Author: user

  • Jammu Kashmir: কাশ্মীরে জঙ্গি-বাহিনী গুলির লড়াই, ওড়ানো হল সন্ত্রাসীদের ডেরা, শহিদ জওয়ান

    Jammu Kashmir: কাশ্মীরে জঙ্গি-বাহিনী গুলির লড়াই, ওড়ানো হল সন্ত্রাসীদের ডেরা, শহিদ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক জওয়ান (Jammu Kashmir)। সোমবার দুপুরে ওই জওয়ানের শহিদ হওয়ার (Army Personnel Killed) খবর জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। রবিবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায়।

    জঙ্গিদের ডেরায় হানা (Jammu Kashmir)

    জালোরা গুজ্জরপতি এলাকায় জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দেয় সেনা ও পুলিশের যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ছুড়তে শুরু করে গ্রেনেডও। গুলিবিদ্ধ হন ওই জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর। তবে জঙ্গিদের ওই আস্তানা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে সেনা। সোমবার সকাল পর্যন্ত ওই এলাকায় গুলির লড়াই চলেছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিদের সন্ধানে এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা, আধাসেনা ও পুলিশ।

    ৬ মাসে খতম ২৩ জঙ্গি

    ডিসেম্বরের ২১ তারিখ সন্ধ্যায় সোপোরের ডাঙ্গিওয়াচা এলাকায় জঙ্গিদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি একে সিরিজের রাইফেল, একটি পিস্তল এবং ২৫০ রাউন্ড গুলি। জানা গিয়েছে, গত বছরের মে মাস থেকে পয়লা নভেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মীরে ২৩ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। শহিদ হয়েছেন বাহিনীর ২৪ জন জওয়ান। এঁদের মধ্যে কাশ্মীরে শহিদ হয়েছেন ৬ জন। আর জম্মুতে প্রাণ হারিয়েছেন ১৮ জন।

    আরও পড়ুন: ভারতের শক্তি অন্তর্নিহিত রয়েছে একতার মধ্যে, মনে করেন মোহন ভাগবত

    এদিকে, ফি বার (Jammu Kashmir) শীতে তুষারপাতের আগে রাজৌরি এবং পুঞ্চের জঙ্গল দিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। সেই কারণেই প্রতিবারের মতো এবারও গত কয়েক মাস ধরে নজরদারি বাড়ানো হয়েছে ওই সব অঞ্চলের জঙ্গলে। অনুপ্রবেশ রুখতে প্রাণপণ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার পরেও নিরাপত্তার ফাঁক গলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে জঙ্গিরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতেই পাকিস্তান মদত (Army Personnel Killed) দেয় এই অনুপ্রবেশে (Jammu Kashmir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    PM Modi: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে”, ‘মন কি বাতে’ বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কুম্ভমেলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে। কারণ এই প্রাচীন ঐতিহ্যে কোথাও কোনও বৈষম্য বা জাতপাতের ধারণা নেই। সারা ভারত ও বিশ্ব থেকে মানুষ একত্রে এসে সঙ্গমে মিলিত হন।” রবিবার ‘মন কি বাতে’র ১১৮তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল নতুন বছরের প্রথম ‘মন কি বাতে’র অনুষ্ঠান।

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    সেখানে তিনি বলেন, “প্রয়াগরাজে মহাকুম্ভ (Mahakumbh) শুরু হয়েছে। অবিস্মরণীয় ভিড়, অকল্পনীয় দৃশ্য এবং সমতার ও সম্প্রীতির অসাধারণ মেলবন্ধন।  এবার কুম্ভে অনেক ডিভাইন যোগও গঠিত হচ্ছে। কুম্ভের এই উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করে। সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সঙ্গমের বালুতে এসে একত্রিত হন।” তিনি বলেন, এই হাজার হাজার বছরের ঐতিহ্যে কোথাও কোনও বৈষম্য বা জাতপাতের ধারণা নেই। সবাই সঙ্গমে স্নান করেন, একত্রে কমিউনিটি ভোজ করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই কারণেই কুম্ভ হল ঐক্যের মহাকুম্ভ।”

    ‘পুষ্করম’

    তিনি জানান, মহাকুম্ভের মতো, ‘পুষ্করম’ দক্ষিণ ভারতের নর্মদা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর তীরে আয়োজন করা হয়। তিনি বলেন, “কুম্ভের আয়োজন আমাদের জানায় যে আমাদের ঐতিহ্য সমগ্র ভারতকে একত্রিত করে। বিশ্বাস অনুসরণের উপায়গুলি ভারতের উত্তর ও দক্ষিণ অংশে অনেকটা একই রকম। যেমন কুম্ভ প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়, তেমনই পুষ্করম দক্ষিণ ভারতে নর্মদা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদীর তীরে অনুষ্ঠিত হয়। উভয় উৎসবই আমাদের পবিত্র নদীগুলোর প্রতি বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ঠিক তেমনই কুম্ভকোণম থেকে থিরুকদাইউর, কুদাভাসাল থেকে তিরুচেরাই পর্যন্ত, অনেক মন্দির কুম্ভের সঙ্গে যুক্ত।”

    আরও পড়ুন: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এবার কুম্ভ মেলায় যুবসমাজ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করছে এবং যখন যুবসমাজ তাদের ঐতিহ্যের সঙ্গে জুড়ে যায়, তখন তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয়।” তিনি বলেন, “এবার আমরা কুম্ভ মেলায় বৃহৎ পরিসরে ডিজিটাল উপস্থিতিরও সাক্ষী হচ্ছি। কুম্ভের এই বিশ্বজনীন জনপ্রিয়তা সমস্ত ভারতবাসীর জন্য গর্বের মুহূর্ত।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছে। সংক্রান্তি উপলক্ষে, বিপুল সংখ্যক ভক্ত গঙ্গাসাগরে স্নান করেছেন (Mahakumbh)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cable Bridge: হাওড়ায় ভারতের দ্বিতীয় অত্যাধুনিক ‘কেবল ব্রিজ’ তৈরি করছে পূর্ব রেল

    Cable Bridge: হাওড়ায় ভারতের দ্বিতীয় অত্যাধুনিক ‘কেবল ব্রিজ’ তৈরি করছে পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের দ্বিতীয় অত্যাধুনিক কেবল ব্রিজ তৈরি হচ্ছে হাওড়ায়। নির্মাণ করছে পূর্ব রেল (Eastern Railway)। জানা গিয়েছে, এই বছরই চালু করে দেওয়া হবে ব্রিজটি। এই ব্রিজটি হবে সিঙ্গল পাইলন কেবল সহ রোড ওভারব্রিজ।  জানা গিয়েছে, কয়েক দশকের পুরানো হাওড়া ব্রিজের উপর যানবাহণের চাপ কামাতে এই অভিনব ব্রিজের (Cable Bridge) ভাবনা। এই নয়া ব্রিজ হাওড়া স্টেশন থেকে জিটি রোডকে সংযুক্ত করবে। এই লোহার ডেক ব্রিজ ভারতে দ্বিতীয় সেতু। মুম্বইয়ে অটল সেতুর পর সলিড স্টল প্লেট ডেক ব্রিজ হাওড়ায় স্থাপন হবে। তাই এখন বাংলায় এই সেতু এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

    আনুমানিক খরচ হবে ২০০ কোটি টাকা (Cable Bridge)

    হাওড়ায় এই অভিনব ব্রিজকে (Cable Bridge) অনেকে চাঁদমারি ব্রিজ বলেছেন। পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, মূলত কেবল টাইপের আকারে নির্মিত হবে এই সেতু। আনুমানিক খরচ হবে ২০০ কোটি টাকা। সেতুর দৈর্ঘ্য ৬০ মিটার থেকে বেড়ে হচ্ছে ১৩৪ মিটার। পুরনো সেতুর জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ। জানা গিয়েছে, তাইওয়ানের সংস্থা উইকন এই সেতুর নকশা তৈরি করেছে। আর নির্মাণের কাজ করছে এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। হাওড়া স্টেশন থেকে ২০০ মিটার দূরত্বে তৈরি হচ্ছে এই নয়া সেতু। 

    আরও পড়ুনঃ আরজি করকাণ্ডে দোষী সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের

    ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে কাজ

    হাওড়া রেল স্টেশনের (Eastern Railway) ওল্ড কমপ্লেক্সে কয়েকটি প্ল্যাটফর্ম আরও লম্বা করা হবে। ফলে দূরপাল্লার ট্রেনগুলি এই প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাতায়াত করতে পারবে। স্টেশনের ১, ৭, ১০, ১১, ১২, ১৩ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো হবে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে ১৫ এবং ২৪ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ করে যাত্রীদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে। একই ভাবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরিও করা হবে। ফলে নব নির্মীয়মাণ ব্রিজ বিশেষ ভাবে উপকারী হবে জনসাধারণের জন্য।  

    জানা গিয়েছে, ৬০ মিটার চাঁদমারি ব্রিজ ১৯৩৩ সালে তৈরি করা হয়েছিল। একে ‘বাংলাবাবু ব্রিজ’-ও বলা হয়। এই সেতুই (Cable Bridge) এখন ১৩৪ মিটার দীর্ঘ সেতুতে পরিণত করা হবে। এই ব্রিজের নিচ দিয়ে রেলের মোট ১২টি লাইন যাবে।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: বিয়ের টোপ দিয়ে মহিলাকে যৌন হেনস্থা! সর্বস্ব লুট করে চম্পট মুসলিম যুবকের

    Uttar Pradesh: বিয়ের টোপ দিয়ে মহিলাকে যৌন হেনস্থা! সর্বস্ব লুট করে চম্পট মুসলিম যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের টোপ দিয়ে এক মহিলাকে এক বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতন (Sexual Harassment) করেছে মুসলিম যুবক জালালউদ্দিন। আরও অভিযোগ, নির্যাতিতাকে বিয়ের কথা বলে ভয় দেখিয়ে টাকা, গয়না এবং মূল্যবান জিনিসপত্র লুট করে চম্পট দেয় ওই যুবক। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের ঘটনা।

    আর্থিক অনটনের মধ্যে ছিলেন নির্যাতিতা (Uttar Pradesh)!

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা (Sexual Harassment) দুই সন্তানের মা। তিনি ২০১৩ সালে বিয়ে করেছিলেন। স্বামীর সঙ্গে গিদা এলাকায় বসবাস করতেন। বাড়িতে আর্থিক অনটন থাকায় সন্তাদের ভরনপোষণের জন্য বিআরডি মেডিক্যাল কলেজ (Uttar Pradesh) এলাকায় একটি চায়ের দোকান চালাতেন মহিলা। এরপর মুসলিম যুবক জালালউদ্দিনের সংস্পর্শে আসেন ওই মহিলা। শুরু হয় প্রেম।

    আমার টাকা, গয়না লুট করে পালায়

    জালালউদ্দিন প্রথমে ওই মহিলার আস্থা অর্জন করেন। তিনি তাঁর স্বামীকে ছেড়ে আসতে রাজি করান। প্রতিশ্রুতি দেন, মহিলার সন্তানদেরও দায়িত্ব নেবেন। মহিলার অভিযোগ, “আমি ওঁকে বিশ্বাস করেছিলাম। আমার স্বামীকে ছেড়ে দিয়েছিলাম। এরপর জালালউদ্দিন এক বছরেরও বেশি সময় ধরে আমাকে যৌন নির্যাতন (Sexual Harassment) করে। যখনই আমি বিয়ের কথা বলতাম, এড়িয়ে যেত। গত ৯ জানুয়ারি ফের যখন বিয়ে করতে বলি, তখন আমায় ব্যাপক মারধর করে। তারপর আমার টাকা, গয়না লুট করে পালায়। ঘটনার পর থেকেই এক সপ্তাহ ধরে তার কোনও খোঁজ না পাওয়ায় আমি থানায় (Uttar Pradesh) অভিযোগ দায়ের করেছি। এখন আমি ওই শাস্তি চাই।”

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    মুসলিম যুবকরা মেয়েদের প্রলোভনে টার্গেট করে

    থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্তের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নিতে কাজ শুরু হয়েছে। তবে উত্তরপ্রদেশে জেহাদি মুসলমান যুবকদের এইরকম দৌরাত্ম্যের কথা আগেও সংবাদ মাধ্যমে উঠে এসেছে নানা সময়। বেশির ভাগ ক্ষেত্রে পরিচয় গোপন করে হিন্দু মেয়েদের টার্গেট করে মুসলমান যুবকরা। এরপর লাভ জিহাদের (Sexual Harassment) ঘটনা ঘটে। যদিও যোগী সরকার (Uttar Pradesh) ক্ষমতায় বসার পর থেকেই এভাবে প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নারী নির্যাতনের ঘটনা আগের চেয়ে খানিক কমেছে।       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: এবার মোদির সাক্ষাৎকার নেবেন বিখ্যাত মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান

    PM Modi: এবার মোদির সাক্ষাৎকার নেবেন বিখ্যাত মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিখ্যাত আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যান ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সাক্ষাৎকার নিতে চলেছেন। রবিবারই এই খবর সামনে এসেছে। রবিবার লেক্স ফ্রিডম্যান (Lex Friedman) নিজেই একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমবারের জন্য ভারতে আসবেন তিনি। এখানকার সমৃদ্ধশালী সংস্কৃতি ও মানুষজনের সঙ্গে মেলামেশার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    ইলন মাস্ক, জুকেরবার্গরা হাজির হয়েছেন লেক্স ফ্রিডম্যানের শোয়ে 

    প্রসঙ্গত, লেক্স ফ্রিডম্যান পেশাগত দিক থেকে হলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি গবেষণা করছেন। বিজ্ঞান, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে প্রায়ই তিনি শো করেন। তাঁর এই ব্রডকাস্টের মাধ্যমেই বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যায় প্রভাবশালীদের কথা। লেক্স ফ্রিডম্যান পডকাস্টার হিসেবে এতটাই জনপ্রিয় যে তাঁর শোয়ে এখনও পর্যন্ত অংশগ্রহণ করেছেন ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, মার্ক জুগেরবার্গ, জেলেনেস্কির মতো ব্যক্তিত্বরা। এবার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে হাজির হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    কী নিয়ে হবে আলোচনা (PM Modi)

    কিন্তু কী নিয়ে চলবে কথোপথন? সেবিষয়েও মিলেছে আভাস। জানা যাচ্ছে, মোদি (PM Modi) জমানায় ভারতের ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতি, বিশ্ব রাজনীতিতে ভারতের উত্থান, সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও নরেন্দ্র মোদি কীভাবে বিশ্বনেতা হয়ে উঠলেন! এগুলিই উঠে আসবে পডকাস্টে।

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 21 January 2025: আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 21 January 2025: আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে।

    ২) প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে।

    ২) বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে।

    ২) অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা।

    ৩) বেশিরকাজ কাজেই সাফল্য মিলবে।

    কর্কট

    ১) নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন।

    ২) সারা দিন বহু দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে।

    ২) আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) অপরের কথায় চললে অশান্তি বাধতে পারে।

    ২) পুরনো কোনও আশা পূরণের চেষ্টা।

    ৩) বিবাদে জড়াবেন না।

    তুলা

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাধতে পারে।

    ২) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন।

    ৩) ধর্মস্থানে ভ্রমণ।

    ধনু

    ১) চাকরিজীবীদের জন্য খুব খরচের সময়।

    ২) কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারও সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা।

    ২) ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে সুখবর আসার পথে বাধা পড়তে পারে।

    ২) শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মীন

    ১) বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হওয়ায় মনঃকষ্ট।

    ২) অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jal Jeevan Mission: কল আছে, জল নেই, ‘জল জীবন মিশন’ প্রকল্পে পিছনের সারিতে পশ্চিমবঙ্গ

    Jal Jeevan Mission: কল আছে, জল নেই, ‘জল জীবন মিশন’ প্রকল্পে পিছনের সারিতে পশ্চিমবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামের সমস্ত বাড়ি বাড়ি নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ‘জল জীবন মিশন প্রকল্প’- এর সূচনা করেছিল। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন প্রকল্প’-এ (Jal Jeevan Mission) সব থেকে পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এক রিপোর্টেই এমন তথ্যই উঠে এসেছে।

    প্রকল্পের অর্ধেক কাজ এখনও বাকি! (Jal Jeevan Mission)

    এই প্রকল্পে (Jal Jeevan Mission) পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়ার কারণ হিসেবে রাজ্যের গাফিলতিকে দায়ী করছে জলশক্তি মন্ত্রক। পশ্চিমবঙ্গের অর্ধেক বাড়িতে এখনও পৌঁছায়নি নলবাহিত পানীয় জল। এখানেই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে পশ্চিমবঙ্গবাসী এই প্রকল্পের মূল লক্ষ্য হিসেবে বাড়ি বাড়ি জল পাবে? জল জীবন মিশন ড্যাশবোর্ডে এক নজরে দেখা যায় যে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত এই প্রকল্পের রাজ্যের মাত্র ৫৪ শতাংশ কভার করেছে। আর বাস্তবে যেখানে পাইপ লাইন বসানো হয়েছে, সেখানে জল পর্যন্ত পড়ছে না। কোথাও আবার সেই পাইপ লাইন পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। যেমন, হুগলির বেরাবেড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গোরডিহি গ্রামের বাসিন্দা বেদানা ধাড়া। তাঁর বয়স ৬৪ বছর। তাঁর বাড়ির কাছে একটি আবর্জনার স্তূপ থেকে একটি জং ধরা পাইপ উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে জাতীয় ‘জল জীবন মিশন’-এর অধীনে ভারতজুড়ে পরিবারগুলিতে নিরাপদ পানীয় জল সরবরাহ করার জন্য এই পাইপ বসানো হয়েছিল। পাইপটি এখন অকেজো।

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    ২০১৯-এর ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জল জীবন মিশন প্রকল্প’ ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের (Jal Jeevan Mission) তথ্য অনুযায়ী, এই প্রকল্পের হাত ধরে সমগ্র দেশের প্রায় ১৩ কোটি গ্রামীণ পরিবারের কাছে এই নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে গিয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের (West Bengal) ক্ষেত্রে এই পরিসংখ্যান বেশ খারাপ। বলা যেতে পারে, অন্যান্য রাজ্যের তুলনায় পিছনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পে বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গের চাহিদা মতোই অর্থ জোগানো হচ্ছে। কিন্তু, কাজের গতির নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Natural Farming: জৈব চাষে অন্ধ্রে বিরাট সাফল্য, আইএএস অফিসারের জানুন গল্প

    Natural Farming: জৈব চাষে অন্ধ্রে বিরাট সাফল্য, আইএএস অফিসারের জানুন গল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: জৈব (Natural Farming) চাষে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিরাট সাফল্যের কথা তুলে ধরেছেন একজন আইএএস অফিসার। তাঁর এই প্রচেষ্টা এখন ওই রাজ্যের চাষিদের কাছে দৃষ্টান্ত। জানা গিয়েছে, ৮ লক্ষ কৃষকের জন্য গোবর এবং নিমপাতার মতো জৈব উপাদান ব্যবহার করে চাষের জগতে কীভাবে সাফল্য আনা যায়, সেই অসাধ্য সাধান করার তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তবে চাষের জন্য সবরকম রাসায়নিক এবং কেমিক্যাল যুক্ত সারকে বাদ দিয়ে ২০১৫ সাল থেকেই কাজ শুরু করা হয়েছিল। সম্পূর্ণ বিষয়ের ভাবনায় রয়েছেন এক সরকারি আমলা। এই বিষয়কে নিয়ে চিত্রপরিচালক রেণুকা জর্জ, টি বিজয় কুমারকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন।  এখন বিরাট আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তথ্যচিত্র। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এই জৈবিক চাষ নতুন যুগের সূচনা করেছে।

    মোট ৫৫ মিনিটের তথ্যচিত্র (Natural Farming)

    জানা গিয়েছে, এই তথ্যচিত্রটি মোট ৫৫ মিনিটের। ইন্ডিয়ান সয়েল ইন রেভোলিউশনের মাধ্যমে এই তথ্যচিত্রকে প্রকাশ করা হয়েছে। জর্জ রেণুকা বলেন, “এই প্রথম আমি ভারতে একটি তথ্যচিত্র প্রদর্শন করছি। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে তা প্রদর্শিত হয়েছে। ২০২৩ সালে একটি ফরাসি সংস্থার দ্বারা প্রযোজনা করা হয়েছিল। ইতিমধ্যে আগে বেশ কয়েবার ফ্রান্স এবং ইউরোপে প্রদর্শন করা হয়েছে। অভিনেতা টি বিজয় নিজে থেকে কৃষকদের সঙ্গে অনলাইনে কথা বলবেন সমস্ত রকম কৌশল এবং প্রশ্নের উত্তর দেবেন। আমরা কৃষকদের আর্থিক ভাবে বিরাট কোনও লাভের সুযোগ দিচ্ছি না। কিন্তু  কৃষকদের একটি নিরাপদ, সহজ বিকল্পকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরিবেশ এবং মানব জীবনের জন্য একান্ত প্রয়োজন এই জৈবিক চাষ।”

    পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলার চিত্র রয়েছে

    জর্জের তথ্যচিত্রে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলায় জৈবিক চাষের (Natural Farming) উদ্যোগ নেওয়া হয়েছে। এর বিষয়বস্তু টি বিজয় কুমারের জীবনের সঙ্গে কেন্দ্রীভূত চাষাবাদকে ঘিরে। তিনি অবশ্য একজন আইএএস অফিসার। তাঁর উদ্যোগে রাজ্যে জৈবিক চাষাবাদ নিয়ে আন্দোলনের বিরাট পর্ব রচিত হয়েছে। চাষের জন্য সমস্ত রকমের পরিস্থিতি অন্বেষণ করেছিলেন কীভাবে, তাকেই উপস্থাপন করা হয়েছে এই তথ্যচিত্রে। কৃষকরা রীতিমতো ব্যাপক উৎসাহী ছিলেন এই ধরনের তথ্যচিত্রে।

    আরও পড়ুনঃ দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    বেশি বেশি করে গোবর সার এবং জৈব সার প্রয়োগ

    সারা দেশে কৃষকরা বিশেষ করে দাক্ষিণাত্যের মালভূমির মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মতো রাজ্যগুলিতে চাষ এক প্রকার অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছিল। রাসায়নিক সারের ব্যবহার এবং ফসলের উৎপাদন (Natural Farming) নিয়ে দীর্ঘদিন ধরে চাষিরা দারুণ সঙ্কটের মধ্যে ছিলেন। অপরদিকে পরিবেশ দূষণের একটা বড় চাপ বেড়ে চলছিল। তাই তথ্যচিত্রে সুপরিকল্পিতভাবে রাসায়নিক সারের ব্যবহার কীভাবে পরিত্যাগ করা যায় সেই দিকগুলিকে বেশি করে তুলে ধরা হয়েছে। বেশি বেশি করে গোবর সার এবং জৈব সার প্রয়োগের দিক তুলে ধরা হয়েছে। চাষের উৎপাদন বৃদ্ধিতে গোমূত্র ও নিমপাতাকে জলের মাধ্যমে কীটনাশক হিসেবে ব্যবহারের দিকগুলিও দেখানো হয়েছে। তথ্যচিত্রে আরও দেখানো হয়েছে, কীভাবে পশ্চিম গোদাবরী জেলার কৃষকরা ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে সবুজ বিপ্লবের সুফলকে কীভাবে একজন কৃষক গ্রহণ করে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন। কৃত্রিম সার ব্যবহার কীভাবে কমানো যায় তাকেই এখানে বেশি করে দেখানো হয়েছে। এই প্রযুক্তি কীভাবে প্রয়োগ করা হবে সেই কৌশলও দেখানো হয়েছে।   

    হাজার হাজার কৃষক যোগদান করেছিলেন

    বিজয় কুমার বলেন, “এই জৈব সারের (Natural Farming) ব্যবহার ১৯৯০ সাল থেকেই প্রথম করেছিলেন সুভাষ পালেকার। তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে চাষিদের সঙ্গে কথা বলে সমন্বয় করে কাজ করছিলেন। তবে এই চাষে মহিলা কৃষকদের একটা বড় ভূমিকা থাকবে। জৈব কীটনাশক বেশি বেশি করে ব্যবহারের জন্য পুরুষদের উৎসাহী করবেন বাড়ির মহিলারা। পরিবারের স্বাস্থ্যের সঙ্গে চাষের স্বাস্থ্যের কথাটাও বেশি করে ভাবা প্রয়োজন।”

    তথ্যচিত্র প্রসঙ্গে বলতে গিয়ে পালেকর বলেন, “এই তথ্যচিত্র দেখে রাজ্যের হাজার হাজার কৃষক মুগ্ধ। সকলে প্রয়োজনীয় নোট নিয়েছেন। কৃষকরা নিজেরাই এই জৈব চাষের মহাবিপ্লবের বিরাট সাক্ষী হয়েছিলেন। এইধরনের প্রচেষ্টা সারা ভারতে প্রয়োগ করা হলে কৃষিতে পথ দেখাবে ভারত।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Trump Visit India: ভারত সফরে আসতে পারেন ট্রাম্প, মোদির কাছেও আসবে হোয়াইট হাউজের আমন্ত্রণ!

    Trump Visit India: ভারত সফরে আসতে পারেন ট্রাম্প, মোদির কাছেও আসবে হোয়াইট হাউজের আমন্ত্রণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প (Trump Visit India) ২০ জানুয়ারি শপথ গ্রহণ করতে চলেছেন। জানা গিয়েছে, প্রেসিডেন্ট পদে বসার পর খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন তিনি। এই নিয়ে নাকি তিনি তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে আলোচনাও করেছেন। গত ডিসেম্বরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ওয়াশিংটনে গিয়েছিলেন, তখন এই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। এমনকী ট্রাম্প নাকি চিন সফরেও যেতে চাইছেন।

    কবে ভারতে আসছেন ট্রাম্প? (Trump Visit India)

    রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প ভারত সফরে আসতে পারেন এপ্রিলেই। আর সেই সময় যদি তা সম্ভব না হয়, তাহলে চলতি বছরের শেষের দিকে শীতকালে ভারতে আসতে পারেন তিনি। অন্যদিকে, এর আগে নিজের নির্বাচনী প্রচারের সময় চিনের ওপর শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম কার্যকালে চিনকে বারংবর বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন ট্রাম্প (Trump Visit India) । কোভিডকে ‘চিনা ভাইরাস’ নাম দিয়েছিলেন তিনি। তবে এরই মাঝে এবার চিনের সঙ্গে সম্পর্ক মেরামত করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 

    আরও পড়ুন: দলিত পরিবারকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা! ৫ জন গ্রেফতার

    মোদিকে আমন্ত্রণ জানাতে পারে ট্রাম্প প্রশাসন

    রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এই বসন্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাতে পারে ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, গত ডিসেম্বরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ওয়াশিংটনে গিয়েছিলেন, তখন এই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ট্রাম্পের (Trump Visit India) শপথ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। এদিকে চিনের তরফ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। একদিন আগেই অবশ্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ে সঙ্গে ট্রাম্পের কথা হয় ফোনে। সেই ফোনালাপেই জিনপিংকে ব্যক্তিগত ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে জিনপিং বিদেশি কোনও রাষ্ট্রনায়কের শপথ অনুষ্ঠানে যোগ দেন না বলে জানান। অবশ্য ট্রাম্প পরে জানান, ফোনে তাঁদের কথাবার্তা ‘ইতিবাচক’ ছিল। ট্রাম্পের কথায়, “আমি আশা করি একসঙ্গে আমরা অনেক সমস্যার সমাধান করব। প্রেসিডেন্ট শি এবং আমি এমন সব কিছুই করব যাতে বিশ্ব শান্তি বজায় থাকে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: প্রথম দিনে একশোর বেশি আদেশনামায় সই করতে পারেন ট্রাম্প

    Donald Trump: প্রথম দিনে একশোর বেশি আদেশনামায় সই করতে পারেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই আমেরিকার ৪৭তম রাষ্টপতি হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সূত্রের খবর, শপথ গ্রহণের দিনেই ১০০-টিরও বেশি আদেশনামায় তিনি সই করতে পারেন। প্রসঙ্গত, এই আদেশনামাগুলি আসলে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে নির্বাচিত হতেই এই আদেশনামাগুলি তৈরি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই জানিয়েছিলেন যে প্রথম দিনেই তিনি রেকর্ড সংখ্যক আদেশনামায় স্বাক্ষর করার পরিকল্পনা নিয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর করা আদেশনামা বাতিল করতে পারে না কংগ্রেস

    প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যে আদেশনামাগুলি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, সেগুলিতে সে দেশের কংগ্রেসের কোনও অনুমোদনের প্রয়োজন হয় না। একইসঙ্গে সে দেশের কংগ্রেস এগুলিকে বাতিলও করতে পারে না। কিন্তু এই আদেশনামাগুলির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া যায়। ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) বলেন, ‘‘আমাদের কাছে রেকর্ড সংখ্যক নথি রয়েছে। আমি শপথ গ্রহণের পরেই সেগুলিতে স্বাক্ষর করব।’’ সম্প্রতি, ক্যাপিটল হিলে রিপাবলিকান সেনেটরদের সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প নিজেই। বৈঠকে হাজির ছিলেন ট্রাম্পের প্রধান উপদেষ্টা স্টিফেন মিলারও।

    শপথ গ্রহণের উদ্দেশ্যে ওয়াশিংটন (ডিসি)-তে পৌঁছেছেন ট্রাম্প

    আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। আমেরিকার সময় অনুয়ায়ী রবিবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন। প্রবল শীতের কারণে ‘ইন্ডোরে’ শপথ নেবেন ট্রাম্প। বায়ুসেনার বিশেষ বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে আকাশপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যান ট্রাম্প। তাঁর এই উড়ানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল এয়ার মিশন ৪৭’। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে এসে নামে ট্রাম্পের বিশেষ বিমান। সেখান থেকে ভার্জিনিয়ার গলফ ক্লাবে যান ট্রাম্প।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share