Author: user

  • Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    Dibrugarh Express: দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শুনেছিলেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক! তদন্তে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) একজন চালক দাবি করেছেন যে ট্রেন লাইনচ্যুত হওয়ার আগে তিনি জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল। গোটা ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল। উত্তরপ্রদেশের গোন্ডাতে বৃহস্পতিবার ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে এমন দাবি করেন রেলের এক চালক। রেলের (Indian Railway) তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চালকের এই বিবৃতি স্বীকারও করে নেওয়া হয়েছে।

    ২ জন চালকই সুরক্ষিত (Dibrugarh Express)

    প্রসঙ্গত, আটটি বগি চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express) লাইনচ্যুত হয় মতিগঞ্জ ঝিলাই রেলওয়ে স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় এই দুর্ঘটনায় চারজন মানুষ মারা গেছেন এবং কুড়ি জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে দুজন চালকই সুরক্ষিত রয়েছেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রেলের তরফে। একজন চালক যাঁর নাম হল ত্রিভুবন তিনি দাবি করেছেন যে লাইনচ্যুত হওয়ার আগে ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। রেলমন্ত্রী (Indian Railway) ইতিমধ্যে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং গুরুতর জখমদের আড়াই লাখ টাকা, কম জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটিও ঘোষণা করেছে রেল গোটা ঘটনার তদন্তের জন্য।

    দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের চিকিৎসকের একটি দল হাজির হন ঘটনাস্থলে

    প্রসঙ্গত, দুর্ঘটনার পরেই ৪০ জন সদস্যের (Dibrugarh Express) চিকিৎসকের একটি দল এবং ১৫টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। সেখানে হাজির হন রেলের (Indian Railway) উচ্চপদস্থ আধিকারিকরাও। দুর্ঘটনার স্থলটি লক্ষ্ণৌ থেকে দেড়শ কিলোমিটার দূরে। ইতিমধ্যে গোটা ঘটনা সকাল থেকেই নজরে রেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বলেও খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    Murshidabad: ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের আগে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর বিধানসভায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন। যা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক? (Murshidabad)

    বেলডাঙ্গা-২ নম্বর (Murshidabad) ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান দলের বিধায়ক রবিউলআলম চৌধুরীর বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন,  দুর্নীতির কোনও অভিযোগ প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব। আসলে ওই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করতে চাইছেন। যার ফলে বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের টেন্ডারে অনিয়ম হচ্ছে। উন্নয়নের থমকে গিয়েছে। যদি তাঁদের মন মতো টেন্ডার না হয় তাহলে তাঁরা বাতিল করছেন। ফেরিঘাটে টেন্ডার করা হয়নি। এর দায় পঞ্চায়েত সমিতির। যতদিন থাকব এই অবৈধ টেন্ডার মেনে নেব না, তারজন্য যেখানে যা করার দরকার আমি করব। ভাটির ব্যবসা, থানার দালালি যে দলের লোক করুক না কেন, যদি আমাদের দলের লোকও করে থাকে তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    ১০ বছরে বিধায়ক কোনও কাজ করেননি!

    বিধায়কের সাংবাদিক বৈঠকের পর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের (Trinamool Congress) বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের (Murshidabad) প্রাক্তন সভাপতি আতাউর রহমান। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট করেন নি। বিধায়কের চোখের সামনেই দুর্নীতি হচ্ছে, তিনি চোখ বন্ধ করে আছেন। বিধায়কের (Trinamool Congress) উন্নয়ন তহবিলের টাকার কাজের নিয়ম মতো টেন্ডার হচ্ছে না। তিনি রবিউল আলামের কাজ নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সরকার প্রতিবছর বিধায়কদের ৬০ লক্ষ টাকা করে উন্নয়ন খাতে দেন। বিগত  দশ বছরের ব্যবধানে আমরা দেখতে পাইনি কোনও পঞ্চায়েতে বা কোনও ব্লকে বিধায়ক তহবিলের টাকায় কাজ হয়েছে। বিগত ১০ বছর কোথায় কাজ করেছেন তার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। এখন অনলাইন ব্যবস্থা হওয়ার পর আমরা জানতে পারি বিধায়কসাহেব যে বছরের ৬০ লক্ষ টাকা পান, সেটা আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পক্ষ থেকে টেন্ডার করানো হচ্ছে। তবে, এই টেন্ডার কবে হচ্ছে কোথায় হচ্ছে? কে কাজ পাচ্ছেন? সেই কাজ দেখভালের জন্য ইঞ্জিনিয়ার কবে আসছেন, কাজের পরিধি কী রয়েছে তার কোন কিছুই জানা নেই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dibrugarh Express Derailed: উত্তরপ্রেদেশে উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০টি কামরা

    Dibrugarh Express Derailed: উত্তরপ্রেদেশে উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০টি কামরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মাস হতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কেড়ে নিয়েছিল বহু প্রাণ। এই ঘটনার এক মাস পরেই ১৮ জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় ঘটল ফের ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugarh Express Derailed) অন্তত দশটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে গোন্ডা এবং জিলাহি এলাকার মাঝে পিকাউড়া এলাকায় এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কী কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি।

    অ্যাকশনে যোগী আদিত্যনাথ (Dibrugarh Express Derailed)

    রেলের তরফে আপাতত একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যে কটি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে চারটি এসি বগি রয়েছে। এক যাত্রী বলেন, “কপাল ভালো, এবারের দুর্ঘটনায় (Dibrugarh Express Derailed) বেশি প্রাণহানি হয়নি। অনেকেই আহত হয়েছেন, তবে মৃত্যুর সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে (Dibrugarh Express Accident) উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রেল দফতরের আধিকারিকদেরও তিনি অনুরোধ করেছেন, যাতে দ্রুত যাত্রীদের উদ্ধার করে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।

    হেল্পলাইন নম্বর চালু (Dibrugarh Express Accident)

    দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির উপর নজর রাখছেন। কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং খবর নিচ্ছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন হিমন্ত। ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার (Dibrugarh Express Accident) পর উত্তর পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪। গুয়াহাটি স্টেশনের জন্যও তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লউখউ স্টেশনে জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ দিনের দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

    রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    প্রসঙ্গত ঠিক এক মাস আগে গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মৃত্যু হয়েছিল ১১ জনের। ২ দিন আগেই এসেছিল এই দুর্ঘটনার রিপোর্ট। তাতে বলা হয়েছিল ট্রেন চালক ও স্টেশন মাস্টারদের প্রশিক্ষণের অভাবের কথা। এছাড়াও ট্রেন চালানোয় নানা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। এই ঘটনার স্মৃতি মোছার আগেই ফের (Dibrugarh Express Derailed) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    Malda: লোডশেডিংকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মানিকচক, গুলি চালাল পুলিশ, গুলিবিদ্ধ দুই আন্দোলনকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তার সঙ্গে দোসর হয়েছে লোডশেডিং। আর এই দুর্ভোগ একদিন বা দুদিন নয়, টানা এক মাস ধরেই পরিষেবা ব্যাহত। যার জেরে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন সাধারণ মানুষ। আর সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতেই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)  

    এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে মানিকচকের (Malda) শেখপুরা, চণ্ডীপুরসহ ১০টি জায়গায় চলছিল পথ অবরোধ। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখান অনেকে। অবরোধকারীরা বলেন, রাতে বিদ্যুৎ চলে যেত। দিনের বেলায় আসত। এক মাস ধরে এই সমস্যা চলছিল। তাই, বাধ্য হয়ে রাস্তা অবরোধে সকলে সামিল হয়েছিল। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘরবন্দি করে মারধর করে বিক্ষোভকারীরা। হামলার জেরে আক্রান্ত হয়েছেন আইসি-সহ বেশ কয়েক জন পুলিশ কর্মী। পুলিশের গাড়িু ভাঙচুর চালানো হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে, ঘটনাস্থলে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন।

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মানুষের পুলিশ-প্রশাসনের (Police Fire) ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। এই ঘটনা আরও একবার তা প্রমাণ করল।”  তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের তরফে বিভাগীয় তদন্ত হবে। তৃণমূল মুখপাত্র তথা কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিভাগীয় তদন্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে।” মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, “গত কয়েক দিন ধরে মানিকচক এলাকার বেশ কিছু এলাকায় রাতে বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছিল। আমি বহু বার ডিভিশনাল অফিসারকে বলেছিলাম সমস্যা মেটাতে। তা সত্ত্বেও সমস্যা মেটেনি। নুরপুর, শেখপুরা, চণ্ডীপুরে বিদ্যুৎ না থাকার কারণে অবরোধ হয়েছিল। আমি অবরোধকারীদের অনুরোধ করায় তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এনায়েৎপুরের মানুষজন অবরোধে অনড় ছিলেন। পুলিশের গুলি চালানোর (Police Fire) যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shravani Mela: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    Shravani Mela: শ্রাবণ মাসে তারকেশ্বরে নামবে ভক্তদের ঢল, বিশেষ ট্রেন চালাবে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রাবণ মাস (Shravani Mela) জুড় ভক্ত সমাগম হয় তারকেশ্বরে। বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরের শিব মন্দিরে (Tarakeswar Temple) ভোলে বাবার মাথায় জল ঢালতে দূর-দূরান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। যাত্রীদের সুবিধার্থে হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে (Sheoraphuli-Tarakeshwar) এই ট্রেন চালানো হচ্ছে। জুলাই মাসের ১৭, ২১, ২২, ২৮, ২৯ এবং অগাস্টের ৪, ৫, ১১, ১২, ১৫, ১৮ এবং ১৯ তারিখে বিশেষ ট্রেন (Special Trains) চালাবে পূর্ব রেল। সংশ্লিষ্ট দিনগুলিতে ১২টি ট্রেন চলবে দুই রুটে। 

    হাওড়া-তারকেশ্বর শাখায় স্পেশাল ট্রেন (Special Trains)

    বিভিন্ন রাজ্য থেকে আসা (Shravani Mela) ভক্তদের সুবিধার্থে এবার পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ ৬ জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি হাওড়া-তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে । হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ০৪:০৫ মিনিটে এবং দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে ভোর ০৫:৩৫ মিনিটে এবং ০২:২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে । একই ভাবে পুজো শেষে তারকেশ্বর থেকে হাওড়ায় ফেরত আসার জন্য, স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭-তে ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫-এ হাওড়া পৌঁছবে।

    শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে চলবে স্পেশাল ট্রেন (Shravani Mela)

    শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যেও ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫ মিনিটে, সকাল ০৯:২০ মিনিটে, বিকেল ০৪:২০ মিনিটে এবং সন্ধ্যা ০৭:৪০ মিনিটে ছাড়বে এবং সেগুলি তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০ মিনিটে । তারকেশ্বর থেকে ট্রেনগুলি ফের ভোর ০৫:৫৫ মিনিটে, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০ মিনিটে ছাড়বে এবং সেগুলি যথাক্রমে সকাল ০৬:৪৫ মিনিটে, সকাল ০৯:০৩ মিনিটে, বিকেল ০৩:৪০ মিনিটে এবং সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে।

    আরও পড়ুন: শুরু হয়েছে শ্রাবণ, মহাদেবের প্রিয় মাসে কী কী উৎসব রয়েছে?

    এছাড়াও জসিডিহ এবং বৈদ্যনাথ ধামের মধ্যে শ্রাবণ (Shravani Mela) উপলক্ষে তিন জোড়া অতিরিক্ত (Special Trains) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আপ ও ডাউন লাইনে এই বিশেষ ট্রেনগুলি রুটের সব স্টেশনে থামবে বলে জানানো হয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Junput: সেই তৃণমূলের ‘দাদাগিরি’, বন্ধ হয়ে গেল জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজও!

    Junput: সেই তৃণমূলের ‘দাদাগিরি’, বন্ধ হয়ে গেল জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজও!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তৃণমূলের দাদাগিরি। শাসক দলের শ্রমিক সংগঠনের বাধায় কার্যত কাজ বন্ধ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের জুনপুটে (Junput) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূলের এই দাপাদাপিতে বেজায় ক্ষুব্ধ বিজেপি। সরব হয়েছেন স্থানীয় সাংসদ।

    তৃণমূলের লোকজন গিয়ে বন্ধ করল কাজ (Junput)

    বুধবার থেকে ডিআরডিও-র (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-র বিমান মহড়া হওয়ার কথা। সে জন্য প্রথম দফায় ১৯ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২৪-২৬ জুলাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সেই সঙ্গে জুনপুটে (Junput) লঞ্চিং প্যাডের চারদিক টিন দিয়ে ঘেরা হচ্ছিল। কলকাতার এক ঠিকাদার সংস্থা কাজ করছিল। উৎক্ষেপণ কেন্দ্রের দক্ষিণ দিকে ঘেরাটোপ হয়েও গিয়েছে। তার পরেই ঝামেলা। অভিযোগ, ১০ জুলাই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সম্পাদক আমিন সোহেলের নেতৃত্বে মৎস্যজীবীরা গিয়ে ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখতে বলেন। ঠিকাদারের লোকজন এলাকা ছাড়েন। তারপর থেকে সেখানে নজরদারি চালাচ্ছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা। জেলা পুলিশের একটি সূত্র মানছে, ডিআরডিও লঞ্চিং প্যাডের কাছে কিছু কাজ করবে বলে প্রথমে জানালেও পরে জানিয়েছে, আপাতত কাজ বন্ধ। কারণ জানানো হয়নি। জুনপুট মৎস্যখটির সভাপতি শেখ নজু এবং সহকারি সম্পাদক জাহেদ আলির বলেন, মৎস্যজীবীরা ঠিকাদার সংস্থার লোকেদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তবে সমস্যা মেটেনি। তৃণমূল নেতা আমিন বলছেন, “অরাজনৈতিকভাবে কয়েকটি মৎস্যজীবী সংগঠন, পরিবেশপ্রেমী এবং বিজ্ঞান কর্মীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সমস্যা তুলে ধরে আন্দোলন করছেন। কাজ বন্ধ করার অভিযোগ ঠিক নয়।”

    আরও পড়ুন: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    বিজেপি সাংসদ কী বললেন?

    কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, “ডিআরডিও-র (DRDO) প্রকল্পের জন্য রাজ্য জমি দিয়েছে। তারপরেও কারা বাধা দিচ্ছে, তার তদন্ত হওয়া উচিত। ডিআরডিও দেশের সুরক্ষায় কাজ করে। এনআইএ তদন্ত চাইব।”

    প্রশাসনের আধিকারিকরা কী বললেন?

    সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুমনকুমার সাহাও বলেন, “ডিআরডিও নির্দেশিকা প্রত্যাহারের কথা জানায়নি। ৩ জুলাইয়ের নির্দেশিকা অনুযায়ী, ১৭-১৯ এবং ২৪-২৬ জুলাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।”কাঁথি ১-এর বিডিও অমিতাভ বিশ্বাস বলেন, “ডিআরডিও-র (DRDO) তরফে মৌখিকভাবে জানানো হয়েছে, সাময়িকভাবে তারা কাজ বন্ধ রাখছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shravan Festival 2024: শুরু হয়েছে শ্রাবণ, মহাদেবের প্রিয় মাসে কী কী উৎসব রয়েছে?

    Shravan Festival 2024: শুরু হয়েছে শ্রাবণ, মহাদেবের প্রিয় মাসে কী কী উৎসব রয়েছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবের (Mahadev) প্রিয় মাস হিসেবে গণ্য করা হয় শ্রাবণ মাসকে (Shravan Festival 2024)। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভগবান শিবের উদ্দেশে পূজা অর্পণ করেন ভক্তরা। জ্যোতিষীরা জানাচ্ছেন, শ্রাবণ মাসের যে কোনও দিনেই শিবের পুজো করলে ফল লাভ হয়। অর্থাৎ দেবাদিদেবের আশীর্বাদ পেতে আলাদা করে সোমবারে উপাসনা করার কোনও প্রয়োজন নেই। ২০২৪ সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার ২২ জুলাই। শ্রাবণ মাস চলবে ২০২৪ সালের ১৯ অগাস্ট পর্যন্ত, সেদিনটিও সোমবার। তাই শিব ভক্তদের জন্য চলতি বছরের শ্রাবণ মাস (Shravan Festival 2024) খুবই পবিত্র হতে চলেছে বলে মনে করছেন ধর্মশাস্ত্র বিশেষজ্ঞরা। শ্রাবণ মাসে ভগবান শিবের সঙ্গে যুক্ত বিভিন্ন উৎসবে পালিত হয় দেশজুড়ে। যেমন, শ্রাবণ সোমবার উপবাস, হিন্দি বলয়ের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ উৎসব কানওয়ার যাত্রা, শ্রাবণ মাসের শিবরাত্রি (Mahadev), নাগপঞ্চমী, মঙ্গলা গৌরী উপবাস ইত্যাদি। 

    এক নজর আমরা দেখে নেব শ্রাবণ মাসের উৎসবের (Shravan Festival 2024) দিনগুলি

    ২২ জুলাই, সোমবার – প্রথম শ্রাবণ সোমবার

    ২৩ জুলাই, মঙ্গলবার – প্রথম মঙ্গলা গৌরীর ব্রত

    ২৪ জুলাই, বুধবার – গজানন সংকষ্টী চতুর্থী

    ২৭ জুলাই, শনিবার – কালাষ্টমী এবং মাসিক কৃষ্ণ জন্মাষ্টমী

    ২৯ জুলাই, সোমবার – দ্বিতীয় শ্রাবণ সোমবার

    ৩০ জুলাই, মঙ্গলবার – দ্বিতীয় মঙ্গলা গৌরীর ব্রত

    ৩১ জুলাই, বুধবার – কামিকা একাদশী

    ০৫ অগাস্ট, সোমবার – তৃতীয় শ্রাবণ সোমবার

    ০৬ অগাস্ট, মঙ্গলবার – তৃতীয় মঙ্গলা গৌরী ব্রত এবং মাসিক দুর্গাষ্টমী

    ০৮ অগাস্ট, বৃহস্পতিবার – বিনায়ক চতুর্থী

    ০৯ অগাস্ট, শুক্রবার – নাগ পঞ্চমী

    ১২ অগাস্ট সোমবার – চতুর্থ শ্রাবণ সোমবার

    ১৩ অগাস্ট মঙ্গলবার – চতুর্থ মঙ্গলা গৌরী ব্রত এবং মাসিক দুর্গাষ্টমী

    ১৬ অগাস্ট, শুক্রবার – পুত্রদা একাদশী

    ১৯ অগাস্ট, সোমবার – রাখী বন্ধন এবং পঞ্চম শ্রাবণ সোমবার

    দাম্পত্য জীবন সুখের হয় মঙ্গলা গৌরী ব্রত পালনে

    ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসের (Shravan Festival 2024) সোমবারে ভগবান শিবের পূজা করলে জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি নেমে আসে। এর পাশাপাশি মঙ্গলা গৌরী ব্রতের দিন পুজো করা হয় দেবী পার্বতীর। এই দিন দেবী পার্বতীকে সন্তুষ্ট করলে জীবনে চলার পথ মসৃণ হয় বলে মনে করেন ভক্তরা। এর পাশাপাশি এই পুজোতে দাম্পত্য জীবন সুখের হয় বলে বিশ্বাস রয়েছে। শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় নাগপঞ্চমীর উৎসব। নাগপঞ্চমীর দিন সর্প দেবতার পুজো করেন ভক্তরা, এতে আধ্যাত্মিক শক্তি অর্জিত হয় বলে মনে করা হয়। এছাড়াও কুণ্ডলীতে যদি সর্পদোষ থাকে তাহলে সেখান থেকেও মুক্তি পাওয়া যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বেসরকারি সংস্থায় কন্নড়ভাষীদের নিয়োগ সংরক্ষণের বিল (Job Reservation Bill) বিধানসভায় পেশ করতে ব্যর্থ হলে কর্নাটকবাসীর ক্রোধের জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যের কংগ্রেস সরকারকে।” বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়েছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। শিল্প, কারখানা এবং অন্যান্য সংস্থান বিল, ২০২৪-এ স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ইউ-টার্ন নেওয়ায় মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়ার তীব্র সমালোচনা করে পদ্ম শিবির।

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ! (BJP)

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দিয়েছিল কর্নাটক সরকার। বুধবারই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এ সংক্রান্ত একটি পোস্টও করেছিলেন। লিখেছিলেন, “কর্নাটকে ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের একশো শতাংশ সরকারি চাকরিই কন্নড়ভাষীদের জন্য সংক্ষরণ করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে পরেই বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দেন সে রাজ্যের শ্রমমন্ত্রী সন্তোষ লাড। তিনি জানিয়েছিলেন, প্রস্তাবিত বিলে বেসরকারি সংস্থাগুলির জন্য ৭০ শতাংশ কর্মী ও ৫০ শতাংশ আধিকারিকের পদ কন্নড়ভাষীদের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক করা হবে। শ্রমমন্ত্রী বলেছিলেন, “মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। বিলটি শীঘ্রই পেশ করা হবে বিধানসভায়।”

    পিছু হটল রাজ্য সরকার 

    মুখ্যমন্ত্রীর এই পোস্ট এবং পরে শ্রমমন্ত্রীর এই ঘোষণার পরেই শোরগোল শুরু (BJP) হয় রাজ্যে। কর্নাটকের উত্তর-পশ্চিম প্রান্তের মারাঠিভাষী অঞ্চল এবং পূর্বের তেলগুপ্রধান অঞ্চল থেকে আসে বিক্ষোভের খবর। আপত্তি তোলেন কর্পোরেট সংস্থার কর্তারা। তার জেরেই পিছু হটে রাজ্য সরকার। তড়িঘড়ি পোস্টটি মুছে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধানসভায় পেশ করার আগে আরও একবার বিলটি নিয়ে পর্যালোচনা করবে রাজ্য সরকার।

    আরও পড়ুন: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    কংগ্রেস সরকার পিছু হটায় হাত শিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কন্নড়ভাষীদের চাকরি দিতে কেন বিলটি নিয়ে এসেছিলেন? কেনই বা সেটি স্থগিত করে দিলেন? কন্নড়ভাষীদের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছেন? কন্নড়ভাষীদের অপমান করার কোনও প্রয়োজন কি ছিল? সরকার কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিলটি পেশ করুক। বিলটি নিয়ে গ্রামাঞ্চলে লাখ লাখ কর্মপ্রার্থী আশায় বুক বেঁধেছিলেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। তাই বিলটি পেশ না করা হলে জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে।” বিল স্থগিত করে দেওয়ার বিষয়টিকে ‘কাপুরুষোচিত’ বলেও উল্লেখ করেন এই পদ্ম-নেতা। বিষয়টিকে (Job Reservation Bill) ‘নাটকবাজি’ বলে উল্লেখ করেছেন বিজেপি (BJP) নেতা সিটি রবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    Joe Biden: কোভিড আক্রান্ত জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়া নিয়ে সংশয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কোভিড আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । বুধবার তাঁর কোভিড ১৯ (Joe Biden Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে আছেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়ে ডেলাওয়ারের বাড়িতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনিতেই দীর্ঘ দিন ধরেই শারীরিকভাবে  অসুস্থ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন নির্বাচনী প্রচারে তাঁর শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা পড়েছে। কখনও তিনি (Joe Biden) ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে সম্মোধন করেছেন, কখনও কমলা হ্যারিসকে ট্রাম্প হিসাবে। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, ক্লান্তির জেরে বিকেলের পর চোখ খুলে রাখাও কষ্টসাধ্য হয়ে উঠছে। আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্র্যাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।

    অসুস্থতা দীর্ঘতর হলে নির্বাচনে লড়া নিয়ে সংশয় (Joe Biden Covid-19)

    প্রশ্ন উঠতে শুরু করেছে অসুস্থতা দীর্ঘতর হলে আদৌ নির্বাচনে লড়তে পারবে কিনা? তাঁর বয়স ৮১ বছর। ফলে অসুস্থতা দীর্ঘস্থায়ী হলে তিনি যদি নির্বাচনে না লড়তে পারেন, সে ক্ষেত্রে ডেমোক্র্যাটারদের অসুবিধে হতে পারে। বুধবার লাস ভেগাসে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তাঁর অসুস্থতা বোধ হওয়ায় করোনা পরীক্ষা করা হয় এবং ৮১ বছরের মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) রিপোর্ট পজিটিভ আসে। এর পর তাঁর সমস্ত প্রচার কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। আপাতদৃষ্টিতে মার্কিন প্রেসিডেন্টের অসুস্থতা (Joe Biden Covid-19) খুব গুরুতর না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় চিন্তার কারণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    আরও পড়ুন: হিন্দু স্ত্রীই অনুপ্রেরণা, স্বীকারোক্তি মার্কিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর

    মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনার জানিয়েছেন, প্রেসিডেন্টের গলায় সংক্রমণ সর্দি কাশির মত কিছু সমস্যা ছিল। কোভিড নাইন্টিন পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসায় এন্টিবায়োটিক ডোজের উপর রাখা হয়েছে।  

    আইসোলেশনে আছেন জো বাইডেন (Joe Biden)

    আমেরিকার প্রেস সচিব কেরিন জঁ পিয়েরি জানিয়েছেন, বাইডেনকে (Joe Biden) ডেলায়েরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছুদিন তাঁকে আইসোলেশনে রাখা হবে। গুরুতর অসুস্থতা বোধ হলে তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। আপাতত বাড়ি থেকেই প্রেসিডেন্ট হিসেবে যাবতীয় দায়িত্ব-কর্তব্য পালন করবেন তিনি। আগামী নভেম্বরেই আমেরিকায় নির্বাচন। তাঁরই প্রচারে গত বুধবার দুপুরে হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশে লাস ভেগাস যাচ্ছিলেন বাইডেন। এমনকি, স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Childhood cataracts: শিশুদেরও বাড়ছে চোখের ছানি! কতখানি জটিল হতে পারে এই সমস্যা? 

    Childhood cataracts: শিশুদেরও বাড়ছে চোখের ছানি! কতখানি জটিল হতে পারে এই সমস্যা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বয়স বাড়লে অনেকের কমে দৃষ্টিশক্তি। প্রবীণদের চোখে ছানি পড়ার সমস্যা প্রায়ই দেখা যায়। উন্নত প্রযুক্তির সাহায্যে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের চোখের ছানি (Childhood cataracts)। জুন মাস ছিল ‘ভিশন হেলথ মান্থ’। দেশ জুড়ে চলেছে চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতার কর্মসূচি। সেখানেই বেরিয়ে আসে, কম বয়সীদের মধ্যে চোখের সমস্যা বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, চোখ শুষ্ক হয়ে যাওয়া কিংবা দৃষ্টিশক্তি হ্রাসের মতো সমস্যার পাশপাশি চোখে ছানি পড়ার সমস্যাও বাড়ছে। খুব ছোট শিশুরাও এই চোখের ছানির সমস্যায় ভুগছে, যা যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন তাঁরা। ঠিক সময়ে এই ছানি অপারেশন করতে না পারলে শিশু অন্ধত্বের শিকার হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলেই তাঁদের মত।

    কেন শিশুদের চোখে ছানি হচ্ছে? (Childhood cataracts)

    অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই সমস্যা জন্মগত। অর্থাৎ, মাতৃগর্ভ থেকেই শিশু এই রোগে আক্রান্ত। আর এই সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গর্ভবতী বিভিন্ন ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হলে শিশুর চোখে ছানির সমস্যা হতে পারে। চিকিৎসকদের একাংশ মনে করছেন, ভাইরাস ঘটিত রোগের প্রকোপ বেড়েছে। গর্ভাবস্থায় অনেকেই সাধারণ ভাইরাস ছাড়াও ডেঙ্গি, জিকা কিংবা করোনার মতো জটিল ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর জেরে শিশুর শরীরে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষত শিশুর মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং চোখের গঠনে প্রভাব দেখা দিচ্ছে। এর ফলেই ছানির মতো সমস্যা বাড়ছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সন্তান ধারণের প্রথম তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গর্ভবতী কোনও ভাইরাস ঘটিত অসুখে আক্রান্ত হলে তার প্রভাব মারাত্মক হয়। বিশেষত রুবেলা জাতীয় ভাইরাসে আক্রান্ত হলে শিশুর চোখে ছানির সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ভাইরাস ঘটিত প্রভাবের পাশাপাশি মা কোনও রকম অ্যালার্জির সমস্যায় আক্রান্ত হলে তার জেরেও শিশুর চোখে ছানির (Childhood cataracts) সমস্যা তৈরি হতে পারে।

    মায়ের শরীরে নানান ভিটামিনের অভাব শিশুর চোখে ছানির সমস্যা বাড়াচ্ছে বলেও মনে করছেন‌ চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, মহিলাদের মধ্যে ভিটামিনের অভাব দেখা দিচ্ছে। আর তার জেরেই শিশুদের শরীরে নানান জন্মগত সমস্যা বাড়ছে। ছানি তার মধ্যে অন্যতম। মায়ের শরীরে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি-র অভাব থাকলে শিশুর জন্মগত ছানির সমস্যা হতে পারে। তবে গর্ভাবস্থাতেই শুধুমাত্র শিশুদের চোখে ছানি হয়, এমন নাও হতে পারে‌। চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনেক সময়েই দেড় থেকে দু’বছর বয়সে শিশুর কোনও ধরনের মেটাবলিক ডিসঅর্ডারের জেরেও এই সমস্যা দেখা দিতে পারে‌ (Damage to Eyesight)।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা সম্ভব?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শিশুদের দেখতে সমস্যা হলে (Childhood cataracts) অনেক সময়েই বলতে পারে না। তাই এক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। শিশুর চোখের আই বলে সামান্য সাদা ছোপ দেখা দিলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি। যত দ্রুত ছানি নির্মূল করা যাবে, শিশুর অন্ধত্বের ঝুঁকি তত কমবে। তবে এর পাশপাশি গর্ভবতীদের বিশেষ খেয়াল রাখা জরুরি বলেও জানাচ্ছেন‌ চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় ঠিকমতো যত্ন হলে, নবজাতকের এই ধরনের স্বাস্থ্য সমস্যা কমবে। মায়ের পুষ্টির দিকেও বিশেষ নজরদারি জরুরি।‌ মায়ের শরীরে যাতে ভিটামিনের ঘাটতি না ঘটে, সে দিকে নজরদারি প্রয়োজন। এছাড়া, গর্ভবতীর দেহে স্টেরয়েড জাতীয় ওষুধ যাতে বেশি না দেওয়া হয়, এ নিয়ে সর্বত্র প্রচার হওয়া জরুরি। কারন, অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার একাধিক রোগের কারণ। গর্ভস্থ শিশুর বিকাশে স্টেরয়েড অত্যন্ত ক্ষতিকারক। তাই এ নিয়েও সচেতনতা জরুরি (Damage to Eyesight)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share