Author: user

  • Clock Tower: বাম আমলের টাওয়ারে নতুন ‘তৃণমূলী ক্লক’, ৯ লাখি ঘড়িতে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা

    Clock Tower: বাম আমলের টাওয়ারে নতুন ‘তৃণমূলী ক্লক’, ৯ লাখি ঘড়িতে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাম আমলের বেহাল টাওয়ার ক্লক (Clock Tower) সরিয়ে নতুন ক্লক বসানো হল বালুরঘাট শহরের বাসস্ট্যান্ডে। যার খরচ নাকি ৯ লক্ষ টাকা। পুরসভার বসানো ঘড়ির খরচ শুনে চক্ষু চড়কগাছ শহরবাসীর। যা নিয়ে কটাক্ষ বিরোধীদের গলায়। বাম ও বিজেপির অভিযোগ, টাওয়ার তো আগেই ছিল। শুধুমাত্র ঘড়ির খরচ কেন এত টাকা? পুরবোর্ড অবশ্য দাবি করেছে, সম্পূর্ণ নতুন ঘড়ি এনে লাগানো হয়েছে। তবে বাম আমলে এর চেয়ে বেশি খরচ করা হয়েছে। যুক্তি যাই দেখানো হোক, এই ঘড়ির বিষয়টি নিয়ে শহরের চায়ের দোকানগুলিতে জোর চর্চা শুরু হয়েছে।  

    নতুন কি না, সন্দেহ প্রকাশ আরএসপি-র প্রাক্তন চেয়ারপার্সনের

    আরএসপির প্রাক্তন চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলেন, সঠিক খরচ মনে না পড়লেও আমরা লাখ দু’য়েক টাকা খরচ করে ওই ঘড়ি বসিয়েছিলাম। তাই বলে এই বোর্ডের মতো ৯ লক্ষ টাকা খরচ হয়নি। আর আমাদের সময়কালের টাওয়ারই (Clock Tower) তো রয়েছে। নতুন করে শুধু ঘড়ি বসানো হয়েছে। ওই ঘড়িটি নতুন কিনা, তাও সন্দেহ রয়েছে। 

    এটা কি লন্ডন থেকে আনা? প্রশ্ন বিজেপি-র

    বিজেপির জেলা কমিটির সদস্য সুমন বর্মন বলেন, বামেদের আমলে এই ঘড়ি (Clock Tower) বসানো হয়েছিল। সেই ঘড়িই বিগত তৃণমূল বোর্ড সংস্কারের নামে কয়েক লক্ষ টাকা ব্যয় দেখিয়েছিল। এখন নতুন পুরবোর্ড আবার একই ঘড়ি সংস্কার করে ৯ লক্ষ টাকা খরচ দেখাচ্ছে। এটা কি লন্ডন থেকে আনা? 

    কী বলছেন এলাকার বাসিন্দারা?

    এবিষয়ে বালুরঘাট শহরের চকভবানী এলাকার বাসিন্দা সুরজিৎ দত্ত বলেন, এই ঘড়ি (Clock Tower) দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। নতুন করে লাগানো হয়েছে। খুব ভালো কথা। কিন্তু এই ঘড়ির জন্য এত খরচ করার কোনও মানে হয় না। এই ঘড়ির খরচ নিয়েও সন্দেহ রয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরের মূল কেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় চৌমাথা মোড়ে এই টাওয়ার ঘড়ির অবস্থান। ২০১৩ সালের আগে বাম আমলে এই ঘড়িটি লক্ষাধিক টাকা খরচ করে বসানো হয়েছিল। বিগত এক দশকের বেশি সময় ধরে এই টাওয়ার ঘড়িই শহর চেনার মূল আকর্ষণ হয়। ২০১৩ সালে পালাবদলের পরে ক্ষমতায় আসে তৃণমূল। এরপর তা নষ্ট হলে ২০১৬ সালে সংস্কার করা হয়৷ পরে ফের নষ্ট হয়ে যায়। দীর্ঘ বছর এই ঘড়ি খারাপ থাকায় নতুন পুরবোর্ড ঘড়ি সংস্কারে উদ্যোগী হয়েছে। নববর্ষের উপহার স্বরূপ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এই ঘড়ি উদ্বোধন করেন। যাকে ঘিরেই বিতর্ক।

    কী জবাব দিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান?

    এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, বামেদের আমলে ওই ঘড়ি (Clock Tower) বসাতে আমাদের চেয়ে বেশি টাকা লেগেছে। আর ওরা যেভাবে ঘড়িটি বসিয়েছিল, তা সংস্কারও করা হত না। যে ঘড়িটি বসানো হয়েছে, তা সম্পূর্ণ নতুন। এটি উন্নতমানের জিপিআরএস সিস্টেমে বসানো হয়েছে। শহরের সৌন্দর্যের জন্যই এই উদ্যোগ। যা বিরোধীরা এতদিন করতে পারেনি বলেই এই ধরনের কথা বলছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI Raid: পুকুর থেকে উদ্ধার একটি মোবাইল, তৃণমূল বিধায়ককে নিয়ে কোন ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই?

    CBI Raid: পুকুর থেকে উদ্ধার একটি মোবাইল, তৃণমূল বিধায়ককে নিয়ে কোন ঘটনার পুনর্নির্মাণ করল সিবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়কের সেই পুকুরের দিকে শুধু এলাকাবাসী নয়, রাজ্যের মানুষের নজর ছিল। ওই পুকুরের জল তুলে মোবাইল উদ্ধার করা কী সম্ভব, তা নিয়ে শনিবার দিনভর চর্চা হয়েছে। সিবিআই (CBI Raid) আধিকারিকরাও তিনটে পাম্প নামিয়ে পুকুর থেকে জল তোলার উদ্যোগ নেন। আর এই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় ৪ জন শ্রমিক এবং একজন মত্স্যজীবী। দুদিন ধরে টানা কাজ করার পর রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুকুরের ভিতর থেকে একটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও একটি মোবাইল পুকুরে রয়েছে বলে সিবিআই (CBI Raid) আধিকারিকরা আশঙ্কা করছেন। সেই মোবাইলের খোঁজে এদিন সকাল থেকে পুকুরে তল্লাশি চলছে।

    মোবাইল উদ্ধারের পর কী করল সিবিআই (CBI Raid)?

    শুক্রবার বেলা ১২ টা নাগাদ সিবিআই তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকা হানা দেয়। বাড়িতে চলে তল্লাশি। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ককে। আর সিবিআইয়ের (CBI Raid) নজর এড়িয়ে কীভাবে কৌশলে নিজের দুটি মোবাইল পুকুরে তৃণমূল বিধায়ক ফেলেছিলেন? কীভাবে পালানোর চেষ্টা করেছিলেন? এদিন তৃণমূল বিধায়ককে বাড়ির ছাদে তুলে ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই (CBI Raid)। এমনকী পুকুর থেকে উদ্ধার হওয়া মোবাইলটি বিধায়ককে দেখিয়ে সনাক্ত করেন সিবিআই (CBI Raid) আধিকারিকরা।  আর পুনর্নির্মাণের সমস্ত কিছু সিবিআই (CBI Raid) আধিকারিকরা ভিডিও রেকর্ডিং করে রাখেন। সেই সংক্রান্ত নথিতে তৃণমূল বিধায়ককে স্বাক্ষর করানো হয়।

    পুকুর থেকে উদ্ধার হওয়া মোবাইলে তথ্য সংরক্ষণ নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা কী বললেন?

    প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মোবাইলে হার্ডওয়্যার যদি ঠিকঠাক থাকে, তথ্য পেতে কোনও সমস্যা হবে না। আর মোবাইল চালু অবস্থায় কাদায় ফেলা হলে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো নষ্ট হয়ে যেতে পারে। মোবাইলে একাধিক আইসি ও ইন্টার্নাল স্টোরেজ নষ্ট হয়ে গেলে তা থেকে তথ্য উদ্ধার করা বেশ কষ্টকর। তবে, জানা গিয়েছে, মোবাইল জলে ডুবে থাকলেও ফরেন্সিক বিশেষজ্ঞদের মোবাইল থেকে তথ্য পেতে খুব বেশি সমস্যা হয় না। এক্ষেত্রে ঘটনাস্থলে প্রযুক্তি বিশেষজ্ঞরা উদ্ধার হওয়া মোবাইল খতিয়ে দেখছেন। আরও একটি মোবাইল কখন উদ্ধার হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সিবিআই (CBI Raid) আধিকারিকরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Atiq Ahmed: ১৭ বছরেই হাত পাকিয়েছিলেন খুনে, কেমন ছিল গ্যাংস্টার আতিকের জীবন?

    Atiq Ahmed: ১৭ বছরেই হাত পাকিয়েছিলেন খুনে, কেমন ছিল গ্যাংস্টার আতিকের জীবন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সে হাত পাকিয়েছিলেন খুনে। বাবা টানতেন ঘোড়ার গাড়ি, অমনোযোগী ছেলে উচ্চ বিদ্যালয়ে বারবার অকৃতকার্য হওয়ার পরেই ইতি টানেন পড়াশোনায়। পা রাখেন অপরাধ জগতে। প্রথম জীবনে ট্রেন থেকে কয়লা চুরি করতেন। ১৯৬২ সালে তৎকালীন এলাহাবাদে, বর্তমানের প্রয়াগরাজে জন্ম হয় কুখ্যাত এই গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed)।

    ২৭ বছর বয়সে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভায় প্রবেশ করেন আতিক (Atiq Ahmed)

    অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার সময়ই, ১৯৮৯ সালে মাত্র ২৭ বছর বয়সে রাজনীতির আঙিনায় ভাগ্য পরীক্ষা করতে আসেন বাহুবলী আতিক (Atiqe Ahamed)। তখন এলাহাবাদ অঞ্চলে একচ্ছত্র অধিপতি। নির্দল প্রার্থী হিসেবে এলাহাবাদ পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত কখনও নির্দল প্রার্থী হিসেবে, আবার কখনও সমাজবাদী প্রার্থী হিসেবে আতিকের বিজয়রথ ছিল অপ্রতিরোধ্য। ২০০৪ সালে সাংসদ নির্বাচিত হন আতিক আহমেদ (Atiqe Ahamed)। সমাজবাদী পার্টির টিকিটে ফুলপুর আসন থেকে জয়ী হন তিনি। আতিকের ছেড়ে আসা এলাহাবাদ পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হন বিএসপি নেতা রাজু পাল। এই রাজু পাল খুনের ঘটনা ব্যাকফুটে ঠেলে দেয় গ্যাংস্টারকে।

    ২০০৫ সালে খুন হন বিএসপি বিধায়ক রাজু পাল

    ২০০৫ সালে খুন হন বিএসপি বিধায়ক। সেই খুনেও আতিকের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করা হলেও তিন বছরের মাথায় জামিন পান। বিএসপি বিধায়ক খুনের মামলায় প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। আতিক চেয়েছিলেন, উমেশ এই মামলা থেকে সরে যাক। আদালতে গিয়ে বলুক, রাজু পাল খুনের সময় ঘটনাস্থলে ছিল না উমেশ। কিন্তু সরে না দাঁড়ানোয়, ২০০৬ সালে ২৮ ফেব্রুয়ারি আতিক ও তাঁর সঙ্গীরা উমেশকে অপহরণ করে।

    চলতি বছরেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় আতিককে (Atiq Ahmed)

    সেই অপরহণ মামলায় গ্যাংস্টারকে দোষী সাব্যস্ত করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় আতিকের (Atiq Ahmed)। গত চার দশকে সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে খুন, ধর্ষণ সহ প্রায় ১০০টি বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে। সাক্ষী উমেশ পালকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। এখানে প্রধান অভিযুক্ত ছিল আতিকপুত্র আসাদ। তাঁকে দুদিন আগেই ঝাঁসিতে এনকাউন্টার করে যোগী রাজ্যের পুলিশ। আসাদের শেষকৃত্যের দিনেই গুলিতে ঝাঁঝরা হল আতিকের দেহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • The Ghost:  অবাককাণ্ড! ভূতের আরাধনা কোথায় হয় জানেন?

    The Ghost: অবাককাণ্ড! ভূতের আরাধনা কোথায় হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূত (The Ghost) ! “নেই, নেই” হাজার বার বলার পরেও দিব্যি চলে আসে অদ্ভূত সব ভূতের (The Ghost) গল্প। মামদো ভূত, মেছো ভূত, গেছো ভূত, গলাকাটা ভূত ইত্যাদি কতোই না তার রকমফের। পেত্নি, শাকচুন্নি, ডাইনি ইত্যাদি স্ত্রী ভূতও নাকি আছে বলা হয়। গল্প শুনলেই গা ছমছমে করে। আর দুর্বল মনের মানুষ হলে তো কথাই নেই। “ভূতে ধরেছে” রটতে না রটতেই হুলস্থুল কাণ্ড ঘটে যায়। তারপর সেই ভূত (The Ghost) তাড়াতে ওঝা ডাকা হয়। ওঝার কেরামতি নিয়েও ঘটে যায় আরও কত কাণ্ড। কিন্তু কখনও কি শুনেছেন ভূতের পুজোর কথা? তাও আবার যে সে ভূত (The Ghost) নয়, ভয়ংকর ও বিশাল চেহারার ‘গলাকাটা’ ভূতের পুজোর কথা? এ হেন ভূতবাবাজিকে তুষ্ট করতে তাঁকে রীতিমতো সম্মান, শ্রদ্ধা জানিয়ে পুজো করা হল এবারও।

    কেমন চেহারা এ ভূতের (The Ghost)?

    প্রায় পনেরো ফুট লম্বা হাত-পা ছড়িয়ে শুয়ে থাকা এক ভূত (The Ghost)। ডান হাতটা কিছুটা ওপরের দিকে তোলা। আর বাঁ পা যেন একটু বেশি প্রসারিত। মুখ তার আকাশপানে। তবে মাথা নেই। ধড় অংশের শুরুতেই সাদা-কালোয় মায়াবী দুটো চোখ দু পাশে। বাম, ডান যেদিক থেকেই আপনি তাঁকে দেখুন না কেন, মনে হবে যেন আপনার দিকেই তাকিয়ে। বুক ও পেটের অংশে উন্নত নাক, লকলকে জিভ, ধবধবে সাদা দাঁতের পাটি। গায়ের রং কুচকুচে কালো। শরীরের নিচের অংশ মেয়েলি ‘ঘের’ জাতীয় লাল টুকটুকে বস্ত্রে ঢাকা। আলতা রাঙানো হাত ও পা। আর বুকের ওপর থেকে ঝোলানো লাল রঙের কাগজের মালা।

    কোথায় হয় এমন গলাকাটা ভূতের (The Ghost) পুজো ?

    নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া তালতলায় বৈশাখের পয়লাতে এবারও হল এমন ভয়াল চেহারার ভূতের (The Ghost) আরাধনা। হ্যাঁ, বাংলার বিখ্যাত তাঁতশাড়ির আঁতুরঘর যেখানে, সেই ফুলিয়ায়। তবে কোনও তান্ত্রিক বাড়ির নিভৃত কোণে নয়। ভূতের পুজো হল একদম খোলা আকাশের নিচে, হাজার হাজার লোকের মাঝে। কিন্তু, হস্তচালিত তাঁতযন্ত্রের নিত্যদিনের খটাখট শব্দের মাঝে কী করে সেখানে পৌঁছাল এমন ভূত? গল্পটা শোনা যাক ভূতপুজোর আয়োজক বাড়ির অন্যতম কর্তা প্রকাশ বসাকের মুখে। প্রকাশ বললেন, প্রতি বছর আমাদের পরিবারের শরিকি সদস্যদের উদ্যোগে ভূতের (The Ghost) পুজোর আয়োজন করা হয় ঠিকই। কিন্তু, এ পুজো এখন গ্রামের বহু মানুষের পুজো হয়ে গিয়েছে। সেই অর্থে বলা যায় সর্বজনীন। গ্রামের কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক সদস্য, এমনকি গ্রামের মহিলারাও এ পুজোর আয়োজনে হাত লাগান। প্রকাশ আরও বলেন, ওপার বাংলার টাঙ্গাইল জেলার বামুন কুইচা গ্রামে বাড়ি ছিল আমাদের পূর্ব পুরুষের। ফি বছর বাংলা নববর্ষের দিনে এমন ভূতের (The Ghost) পুজো করতেন আমাদের ঠাকুরদাদা বা তাঁর বাবারা। স্বাধীনতার পর আমাদের বাবা-জেঠারা পরিবার নিয়ে এপার বাংলার ফুলিয়ায় এসে বসবাস শুরু করেন। খুব সম্ভবত ষাটের দশকে ওপার বাংলার পারিবারিক সেই ভূতের পুজো এখানকার বাড়িতেও শুরু করেছিলেন আমার জেঠু দুলাল বসাক। এরপর আমাদের শরিকি পরিবারের সব সদস্য তো বটেই, দেখতে দেখতে গ্রামের লোকজনও আমাদের এই পুজো আয়োজনের শরিক হয়ে গিয়েছেন। আমাদের এখানকার বাড়ির গায়ে নিজস্ব শিবমন্দির আছে। সেই শিবের গাজনে আমরা যাঁরা সন্ন্যাসী হই, তাঁরাই গলাকাটা ভূতের মূল সেবক।

    কেন এমন ভূতের (The Ghost) পুজো ?

    প্রকাশের বক্তব্য, “বাড়ির বয়স্কদের কাছে শুনেছি, বাড়ির কচিকাঁচারা যাতে ভূতের (The Ghost) ভয় না পায় এবং পরিবারের সবার যাতে মঙ্গল হয়, সেজন্য বাংলা নববর্ষের প্রথম দিনে এই পুজো শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। স্থানীয় বাসিন্দা সত্তরোর্ধ্ব হরিপদ বসাক বলেন, আমরা এই দেবতাকে কেউ বলি ‘বড় দেবতা’, আবার কেউ বলি ‘কবন্ধ ভূত’। প্রকাশদের পরিবারের গৃহ দেবতা মহাদেব। তাই চৈত্র শেষের দু দিনে ওদের বাড়ির মন্দিরে ঘটা করে নীল পুজো হয় আর গাজনের সন্ন্যাসীরা প্রথা মেনে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেন। মহাদেবের সঙ্গে ভূতও (The Ghost) থাকেন বলে গাজনের সন্ন্যাসীরা ভূতকেও সন্তুষ্ট করা শুরু করেছিলেন। রামায়ণেও এমন কবন্ধ ভূতের (The Ghost) পুজোর কথা উল্লেখ আছে বলে দাবি জানান হরিপদবাবু।

    ভূত (The Ghost) দেবতা থাকেন কতক্ষণ ?

    মূলত একদিনের পুজো। পুজো ঘিরে বসে মেলাও। তবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত তো বেটেই, গোটা বৈশাখ মাস জুড়েই বিভিন্ন এলাকা থেকে মানুষ উঁকি দেন এই লৌকিক দেবতাকে প্রণাম জানাতে। খোলা আকাশের নিচে দেবতা শুয়ে থাকেন বলে বৃষ্টি নামলেই মৃন্ময় এ দেবতার  অঙ্গহানি শুরু হয়। তবে, অনেক ঝড়বৃষ্টির পরে বছর শেষেও ওই জায়গায় থেকে যায় মাটির স্তুপ। পরের বছর সেই মাটির ঢিবিতে আবারও মাটি লাগিয়ে এবং রং করে ফের গড়া হয় বড় দেবতাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে! কী জানাচ্ছে হাওয়া অফিস?

    Weather Report: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে! কী জানাচ্ছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিনেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। ভেঙে গেছে গত পাঁচ বছরের সব রেকর্ড। গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। চিকিৎসকরা দুপুরের দিকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করছেন, বিশেষ প্রয়োজন না থাকলে। হাওয়া অফিস বলছে, অস্বস্তির আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অবশ্য সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে। যে কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে এব্যাপারে আবহাওয়া দফতর কোনও নিশ্চয়তা দেয়নি।

    এক নজরে আজকের আবহাওয়া

    সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৮°সেলসিয়াস
    সর্বনিম্ন তাপমাত্রা : ৩১.৭° সেলসিয়াস
    আর্দ্রতা : ৯২%
    বাতাস বইবে : ১২ কিমি/ঘন্টা

    আরও পড়ুন: উদ্বোধন করলেন এইমসের! বিহুর আগে অসমকে ১৪,৩০০ কোটি টাকার প্রকল্প উপহার মোদির

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া

    কলকাতা এবং শহরতলিতে আকাশ পরিষ্কার থাকবে। যদিও ব্যাপক তাপপ্রবাহ এবং আর্দ্রতা মিলে বেশ অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি। 

    উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়াই শুকনো থাকবে আপাতত। আগামী পাঁচ দিনে পাহাড়ের জেলাগুলোতে আবহাওয়া পরিবর্তন না হলেও সমতলের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে 

    দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহজনিত সতর্কতার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যাপক তাপপ্রবাহ চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। সব মিলিয়ে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

    সোমবারের পূর্বাভাস

    সোমবার অবধি আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে মৌসমভবন। আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় সেরকম পরিবর্তন হবেনা। অর্থাৎ গরমের দাপট থেকে আপাতত নিস্তার পাবেনা রাজ্যবাসী। বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

    আরও পড়ুন: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengali New Year: অন্যরকম নববর্ষ পালন! প্রকৃতিরক্ষায় যজ্ঞের আয়োজন গেরুয়া শিবিরের

    Bengali New Year: অন্যরকম নববর্ষ পালন! প্রকৃতিরক্ষায় যজ্ঞের আয়োজন গেরুয়া শিবিরের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রভাত ফেরি, নাচ-গান সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রাস্তাজুড়ে আলপনা। এরকম নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকাল থেকেই বর্ষবরণ (Bengali New Year) উৎসবে মেতে উঠেছিল শিলিগুড়ি। প্রচলিত এই ছন্দের বাইরে গিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন শিলিগুড়িতে একটু অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করেছিল গেরুয়া শিবির। উত্তরবঙ্গের জল-জঙ্গল এবং প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে এদিন বিশাল যজ্ঞের আয়োজন করে গেরুয়া শিবির। 

    যজ্ঞ দেখতে ভিড় প্রচুর মানুষের

    বাংলা নতুন বছরের প্রথম দিন (Bengali New Year) সকাল থেকেই কালীবাড়িগুলিতে ভিড় ছিল ভালোই। ব্যবসায়ীরা নতুন খাতার পুজো দিতে লম্বা লাইন দেন। সেখানে শিলিগুড়ির প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে আলাদা করে নজর কাড়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে আয়োজিত এই যজ্ঞ অনুষ্ঠান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নেতৃত্ব। এই যজ্ঞ দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। শঙ্কর ঘোষ বলেন, উত্তরের প্রকৃতি আমাদের গর্ব। তা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য৷ সেই সচেতনতা সকলের মধ্যে গড়ে তোলার লক্ষ্যেই এই যজ্ঞের আয়োজন। এই দিনটিতে উৎসবে মাতোয়ারা মানুষের মনে নিজের প্রাকৃতিক সম্পদ, নদী, জঙ্গলকে রক্ষার তাগিদ জাগ্রত করাটা এই অনুষ্ঠানের একটি দিক। যাতে বছরের প্রথম দিন থেকেই প্রতিটি মানুষ নিজের নিজের এলাকার প্রাকৃতিক সম্পদ বাঁচানর জন্য সচেতন হন,, শপথ গ্রহণ করেন। এই বার্তা দিতেই আমরা এদিন হোম-যজ্ঞ করি।

    কী বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?

    এক প্রশ্নের উত্তরে শঙ্করবাবু বলেন, বন আইন, পরিবেশ আইন-কোনও কিছুর তোয়াক্কা না করে উত্তরবঙ্গের জঙ্গলে যেখানে সেখানে হোটেল, রিসর্ট, বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হয়েই চলেছে। এতে বন্যপ্রাণীরা বিপন্ন হয়ে পড়ছে। প্রাকৃতিক ভারসাম্যও বিনষ্ট হচ্ছে। তিস্তা নদীতে ক্র্যাসার নামিয়ে প্রকাশ্যে অবৈধভাবে পাথর তুলে পাচার করা হচ্ছে। এভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এর প্রতিবাদেই আমি উত্তরবঙ্গের বন ও নদী বাঁচাতে আন্দোলনে নেমেছি। নববর্ষের প্রথম দিন (Bengali New Year) এদিনের যজ্ঞ তারই একটি অঙ্গ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Atiq Ahmed: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

    Atiq Ahmed: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশি এনকাউন্টারে নিহত আসাদ আহমেদের শেষকৃত্যের দিনেই এবার খুন তাঁর বাবা কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed)। শনিবার রাতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই হাড়হিম করা ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেডিক্যাল টেস্ট করানোর জন্য পুলিশি নিরাপত্তায় প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফকে। বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রিজন ভ্যান থেকে নামতেই, হাসপাতালের সামনে আতিক ও তাঁর ভাই আশরফকে ঘিরে ধরেন সাংবাদিকরা। পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদের মৃত্যু ও তাঁর শেষকৃত্যে যেতে না পারা নিয়েই নানা প্রশ্ন করছিলেন সাংবাদিকরা, হঠাৎ এক ব্যক্তি হাত উঁচিয়ে এসে আতিকের মাথায় বন্দুক ঠেকান এবং ট্রিগারে চাপ দেন। আতিক (Atiq Ahmed) মাটিতে লুটিয়ে পড়ার সময়ই আরও কয়েকটি এলোপাথাড়ি গুলি চলে। গুলি লেগে মৃত্যু হয় তাঁর ভাই আশরফেরও। পুলিশের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুই অপরাধীকে খুনের ঘটনায় গোটা উত্তর প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আততায়ী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তি বজায় রাখতে উত্তর প্রদেশের সমস্ত জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    প্রকাশ্যে আসা একটি ভিডিওতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। শনিবার রাতে মেডিক্যাল পরীক্ষার জন্য প্রয়াগরাজের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফকে। পুলিশি বেষ্টনীর মাঝে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক, এমন সময় বাঁ দিক থেকে একটি হাত বেরিয়ে আসে। সোজা আতিকের মাথায় পিস্তল ঠেকানো হয়। এক মূহুর্তও নষ্ট না করেই আতিকের মাথায় গুলি করা হয়। ভাইয়ের সঙ্গে হাতকড়া পরা অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ে আতিক। পরপর আরও কয়েকটি গুলি চলে, খুন করা হয় তাঁর ভাই আশরফকেও। খুনের পর ঘটনাস্থলেই পড়েছিল আগ্নেয়াস্ত্র।

    সাংবাদিক সেজেই ভিড়ে মিশেছিল আততায়ীরা, সন্দেহ পুলিশের

    পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল থেকে। প্রাথমিক তদন্তে অনুমান, সাংবাদিক সেজে ভিড়ে মিশে ছিল আততায়ীরা। আতিক আসতেই কথা বলার অছিলায় পুলিশকে টপকে একদম পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জে পৌঁছে যায় আততায়ীরা এবং পরপর গুলি চালাতে থাকে। এই ঘটনার পরই রাতারাতি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অশান্তি রুখতে উত্তর প্রদেশের সব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল

    মেষ রাশি

    বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে আপনার জীবন চমৎকার মনে হতে পারে, কিন্তু এই সপ্তাহে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি ভিতরে ভিতরে দুঃখিত হবেন। এই সপ্তাহে, আপনি একটি বড় চুক্তির কারণে কোন বড় সুবিধা পেতে পারেন। আপনার চন্দ্র রাশিতে প্রথম ভাবে বৃহস্পতি বিরাজ করছে, যার কারণে আপনি নিজের জন্য কিছু মূল্যবান জিনিসও কিনতে পারেন। তবে আপনাকেও একটু সতর্ক থাকতে হবে, কারণ সেই মূল্যবান জিনিসগুলি হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার কাছ থেকে। এতে আপনার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি সুখে ভরপুর হবে। কারণ আপনার বাড়ির অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে। যার কারণে, তাদের প্রচেষ্টা দেখে, আপনি নিজেই বাড়ির পরিবেশকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যাবে। ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান বিবাদ আপনাকে বিরক্ত করবে। এটির সাথে, আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকেদের বিশ্বাস করতে দ্বিধা বোধ করবেন। যার কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। এই সপ্তাহে, তাদের ব্যক্তিগত সমস্যার কারণে, বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, যা সরাসরি তাদের শিক্ষাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে যোগ,ব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন।

    বৃষভ রাশি

    এই সপ্তাহে আপনার শরীরকে বিশ্রাম দিতে হবে। যেহেতু আপনি সাম্প্রতিক অতীতে অনেক মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন, তাই এখন বিশ্রাম নেওয়া আপনার মানসিক জীবনের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হবে। তাই আপনার জন্য নতুন কার্যকলাপ এবং বিনোদন, শিথিল করুন. রাহু আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ঘরে বিরাজ করছে, তাই এই সপ্তাহে কোনো ধরনের কমিটি বা কোনো অবৈধ বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন, যদিও আপনি এটি থেকে ভাল লাভ দেখতে পান। কারণ এটা সম্ভব যে শুরুতে আপনি আপনার টাকাকে নিরাপদ মনে করতে পারেন, কিন্তু পরে আপনি এটি থেকে একটি বড় ক্ষতি পেতে পারেন। আপনার হাস্যরসের অনুভূতি সামাজিক সমাবেশে আপনার জনপ্রিয়তা যোগ করবে। যার কারণে, সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনি অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। এই সপ্তাহে, আপনাকে কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত একটি ভ্রমণে যেতে হবে, যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন। সময় কিন্তু এই ট্রিপে যাওয়ার সময় আপনার সমস্ত কাগজপত্র এবং লাগেজ ঠিকমতো চেক করে নিন, অন্যথায় আপনাকে কোনো অজানা জায়গায় গিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। এই সপ্তাহে, যারা আপনার সময় নষ্ট করছে তাদের থেকে দূরে থাকুন, এমনকি এটি আপনার বিশেষ একজন হলেও। কেননা এটা সম্ভব যে কোন একজনের কারণে, আপনি শিক্ষায় ব্যয় না করে আপনার বেশিরভাগ সময় নষ্ট করতে পারেন,
    যার জন্য আপনি ভবিষ্যতে অনুশোচনা করবেন।

    মিথুন রাশি

    আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি এবং রাহু একাদশ ভাবে অবস্থান করছে, তাই এই সপ্তাহে, আপনার ভাল স্বাস্থ্যের কারণে, আপনি তাদের কাছে ভুল প্রমাণিত হবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন জিনিস শেখার জন্য খুব বেশি বয়সী। কারণ উদ্যম এবং উদ্দীপনা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকবে, যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ এবং সক্রিয় মন দিয়ে সহজেই যেকোনো কিছু শিখতে পারবেন। এই সপ্তাহের শুরুতেই, আপনার জীবনে আসা সমস্ত ধরণের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং এর উন্নতির কারণে, সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার পক্ষে অনেক প্রয়োজনীয় জিনিস কেনা সহজ হবে। যার কারণে আপনি আপনার আরাম বাড়াতে দেখা যাবে। এই সময়ে, আপনার ঘরোয়া কাজের পাশাপাশি, আপনি অনেক সামাজিক কাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করবেন। এটি আপনাকে স্ব-বিশ্লেষণ করার সুযোগ দেবে। এই পুরো সপ্তাহে আপনার রাশিতে অনেক গ্রহের উপস্থিতি পেশাদারদের জন্য ভাল ফল বয়ে আনবে। এছাড়াও যারা তাদের মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্যও এই সময়কালটি ভাল প্রমাণিত হবে। এই সপ্তাহে, শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক নিরাপদ জায়গায় রাখতে হবে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি সেগুলিকে এমন জায়গায় তাড়াহুড়ো করে রাখবেন যা পরে খুঁজে পেতে আপনার অসুবিধা হতে পারে। 

    কর্কট রাশি

    আপনার চন্দ্র রাশির অষ্টম ভাবে শনির উপস্থিতির কারণে, এই সপ্তাহে আপনার মানসিক মেজাজ আরও বেশি থাকবে। যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধা বোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে, আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তবে আপনার হৃদয় থেকে অতীতকে মুছে ফেলা এবং একটি নতুন শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভাল হবে। এই সপ্তাহে মনে হচ্ছে আপনি জানেন যে লোকেরা আপনার কাছ থেকে কী চায়। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দশম ভাবে অবস্থান করছে, তাই আপনাকে এই সময় কাউকে ঋণে টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের অভাব হতে পারে। অতএব, এখনই আপনার খরচ খুব বেশি বাড়ানো এড়িয়ে চলুন এবং সব ধরনের লেনদেন করার সময় সতর্ক থাকুন। এই সপ্তাহে, পরিবারের কোনও সদস্য আপনাকে অনেক চাপ দিতে পারে। এমন পরিস্থিতিতে, তাদের সাথে তর্ক করার পরিবর্তে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সীমা নির্ধারণ করা আপনার জন্য একমাত্র এবং ভাল বিকল্প হবে। কোনও পরিচিত বা নিকটাত্মীয় বা আত্মীয়ের সাথে কোনও অংশীদারিত্বে ব্যবসা করার আগে, এটি সম্পর্কে আপনার অন্ত্রের অনুভূতি শুনুন। কারণ এটা সম্ভব যে আপনি যাদেরকে ছোট মনে করেছেন তাদের পরামর্শকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তারা আপনাকে ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু বড় পরামর্শ দিতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা অনুযায়ী ভাল স্কুল বা কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল, তারা এই সপ্তাহে কিছুটা হতাশার মুখোমুখি হতে পারে। কারণ কারো মাধ্যমে এমন খবর পাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আপনার মন খারাপ হতে পারে।

    সিংহ রাশি

    আপনি যদি ঠান্ডা এলাকায় বাস করেন, তাহলে এই সপ্তাহে আপনার খাদ্যতালিকায় উষ্ণ প্রভাবযুক্ত জিনিসগুলি অন্তর্ভুক্ত করা উচিত। এ জন্য শুকনো ফলও খেতে পারেন। এছাড়াও খুব ধুলোময় জায়গায় যাওয়া এড়িয়ে চলুন এবং শুধুমাত্র বাড়িতে রান্না করা খাবার খান। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে। কারণ এই সময়টি আপনার ভাগ্যের সহায় হবে, যার কারণে আপনার আগের দিনের পরিশ্রমও শোধ হবে এবং আপনি আপনার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে, যার কারণে আপনাকে মানসিক চাপে পড়তে দেখা যাবে। এসময় আসন্ন প্রতিকূল পরিস্থিতির কথা চিন্তা করে বিচলিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান। চন্দ্র রাশিতে সপ্তম ভাবে শনির উপস্থিতির কারণে, অতীতে আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফলদায়ক প্রমাণিত হবে, এই সপ্তাহে আপনাকে ভাল ফলাফল দেবে। এসময়, আপনার স্বাচ্ছন্দ্যের পূর্ণতা ভুলে এই সময়ের সঠিক ব্যবহার করার সময়, আপনাকে আপনার মনকে কর্মক্ষেত্রে নিবদ্ধ রাখতে হবে। কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন। আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তবে এর জন্য আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। যদিও, এই সময় ভাগ্য আপনার সাথে থাকবে, যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখার ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন।

    কন্যা রাশি

    আপনার চন্দ্র রাশিতে বৃহস্পতি অষ্টম ভাবে বিরাজ করছে এবং এই সপ্তাহে আপনার জীবনসাথীর স্বাস্থ্যের যথাযথ যত্ন নিন। কারণ সম্ভবনা যে তার হঠাৎ অসুস্থ হয়ে পড়া পারিবারিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ভালো খাবার ও পানীয় থেকেও বঞ্চিত করতে পারে। এই সপ্তাহে, ব্যবসায়ীদের তাদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হতে পারে, যেখানে তাদের অর্থ প্রত্যাশার চেয়ে বেশি অপচয় হবে। এই সপ্তাহে আপনি পারিবারিক সম্প্রীতিতে আসা সমস্ত ধরণের সমস্যা দূর করতে সক্ষম হবেন। যার কারণে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যে পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। অতএব, এই সময়ে গৃহস্থালির কাজে অংশগ্রহণ করে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন হবে। শনি আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে বিরাজ করছে, যার কারণে আপনি এই সপ্তাহে কিছুটা অলসতা বা শিকার-জটিলের শিকার বোধ করতে পারেন, তবে তা সত্ত্বেও, আপনি যা করবেন তার জন্য আপনি প্রশংসা পাবেন। এছাড়াও আগ্রহী দেখা যাবে। পেতে যার কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পেতে সক্ষম হবেন। এই সপ্তাহটি সমস্ত শিক্ষার্থীদের জন্য কম উৎসাহী হবে যারা সবসময় তাদের উদ্যমী প্রকৃতির জন্য পরিচিত ছিল। এ কারণে পড়াশোনায়ও মন বসবে না।

    তুলা রাশি

    আপনার চন্দ্র রাশিতে সপ্তম ঘরে বৃহস্পতি বিরাজ করছে, তাই এই সপ্তাহ পর্যন্ত আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে। কারণ অনেক গ্রহের শুভ দিক আপনার স্বাস্থ্যকে শক্তি জোগাবে এবং একই সাথে আপনাকে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। তাই এই সপ্তাহে আপনি খুশি থাকতে পারবেন। আর্থিকভাবে এই সপ্তাহে আপনার জীবনে অনেক উন্নতি হবে। যার কারণে আপনি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত বিল এবং ঋণ সহজে পরিশোধ করতে সক্ষম হবেন। যাইহোক, এই সময়ের মধ্যে কাউকে আপনার টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। এই সপ্তাহে, আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার মাধ্যমে, আপনাকে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যা দূর করতে দেখা যাবে। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে, আপনি মানসিক উদ্বেগ পেতে থাকবেন। যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তারা এই সপ্তাহে কিছু ভাল খবর পেতে পারেন। কারণ এই সময়টি আপনার সৃজনশীলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি আপনার ব্যবসার জন্য এমন একটি ভাল পদক্ষেপ নিতে পারেন, যা আপনাকে লাভ এবং অগ্রগতি উভয়ই দেবে। সপ্তাহের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং তারপর শেষ পর্যন্ত আপনি স্বাভাবিকের থেকে অনেক ভালো পারফর্ম করতে পারবেন। যদিও, এর পরে কিছু ঘরোয়া সমস্যার কারণে আপনাকে ছোটখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তাই পড়াশুনা, স্বাস্থ্য পরিচর্যায় একাগ্রতা ও আগ্রহ বজায় রাখুন এবং যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

    বৃশ্চিক রাশি

    এই সপ্তাহে, শুধুমাত্র আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাই থাকবে না, আপনি আপনার জীবনে কিছু ভাল খবরও পাবেন। এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন। কারণ এটি আপনার স্বাস্থ্যের ওপর যেমন ভালো প্রভাব দেখাবে, তেমনি আপনি সেই সুখকে দ্বিগুণ করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার মনে সৃজনশীল ধারণার কোন অভাব হবে না, তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং তাদের থেকে ভাল আর্থিক সুবিধা পেতে আপনার জন্য প্রয়োজন হবে। কারণ যোগতৈরি হচ্ছে যে এই কারণে কিছু দুর্দান্ত নতুন ধারণা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে। তাই অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে সঠিক পথে নিজের প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে, আপনার কাছের কেউ বা আপনার পরিবারের কোনও সদস্য আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে। যার কারণে আপনি কিছুটা অস্বস্তি অনুভব করবেন, এছাড়াও আপনি তাদের বোঝার জন্য আপনার অনেক সময় এবং মানসিক শক্তি নষ্ট করতে পারেন। বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে আপনাকে কোনো নতুন প্রকল্প বা কারো সাথে অংশীদারি ব্যবসা শুরু করা এড়িয়ে চলতে হবে। কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়ে দূরের চিন্তা না করে এমন সিদ্ধান্ত নিতে পারেন, যার কারণে ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিক হতে চলেছে। যদিও, এই সত্ত্বেও, আপনি আপনার পড়াশুনা সম্পর্কে নিজের উপর অতিরিক্ত চাপ অনুভব করবেন। এই কারণে আপনি বিষয়গুলি মনে রাখতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন।

    ধনু রাশি

    রক্তচাপ, ডায়াবেটিস বা স্থূলতার রোগীদের এই সপ্তাহে নিজেদের বিশেষ যত্ন নিতে হবে এবং সঠিক ও সময়মতো ওষুধ সেবন করতে হবে। এছাড়াও, আপনার যদি কোলেস্টেরলও থাকে, তবে আপনাকে এই সময়ে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। কারণ শুধুমাত্র এটি করলেই আপনি স্বাস্থ্য সম্পর্কিত অনেক উপকারী ফলাফল পেতে সক্ষম হবেন। আপনার চন্দ্র রাশিতে পঞ্চম ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে, এই সপ্তাহে আপনার আয় যত দ্রুত বাড়বে, তত দ্রুত আপনি দেখতে পাবেন যে অর্থ আপনার মুঠি থেকে সহজেই সরে যাচ্ছে। যদিও, তা সত্ত্বেও, ভাগ্যের সাহায্যে আপনাকে এই পুরো সময়কালে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না। এই সপ্তাহে, কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং চাপ আপনার মন ও হৃদয়ে প্রভাব ফেলতে পারে। এই কারণে, আপনি নিজের জন্যও সময় দিতে পারবেন না, যার কারণে আপনি পূর্বের পরিকল্পনা বাতিল করে আপনার পরিবার এবং বন্ধুদের বিরক্ত করতে পারেন। এই সপ্তাহে, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আপনার বস কর্মক্ষেত্রে রাগান্বিত মেজাজে থাকবেন। যার কারণে তারা আপনার প্রতিটি কাজে ত্রুটি খুঁজে পেতে দেখা যাবে। এতে আপনার মনোবলও ভেঙ্গে যেতে পারে, সেই সাথে এমন একটি সম্ভাবনা আছে যে আপনি মাঝে মাঝে অন্য সহকর্মীদের মধ্যে আপনার শ্রেষ্ঠত্ব অনুভব করতে পারেন। এই সপ্তাহে, শিক্ষার্থীরা সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবে, তবে বাড়িতে আপনার পরিবারের সদস্যদের হঠাৎ আগমন আপনার পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। তাই এই সম্ভাবনার জন্য শুরু থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং মন খারাপ করবেন না, অন্যথায় আপনার পুরো সপ্তাহ নষ্ট হয়ে যেতে পারে।

    মকর রাশি

    শনি চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং আপনি যদি কোনও বড় রোগে ভুগছিলেন তবে এই সপ্তাহে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। এই কারণে, আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন। এটা সম্ভব যে আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে, আপনার জন্য এটি সবচেয়ে ভাল হবে যে কোনও ধরণের বিনিয়োগ করার আগে, সেই ব্যক্তির সম্পর্কে যথাযথ তদন্ত করুন। পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে, এই সপ্তাহটি আপনার রাশির জন্য খুব ভাল। কারণ এটি সেই সময় হবে যখন আপনি আপনার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়াও, খাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভাল খাবার থাকবে, যার কারণে আপনার সামনে কোনটি প্রথমে বেছে নেবেন তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এই সপ্তাহে আপনার ব্যয়বহুল হতে পারে। তাই কথা বলার সময় বিশেষ যত্ন নিন এবং অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। এই সপ্তাহে, যে সমস্ত শিক্ষার্থীরা কিছু না কিছু শিখতে থাকে, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উন্নতি হবে, তবে অন্যান্য শিক্ষার্থীরা তাদের সক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির মুখোমুখি হতে পারে।

    কুম্ভ রাশি

    কাজ ছাড়াও, এই সপ্তাহে আপনার প্রচুর অতিরিক্ত সময় থাকবে, যা আপনি আপনার যে কোনও শখ পূরণ করতে ব্যবহার করতে পারেন, যা আপনি দীর্ঘদিন ধরে করতে চেয়েছিলেন। যেমন: নাচ, গান, বেড়াতে যাওয়া, ছবি আঁকা ইত্যাদি। কারণ এই কাজগুলো করে আপনি শুধু আনন্দই পাবেন না, নিজেকে সতেজ রাখতেও সক্ষম হবেন। যদি ক্ষতিপূরণ এবং ঋণ ইত্যাদির আকারে অর্থের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে এই সপ্তাহে আপনি অবশেষে সেই অর্থ পাবেন। আপনার চন্দ্র রাশিতে, বৃহস্পতি তৃতীয় ভাবে বিরাজ করছে এবং এই কারণে, এই সময়ে অনেক শুভ গ্রহের অবস্থান এবং দৃষ্টি আপনার রাশির অনেক জাতক/জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা দেখাচ্ছে। আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, এই সপ্তাহে যখনই আপনি একাকীত্ব বোধ করেন, তবে আপনার পরিবার কোনও না কোনও উপায়ে আপনাকে অনুভব করবে যে তারা দূরে থাকলেও তারা আপনার সাথে আবেগগতভাবে উপস্থিত রয়েছে। এটি আপনাকে বিষণ্নতা থেকে রক্ষা করবে। চন্দ্র রাশিতে প্রথম ঘরে শনির উপস্থিতির কারণে, এটি আপনার ক্যারিয়ার সম্পর্কিত বিজ্ঞ সিদ্ধান্ত নিতেও আপনাকে অনেক সাহায্য করবে। কর্মজীবনের পরিপ্রেক্ষিতে, এই সময়, আপনাকে পরবর্তীতে কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে। কারণ তবেই আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন এবং প্রশংসা পেতে সক্ষম হবেন। শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, এই সপ্তাহে আপনার চিহ্নের লোকদের তাদের লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যথায়, আপনার আগের সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে। তাই এই সময়ে যেকোনো পদক্ষেপ নিন, শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে।

    মীন রাশি

    অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে কারো সাথে তর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে। তাই আপনার মেজাজ পরিবর্তন করতে, কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক বড় লোকের সাথে দেখা করে তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি এটাও ভালো করেই বুঝেছেন যে, এই সময়ে যদি আপনি আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তাহলে আগামীকালও যে এমন অবস্থা অক্ষুণ্ন থাকবে, তা নয়। এমন পরিস্থিতিতে, ভবিষ্যতের প্রতিটি অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সময়, আপনার কেবল বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করা উচিত। সেজন্য আপনার কষ্টার্জিত অর্থ যেকোন পরিকল্পনায় বিনিয়োগ করুন ভেবেচিন্তে। আত্মীয়দের সংক্ষিপ্ত পরিদর্শন আপনার দ্রুতগতির জীবনে কিছুটা বিশ্রাম এবং শিথিলতা আনতে প্রমাণ করতে পারে। এই সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। তাই তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন। এই জন্য, তাদের সাথে একটি ভাল সময় কাটান এবং তাদের আপনার সম্পর্কে অভিযোগ করার সুযোগ দেবেন না। চন্দ্র রাশিতে শনি দ্বাদশ ভাবে থাকার কারণে, আপনি যদি অতীতে আপনার কর্মজীবনে কিছুটা হতাশার মুখোমুখি হয়ে থাকেন তবে এই সপ্তাহে জিনিসগুলি পুনরুদ্ধার করা শুরু হবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিকে যেতে শুরু করবে। যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতেও সফলতা পাবেন। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তবে আপনাকে এই সময় জুড়ে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই সময়ে, আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। যদিও উচ্চশিক্ষা লাভের পথে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতা অবশ্যই আসবে, কিন্তু আপনার কঠোর পরিশ্রম অবশ্যই ফল দেবে এবং আপনি একা হাতে সেই সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • Murder Of BJP Leader: দলীয় কার্যালয়ে খুন দিল্লির বিজেপি নেতা

    Murder Of BJP Leader: দলীয় কার্যালয়ে খুন দিল্লির বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ রাজধানীর বুকে গুলি করে খুন (Murder Of BJP Leader) করা হল বিজেপি নেতাকে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির দ্বারকা এলাকায় বিজেপি নেতার অফিসে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত বিজেপি নেতা সুরেন্দ্র মতিয়ালা (৬০)।

    আরও পড়ুন: উদ্ধার ৩,৪০০ চাকরি প্রার্থীর নথি! তৃণমূল বিধায়কের ঘরকে ‘ওয়ার রুম’ বলছে সিবিআই

    এদিন নিজের কার্যালয়ে বসে ছিলেন ওই বিজেপি নেতা

    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিজের অফিসে বসে এক আত্মীয়ের সঙ্গে টিভি দেখছিলেন ওই বিজেপি নেতা। সেই সময়ই মুখ ঢেকে তাঁর কার্যালয়ে ঢোকে দুই আততায়ী। তারা বাইকে করে এসেছিল বলেই জানতে পেরেছে পুলিশ।

    নিহত বিজেপি নেতাকে প্রথমে মারধরও করে দুষ্কৃতীরা

    অফিসে ঢোকার পরই বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর কাছ থেকে বিজেপি নেতাকে (Murder Of BJP Leader) লক্ষ্য করে ৪-৫ বার গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি নেতার ওই আত্মীয়ের উপরও হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়।

    কী বলছে তদন্তকারী আধিকারিকরা

    তদন্তকারীরা জানিয়েছেন, ৩ জন দুষ্কৃতী এদিন ওই বিজেপি নেতাকে খুনের (Murder Of BJP Leader) উদ্দেশে এসেছিল। সুরেন্দ্র মাতিয়ালার কার্যালয়ের বাইরে পাহারা দিচ্ছিল এক দুষ্কৃতী। ওই আততায়ী বাইক নিয়ে দাঁড়িয়েছিল। বাকি ২ জন অফিসে ঢুকে হামলা চালায়।

    কী বলছে নিহতের পরিবার 

    নিহত বিজেপি নেতার পুত্র জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর বাবার শত্রুতা ছিল না। কী কারণে হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, কয়েক জনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ওই বিজেপি নেতার। তার জেরেই এই হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে।

     

    আরও পড়ুন: ‘নব রবিকিরণে’ বৈশাখ-বরণ বাঙালির! কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পুজো দেওয়ার লম্বা লাইন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amarnath Yatra: সূচি প্রকাশ হল অমরনাথ যাত্রার! শুরু কবে?

    Amarnath Yatra: সূচি প্রকাশ হল অমরনাথ যাত্রার! শুরু কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রীদের জন্য সুখবর। অমরনাথ যাত্রার (Amarnath Yatra) সূচি প্রকাশিত হল শুক্রবার। চলতি বছরের যাত্রা শুরু হচ্ছে ১ জুলাই থেকে,  চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। শুক্রবার ট্রাস্টি বোর্ড, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) তরফে এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হল। অর্থাৎ এবার অমরনাথ যাত্রা টানা দু-মাস চলবে। প্রসঙ্গত, ৩৭০ ধারার বিলোপের পর ছন্দে ফিরেছে কাশ্মীর। বাড়ছে পর্যটকদের আনাগোনা, এমত অবস্থায় চলতি বছরের যাত্রায় ব্যাপক পূণ্যার্থী অংশ নেবেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অমরনাথ যাত্রার পথে পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। 

    চলতি বছরের যাত্রার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৭ এপ্রিল থেকে

    জানা গিয়েছে, এদিন অমরনাথ যাত্রার (Amarnath Yatra) সূচি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে বৈঠকে বসে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। সেই বৈঠকেই আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

    পুণ্যার্থীদের যাত্রা সহজ করতে বিদ্যুৎ, জল, নিরাপত্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে

    অমরনাথজি শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহায় পুণ্যার্থীরা দুটি পথ ধরে পৌঁছতে পারবেন। একটি হল, অনন্তনাগ জেলার পহেলগাঁও পথ ধরে এবং অন্যটি হল, গান্দেরবাল জেলার বালতাল পথ ধরে। অমরনাথ যাত্রীদের (Amarnath Yatra) পথে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, পুণ্যার্থীদের যাত্রা সহজ করতে বিদ্যুৎ, জল, নিরাপত্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত দফতর যৌথভাবে কাজ করছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়েছে।

    সারাদেশ লাইভ দেখতে পারবে এবারের অমরনাথ যাত্রা

    অন্যদিকে, ১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যার পুজোও গুহার ভিতর থেকে সরাসরি সম্প্রচারিত করা হবে। ফলে ইচ্ছা সত্ত্বেও যাঁরা অমরনাথ যেতে পারছেন না, তাঁরা এই লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share