Author: user

  • ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাট জিপিটি (ChatGPT) নিয়ে বর্তমানে নেটপাড়ায় আগ্রহ তুঙ্গে। প্রতিটি ক্ষেত্রের মানুষই এটা নিয়ে আলোচনা করছে।  চ্যাট জিপিটি হল ঠিক রজনীকান্ত অভিনীত রোবট ছবির চিট্টি। চ্যাট জিপিটি (ChatGPT) কে আপনি যে প্রশ্নই করুন না কেন আপনাকে তৎক্ষণাৎ উত্তর লিখে দেবে। জানা গিয়েছে, বর্তমানে এই বিষয়ে কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বিশ্বের সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। 

    চ্যাট জিপিটির (ChatGPT) বিষয়ে খুঁটিনাটি তথ্য

    ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    চ্যাট জিপিটির (ChatGPT) ইতিহাস জানুন

    চ্যাট জিপিটি (ChatGPT) ২০১৫ সালে প্রথম শুরু হয়। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি, বর্তমানে ট্যুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে এটি শুরু করেছিলেন বলে জানা যায়। পরর্তীকালে ইলন মাস্ক এটি ছেড়ে দেন। এরপর বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। গত বছরের ৩০ নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয় চ্যাট জিপিটি। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত ২ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা।

    চ্যাট জিপিটি (ChatGPT) ব্যবহার করবেন কীভাবে

    এর ব্যবহার খুবই সহজ। প্রথমে আপনাকে মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট চালু করতে হবে এবং তারপর যেকোনও ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খোলার পরে Chat.openai.com ওয়েবসাইটে যেতে হবে। প্রথমবার ঢুকে সাইন আপ করে নিজের অ্যাকাউন্ট বানাতে হবে। পরবর্তী ক্ষেত্রে শুধু লগ ইন করতে হবে। এর ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

  • Asha Workers: আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর 

    Asha Workers: আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর 

    মাধ্যম নিউজ ডেস্ক: আশা কর্মীদের (Asha Workers) বিক্ষোভে উত্তাল সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মী (Asha Workers)  ইউনিয়ন মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু কয় আশাকর্মীদের। রাস্তায় শুয়ে পড়ে চলতে থাকে বিক্ষোভ, বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন মাধবী দাস নামে নদীয়ার একজন আশা কর্মী। জানা গিয়েছে, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে। 

    আশা কর্মীদের (Asha Workers)  অভিযোগ

    আশা কর্মীরা (Asha Workers)  এদিন অভিযোগ করেন, তাঁরা বঞ্চনার শিকার। অবিলম্বে তাঁদের পেনশন এবং পিএফ চালু করতে হবে। তাঁদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে দুর্নীতি করছে শাসক দল অথচ সেই ঘরের তালিকার ভেরিফিকেশন করতে পাঠানো হচ্ছে আশা কর্মীদের। রাজ্য জুড়ে হামলার শিকার হতে হচ্ছে তাঁদের। শাসক দলের দুর্নীতির খেসারত তাঁরা কেন দেবেন? এই প্রশ্নও তোলে এদিন আশা কর্মীরা। তাঁদের আরও দাবি, আশা কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে এবং কোনওভাবেই বিনা পারিশ্রমিকে কাজ করানো যাবেনা।

    বিক্ষোভে যোগ দেওয়া আশা কর্মীরা (Asha Workers) কী বললেন

    এক আশা কর্মী (Asha Workers)  বিক্ষোভ চলাকালীন বলেন, ‘আমাদের কাজ হল মা ও শিশুদের যত্ন নেওয়া। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার দায়িত্বও আমাদের দেওয়া হচ্ছে। এরসঙ্গে বিভিন্ন সরকারি কাজের সমীক্ষাও করতে হচ্ছে আমাদের। অথচ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’ 

    অন্য একজন আশা কর্মী (Asha Workers)  বলেন, এই বাজারে ওই সামান্য ক’টা টাকায় কোনওভাবে সংসার চলছেনা।

    প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্য ভবনের কাছেই অবস্থানে বসেছিলেন আশাকর্মীরা (Asha Workers) । সেই আন্দোলনে মাঝরাতে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে ধর্মতলা, শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদীরা খুন করল বিজেপি নেতাকে

    Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদীরা খুন করল বিজেপি নেতাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে (Chattisgarh) বিজেপি নেতাকে  বাড়ি থেকে টেনে বের করে নিয়ে খুন করল মাওবাদীরা। পরিবারের সদস্যদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন নীলকান্তবাবু, সেখান থেকে জোর করে টেনে নিয়ে এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।  এই ঘটনায় এখনও কাউকে আটক যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি একটি বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা নীলকান্ত বাবু। সেখানে হঠাৎই দুপুর তিনটে নাগাদ হাজির হয় তিন সশস্ত্র মাওবাদী। এরপর জোর করে বাড়ি থেকে টেনে বের করে পরিবারের সামনেই তাঁকে কোপানো হয়। নিহত নেতার স্ত্রী ললিতা দেবী জানিয়েছেন, বাড়ির সকলের সামনেই ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয় তাঁর স্বামীকে। 

    পুলিশ কী বলছে

    স্থানীয় থানা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ঘটে এই হত্যাকান্ড। সেখানকার এসিপি চন্দ্রকান্ত গাভার্না বলেন, “প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, এই কাজ মাওবাদীদেরই। যদিও এখনও খুনিদের গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।” পুলিশের মতে, দীর্ঘ পরিকল্পনার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জানা গিয়েছে, হত্যাকাণ্ডের সময় ১৫০ জন মাওবাদীর একটি দল গোটা গ্রাম ঘিরে রেখেছিল। সাধারণ পোশাকেই এসেছিল তারা।

    বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে কাজ করছিলেন নীলকান্ত বাবু

    জানা গিয়েছে, মৃত নীলকান্ত বাবু দীর্ঘদিনের বিজেপি কর্মী। উসুর মণ্ডলের বিজেপি সভাপতি হিসাবে ১৫ বছর ধরে কাজ করছেন তিনি। সেখানে মিশনারিদের ধর্মান্তকরণের বিরুদ্ধে সোচ্চারও হতেন তিনি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, বেশ কয়েকদিন ধরেই মাওবাদীরা হুমকি দিচ্ছিল নীলকান্ত বাবুকে। তাঁর আরও অভিযোগ, “সমান্তরাল ভাবে দ্বিতীয় একটি সরকার চালাচ্ছে এখানে মাওবাদীরা। বেছে বেছে বিজেপি নেতাদের খুন করা হচ্ছে, তবে এভাবে বিজেপিকে রোখা যাবেনা বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত নাগরিকদের উপর দমন পীড়নের অভিযোগ উঠল। বাসিন্দাদের দাবি তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করছে প্রশাসন। এই কারণে বারংবার বিক্ষোভও দেখা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। গিলগিট, বালুচিস্তানেরও (Gilgit Baltistan) একই অবস্থা বলে জানা গেছে। এই সমস্ত এলাকাগুলি শাসন করার কথা আজাদ কাশ্মীরের নিজস্ব একটি সংবিধান অনুসারে যেটি তৈরি হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সব কিছুতেই হস্তক্ষেপ করছে পাকিস্তান। এমনকি ছোট খাটো ইস্যুতেও। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তাদের মৌলিক অধিকার বলে কিছুই নেই। কোনও কিছুতে মুখ খোলা যাবেনা, তাহলেই নেমে আসবে পাক প্রশাসনের অত্যাচার। শুধু তাই নয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতগুলিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সবকিছুই নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। বিচারের ক্ষেত্রে স্থানীয় আদালতগুলি পাকিস্তানের সুপ্রিম কোর্টের অধীনেই কাজ করে। স্থানীয় পঞ্চায়েতগুলিতে ভোট হয়েছে শেষবারের মতো ১৯৯১ সালে। তারপর থেকে কোনও নির্বাচন হয়নি। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আটকে রয়েছে ভোট।  এই সময়ের মধ্যে অসংখ্য জাতি দাঙ্গাতেও বিধ্বস্ত হয়েছে পাকি অধীকৃত কাশ্মীর। জানা গিয়েছে, সংবিধানের ১৫ নং ধারায় পরিবর্তনের সময় ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয় সেখানে। ওই সংশোধনে উল্লিখিত ধারা থেকে স্টেট শব্দটি বাদ দিয়ে আজাদ জম্মু ও কাশ্মীর বসানো হয়। এরপর পরেই পাক অধীকৃত কাশ্মীরের সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নেয় পাকিস্তান। দখলীকৃত কাশ্মীরের প্রতি নিজেদের অঙ্গরাজ্যের মতোই আচরণ করতে থাকে পাকিস্তান।

    শিশুদের অনাহার বাড়ছে পাক অধিকৃত কাশ্মীরে

    বর্তমানে পাকিস্তান অর্থনৈতিক সংকটে ভুগছে। এই সময় অনাহার বেড়েই চলেছে পাক অধীকৃত কাশ্মীরে এবং স্থানীয় কিছু অঞ্চলের শিশুদের দুবেলা দুমুঠো খাবারও ঠিকঠাক জুটছে না বলে সূত্র মারফত জানা গেছে। এত কিছুর মাঝেও ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পাকিস্তান প্রতি বছর ৫ ফেব্রুয়ারি সেখানে কাশ্মীরি শহীদ দিবস পালন করে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • PT Usha: বাম শাসিত কেরলে পিটি উষার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

    PT Usha: বাম শাসিত কেরলে পিটি উষার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অন্যতম সেরা অ্যাথলিট পিটি উষাকে (PT Usha) সাংবাদিকদের সামনেই হাউহাউ করে কাঁদতে দেখা গেল। পিটি উষার (PT Usha) অভিযোগ, নিজের অ্যাকাডেমিতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাম শাসিত কেরলের কোঝিকোড়ে রয়েছে তাঁর এই অ্যাকাডেমি। যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাঁর এই অ্যাথলিট স্কুল অবস্থিত সেটিও সিপিএমের দখলে। পিটি উষা (PT Usha) বর্তমানে বিজেপির সমর্থনে রাজ্যসভার সাংসদ। তাই অনেক মহল এই গোটা ঘটনায় রাজনৈতিক রঙ-ও দেখছেন। কেরলের জমি মাফিয়ারা জোর করে তাঁর অ্যাকাডেমি দখল করতে চাইছে বলে এদিন অভিযোগ করেছেন অ্যাথলিট। জোর করে তাঁর অ্যাকাডেমির জমি দখল করতে চাইছে একদল দুষ্কৃতী। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরাও। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও।

    সাংবাদিক সম্মেলনে কী বললেন পিটি উষা (PT Usha)

    শনিবার সাংবাদিক সম্মেলন করার সময় কান্নায় ভেঙে পড়েন পিটি উষা (PT Usha)। তিনি জানান, তাঁর অ্যাকাডেমির জমিতে বারবার বেআইনি ভাবে অনুপ্রবেশ চলছে। এমন কী বেআইনি ভাবে নির্মানকাজও চালানো হচ্ছে সেখানে। গভীর রাতে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে গাড়ি। রাজ্যসভার সদস্য হওয়ার পরেই এই সমস্যা আরও গুরুতর হয়েছে। দেশের অন্যতম গর্ব এই অ্যাথলিট আরও বলেন, আমিতো একজন অ্যাথলিট, কোনও রাজনীতিবিদ নই। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বিজেপির সুপারিশে রাজ্যসভার সাংসদ হন তিনি।

    তাঁর দাবি, ‘উষা স্কুল অফ অ্যাকাডেমিতে এই মুহুর্তে ২৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যার মধ্যে ১১ জন উত্তর ভারতীয়। ফলে আমাদের দায়িত্ব রয়েছে সকলকে সুরক্ষিত রাখার। জানা গিয়েছে, ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে। তাঁর অভিযোগ, জমি মাফিয়ারা বামশাসিত পঞ্চায়েতের চোখের সামনেই এই কাজ করছে। অথচ পঞ্চায়েত নির্বিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
     

     

     

  • Ayurvedic Diet: স্বাস্থ্যসম্মত আয়ুর্বেদিক ডায়েট সম্পর্কে জানুন

    Ayurvedic Diet: স্বাস্থ্যসম্মত আয়ুর্বেদিক ডায়েট সম্পর্কে জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়ুর্বেদ (Ayurvedic Diet) অনুযায়ী পৃথিবীর দুজন মানুষ কখনও সমান নয় এবং তাদের শরীরের পুষ্টির চাহিদাও আলাদা আলাদা রকমের হয়। আয়ুর্বেদ শাস্ত্রে (Ayurvedic Diet) তাই ডায়েটকে ঠিক করা হয় প্রত্যেকটা মানুষের শারীরবৃত্তীয় এবং তার মানসিক গঠন অনুসারে। তিন রকমের দোষের কথা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখিত রয়েছে এগুলো হল, বাত, পিত্ত এবং কফ।

    আজকে আমরা আয়ুর্বেদ শাস্ত্রের কিছু স্বাস্থ্য সম্মত ডায়েটের (Ayurvedic Diet) বিষয়ে আলোচনা করব

    ১) প্রক্রিয়াকরণ করা হয়নি যে খাবার, তা শরীরের জন্য খুব উপকারী 

    আয়ুর্বেদিক ডায়েটে (Ayurvedic Diet) জোর দেওয়া হয়েছে প্রাণ শব্দের উপর। প্রাণ হল সূর্য, জল এবং পৃথিবীর শক্তি। এমন একটি আয়ুর্বেদিক সুপারফুড হল বাদাম। আয়ুর্বেদে বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় বাদাম ডায়েটে ব্যবহার করা হত। জানা যাচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্রে (Ayurvedic Diet) স্থূলতা, প্রিডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস ইত্যাদি রোগের ডায়েট হিসেবে বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক দুর্বলতার চিকিৎসার জন্য বাদাম খাওয়া যেতে পারে, মনে করেন, আয়ুর্বেদ চিকিৎসকরা।

    ২) রাতের খাবার যৎসামান্য খান এবং দিনের খাবার পেট ভরে খান

    আয়ুর্বেদ (Ayurvedic Diet) চিকিৎসকরা মনে করেন, সূর্য যখন মধ্য গগনে থাকে তখন মানুষের হজম ক্ষমতাও বেশি হয়। তাই আয়ুর্বেদ অনুসারে দুপুরে পেট ভরে আহার করার পরামর্শ দেওয়া হয় এবং রাত্রে সব থেকে কম। রাত ১০টার আগে খাবার খেয়ে নেওয়া উচিত বলেই মনে করেন আয়ুর্বেদ চিকিৎসকরা।

    ৩) ৭০ এবং ৩০ এর নিয়ম মানুন ডায়েটের (Ayurvedic Diet) ক্ষেত্রে

    এখানেও গণিতের সূত্র কাজ করে, তবে অতটা জটিল নয় এই সূত্র। আয়ুর্বেদে (Ayurvedic Diet) বলা হয়, যখনই খাবার খাবেন তখন ৭০ শতাংশ পেটকে ভর্তি করবেন বাকি ৩০ শতাংশ খালি রাখবেন।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, পিন-মেসেজ 

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, পিন-মেসেজ 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার।

    মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    নতুন ফিচার কী এল

    এবার ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এতদিন অবধি নির্দিষ্ট কোনও একটি, দুটি বা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনও একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখার কোন উপায় ছিলনা। গ্রুপের অসংখ্য মেসেজের মধ্যে খুঁজে পাওয়া যেতনা গুরুত্বপূর্ণ মেসেজটি।

    তবে এবার সেই সমস্যা থেকেই মুক্তির উপায় খুঁজে এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ (WhatsApp)  টিমের একটি রিপোর্ট অনুযায়ী, পরবর্তী আপডেটে এমনই একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। চ্যাটের ভিতরে এবার থেকে গুরুত্বপূর্ণ মেসেজটি আলাদা করে পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। শত শত মেসেজের মধ্যে দরকারি মেসেজ হারাবেনা আর। 

    নতুন কল ফিচারও আসতে চলেছে

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে পাওয়া যাবে নতুন এই ফিচার। এর পাশাপাশি কল করার পদ্ধতিও সহজ হবে বলে জানিয়েছে টিম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যেখানে অ্যাপ্লিকেশন না খুলেও কল করা যাবে এবার থেকে। সহজেই পাওয়া যাবে কনট্যাক্ট লিস্ট। আর তার জন্য একটি কাস্টম শর্টকাট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যার ফলে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন কল করাও অনেক সহজ হবে এই অ্যাপের মাধ্যমে।

    তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। আপডেটটি ইনস্টল হওয়ার পরে নিজে থেকেই মোবাইলের হোমস্ক্রিনে দেখাবে কলিংয়ের শর্টকাটটি। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Sidharth Kiara: বিয়ের দিন পিছল সিদ্ধার্থ-কিয়ারার, জানুন কবে হবে চারহাত এক 

    Sidharth Kiara: বিয়ের দিন পিছল সিদ্ধার্থ-কিয়ারার, জানুন কবে হবে চারহাত এক 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্যালেসকে ইতিমধ্যে সাজানো হয়েছে আলো এবং ফুলের মালা দিয়ে। এখানেই যে বসতে চলেছে বলিপাড়ার দুই জনপ্রিয় তারকার বিবাহের আসর। অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী (Sidharth Kiara)। শোনা গিয়েছিল, ৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সম্পন্ন হবে এই হাইপ্রোফাইল বিবাহ। কিন্তু ৫ তারিখ নাগাদ শোনা গেল বিবাহের দিন পরিবর্তনের কথা।

    নতুন ভাবে বিয়ের তারিখ কবে ঠিক করা হল

    জানা গিয়েছে, চলতি মাসের ৬ নয়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিয়ের পিঁড়িতে কনের সাজে বসবেন কিয়ারা। এবং বরযাত্রী সমেত তাঁকে বিয়ে করতে আসবেন সিদ্ধার্থ। এক সংবাদমাধ্যমের দাবি, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিবাহ পূর্ববর্তী বিভিন্ন আচার এবং অনুষ্ঠান। সব কিছুই হবে হিন্দুরীতি মেনে। রবিবার সম্পন্ন হয়েছে মেহন্দির অনুষ্ঠান। ছ’তারিখ অর্থাৎ আজকে বর কনের গায়ে হলুদ অনুষ্ঠান হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। জয়সালমীরে কয়েকদিন আগেই উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। তাঁদের আত্মীয় স্বজনরাও আসছেন একে একে। ইতিমধ্যে নাতির বিয়ে নিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থের ঠাকুমার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। জমজমাট এই বিবাহ অনুষ্ঠানে, একে একে রওনা দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরাও। কাছের মানুষদের উপস্থিতিতে এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে চার হাত এক হবে তাঁদের (Sidharth Kiara)।

    শোনা গিয়েছে, মুম্বই ফিরে ১২ ফেব্রুয়ারি রিসেপশন পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা।

    সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) প্রেম পর্ব কবে থেকে চলছে

    বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই নাকি সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) বন্ধুত্ব গাঢ় হয়। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • World Cancer Day: জানুন, কোন পাঁচ ধরনের ক্যানসার ভারতে বাড়ছে

    World Cancer Day: জানুন, কোন পাঁচ ধরনের ক্যানসার ভারতে বাড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর বিশ্ব ক্যানসার দিবস (World cancer Day) পালন করা হয় ৪ ফেব্রুয়ারি। এই দিনটির উদ্যোক্তা হল Union for International Cancer Control. এই দিনে বিভিন্ন প্রকারের ক্যানসারের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা ছড়ানো হয় নানা রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপায় বাতলে দেওয়া হয় কী কী ভাবে জীবন যাপন করলে প্রতিরোধ করা সম্ভব হবে এই মারণ রোগকে। করোনা ছাড়াও বর্তমানে আমাদের দেশে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ক্যানসার। World Health Organization (WHO) এর একটি রিপোর্ট অনুযায়ী প্রতি দশজনের মধ্যে একজন ভারতীয় ক্যানসার আক্রান্ত এবং ক্যানসার আক্রান্ত প্রতি ১৫ জন ভারতীয়-এর মধ্যে একজন মারা যাচ্ছে। Indian Council Of Medical Research এর অপর একটি রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের মধ্যে আমাদের দেশে কয়েকগুন বাড়তে চলেছে ক্যানসার। এর জন্য দূষণ, তামাক জাতীয় নেশার প্রতি আসক্তি ইত্যাদি কারণগুলিকেই সামনে রাখছেন বিশেষজ্ঞরা।

    এবার আমরা আলোচনা করব পাঁচ ধরনের ক্যানসার নিয়ে

    ফুসফুসের ক্যানসার
     
    বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতে ফুসফুসে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২২ সালের একটি রিপোর্টে দেখা গেছে আমাদের দেশে বর্তামানে ফুসফুস ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ৭০,২৭৫ জন। অন্যদিকে Indian Council of Medical Research (ICMR) এর সমীক্ষা বলছে এই সংখ্যা ২০২৫ সালে দ্বিগুন হবে।

    মুখের ক্যানসার

    ভারতীয় পুরুষদের মধ্যে এই ক্যানসার বেশি লক্ষ্য করা যায়। ক্যানসার আক্রান্ত পুরুষদের মধ্যে ১১.২ শতাংশই এই ক্যানসারে ভোগেন। অন্যদিকে মহিলা ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে এই ক্যানসারের প্রবণতা দেখা যায় ৪.৩ শতাংশ। তামাক দ্রব্যের নেশাই এই ক্যানসারের অন্যতম কারণ।

    ব্রেস্ট ক্যানসার

    এই ক্যানসার সাধারণত মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। মহিলাদের মৃত্যুর অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই ক্যানসার। ২০২০ সালের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে মোট মহিলা ক্যানসার রোগীর ৩৯.৪ শতাংশই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত।

    জরায়ু ক্যানসার

    সারা পৃথিবীর মতো ভারতবর্ষেও জরায়ুর ক্যানসার বেড়েই চলেছে। সম্প্রতি, একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, সারা পৃথিবীব্যাপী জরায়ুর ক্যানসারে ভারত এবং চিনে বেশি রোগী মারা যায়।

    খাদ্যনালীর ক্যানসার

    সারা দেশে খাদ্যনালীর ক্যানসারে দেখা গেছে পুরুষরাই সবথকে আক্রান্ত হচ্ছেন। ভারতে মৃত্যুর কারণগুলির মধ্যে খাদ্যনালীর ক্যানসার ষষ্ঠস্থানে রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা শচীন তেণ্ডুলকরের বাল্যবন্ধু বিনোদ কাম্বলি (Vinod Kambli)। মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল এই ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন বিনোদের (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া।
    জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থানায় আন্দ্রেয়া তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছেন। ক্রিকেটারের স্ত্রীর অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁর দিকে রান্নার বাসনপত্র ছুড়ে মারেন তাঁর স্বামী। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাতও পেয়েছেন বলে জানিয়েছেন আন্দ্রেয়া।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টা থেকে ১:৩০ এর মধ্যে। এফআইআর-এ বিনোদের স্ত্রী আরও জানিয়েছেন, মদ খেয়ে বান্দ্রার ফ্ল্যাটে এসে অশান্তি শুরু করেন তাঁর স্বামী। তারপর আচমকাই রান্নাঘর থেকে বাসন ছুড়তে থাকেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ওই বাসনই মাথায় এসে লাগে স্ত্রী আন্দ্রেয়ার। ক্রিকেটারের স্ত্রীর আরও অভিযোগ, যেসময় এই ঘটনাটি ঘটে তখন ফ্ল্যাটে উপস্থিত ছিল তাঁদের ১২ বছরের পুত্রও। আন্দ্রেয়ার কথায়, ‘কোনও কারণ ছাড়াই মাঝে মধ্যে আমার ও ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে বিনোদ (Vinod Kambli)। শুধু রান্নার বাসন দিয়ে নয়, ব্যাট দিয়েও মারধর করেছে এর আগে।’ আহত অবস্থায় এরপর ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যান আন্দ্রেয়া। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করেন তিনি। কাম্বলির (Vinod Kambli) কোনও বিবৃতি অবশ্য পাওয়া যায়নি এই ঘটনায়।
    প্রসঙ্গত কাম্বলির আর্থিক অবস্থা মোটেও ভাল নয়। প্রাক্তন এই তারকা ব্যাটসম্যান নিজেই বারবার সেকথা বলেছেন। একসময়ের প্রতিভাবান এই ক্রিকেটার তিনি বর্তমানে অসহায়, সম্বলহীন ভাবে জীবন কাটাচ্ছেন।এর মাঝেই জড়িয়ে পড়লেন এমন বিতর্কে। পুলিশ তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিনা তা এখনও জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

LinkedIn
Share