত, তার সঙ্গে অবশ্যই ইংরেজিও ছিল কিন্তু পূর্ব পাকিস্তান যেখানে ১০০ শতাংশই বাঙালিদের বসবাস ছিল সেখানকার অধিবাসীদেরকেও সংসদে উর্দুর পাশাপাশি ইংরেজি ভাষায় বক্তব্য রাখতে হত এবং সরকারি কাজে এই দুটো ভাষাই ব্যবহার করতে হতো, স্বাভাবিকভাবে বাংলা ভাষা চেতনায় অথচ মনের ভাব প্রকাশের মাধ্যম উর্দু । ওই সংশোধনীতে ধীরেন্দ্রনাথ দত্ত বলেন যে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি সংসদে বাংলায় বক্তৃতা করতে দিতে হবে এবং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারও শুরু করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে সেই দাবি নস্যাৎ করে দেয় পাক প্রশাসন এবং জোর করে উর্দুকে চাপিয়ে রাখা হয় বাংলা ভাষার উপরে।

    কোন পরিস্থিতিতে শুরু হয় ভাষা আন্দোলন

    জানা যায়, তৎকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং মহম্মদ আলি জিন্নাহ  সেসময়কার পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ সফরে এসে নানা কটূক্তিও করতে থাকেন বাংলাভাষাকে নিয়ে। এই সমস্ত ঘটনাপ্রবাহ আগুনে ঘৃতাহুতি দেয়। এই পটভূমিকাই জন্ম দেয় ভাষা আন্দোলনের। ১৯৫২ সালে সেই আন্দোলনে চরম আকার নেয়। ভাষা আন্দোলনকে অপ্রতিরোধ্য করে তোলে দলে দলে ছাত্রদের উন্মুক্ত যোগদান। প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষার জন্য রাস্তায় নামতে থাকে। সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের অধিকারের দাবিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পথে নামে। ওই বছরেরই ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায়। 

    উর্দুর করাল গ্রাস থেকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এই আন্দোলন তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে দুপুর তিনটে নাগাদ গুলি চালায় তৎকালীন পাক-প্রশাসন, পুলিশের ছোঁড়া গুলিতে মারা যান বেশ কয়েকজন। অবশেষে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান। এবং ১৯৫৪ সালে পাকিস্তান গণপরিষদে সে দেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেও স্থান দেওয়া হয়।

    উর্দু ভাষার আগ্রাসন থেকে  বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই আন্দোলন, এই লড়াইকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। সারা বিশ্বব্যাপী তাই প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Dumdum: শহরতলির যাত্রীদের জন্য সুখবর! মেট্রো মানচিত্রে জুড়ছে দমদম ক্যান্টনমেন্ট 

    Dumdum: শহরতলির যাত্রীদের জন্য সুখবর! মেট্রো মানচিত্রে জুড়ছে দমদম ক্যান্টনমেন্ট 

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা শহরতলির রেলযাত্রীদের জন্য আবারও সুখবর। জানা গেছে, দমদম (Dumdum) ক্যান্টনমেন্ট স্টেশনে জুড়তে চলেছে ট্রেন ও মেট্রো পরিষেবা। এরফলে খুব সহজেই শহরতলির মানুষ অনেক কম সময়ে কলকাতায় পৌঁছতে পারবেন। রবিবার মেট্রোরেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন এই রেলপ্রকল্পের বিষয়ে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানবন্দর হয়ে নোয়াপাড়া-বারাসাত মেট্রো রুটটি দমদম (Dumdum)  ক্যান্টনমেন্ট স্টেশনের সঙ্গেও যুক্ত হবে।

    আরও পড়ুন: নবান্নের কড়া বার্তা উপেক্ষা করে অণ্ডাল ব্লক অফিসের কর্মচারীরা সামিল হলেন কর্মবিরতিতে

    কী বলছে মেট্রো কর্তৃপক্ষ
     

    মেট্রো কর্তৃপক্ষ বলছে, নোয়াপাড়া বারাসত ভায়া বিমানবন্দর, নতুন এই মেট্রো লাইনের নবনির্মিত স্টেশনটি ইতিমধ্যে তৈরি হয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই। এই লাইনে মেট্রো চলাচল শুরু হলে, বনগাঁ, বারাসত, বসিরহাট, টাকি, হাসনাবাদ এর মতো শহরতলি থেকে আসা মানুষ অনেক তাড়াতাড়ি ও কম সময়ে কলকাতা পৌঁছতে পারবেন। এছাড়াও হাওড়া, হুগলি, ব্যারাকপুরের যাত্রীরা নোয়াপাড়া থেকে দমদম (Dumdum)  ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবেন। এবং সেখান থেকে ট্রেনও ধরতে পারবেন। 

    আরও পড়ুন: ১৫ বছর পুরনো মামলায় গ্রেফতার সাগরদিঘির কংগ্রেস নেতা! এখন কেন? প্রশ্ন হাইকোর্টের

    শোনা যাচ্ছে, ২০৩৫ সালের মধ্যে এই লাইনে পরিষেবা শুরু হয়ে যাবে এবং প্রতিদিন গড়ে ৩৬ হাজার মানুষ দমদম (Dumdum)  ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে যাতায়াত করবেন। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭.০৪ কিমি রুটে শীঘ্রই পরিষেবা শুরু হতে পারে বলে আশা মেট্রোর। মেট্রো সূত্রে খবর নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অত্যাধুনিক যাত্রী সুবিধা রাখা হয়েছে। দমদম (Dumdum)  ক্যান্টনমেন্ট স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকবে। পর্যাপ্ত টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, প্রাথমিক চিকিৎসা কক্ষ, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। এই স্টেশনে ৬টি এসকেলেটর, ৩টি লিফট থাকবে। পাশাপাশি ৭টি সিঁড়িও থাকবে। ১৬টি এফসি গেটও বসানো হবে। থাকবে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • DA Protest: নবান্নের কড়া বার্তা উপেক্ষা করে অণ্ডাল ব্লক অফিসের কর্মচারীরা সামিল হলেন কর্মবিরতিতে

    DA Protest: নবান্নের কড়া বার্তা উপেক্ষা করে অণ্ডাল ব্লক অফিসের কর্মচারীরা সামিল হলেন কর্মবিরতিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বকেয়া ডিএ এর (DA Protest) দাবিতে, সোম-মঙ্গল কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। সোমবার অণ্ডাল ব্লক অফিসে বেশকয়েকজন কর্মচারি অ্যাটেনডেন্স-এ সই করেও কাজ করতে অস্বীকার করলেন, যা নিয়ে শোরগোল পড়ে যায় ব্লক অফিসের মধ্যেই। বিষয়টি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত গড়ায়। আগেই নবান্ন কড়া বার্তা দিয়েছিল। সার্কুলার জারি করে জানানো হয়েছিল, সোম ও মঙ্গলবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। কর্মবিরতিতে সামিল হলে চাকরি জীবন থেকে বাদ যাবে একদিন। করা হবে শোকজ। তা সত্ত্বেও অণ্ডাল ব্লক অফিসের একাংশ কর্মচারী কর্মবিরতিতে সামিল হলেন নবান্নের হুঁশিয়ারিকে উপেক্ষা করে।

    গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করলেন মন্ত্রীর কাছে

     জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিন ব্লক অফিসে আসেন ওই কর্মীরা এবং অ্যাটেনডেন্স-এ সইও করেন, কিন্তু পরে কাজ করতে অস্বীকার করেন, এরফলে বিভিন্ন প্রকল্পের কাজ আটকে যায়। রুপশ্রী প্রকল্প, কাস্ট সার্টিফিকেটের কাজে এসে ঘুরে যেতে হয় সাধারণ মানুষকে। বিডিও গোটা ঘটনায় নিশ্চুপ ছিলেন, অন্তত এমনটাই অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্ণী টুডুর। ব্লক অফিসের এই ঘটনায় লক্ষ্মী টুডু সঙ্গে সঙ্গে চিঠি করেন ভারপ্রাপ্ত পঞ্চায়েতমন্ত্রীকে। সেখানে তিনি লেখেন,” কর্মচারীদের একাংশের কর্মবিরতির কারণে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। সরকারি পরিষেবা নিতে এসে ফিরে যেতে হয় সাধারণ মানুষকে। গোটা ঘটনাটি বিডিওকে জানালে তিনি নিশ্চুপ থাকেন এবং পরোক্ষভাবে কর্মচারীদের এই কর্মবিরতিকে উৎসাহিত করতে থাকেন। কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীদের সঙ্গে বিডিও-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। 

    দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট রাজ্যের সরকারি কর্মচারীরা

    প্রসঙ্গত, রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট রয়েছে রাজ্য সরকারের উপর। তাঁদের ডিএ বৃদ্ধির আন্দোলনের দাবি হাইকোর্টের অবধি পৌঁছেছে, কলকাতার রাজপথে সরকারি কর্মচারীদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ঘুঁষি মারা অভিযোগও তোলে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। চলতি আর্থিক বর্ষে রাজ্য সরকারের পেশ করা বাজেটে দেখা যাচ্ছে মাত্র ৩ শতাংশ ডিএ (DA Protest) বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য যা অন্যান্য রাজ্যের সাপেক্ষে অনেক কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share