Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

(Riteish-Genelia)

মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিন সবার জন্যই এক বিশেষ দিন। তার উপর আবার যার জন্মদিন, সে যদি সেলেব শিশু হয়, তা হলে তো আর কোনও কথাই নেই। সে একেবারে হইহই ব্যাপার হয়ে যায়। গতকাল রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) এবং জেনেলিয়া ডিসুজার (Genelia Deshmukh) বড় ছেলে রিয়ান পা দিল সাত বছরে (Riteish-Genelia)। সেই উপলক্ষে শনিবার ধুমধাম করে বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন দেশমুখ পরিবার (Riteish-Genelia)। আর যথারীতি সেখানে বাবা-মায়েদের সঙ্গে উপস্থিত ছিল একঝাঁক বলিউডি সেলেব শিশু।

মুম্বইয়ে তারকা দম্পতির (Riteish-Genelia) ছেলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিল বলিউডের একগুচ্ছ তারকা। কে নেই সেখানে! ঐশ্বর্য রায় বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা থেকে দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে হাজির করিনা কাপুর খান। আয়ুষ্মান খুরানার ছেলে বিরাজবীর থেকে শাহিদের ছেলেমেয়ে জেইন এবং মিশা, সোহা আলি খান ও তাঁর মেয়ে ইনায়া- হাজির হন বি টাউনের তাবড় তাবড় সেলেবরা। দেখে নিন তাঁদেরই এক ঝলক।

বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

প্রথমেই যাঁর কথা বলব, তিনি হলেন বচ্চন-বধূ ঐশ্বর্য। রিতেশ-জেনেলিয়ার ছেলের জন্মদিন পার্টিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। যে কোনও পার্টিতেই ঐশ্বর্যের লুক নজর কাড়ে নেটিজেনের। এ দিনও তার অন্যথা হয়নি। ঐশ্বর্য এবং আরাধ্যা, মা-মেয়ে দুজনেই এ দিন সোয়েটশার্ট পরেছিলেন। রিয়ান দেশমুখের জন্মদিনের অনুষ্ঠানে স্টাইলিশ লুকে পৌঁছান তাঁরা।

পার্টিতে উপস্থিত হন মীরা রাজপুত ও মেয়ে মিশা।

পার্টিতে জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখকে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা যায়।

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

উপস্থিত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ও তাঁর ছেলে বিরাজবীর, মেয়ে বরুষ্কা।

মেয়ে ইনায়ার সঙ্গে দেখা যায় সোহা আলি খানকে।

সলমনের বোন অর্পিতাকেও দেখা যায় পার্টিতে।

নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে তাঁদের মেয়ে মেহর এবং গুরিকের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

প্রযোজক একতা কাপুরও গিয়েছিলেন পার্টিতে।

দেখা যায় সইফ ও করিনার ছোট ছেলে জেহকেও।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share