Author: user

  • MP Bus Accident: দীপাবলিতে ফিরছিলেন বাড়ি, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৫ জন শ্রমিকের

    MP Bus Accident: দীপাবলিতে ফিরছিলেন বাড়ি, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৫ জন শ্রমিকের

    মাধ্যমিক নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়ানক বাস দুর্ঘটনা (MP Bus Accident)। মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর আহত হয়েছেন ৪০ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক জানা গিয়েছে,  একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

    আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিপত্তি বাড়ল অনুব্রতের! আজই দিল্লিতে ইডির হাতে সায়গল    

    জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় মধ্যপ্রদেশের রেবাতে জাতীয় সড়কের উপর উল্টে যায় যাত্রী ভাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বাসের যাত্রীরা অধিকাংশই দীপাবলিতে বাড়ি ফিরছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন।  

    পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২০জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, “বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নিহতরা হায়দরাবাদে দিনমজুরের কাজ করতেন। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

     


    যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র বলেছেন, “এই দুর্ঘটনা অতি বেদনাদায়ক।” রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, “মনে হচ্ছে সামনের ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটেছিল ট্রলি ট্রাকের। এই আবহে ট্রাক চালক ব্রেক কষলে পেছনের বাসটি এসে ট্রাকে ধাক্কা মারে। উদ্ধার অভিযান চালানো হয় ঘটনার পরপরই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

      

  • Dirtiest Man: ৭০ বছর পর স্নান করেই মারা গেলেন ইরানের এক ব্যক্তি

    Dirtiest Man: ৭০ বছর পর স্নান করেই মারা গেলেন ইরানের এক ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানি নাগরিক আমু হাজি (Amou Haji )বিশ্বের সবচেয়ে অপরিস্কার মানুষ কয়েক দশক ধরে স্নান করতেন না। স্থানীয়দের দাবি, আমু জল ও সাবান ভয় পেতেন। এছাড়াও যৌবনে একটি হৃদয় বিদারক ঘটনার কারণে স্নান করা বন্ধ করে দেন। কয়েক মাস আগেই গ্রামবাসীরা তাঁকে এক প্রকার জোর করে স্নান করান। এই ঘটনার কয়েক মাস পরেই মারা গেলেন তিনি।

    [tw]


    [/tw]

    ইরানের সংবাদসূত্রে জানা গিয়েছে, ইরানের ফার্স প্রদেশের দেজগাহ গ্রামে খুপরি দিয়ে তৈরী একটি ঘরে বসবাস করতেন।

    [tw]


    [/tw] 

    ইরানি এক সংবাদমাধ্যম ২০১৪ সালের তাদের একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানিয়েছিল,আমু হাজি সাধারণত তাঁর গ্রামের পাশ দিয়ে যাওয়া সড়কে দুর্ঘটনায় যেসব প্রাণী মারা যেত সেগুলোর মাংস থেকেই জীবন ধারণ করতেন। পশুপাখির মল দিয়ে তৈরি এক ধরনে্র পাইপ সেবন করতেন তিনি। আমু হাজি বিশ্বাস (Amou Haji)করতেন, স্নান করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। সে সময় তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, আমু হাজি একই সময়ে একাধিক সিগারেট/পাইপ খেতেন।

    [tw]


    [/tw] 

    হাজির মৃত্যুর পর, “বিশ্বের সবচেয়ে অপরিস্কার মানুষ” এর  খেতাবটি ভারতের মহারাষ্ট্রে ৬৭ বছর বয়সী একজন ভারতীয় ব্যক্তির কাছে যাবে যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে স্নান করেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • World Polio Day: আজ বিশ্ব পোলিও দিবস, জেনে নিন পোলিও রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    World Polio Day: আজ বিশ্ব পোলিও দিবস, জেনে নিন পোলিও রোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্ব পোলিও দিবস, এই দিবসটি প্রথম পালিত হয় রোটারি ইন্টারন্যাশনাল দ্বারা জোনাস এডওয়ার্ড সল্কের জন্মবার্ষিকী স্মরণে।  জোনাস এডওয়ার্ড সল্ক( ২৮ অক্টোবর ১৯১৪ -২৩ জুন ১৯৯৫) ছিলেন একজন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। যিনি পোলিও বা পোলিওমাইলাইটিসের বিরুদ্ধে একটি প্রথম  প্রতিষেধক আবিষ্কার করেছিলেন।
    পোলিও এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি একব্যক্তি থেকে অন্য ব্যক্তি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। এই রোগে আক্রান্ত রোগীর পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। সাধারণত এই ভাইরাস  শিশুসহ কিশোরদের বেশি সংক্রমিত করে। 

    [tw]


    [/tw] 

    পোলিও রোগের লক্ষণ-

    রোগীর প্রথম দিন সামান্য সর্দি, কাশি এবং জ্বর হলেও, দিন দুই পরে থেকে মাথা ব্যাথার সাথে সাথে  ঘাড় শক্ত হতে শুরু করে। এমনকি রোগীর হাত অথবা পা অবশ হয়ে যায়।রোগী দাঁড়াতে পারে না, দাঁড়ানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়।রোগীর  আক্রান্ত অঙ্গ ক্রমশ দুর্বল হয় এবং পরে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে।
    ধীরে ধীরে এক বা একাধিক অঙ্গ অবশ হয়ে  যেতে শুরু করে আক্রান্ত অঙ্গের মাংসপেশী শিথিল হয়ে যায়, অনেক সময় চর্মসার হয়ে পরে । শ্বাস প্রশ্বাসের পেশী অবশ হয়ে শ্বাস বন্ধ হয়ে রোগী মারাও যেতে পারে।
    তবে সবচেয়ে মারাত্মক এই যে শতকরা ৯৫ ভাগ পোলিও আক্রান্ত রোগীর শরীরে তেমন কোন উপসর্গ দেখা যায় না।

    পোলিও ভ্যাকসিন ভারতে চালু করা হয়েছিল সম্প্রসারিত প্রোগ্রাম (ইপিআই, 1978) এবং ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম (ইউআইপি, 1985) এর সহায়তায় 1995 সালের অনেক আগে।
    কিন্তু জাতীয় টিকা দিবস, যা সাধারণত পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম নামে পরিচিত,তা শ্রীমতী ইন্দিরা  এবং রাজীব গান্ধীর  আমলে ভারতে 1995 সালে চালু হয়েছিল। 

    [tw]


    [/tw] 

    সবচেয়ে সাফল্যের খবর হল  জানুয়ারি ২০১১ থেকে ভারতে আর কোনো পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি; ফলশ্রুতিতে ফেব্রুয়ারি ২০১২ সালে ভারতকে WHO এর পোলিও আক্রান্ত দেশের তালিকা থেকে বাদ দেয়া হয়। ২০১৪ সালের মার্চে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। ২০০৮ সালের পর মাত্র তিনটি দেশে পোলিও মহামারী দেখা গেছে: নাইজেরিয়া, পাকিস্তান ও আফগানিস্তান। ভারতে ভবিষ্যতে আর কোনো শিশু পোলিও রোগে আক্রান্ত না হলেই স্বার্থক হবে আজকের বিশ্ব পোলিও দিবস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

    ALH Helicopter: ফের চীন সীমান্তে সেনা চপার ভেঙ্গে পড়ার পরেই ঘটনার তদন্তে সেনা

     মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার (২১ অক্টোবর) সকালেই অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সেনার একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter) মিগিং নামে এক গ্রামের কাছে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছিল। বেশ কয়েক ঘণ্টার তল্লাশির পর, মিলেছিল তার ধ্বংসাশেষ। সেনা সূত্রে জানা গিয়েছিল, হেলিকপ্টারটির ৪ জন জওয়ানের দেহ পাওয়া গেলেও একজনের দেহ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার পঞ্চম জওয়ানের দেহও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল।

    আরও পড়ুন: অরুণাচলে ভেঙে পড়ল সেনার চিতা হেলিকপ্টার, মৃত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার 

    দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং জায়গাটি কোনও সড়কপথে যুক্ত নয়।একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া মিগিং গ্রামে যাওয়ার অন্য কোনও রাস্তা নেই। ফলে, গাড়ি বা অন্য কোনও যানবাহন যাওয়ার উপায় নেই। তাই, সেনাবাহিনী ও বায়ুসেনার তিনটি যৌথ দল একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার নিয়ে উদ্ধারকার্য চালাতে বেশ বেগ পেতে হয়েছিল।
    সেনাসূত্রে তরফে জানানো হয়েছে মৃত ৫ জন জওয়ানের মধ্যে ২ জন অফিসার পদমর্যাদার পাইলট ছিলেন। মৃতরা হলেন মেজর বিকাশ ভাম্ভু, মেজর মুস্তফা বোহরা, সিএনএফ অশ্বিন কে ভি, হাভিলদার ব্রিজেশ সিনহা, এবং রোহিতস্য কুমার। হাবিলদার ব্রজেশ সেনার দেহটি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানা যায়। এই জওয়ান অসমের বাসিন্দা ছিলেন।

    [tw]


    [/tw] 

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দুর্ঘটনার ঠিক আগেই এটিসিকে (ATC) সতর্কবার্তা পাঠিয়েছিলেন ওই বিমানের পাইলট। কপ্টারে যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, সেটা নাকি এটিসিকে জানিয়েও দিয়েছিলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে নাকি পাইলট নাকি এটিসিকে ‘মে ডে কল (May Day Call) পাঠিয়েছিলেন। যার অর্থ তাঁর কপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এ এস ওয়ালিয়া জানান,  কী ধরনের যান্ত্রিক ত্রুটি, সেটা দেখার জন্য ‘কোর্ট অব এনকোয়ারি’ বসানো হবে।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, চলতি মাসেই এনিয়ে দ্বিতীয়বার হেলিকপ্টার দূর্ঘটনা ঘটল।  ৫ অক্টোবর তাওয়াং এলালায় একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে একজন পাইলট মারা যান। ১৯৯৫ সাল থেকে থেকে অরুণাচল প্রদেশে এখন পর্যন্ত ১৩টি সেনা বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তাতে মারা গিয়েছেন ৪৭ জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Cyclone Sitrang: সিত্রাং এর প্রবাহে দীপাবলির আলো ম্লান হবার মুখে

    Cyclone Sitrang: সিত্রাং এর প্রবাহে দীপাবলির আলো ম্লান হবার মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও নতুন ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে আমাদের রাজ্যে, সিত্রাং নামক ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে। পোর্টব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থান করেছে এই  নিম্নচাপ এবং সাগরদ্বীপ থেকে ১৪৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করেছে। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে আগামীকাল সোমবার দীপান্বিতা কালীপূজার দিন  পশ্চিমবঙ্গে এবং পরবর্তী দিন মঙ্গলবার বাংলাদেশের উপকূলের তিনকোনা দ্বীপের উপর আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।

    পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, নদীয়ায় ভারী বৃষ্টিপাত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সোমবার সর্বোচ্চ ৬৫ কিমি আর মঙ্গলবার ৯০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
    তবে দুই পরগণা আর দুই মেদিনীপুরে ১১০ কিমি বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা। 
     সরকারের পক্ষ থেকে উপকূলীয় এলাকার সতর্কতা জারি করা হয়েছে এবং সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। 

    [tw]


    [/tw]

    সুন্দরবন কোস্টাল থানার তরফ থেকে মাইকে করে বিশেষ সতর্কতা মূলক প্রচার চালানো হয়েছে, মৎস্যজীবিদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের কয়েকটি দিন বিশেষ সতর্কতায় কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তেমন বুঝলে ফ্ল্যাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। 
    এই ঝড় পাশ্ববর্তী রাজ্য উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভারতে যাবে। এই ঘুর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাজ্যে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝে মাঝে ঝড় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। 
    কালীপূজার দিন সকাল থেকে নবান্নে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিব সহ প্রশাসনের শীর্ষকর্তাদের।

    নবান্নের তরফ থেকে উপকূলীয় জেলার প্রশাসনকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে।  সাইক্লোন সিত্রাং মোকাবিলায় এনডিআরএফের তরফ থেকে থাকবে পশ্চিমবঙ্গে ১৪টি পরিষেবা দল রাজ্যের উপকূল সহ বিভিন্ন স্থানে । ৪টি দল থাকবে দক্ষিন ২৪ পরগণায়, ২ দল থাকবে উত্তর ২৪ পরগণা ,৩ টি দল  পূর্ব মেদিনীপুর আর ১ টি দল পশ্চিম মেদিনীপুর,হুগলি ও নদীয়ায় থাকবে। এবং কলকাতা কর্পোরেশনে থাকছে দুটো দল।
    দক্ষিণ ২৪ পরগনার মধ্যে রয়েছে সাগর, কাকদ্বীপ, গোসাবা, কুলতলি, উত্তর ২৪ পরগনার মধ্যে রয়েছে সন্দেশখালি এবং হাসনাবাদ। এছাড়া পূর্ব মেদিনীপুরের মধ্যে  দিঘাতে রয়েছে একটি টিম, রামনগরে দুটি টিম এবং হলদিয়াতে এনডিআরএফের টিম রয়েছে। হুগলির আরামবাগ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশ্চিম মেদিনীপুরে হাসিমপুর, নদিয়া হরিণঘাটাতেও এনডিআরএফ টিম মোতায়েন রয়েছে। মূল কন্ট্রোলরুম খোলা হয়েছে হরিণঘাটাতে সেকেন্ড ব্যাটেলিয়নের এনডিআরএফের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বার-  ৮০১৭১৬৬৬৫৫ । ২৪ ঘণ্টা এই হরিণঘাটার মেইন কন্ট্রোল রুম থেকেই চলবে গোটা পরিস্থিতির উপর নজরদারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • ISRO OneWeb Satellite Launch: আজই প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইসরো

    ISRO OneWeb Satellite Launch: আজই প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইসরো

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)  তাদের সবচেয়ে ভারী রকেট লঞ্চ ভেহিকেল LVM3-M2-তে ৩৬টি ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইটের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ করতে প্রস্তুত। ৪৩.৫  মিটার লম্বা রকেটটি রবিবার ভারতীয় সময় রাত ১২টা বেজে ৭ মিনিটে  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। রকেটটিকে ৮ হাজার  কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করার ক্ষমতার রয়েছে। এই কারণে রকেটটি সবচেয়ে ভারী হতে পারে বলে ইসরো সূত্রে খবর ।

    [tw]


    [/tw] 

    রবিবারের উৎক্ষেপণটি ইসরোর কাছে তাৎপর্যপূর্ণ কারণ LVM3-M2 মিশনটি সফল হলেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার বাজারে প্রবেশ করতে পারবে। ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ওয়ানওয়েব (One Web) নামে একটি ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানির এর মধ্যে বাণিজ্যিক চুক্তি হিসেবে মিশনটি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে  ইসরো।

    [tw]


    [/tw] 

    মহাকাশ সংস্থার মতে, মিশনটি ওয়ানওয়েবের ৩৬ টি স্যাটেলাইটকে নিয়ে ৫৭৯৬  কেজি  ওজনের সবচেয়ে ভারী  ওজন বহন করবে। এলভিএম-থ্রি হল একটি তিন পর্যায়ের বাহন যেখানে দুটি সলিড মোটর স্ট্র্যাপ-অন, একটি লিকুইড প্রপেলান্ট কোর স্টেজ এবং একটি ক্রায়োজনিক স্টেজ রয়েছে।নতুন রকেটটি একটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন বর্গের উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম।এই এনভিএম থ্রি রকেটকে আগে জিএসএলভি এমকে থ্রি বলা হত। ওয়ানওয়েব ইন্ডিয়া-১ মিশনের এলভিএম থ্রি-এম২ রকেট যাচ্ছে মহাকাশে।

    মহাকাশ বিজ্ঞানের জগতে ভারত প্রতিদিনই একাধিক নতুন মাত্রা তৈরি করছে। এই মিশন সফল হলে সরকারি, ব্যবসায়িক ও বিভিন্ন সংযোগের ক্ষেত্রে ‘জেন ওয়ান এলইও কনস্টেলেশন’ এর হাত ধরে আরও উচ্চ গতি সম্পন্ন সংযোগ পাওয়া যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Diwali 2022: দীপাবলীতে প্রবীণদের জন্য উপহার, ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই

    Diwali 2022: দীপাবলীতে প্রবীণদের জন্য উপহার, ফিক্স ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি উৎসব (Diwali 2022) শুরু হওয়ার ঠিক এক দিন আগে, ভারতের সবচেয়ে বড়ো সরকারী  ব্যাংক বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার  ২৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই আমানতকারীদের মধ্যে খুশীর ঝড় উঠেছে। নতুন রেটগুলি ₹২ কোটির নিচে থাকা FD অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। এসবিআই সূত্রে জানা গিয়েছে ২২ অক্টোবর থেকে এই নিয়মটি কার্যকর করা হবে৷ তারা আরও জানান, এই স্কিমের ফলে মূলত প্রবীণ নাগরিকরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন৷

    এসবিআই ফিক্সড ডিপোজিটের নতুন রেট:

    ১ বছর বা তার কম সময় অন্তত ২১১ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৮০ বেসিস পয়েন্ট দ্বারা সুদের হার বর্তমানের ৪.৭০ থেকে বেড়ে ৫.৫০ হবে।

    ব্যাঙ্ক বর্তমানে দেওয়া ১৮০ দিনের ফিক্স ডিপোজিটে ৪.৬৫% এর তুলনায় ২১০ দিন মেয়াদী এফডি-তে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.২৫% করেছে।  একই রকম বৃদ্ধি করা হয়েছে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিটে সুদ ৫.৬৫% থেকে বেড়ে ৬.২৫% হয়েছে।

    বর্তমানে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডিতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সুদের হার ৪% থেকে ৪.৫০% করা হয়েছে।
    দীর্ঘ মেয়াদে, স্টেট ব্যাংক ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৬.১০% করেছে এবং ১০ বছরের মেয়াদ কালীন ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়েছে  ৫.৮৫%।

    সর্বাধিক, একজন প্রবীণ নাগরিক ৫ বছর বা ১০ বছর  মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০% হারে বর্তমানের ৬.৬৫% থেকে ২৫ বেসিস পয়েন্টের হিসেবে বেশি উপার্জন করতে পারবেন।  
    তবে ৭দিন থেকে ৪৫ দিনের মধ্যে খোলা ফিক্সড ডিপোজিটে ৩.৫০% হিসেবে সুদের হার অপরিবর্তিত থাকছে।

    এর আগেও এসবিআই সিনিয়র সিটিজেনদের জন্য ‘ইউ কেয়ার ফিক্সড ডিপোজিট’ নামে একটি স্কিম এনেছিল। সাধারণ প্রকল্পে পাঁচ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৪ শতাংশ। সেখানে প্রবীণ নাগরিক স্পেশ্যাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২০ শতাংশ হয়েছে। এই স্কিমের বিশেষত্ব, ৬০ বা তার বেশি বয়সের যে কেউই বিনিয়োগ করতে পারেন। কমপক্ষে পাঁচ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। তবে তার আগেও টাকা তোলা যায়। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত সুদ পাওয়া যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    T20 World Cup: ভিন গ্রহের ক্রিকেটার কোহলি! অভিমত আক্রামের, বিরাট বন্দনায় মেতে পাক ক্রিকেটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলি। একার হাতেই তিনি দলকে জিতিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। তবে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় কোহলি বন্দনায় মেতেছেন। যা মূলত দেখা যেত শচীন তেন্ডুলকরের ক্ষেত্রে। বর্তমানে বিরাট কোহলিও প্রতিপক্ষ দলের থেকেও সমীহ ও সম্মান পাচ্ছেন একইভাবে।

    রোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে পাকিস্তান। উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত। একটা সময় অবশ্য কিছুটা পাল্লা ভারি ছিল পাকিস্তানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে বাবর আজমদের মুখের গ্রাস কেড়ে নেন কোহলি একাই। ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রাম কোহলির প্রশংসা করে বলেন, ‘বর্তমান সময়ে আমার দেখা সেরা ব্যাটসম্যান কোহলি। ওর ব্যাটিং থেকে চোখ ফেরানো যায় না। গত ১৫ বছর ধরে রান করছে। রান তাড়া করার ক্ষেত্রে ওর ব্যাটিং গড় অতুলনীয়। কোহলিকে দেখে মনে হয় যেন ভিন গ্রহের ক্রিকেটার।’ 

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    স্বভাবতই হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপই আমাদের জয়ের আশা জল ঢেলে দিল। কোহলির ইনিংসটা সত্যিই অনবদ্য।’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা ট্যুইটবার্তায় বলেন, কোহলি একজন ক্লাসিক ক্রিকেটার।

    পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ পাক ক্রিকেটারদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কোহলির প্রশংসা করেছেন….

    প্রাক্তন পাক পেসার ওয়াহাব রিয়াজ লিখেছেন—-

    দেশের পরাজয়ে মন খারাপ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিকের। তবে এমন একটি উপভোগ্য ম্যাচ দেখে তিনি কতটা খুশি, ধরা পড়েছে তাঁর ট্যুইটে

  • India VS Pakistan: বিরাটের দুরন্ত পারফরম্যান্সে শেষ বলে জয় টিম ইন্ডিয়ার

    India VS Pakistan: বিরাটের দুরন্ত পারফরম্যান্সে শেষ বলে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবার্নে বিরাট দীপাবলী পালন করছে ভারতীয়রা। ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনা সাক্ষী রইল মেলবোর্নের ৯০ হাজারের বেশি দর্শক। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে হারের মধুর প্রতিশোধ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। কোহলীর চওড়া ব্যাটে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল রোহিতরা।

    গত কয়েক বছর ধরেই বিরাটকে সইতে হয়েছে অবজ্ঞা, অপমান, উপেক্ষার জ্বালা। হাত থেকে গিয়েছে জাতীয় দলের নেতৃত্ব । এমনকি জাতীয় দল থেকে বাদ পড়ার কথাও শুনতে হয়েছে। ‘ফুরিয়ে গিয়েছেন,’ ‘বুড়ো হয়ে গিয়েছেন’ শব্দ বন্ধনী আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাঁকে। এর আগে এশিয়া কাপেই নিজের ফর্মের ঝলক দেখিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাটে রান পেয়েছিলেন দুবাইয়ে।

    তবে এই তাঁর মহারাজকীয় প্রত্যাবর্তনের জন্য আরও বড় মঞ্চ তৈরি রেখেছিলেন। যে বিশ্বকাপ থেকে লজ্জার বিদায়ে ক্যাপ্টেন হিসাবে এক বছর আগে মাথা হেঁট হয়ে গিয়েছিল, সেই বিশ্বকাপ প্ল্যাটফর্মেই অতিমানবীয় ইনিংস খেললেন বিরাট। সম্মোহিতের মত এতে আত্মসমর্পণ করে ছাড়া যাতে উপায় ছিল না পাকিস্তানের।

    [tw]


    [/tw]

    কোহলি যে সময় ব্যাট করতে নেমেছিলেন ভারত তখন অথৈ জলে হাবুডুবু খাচ্ছে। রবিবার ১৬০ স্কোরকেও এক সময় টিম ইন্ডিয়ার কাছে পাহাড়-প্রমাণ ঠেকাচ্ছিল। দ্রুত একের পর এক উইকেট খুঁইয়ে ইনিংসের শুরুতেই ভারতের হার প্রায় নিশ্চিত হতে চলেছিল।

    ভারতের টপ অর্ডার কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। যার চাপ পড়ে টিমের মিডল অর্ডারে। পাওয়ার প্লে-র মধ্যেই দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ভারত টপ অর্ডার । কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পরে লোয়ার অর্ডারকে বাঁচাতে সাত-তাড়াতাড়ি নামানো হয় অক্ষর প্যাটেলকে। তিনিও দ্রুত রান আউট হয়ে যাওয়ার পর মাত্র ৩১ রানে দাঁড়ায়। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৪ উইকেট খুইয়ে মাত্র ৪৫ জোটে। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরানো অকল্পনীয় মনে হচ্ছিল।

    তবে লক্ষ্য কঠিন হলেও তবে অসম্ভব ছিল না। কেন না, ক্রিজে বিরাট-হার্দিক জুটি। ব্যাটে-বলে টাইম করতে গোটা ইনিংস জুড়েই হার্দিক সমস্যায় পড়লেও  ৩৭ বলে ৪০ রানের দাঁত কামড়ে থাকা হার্দিকের সঙ্গেই কোহলি পঞ্চম উইকেটের পার্টনারশিপে তুললেন ১১৩ রান। হঠাৎ যে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, সেই ম্যাচেই পাল্টা লড়াই জমিয়ে দেন দুজনে।

    [tw]


    [/tw]

    শেষ ওভার যেন কমেডি অফ এরর। রানের লক্ষ্য দাঁড়ায় ১৬ । বাঁ হাতি স্পিনার মহম্মদ নওয়াজকে আক্রমণে আনেন বাবর। হার্দিক পান্ডিয়া বরাবর স্ট্রাইক করতে সমস্যায় পড়ছিলেন। তিনি শেষ ওভারের প্ৰথম বলেই হাঁকাতে গিয়ে সোজা ক্যাচ তুলে বিদায় নিলেন। বিরাট ও হার্দিকের জুটি ভাঙ্গে। পরের দুই বলে উঠল মাত্র ৩ রান। তবে চতুর্থ বলেই নাটকীয় ঘটনা। হাই ফুলটসে কোহলি মাঠের বাইরে বল পাঠানোর পরে আম্পায়ার উচ্চতার জন্য নো দেন। ফ্রি-হিটে কোহলি বোল্ড হলেও দৌঁড়ে তিন রান নেন বিরাট। শেষ ২ বলে ২ রান। পঞ্চম বলে স্টাম্পড দীনেশ কার্তিক।শেষ বলে ২ রান। ক্রিজে অশ্বিন। অশ্বিন মিড অফের উপর দিয়ে খেলে সিঙ্গল নিয়ে জয় নিশ্চিত করেন। এই মুহূর্তের আগে অবধি ভারতীয় সমর্থকদের যেন হৃদযন্ত্র খুলে বসতে হয়েছিল। জয় নিশ্চিত হতেই বিরাট নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। হাঁটু মুড়ে বসে পড়েন বিরাট । উইকেটের মধ্যে মারেন ঘুসি।হেলমেট খুলে বার বার আকাশের দিকে তাকাচ্ছিলেন। মাঝে মধ্যে হাঁফ ছাড়তে দেখা যাচ্ছিল। সত্যিই তো, মেলবোর্নের মাঠে ইনিংসের শুরুতে যে ভাবে তিনি দু’রান, তিন রান নিয়েছেন তাতে ক্লান্তি আশা স্বাভাবিক। কিন্তু ক্লান্তির থেকেও অনেক বেশি স্বস্তি দেখা যাচ্ছিল কোহলির মুখে।

    আজীবনের চেজ মাস্টার বিরাট পুনরায় ফর্ম ফেরায় ইনিংস জুড়ে আরও কিছু রেকর্ডের অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ekta Kapoor Diwali Party: জমজমাট একতা কাপুরের দিওয়ালি পার্টি, উপচে পড়েছিল পুরো বলিউড

    Ekta Kapoor Diwali Party: জমজমাট একতা কাপুরের দিওয়ালি পার্টি, উপচে পড়েছিল পুরো বলিউড

    মাধ্যম নিউজ ডেস্ক: আলোর উৎসবে পুরো দেশ সাজতে শুরু করে দিয়েছে। সেখানে বলিউড কেন পিছনে থাকবে! বলিপাড়াতেও পুরোদমে চলছে দিওয়ালি সেলিব্রেশন। প্রায়ই তারকাদের ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে দিওয়ালির বিভিন্ন অনুষ্ঠানে। গতকাল, শনিবার রাতে একতা কাপুর ধামাকাদার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে যেন চাঁদের হাট বসেছিল। বলিপাড়ার কে না ছিলেন সেখানে! কিন্তু বাকি তারকাদের থেকে এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল যে, এই পার্টিতে দেখা গিয়েছিল করণ জোহার, কঙ্গনা রানাউত ও তাপসী পান্নুকে। তাঁদের একে অপরের সঙ্গে সম্পর্ক যে একেবারেই ভালো নয় তা সবারই জানা।

    গতকাল একতা কাপুরের জমজমাট পার্টিতে উপস্থিত ছিলেন বড় পর্দার তারকাদের থেকে শুরু করে ছোট পর্দার তারকারাও। এদিন উপস্থিত ছিলেন একতা কাপুরের বাবা জিতেন্দ্র, রাকেশ রোশন, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, পত্রলেখা, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, দিশা পাটানি, কৃতি শ্যানন, শমিতা শেট্টি, শিল্পা শেট্টি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, মৌনি রায়, রিয়া কাপুর, হিনা খান, কারিশমা তান্না, অঙ্কিতা লোখান্ডে, তাঁর স্বামী ভিকি জৈন, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ আরও অনেকে।

    [insta]https://www.instagram.com/p/CkCw-_rI8m2/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CkB0f22Bwww/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে এদিন কঙ্গনা, করণ ও তাপসীকে একই পার্টিতে দেখে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে বিশেষ কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি তাঁকে। তবে অঙ্কিতা লোখন্ডে ও স্বামী ভিকি জৈনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কারণ তাঁদের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ভালো। তবে করণ ও তাপসীকে এড়িয়ে চলেছেন কঙ্গনা। ওঁরাও এড়িয়ে গিয়েছেন তাঁকে।

    [insta]https://www.instagram.com/reel/CkB0YylKqA3/?utm_source=ig_web_copy_link[/insta]

    এদিন একতার কাপুরের বাবা অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে রাকেশ রোশনকে ছবি তুলতে দেখা গিয়েছে। এদিনের সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল। একাধিক ছবি, ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাপারাৎজিরা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ভিডিও, ছবি পোস্ট করতেই থাকেন। পার্টিতে উপস্থিত সকলের সাজই ছিল নজরকাড়া।    

LinkedIn
Share