Author: user

  • China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে করোনা মহামারীর ঢেউ আবার শুরু হয়েছে। সে দেশে করোনা পরিস্থিতি (China Covid Situation) ২০১৯-২০২০ সালের ছবিকে মনে করাচ্ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপট চলছে সমগ্র চিন জুড়ে। বেজিংয়ের দাবি, চলতি ঢেউয়ে দেশে মাত্র ৫ হাজার জন মারা গেছেন। কিন্তু,  বেসরকারি মতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, প্রতিদিন গড়ে ১০ লক্ষ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং ৫০০০ মানুষ করোনাতে মারা যাচ্ছেন। 

    উপগ্রহ চিত্রে ধরা পড়লো চিনের মিথ্যাচার

    চিনের সরকারি বিবৃতি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণ হল সাম্প্রতিক প্রকাশিত উপগ্রহ চিত্রে। সেখানে ধরা পড়ল বেলাগাম করোনা পরিস্থিতিতেও কিভাবে সেখানকার মানুষ ভিড় জমাচ্ছেন। Maxar Technologies এর শেয়ার করা উপগ্রহ চিত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। বেজিং থেকে বেশ কিছু দূরে একটি নতুন দেহ সৎকার স্থল তৈরি করা হয়েছে। সৎকার স্থলের বাইরে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। যারফলে প্রশ্ন উঠছে এমন করোনা পরিস্থিতি (China Covid Situation) নিয়ে চিন সরকার কি সত্যিই সিরিয়াস? করোনার দাপটে রোগীদের জন্য হাসপাতালে শয্যা নেই, প্রয়োজনীয় ওষুধ নেই তার সঙ্গে এই ভিড় করোনা পরিস্থিতিকে (China Covid Situation) বেলাগাম করে তুলছে।

    এমন উদ্ভূত পরিস্থিতিতে (China Covid Situation) রেকর্ড মৃত্যু হচ্ছে সে দেশে। আন্তর্জাতিক কিছু সংবাদ সংস্থা দাবি করেছে করোনা নিয়ে মৃত্যুর পরিসংখ্যানে চিন সরকার মিথ্যাচার করছে। তাদের দাবি আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা চেপে যেতে চাইছে চিন। কিন্তু বিশ্বের মানুষের কাছে চিনের পরিস্থিতি (China Covid Situation) প্রকাশ্যে চলে এলো এই উপগ্রহ চিত্রগুলির দৌলতে।

    তথ্য গোপন করছে চিন, অভিযোগ হু-এর

    চিনে সাংহাই শহরের স্থানীয় প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে যে সে শহরে ৭০% নাগরিকই করোনায় আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার হিসাব অনুযায়ী, ২ কোটি ৬০ লক্ষ মানুষ। ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে চিনের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি যে সঠিক পরিসংখ্যান এবং তথ্য চিন প্রকাশ করুক যে করোনাতে (China Covid Situation) সে দেশে কত লোকের মৃত্যু হচ্ছে এবং প্রতিদিন কত আক্রান্ত হচ্ছে।

    সৎকার স্থলের জনৈক কর্মীর দাবি

    চিন সরকারের দাবি, সৎকারের জন্য প্রতিটি পরিবারকে কয়েক মিনিট করেই সময় দেওয়া হচ্ছে এবং কোনও রকমের জমায়েত সেখানে হয়নি। কিন্তু এ যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণিত হল উপগ্রহ চিত্রে। আমেরিকার সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে সৎকার স্থলের জনৈক এক কর্মী বলেন যে আমি এখানে ছয় বছর ধরে কাজ করছি এমন ব্যস্ততা কখনও দেখিনি। ক্রমাগত ফোন বেজেই চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ট্যুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দুর

    Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ট্যুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০তম জন্মবার্ষিকী দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস হিসেবে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন আজকের দিনটি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করছে।

    স্বামীজির (Swami Vivekananda) বাড়ি

    স্বামীজীর (Swami Vivekananda) বসত বাড়ি সিমলাতেও  নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজির (Swami Vivekananda) প্রতিকৃতিতে এদিন মাল্যদান করতে দেখা যায় বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাকে। অনেক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও আসে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। বেশ কিছু শোভাযাত্রা স্বামীজির বাড়িতে এসে শেষ হয়।
     
    বেলুড় মঠ

    জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের মতো এবারেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের সদস্যরা স্বামীজীর (Swami Vivekananda) প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। সকাল সাড়ে ন’টা থেকে এদিন বেলুড় মঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। গান, আধ্যাত্মিক আলোচনা, স্বামীজির জীবনী ও বাণী বিষয়ে বক্তব্যের মধ্যে দিয়ে পালিত হতে থাকে বীর সন্ন্যাসীর (Swami Vivekananda) জন্মদিন।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    স্বামীজীর (Swami Vivekananda) জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের শ্রদ্ধা জানাতে দেখা যায়। ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জাতীয় যুব দিবস উপলক্ষে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “আজকে আমি কর্নাটকের হুবালিতে থাকবো, সেখানে ২৬তম জাতীয় যুব উৎসব পালিত হবে, স্বামী বিবেকানন্দের আদর্শ দেশ গঠনে আমাদের যুবসমাজকে পরিচালিত করুক”।

    শুভেন্দু অধিকারীর ট্যুইট

    অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন স্বামীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইট করেন। জাতীয় যুব দিবসে তিনি ট্যুইটে লেখেন স্বামীজীর শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতা ভারতবর্ষের তরুণ সমাজকে সর্বদাই উদ্দীপ্ত করবে।

  • IT Raid: তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি, কারখানায় আয়কর হানায় উদ্ধার কোটি কোটি টাকা

    IT Raid: তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি, কারখানায় আয়কর হানায় উদ্ধার কোটি কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং কারখানা থেকে মিলল ১১ কোটি টাকা।  বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জাকিরের বিড়ি কারখানা এবং তাঁর দফতরে চলছিল আয়কর তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, সেই তল্লাশিতে মিলেছে ১১ কোটি টাকা। আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১১ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা।

    এক জায়গায় মেলে ৯ কোটি টাকা

    আয়কর দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার এগারোটা জায়গায় তল্লাশি চালানো হয়। জাকির হোসেনের চালকল তেলকল সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। একটি অফিস থেকে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও জাকির হোসেনের দাবি, তেল মিল ও চাল মিলে নগদ টাকায় শস্য কিনতে হয়। বিড়ি শ্রমিকদের সপ্তাহান্তে মজুরি প্রদান করতে হয়। সেই টাকাই রাখা ছিল বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদের সুতির একাধিক বিড়ি ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকরা জানান, মুর্শিদাবাদে জাকির হোসেনের একটি অফিস থেকে নগদ ন’কোটি টাকা মিলেছে। একটি কার্টনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ওই টাকা। কেন এত বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হল তা ভাবাচ্ছে আয়কর কর্তাদের। কোথা থেকে এই টাকা এল বা কেন তা লুকিয়ে রাখা হল তা খতিয়ে দেখছেন তাঁরা।

    আরও পড়ুুন: ১৯ কোটি টাকা নিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা! বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল

    মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বুধবার আচমকাই হানা দেয় কেন্দ্রীয় আয়কর দফতর। সামসেরগঞ্জের গোবিন্দপুরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Zakhir Hossain) বিড়ির কারখানা। বেলা ১১টা নাগাদ ওই কারখানার সামনে এসে পৌঁছয় আয়কর দফতরের তিনটি গাড়ি। বেশ কয়েকজন আধিকারিক কাউকে কিছু না বলেই ভিতরে ঢুকে যান। দীর্ঘক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে অন্যত্র চলে যান তাঁরা। পরে তল্লাশি চালানো হয় জাকির হোসেনের চালকল-তেলকল ও বাড়িতেও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    Taliban Afghanistan: তালিবানের নয়া ফতোয়া! পুরুষ চিকিৎসকেরা মেয়েদের চিকিৎসা করতে পারবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় বছর আগে তালিবান বাহিনী কাবুলের দখল নেওয়ার পর থেকেই মহিলাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। কয়েক মাস আগে আফগানিস্তানের তালিবান সরকার মেয়েদের বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পড়াশোনার পর এবার চিকৎসা। সম্প্রতি, এক প্রতিবেদনে জানা গিয়েছে, আফগানিস্তানের পুরুষ ডাক্তারদের মেয়েদের চিকিৎসা করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সে দেশে মেয়েদের উচ্চশিক্ষার পথও বন্ধ তাই মহিলা চিকিৎসক পাওয়াও মুশকিল। অতএব বিনা চিকিৎসায় থাকবেন মহিলারা! প্রশ্ন সারা বিশ্বের।

    চিকিৎসায় নিষেধাজ্ঞা

    বেসরকারি সংস্থায় মহিলাদের কাজ করা, পার্ক এবং জিমে প্রবেশের ক্ষেত্রে, এমনকী, রাস্তাঘাটে মেয়েদের একা চলাফেরার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল আগেই। এবার আফগানিস্তানের বালখ প্রদেশের মহিলারা তাদের চিকিৎসার জন্য কোনও পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবেন না। জানা গিয়েছে পাবলিক অ্যাফেয়ারস এবং তালিবান অভিযোগের শুনানি দফতর একটি নতুন আদেশ ঘোষণা করে বলেছে যে মহিলারা এরপরে আর পুরুষ ডাক্তারদের কাছে যেতে পারবেন না। তালিবানের নতুন ফতোয়ায় মহিলা রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে পুরুষ ডাক্তারদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালকে এই ফতোয়া মানা হচ্ছে কি না তা নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: যে হাতে গর্জে উঠত বন্দুক, সেই হাতেই লাঠি দাউদের, ডনের দশা করুণ!

    মহিলা অ্যাথলিটদের হুমকি

    এছাড়াও আফগানিস্তানে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা অ্যাথলিটরাও। গত বছর তালিবান সরকারের সংস্কৃতি মন্ত্রী আহমেদুল্লাহ ওয়াশিক স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলে, ‘‘যে কোনও খেলা, যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।’’ কঠোর বিধিনিষেধের এই আবহেও গোপনে অনুশীলন জারি রেখেছিলেন আফগান মহিলা অ্যাথলেটদের অনেকে। কিন্তু সম্প্রতি তালিবান সরকার তাঁদের অনেককে ফোনে হুমকি দিয়েছে বলে অভিযোগ। তালিবানের যুক্তি, মহিলাদের জন্য খেলা জরুরি ব্যাপার নয়। কারণ খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে। ইসলামে যা বারণ করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Benefits of Walking: সপ্তাহে অন্তত ৫দিন ১০ মিনিট করে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

    Benefits of Walking: সপ্তাহে অন্তত ৫দিন ১০ মিনিট করে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সকালে বা বিকেলে হাঁটার (Benefits of Walking) থেকে বড় ওষুধ হয়তো আর কিছুই নেই একথা চিকিৎসকরা বারবার বলে থাকেন। ডায়াবেটিস, গ্যাস অম্বল, বাড়তি ওজন কমানো, শরীরকে ফিট রাখা এবং আরও অনেক অসুবিধার সমাধান হলো অন্তত সপ্তাহে পাঁচ দিন ন্যূনতমভাবে ১০ মিনিট হাঁটাচলা (Benefits of Walking)। এমনটাই বলেছেন চিকিৎসকরা। শহরের পার্কগুলিতে সকাল থেকেই ভিড়ে ঠাসা থাকে মর্নিং ওয়ার্কের কারনে। শীতকালে অবশ্য বিকালেও এই ভিড় আমাদের নজর এড়িয়ে যায়না।

     বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধে দেখা যাচ্ছে যে সারা সপ্তাহে ১৫০ মিনিট করে দ্রতগতিতে হাঁটার (Benefits of Walking) পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মানে সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট করে। প্রতিটি বিশেষজ্ঞই হাঁটার উপযোগিতা এবং উপকারিতা ব্যাখা করেছেন। স্বাস্থ্যসম্মত শরীর এবং মনের জন্য হাঁটার বিকল্প (Benefits of Walking) নেই। 

    নিয়ম করে হাঁটলে আমাদের শরীরে কী কী উপকার হয় (Benefits of Walking)

    রক্তের প্রবাহ ভালো হয়

    আমরা যখন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি আমাদের রক্ত সাধারন ভাবে পায়ের দিকে প্রবাহিত হয় কিন্তু যখন আমরা হাঁটি (Benefits of Walking) তখন আমাদের পেশীগুলি নাড়াচাড়া করে এর ফলে রক্তের প্রবাহ শরীরের বিভিন্ন অংশে ভালো মতো হতে পারে। এমনটাই মত রয়েছে বিশেষজ্ঞদের।

    নিয়মিত হাঁটাচলা (Benefits of Walking) শরীরে এনার্জি বাড়ায়

    বিশেষজ্ঞরা বলছে যখন আপনি হাঁটতে শুরু করেন তখন রক্তের প্রবাহ ভালো হয় যার ফলে শরীরের এনার্জি লেভেলও অনেক বেশি পাওয়া যায়।

     

    হাইপারটেনশন নিয়ন্ত্রণে থাকে

    বিশেষজ্ঞদের মতে নিয়মিত হাঁটাচলায় ব্লাড প্রেসার খুবই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাঁটা (Benefits of Walking) খুবই উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    নিয়মিত হাঁটাচলাতে (Benefits of Walking) মনসংযোগ বৃদ্ধি পায়

    বিশেষজ্ঞদের দাবি করছেন যে হাঁটাচলার (Benefits of Walking) মতো শারীরিক অনুশীলনে শরীরে ফিটনেস অনেক বৃদ্ধি পায়। তাই মনসংযোগও বাড়ে।

    তবে বিশেষজ্ঞদের মতে কারও যদি কোন রকমের ক্রনিক রোগ থাকে তাহলে সেক্ষেত্রে হাঁটাচলা বা জগিং করার আগে যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ তাঁরা নিয়ে নেন।

     

  • Joshimath: জোশীমঠের পরিস্থিতির রিপোর্ট আজ জমা দেবে কেন্দ্রীয় দল

    Joshimath: জোশীমঠের পরিস্থিতির রিপোর্ট আজ জমা দেবে কেন্দ্রীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যে জোশীমঠকে (Joshimath) ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের একটি দল  জোশীমঠে (Joshimath) যায় গতকাল। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতেই মূলত এই দল সেখানে পৌঁছায়। সেখানকার ভেঙেপড়া ঘরবাড়ি গুলোও দেখে তারা। জানা যাচ্ছে কেন্দ্রীয় এই দল আজকে তাদের রিভিউ রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারের কাছে। সরকারী সূত্রে জানা যাচ্ছে,জোশীমঠের (Joshimath) এই পরিস্থিতির জন্য সমগ্র শহরকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।
     জোশীমঠ (Joshimath) শহর অবস্থিত উত্তরাখণ্ডের চামোলি জেলাতে। চামোলি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে শহরের ৬০৩ টি নির্মাণে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে সমগ্র জোশীমঠ শহরকে তারা তিনটে জোনে ভাগ করেছে, ডেঞ্জার জোন, বাফার জোন, এবং সেফ জোন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে প্রশাসন সর্বদাই কাজ করে চলেছে ডেঞ্জার জোন এবং বাফার জোনের জন্য, যে সমস্ত জোনগুলির সম্পূর্ণভাবে নিরাপদ নয়, সেখান থেকে মানুষজনকে সরানো হচ্ছে। এবং বাফার জোন ভবিষ্যতের জন্য বিপদের কারণ হতে পারে সেখান থেকেও মানুষজনকে সরানো হচ্ছে। একমাত্র তৃতীয় জোন হল সেফ জোন।

    উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী কী বলছেন

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি গতকাল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে সমস্ত রকমের সাহায্য কেন্দ্র সরকার করবে, পবিত্র তীর্থস্থান জোশীমঠকে (Joshimath) রক্ষা করার জন্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই জোশীমঠের (Joshimath) বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। শহরের নটি ওয়ার্ড এই মুহূর্তে ডুবতে থাকা অঞ্চল বা বিপজ্জনক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আবেদন জানিয়েছেন যে এইরকম উদ্ভূত পরিস্থিতিতে আমাদের সবার উচিত টিম ওয়ার্ক করা। ৬৮ টি বাড়ি যেগুলি একেবারে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সেখানকার বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে। 

    জোশীমঠে (Joshimath) আসার কথা রয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি দলেরও। এই মুহূর্তে জোশীমঠের (Joshimath)  সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় নির্মাণ কাজগুলোও বন্ধ রাখা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন জানায় যে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে ক্যাম্প তৈরি হয়েছে অস্থায়ী সেখানে সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে হোটেলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ২২৯টি ঘর এই মুহূর্তে দেওয়া হয়েছে মোট ১২৭১ জনের জন্য।

    কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জোশীমঠ (Joshimath)

    জোশীমঠের এই  উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানকার উদ্ধারকার্য চালানোর জন্য সেনাবাহিনী কাজ করছে। জোশীমঠ কূটনৈতিকভাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ ঠিক ১০০ কিলোমিটারের মধ্যে ভারত চীন সীমান্ত রয়েছে।

  • Rajasekhar Mantha: তিনদিন পরেও অধরা পোস্টার কাণ্ডের দুষ্কৃতীরা, নগরপাল-স্বরাষ্ট্রসচিবকে তলব রাজভবনের

    Rajasekhar Mantha: তিনদিন পরেও অধরা পোস্টার কাণ্ডের দুষ্কৃতীরা, নগরপাল-স্বরাষ্ট্রসচিবকে তলব রাজভবনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতির (Justice Rajasekhar Mantha) বাড়ির রাস্তায় পোস্টার মারা কাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতিরা। লেক থানার পর হেয়ার স্ট্রিট থানাতেও মামলা দায়ের হয়েছে। পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজও। তাও কেন গ্রেফতার করা হল না দোষীদের? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দোষীদের খোঁজ চলছে।

    এরই মাঝে নগরপাল এবং স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল (Justice Rajasekhar Mantha) সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের জরুরি তলবে মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বেনজির বিক্ষোভের জেরেই তাঁদের ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। 

    গত সোমবার হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বিরুদ্ধে পোস্টার সাঁটানো ঘিরে উত্তপ্ত হয় আদালত চত্বর। সোমবার সকালে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে, বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির চারদিকে এই সমস্ত পোস্টার দেখা যায়। কারা পোস্টার দিয়েছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে, সে দিনই কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। 

    এদিকে বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির আশপাশে পোস্টার লাগানোর ঘটনায় আগেই এফআইআর দায়ের করেছে লেক থানা। মামলা করতে চেয়ে আলিপুর আদালতের অনুমতিও চাওয়া হয় থানার তরফে। অনুমতি পাওয়ার পর এফআইআর দায়ের করা হয়।

    গত মঙ্গলবার আদলত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি মান্থা (Justice Rajasekhar Mantha)। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, এজলাসের বাইরের সিসিটিভি দেখে সেই সব ব্যক্তি এবং আইনজীবীদের শনাক্ত করতে হবে। এরপর বুধবার এজলাসের সামনে থেকে সেই অবস্থান তুলে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: “স্বামীজি বেঁচে থাকলে বাংলা থেকে প্রস্থান করতেন!”, সিমলা স্ট্রিট থেকে রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর

    আদালত অবমাননার রুলে কী বলা হয়েছে?

    ১. বিচারপতির (Justice Rajasekhar Mantha) সম্মানহানি হয় এ ধরনের অভিযোগের সঙ্গে তাঁর বাসস্থান নিয়ে ভুল এবং মিথ্যা তথ্য পোস্টারে লেখা হয়েছে।

    ২. এজলাসে দরজা বাইরে থেকে আটকে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মীদের ভিতরে প্রবেশ করতে না দিয়ে কিছু আইনজীবী এবং অন্য ব্যক্তিরা পরিষ্কারভাবে এই সাংবিধানিক আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করেছে।

    ৩. কিছু আইনজীবী এবং অন্য ব্যক্তিরা চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে, আদালতে ভয়ের পরিবেশ তৈরি করেন।

    ৪. পোস্টারে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ এনে আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। একজন বিচারপতির বাড়ি এবং হাইকোর্ট চত্বরে এই ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বেপরোয়া পোস্টার কলঙ্কজনক। এর মাধ্যমে আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা দেখা গিয়েছে।

    ৫. জনমানসে এবং মানুষের চোখে আদালত এবং বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর প্রবণতা দেখা গিয়েছে।

    ৬. বাইরে থেকে এজলাস বন্ধ করে এবং পোস্টার মেরে কিছু আইনজীবী এবং অন্য ব্যক্তিরা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের আত্মবিশ্বাস নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

        

     

  • Madvi Hidma: মাথার দাম ছিল ৪০ লক্ষ! খতম শীর্ষ মাওবাদী নেতা হিদমা, ছত্তিসগড়ে বড় সাফল্য বাহিনীর

    Madvi Hidma: মাথার দাম ছিল ৪০ লক্ষ! খতম শীর্ষ মাওবাদী নেতা হিদমা, ছত্তিসগড়ে বড় সাফল্য বাহিনীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাওবাদী হামলার ঘটনা ঘটলো ছত্তিসগড়ে। গতকাল সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীদের একটি দল। পাল্টা হামলায় এক শীর্ষস্থানীয় মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন ছত্তিসগড়ের একটি প্রত্যন্ত এলাকায় সিআরপিএফ ক্যাম্পে হেলিকপ্টার থেকে জওয়ানদের নামার সময় আচমকাই হামলা চালায় মাওবাদীরা। ছত্তিসগড়ের এই ক্যাম্প থেকে এখন ব্যাপক মাওবাদী বিরোধী অভিযান চালানো হচ্ছে আধা-সামরিক বাহিনীর পক্ষ থেকে। ছত্তিসগড় এবং তেলঙ্গানা সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।

    আজ জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিনে পড়ুন তাঁর কিছু অমর বাণী

    অভিযান চালাচ্ছে কোবরা বাহিনী

    মাওবাদী বিরোধী এই অপারেশন চলছে মূলত মাওবাদীদের কিছু সিনিয়র নেতাদের ধরা অথবা নিকেশ করার উদ্দেশ্যেই। এমনটাই জানা যাচ্ছে আধা-সামরিক বাহিনী সূত্রে। সিআরপিএফ জওয়ানদের মধ্যে থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা (CoBRA) টিম এই অপারেশনের চালাচ্ছে। দুর্গম এলাকাগুলি হেলিকপ্টারে করে পৌঁছাতে হচ্ছে তাঁদের। প্রত্যন্ত এলাকাগুলোতে নেমে কোবরা বাহিনীর এই অভিযান আগামীদিনেও চলবে বলে জানা যাচ্ছে। ছত্তিসগড়ের বিজাপুর এবং সুকমা জেলায় অবস্থিত বেশকিছু অঞ্চল এখনও মাওবাদী অধ্যুষিত। এই এলাকাগুলি তেলঙ্গানা সীমান্ত সংলগ্ন। 

    মৃত মাওবাদী নেতার পরিচয়

    সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে গুলির লড়াইতে শেষ পর্যন্ত মাওবাদীরা পিছু হঠে। এদিনের সংঘর্ষের ঘটনায় সিআরপিএফ জওয়ানদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে। তবে ছত্তিসগড়ের মাওবাদী নেতা মাডভি হিদমার (Madvi Hidma) মৃত্যু হয়েছে। ৪৩ বছর বয়সী এই নেতার মাথার উপর ৪০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রসঙ্গত ২০২১ সালের ৩ এপ্রিল ছত্তিসগড়ে যে ভয়ঙ্কর মাওবাদী হামলা ঘটেছিল তার পিছনে মাস্টারমাইন্ড ছিল এই মাডভি হিদমা (Madvi Hidma)। বস্তার জেলার এই হামলায় নিহত হয়েছিলেন ২২ জন জওয়ান এবং আহত হয়েছিলেন আরও ৩১ জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amit Shah: ‘কংগ্রেস ছাড়া আর কারও স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নেই, এই ধারণা ঠিক নয়’, বললেন শাহ

    Amit Shah: ‘কংগ্রেস ছাড়া আর কারও স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নেই, এই ধারণা ঠিক নয়’, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন (Armed Struggle) ভারতে (India) অহিংস আন্দোলনের সাফল্যের ভিত্তি ভূমি রচনা করেছিল। বুধবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে অহিংস আন্দোলনের ভূমিকা অস্বীকার করার নয়। আমি বলছি না যে স্বাধীনতার লড়াইয়ে অহিংস আন্দোলনের কোনও ভূমিকা নেই। অবশ্যই এই আন্দোলনের বিরাট ভূমিকা রয়েছে।

    অমিত বচন…

    তিনি বলেন, কংগ্রেস ছাড়া আর কারও স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নেই, এই ধারণাটা ঠিক নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী নিজেদের মতো করে লড়াই করেছেন, আলাদা আলাদা আদর্শে বিশ্বাসীরা নিজেদের মতো করে লড়াই করেছেন। তিনি বলেন, স্বাধীনতা আসলে সকলের মিলিত প্রচেষ্টার ফসল। অমিত শাহ বলেন, দেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ ভারতীয় ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। সশস্ত্র আন্দোলন এবং বিপ্লবীরা কখনও ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বিশেষ গুরুত্ব পাননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সত্য যে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলনের একটা নিজস্ব গুরুত্ব রয়েছে। দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তার একটা অবদান রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সশস্ত্র আন্দোলন গুরুত্বহীন ছিল।

    আরও পড়ুুন: ১৯ কোটি টাকা নিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা! বিস্ফোরক মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল

    অমিত শাহের (Amit Shah) মতে, স্বাধীনতার যুদ্ধে কংগ্রেসের নেতৃত্বাধীন আন্দোলন অবশ্যই বড় ভূমিকা নিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে অন্য বিপ্লবীরা গুরুত্বহীন। তাঁর অভিযোগ, আমাদের এমনভাবে ইতিহাস পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, যাতে অনেকের অবদান উপেক্ষিত থেকে গিয়েছে। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস নিজেদের অবদানকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চেয়েছে বলে মনে করেন শাহ। তাই এই যুদ্ধে আরও যাঁরা অংশ গ্রহণ করেছেন, তাঁরা উপেক্ষিত থেকে গিয়েছেন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে নানা সময় অভিযোগ উঠেছে নানা মহলে। এদিন শাহ (Amit Shah) বলেন, ভারতের স্বাধীনতার আন্দোলন সম্পর্কে যাঁদের বলার কথা ছিল, তাঁরা পুরো গল্প বলেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা বলেননি যে ভগৎ সিংকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন লাহোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মানুষ এতই আঘাত পেয়েছিলেন যে তাঁরা সেদিন বাড়িতে রান্না পর্যন্ত করেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে আরও সহজ করে তুলেছে। নতুন বছর ২০২৩ সালেও অনেক নতুন চমক আসতে চলেছে মার্ক জুকারবার্গের এই সংস্থা হোয়াটসঅ্যাপে ‌। 

    কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, যে সমস্ত ফিচার (WhatsApp New Feature) ইতিমধ্যে ব্যবহারকারীদের হাতে এসেছে সেগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনবরত কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। ২০২২ সালের ডিসেম্বর মাসেই এসেছিল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার (WhatsApp New Feature) ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন। এই ফিচারকে আরও আকর্ষণীয় এবং উন্নত করতে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ টিম। হোয়াটসঅ্যাপে যে কোনও নতুন ফিচার (WhatsApp New Feature) এলেই সাধারণত ট্যুইট করা হয় WABetaInfo এই ওয়েবসাইট থেকে। ইতিমধ্যে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে যে হোয়াটসঅ্যাপের  ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন এই ফিচারের নতুন আপডেট (WhatsApp New Feature) খুব শীঘ্রই আসছে।

    যেকোনও ছবি বা ভিডিও কিংবা ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে ক্যাপশন লেখার অপশন আসে। কিন্তু সমস্যা হতো অন্য কারও কাছ থেকে প্রাপ্ত ছবি বা ভিডিওর ক্যাপশন ফরওয়ার্ড করার কোন উপায় ছিল না। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ছবি বা ভিডিওটি ফরওয়ার্ড করতে হতো ক্যাপশন ছাড়াই অথবা ক্যাপশন দিতে চাইলে নিজেকে আবার নতুন ক্যাপশন লিখতে হতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। নতুন ফিচার (WhatsApp New Feature) আপডেট এলে অ্যালার্ট অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা যেকোনও ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময়। সেখানে ব্যবহারকারীকে জানানো হবে যে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করা হচ্ছে ক্যাপশন সমেত। তবে ব্যবহারকারী চাইলে ক্যাপশন রিমুভ করেও ছবি বা মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন, এমন অপশনও থাকবে।

LinkedIn
Share