Author: user

  • Ekbalpur Mominpur: হাত রয়েছে আল কায়দা ও আইসিসের! মোমিনপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

    Ekbalpur Mominpur: হাত রয়েছে আল কায়দা ও আইসিসের! মোমিনপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: একবালপুর-মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় হাত রয়েছে আল কায়দা ও আইসিসের। তাদের প্রচ্ছন্ন মদতে এই ঘটনা ঘটেছে বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তাঁর দাবি,  এই হামলার জন্য ৫০০০ হিন্দু নিজেদের ঘর বাড়ি ছেড়ে কলকাতা থেকে পালিয়েছেন। তিনি বলেন, “আমি কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ করছি যে, এই ঘটনায় আপনাদের তিন জন আহত হয়েছেন। তিন জন আইপিএস আছেন হাসপাতালে। তবু আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন না?”

    পুলিশের উদ্দেশে শুভেন্দু বলেন যে, “আপনারা বিজেপি নেতাদের ওই এলাকায় ইচ্ছা করে যেতে দেননি। অনেক এলাকায় ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পুলিশ আমাদের রাজ্য সভাপতিকে গ্রেফতার করেছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে শুভেন্দু বলেন, “ওঁরা জঘন্যরকম ভাবে হামলা চালাচ্ছে। আমরা চাই না বাঙালি হিন্দুরা আর এখান থেকে চলে যাক। আমরা এই বিষয় নিয়ে বাংলার রাজ্যপালকেও চিঠি লিখেছি। এই নিয়ে সঠিক প্রমাণ দিয়ে চিঠি লিখেছি স্বরাষ্ট্রমন্ত্রীকেও”। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তোলেন তিনি।

    আরও পড়ুন: গোষ্ঠী হিংসা এখন রাজ্যে খুবই স্বাভাবিক ঘটনা! মোমিনপুর-কাণ্ডে মমতার সরকারকে দুষলেন অমিত মালব্য

    উল্লেখ্য, শনিবার রাত থেকে দফায় দফায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একবালপুর-মোমিনপুর অঞ্চল। ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বোতল ছোড়াছুড়ি-ইটবৃষ্টি হয়। অভিযোগ করা হয় বোমাবাজিও। শনিবার রাতের পর, রবিবার সন্ধ্যায়  ফের উত্তেজনা ছড়ায় একবালপুর থানা এলাকায়। এরপরই, একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের দুই ডিসি-সহ ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় দু’পক্ষের বেশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী (Police Force)। নামানো হয়েছে র‍্যাফ  (RAF)।

    আরও পড়ুন: মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার সুকান্ত মজুমদার, নিয়ে আসা হল লালবাজার

    সোমবার বিজেপির পর্যবেক্ষক দল ওই অঞ্চলে যেতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। আটক করা হয় বিজেপির রাজ্য  সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে, কলকাতার জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপির বিধায়করা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু।

    মোমিনপুরে কেন ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রয়েছে সিইএসসি আধিকারিকদের কাছে জানতে চান রাজ্যের বিরোধী নেতা। এ প্রসঙ্গে তিনটি দাবি তোলেন শুভেন্দু। তিনি বলেন, অবিলম্বে ওই অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন তাঁদের রাজ্য সরকার আর্থিকভাবে সাহায্য করুক। যত শীঘ্র সম্ভব দোষীদের গ্রেফতার করা হোক।

     

     

     

  • Microplastics found in human breast milk: মায়ের দুধও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানাল বিশেষজ্ঞরা

    Microplastics found in human breast milk: মায়ের দুধও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জানাল বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মায়ের বুকের দুধে (Breast Milk) প্রথমবারের মতো মাইক্রোপ্লাস্টিক (Microplastic) (অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা) শনাক্ত করেছেন ইতালীয় বিজ্ঞানীরা। এতে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, এর মধ্য দিয়ে নবজাতকের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে।

    সম্প্রতি পলিমারস সাময়িকীতে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের বুকের দুধে যেসব মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে তার মধ্যে রয়েছে পলিথিন, পিভিসি এবং পলিপ্রোপিলিনে মতো ক্ষতিকারক রাসায়নিক উপাদান।

    বিজ্ঞানীরা ইতালিতে সুস্বাস্থ্যের অধিকারী ৩৪ জন মায়ের বুকের দুধের নমুনা সংগ্রহ করেছিল। সন্তান জন্মদানের এক সপ্তাহ পরই মায়েরা নমুনা দিয়েছেন। গবেষণায় দেখা গেছে, তিন-চতুর্থাংশ নমুনার মধ্যেই মাইক্রোস্কপিক প্লাস্টিক কণার অস্তিত্ব আছে।এর আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় নবজাতকের মস্তিস্কে মাইক্লোপ্লাস্টিকের সন্ধান পাওয়া যায়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত নবজাতকদের জন্য মায়ের দুধের কোনও বিকল্প নেই। শিশুকে প্লাস্টিকের বোতল ব্যবহার করে গুঁড়া দুধ বা অন্য যে কোনো ‘ফর্মুলা দুধ’ পান করানোর মাধ্যমেও শিশুর শরীরে উচ্চমাত্রায় প্লাস্টিক কণা প্রবেশ করতে পারে।

    [tw]


    [/tw] 

    গবেষণায় অংশ নেওয়া মায়েদের খাবারের ধরন, প্লাস্টিকের মোড়কজাত পানীয় পান ও সামুদ্রিক খাবার গ্রহণ, প্লাস্টিকের মোড়কজাত প্রসাধনীর ব্যবহারসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। তবে বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির সঙ্গে এগুলোর কোনো ধরনের সংযোগ পাওয়া যায়নি।

    ইতালির পলিটেকনিকা দেল মারচে বিশ্ববিদ্যালয়ের গবেষক ভ্যালেন্তিনা নোতারস্তেফানো বলেন, মায়েদের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির ফলে নবজাতকরা চরম বিপন্ন অবস্থায় পড়বে। ফলে নারী যখন গর্ভবতী থাকেন এবং শিশুকে বুকের দুধ পান করান তখন তার শরীরে যাতে প্লাস্টিকের উপস্থিতি না থাকে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, আমাদের গবেষণার ওপর ভিত্তি করে মায়ের বুকের দুধ শিশুকে পান করানো কমিয়ে দেওয়া উচিত হবে না। কিন্তু রাজনীতিকদের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা দূষণ কমিয়ে আনার জন্য আইন করেন।

    প্রসঙ্গত, প্লাস্টিকের কারণে নানারকম স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। বিশেষ করে প্লাস্টিককে নরম করতে ব্যবহার করা হয় পথালটেস নামের একটি রাসায়নিক পদার্থ। এই পদার্থটি মানুষের যৌন হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • AAP Minister Resign: হিন্দু দেবতাদের না মানার নিদান দিয়ে চাপে পড়ে কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা মন্ত্রী রাজেন্দ্র পালের

    AAP Minister Resign: হিন্দু দেবতাদের না মানার নিদান দিয়ে চাপে পড়ে কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা মন্ত্রী রাজেন্দ্র পালের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু দেবদেবীর আর পুজো নয়, আম আদমি পার্টি (AAP)-এর এই শপথের এই ভাইরাল ভিডিয়ো ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল। গত বুধবার নয়াদিল্লির আম্বেডকর ভবনে এক সংগঠনের ধর্মান্তকরণের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন AAP মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম (Rajendra Pal Gautam)। সেখানেই তিনি শপথবাক্য পাঠ করেন। এরপরেই বিতর্কের মুখে পড়েন তিনি। 

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে, অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমকে বলতে শোনা যায়, “আমার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপর কোনও আস্থা নেই। আমি এই দেবতাদের পুজো করি না। রাম বা কৃষ্ণের উপরেও আমার কোনও আস্থা নেই। তাঁদের অবতার বলে চালানো হচ্ছে। এঁদের পুজো আমি করি না।এছাড়াও ওই ধর্মান্তকরণ সভায় মন্ত্রীকে ১০০ এরও বেশি মানুষকে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করার জন্য শপথ পাঠ করাতে দেখা যায়। এই ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে পড়েন কেজরিওয়াল সরকারের মন্ত্রী। এই ঘটনার পর থেকেই সুর চড়াতে শুরু করে বিজেপি।

    [tw]


    [/tw]

    বিজেপির(BJP)তরফ থেকে বলা হয়, এই অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু ও বৌদ্ধ-দুই ধর্মেরই অপমান করেছেন রাজেন্দ্র। সেই সঙ্গে হিন্দু বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।এর প্রত্যুতরে মন্ত্রী বলেন, আমি বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই নিয়ে কারওর অসুবিধা হচ্ছে কেন? সংবিধানে সমস্ত ধর্মপালন করার স্বাধীনতা রয়েছে।

    [tw]


    [/tw]

    সরকারি ভাবে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি আম আদমি পার্টি। তবে সূত্র মারফত জানা গিয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল এই গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ। তবে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে বিজেপিকেই দুষেছেন রাজেন্দ্র। তিনি বলেছেন, দেশের কয়েক কোটি মানুষ এই শপথ নেন। কিন্তু এই নিয়ে বিজেপি অযথা অশান্তি তৈরি করছে। আমাকে ও আমার দলকে অপমান করার চেষ্টা করছে। প্রাক্তণ মন্ত্রী টুইটারে তিনি লেখেন, আজকের দিনে মহর্ষি হিসেবে বাল্মকীর আত্মপ্রকাশ ঘটেছিল আর আজকের দিনেই মান্যবর কাশীরাম সাহেবের মৃত্যুবার্ষিকী। আজকের এই পুণ্যতিথিতে আমি অনেক বন্ধন থেকে মুক্ত হলাম। আজ আমার নবজন্ম হল। এখন থেকে আমি শুধুমাত্র সমাজের হিতের জন্য কাজ করব

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Moderna vaccine increase cardiac arrest: কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে করোনার এমআরএনএ ভ্যাকসিন

    Moderna vaccine increase cardiac arrest: কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে করোনার এমআরএনএ ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাস(Covid Virus) প্রতিরোধে এমআরএনএ (Moderna vaccine) ভ্যাকসিন হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ফ্লোরিডার শল্য চিকিৎসক জোসেপ এ লাদাপো। তিনি একটি প্রতিবেদনে এই ভ্যাকসিন ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন এমআরএনএ ভ্যাকসিনের ডোজ নেবার পর মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে।

    এই চিকিৎসক আরও জানিয়েছেন, COVID-19 mRNA ভ্যাকসিনগুলির (Vaccine) বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। তাতে সাধারণ মানুষের সচেতন হওয়ার সময় এসেছে। এই বিশ্লেষণে দেখা গিয়েছে এমআরএনএ ভ্যাকসিনের জেরে ১৮-৩৯ বছর বয়সীদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা বেড়ে গিয়েছে। ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ হেলথের তরফে করোনা ভ্যাকসিনের উপর পরীক্ষা করা হয়েছে।

    গবেষণায় জানা গিয়েছে এই এমআরএনএ টিকা নেওয়ার ২৮ দিনের মধ্যেই ১৮-৩৯ এর কমবয়সী পুরুষদের মধ্যে হৃদরোগে আক্রান্ত (Cardiac arrest) হবার সম্ভাবনা ৮৪ শতাংশ অবধি বাড়িয়ে দিয়েছে। যারা আগে থেকে হৃদরোগের আক্রান্ত তাঁদের ঝুঁকি আরও বেশী।

    আরও পড়ুন: হৃদরোগ নিয়ন্ত্রণের উপযুক্ত খাদ্য

    গবেষণা অনুসারে চিকিৎসক লাদাপো জানিয়েছেন, এমআরএনএ নয় এমন ভ্যাকসিনগুলোও পরীক্ষা করে দেখা হয়েছে। তবে সেক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেরকম দেখতে পাওয়া যায়নি। এক্ষেত্রে ভ্যাকসিনগুল আর পাঁচটা ভ্যাকসিনের মতো ব্যবহার করে। লাদাপো জানিয়েছেন, শুধু ভ্যাকসিন উৎপাদন করলেই হল না। ভ্যাকসিনগুলো কতটা নিরাপদ, সেটা যাচাই করে নেওয়া দরকার। তিনি বলেন, করোনার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা অবহেলা করা হয়েছে। যা কখনই কাম্য নয়।

    ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় মূলত এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে ভ্যাকসিন তৈরির ওপর জোর দেওয়া হয়। আমেরিকাতে প্রথম যে দুটি ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল, তা এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি করা হয়েছিল।

    এদিকে, ভারতের প্রথম এমআরএনএ ভ্যাকসিন GEMCOVAC-19 জরুরি ব্যবহারের জন্য শীঘ্রই পাওয়া যাবে।ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল এই ভ্যাকসিনের জরুরি ভিত্তিক ব্যবহারে শীঘ্রই অনুমোদন দেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। যেখানে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Mental Health Tips: এই চারটি পুষ্টির ঘাটতি যা মানসিক ভাবে প্রভাব ফেলে

    Mental Health Tips: এই চারটি পুষ্টির ঘাটতি যা মানসিক ভাবে প্রভাব ফেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: পুষ্টির ঘাটতি বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বিদ্যমান। এই ঘাটতিগুলো পূরণ না হলে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা এবং নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ আমাদের শরীরে সমস্ত প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে পারে। পুষ্টির ঘাটতি শরীরের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্থ করে।

    মানবদেহে সবচেয়ে বেশি পুষ্টির ঘাটতি হয় সাধারণত প্রোটিন, ভিটামিন এ, জিঙ্ক এবং আয়রনের অভাবে। তবে আশার কথা হলো সঠিক মাত্রায় পুষ্টি গ্রহণের মাধ্যমে পুষ্টির ঘাটতিগুলো প্রতিরোধ করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক পুষ্টির সাধারণ ঘাটতিগুলো এবং সেগুলো প্রতিরোধের উপায়-

     ১)প্রোটিন: সাধারণত ছোট শিশুরা প্রোটিন বা অপুষ্টি ভোগে। তবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা অ্যানোরেক্সিয়া বা দীর্ঘ সময় ধরে উপবাস কিংবা অনাহারে থেকেছেন তারাও অপুষ্টিতে ভোগেন। বিভিন্ন বয়স অনুসারে সুষম খাদ্য গ্রহণ পুষ্টির এই ঘাটতিগুলো রোধে সহায়তা করতে পারে। শরীরের তাপ উত্পাদন, দেহের হজমক্রিয়া নিয়ন্ত্রণ, দেহতন্তুর ক্ষতিপূরণ ও শরীরস্থ উপাদানসমূহ নির্মাণ প্রোটিন খাদ্যের কাজ। শরীর গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। আমাশয় রোগে প্রোটিন বিশেষ প্রয়োজন।

    ২)আয়রণ: সাধারণত ভিটামিন এবং খনিজ গ্রহণের অভাবে আয়রণের ঘাটতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আয়রণের অভার রক্তস্বল্পতা সৃষ্টির মূল কারণ।শরীরের রক্ত চলাচল প্রক্রিয়ায় সাহায্য করে হিমোগ্লোবিন। আর রক্তে হিমোগ্লোবিন তৈরি করে আয়রন। গর্ভবতী মা ও শিশুর সুস্থতার জন্য আয়রন সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গভর্বতী মহিলাদের আয়রনযুক্ত খাবার যেমন- মাছ,ডিম, ডাল খাওয়া প্রয়োজন।

    ৩) ভিটামিন এ: ভিটামিন এ চর্বিযুক্ত দ্রবণীয় ভিটামিন।ভিটামিন এ’কে রেটিনল বলা হয় কারণ এটি রঙ্গক (পিগমেন্ট) উৎপাদনে সহায়তা করে যা চোখের রেটিনার গঠনে সাহায্য করে। আপনি জেনে অবাক হতে পারেন যে ভিটামিন এ’র অভাব বিশ্বব্যাপী অন্ধত্বের অন্যতম সাধারণ কারণ।ভিটামিন এ একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা আপনাকে ফ্রি র‍্যাডিকেলগুলির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। আপনার শরীরের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ভিটামিন এ’র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করা হয়। তাই এই ভিটামিন শিশুদেরও অত্যন্ত প্রয়োজনীয়।

    ৪)দস্তা: জিঙ্ক বা দস্তা প্রয়োজনীয় খনিজ যা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। মানবদেহের বিভিন্ন প্রক্রিয়া যেমন ইমিউন ফাংশন, প্রোটিন সংশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ, জিঙ্ক প্রকাশ এবং ক্ষত নিরাময়ের জন্য দস্তা প্রয়োজন। গর্ভবতী মহিলা এবং শিশুদের বিশেষ করে শরীরের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য দস্তা প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Python in School Bus: আস্ত ছাগল গিলে স্কুল বাসে ঢুকে পড়ল বিশালাকার অজগর

    Python in School Bus: আস্ত ছাগল গিলে স্কুল বাসে ঢুকে পড়ল বিশালাকার অজগর

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল বাসে মিলল এক অতিকায় অজগর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার রায়ান ইন্টারন্যাশানাল স্কুলের (Ryan International School) একটি বাসে। স্কুলবাসে এত বড় অজগরটি দেখার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বন দফতরের একটি দল। ঘন্টাখানেকের প্রচেষ্টায় অবশেষে জালে ধরে ফেলা হয় অজগরটিকে।

    রবিবার স্কুল ছুটি থাকায় বাসের চালক বাস নিয়ে নিজের গ্রামে চলে গিয়েছিল। রবিবার দুপুরে গাড়ি নিয়ে শহরে ফেরার সময় আচমকাই সিটের নিচে দেখা যায় বিশালাকার ওই অজগরটিকে। তা দেখেই চক্ষু চড়়কগাছ চালক, কন্ডাক্টরের। দৌড়ে বাস থেকে নেমে তাঁরা চিৎকার জুড়ে দেন। তা শুনে পথচলতি মানুষ ভিড় জমায়। পৌঁছে যায় পুলিশও। বাসে উঠে দেখা যায়, পালানোর পথ না পেয়ে পাইথনটি বাসের মেঝের একটি গর্তে ঢোকার চেষ্টা করছে। খবর দেওয়া হয় বন দফতরকে। তাঁরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে জালবন্দি করতে সক্ষম হয়। হাফ ছেড়ে বাঁচেন সকলে।

    [tw]


    [/tw]

    জানা গিয়েছে, চালকের গ্রামের বাড়িতে যেখানে বাসটি রাখা ছিল তার আশেপাশেই চরছিল কয়েকটি ছাগল। পাইথনটি ছাগল শিকার করতেই বেরিয়েছিল। কিন্তু মানুষের আনাগোনার আওয়াজ পেয়ে পাইথনটি বাসে ঢুকে পড়ে। কিন্তু আর বেরোতে পারেনি।

    ঘটনার একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বন দফতরের কর্মীরা সেই সাপটিকে উদ্ধার করছেন। স্কুল বাসের নিচ থেকে অজগরটিকে টেনে তুলছেন এক কর্মকর্তা, ভিডিয়োতে দেখা গিয়েছে।

    বন বিভাগের কর্মকর্তাদের মতে, ধরা পড়া অজগরটির ওজন প্রায় ৮০ কেজি এবং দৈর্ঘ্য সাড়ে ১১ ফুট। তাকে নিরাপদে ডালমাউয়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানের পর অজগরটিকে কোনও মতে নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে, রবিবার হওয়ায় স্কুল বন্ধ ছিল। তাই কোনও প্রাণহানি হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Mamata-Modi-Sourav:  আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    Mamata-Modi-Sourav: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবার তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,  “আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।”

    আরও পড়ুন: নামিবিয়ার জয়ে ভারত কী গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়া সমীকরণ?

     সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, “আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷” উল্লেখ্য, সৌরভের সঙ্গেই বিসিসিআইয়ে সচিব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, দুই জনেই আরও একটি টার্ম পদে থাকতে পারতেন। কিন্তু জয় শাহ থাকলেও সৌরভকে বাদ দেওয়া হয়। এ নিয়ে ক্রমাগত জলঘোলা হচ্ছে। 

    আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত 

    এই আবহে মুখ্যমন্ত্রী সৌরভের হয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন,”সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে,সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হল। বিসিসিআই তাঁকে আইসিসিতে মনোনীত করুক। জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷” মমতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতা ছিল, আছে এবং থাকবেও। এই বিতর্ক জুড়ে উনি সৌরভের প্রতিষ্ঠা, সম্মান ও মর্যাদাহানি করছেন।” তাঁর প্রশ্ন, সৌরভ যদি বাংলার গর্ব হন তাহলে শাখরুখ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp Edit Feature: এবার ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও মিলবে এডিটের সুযোগ

    Whatsapp Edit Feature: এবার ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও মিলবে এডিটের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি এবার মেসেজ এডিটিংয়ের সুবিধা নিয়ে আসছে। মেটা মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে মেসেজটিকে এডিট করার সুযোগ দেবে। এই ফিচারটি এখন অ্যান্ড্রয়েড 2.22.22.14 ভার্সনে উপলদ্ধ থাকবে।

    হোয়াটসঅ্যাপের তরফ থেকে এবিষয়ে  তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে  এই ফিচারটি সম্পর্কে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনও পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। ইতিমধ্যে গুগল চ্যাটে (Google Chat) এই সুবিধা পাওয়া যায়।

    [tw]


    [/tw] 

    তবে শুধুমাত্র এখন নয়। এর আগেও ২০১৭ সালে এই ফিচারটি টেস্ট করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এবার ফের নতুন করে হোয়াটসঅ্যাপের এই ফিচারটিকে বাজারে আনা হয়েছে।

    জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার ব্যবহারকারীদের বহু-অনুরোধে এডিট বোতামটি চালু করেছে। যদিও শুধুমাত্র কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ফিচারটি উপলব্ধ এবং শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যুইটার এই ফিচারটি শীঘ্রই আনা হবে।

    নতুন এই এডিট ফিচারটির আইকন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে Info, কপি অপশন থাকে ঠিক তার পাশেই থাকবে এডিট অপশন। এর জন্য কোনও পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। এবং তারপর ওই মেসেজের উপরে দেখা যাবে একাধিক অপশন। তার মধ্যেই থাকবে এডিট মেসেজ অপশন।

    বর্তমানে ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনের বিটাতেই পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং iOS-এও এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • World Cup T20:  নামিবিয়ার জয়ে ভারত কি গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-২০ বিশ্বকাপের নয়া সমীকরণ?

    World Cup T20: নামিবিয়ার জয়ে ভারত কি গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-২০ বিশ্বকাপের নয়া সমীকরণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই অঘটন। শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে নামিবিয়া চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের আসরকে করে তুলেছে জমজমাট। চিন্তার ভাঁজ ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের কপালে। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ভারত। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডের ফলাফলের আঁচ এসে পড়ছে তাঁদের ওপর‌‌।

    প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় তারা হয়ত গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন হতে পারবে না। তারা দ্বিতীয় স্থানে থেকে মূল পর্বে যেতে পারে। যদি তা-ই হয়, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সুপার ১২ পর্বে গ্রুপ-২ এ থাকবে তারা। অর্থাৎ যে গ্রুপে ভারত রয়েছে। একইভাবে কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ-বি’তে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও সুপার ১২ এ গ্রুপ-২ এই যোগ দেওয়ার কথা। কারণ ওয়েস্ট ইন্ডিজ হয়তো গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন হতে চলেছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন সুপার ১২ পর্বে গ্রুপ-২ এই পৌঁছে যাবে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা সেক্ষেত্রে একই গ্রুপে যাবে। যেখানে আগে থেকেই রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। অর্থাৎ গ্রুপটি কার্যত ‘গ্রুপ অফ ডেথ’ হয়ে যাবে।

    আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত 

    শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত বা পাকিস্তান সকলেই সেমিফাইনালের দাবিদার। কিন্তু একই গ্রুপে থাকায় সকলের উপরই চাপ বাড়বে। চাপ থাকবে ভারতের ওপরও। সেমিফাইনালে ওঠা কঠিন হবে রোহিতদের। সব ম্যাচেই নিজেদের উজাড় করে দিতে হবে। 

     এক নজরে ভারতের খেলাগুলো:

    ১. ১৭ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া (ওয়ার্ম আপ ম্যাচ সকাল ৯টা ৩০মিঃ)

    ২. ১৯ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড (ওয়ার্ম আপ ম্যাচ বেলা ১টা ৩০মিঃ)

    ৩. ২৩ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান (বেলা ১টা ৩০মিঃ)

    ৪. ২৭ অক্টোবর – ভারত বনাম A2 (বেলা ১২টা ৩০মিঃ)

    ৫. ৩০ অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (বিকেল ৪টা ৩০মিঃ)

    ৬. ২ নভেম্বর – ভারত বনাম বাংলাদেশ (বেলা ১টা ৩০মিঃ)

    ৭. ৬ নভেম্বর – ভারত বনাম B1 (বেলা ১টা ৩০মিঃ)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: বিদায় নিচ্ছে বর্ষা? রাজ্যজুড়ে কমল তাপমাত্রা

    Weather Update: বিদায় নিচ্ছে বর্ষা? রাজ্যজুড়ে কমল তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। বাতাসে আদ্রতার পরিমাণ অনেকটাই কমেছে। এমতাবস্থায় সকালের দিকে তাপমাত্রা সামান্য হলেও হ্রাস পেয়েছে রাজ্য জুড়ে। আপাতত রাজ্যের কোথাওই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি এবং ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও তা কতটা সক্রিয় হবে, এবং বাংলার ওপরে তার কতটা প্রভাব পড়বে, তা এখনও নিশ্চিত করেননি আবহাওয়াবিদদের।      

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত আরও তীব্র হয়ে ২০-২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে বলে মত আবহবিদদের। তবে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে কি না, তা পরবর্তীতে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হবে বলে সূত্রের খবর। নিম্নচাপের প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তা-ও হাওয়া অফিসের তরফে নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। 

    আরও পড়ুন : সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি আদালতের  

    এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।   

    প্রসঙ্গত, উৎসবের আমেজে মেতে রয়েছে দেশ। সদ্য পেরিয়েছে দুর্গা পুজো। সপ্তাহ শেষেই কালীপুজো এব‌ং দীপাবলির উৎসব পালিত হবে ঘরে ঘরে। দুর্গা পুজোতে বৃষ্টি বেশ খানিকটা বিঘ্ন ঘটিয়েছে। আবার কালী পুজোর সময়ে বৃষ্টি হলে দেশবাসীর আলো-উৎসব উদ্‌যাপনে ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা-বাণিজ্যও।     

    দুর্গাপুজোর সময় বাংলা-সহ একাধিক রাজ্যে বৃষ্টিপাতের কারণে উৎসবের মজা মাটি হয়েছিল। এ বার কালীপুজোর মজাও মাটি হয় কিনা এখন তা সময়ই বলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share