Author: user

  • India Russia: এবার জাহাজ নির্মাণে ভারতকে সহায়তা করতে চাইল রাশিয়া, কেন জানেন ?

    India Russia: এবার জাহাজ নির্মাণে ভারতকে সহায়তা করতে চাইল রাশিয়া, কেন জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো। যুদ্ধ সরঞ্জাম থেকে অনেককিছুই আমদানি করা হয় রাশিয়া থেকে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির

    রাষ্ট্র সঙ্ঘে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পাশে থাকতে দেখা গেছে ভারতকে। এবার ভারতকে জাহাজ তৈরিতে সহায়তা করতে চাইল রাশিয়া। প্রসঙ্গত, G-7 দেশগুলি রাশিয়ার তেলের উপর প্রাইস ক্যাপ আরোপ করে। ভারত এই সিদ্ধান্তকে সমর্থন করেনি।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী 

    এদিন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রকও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। 

    আরও পড়ুন: ‘ভারতকে নিয়ে কৌতুহলী বিশ্ব’, জি-২০ সম্মেলন নিয়ে সর্বদল বৈঠকে বললেন মোদি

    শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া একসময় দেশের বৃহত্তম জাহাজ নির্মান সংস্থা ছিল। আজ অনেকটাই ক্ষতির সম্মুখীন এই সংস্থা।

    আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং অতিমারির মোকাবিলা করতে হবে একযোগে, বললেন মোদি  

    প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার (India Russia) মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আগামীদিনে তেল,পেট্রোলিয়াম জাত দ্রব্য, তরল প্রাকৃতিক গ্যাস, কয়লা, সার ইত্যাদি দ্রব্যের ব্যবসা দুই দেশের (India Russia) মধ্যে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াতে ভারতের রপ্তানি দাঁড়িয়েছে  প্রায় ১০,৬৫১ কোটি টাকা।

    আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kashmir Files: গোল্ডেন ফিল্ম অফ ইন্ডিয়ান সিনেমা আওয়ার্ড পেল কাশ্মীর ফাইলস

    Kashmir Files: গোল্ডেন ফিল্ম অফ ইন্ডিয়ান সিনেমা আওয়ার্ড পেল কাশ্মীর ফাইলস

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরি পন্ডিতদের উপর নির্মম অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি সিনেমা কাশ্মীর ফাইলস (Kashmir Files) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল এবছর। মিঠুন চক্রবর্তী, অনুপম খেরের অভিনীত এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই  সিনেমার প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কাশ্মীর ফাইলসকে (Kashmir Files) করমুক্ত ঘোষণা করে অনেক রাজ্য।

    আরও পড়ুন: পাশে বসে ‘বলিউড বাদশা’, জানতেই যা কাণ্ড করে বসলেন এই হলিউড সুপারস্টার

    দেশ বিদেশে বহু প্রশংসিত এই ছবির মুকুটে যোগ হল এবার নতুন আরেকটি পালক। Indian Television Awards (ITA) পেল কাশ্মীর ফাইলস। Golden Film of Indian Cinema হিসেবে এই আওয়ার্ড দেওয়া হয় কাশ্মীর ফাইলসকে (Kashmir Files)।

    আরও পড়ুন: পঞ্চম বিবাহবার্ষিকীতে ‘রোম্যান্টিক’ মুডে বিরাট, কিন্তু অনুষ্কা এ কী ছবি পোস্ট করলেন?

    কী বলছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ?

    এদিন আওয়ার্ড পাওয়ার পরে বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে লেখেন, “ধন্যবাদ জানাই Indian Television Awards কর্তৃপক্ষকে। কাশ্মীর ফাইলস (Kashmir Files) হল জনগনের সিনেমা, আমি এখানে শুধুমাত্র সত্য ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই আওয়ার্ড আমি উৎসর্গ করলাম কাশ্মীরের নিহত পন্ডিতদের, গণহত্যায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কাশ্মীরে যা ঘটেছিল তা ছিল একেবারে ধর্মীয় অত্যাচার”।

    আরও পড়ুন: প্রয়াত বিক্রম গোখলে ও তবসুমকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট বিগ বি-র
    প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী এবার নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন। The Vaccine War নামের এই সিনেমাটি এবছরেই মুক্তি পাবে বলে জানা গেছে।

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    পরিচালকের স্ত্রী পল্লবী যোশী জানিয়েছেন মোট দশটি ভাষাতে এই ছবি মুক্তি পাবে। ২০২৩ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। 

    আরও পড়ুন: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Agniveer: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর

    Agniveer: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌবাহিনী ০১/২০২৩ (May ২৩) ব্যাচের জন্য অগ্নিবীর (Agniveer) হিসাবে  অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীদের নিয়োগ করছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪০০টি শূন্যপদ রয়েছে (মহিলাদের জন্য রয়েছে ২৮০টি)। প্রার্থীর জন্ম ০১ মে ২০০২ – ৩১ অক্টোবর ২০০৫ এর মধ্যে হতে হবে। নির্দিষ্ট বার্ষিক ইনক্রিমেন্ট সহ প্রতি মাসে ৩০০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাতা দেওয়া হবে।

    ভারতীয় নৌবাহিনী নিয়োগ ২০২২-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীর (SSR) – ০১/২০২৩ ব্যাচের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে হবে। শর্টলিস্টিং (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা), ‘লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা’ এবং চূড়ান্ত নিয়োগ। সবশেষে হবে মেডিক্যাল পরীক্ষা। আবেদনের শেষ তারিখ ১৭-১২-২০২২।

    শিক্ষাগত যোগ্যতা:

    প্রার্থীকে অবশ্যই গণিত ও পদার্থবিদ্যার সঙ্গে ১০+২ পরীক্ষায় পাশ করতে হবে। এরসঙ্গে রসায়ন/জীববিদ্যা/কম্পিউটার সায়েন্স, এই তিনটি বিষয়ের মধ্যে একটি থাকতে হবে।

    পরীক্ষার বিভিন্ন ধাপ

    প্রথম ধাপ (INET – কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা)

    প্রথমে All India computer-based examination, INET পরীক্ষা হবে। প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।

    দ্বিতীয় ধাপ (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা)

    INET পরীক্ষায় বাছাই করা প্রার্থীদের (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা) দ্বিতীয় পর্যায় (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা) জন্য একটি কল-আপ লেটার দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়টি ভারতীয় নৌবাহিনীর ঠিক করে দেওয়া কেন্দ্রগুলিতে হবে। দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার সিলেবাস, অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ের জন্য আধার কার্ড সঙ্গে আনতেই হবে।

    তৃতীয় ধাপ (চূড়ান্ত নিয়োগের জন্য মেডিক্যাল পরীক্ষা)

    সমস্ত নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষা INS চিল্কায় নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।

    পরীক্ষার ফি:

     অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে ৫৫০ টাকা তার সঙ্গে ১৮% জিএসটি দিতে হবে।

    কীভাবে আবেদন করবেন:

    পদ্ধতিটি ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https: www.joinindiannavy.gov.in  গিয়ে  অনলাইন আবেদন করতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ

  • Primary Tet: শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বসতে বাধা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

    Primary Tet: শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বসতে বাধা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক টেট (Primary Tet) নিয়ে দূর্নীতির তদন্ত এখনও শেষ হয়নি । টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। সিবিআই তদন্তে জেলে রয়েছে প্রায় গোটা শিক্ষা দপ্তর। এই আবহেই নতুন করে টেট নেওয়ার ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Tet)। পূর্ব ঘোষণা মতো এদিন টেট পরীক্ষার আয়োজন করা হয়। তবে, টেট নিয়ে বিতর্ক যেন থামছে না। এবার বিবাহিত মহিলাদের শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিজেপি। জানা গিয়েছে, দিনহাটার গোপালনগর এম এস এস হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা (Primary Tet) দিতে এসে ঢুকতে বাধা পান বিবাহিত মহিলারা। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে তাদের বলা হয়, হলের ভিতর কোনও গয়না পরে যাওয়ার অনুমতি নেই। তাই বিবাহের প্রতীকরূপে যে গয়নাগুলি আছে অর্থাৎ শাঁখা-পলা খুলতে হবে নয়তো পরীক্ষায় বসা যাবেনা। দিনহাটার গোপালনগর এম এস এস হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে এই ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীদের একাংশ রাস্তায় নেমে পড়েন। তাঁরা বলতে থাকেন , “বাড়াবাড়ি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Tet), শাঁখা পলা হিন্দু ধর্মের পবিত্রতার প্রতীক, স্বামীর মঙ্গল কামনায় প্রত্যেক হিন্দু নারী শাঁখা পলা পরে, সর্বভারতীয় স্তরে ইউপিএসসি পরীক্ষাতেও এমন নির্দেশ নেই, যত কড়াকড়ি প্রাথমিক টেটে, স্বচ্ছতা রাখতে হলে আগে তাদের নিজেদের দূর্নীতি বন্ধ করা উচিত  “।

    বিজেপির প্রতিক্রিয়া

    দিনহাটার গোপালনগর এম এস এস হাইস্কুলের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, উত্তরবঙ্গের বিজেপি নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে  তিনি এই প্রতিবেদককে বলেন, ” এই ধরনের ঘটনা অনভিপ্রেত, ধর্ম পালনের অধিকার মানুষের মৌলিক অধিকার, ভারতের সংবিধান, এই অধিকার প্রতিটি নাগরিককে দিয়েছে। এভাবে কারও ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যায়না। প্রয়োজন হলে , প্রাথমিক শিক্ষা পর্ষদ শাঁখাপলা গুলি ভালো মত যাচাই করে নিতে পারত।” দীপকবাবু আরও জানান, ” প্রয়োজন হলে স্থানীয়ভাবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব”। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন। 

     

     

  • Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্মের (Pak Based OTT) ওয়েবসাইট, দুটি মোবাইল অ্যাপ্লিকেশন, চারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং একটি স্মার্ট টিভি অ্যাপ ব্লক করার জন্য নির্দেশ জারি করেছে। এমন ঘটনা এই প্রথম। অভিযোগ এই সমস্ত প্লাটফর্মগুলি (Pak Based OTT) থেকে ভারত বিরোধী বিভিন্ন ওয়েব সিরিজ সম্প্রচারিত করা হত যা দেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির জন্য ক্ষতিকর। পাকিস্তানের  Vidly TV 26/11-এর মুম্বই হামলার উপর “সেবক: দ্য কনফেশনস” নামের একটি ওয়েব সিরিজ আনে। এই ওয়েবসিরিজে উস্কানিমূলক এমন কিছু দেখানো হয় যা দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য একেবারেই ক্ষতিকারক। 
    এই ওয়েব সিরিজের তিনটি পর্ব আজ অবধি সম্প্রচারিত হয়েছে।

    আরও পড়ুন: শুক্রবার শহরে আসছেন অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক কী বলছে ?

    এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকেও (Pak Based OTT) ব্লক করার নির্দেশ জারি করেছে।
    কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা এদিন ট্যুইট করেন, ” পাকিস্তানের Vidly TV-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, ফেক এবং উস্কানিমূলক তথ্য পরিবেশন করার জন্য। ২০০৮ সালে মুম্বই হামলার ওপর তৈরি হয়েছিল এই ওয়েবসিরিজ”।

    আরও পড়ুন: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির? 

    ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এই ওয়েব সিরিজগুলিতে। অপারেশন ব্লু স্টার এবং এর প্রভাব, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা ইত্যাদি বিষয় নিয়ে  ভারত-বিরোধী  চিত্র ফুটে উঠেছে এই ওয়েব সিরিজগুলিতে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির 

    তথ্য ও সম্প্রচারক মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ওয়েব সিরিজগুলিতে ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা হয়েছে। শিখ সমাজকে বদলা নিতে বলা হয়েছে অপারেশন ব্লু স্টারের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     
  • Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুদের সঙ্গে বারে বসে আড্ডা দিচ্ছিলেন। যে সে ব্যক্তিত্ব নন। ইতালির (Italy) প্রধানমন্ত্রীর কাছের বন্ধু। এমন সময় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হল তাঁর। বন্দুকবাজের হামলায় মৃত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীর নাম নিকোলেটা গোলিসানো। নিকোলেটা গোলিসানো ছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ওই হামলায়।

    সূত্রমতে জানা গেছে, রোমের একটি বারে বসে কয়েক জন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন নিকোলেটা গোলিসানো। হঠাৎ সেখানে গুলি চলে। কাছের বান্ধবীকে হারিয়ে সোশাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর সঙ্গে বান্ধবী নিকোলেটার একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না।’

    আরও পড়ুন: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

    কীভাবে ঘটল এমন ঘটনা 

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোমের একটি বারে বসে রবিবার আরও কয়েক জন পরিচিতের সঙ্গে যখন গল্পগুজব করছিলেন ইতালির (Italy)  প্রধানমন্ত্রীর বান্ধবী তখনই সেই আড্ডার ঠেকে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। অভিযোগ, তিনি ঘরে ঢুকে পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত ৪ জন। তাঁদের মধ্যে মেলোনির বান্ধবী-সহ ৩ জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৫৭ বছরের ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে ইতালির (Italy) পুলিশ। অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    প্রত্যক্ষদর্শীদের বয়ান

    প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘লোকটি ঘরে ঢুকেই চিৎকার শুরু করল,তারপর বলতে থাকল, ‘আমি তোমাদের সকলকে মেরে ফেলব।’ তার পরেই গুলি চালাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Nasa Orion: ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করে পৃথিবীতে ফিরল ওরিয়ন স্পেস ক্যাপসুল

    Nasa Orion: ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করে পৃথিবীতে ফিরল ওরিয়ন স্পেস ক্যাপসুল

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ২৫ দিন চাঁদের চারিদিকে পরিভ্রমণ করার পর পৃথিবীতে ফিরে এল ওরিয়ন স্পেস ক্যাপসুল (NASA orion)। ক্ষিপ্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। ২০২৪ সালের শেষের দিকে নাসা চাঁদে পুনরায় মানুষ পাঠাতে চাইছে। তারই প্রস্তুতি পর্ব চলছে। মানে সবকিছু ঠিকঠাক থাকলে এই দশক শেষের আগেই নাসা চাঁদে আবারও মানুষ পাঠাতে পারবে, অন্তত নাসার বিজ্ঞানীদের এমনটাই ধারণা। তিনটি বড় বড় প্যারাশ্যুটের সাহায্যে ক্যাপসুলটি (NASA orion) এদিন অবতরণ করে। প্রায় ৫০ বছর পরে নাসা আবার এই ধরনের পরিকল্পনা নিয়েছে। ১৯৬৯ সালে নাসার প্রজেক্টের নাম ছিল অ্যাপোলো-১৭। এবার তাদের প্রজেক্টের নাম আর্টেমিস। 

    আরও পড়ুন: এক দশকের মধ্যে চাঁদে বাস করবে মানুষ! কী বললেন নাসার বিজ্ঞানীরা?

    নাসার বিবৃতি

    হিউস্টনে অবস্থিত নাসার এই মিশন অফিস। সেখানকার প্রধান নুজৌদ মেরেন্সি বলেন, “পরবর্তী মহাকাশ অভিযানে মানুষ থাকবে, এটা ভাবতে খুব ভালো লাগছে। আমরা উদগ্রীব। আমরা হয়তো আবার দেখব মানুষকে চাঁদে অবতরণ করতে, এটি এমন একটি মিশন যার স্বপ্ন আমরা সবাই দেখছি।” ২৫ দিনের অভিযানের পর ওরিয়নকে (NASA orion) অক্ষত অবস্থায় ফিরিয়ে আনাই ছিল নাসার প্রধান উদ্দেশ্য। ৪০ হাজার কিলোমিটার বেগে ওরিয়ন (NASA orion) পৃথিবীতে প্রবেশ করে। অত্যন্ত আধুনিক তাপ নিরোধক ব্যবস্থা ছিল ওরিয়নে (NASA orion), যা এর আগে কোনও মহাকাশযানে ব্যবহার করা হয়নি।

    আরও পড়ুন: একযোগে বিশ্বের ৮টি দেশ মিলে তৈরি করছে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, জানুন বিস্তারিত

    এটি দুবার চাঁদের ১৩০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পেরেছে। পৃথিবী থেকে এটি ৪,৩০,০০০ কিলোমিটার অতিক্রম করতে পেরেছে। চাঁদের অত্যন্ত কাছ থেকে ওরিয়নের (NASA orion) তোলা ছবি দেখে মহাকাশ বিজ্ঞানীরা আশ্চর্য হয়েছেন। যার মধ্যে একটি ছবি ছিল ‘পৃথিবীর উদয়’। পৃথিবী থেকে আমরা যেমন সূর্যোদয় ও চন্দ্রোদয় দেখতে অভ্যস্ত, ঠিক তেমনভাবেই, চাঁদ থেকে পৃথিবীর উদয় কেমন লাগে, তার ছবি পাঠায় ওরিয়ন। সেই ছবি দেখে বিজ্ঞানীরা অভিভূত হয়ে গেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Suvendu Adhikari: “১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই”, হাজরার সভা থেকে ‘হুঙ্কার’ শুভেন্দুর

    Suvendu Adhikari: “১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই”, হাজরার সভা থেকে ‘হুঙ্কার’ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা মোড়ে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। দক্ষিণ কলকাতায় বিজেপির (BJP Rally in Hazra) এই সভা ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। শুভেন্দুও তাঁর সমর্থকদের নিরাশ করেননি। মঞ্চে দাঁড়িয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তিনি। একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে সুর চড়ালেন শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। অভিষেককে ‘বাবুসোনা’ বলে সম্বোধন করে কটাক্ষ করেন তিনি। আবার পুলিশের ভূমিকা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা।

    হাজরার মঞ্চ থেকে হুঙ্কার শুভেন্দুর

    কয়েকদিন আগেই শুভেন্দুর (Suvendu Adhikari) গড় কাঁথিতে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই পালটা ডায়মন্ডহারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। আর এজন্যে কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানান অভিষেক। সেই বিষয়টিকে তুলে এনে এদিন শুভেন্দু বলেন, “বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা।”

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

    আবার রাজ্যে উঠতে থাকা একের পর দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারির পর সবথেকে বড় কেলেঙ্কারি হল কয়লা কেলেঙ্কারি। ২৪০০ কোটি টাকার কেলেঙ্কারি। তার ১০০০ কোটি টাকা বাবুসোনা খেয়ে নিয়েছেন।” বিরোধী দলনেতা এদিন হাজরার সভার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন। এদিন রাজ্য পুলিশকেও ছেড়ে কথা বলেননি তিনি। তিনি রাজ্য পুলিশকে কটাক্ষ করে শাসকদলের উদ্দেশে বলেন, “পুলিশ আছে বলে আপনারা আছেন। সংসদে নতুন বিল এলে আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের সরকার। ‘ওয়ান নেশন ওয়ান পুলিশ’ যখন হবে, তখন কোথায় যাবেন?”

    আবার বিরোধী দলনেতা (Suvendu Adhikari) কয়েকমাস ধরেই দাবি করেছিলেন যে, ১২, ১৪ ও ২১ ডিসেম্বর মাসের এই তিনটি দিন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজ, ১২ ডিসেম্বরে এখনও তেমন কিছু না হলে প্রশ্ন উঠতে শুরু হলে শুভেন্দু তার ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২,১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। তবে সেটা ১৪ ফেব্রুয়ারি হবে না। আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বেই। শুধু সময়ের অপেক্ষা।”

  • Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    Rohit Sharma: চোটের জন্য দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত! বাংলাদেশের বিরুদ্ধে দলের নেতা লোকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুড়ো আঙুলে চোটের কারণে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা থেকে গেলো। রোহিতের জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

    দলে বাংলার ঈশ্বরণ

    বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগেই ভারতীয় দল ঘোষণা হয়েছিল। রোহিত (Rohit Sharma) চোট পাওয়ায় নতুন করে দল সাজাতে হয়েছে নির্বাচকদের। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন রোহিত। মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন রোহিত। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। তাঁর আঙুলের চিকিৎসা চলছে। রোহিতের জায়গায় স্কোয়াডে এসেছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। ভারতীয় এ দলের হয়ে তিনি দারুণ পারফর্ম করেছেন। দুটি সেঞ্চুরিও রয়েছে। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রচুর রান করেছিলেন অভিমন্যু। অনেক দিন ধরেই ভারতের সিনিয়র দলে তাঁকে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। রোহিতের চোট সেই সুযোগ এনে দিলো অভিমন্যুকে।

    আরও পড়ুন: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    তবে বাংলাদেশ সফর ভালো যাচ্ছে না ভারতের। এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হারতে হয়েছে দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল বেঙ্গল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পান রোহিত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন তাঁর পক্ষে আর হয়তো ব্যাট করা সম্ভব নয়। তবে রোহিত স্ক্যান করিয়ে মাঠে ফিরে এসেছিলেন। দলের কঠিন সময়ে নেমেছিলেন ব্যাট করতে। ২১ বলে ৫১ রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ভারতীয় দলে চোট সমস্যা ক্রমশ গভীর হচ্ছে। এই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা। এখন দেখার যাবতীয় বাধা অতিক্রম করে ভারতীয় দল টেস্ট সিরিজে বাংলাদেশকে হারাতে পারে কি না?

    ভারতীয় টেস্ট দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা ( সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  •  Qatar World Cup: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

     Qatar World Cup: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপে নিজের ফুটবল জীবনের শেষ ম্যাচটি খেললেন এই কিংবদন্তি খেলোয়াড়। এদিন মরক্কোর বিপক্ষে এক গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা ৩৭ বছর বয়সী CR7. রোনাল্ডোর এমন আবেগঘন মুহুর্তের ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করতে দেখা গেছে তার ভক্তদের।

    কে জানতো মরক্কো এমন চমক দেখাবে বিশ্বকাপে! তবে চমক বলুন বা অঘটন! বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। এর আগে বিদায় হয়েছে নেইমারদের। এবার রোনাল্ডোদের! প্রথম ম্যাচে সৌদির কাছে মেসিদের পরাজয়, সেও ছিল এক অঘটন! শেষ ষোলোয় প্রতিবেশী স্পেনের পর পর্তুগালও মরক্কোর কাছে পরাস্ত হল। এই বিশ্বকাপ নিশ্চয় স্মরণীয় হয়ে থাকবে অঘটনের কাতার বিশ্বকাপ হিসেবে। ২০১৬ ইউরোতে পর্তুগালকে শিরোপা এনে দিয়েছিলেন রোনাল্ডো। কেরিয়ারের শেষটা তবে সুন্দর হল না।

    বিদায় নেইমারদেরও

    অন্যদিকে বিশ্বকাপের শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার । কিন্তু কাজেই এল না নেইমারের চোখ ধাঁধানো গোল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। 
    দূর্দান্ত খেলা শুরু করেছিলেন নেইমার। পেদ্রোর সঙ্গে বল পাশ কাটানো চলছিল । সেখান পাকুয়েতার সঙ্গে বল দেয়ানেয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছিলেন নেইমার। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার। কিন্তু না শেষ রক্ষা হয়নি ১১৭ মিনিটের মাথায় কামব্যাক করে ক্রোয়েশিয়া। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে শেষ পর্যন্ত ফের ডমিনিক লিভাকোভিচের সৌজন্যে শেষ চারে চলে গেল ক্রোয়েশিয়া।
     
    নেইমার, রোনাল্ডোদের বিদায়ের পর ফুটবলপ্রেমীরা মেতে আছে মেসিকে নিয়ে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share