FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

pele_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্টেডিয়াম। আর এই জয়ের পরেই ব্রাজিল কিংবদন্তী ফুটবলার পেলেকে শ্রদ্ধা জানাল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪-এ পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে দাঁড়ালেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের সঙ্গে যোগ দিলেন দর্শকরাও। গ্যালারিতে দাঁড়িয়ে পেলের সুস্থতার প্রার্থনা করলেন তাঁরা। অন্যদিকে পেলে হাসপাতাল থেকেই তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের ফুটবলারদের উৎসাহ দিয়েছেন ট্যুইটারে পোস্টের মাধ্যমে।

পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ব্রাজিলের

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ভর্তি হাসপাতালে। বয়স ৮২, ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নানা ভালো-মন্দ খবর আসছে সামনে। সোমবার রাতে ব্রাজিলের জয়ে সামিল হলেন পেলেও। ব্রাজিলের ফুটবলার থেকে শুরু করে গ্যালারির দর্শকরাও পেলের নাম লেখা ব্যানার হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায়। পুরো স্টেডিয়াম যেন ‘ফুটবল সম্রাট’ পেলের পোস্টারে সেজে উঠেছিল। গ্যালারি থেকে ব্রাজিল সমর্থকরাও পেলের ছবি তুলে ধরেন। ১০ নম্বর জার্সি পরা ফুটবল সম্রাটের ছবির সঙ্গে লেখা, ‘পেলে গেট ওয়েল সুন’। এদিন সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

পেলের শুভেচ্ছা বার্তা ব্রাজিলিয়ান ফুটবলারদের

গতকালের ম্যাচ শুরুর আগেই তরুণ বয়সের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন পেলে। ক্যাপশনে লেখেন, “১৯৫৮ সালে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম। বাবাকে একটা কথা দিয়েছি, সেই বিষয়ে ভাবছিলাম। আমি জানি আজকের ম্যাচে যারা নামবে, তাঁরাও এরকম প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে। হাসপাতাল থেকেই আমি খেলা দেখব, প্রত্যেককে উৎসাহিত করব। অনেক শুভেচ্ছা রইল।”

প্রসঙ্গত, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৮২ বছরের ফুটবলার। গত ২৪ ঘণ্টায় নতুন করে পেলের শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। গতকাল তাঁর মেয়েরাও জানান যে, তিনি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share