Author: user

  • SSC: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে ১১,৪০৯ জন, জারি বিজ্ঞপ্তি 

    SSC: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে ১১,৪০৯ জন, জারি বিজ্ঞপ্তি 

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। রেজিস্ট্রেশন পর্ব চলবে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত। যে সমস্ত আগ্রহী আবেদন করতে চান তাঁদেরকে অবশ্যই ssc.nic.in  এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে বলা হয়েছে।

    আসুন বিস্তারিত জেনে নিই

    মোট শূন্যপদ: জানা গেছে মোট শূন্যপদ ১১,৪০৯টি, যার মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ হবে ১০,৮৮০ এবং হাবিলদারদের জন্য আছে ৫৩৯টি পদ।

    আরও পড়ুন: প্রধান শিক্ষক বাবার স্কুলে বেআইনিভাবে চাকরি ছেলের! দুর্নীতি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পাশ করতে হবে একটি স্বীকৃত বোর্ড থেকে এবং অবশ্যই ১৭ ফেব্রুয়ারি ২০২৩ এর আগে পাশ করে থাকতে হবে।

    বয়স সীমা: মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে।

    হাবিলদার এবং মাল্টি টাস্কিং স্টাফের কিছু পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

    বয়স ছাড়: তপশিলি জাতি ও তপশিলি উপজাতিরা ৫ বছর, ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী (অসংরক্ষিত ) ১০ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী (ওবিসি) ১৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী (তপশিলি জাতি এবং উপজাতি) ১৫ বছরের জন্য ছাড় পাবে। 

    আরও পড়ুন: দেগঙ্গায় ‘দিদির দূত’ সুজিত বসু! মন্ত্রীর সামনেই মারামারি কর্মীদের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

    আবেদন ফি: অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।

    পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা নেওয়া হবে অনলাইনে।

    আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, কালীপুজোতেও বৃষ্টিতে ভাসবে রাজ্য!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Maharana Pratap: মহারাণা প্রতাপের প্রয়াণ দিবসে জানুন তাঁর অমর বীরত্বগাথা

    Maharana Pratap: মহারাণা প্রতাপের প্রয়াণ দিবসে জানুন তাঁর অমর বীরত্বগাথা

    শুভ্র চট্টোপাধ্যায়: ১৫৯৭ সালে আজকের দিনেই  ৫৬ বছর বয়সে মহারানা প্রতাপ (Maharana Pratap) প্রয়াত হন। ভারত ইতিহাসে অমরস্থান রয়েছে তাঁর।

    রাজ্যাভিষেক

    রাজপুত্র হওয়ার পরেও পিতৃপ্রদত্ত সিংহাসন তিনি পাননি,ভূ-ভারতে একমাত্র রাজা যিনি সৈন্য দের সাথে জঙ্গলে খাবারের অভাবে ঘাসের তৈরী রুটি খেতেন তবুও তাঁর কঠিন পণ ছিল বিধর্মী রাজার কাছে আত্মসমর্পণ কখনো করবেন না। শুধুমাত্র মানুষ-ই নয় ,পশুপক্ষীরাও তাঁর অনুগামী প্রজা ছিল। তাঁর প্রিয় ঘোড়া চেতক তাঁকে বাঁচাতে নিজে জীবন আহুতি দিয়েছিল এবং বিপক্ষ দলের সেনাপতি হাতি সওয়ার মান সিং কে প্রথম যুদ্ধ তাঁর ঘোড়ার সাথেই করতে হয়েছিল। 
    রণনিপুণ, যোগ্য মহারাণাকে (Maharana Pratap) উত্তরসূরী না করে উদয় সিং তাঁর ছোট রাণীর কথায় ঐ রাণীর গর্ভের সন্তান জগমলকে রাজা ঘোষণা করেন। প্রজাদরদী ,যোদ্ধা, জনপ্রিয় মহারাণাকে (Maharana Pratap) পাল্টা রাজা ঘোষণা করেন মেবারের সামন্তরা। ১৫৭২ সালে আরাবল্লী উপত্যকায় নির্জন জায়গা গোগুন্দাতে তাঁর রাজ্যাভিষেক করেন মেবারের প্রজা, সৈন্য এবং সামন্তরা। রাজপুত্রের রাজ্যাভিষেক রাজপরিবারের বদলে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে করছে- ইতিহাসে এমন নজির খুব কম দেখা যায়।

    হলদিঘাটির যুদ্ধ

    মেবারের স্বাধীনতা রক্ষায় ১৫৭৬ এর ১৮ই জুন হলদিঘাটিতে শুরু হলো মোঘলদের সাথে মহারাণার (Maharana Pratap) প্রবল যুদ্ধ। মহারাণার (Maharana Pratap) প্রথম অতর্কিত আক্রমনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় আকবরের সেনা ,রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় তারা। একথা বলছেন মুসলিম ঐতিহাসিক বদাউনি। এরপর ফিরে আসে মোঘল বাহিনী । রক্ততলাই নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।
     ঐতিহাসিক ডঃ ত্যাগী বলছেন- দুপক্ষেই তখন রাজপুত সেনা যুদ্ধ করছে, বেশভূষা তাদের এক  । মোঘল মুসলিম সৈন্যরা তখন তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চায় তীর ছুঁড়বো কীভাবে !! বুঝতেই পারছিনা কোনদল শত্রু এবং কোনদল মিত্র ! জবাব আসে – যাদের গায়েই লাগুক তীর, মরবে তো সেই কাফের ।
    মানসিং এর তলোয়ারের চোটে আহত চেতককে সঙ্গে করে আহত রাজা  যুদ্ধ জারি রেখেছিলেন। এমন সময় ঝালাবিদা নামের তাঁর এক সৈন্য এসে তাঁকে নিরাপদ আশ্রয়ে যেতে  অনুরোধ করেন‌। ঝালাবিদা মহারাণা সেজেই যুদ্ধ করতে থাকেন এবং জীবন আহুতি দেন । মহারাণার (Maharana Pratap) বিপক্ষে যুদ্ধ করতে এসেছিলেন তাঁর নিজের আরেক ভাই শক্তি সিং । ক্ষমতার মোহে এবং ভয়ে বহু রাজপুত আত্মসমর্পণ করেছিল বিদেশী মোঘলদের কাছে এবং মাতৃভূমির প্রতি, স্বধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। ইতিহাস তাদের কাউকে মনে রাখেনি। ইতিহাস মনে রেখেছে চেতককে, ঝালাবিদাকে, মহারাণার (Maharana Pratap) ঘাসের রুটিকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ukraine: ইউক্রেনে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মন্ত্রী সহ মৃত ১৮

    Ukraine: ইউক্রেনে মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় মন্ত্রী সহ মৃত ১৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের (Ukraine) রাজধানীর কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার। ২ মন্ত্রী, তিন শিশু সহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কিভের কাছে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইউক্রেনের (Ukraine) আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীরও মৃত্যু হয়েছে।

    ইউক্রেন (Ukraine) সরকারের বিবৃতি

     ইউক্রেনের (Ukraine) সরকারের বিবৃতি অনুযায়ী, রাজধানী কিভের উপকন্ঠে ঘন জনবসতি পূর্ণ এলাকায় বুধবার ভোরে এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে। ওই কপ্টারে সে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এভেগনি এনিন, আভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা যাচ্ছে। 

     

    আরও পড়ুন: নথি জাল করে বাবার স্কুলে চাকরি! ভূগোল শিক্ষকের কাণ্ডে সিআইডি ডাকল হাইকোর্ট

    গত বছর থেকেই শুরু হয়েছে ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার যুদ্ধ। এমন যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার পিছনে রাশিয়ান সেনার কোন ষড়যন্ত্র আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো এ প্রসঙ্গে বুধবার বলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই কপ্টার দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার বিভিন্ন ছবি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকাতে ওই হেলিকপ্টার ভেঙে পড়ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Eken Babu: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত প্রয়াত

    Eken Babu: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত প্রয়াত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবুর (Eken Babu) স্রষ্টা সুজন দাশগুপ্তের মৃত্যু হল বুধবার সকালে। বাইপাসের ধারে তাঁর ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সাম্প্রতিককালে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে এবং সিনেমার সুবাদে গোয়েন্দা চরিত্র একেন বাবুর (Eken Babu) জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। প্রয়াত সুজন বাবু আমেরিকাতে প্রবাসী ভারতীয় হিসেবেই থাকতেন। ১৯৬৭ সালে কলকাতা থেকে আমেরিকায় তিনি পাড়ি দিয়েছিলেন, সেখানে বসেই তিনি রচনা করেন একেন বাবু চরিত্রটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে তিনি ভুগছিলেন। জানা যাচ্ছে এদিনের ঘটনার সময় লেখক বাড়িতে একাই ছিলেন। সুজন বাবুর স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। এবং তাঁর একমাত্র মেয়ে তিনিও আমেরিকায় থাকেন। 

    কীভাবে উদ্ধার হল মৃতদেহ

    বুধবার সকালে তাঁর পরিচারিকা ফ্ল্যাটে আসেন কিন্তু দীর্ঘ সময় ধরে কলিংবেল বাজানোর পরেও দরজা না খোলায়, বাইপাসের ধারে আবাসনে নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন ওই পরিচারিকা। যখন নিরাপত্তা রক্ষীরা দরজা খুলতে ব্যর্থ হন তখন সুজন বাবুর শ্যালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে গোটা বিষয়টি বলেন। সকাল দশটা নাগাদ ফ্ল্যাটের দরজা ভেঙে জনপ্রিয় এই লেখকের দেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের ওয়াশরুমের মেঝেতে পাওয়া যায় তাঁর দেহ।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুজন বাবুর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই, ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। মঙ্গলবার রাতেও সুজন বাবু তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। লেখকের পরিবার কলকাতায় চলে আসে এই খবর পাওয়া মাত্রই বার্ধক্য জনিত অসুস্থতা ছাড়াও সুজন বাবু ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে যে আপাতত তাঁর মৃত্যুর কোনওরকম অস্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রয়াত লেখক অনেকগুলি বইও লিখেছেন যেগুলি হল, খুনের আগে খুন,  ঢাকা রহস্য উন্মোচিত,  ম্যানহাটনে মুনস্টন ইত্যাদি।

    পর্দার একেন বাবু (Eken Babu) অনির্বাণ চক্রবর্তী কী বললেন

    পর্দার একেন বাবুর (Eken Babu) চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী তিনি সুজন দাশগুপ্তের মৃত্যুর প্রসঙ্গে বলেন যে আমি সত্যিই এখনও কিছু বুঝে উঠতে পারছিনা, কিছু আগে খবরটা পেয়েছি, কিছুই ভাবতে পারছি না এখন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    Australia: অস্ট্রেলিয়াতে ফের হামলার শিকার হিন্দু মন্দির, অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াতে (Australia) ফের মন্দির  ভাঙার ঘটনা সামনে এল। অভিযুক্ত খালিস্তানি সমর্থকরা। মঙ্গলবার সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়াতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার হিন্দু মন্দিরের ওপর এমন আঘাতের ঘটনা ঘটলো।

    অস্ট্রেলিয়ার (Australia) কোথায় ভাঙা হল মন্দির

    সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি সপ্তাহের সোমবারে সে দেশের ভিক্টোরিয়া প্রদেশের কেরাম ডাউন্সের শিব-বিষ্ণু মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রথম লক্ষ্য করেন অস্ট্রেলিয়াতে (Australia) বসবাসকারী ভারতীয় তামিলরা। যাঁরা তিন দিন পোঙ্গল উৎসবের পরে মন্দিরে অধিষ্ঠিত দেবতা দর্শনে গেছিলেন, সেসময়েই নজরে পড়ে এই ভাঙচুরের ঘটনা। 

    মন্দিরের ভক্তরা কী বলছেন 

    মন্দিরের জনৈক ভক্ত ঊষা সেনথিলানাথান বলেন, আমরা ভারতীয় তামিলরা অস্ট্রেলিয়াতে (Australia) উদ্বাস্তু হয়ে এসেছিলাম। এই মন্দির আমাদের উপাসনার কেন্দ্র যেটা খালিস্থানের সমর্থকরা মানতে চায় না এবং তারা নিজেদের ঘৃণার বার্তা এইভাবেই বারবার ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন আমি ভিক্টোরিয়ার পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু সংগঠনের সভাপতি মার্কন্ড ভাগবত বলেছেন যে আমি বলে বোঝাতে পারবো না কতটা হতাশ আমি হয়েছি, আমি এই নিয়ে দ্বিতীয় বার সাক্ষী থাকলাম যেখানে খালিস্তানি সমর্থকরা আবার কোন মন্দিরকে ভাঙল। হিন্দু কাউন্সিলের মেলবোর্নের সদস্য সচিন মেহতা বলেন খালিস্তানের সমর্থকদের কোন দাবি থাকলে তারা ভিক্টোরিয়ার সংসদ ভবনের যাক এবং সেখানে তাদের বার্তা লিখে দিয়ে আসুক। শান্তিপ্রিয় হিন্দু সমাজকে বারবার আক্রমণ করে কোন লাভ হবে না।  ভিক্টোরিয়া সাংসদ ব্রাড ব্যাটিং বলেন, এরকম দুষ্কৃতীদের কোনও জায়গা অস্ট্রেলিয়াতে (Australia) নেই।
    প্রসঙ্গত চলতি মাসের ১২ তারিখে মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে একইরকমের হামলার ঘটনা ঘটেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • JEE Main: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

    JEE Main: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষা আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যে এনটিএ প্রকাশ করেছে এই পরীক্ষার জন্য সিলেবাস। পরীক্ষার্থীরা এটি পেতে পারে এই ওয়েবসাইট থেকে Jermain.nta.nic.in এবং এখান থেকেই ডাউনলোড করা যাবে পরীক্ষা পদ্ধতির বিশদ বিবরণ।

    এনটিএস সূত্রে জানা গেছে যে পরীক্ষার দুটি পেপার থাকবে একটি পেপার-১ এবং অপরটি পেপার-২, এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সের স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। পেপার-২ আর্কিটেকচার এবং প্ল্যানিং এর ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT) এবং দুটি সেশনে নেওয়া হবে এই পরীক্ষা। জেইই মেইন (JEE Main)  ২০২৩ তিনটি বিষয়ের উপর নেওয়া হবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত।

    প্রশ্নপত্রের ধরন

    সেকশন-এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। অন্যদিকে সেকশন-বি এর প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এবং এই উত্তরগুলি নিউমেরিক্যাল ভ্যালুতে (Numerical Valu) দিতে হবে বলে জানিয়েছে এনটিএ। সেকশন-এ এর সমস্ত প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নে ৪ নম্বর করে দেওয়া হবে। নেগেটিভ মার্কিং থাকবে। একটি ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। অন্যদিকে সেকশন-বি এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের যে কোন ৫টি প্রশ্নের উত্তর করতে হবে মোট ১০ টি প্রশ্নের মধ্যে থেকে। কোনও নেগেটিভ মার্কিং থাকছে না এই বিভাগে।

    প্রতিবছর গড়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main)  পরীক্ষায় বসে প্রায় সাড়ে ন’লক্ষ পরীক্ষার্থী। এই সংখ্যার কাছাকাছি পরীক্ষার্থীই গত বছরে দেখা গেছিল। যেমন ২০২২ সালে মোট রেজিস্ট্রেশন করেছিল ১০,২৬,৭৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছিল ৯,০৫,৫৯০। গত বছরের ২৪ জন পরীক্ষার্থী একশো পার্সেন্টাইল স্কোর করতে পেরেছিল এবং প্রথম স্থান অর্জন করেছিল।
    প্রসঙ্গত, ২০২৩ সালে এই পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, হিন্দী, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নর, মালায়ালাম,মারাঠি,ওড়িয়া,পাঞ্জাবি, তামিল তেলেগু এবং উর্দু ভাষায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gangasagar: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের

    Gangasagar: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতভর মাঝনদীতে কাটাতে হলো গঙ্গাসাগরের পুণ্যার্থীদের। ঘন কুয়াশার কারণে গঙ্গাসাগর (Gangasagar) থেকে ফেরার পথে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা। দিকভ্রষ্ট হয়ে ভেসেল আটকে গেল একেবারে চড়ায়, যার জেড়ে প্রবল শীতে, গাদাগাদি ভিড়ে, কষ্টকর পরিস্থিতিতে আটকে থাকলেন কয়েকশো পুণ্যার্থী। প্রসঙ্গত শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল গঙ্গাসাগরের (Gangasagar) পুণ্যস্নান। ভক্তদের বিশ্বাস মকর সংক্রান্তির পবিত্র তিথিতেই গঙ্গানদী কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশেছিল। রবিবার সন্ধ্যা পর্যন্ত গঙ্গাসাগরে (Gangasagar) পবিত্র ডুব দেন পুণ্যার্থীরা। রাত থেকেই গঙ্গাসাগর (Gangasagar) ঘন কুয়াশায় ঢেকেছে। বন্ধ হয়ে যায় লঞ্চ ও ভেসেল পরিষেবা। সোমবার সকাল পর্যন্ত বন্ধ পরিষেবা। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন গঙ্গাসাগর ফেরত অসংখ্য পুণ্যার্থী। পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

    আরও পড়ুন: সংবাদমাধ্যমের ওপর কখনও নিষেধাজ্ঞা জারি করেনি বিজেপি সরকার, বললেন রাজনাথ সিং

    প্রশাসন কী বলছে

    প্রশাসন সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর (Gangasagar) ফেরত যাত্রীদের নিয়ে কাকদ্বীপের ৮ নম্বর লটে আসছিল তিনটি ভেসেল। রাত দশটা নাগাদ যাত্রা শুরু করে ভেসেলগুলি। কিন্তু ঘন কুয়াশার কারণে সেগুলি মুড়িগঙ্গা নদীতে পথ হারিয়ে ফেলে এবং ঘোড়ামারা দ্বীপের কাছে একটি চড়ায় আটকে পড়ে এগুলি। গভীর রাতে ভেসেলের সন্ধান পায় প্রশাসন।

    আরও পড়ুন: মানত করে পুত্রলাভ! পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে গিয়েই আর ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর

    একটি ভেসেল ৮ নম্বর লটে ফিরতে পারলেও বাকি দুটি নাকি আটকে গেছে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ভাটা থাকায় ভেসেলগুলি আর জলে ভাসতেও পারেনি। জোয়ার না আসা পর্যন্ত ভেসেল গুলিকে এভাবেই থাকতে হবে। জানা যাচ্ছে দুটি ভেসেলে ৫০০ এর উপর যাত্রী রয়েছে এবং সারারাত মাঝ নদীতেই তারা আটকে ছিল।

    আরও পড়ুন: অ্যামাজন ভারতে ১০০০ কর্মী ছাঁটাই! অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মীরা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী  রেকর্ড গড়লেন কোহলি?  জানুন বিস্তারিত

    Virat Kohli: লঙ্কা বধের সঙ্গেই নতুন কী রেকর্ড গড়লেন কোহলি? জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ চারটি ম্যাচে তিনটে সেঞ্চুরি! জীবনের সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৫০ ওভারে ভারত করে ৩৯০ রান, জবাবে মাত্র ২২ ওভার খেলে শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানই করতে সমর্থ হয়।  এদিন ত্রিবান্দ্রমে লঙ্কা বধের সঙ্গেই প্রবেশ করলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের গোত্রে।

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    শ্রীলঙ্কার একসময়ের তারকা ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা খেলোয়ারদের তালিকায় বিরাট কোহলি প্রবেশ করলেন।

    আরও পড়ুন: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী

    ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে রানের দিক থেকে বিরাট কোহলির (Virat Kohli) স্থান হল পঞ্চম। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

    আরও পড়ুন: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
    রবিবার ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৬২ রান করতেই এই রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। জয়বর্ধনের স্থান এখন ষষ্ঠ।

    আরও পড়ুন: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    বিরাটের (Virat Kohli) আগে এখন আর কে কে রয়েছেন

    আজকের ম্যাচের শুরুতে বিরাট কোহলির (Virat Kohli) রান ছিল ১২,৫৮৮ অপরদিকে শ্রীলঙ্কার জয়বর্ধনে পঞ্চম স্থানে ছিলেন ১২৬৫০ রান নিয়ে।

    আরও পড়ুন: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন

    তালিকার শিখরে রয়েছেন সচিন তেন্ডুলকর যাঁর নম্বর ১৮,৪২৬ এরপরে কুমার সঙ্গরকারা আছেন ১৪,২৩৪ রান নিয়ে, তারপর রিকি পন্টিং ১৩,৭০৪ এবং সনৎ জয়সূর্য ১৩,৪৩০ অর্থাৎ বর্তমানে কোহলির (Virat Kohli) সামনে এখন সনৎ জয়সূর্য।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখন প্রতিটি ম্যাচেই ঝলসে উঠছে । বর্তমানে ভারতের এই তারকা ব্যাটসম্যানের নামে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে অনেকেই লিজেন্ড বলছেন। ২০২৩ সালেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে বেশিরভাগ ক্রিকেট ভক্তের নজর যে বিরাট কোহলির (Virat Kohli)  দিকে থাকবে, একথা বলাই যায়। এই তারকা ব্যাটসম্যানের উপর স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ রয়েছে খুব বেশি। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli)  ভূমিকা কেমন হতে চলেছে তা নিয়েই খোলামেলা আলোচনা করলেন গৌতম গম্ভীর।

    কী বললেন গৌতম গম্ভীর

     গৌতম গম্ভীর মনে করছেন যে বিরাট কোহলির (Virat Kohli)  একটি বড় ভূমিকা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। বিরাটের (Virat Kohli)  সঙ্গ দেওয়ার জন্য ইতিমধ্যে আরও দুই উঠতি ব্যাটসম্যান রয়েছেন। সূর্য কুমার যাদব এবং ঈশান কিষান। এদিন গৌতম গাম্ভীর আরও বলেন যে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এদিন স্টার স্পোর্টসের একটি টক শোতে গৌতম গাম্ভীর আরও বলেন “৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ঈশান কিষান, সূর্য কুমার যাদব প্রথমবার বিশ্বকাপ খেলবেন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বিরাট কোহলি (Virat Kohli)  এবং রোহিত শর্মার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই আর সেটা কাজে লাগানো খুব জরুরি। এবার দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli)  সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কে কে থাকেন”। গৌতম গাম্ভীর আরও বলেন যে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    Imran Khan: পাকিস্তানে আস্থা ভোট শীঘ্রই! ইমরান খানের দাবি ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) দাবি করলেন যে সে দেশের রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুরোধ করবেন।

    আরও পড়ুন: চরম অর্থনৈতিক সংকটে পাকিস্তান, লাগামছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

    কেন এমন কথা বললেন ইমরান খান (Imran Khan)  

    প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)  এদিন আরও বলেন, “শাহবাজ শরীফ আমাদের পাঞ্জাবে আস্থা ভোটে অংশগ্রহণ করিয়েছেন। এখন তিনি নিজে পরীক্ষা দিন যে পার্লামেন্টে তাঁর সত্যিকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কী নেই! 
    লাহোরের একটি জাতীয় নিউজ চ্যানেলের দপ্তরে শনিবার সন্ধ্যায় একটি সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  এই মন্তব্য করেন।
    এদিন সাক্ষাৎকারে ইমরান খান (Imran Khan)  বলেন প্রথমে শাহবাজকে আস্থা ভোটের জন্য আহ্বান জানানো হবে! তারপরে আমাদের আর কী কী পরিকল্পনা রয়েছে সেগুলি বলব আমরা।

    বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    প্রসঙ্গত উল্লেখ্য যে শাহবাজ সরকার দাঁড়িয়ে রয়েছে কোনওরকমে। ফেডারেল জোটে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় টিকে আছে এই সরকার। সংসদে সে দেশের পার্লামেন্টে MQM-P দলের যে সাতজন সদস্য আছে যদি তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তাহলে শাহবাগ সরকার আর কোনওভাবে টিকে থাকতে পারবে না বলেই বিভিন্ন মহল জানাচ্ছে। এটা খুব ভালোভাবেই জানেন ইমরান খান।

    আরও পড়ুন: এবার প্রাণঘাতী হামলার শিকার ইমরান, অতীতেও হয়েছে এই পাক রাষ্ট্রনেতাদের ওপর
    গত বছরে এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমেই ইমরান খানকে (Imran Khan)  ক্ষমতা থেকে সরানো হয়েছিল। কয়েকদিন আগে পাঞ্জাবের গভর্নর বালিগুর রহমান সেখানকার মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীকে আস্থা ভোটে অংশগ্রহণ করান। এই আস্থা ভোটের পরেই শনিবার সন্ধ্যায় বিধানসভা ভেঙে দেওয়া হয়।

    আরও পড়ুন: করোনায় মৃত্যু মিছিল! চিনে ৩৫ দিনে কোভিডে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share