Author: user

  • The Sabarmati Report: “দ্য সবরমতী রিপোর্ট দেখার পর মোদিজির চোখের কোণে ছিল জল”, আবেগাপ্লুত বিক্রান্ত মৈসী

    The Sabarmati Report: “দ্য সবরমতী রিপোর্ট দেখার পর মোদিজির চোখের কোণে ছিল জল”, আবেগাপ্লুত বিক্রান্ত মৈসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দ্য সবরমতী রিপোর্ট’ (The Sabarmati Report) নজর কেড়েছে দর্শকদের। এই সিনেমা দেখতে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী (PM Narendra Modi) এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যরা। নরেন্দ্র মোদির চোখে জল দেখেছিলেন সিনেমার অভিনেতা বিক্রান্ত মৈসী। নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করে সেই অনুভূতি ভাগ করে নিলেন তিনি। জানালেন, এই সিনেমার অভিনয় দাগ কেটেছে মোদিজির মনে। তাঁর ‘চোখের কোণে জল’ দেখেছি আমি।

    “আমার কাজ পছন্দ করেছেন প্রধানমন্ত্রী” (The Sabarmati Report)

    সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ টেনে অভিনেতা বিক্রান্ত মৈসী বলেন, “দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মধ্যে। তবে তা গোপন রাখাই শ্রেয়। কিন্তু এইটুকু বলতে পারি আমাদের মোদিজি সিনেমাটি (The Sabarmati Report) উপভোগ করেছেন। আমাদের পরিশ্রম, প্রচেষ্টার ব্যাপক প্রশংসা করেছেন। আমার কাজ পছন্দ করেছেন, ওঁর চোখের কোণে জল ছিল। এই প্রশংসা আজীবন আমার সঙ্গে থেকে যাবে।” উল্লেখ্য সিনেমার বিষয় ছিল ২০০২ সালে গোধরা দাঙ্গার প্রেক্ষাপট। সবরমতি এক্সপ্রেসে কীভাবে আগুন লাগিয়ে রামভক্ত করসেবকদের ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই কাহিনি রয়েছে সিনেমার গল্পে। নিহত ৫৯ জনের মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু ছিল। সংবাদ মাধ্যম ঘটনাকে চেপে সত্যতাকে কীভাবে লুকিয়ে রেখেছিল, সেই গল্প রয়েছে সিনেমায়।

    আরও পড়ুনঃ করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    বক্স অফিসে সাফল্যই বড় কথা নয়

    অভিনেতা বিক্রান্ত মৈসী আরও বলেন, “অনেক ধরনের অভিনেতা রয়েছেন। আমি একটা সংশোধন করতে চাই-সবরমতী রিপোর্ট (The Sabarmati Report) হিট। যদি বিনিয়োগ, প্রোডাকশনের খরচ ও আয় দেখেন তবে এটা অবশ্যই হিট। আমি মনে করি ২০০ কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করে ২৫০ কোটি টাকা আয় করলে সেটা মোটেও ভালো ব্যবসা নয়। আর যদি ১৫ কোটি ব্যয় করে সিনেমা তৈরি করে ৪০ কোটি টাকা আয় করে সেটা ভা্লো ব্যবসা। আমি এই ধরনের মানসিকতার সঙ্গে কাজ করি। তবে বক্স অফিসে সাফল্যই সিনেমার সাফল্যের একমাত্র মাপকাঠি নয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: বিপদ বাড়ল ‘কালীঘাটের কাকু’র! সিবিআই মামলায় আগাম জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট

    CBI: বিপদ বাড়ল ‘কালীঘাটের কাকু’র! সিবিআই মামলায় আগাম জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’ আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই (CBI) তাঁকে হেফাজতে নিতে চাইছে। এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয়কৃষ্ণ। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারক জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

    সিবিআইয়ের আইনজীবী কী বললেন?(CBI)

    নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই (CBI) উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল। সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে সুজয়কৃষ্ণ আদালতে উপস্থিত না থাকলেও, ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন। জেল হাসপাতালের বিছানা থেকে লাল কম্বল গায়ে, মাথায় মাফলার জড়িয়ে ভার্চুয়াল হাজিরা দেন তিনি। সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। যার অর্থ, তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁকে যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারে।

    কেন সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়া হয়নি? প্রশ্ন বিচারপতির

    বিচারপতি বাগচি জানান, সিবিআই (CBI) গ্রেফতার করলে অভিযুক্তকে আদালতে পেশ করতে হবে। তা কেন সম্ভব হয়নি, জানতে চান বিচারপতি। গ্রেফতারের জন্য যে আইনি কাজগুলি করা দরকার, সেগুলি করা হয়েছে কি না, সে বিষয়েও আইনজীবীকে প্রশ্ন করেন তিনি। সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, কেন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়নি। বিচারপতি বাগচির মন্তব্য, যদি অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তবে জামিন পাওয়ার অধিকার থাকবে। সিবিআইয়ের আইনজীবী জানান, সুজয়কৃষ্ণ হাসপাতালে ছিলেন বলে তাঁকে গ্রেফতার করা যায়নি। জেল সুপার তাঁদের জানিয়েছিলেন, অভিযুক্ত সেই অবস্থায় নেই। বর্তমানে যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে এবং অভিযুক্তকে যে কোনও মুহূর্তে হেফাজতে নেওয়া যায়, তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান সিবিআইয়ের আইনজীবী। সে ক্ষেত্রে অভিযুক্তকে জামিনের আবেদন করা প্রয়োজন বলে মত তাঁর।

    সুজয়কৃষ্ণের আইনজীবী কী বললেন?

    সুজয়কৃষ্ণের আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, ওই প্রোডাকশন ওয়ারেন্ট এখনও কার্যকর হয়নি। তাই আগাম জামিনের আবেদন করা যেতেই পারে। হেফাজতে নেওয়ার জন্য শুধু নোটিশ জারি করা হয়েছে। তবে গ্রেফতার করা হয়নি বলেই জানান আইনজীবী। তবে শেষ পর্যন্ত ওই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis 6: শিক্ষাজগৎ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের, আক্রান্ত লেখক-শিল্পীরাও!

    Bangladesh Crisis 6: শিক্ষাজগৎ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের, আক্রান্ত লেখক-শিল্পীরাও!

    হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই অশান্ত বাংলাদেশ। মন্দির ভাঙচুর, আগুন, মারধর, খুন-সবেতেই টার্গেট সংখ্যালঘু হিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের কঙ্কালসার চেহারাটা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গোটা বিশ্ব জেনে গিয়েছে, কী ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশ সেখানে। শুধু কি সাধারণ নিরীহ হিন্দু বা হিন্দুদের মন্দির? না, বেছে বেছে কাঠগড়ায় তুলে চরম শাস্তি দেওয়া হয়েছে আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদেরও। কীভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, কীভাবে একের পর এক সরকারি অফিসার বা জনপ্রতিনিধির ওপর শাস্তির খাঁড়া নেমে আসছে, তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন। আজ ষষ্ঠ পর্ব।

     

    অশান্ত বাংলাদেশ: টার্গেট হিন্দু-৬

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে। চাকরি থেকে জবরদস্তি ছাঁটাই কিংবা হিন্দু-বৌদ্ধদের দোকান লুট নিত্যদিনের ঘটনা। প্রশাসন, পুলিশ থেকে তো বটেই, শিক্ষাজগত থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সঙ্গীত না রাখার বিপুল ব্যস্ততা দেখে ত্রস্ত বিশ্ব। ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দেওয়া কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ির দখল নিয়ে নেওয়া, রবীন্দ্রনাথের নামাঙ্কিত প্রতিষ্ঠানের নামবদল অথবা লালন সাঁইয়ের অনুসারীদের আখড়াতেও আক্রমণ, বাংলাদেশের প্রাসঙ্গিকতা বদলের চেষ্টা চলছে প্রতিনিয়ত। মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে ভাঙা হচ্ছে চার-পাঁচশো বছরের পুরনো সব সুফি মাজার। শিল্পী রাহুল আনন্দের বাড়ির সহস্রাধিক বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও বেশ কয়েক জন গায়ক-গায়িকা। 

    অপহরণ এবং আর্থিক শোষণ

    চলতি বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে একাধিক অপহরণ এবং আর্থিক শোষণের ঘটনা ঘটেছে। ঝিনাইদাহ জেলার কচচান্দপুরে হিন্দু সংখ্যালঘুদের মালিকানাধীন দোকান লুট করা হয় এবং একাধিক অপহরণের ঘটনা ঘটে। দাবি করা হয় মুক্তিপণও। নারাইল সদর উপজেলার ৯নং ওয়ার্ডে সুজয় বসুর বাড়ি লুট করা হয়, তার পরিবারকে হুমকি দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের তথ্য অনুযায়ী, ৫ অগাস্ট ২০২৪ থেকে ১,০০০টিরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। যার শিকার সংখ্যালঘুরা।

    শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘুদের উপর চাপ

    পদ্মাপড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের, বিশেষত শিক্ষক এবং শিক্ষাবিদদের সরিয়ে দেওয়া হয়। এই আক্রমণের ধারা সংখ্যালঘুদের প্রতি বাড়তি শত্রুতা এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে তাদের ভূমিকা কমে যাওয়ার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। সংখ্যাগরিষ্ঠ কিছু ব্যক্তির চাপের ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধানরা পদত্যাগ করেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক শতপ্রসাদ মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর। সৌমিত্র শেখর, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বেনু কুমার মেহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর। অধ্যাপক ড. মিহিররঞ্জন মালাকার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। প্রায় ১৫০০ শিক্ষক, যাদের মধ্যে অনেকেই সংখ্যালঘু, পদত্যাগ করতে বাধ্য হন। এর পিছনে ছিল প্রধানত কোটা সংস্কার আন্দোলন, যা ইসলামিক এবং জাতীয়তাবাদী অঙ্গীকার দ্বারা বেড়ে উঠেছিল।

    শিক্ষকদের ওপর হামলা এবং হুমকি

    অধ্যাপক শ্রেষ্ঠা মল্লিক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আক্রান্ত হন। এখানে তার ধর্মীয় সমালোচনা এবং ধর্মীয় উৎসবগুলোর বিরুদ্ধে বক্তব্য একটি হিংসাত্মক ক্যাম্পেইনের কেন্দ্রে পরিণত হয়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান শাপনকুমার সরকার হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগের পেছনে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব একটি বড় কারণ ছিল। এটি সংখ্যালঘু শিক্ষকদের প্রতি অসামাজিক আক্রমণের একটি বিপজ্জনক প্রবণতা তুলে ধরে, যা জাতীয় একতা, শিক্ষাক্ষেত্রে নিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তি হ্রাসের দিকে নিয়ে যাচ্ছে।

    আরও পড়ুন:ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

    এই আক্রমণগুলো সংখ্যালঘুদের সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে মার্জিনালাইজ করার একটি ষড়যন্ত্র। যা বালাদেশের সাম্প্রদায়িক শান্তি এবং বহুত্ববাদী সমাজের উপর গুরুতর আঘাত হানছে। বাংলাদেশের সাংস্কৃতিক বর্ণমালা বদলে দেওয়ার কাজ চলছে ভয়ঙ্কর দ্রুততার সঙ্গে। কাগজে না হলেও মগজে ফিরিয়ে আনছে ‘পূর্ব পাকিস্তান’। সেই পূর্ব পাকিস্তানে হিন্দু-বৌদ্ধদের জন্য বৃষ্টি নেই, রয়েছে কেবলই আগুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    মাধ্যম নিউজ ডেস্ক: লেডি মাউন্টব্যাটেন, অ্যালবার্ট আইনস্টাইনসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। তাঁর সেই পাঠানো বিখ্যাত ব্যক্তিদের চিঠি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে আর্জি জানাল প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। জানা গিয়েছে, ২০২৩-এ ১৫ জুন অনুষ্ঠিত NMML সোসাইটির একটি সভায়, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি’ (PMML) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য কী বললেন?

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য রিজওয়ান কাদরি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০০৮ সালে, ইউপিএ সরকারের সময় ৫১টি বাক্সে প্যাক করা নেহরুর ব্যক্তিগত চিঠি সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এডউইনা মাউন্টব্যাটেন, আলবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসাফ আলী, বাবু জগজীবন রা এবং গোবিন্দ বল্লভ পন্ত প্রমুখকে এই চিঠিগুলি লিখেছিলেন জওহরলাল নেহেরু। পিএমএমএল সদস্য রিজওয়ান কাদরি ১০ ডিসেম্বর রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। এর আগে তিনি সেপ্টেম্বরে সোনিয়া গান্ধীকেও চিঠি লিখেছিলেন। পিএমএমএল (PMML) জানিয়েছে, এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অসীম। চিঠিগুলি ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে (বর্তমানে পিএমএমএল) এসেছিল। পরে ২০০৮ সালে তা সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়। সেগুলিরই অরিজিনাল বা অন্ততপক্ষে ফটোকপি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সোনিয়া গান্ধীর কাছে।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    চিঠিতে কী বলা হয়েছে?

    চিঠিতে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে এই নথিগুলির ‘নেহরু পরিবারে ব্যক্তিগত গুরুত্ব থাকবে। তবে, পিএমএমএল ( PMML)-এর বিশ্বাস, এই ঐতিহাসিক নথিগুলি জনসাধারণের হাতের নাগালে থাকলে তা পড়াশোনা এবং গবেষকদের ব্যাপকভাবে উপকৃত করবে।” জানা গিয়েছে, সম্প্রতি পিএমএমএল সোসাইটির মেয়াদ কয়েক মাস বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। PMML-এর সহ-সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। PMML-এর সভাপতির পদে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুর -রা ২৯ সদস্যের মধ্যে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

    Bangladesh: ভারতে এসে চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) চিন্ময়প্রভুর (Chinmoy Prabhu) মৃত্যুর আশঙ্কা করলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। গত শুনানিতে কিছুই করা যায়নি, কারণ আদালতের বিচারকের যুক্তি ছিল, যেহেতু আইনজীবী রবীন্দ্র ঘোষ ঢাকায় প্র্যাকটিস করেন, তাই চট্টগ্রামে করতে পারবেন না। এই অদ্ভূত যুক্তি প্রমাণ করে চিন্ময়কৃষ্ণ দাসের প্রতি গভীর ষড়যন্ত্র করছেন বিচার ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সাংবিধানিক অধিকার নেই। তাই বারাকপুরে এসে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বিনিময় করলেন তিনি। তাহলে কি বাংলাদেশে হিন্দু ধর্মগুরুকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে?

    ফের ২ জানুয়ারি এই মামলার শুনানি (Bangladesh)

    গত ২৫ নভেম্বর বাংলাদেশের (Bangladesh) হিন্দু ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Prabhu)-কে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে ওই দেশের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে তাঁর আইনজীবীদের আদলাত চত্বরে মারধর করা হয়, এমনকি তাঁদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়। আগামী ২ জানুয়ারি ফের এই মামলার শুনানি। ঠিক তার আগে ভারতে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। কীভাবে মিথ্যা মামলা থেকে চিন্ময়কৃষ্ণকে উদ্ধার করা যায় সেই বিষয়ে ভাবনাচিন্তা করছেন। তিনি এদিন ভারতীয় সাংবাদিকদের বলেন, “আমি ওঁর প্রাণহানির আশঙ্কা করছি। আমি মরতে ভয় পাই না, আমি শুধু আইনজীবী নই, এক জন মানবাধিকার কর্মীও। পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসিনি। ২ জানুয়ারি ফের চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাব

    কোনও আইনজীবীদের লড়তে দেওয়া হচ্ছে না

    আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, “ঢাকা (Bangladesh) থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছি। এখানে সাত-আট দিন থাকব। আমি আইনজীবী হিসেবে ৩৮ বছর ধরে কাজ করছি। মূলত ঢাকায় কাজ করি। চট্টগ্রামে চিন্ময়কৃষ্ণ (Chinmoy Prabhu)-কে ন্যায় বিচার দিতে গিয়েছিলাম। কোনও আইনজীবীদের লড়তে দেওয়া হচ্ছে না ওখানে। জামিন অযোগ্যধারায় বেশ কিছু মামলা দেওয়া হয়েছে। একজন আইনজীবীকে খুন করা হয়েছে, কিন্তু তাঁকে কারা খুন করেছে তা ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছ। তবুও ৭১ জন হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃ জল্পনার অবসান! বাংলাদেশ নির্বাচন কবে, দেশবাসীকে জানিয়ে দিলেন ইউনূস

    ফের চট্টগ্রামের আদালতে যাবো

    রবীন্দ্র ঘোষ আরও বলেন, “আমি চিন্ময়কৃষ্ণ প্রভু (Chinmoy Prabhu)-কে দেখার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্সের থেকে অনুমতি নিয়েছিলাম। তিনি আমাকে অনুমতি দিচ্ছিলেন না। পরে মিনিস্ট্রি অফ হোমস অনুমতি দিয়েছে। আইনজীবী হিসাবে প্রভুর সঙ্গে দেখা করার অনুমতি নিই। এরপর চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছেতাঁর কান্না জড়ানো কন্ঠ ছিল, চোখে জল এসে গিয়েছিলতিনি বলছেন, বাবা কেমন আছেন? আমি বললাম, আপনি কেমন আছেন? বলতেই আমাকে জড়িতে ধরলেন। তিনি কেবল একা নন, আরও দুজন সাধুকে গ্রেফতার করা হয়েছে। ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন প্রভু। একটা ফটো তোলা হয়েছিল সেটা আমাকে ডেপুটি জেলার দেনি। আমাকে বলেছিল, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, কিন্তু পাঠানি। তবে আমি আগামী ২ জানুয়রি ফের চট্টগ্রামের (Bangladesh) আদালতে যাবো। ওঁর জন্য লড়াই করব, প্রভুর মৃত্যু ভয় আমার মধ্যে কাজ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর পূর্ণ করল কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) করিডর। ১৩ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বৃদ্ধি পেয়েছে (Vishwanath Temple)।

    কী বলছেন মন্দিরের সিইও? (Kashi Vishwanath)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সিইও বিশ্বভূষণ মিশ্র বলেন, “শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট মন্দিরে প্রাপ্ত দান ব্যবহার করছে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য। সংস্কৃত শিক্ষায় নিয়োজিত সমস্ত ছেলে-মেয়েকে খাবার, কাপড় এবং বই সরবরাহ করা হয়। হাসপাতাল ও অনেক অন্যান্য জায়গায় খাবার সরবরাহ করা হয়।” ভক্তরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেছেন, মন্দিরে বেশ ভিড় হচ্ছে। পুজো দিতে কোনও সমস্যা হচ্ছে না। এক দর্শনার্থী বলেন, “মন্দিরে এলে খুব ভালো লাগে। মহাদেবকে দেখে আমরা আনন্দ এবং শান্তি পাই। মন্দিরের ভিতরে সব কিছু সুসজ্জিতভাবে ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে বারবার আসতে চাই।”

    আরও পড়ুন: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিশ্বনাথ

    কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। কেবল দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন মন্দির দর্শনে। ২০২১ সালের ১৩ ডিসেম্বর নতুন রূপে আত্মপ্রকাশ করে কাশী বিশ্বনাথ মন্দির। তারপর থেকে ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বনাথ মন্দিরে ভক্তরা যা দান করেন, তার সিংহভাগ ব্যয় হয় সনাতন ধর্ম প্রচারে। হাসপাতাল এবং সংস্কৃত শিক্ষায় যুক্ত সমস্ত ছেলে-মেয়েকে খাদ্য, বস্ত্র ও বই প্রদান করতে ব্যবহৃত হয় ওই দানের টাকা। মন্দির ট্রাস্ট বিভিন্ন সনাতন অনুষ্ঠানের আয়োজনেও সহায়তা করে। এই ট্রাস্ট সাংস্কৃতিক কর্মকাণ্ড সংরক্ষণ এবং শিল্প ও সংস্কৃতি শক্তিশালী করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। এই বিষয়ে এটি সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “এই সমস্ত বিষয়গুলি আমাদের চতুর্থ বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও প্রসারিত হবে। চতুর্থ বছরটি আমাদের জন্য অনন্য। কারণ আমাদের ধর্মে চারটি বেদ আছে। এর পাশাপাশি, আমরা (Vishwanath Temple) সনাতন ধর্ম সম্প্রসারণের জন্যও কাজ চালিয়ে যাব (Kashi Vishwanath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-মেন্ধর রুটে (Jammu Mendhar Route) কেন্দ্র সরকার ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবা (Subsidized Helicopter) চালু করবে। এয়ার অপারেটরদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা থেকে স্থানীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ-সঙ্কেত দেওয়া হয়েছে।

    কেন্দ্র দেবে অনুদান (Jammu Mendhar Route)

    স্থানীয়দের দাবি মেনে কেন্দ্রের মোদি সরকার মেন্ধর সেক্টর থেকে পুঞ্জ এবং জম্মুর (Jammu Mendhar Route) মধ্যে সংযোগকারী আকাশ পথে চলবে হেলিকপ্টার (Subsidized Helicopter)। তবে কেন্দ্র সরকার এই পরিবহণ ব্যবস্থায় আর্থিক ভাবে বিশেষ অনুদান দিয়ে ভর্তুকির ব্যবস্থা করবে। ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবাগুলি ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন অংশে চালু রয়েছে, যার মধ্যে রয়েছে কিশতওয়ার-সাউন্ডার-নাভাপাচি-ইশান-কিশতওয়ার, জম্মু-রাজৌরি-পুঞ্চ-জম্মু, জম্মু-ডোদা-কিশতওয়ার-জম্মু, বান্দিপোরা-কানজালওয়ান-দাওয়ার-নিরি-বাঁদি এবং কুপওয়ারা-মাচিল-তাংধর-কেরান-কুপওয়ারা।

    আরও পড়ুনঃ “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে

    জম্মু ও কাশ্মীর অসামরিক বিমান চলাচল বিভাগের সচিব আইজাজ আসাদ বলেন, “মেন্ধরের প্রত্যন্ত অঞ্চলের জন্য সাশ্রয়ী মূল্যের উড়ান (Jammu Mendhar Route) এবং জরুরি স্থানান্তরের দিকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল, এমএইচএ রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার (Subsidized Helicopter) পরিষেবা দিতে হবে। এবার চালু হওয়ায় শীত এবং বর্ষায় বেশ নির্ভরযোগ্য পরিবহণ হবে।” এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে এই পরিবহণ ব্যবস্থা। একই সঙ্গে দুর্গম এলাকায় ত্রাণ, সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ ভাবে সহযোগী হবে।”

    নিরাপত্তা রক্ষায় ভীষণ উপযোগী হবে

    মেন্ধর সেক্টর পীর পাঞ্জাল রেঞ্জের পাদদেশে অবস্থিত এবং সাম্প্রতিক কিছু মাস যাবত সন্ত্রাসবাদীদের নাশকতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে একাধিক বার অভিযান চালানোর ঘটনায় যুক্ত হয়েছিলেন। তবে সেনা-জওয়ানদের পরিচালিত বেশ কিছু অপারেশনেও যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে। তাই এই হেলিকপ্টার (Jammu Mendhar Route) পরিষেবা বিশেষ ভাবে কার্যকরী হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: জল্পনার অবসান! বাংলাদেশে নির্বাচন কবে, দেশবাসীকে জানিয়ে দিলেন ইউনূস

    Bangladesh: জল্পনার অবসান! বাংলাদেশে নির্বাচন কবে, দেশবাসীকে জানিয়ে দিলেন ইউনূস

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে (Bangladesh) নির্বাচন কবে হবে, তা নিয়ে দেশবাসীর মধ্যে চর্চা রয়েছে। মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামি লিগের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। ফলে, এখন বিরোধী বলতে কেউ নেই। এই সুযোগকে কাজে লাগাতে এবার বিএনপি শিবিরও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে, তারা দ্রুত নির্বাচন চাইছে। এই বিতর্কের আবহে বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

    কবে বাংলাদেশে নির্বাচন? (Bangladesh)

    বাংলাদেশি (Bangladesh) সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় ইউনূসের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গত ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়। এরপর ৮ অগাস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা করা হয় ইউনূসকে। ইউনূস প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতিউতি প্রশ্ন উঠতে থাকে নির্বাচনের বিষয়ে। কবে নির্বাচন হবে, তা নিয়ে কৌতূহল জন্মাতে থাকে সে দেশের সাধারণ মানুষের মনে।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    বিএনপি নেতারা কী বললেন?

    খালেদা জিয়ার-পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও এ নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছেন ইউনূসের প্রশাসনকে। রাষ্ট্র সংস্কারের (Bangladesh) জন্য আর কত মাস প্রয়োজন? তা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারেক। সম্প্রতি লন্ডনে এক ভার্চুয়াল বক্তৃতায় খালেদা-পুত্র বলেছেন, “বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য প্রভাবশালী মহল ষড়যন্ত্র করছে। তাদের লক্ষ্য বিএনপির হাত থেকে সম্ভাব্য জয়কে কেড়ে নেওয়া।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্য, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে এবং ভোটার তালিকা সংস্কার করে নির্বাচন করতে ৩-৪ মাসের বেশি লাগে না। অন্তর্বর্তী সরকার যাতে দ্রুত নির্বাচনের বিষয়ে পদক্ষেপ করে, সে কথাও বলেছিলেন তিনি।

    প্রসঙ্গত, গত অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এছাড়া ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে। তার আগে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আর এক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের

    Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা (Temperature) বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। কমতে পারে শীতের পারদ। বেশ কিছু জেলায় মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতকে (Weather Update) হার মানাচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলা। এই বছর শীত যে ব্যাপক ভাবে পড়েছে, তা জেলাবাসীরা স্বীকার করে নিয়েছেন। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার বিরাট প্রকোপ। রবিবার কলকাতার তাপমাত্রা নেমে যায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে।

    তাপমাত্রা সামান্য বাড়বে

    এদিকে সাগরে নতুন নিম্নচাপ (Weather Update) সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকছে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে। সোম এবং মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে। এটা হলে আগামী বুধবার থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা (Temperature) সামান্য বাড়তে শুরু করবে। বঙ্গে এই মুহূর্তে তেমন ভাবে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

    আরও পড়ুনঃ শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর যেন জনসমুদ্র! হিন্দুত্ববোধে জাগরিত বাংলা

    মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় চলবে শৈত্য প্রবাহ (Weather Update)

    অপর দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় (South Bengal) শৈত্যপ্রবাহের (Weather Update) সম্ভাবনা রয়েছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে তাপমাত্রা (Temperature) থাকবে। দুই থেকে অন্তত পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহ চলবে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় শীত কমার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে তুষারপাতের সম্ভাবনা তৈরি হলেও বাংলায় বৃষ্টিপাত তেমন হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সোর্ড অফ অনার’ (Sword Of Honour) পুরস্কারে ভূষিত হল অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) প্রকল্প। ব্রিটিশ সেফটি কাউন্সিলের তরফে ওই পুরস্কার দেওয়া হয়েছে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যানের তরফে জারি করা বিবৃতিতে এ কথা জানান চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কারটি সেফটি ম্যানেজমেন্টের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি। ব্রিটিশ সেফটি কাউন্সিল তাদের অডিটে নিরাপত্তা প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রম মূল্যায়ন করে থাকে।

    ‘সোর্ড অফ অনার’ (Ram Mandir)

    কেবলমাত্র যারা পাঁচ-তারকা মূল্যায়ন পায়, তারাই ‘সোর্ড অফ অনার’ পুরস্কারের যোগ্য বিবেচিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দির প্রকল্প ব্রিটিশ সেফটি কাউন্সিলের দেওয়া মর্যাদাপূর্ণ ‘সোর্ড অফ অনার’ পুরস্কার পেয়েছে। এটি সেফটি ম্যানেজমেন্টের তরফে একটি সম্মানজনক পুরস্কার। ব্রিটিশ সেফটি কাউন্সিল প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রমের মূল্যায়ন করার মাধ্যমে এই পুরস্কার দেয়। এই বিবৃতি থেকেই জানা গিয়েছে, মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানিও নির্মাণকাজ চলাকালে গৃহীত সেফটি ব্যবস্থার জন্য ন্যাশনাল সেফটি কাউন্সিলের পক্ষ থেকে ‘গোল্ডেন ট্রফি’ পুরস্কারে ভূষিত হয়েছে।

    মন্দির নির্মাণ শেষ

    বিবৃতিতে বলা হয়েছে, মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলা, যার মধ্যে চূড়াও রয়েছে, নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মন্দিরটি রাজস্থানের বানসি পাহাড়পুর পাথর দিয়ে তৈরি হচ্ছে। ব্যবহৃত হয়েছে প্রায় ১৫ লাখ ঘনফুট পাথর। এর পাশাপাশি বসানো হয়েছে মার্বেলও। প্রসঙ্গত, এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

    আরও পড়ুন: “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    রামজন্মভূমি (Ram Mandir) মন্দিরটি ঐতিহ্যগত নগরা শৈলীতে নির্মিত। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট, উচ্চতা ১৬১ ফুট। মন্দিরে থাকবে মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা। মন্দিরের স্তম্ভ ও প্রাচীরগুলোয় থাকবে হিন্দু দেবদেবীর প্রতিকৃতি। মন্দিরের প্রধান গর্ভগৃহে, যেখানে রামলালার মূর্তি স্থাপিত, সেখানে রাখা হয়েছে (Sword Of Honour) ভগবান শ্রী রামের শৈশব রূপ (Ram Mandir)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share