Author: user

  • Recruitment Scam: চাকরির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবার গ্রেফতার কাঁথির এক শিক্ষক

    Recruitment Scam: চাকরির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবার গ্রেফতার কাঁথির এক শিক্ষক

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারির  (Recruitment Scam) জট যেরকম জটিল হয়ে উঠছে, তার যেন খেই পাওয়া যাচ্ছে না। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশ এবার গ্রেফতার করল কাঁথির এক শিক্ষককে। কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাইস্কুলের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাশে মামলা করা হয়েছে এই বছরের মার্চ মাসে। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে কাঁথি শহরে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে। তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

    কী বলেছিলেন অভিযুক্ত ওই শিক্ষক ?

    কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ার পর এই নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) সম্পর্কে অভিযোগ নিয়ে ওই শিক্ষককে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা জানিয়েছিলেন, তার সারমর্ম হল, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তার কাছে যে অনেকে চাকরির জন্য আসতেন, তদ্বির করতেন, সেকথা তিনি স্বীকার করেছেন। তবে তিনি নাকি তাদের পাত্তা দেননি। বরং অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়ার কথাই বলেছিলেন। তার আশঙ্কা, এই আক্রোশ থেকেই হয়তো কেউ তার পিছনে লেগেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ থাকলে যে কোনও শাস্তি তিনি মাথা পেতে নিতে রাজি, একথাও তিনি জানিয়েছেন। তার বক্তব্য, টাকা নিলে তো হাতে নেব, না হয় কোনও অ্যাকাউন্টে নেব। প্রমাণ থাকলে দেখান।

    জড়াচ্ছেন একের পর এক তৃণমূল নেতা

    এই ঘটনার পিছনে তৃণমূল করার বিষয়টি একেবারেই নেই বলে তিনি মনে করেন। তার আশঙ্কা, এর পিছনে রয়েছে জ্ঞাতি কেউই। চাকরি না পেয়ে তারাই এখন পিছনে লেগেছে। তিনি যতই তৃণমূল করার বিষয়টি এড়িয়ে যেতে চান না কেন, চাকরি দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কুন্তল সহ অনেকে গ্রেফতার থাকা অবস্থায় তৃণমূল ঘনিষ্ঠ এই শিক্ষক নেতার পুলিশের হাতে গ্রেফতার হওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক:  বিধায়কের নিজস্ব গাড়ি থাকবে না ভাবা যায়? পশ্চিমবঙ্গে শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতিরাও চারচাকায় চলাফেরা করেন। ঠিক এর উল্টোপুরাণ দেখা গেল ত্রিপুরায়। সেখানকার বিজেপি বিধায়ক অন্তরা সরকার দেব (Antara Sarkar Deb) যেন ব্যতিক্রম। দলীয় কর্মসূচি হোক বা বিধানসভা আজও তিনি অটো রিকশায় যাতায়াত করেন। তাঁর এই সহজ সরল জীবনযাপনের জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন সেরাজ্যের সাধারণ মানুষের কাছে।

    আরও পড়ুন: এটাই বোধহয় তৃণমূলের উন্নয়ন! ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ৩৫ টি পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে 
     

    অন্তরা সরকারের পরিচয়

    ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর কেন্দ্র থেকে চলতি বছরের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন ৫৩ বছর বয়সী অন্তরাদেবী (Antara Sarkar Deb)। মানুষের জন্য কাজকেই তিনি সর্বদা প্রাধান্য দেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি কাজে, প্রতিটি মানুষ উন্নয়নের ছাতার তলায় আসুক এটাই আমি চাই। মোদিজীর সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে আমি বিশ্বাস রাখি। নারীশক্তির ক্ষমতায়নও তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন কমলাসাগরের বিধায়ক।

    আরও পড়ুন: যন্তর-মন্তরে ধর্না, রাষ্ট্রপতির কাছে আর্জি! ডিএ-র দাবিতে দিল্লি যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা

    কী বলছেন তাঁর বিধানসভা ক্ষেত্রের বাসিন্দারা

    শাসক দলের বিধায়ক তিনি, অথচ কোনও সরকারি গাড়ি নেননি। কমলাসাগর বিধানসভা ক্ষেত্রের মহিলা অটোচালক লক্ষ্মী নাহা, বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর মুখে উঠে এল অন্তরাদেবীর কথা। তিনি এদিন বলেন, উনি (অন্তরা সরকার দেব) অত্যন্ত ভাল মানুষ, সবার খেয়াল রাখেন। আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন তিনি সামর্থ্য মতো আমাকে সাহায্য় করেছেন। বেশিরভাগ সময়ই উনি আমার অটোতে চলাফেরা করেন। এলাকার মানুষের উন্নয়নই তাঁর ধ্যানজ্ঞান। অন্তরাদেবী ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে হলফনামা পেশ করে ছিলেন তাতে দেখা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৩,৬৪৭ টাকা। কোথাও কোনও দেনা নেই।

    আরও পড়ুন: অচেনা সাজ! সুখোই-৩০ এমকেআই ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Startup Business:  রিকশ চালক ও সবজি বিক্রেতা থেকে কোটিপতি!

    Startup Business: রিকশ চালক ও সবজি বিক্রেতা থেকে কোটিপতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর নাম দিলখুশ। তাঁর উত্থানের চমকপ্রদ কাহিনীও যেন সত্যিই দিল খুশ করার মতোই। বিহারের সাহারসা জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই যুবক এক সময় রিকশ চালাতেন, পথে পথে সবজি বিক্রি করতেন। চাকরির চেষ্টা করেননি যে, তা নয়। কিন্তু পদে পদে হোঁচট খেতে হয়েছে। তাই চরম বিতৃষ্ণা থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন, নিজে কিছু একটা করবেন। ব্যস, শুরু হয়ে গেল আত্মনির্ভরতার (Startup Business) পথ চলা। 

    রিকশচালক কোটিপতি হলেন কীভাবে ?

    দিলখুশ খুলে ফেললেন একটি স্টার্ট-আপ কোম্পানি (Startup Business)। ওলা/উবের যেভাবে ব্যবসা করে, কতকটা সেরকমই, কিন্তু একেবারে এক নয়। বিহারের প্রত্যন্ত গ্রামের মানুষ কাজে-কর্মে বাইরে যেতে চাইলে গাড়ি পান না। দিলখুশ এটাকেই হাতিয়ার করলেন। শুরুটা করলেন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে। পরে চালু করে দিলেন একটি ডেটানির্ভর কোম্পানি, যা গাড়ির মালিকের সঙ্গে যিনি গাড়ি চাইছেন, তাঁকে যোগাযোগ করিয়ে দেয়। ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে যেতে চাইলে এটি খুবই কার্যকর হয়ে উঠল। ব্যবসাও ধীরে ধীরে বাড়তে লাগলো। দিলখুশ এবার প্রযুক্তিগত কাজে উন্নয়নের জন্য তাঁর কোম্পানিতে নিতে শুরু করলেন আইআইটি ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটদের। মাত্র ছয়-সাত মাসের মধ্যে কোম্পানির টার্নওভার দাঁড়ালো ৪ কোটি টাকা। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। এখন পাটনা থেকে প্রতিটি গ্রামে যোগাযোগের মাধ্যম তিনি গড়ে তুলেছেন। এরপর তার লক্ষ্য হল পাটনার বাইরে শহর থেকে অন্য শহরে যোগাযোগ গড়ে তোলা। এরওপরে তিনি পা রাখতে চান বিহারের বাইরে।

    জীবনে ধাক্কা কম খেতে হয়নি, শুনুন সেই কাহিনী

    দিলখুশের কথায়, তিনি দিল্লির রাস্তায় রিকশ চালাতেন, সবজি বেচতেন পাটনার ফুটপাতে। কিন্তু এইভাবে জীবনকে টেনে নিয়ে যেতে কারই বা ভালো লাগে। তাই শুরু করলেন চাকরির চেষ্টা। গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। ১২ ক্লাস পাশ, একই সঙ্গে চেহারায় নেই কোনও চাকচিক্য। তাই চাকরিটা হল না। তাকে আইফোন দেখিয়ে বলা হয়েছিল, এর লোগোটা কী বলতে। কিন্তু তিনি তো আইফোন চোখেই দেখেননি। তাই তাঁকে ব্যর্থ মনোরথ হয়েই ফিরে আসতে হয়েছিল। বাবা ছিলেন বাসের চালক। তার কাছ থেকে তাই গাড়ি চালানোটা শিখতে সমস্যা হয়নি। আর তার জেরেই সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে শুরু হল তাঁর জীবনের জয়যাত্রা (Startup Business)। 

    এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের এক প্রকৃষ্ট উদাহরণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kurmi: পাঁচদিনের মাথায় উঠল কুড়মিদের রেল অবরোধ! শুরু হল ট্রেন চলাচল

    Kurmi: পাঁচদিনের মাথায় উঠল কুড়মিদের রেল অবরোধ! শুরু হল ট্রেন চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও প্রতিশ্রুতি বা দাবিদাওয়া পূরণে কোনও আশ্বাস মেলেনি। রবিবার সকালে আচমকাই পুরুলিয়ার কুস্তাউর স্টেশন থেকে অবরোধ তুলে নিল কুড়মিরা (kurmi)  । তবে, রবিবার নতুন করে পুরুলিয়ার কোটশিলায় রেল অবরোধ শুরু হয়েছিল। সঙ্গে রাজ্য সড়ক অবরোধ করা হয়। কুস্তাউর স্টেশন এদিন সকালে রেল অবরোধ উঠলেও কোটশিলায় অবরোধ চলছে। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ উঠে যায়। তবে, জাতীয় সড়ক অবরোধ চলছে। ৬দিনে পড়ল জাতীয় সড়ক অবরোধ। জানা গিয়েছে, কুস্তাউরের পর অন্যান্য স্টেশন থেকে রেল অবরোধ উঠে যাবে। ৫ এপ্রিল রেল অবরোধ শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে। গত পাঁচদিনে প্রায় শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শনিবারও কুড়মিদের (kurmi)  লাগাতার আন্দোলনের জেরে ৭২ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছিল। আর এদিন রেল অবরোধ উঠলেও রেলের পক্ষ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে, এদিন পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে প্রথমে মালগাড়ি এবং  পরে, যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে।

    কুড়মিদের অবরোধ তোলার কারণ কী?

    আদিবাসী (Tribal People), কুড়মি (kurmi) জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে কুড়মিদের (kurmi)  পক্ষ থেকে রাস্তায় নেমে এই আন্দোলন করা হয়েছে। ৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। এদিন তাদের আন্দোলন পাঁচদিনে পড়েছিল। তবে, প্রশাসনের পক্ষ থেকে শনিবার থেকে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু, কোনও রফাসূত্র মেলেনি। রবিবার সাত সকালে সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা বৈঠক করেন। সেই বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি। আন্দোলনকারীরা কুস্তাউর স্টেশন এসে ফের আন্দোলনে যোগ দেন। পরে, জেলা প্রশাসনের এক আধিকারিক তাঁদের কাছে একটি চিঠি নিয়ে আসে। ১০ এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। যদিও আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কুস্তাউর স্টেশনে রেলের পক্ষ থেকে আলো, জল সব কিছুই বন্ধ রাখা হয়েছে। চাকরি বা ব্যবসার সঙ্গে যে সব কুড়মিরা জড়িত রয়েছেন তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে, আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তাই, আপাতত এদিন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

    কী বললেন কুড়মি সংগঠনের নেতা?

    রেল অবরোধ তোলা প্রসঙ্গে কুড়মি (kurmi)   সংগঠনের নেতা অজিত প্রসাদ মাহাত বলেন, আসলে আমাদের আন্দোলন দুর্বল করতে প্রশাসন বহু চেষ্টা করছে। মামলার ভয় দেখানো হচ্ছে। আর মুখ্য সচিবের সঙ্গে এর আগে বৈঠক করেছি। কোনও লাভ হয়নি। তাই, এবার আর বৈঠক করতে রাজি হইনি। নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করে নিলাম। আর রেল অবরোধের জন্য সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে, সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিলাম। তবে, আগামীদিনে আমরা ফের আন্দোলনে নামব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের (Karnataka) বিধানসভা নির্বাচনে এখনও অবধি বিজেপি একটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেনি অবশেষে আজ থেকে কর্নাটকের ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হল। বিজেপি সূত্রে খবর, রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় বোর্ডের বৈঠকে কর্নাটকের (Karnataka) প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রসঙ্গত, কর্নাটকের ভোট ঘোষণা হয়েছে ২৯ মার্চ। ১০ মে ভোট রয়েছে এই দক্ষিণী রাজ্যে। গত নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপি দখল করেছিল ১০৪ আসন। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্বাই।

    কারা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে

    জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  বিজেপি সভাপতি জে পি নাড্ডা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কর্নাটকে (Karnataka) ভোটের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সহকারী ভারপ্রাপ্ত মনসুখ মাণ্ডবিয়া উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। কর্নাটকে (Karnataka) দলের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শনিবার বলেন, জেলা ও বিধানসভা কেন্দ্র স্তরে সমীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। ২২৪ আসনের বিধানসভায় কয়েকটি বাদে সিংহভাগ আসনেই এক বারে প্রার্থী ঘোষণা করে দেওয়ার চেষ্টা হবে। বিজেপি সূত্রে খবর, পার্টি প্রতিটি বিধানসভায় তিনজন করে প্রার্থী বাছাই করবে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব একজনকে বাছবে।

    মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সংবাদ মাধ্যমকে বলেন, আজ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে, আগামীকাল হবে সংসদীয় বোর্ডের বৈঠক। শুক্রবারই কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, শীঘ্রই আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি হওয়ায় বিজেপিকে কটাক্ষ করেছিল কংগ্রেস ,তার উত্তরে বাসবরাজ বোম্বাই বলেন, বিরোধীরা তো প্রার্থী খুঁজে পাচ্ছেনা, অন্যদল থেকে কখন কেউ দল ছাড়বেন সেই ভরসাতেই থাকতে হচ্ছে বিরোধীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sunderban: চিন ও সিঙ্গাপুরে ব্যাপক কদর সুন্দরবনের ফিমেল কাঁকড়ার! কেন জানেন?

    Sunderban: চিন ও সিঙ্গাপুরে ব্যাপক কদর সুন্দরবনের ফিমেল কাঁকড়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে বেড়েছে বাংলার কাঁকড়ার চাহিদা। চিন, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ম্যালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশেই বেড়েছে সুন্দরবনের (Sunderban) মেল ও ফিমেল গ্রেড কাঁকড়ার চাহিদা। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও এই কাঁকড়া রফতানি হচ্ছে বাংলা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুন্দরবন থেকেই। ২০২০ ও ২১  সালে কোভিডের জন্য এর চাহিদা অনেক কমে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি ঠিক হতেই আবার আমদানি-রফতানি বাড়ছে। 

    মৃত্যুর ঝুঁকি নিয়েই জীবিকা নির্বাহ

    সুন্দরবনের ঘন জঙ্গল, গভীর নদী ও মোহনা এখানকার মৎস্যজীবীদের অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কুমির ও বাঘ ছাড়া বিষাক্ত সাপের কামড় তো আছেই। অনেক সময় মৎস্যজীবীদের এসব কারণে মৃত্যুও হয়। সুন্দরবনের (Sunderban) বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। তাই তাঁদের এসবের মধ্যেও জীবিকা চালিয়ে যেতে হয়। মৎস্যজীবী ছাড়াও মধু এবং কাঠ সংগ্রহ মানুষের প্রধান জীবিকা।  এখানকার আরও একটি জনপ্রিয় জিনিস হল কাঁকড়া। মৎস্যজীবীরা নদীনালায় সূতলি ফেলে এই কাঁকড়া ধরেন এবং সেগুলি পাইকারি দরে বিক্রি করেন। আড়ৎ থেকে পাইকারিরা নিয়ে চলে যান কলকাতা সহ বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে সেগুলি আবার চলে যাচ্ছে বিদেশের মাটিতে।

    স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা কী জানিয়েছেন ?

    স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী ও কাঁকড়ার আড়ৎদার সুজয় মণ্ডল ও জগদীশ বর্মন জানিয়েছেন, সুন্দরবনের কাঁকড়ার মতো সুস্বাদু কাঁকড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে সিঙ্গাপুর ও চিনে এর বিরাট চাহিদা। এই কাঁকড়ার দুরকম প্রজাতি আছে। এক মেল ও অন্যটি হল ফিমেল। ফিমেল গ্রেড কাঁকড়ার জনপ্রিয়তা বেশি। কারণ এর মধ্যে মাংসের পরিমাণ বেশি থাকে। তাছাড়াও কলকাতার কিছু চাইনিজ রেস্তোরাঁয় এর খুব চাহিদা রয়েছে।  

    এক নজরে দেখে নেওয়া যাক, এই কাঁকড়ার দাম কেমন ?

    এই কাঁকড়াগুলিকে বাজারে গ্রেড হিসাবে বিক্রি করা হয়। এখানে ২ প্রকার কাঁকড়া পাওয়া যায়, মেল ও ফিমেল। এই ফিমেল কাঁকড়ার ৫ টি গ্রেড আছে ও মেল কাঁকড়ার ৩ টি গ্রেড আছে। গ্রেড হিসাবে বাজারে (Sunderban) এই কাঁকড়ার দাম ওঠে। ১০০ গ্রাম থেকে শুরু করে ১৮০ গ্রাম পর্যন্ত ফিমেল কাঁকড়ার গ্রেড শুরু হয় অর্থাৎ গ্রেড ১,২,৩,৪,৫ পর্যন্ত। এই ফিমেল কাঁকড়ার দাম ওঠে ১৪০০ টাকা প্রতি কেজি পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Scam: ইডি-র চার্জশিটে কুন্তলের এজেন্ট হিসেবে নাম রায়গঞ্জের স্কুল শিক্ষকের! চাঞ্চল্য

    Scam: ইডি-র চার্জশিটে কুন্তলের এজেন্ট হিসেবে নাম রায়গঞ্জের স্কুল শিক্ষকের! চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Scam) এবার কুন্তল-যোগ উত্তর দিনাজপুর জেলায়! কুন্তল ঘোষকে জেরার পর ইডির পেশ করা চার্জশিটে নাম এল এক শিক্ষকের। তাঁর নাম গৌতম তান্তিয়ার। তিনি আবার একজন  সমাজকর্মী। আর রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের তিনি সম্পাদকও। কুন্তল ঘোষকে জেরা করে যে এজেন্টদের নাম পাওয়া গিয়েছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতমবাবুর। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে এক প্রতিবেশী নিবারণ দেবনাথ বলেন, গৌতমবাবুর এনজিও-র সঙ্গে আমি যুক্ত রয়েছি। আর তাঁর একটি দোকান ভাড়া নিয়ে আমি ব্যবসা করি। এই বিষয়ে আমি কিছু জানি না। সোশ্যাল মিডিয়াতে নিয়োগ দুর্নীতির (Scam) সঙ্গে যুক্ত ব্যক্তির তালিকায়  তাঁর নাম দেখে অবাক লাগছে।

    কুন্তল ঘোষের এজেন্ট প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক গৌতম তান্তিয়া কী বললেন?

    নিজের নামের তালিকাকে ভুয়ো বলে দাবি করেন শিক্ষক গৌতমবাবু। তিনি বলেন, আমি কুন্তল ঘোষের নাম সংবাদ মাধ্যমে দেখেছি। তার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। কেন আমার নাম জড়ানো হল তা বুঝতে পারছি না। তাছাড়া আমার কাছে লিখিত কোনও কাগজপত্র আসেনি। ফলে, এটা ভুয়ো বলে মনে হচ্ছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আমাকে বদনাম করাতে এসব কেউ করতে পারে। আর এই দুর্নীতির (Scam)  বিষয় নিয়ে যদি ইডি তলব করে, আমি সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে নাম সামনে আসতেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির (Scam)  সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতমবাবু এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে। আসলে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Scam)  জাল প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে। ইডি তদন্ত করলেই সব অভিযুক্তরা ধরা পড়বে। আমরা চাই, নিয়োগ দুর্নীতির (Scam) সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ইডি ব্যবস্থা গ্রহণ করুক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Employment: রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট,  তবুও রাজকুমারের পরিচয় ফেরিওয়ালা !

    Employment: রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তবুও রাজকুমারের পরিচয় ফেরিওয়ালা !

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেরি করেই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উচ্চশিক্ষিত রাজকুমার। রায়গঞ্জ ব্লকের মণিপুর অঞ্চলের কান্তরের বাসিন্দা রাজকুমার মাহাতো। বয়স ২৫। পড়াশোনার জন্য রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় তাঁর বর্তমান অস্থায়ী বাসস্থান। রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ক্যারাটেতে ব্লাকবেল্ট তিনি। ছোট্ট ফেরিগাড়িতে মণিহারি সামগ্রী সাজিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিগাড়ি নিয়ে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে। পরিবারের সদস্যদের সুখেশান্তিতে রাখার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে (Employment) কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।

    নিজের পেশাকে পরিহাস বলতে নারাজ, কেন জানেন ?

    সপ্তাহে ৩ দিন রায়গঞ্জ শহর ও শহরতলি এলাকায় ক্যারাটের প্রশিক্ষণ দিতেও দেখা যায় তাঁকে। ফেরিওয়ালা রাজকুমারের পেশার সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতা মোটেই মানানসই নয়। তবু জীবনে প্রতিষ্ঠিত হতে ফেরিওয়ালা পেশাকেই বেছে নিয়েছেন তিনি। বাবা পেশায় কৃষক। অনটনের সংসারে একটি সরকারি চাকরির (Employment) খুব প্রয়োজন থাকলেও নিজের পেশাকে পরিহাস বলতে মানতে নারাজ তিনি। রাজকুমার ২০১৫ সালে ভগিলতা হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ ও ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ভর্তি হন। এরপর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এমএ কমপ্লিট করেন। এম এ পড়ার সময় রায়গঞ্জে চলে আসেন তিনি। মেলায় মেলায় বেলুন বিক্রি করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতেন রাজকুমার। কিছু টাকাপয়সা জোগাড় হতেই ভ্যানগাড়ি তৈরি করে মনিহারি সামগ্রী বিক্রি শুরু করেন। পাশাপাশি চালিয়ে যান ক্যারাটে প্রশিক্ষণ।

    ইচ্ছে শিক্ষক হওয়া আর অলিম্পিকে সোনা নিয়ে আসা

    ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর গ্রামের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মহারাজা মোড়ে একটি স্কুলও চালু করেছেন। এত পরিশ্রমের পরেও হাসিখুশি  রাজকুমারের ইচ্ছে অলিম্পিকে অংশ নেওয়া। তার বিশ্বাস, অংশ নিলে সোনা আনবেনই। গত ২০ মার্চ রাজকুমার রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন এবং ৬ দিনে কলকাতায় পৌঁছন। ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গ্রামেগঞ্জে ছেলেমেয়েদের মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার বন্ধের জন্য গ্রাম্য খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাবেন। কিন্তু দেখা করার সুযোগ পাননি। রাজকুমার জানান, ফেরি করে যে আয় হয়, তা দিয়ে চাকরির জন্য পড়াশোনার খরচ এবং সংসারের খরচটুকু ওঠে। কঠিন লড়াই করতে হয়। নেট ও স্লেটের জন্য চেষ্টা করছি। বাবা রামদেব মাহাতো গ্রামেই থাকেন। অন্যের জমিতে কাজ করেন। মা মিনাদেবী মাহাতো অসুস্থ। মা, বাবা ও চার ভাইবোন নিয়ে কোনও রকমে চলে তাঁদের সংসার। উকিলপাড়ার এক বাসিন্দা রাজকুমারকে থাকতে দিয়েছেন, এজন্য কোনও ভাড়া নেন না। রাজকুমার জানান, ইচ্ছে শিক্ষক হওয়ার। কিন্তু আমাদের মতো গরিব মানুষের কাছে চাকরি (Employment) স্বপ্নের মতো। কারণ, এখন যোগ্যতার দাম নেই, টাকা দিলেই চাকরি মেলে। 

    ঘরে এত মেডেল, কিন্তু সম্মান নেই, আক্ষেপ রাজকুমারের

    রাজকুমারের ঘরে গিয়ে দেখা গেল, দেওয়ালে ঝোলানো রয়েছে অনেক মেডেল। জাতীয়, রাজ্য ও জেলাস্তরে ক্যারাটেতে অংশ নিয়ে কোনওবার প্রথম, আবার কোনওবার দ্বিতীয় হয়েছেন। তাঁর আক্ষেপ, এত মেডেল রয়েছে, কিন্তু কোনও সম্মান নেই। প্রতিবেশীদের কাছে অত্যন্ত নম্র, ভদ্র এবং গুণী ছেলে রাজকুমার। প্রতিবেশি লক্ষ্মী চৌহান বলেন, উচ্চশিক্ষিত হয়েও সে যেভাবে ফেরি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালায়, সত্যি ভাবা যায় না। এমন ছেলে দেখা যায় না। ওর একটা চাকরি (Employment) দরকার। পাড়ার ছেলেমেয়েরা খুব ভালোবাসে ওকে। সোনিয়া চৌহান নামে পাড়ার এক ছাত্রী জানায়, দাদা খুব ভালো মানুষ। আমাদের সঙ্গে খেলাধুলো করে।আমাদের খুব সাহায্য করে। দাদার একটা চাকরি দরকার। প্রাথমিক, মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি  সকল ক্ষেত্রেই রাজ্য সরকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ঠিক এইরকমই এক সময়ে রাজকুমারের লড়াই কি কর্মসংস্থান প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকার দিকে আঙুল তুলছে না?
    এই প্রশ্নই ঘুরছে বিশেষজ্ঞ মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: শুভেন্দুর সভার আগেই খেজুরিতে তৃণমূলীদের তাণ্ডব! একাধিক বাড়ি ভাঙচুর, আক্রান্ত বহু বিজেপি কর্মী

    BJP: শুভেন্দুর সভার আগেই খেজুরিতে তৃণমূলীদের তাণ্ডব! একাধিক বাড়ি ভাঙচুর, আক্রান্ত বহু বিজেপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে খেজুরির ঠাকুরনগরে ৩ রা এপ্রিল প্রশাসনিক জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ১০ এপ্রিল সেই মাঠে মুখ্যমন্ত্রীর পাল্টা রাজনৈতিক জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রশাসন সভার অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে। আর সেই সভার আগেই তৃণমূলীদের তাণ্ডব ও দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হল খেজুরিতে। দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা গিয়েছে, খেজুরি-১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েত এলাকার কন্ঠীবাড়ী গ্রামে।  রাস্তাঘাট নেই। বারবার আবেদন জানিয়েও মেলেনি সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা। ফলে, এই ক্যাম্পের কোনও প্রয়োজন নেই বলে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন।  পাশাপাশি খেজুরির বারাতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বহু বিজেপি (BJP) কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, বারাতলা অঞ্চলের ১৭০ নম্বর বুথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি (BJP)  কর্মীদের বাড়িতে চড়াও হয়। একাধিক কর্মীর বাড়ি ভাঙচুর করে। হামলায় একজন মহিলা কর্মী কোমরে গুরুতর চোট পেয়েছেন। হাতও ভেঙে দিয়েছে। দু- তিনজনের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলীরা। আলো বালা রঞ্জিত, আঙ্গুরবালা রঞ্জিত, দিপালী পাত্র ,স্বপন মালি ,সুকুমার বেরা, সুমন মালি সহ কয়েকজন বিজেপি (BJP)  কর্মী জখম হয়ে তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন।

    কেন হামলা চালাল তৃণমূল?

    রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও তার পাশের বিধানসভা খেজুরি। গত বিধানসভা ভোটে জমি রক্ষার আন্দোলন খ্যাত নন্দীগ্রামে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশের বিধানসভা খেজুরিতেও পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থী। যে জমি আন্দোলন,  যে নন্দীগ্রাম খেজুরির হাত ধরে রাজ্যের মসনদে বসেছে তৃণমূল সেই নন্দীগ্রাম ও খেজুরি পুন:দখলই এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য।  উল্টোদিকে, বিধানসভা ভোটের সাফল্য ধরে রেখে নন্দীগ্রাম খেজুরি থেকে তৃণমূলকে একদমে উৎখাত করে দেওয়াই লক্ষ্য বিজেপির (BJP) । এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সভা ও পাল্টা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমে বাড়ছে খেজুরি, নন্দীগ্রাম সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায়।  পঞ্চায়েত ভোটের আগে হারানো মাটি ফিরে পেতে চাইছে তৃণমূল। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে এলাকায় বিজেপি (BJP)  কর্মীদের উপর সন্ত্রাস তৈরি করতেই তৃণমূলীরা হামলা চালায়। এমনই অভিযোগ বিজেপির (BJP) ।

    কী বললেন বিজেপির বিধায়ক ?

    তৃণমূলীদের হামলার প্রতিবাদে শনিবার খেজুরির গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ মোড়ে বিজেপি (BJP)  কর্মীরা রাস্তা অবরোধ করেন। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলীরা হামলা চালায়। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে। আসলে ভয় দেখিয়ে কেউ জনসভায় না যায়, সেই চেষ্টা করছে তৃণমূল। এসব করে আমাদের কর্মীদের ভয় দেখানো যাবে না। দলীয় সভায় কর্মীদের ভিড় উপচে পড়বে।

    হামলা নিয়ে কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের খেজুরি ২ ব্লকের সভাপতি শ্যামল মিশ্র বলেন, তৃণমূল উন্নয়ন করেছে, গন্ডগোল করার দরকার নেই। মানুষ ভালোবেসে ভোট দেবেন আমাদের। এইসব মিথ্যা অভিযোগ করে প্রচারে থাকার চেষ্টা করছে বিজেপি (BJP) ।  পঞ্চায়েত ভোটের পর এদের খুঁজে পাওয়া যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল

    Saptahik Rashifal: কী বলছে আগামী ৭ দিনের ভাগ্যরেখা? সাপ্তাহিক রাশিফল ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল

    মেষ রাশি

    এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান-পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। তাই মানসিক শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। এটা সম্ভব যে আপনার পিতামাতা বা আপনার সঙ্গী কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সপ্তাহে আপনার কাছে অর্থ চাইতে পারেন। আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ঘরে বৃহস্পতি বিরাজ করছে, যার কারণে আপনাকে তাকে অর্থ প্রদান করতে হবে, তবে এটি আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এই সময়টি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে। কারণ এই সময়ে আপনাকে তার সাথে যোগ.ব্যায়াম করতে দেখা যাবে, তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এর পাশাপাশি আপনি সময়ে সময়ে ভাই-বোনদের সমর্থনও পাবেন। এই সপ্তাহে আপনার প্রকৃতি অলস হবে, যার কারণে আপনি বিকৃত পরিস্থিতিগুলি মূল্যায়ন করতে অক্ষম হবেন। এই সময়ে আপনি না চাইলেও আপনার বিরোধীদের উপেক্ষা করতে পারেন, যার সুযোগ নিয়ে আপনার শত্রুরা কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে একটি বড় পরিকল্পনা করতে সক্ষম হবে।

    বৃষভ রাশি

    এই সপ্তাহে আপনি আপনার রুটিন নিয়ে বিরক্ত হতে পারেন, যার কারণে আপনার মন দৈনন্দিন কাজকর্ম থেকে আলাদা কিছু করতে চাইবে। এমন পরিস্থিতিতে, আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কিছু খেলাধুলার মতো কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আপনি আপনার জীবনে নতুনত্ব আনতে পারেন। কারণ এটি আপনাকে সুস্থ রাখার পাশাপাশি আপনার সৃজনশীল সম্ভাবনাকে উন্নত করতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে। এর পাশাপাশি, এই রাশির মানুষ যারা ব্যবসা করেন, তাদেরও সপ্তাহের প্রথম দিনগুলিতে কোনও ধরণের বিনিয়োগ এড়াতে হবে। অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে বিরাজ করছে, তাই সামগ্রিকভাবে, অর্থের দিক থেকে সময় ভালো, তবে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর জন্য সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া আপনার জন্য একটি ভাল সুযোগ হবে। কারণ এই সপ্তাহে আপনার অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস এনে দেবে। ব্যস্ত সময়সূচী সত্ত্বেও, এই সপ্তাহে আপনি নিজের জন্য সময় বের করতে সক্ষম হবেন। যাইহোক, যখনই আপনি অবসর সময় পান, আপনাকে সৃজনশীল কিছু করার পরামর্শ দেওয়া হয়। এই সপ্তাহে আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এমন পরিস্থিতিতে, এই সময়ের মধ্যে, আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের সাথে চলাফেরা করা। কারণ এই সপ্তাহে আপনি যেকোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, এর পরে আপনার স্বভাবে বিরক্তি দেখা দেবে এবং আপনি আপনার সহপাঠীদের সাথে ছোটখাটো বিষয়েও ঝগড়া করতে পারেন। অতএব, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা, ভাল সময়ের জন্য অপেক্ষা করা এই সময়ে আপনার জন্য ভাল হতে চলেছে।

    মিথুন রাশি

    এই সপ্তাহে, বিশেষত, আপনাকে আপনার পরিবারের বড়দের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ যোগ তৈরী হচ্ছে যে তাদের কিছু পুরানো রোগের কারণে সমস্যা হতে পারে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনও বিনিয়োগ করার কথা ভাবছিলেন, তবে এই সপ্তাহটি তার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভাল হবে বলে আশা করা হচ্ছে। আপনার চন্দ্র রাশিতে একাদশ ভাবে বৃহস্পতি বিরাজ করছে, তাই এই বিনিয়োগ আপনার জন্য যেমন উপকারী হবে, তেমনি আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন। এমনকি পিতার স্বাস্থ্যেও এই সপ্তাহে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যার কারণে তাদের সাথে সময় কাটানোর সময় আপনাকে অনেক ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যাবে। এটি শুধুমাত্র আপনার বাবার সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে না, আপনার বাবাও আপনাকে সহযোগিতা করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনাকে কারও সাথে কোনও নতুন প্রকল্প বা অংশীদারি ব্যবসা শুরু করা এড়াতে হবে। কারণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় দূরের চিন্তা না করে এমন সিদ্ধান্ত নিতে পারেন, যার কারণে ভবিষ্যতে ক্ষতির মুখে পড়তে হবে। এই সপ্তাহে গ্রহগুলির শুভ অবস্থান আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের হতে চলেছে। এর পাশাপাশি, আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত হন, তবে সপ্তাহের মধ্য এবং শেষ অংশ আপনার জন্য খুব শুভ প্রমাণিত হবে। কারণ এই সময়ে প্রতিটি বিষয় সঠিকভাবে বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না।

    কর্কট রাশি

    আপনার চন্দ্র রাশিতে বৃহস্পতি নবম ভাবে বিরাজ করছে, যার ফলস্বরূপ আপনি এই সপ্তাহে শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন। তা সত্ত্বেও, এর সাথে আসা মানসিক চাপকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে। মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি। তাই স্বাস্থ্যের ক্ষেত্রেও শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন। এই সপ্তাহে, কোনও পৈতৃক সম্পত্তি ক্রয় বা বিক্রি করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যদিও মনে রাখবেন, প্রতিটি লাভজনক চুক্তি বন্ধ হওয়ার আগেই, এটি অপরিচিতদের দেখানো বা তাদের সম্পর্কে বলা আপনার চুক্তিটি নষ্ট করতে পারে। তাই এখনই এমন কিছু করা থেকে বিরত থাকুন। সাপ্তাহিক রাশিফল ​​অনুসারে, আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পারিবারিক জীবনে অপরিসীম সুখ পাবেন। এই সময়ে, আপনি পরিবারের সদস্যদের মধ্যে আগের সব ধরনের দ্বন্দ্বের অবসান করতে সক্ষম হবেন। এতে আপনার বাবা-মা আপনাকে নিয়ে গর্ববোধ করবে। আপনার সিনিয়ররা এই সপ্তাহে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখা অপছন্দ করতে পারে। এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে। এই রাশির শিক্ষার্থীরা যারা চাকরি খুঁজছেন তাদের এই সপ্তাহে চাকরি পেতে আরও অপেক্ষা করতে হতে পারে। এমন পরিস্থিতিতে হাল ছেড়ে না দিয়ে অবিরাম চেষ্টা চালিয়ে যান। প্রয়োজনে আপনি আপনার পরিবারের বড়দের সাহায্যও নিতে পারেন।

    সিংহ রাশি

    সে সব জাতক/জাতিকা যাদের চোখের সমস্যা ছিল তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে। কারণ এই সময় আপনি শুধুমাত্র আপনার চোখের ভালো এবং সঠিক যত্ন নিতে পারবেন না, আপনি এটি উন্নত করার সিদ্ধান্তও নিতে পারেন। আপনার চন্দ্র রাশিতে নবম ভাবে বৃহস্পতি উপস্থিত রয়েছে এবং এটিও ভালভাবে বোঝা যাচ্ছে যে আর্থিক পরিস্থিতি খারাপ থেকে খারাপ হওয়ার আগে, সময়মতো নিজেকে সতর্ক করুন এবং আপনার সম্পদ জমা করা শুরু করুন। এটি বোঝার পরেও, আপনাকে এই সপ্তাহে এটি করতে দেখা যাবে না। যার কারণে আগামী সময়ে আপনার জীবনে অনেক আর্থিক সমস্যা দেখা দেবে। এই সময়টি আপনার মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে। কারণ এই সময়ে আপনাকে তার সাথে যোগব্যায়াম করতে দেখা যাবে, তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এর পাশাপাশি আপনি সময়ে সময়ে ভাই-বোনদের সমর্থনও পাবেন। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাচ্ছে। কারণ এই সময়ের মধ্যে আপনি আপনার যে কোনও ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, যার কারণে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি চেষ্টা করতে দেখা যাবে। এই রাশির যে সকল ছাত্রছাত্রীরা বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তারা এই সপ্তাহের মাঝামাঝি কিছু সুখবর পেতে পারেন। যদিও, এর জন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিজেকে ফোকাস করতে হবে।

    কন্যা রাশি

    আপনি যদি পরিবারের বড় হন, তাহলে আপনার নিজের স্বাস্থ্য জীবনের সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার অতিরিক্ত মানসিক শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে হবে। কারণ এর মাধ্যমে আপনি শুধু আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন না, পাশাপাশি বাড়ির ছোট সদস্যদেরও সুস্থ থাকতে অনুপ্রাণিত করবেন। কোনো কারণে আপনার টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বুদ্ধিমানের সাথে আপনার টাকা নিরাপদ জায়গায় রাখুন এবং আপনার পরিবারের সদস্যদের ছাড়া অন্য কাউকে এটি সম্পর্কে বলবেন না। এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি অফিস বা অফিস থেকে কিছু গৃহস্থালির কাজ শেষ করতে বিরতি নিতে পারেন যা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। কারণ এটি সম্পূর্ণ করার জন্য, আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় দিতে হবে। তবে আপনার এই প্রচেষ্টা দেখে পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে খুব খুশি হবে। নক্ষত্রের নড়াচড়ার সাথে আপনার নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা এই সময়ে সামনে চলে আসবে। আপনার চন্দ্র রাশিতে ষষ্ঠ ভাবে শনি বিরাজ করছে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের পরিচয় এবং সম্মান পেতে সফল হবেন। এছাড়াও, এই সময়ে আপনি কর্মক্ষেত্রে কোনও মহিলা সহকর্মীর পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটি সমস্ত শিক্ষার্থীদের জন্য কম উৎসাহী হবে যারা সবসময় তাদের উদ্যমী স্বভাবের জন্য পরিচিত ছিল। এ কারণে পড়াশোনায়ও মন বসবে না।

    তুলা রাশি

    অশুভ গ্রহ রাহু আপনার চন্দ্র রাশিতে সপ্তম ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে, অতিরিক্ত মদ্যপান করা এবং দ্রুত গাড়ি চালানোর জন্য আপনার ক্ষতি হতে পারে। কারণ এই অসাবধানতার কারণে অর্থের ক্ষতির পাশাপাশি অনেক জাতক/জাতিকাদের স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। চন্দ্র রাশিতে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, যার কারণে কমিশন, লভ্যাংশ বা রয়্যালটি কাজের মাধ্যমে আপনি এই সপ্তাহে কিছু বড় লাভ পাবেন। এছাড়াও, আপনাদের মধ্যে অনেকেই এমন যেকোন স্কিমে অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত হবেন, যেখানে লাভের সম্ভাবনা দৃশ্যমান এবং বিশেষ। এই সপ্তাহে আপনি আপনার জীবনে কিছু ভাল খবর পাবেন, যার কারণে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে এবং পার্টি করে আপনার আনন্দ উদযাপন করবেন। কিন্তু এই সময়ে মদ্যপান করে আপনার বাড়িতে আসা পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারে। তাই বাড়িতে মজা এবং হট্টগোলকে আপনার ভাবমূর্তি নষ্ট করতে দেবেন না এবং এমন কিছু করা এড়িয়ে চলুন যা আপনার পরিবারের মধ্যে বিব্রত হতে পারে। এই সপ্তাহে আপনি নিজের উপর একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন, যার কারণে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। এতে আপনার মানসিক চাপ যেমন বাড়বে, তেমনি আপনি একটি কাজও সময়মতো শেষ করতে ব্যর্থ বোধ করবেন। এই রাশির যে সকল ছাত্রছাত্রীরা বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তারা এই সপ্তাহের মাঝামাঝি কিছু সুখবর পেতে পারেন। যদিও, এর জন্য আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিজেকে ফোকাস করতে হবে।

    বৃশ্চিক রাশি

    এই সপ্তাহ আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তাই এই সময়ে আপনার ব্যায়াম করা উচিত, যাতে আপনি নিজেকে সবরকমভাবে সুস্থ রাখতে পারেন। এই সময়ে, আপনাকে এটিও বুঝতে হবে যে নিজেকে সুস্থ রেখে আপনি কেবল নিজেকে চাপমুক্ত রাখতে সক্ষম হবেন না, তবে এটি পারিবারিক পরিবেশে গতিশীলতার সম্ভাবনাও বাড়িয়ে দেবে। চতুর্থ ঘরে শনি বিরাজ করছে। আপনার চন্দ্র রাশিতে, তাই এই সময় আপনি আপনার মূল্যবান জিনিসগুলি পুনরায় ক্রয় বা এর রক্ষণাবেক্ষণের জন্য আপনার কিছু অর্থ ব্যয় করতে দেখা যাবে। কারণ এই সময়টি আপনার জন্য অনেক আর্থিক সুবিধা নিয়ে আসবে, তাই আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে আপনার বন্ধুরা কিছু চমৎকার পরিকল্পনা করে আপনাকে খুশি করবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে আবার মজা করার সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার কর্মজীবনে, আপনি প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য পেতে সক্ষম হবেন। যা দেখায় যে এই সময়ে আপনি আপনার উর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সহযোগিতাও পাবেন। অন্যদিকে, আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন যারা দেখছেন তাদের কঠোর পরিশ্রম এই সপ্তাহে ফল পাবে। কারণ সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনি কিছু ভাল খবর পাবেন। তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান, এবং কঠোর পরিশ্রম ছেড়ে দেবেন না।

    ধনু রাশি

    এই রাশির জাতক জাতিকাদের যাদের বয়স ৫০ পেরিয়ে গেছে, তারা এই সময় কিছু সময়ের জন্য স্নায়ুতন্ত্র এবং হজম সংক্রান্ত তাদের আগের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। শনি আপনার চন্দ্র রাশিতে তৃতীয় ভাবে অবস্থান করছে, কারণ তার দ্বারা একটি ভাল রুটিন গ্রহণ করা তাকে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সহায়তা করবে। এই সপ্তাহে, ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না এবং যদি কোনও কারণে তা করার প্রয়োজন হয় তবে ঋণদাতার কাছ থেকে লিখিতভাবে সমস্ত কাগজপত্র নিন যে তিনি কখন টাকা ফেরত দেবেন। এতে করে আপনি অনেক ধরনের ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই সপ্তাহে আপনি বাড়ির ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবেন। যার কারণে আপনি আপনার মহানুভবতা দেখিয়ে আপনার পরিবারকে সাথে নেওয়ার চেষ্টা করবেন। এর জন্য, আপনি পুরো পরিবারের সাথে বেড়াতে বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে থাকেন তবে এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিতে পারেন। এমন পরিস্থিতিতে, এই ইতিবাচক সময়ের সর্বাধিক সুবিধা নিয়ে আপনার প্রেমিকের সাথে এই বিষয়ে যোগাযোগ করুন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে, আপনি যদি সবার সামনে আপনার পরিকল্পনাগুলি খুলতে দ্বিধা না করেন তবে আপনি আপনার প্রকল্পটি নষ্ট করছেন। কারণ এটা সম্ভব যে আপনার প্রতিপক্ষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। এই সপ্তাহে, আপনার রাশির ছাত্রদের তাদের স্বাস্থ্যের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, সুস্থ থাকতে সময়ে সময়ে সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি আপনার দৈনন্দিন রুটিনও উন্নত করতে হবে। কারণ এই সময়ে অসুস্থ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষা অর্জনের গতি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনাকে আসন্ন যে কোনও পরীক্ষায় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।

    মকর রাশি

    আপনার চন্দ্র রাশিতে অশুভ গ্রহ রাহু চতুর্থ ভাবে বিরাজ করছে, তাই এই সপ্তাহে আপনি পরিবারের কোনো সদস্যের অসুস্থতা সংক্রান্ত কোনো খবর পাবেন। এর কারণে আপনিও মানসিক চাপের শিকার হতে পারেন। এই সপ্তাহে আপনি আর্থিক জীবনে ভাগ্যবান হবেন, তবে এই সময়ের মধ্যে যদি আপনাকে কোনও বিনিয়োগ করতে হয় তবে প্রথমে ঘটনাগুলি মূল্যায়ন করুন এবং তারপরেই বিনিয়োগ করুন। অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। এই সপ্তাহে, কোনও বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু আপনাকে এমন সময়ে বিশ্বাসঘাতকতা করতে পারে যখন আপনার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই যেকোনো প্রয়োজনে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকুন, না হলে পরে সমস্যায় পড়বেন। শনি চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে অনেক শুভ ফল পাবেন। তারপর অফিস পলিটিক্স বা যেকোন বিতর্কই আপনার পথে আসুক না কেন, আপনাকে প্রতিটি সমস্যা কাটিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে দেখা যাবে। যদিও, আপনার সাফল্য দেখে, এমনকি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠতে সক্ষম হবে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস রাখতে কিছুটা অসুবিধা হতে পারে। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ আপনার মনে শিক্ষা সংক্রান্ত অনেক নেতিবাচক চিন্তা নিয়ে আসবে। যার কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবেন না।

    কুম্ভ রাশি

    এই সপ্তাহে, আপনার ঘন ঘন খাওয়ার অভ্যাস আপনাকে সমস্যা দিতে পারে। তাই বুঝে নিন, বাইঞ্জ খাওয়া আপনার শখের জন্য ভালো, কিন্তু আপনার স্বাস্থ্য নষ্ট করার জন্যও যথেষ্ট। এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনাকে অবশ্যই উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই সপ্তাহে, বিবাহিতরা তাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন। যার ফলে আপনি আপনার জীবনে আসা অনেক ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিতে, সঠিক জায়গায় এই অর্থ বিনিয়োগ করার সময়, আপনাকে চিন্তা করার জন্য সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আপনি নিজের ক্ষতি করতে পারেন। আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন, এই সপ্তাহে যখনই আপনি একাকীত্ব বোধ করেন, তবে আপনার পরিবার এক না কোনোভাবে আপনাকে অনুভব করবে যে তারা দূরে থাকলেও তারা আপনার সাথে আবেগগতভাবে উপস্থিত রয়েছে। এটি আপনাকে বিষণ্নতা থেকে রক্ষা করবে। এর পাশাপাশি, এটি আপনাকে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। শনি আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে উপস্থিত এবং আমরা যদি কর্মজীবনের রাশিফল ​​সম্পর্কে কথা বলি তবে এই সপ্তাহে আপনার প্রচেষ্টা এবং ধারণাগুলি আপনার ভাগ্য দ্বারা সম্পূর্ণরূপে সমর্থন করবে এবং যার সাহায্যে আপনার কর্মজীবনের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনার লক্ষ্য অর্জনের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যান। এই রাশির কিছু শিক্ষার্থী এই সপ্তাহে বিদেশে পড়ার সুযোগ পেতে পারে। যদিও, এর জন্য, তাদের শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে এবং তাদের প্রচেষ্টাকে তীব্র করার পাশাপাশি সঠিক পথে এটি চালিয়ে যেতে হবে। এই সময় কোন ব্যক্তির দ্বারা প্রাপ্ত সঠিক নির্দেশিকা সরাসরি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে।

    মীন রাশি

    কেতু আপনার চন্দ্র রাশিতে অষ্টম ভাবে উপস্থিত, তাই আপনাকে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে, সামাজিক যোগাযোগের চেয়ে বেশি। এ জন্য প্রতিদিন হাঁটাহাঁটি করে এবং বাইরের খাবার ত্যাগ করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে পারেন। প্রার্থনার মাধ্যমে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে। কারণ এই সময়টি আপনার ভাগ্যের সহায় হবে, যার কারণে আপনার আগের দিনের পরিশ্রমও শোধ হবে এবং আপনি আপনার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হবেন। আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয় ভাবে বৃহস্পতি বিরাজ করছে, যার ফলে এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত, তবে পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। যার কারণে আপনার মানসিক চাপও বাড়বে। এই সপ্তাহটি অভ্যন্তরীণ সতেজতা এবং আপনার বিনোদনের জন্য দুর্দান্ত হতে চলেছে। শুধুমাত্র এই পুরো সপ্তাহে সব ধরনের ব্যবসায়িক লেনদেনের সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সেজন্য আগের থেকে বেশি সতর্ক থাকুন। এই সপ্তাহে অনেক শিক্ষার্থীকে সংগ্রাম করতে দেখা যাবে, অনেককে পড়াশুনার জন্য নির্জন জায়গার সন্ধানে। কারণ এটা সম্ভব যে কোনো কারণে আপনার চারপাশে খুব বেশি শব্দ হচ্ছে, যার কারণে আপনি নিজেকে পুরোপুরি মনোযোগ দিতে অক্ষম দেখতে পাবেন। এমন পরিস্থিতিতে, আপনি বন্ধু বা নিরিবিলি জায়গায় গিয়ে আপনার পড়াশোনা করার সিদ্ধান্ত নিতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

LinkedIn
Share