BCCI: ঘুচল বেতন-বৈষম্য, এখন থেকে সমান পারিশ্রমিক পাবেন রোহিত-হরমনপ্রীতরা, ঘোষণা বিসিসিআই- এর

harmanpreet-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর থাকবে না মহিলা ও পরুষদের বেতনের ক্ষেত্রে কোনও বৈষম্য। দুই দলের ক্রিকেটাররাই প্রতি ম্যাচে সমান টাকা পাবেন। এমনই ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।  

সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক ঘোষণাটি করেছেন জয় শাহ। তিনি জানিয়েছেন, “এখন থেকে মহিলারাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন।” উল্লেখ্য, এখন টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পান রোহিত শর্মারা (Rohit Sharma)। যেখানে একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচের জন্য তাঁরা পান ৬ লক্ষ টাকা। 

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটে শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে সাহায্য চেয়ে পোস্ট ৯২ বছর বয়সী প্রাক্তনীর

জয় শাহ লিখেছেন, “এখন লিঙ্গ সমতার যুগ। তাই এখন থেকে পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটারের জন্য সমান ম্যাচ ফি থাকবে। বিসিসিআই এই বৈষম্য দূর করতে প্রথম পদক্ষেপ নিয়েছে বলে আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমতা নীতি বাস্তবায়ন করছি।” এই মুহূর্তে পুরুষ ক্রিকেটাররা একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা পান। এখন মহিলা ক্রিকেটারদেরও সেই পারিশ্রমিক দেওয়া হবে। তিনি আরও লেখেন, “বেতনসাম্যের ব্যাপারে আমরা মহিলা ক্রিকেটারদের কাছে দায়বদ্ধ ছিলাম। সমর্থনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সব সদস্যকে ধন্যবাদ।”

 কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর বিসিসিআইকে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এরকম যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্যে অভিনন্দন জানিয়েছেন।
 


এই সিদ্ধান্তের জন্যে জয় শাহ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কর। 

 

উল্লেখ্য, গত জুলাই মাসে নিউজ়িল্যান্ড জানিয়ে দেয়, মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দিতে চলেছে তারা। অস্ট্রেলিয়াও একই ঘোষণা করে। কিন্তু এখনও পর্যন্ত সমান বেতন কার্যকর করতে পারেনি তারা। ভারতই সে ক্ষেত্রে প্রথম। এছাড়া আগামী বছর থেকে মহিলা ক্রিকেটেও আইপিএলের আয়োজন করা হবে। বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই সে বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়।  সৌরভ গঙ্গোপাধ্যায়ই বোর্ড সভাপতি থাকাকালীন এই ঘোষণা করে গিয়েছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share