Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন (China) এবং ইউক্রেনের (Ukraine) শেষ বর্ষের ডাক্তারি পড়ুয়ারা যাঁরা করোনা অতিমারি (Corona pandemic) বা যুদ্ধের (Ukraine war) কারণে তাঁদের ব্যবহারিক প্রশিক্ষণ শেষ করতে পারেননি তাঁদের বিদেশি মেডিক্যাল স্নাতক পরীক্ষায় (Foreign Medical Graduate Exam) বসতে দেওয়া হতে পারে। এমনই একটি প্রস্তাব দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশনের তরফে জানানো হয়, এটি একটি স্ক্রিনিং পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে যে পড়ুয়ারা বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাঁরা দেশে অনুশীলন করতে পারবেন। 

    এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দেশে অনুশীলন করার জন্য দুই বছরের ইন্টার্নশিপও শেষ করতে হবে, বলে জানিয়েছে কমিশন। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) প্রস্তাব অনুসারে, একটা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই পদ্ধতি গ্রহণ করা হবে। বর্তমানে, বিদেশি মেডিক্যাল স্নাতকদের ভারতে FMGE পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাঁদের নথিভুক্ত করা বিশ্ববিদ্যালয়ে অন্তত এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপর স্থায়ীভাবে রেজিস্ট্রেশন পেতে ভারতে এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জয়েন্ট মেইনের হল টিকিট, কী করে ডাউনলোড করবেন?

    সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল মেডিক্যাল কমিশন এই প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় বর্ষের মেডিক্যাল ছাত্ররা, যাঁরা ২০২১ সালের নভেম্বরের পরে তাঁদের কলেজে যোগ দিয়েছিলেন, তাঁরা আবার ভারতীয় কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থীরা, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মতো, ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, তাই তাঁদেরকে এই সুযোগ দেওয়া হবে। 

    বিদেশি মেডিক্যাল স্নাতকদের জন্য ২০২১ সালে একটি নতুন নির্দেশিকা কার্যকর করা হয়। তাতে বলা হয়েছে যে শিক্ষার্থীদের একই বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সম্পূর্ণ প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। কিন্তু করোনার কারণে চিনে ভারতীয় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন ভারতীয় ছাত্ররা। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল। 

  • CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: মে মাসের ২৪ তারিখ শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ হয়েছে। জন মাসের শেষে বা জুলাই মাসে শুরুতেই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে   cbseresults.nic.in- এই লিঙ্কে। দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড। 

    কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।

    আরও পড়ুন: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় সবাইকেই বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে।

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    কী করে দেখবেন সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল? 

    প্রথমে cbseresults.nic.in – এই লিঙ্কে যান। 

    এই হোমপেজে ‘results’ বলে লিঙ্কটায় ক্লিক করতে হবে। 

    একটি নতুন পেজে (http://cbseresults.nic.in) রিডাইরেক্ট করে দেওয়া হবে। 

    সেখানে ‘CBSE Class 10th Result 2022‘ বা ‘CBSE Class 12th Result 2022‘ লিঙ্কটিতে ক্লিক করুন। 

    সেখানে রোল নম্বর দিয়ে ‘submit‘- এ ক্লিক করুন। 

    এভাবেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল দেখতে পারবেন পড়ুয়ারা। 

    এছাড়াও বিভিন্ন অ্যাপেও দেখা যাবে ফল। 

     

  • JEE Main: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত 

    JEE Main: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স সেশন ২ (JEE Session 2) – র পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। jeemain.nta.nic.in – এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। জেইই মেইন ২০২২ – এর লগইন তথ্য দিয়ে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। অ্যাপলিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।  

    জেনে নিন এই বিষয়ক কিছু তথ্য। 

    অ্যাডমিট কার্ড প্রকাশের দিন: ২২ জুলাই। 

    কখন থেকে পাওয়া যাচ্ছে অ্যাডমিট কার্ড? রাত ১টা

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কী কী তথ্য প্রয়োজন?

    অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ। 

    কোথা থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড? 

    jeemain.nta.nic.in/ www.nta.ac.in 

    জেইই সেশন ২ পরীক্ষার তারিখ: ২৫,২৬,২৭,২৮,২৯,৩০ জুলাই 

    এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করুন অ্যাডমিট:

    www.jeemain.nta.nic.in 
    jeemain.nta.nic.in 
    nta.ac.in
    examinationservices.nic.in
    testservices.nic.in

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট?

    প্রথমে jeemain.nta.nic.in – এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। 

    সেখানে “JEE Main 2022 Admit Card Session 2” – সেকশনে যান। 

    প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। 

    অ্যাডমিট কার্ডে দেওয়া সব তথ্য মিলিয়ে দেখে নিন ঠিক আছে কী না। 

    ভবিষ্যতের জন্যে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন অ্যাডমিট কার্ডটির। 

    আরও পড়ুন: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী

    ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে জেইই সেশন ২ – এর পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল। 

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

    এক আধিকারিকের মতে, “দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।” 

     

     

  • CBSE Results 2022: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১% 

    CBSE Results 2022: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১% 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল (CBSE Results 2022) প্রকাশ করল কেন্দ্রীয় বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। অন্যান্য বোর্ডগুলি ফল প্রকাশ করে দিলেও, দেরি করছিল সিবিএসই। এদিকে কলেজগুলিতে ভর্তিও শুরু হয়ে গিয়েছে। তাই এই নিয়ে পড়ুয়াদের এবং অভিভাবকদের চিন্তার শেষ ছিল না। সেই দুশ্চিন্তার অবসান হল আজ। 

    আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির 

    পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। পাশের নিরিখে ছাত্রদের থেকে এগিয়ে আছেন ছাত্রীরা। মেয়েদের পাশের হার যেখানে ৯৪.৫৪ শতাংশ, সেখানে ছাত্রদের পাশের হার ৯১.২৫ শতাংশ। রূপান্তরকামী পরীক্ষার্থীদের ১০০ শতাংশই পাশ করেছেন।  এবছর ৩৩ হাজার ৪৩২ জন ৯৫ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন। 

    আরও পড়ুন: জেইই মেইন সেশন ২ – এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, জানুন বিস্তারিত  

    cbse.gov.in এবং result.cbse.nic.in – এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, দুটি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করা যাবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর ২টোর পরেই প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল। উমঙ্গ এবং ডিজিলকার অ্যাপে দল দেখা যাবে।   

    কেরলের তিরুঅনন্তপুরমে রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী পাশ করেছেন। সেখানে পাশের হার ৯৮.৮৩%। তারপরেই রয়েছে বেঙ্গালুরু। সেখানে পাশের হার ৯৮.১৬%। চেন্নাই রয়েছে তৃতীয় স্থানে। পাশের হার ৯৭.৭৯%। দিল্লিতে পাশের হার ৯৬.২৯%। পাশের সংখ্যা সবচেয়ে কম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেখানে পাশের হার ৮৩.৭১%।

    [tw]


    [/tw]
      
    ১৫ জুন শেষ হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কোভিড অতিমারি ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করেছে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করল বোর্ড। 

     

  • WBJEE 2022 Result: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম দুই স্থানেই হিমাংশু শেখর

    WBJEE 2022 Result: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম দুই স্থানেই হিমাংশু শেখর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফল (WBJEE 2022 Result)। পরীক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হয়েছে ফলাফল। বিকেল ৪টে থেকে ফল দেখা যাচ্ছে ওয়েবসাইটে।  

    মজার বিষয়, এবছর প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর নাম একই। দুজনেই হিমাংশু শেখর (Himangshu Sekhar)। প্রথম জন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র। দ্বিতীয় হিমাংশু শিলিগুড়ির ভানুনগর নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ সাউথ পয়েন্টের জাহ্নবী শ। 

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

    বাকি প্রথম দশে যারা আছেন তাঁরা হলেন, 

    পঞ্চম – কৌস্তভ চৌধুরী, কোচবিহার জেনকিন্স স্কুল
    ষষ্ঠ – সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার স্কুল
    সপ্তম – দেবরাজ কর্মকার, ডিবিএমএস কদমা হাইস্কুল, জামশেদপুর
    অষ্টম – অগ্নিধ্র দে, সাউথ পয়েন্ট হাই স্কুল
    নবম – অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ স্কুল
    দশম – শুভঙ্কর বন্দোপাধ্যায়, সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর

    জয়েন্ট এন্ট্রাস কর্তৃপক্ষও ফলাফল ঘোষণার সময় জানিয়েছে, প্রথম দুজন কৃতীর নাম একই থাকাটা অভাবনীয়। তাঁদের অভিনন্দন জানানো হচ্ছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্য়ান,মলয়েন্দু সাহা বলেন, “সাধারণত দুজন কৃতীর একই নাম দেখা যায় না। তাঁদেরকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি।” প্রথম স্থানাধিকারী হিমাংশু শেখর জানিয়েছে “দুজনের একই নাম দেখে প্রথমটা গুলিয়ে গিয়েছিল।”  

    এবছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি। মোট পরীক্ষার্থী ৮১,৩৯৩ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০, ১৩২ জন। তাঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ৬২,৯২৭ জন। 

    ফলাফলের শীর্ষে যে জেলাগুলি রয়েছে, সেগুলি হল, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। এবছর তালিকায় সবথেকে বেশি জায়গা করে নিয়েছে রাজ্য বোর্ডের পড়ুয়ারা। প্রথম দশে রয়েছে সিবিএসই বোর্ডের ৬ জন, আইসিএসই বোর্ডের দুজন এবং রাজ্য বোর্ডের দুজন। এবার ২৭৭টি সেন্টারে পরীক্ষা হয়েছে। 

    অগাস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে অনলাইন কাউন্সেলিং-এর রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিং শেষ হবে। ৫৮,৬২৩ পরীক্ষার্থী র‍্যাঙ্ক পেয়েছেন। এবছর জয়েন্টের পরীক্ষা শেষ হয়েছে ৩০শে এপ্রিল। কারও ফল নিয়ে কোনও সন্দেহ থাকলে ওএমআর শিট স্ক্যানের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন পড়ুয়ারা।  

       

  • JEE Main: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী 

    JEE Main: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পিছিয়ে গেল জেইই মেইনের (JEE Main 2022) দ্বিতীয় সেশনের (2nd Session) পরীক্ষা (Exam)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

    এক আধিকারিকের মতে, “দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।”

    আরও পড়ুন: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন? 

    পরীক্ষার দু-তিন দিন আগেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in or nta.ac.in – এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত  

    জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছিল ২৩ জুন। শেষ হয়েছিল ২৯ জুন। ১২ জুলাই পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ৩০০ – র মধ্যে সর্বোচ্চ নম্বর ৩০০ – ই পেয়েছে। এই ১৪ জন প্রথম স্থান অধিকারীর মধ্যে একজনই মহিলা পরীক্ষার্থী ছিলেন। তাঁর নাম স্নেহা পারেক। 

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

    জেইই মেইন ২০২২ পরীক্ষা দু’টি সেশনে এনটিএ পরিচালনা করছে। প্রথমটি ২০২২ সালের জুন মাসে এবং দ্বিতীয়টি ২০২২ সালের জুলাই মাসে নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রথম সেশন ২৩ জুন থেকে ২৯ জুন নেওয়া হয়েছিল। দ্বিতীয়টি নেওয়া হবে ২৪-২৮ জুলাই।  

  • UGC on Free Higher Education: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি

    UGC on Free Higher Education: বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ! নিখরচায় ২৩,০০০ -এরও বেশি কোর্স করাবে ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনামূল্যে উচ্চশিক্ষা কোর্স করানোর উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা এবং চাইল্ড কেয়ারসহ ২৩,০০০ টিরও বেশি উচ্চ শিক্ষা কোর্স শুক্রবার থেকে ইউজিসির নতুন ওয়েব পোর্টালে বিনামূল্যে পাওয়া যাবে। পোর্টালটির লক্ষ্য দেশের পড়ুয়াদের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। জাতীয় শিক্ষানীতি-২০২০-র দ্বিতীয় বার্ষিকীর অংশ হিসেবে শুক্রবার থেকে পোর্টালটি চালু করা হয়েছে। 

    ইউজিসি তাদের ৭.৫ লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টার (CSC) এবং স্পেশাল পারপাস ভেইকেল (SPV) কেন্দ্রের সঙ্গে এই ই-রিসোর্সকে সংযুক্ত করতে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) সাথে চুক্তি করেছে যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্সগুলির সুবিধা নিতে পারেন পড়ুয়ারা। 

    আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার এ বিষয়ে বলেন, “সবার উচ্চ শিক্ষাকে নিশ্চিত করতেই এই প্রয়াস। ইংরেজির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও করানো হবে এই কোর্স। এই পোর্টালটি সেই উদ্যোগেরই অংশ। “

    যে কোর্সগুলি বিনামূল্যে পাওয়া যাবে সেগুলির মধ্যে রয়েছে ২৩,০০০টি স্নাতকোত্তর কোর্স, ১৩৭টি SWAYAM MOOC কোর্স এবং ২৫টি নন-ইঞ্জিনিয়ারিং SWAYAM কোর্স। ইউজিসি পোর্টাল থেকে এই কোর্সগুলি করলে কোনও ফি দিতে হবে না। তবে CSC/SVP-এর পরিষেবা পাওয়ার জন্য, প্রতিদিন ২০ টাকা বা প্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে বলে জানিয়েছেন এম জগদেশ কুমার।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    এম জগদেশ কুমার আরও বলেন, “মূলত যারা গ্রামীণ এলাকায় থাকে তাঁদের কাছে উচ্চ শিক্ষার সুযোগ পৌঁছে দেবে এই পোর্টাল। এটি অনেকটাই পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, ই-শ্রম, প্যান কার্ড, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন যোজনার মতো সরকারি অন্যান্য প্রকল্পগুলির মতো এটাও সরকারের একটি প্রকল্প। 

     

  • HS Result: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, মেধা তালিকায় কারা? 

    HS Result: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, মেধা তালিকায় কারা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল (HS Result)। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সকাল ১১টায় সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে প্রথম দশের তালিকা প্রকাশ করেন।  

    প্রথম (HS First) হয়েছেন কোচবিহার দিনহাটা সোনিনিদেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয়স্থানে (HS Second) রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ছাত্র সায়নদীপ সামন্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয়স্থানে (HS Third) পাঠভবনের ছাত্র রোহিন সেন। প্রাপ্ত নম্বর ৪৯৬।  

    চতুর্থ স্থানে আছেন ৮ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে ১১ জন আছেন, তাঁদের প্রত্যেকে নম্বর ৪৯৪। এছাড়াও, ষষ্ঠ স্থানে মোট রয়েছেন ৩২ জন। সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন, প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন ৫৪ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম স্থানে রয়েছেন ৬৯ জন, প্রাপ্ত নম্বর ৪৮৯।  

    এবছর মোট পরীক্ষা দিয়েছেন ৭,৪৪,৬৫৫ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় মোট পাশের হার ৯০%-র বেশি। 

    আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণা! উচ্চমাধ্যমিক, জয়েন্টের রেজাল্ট কবে? জানুন

    এদিন সাংবাদিক বৈঠকে পরের বছরের পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে। আগামী বছর ১৪ মার্চ শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ।

    আগামী বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না। পাশাপাশি পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। উচ্চমাধ্যমিকের ফলের রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে ২০ জুন থেকে। ২০ জুন থেকে ১৫ দিন পর্যন্ত এবার রিভিউর জন্য আবেদন করা যাবে অনলাইনেই। ২০ তারিখ মধ্যরাত থেকে রিভিউর আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। রিভিউ প্রক্রিয়ার জন্য পেমেন্টের ক্ষেত্রে এবার ইউপিআই, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।    

     

  • NEET-PG 2022: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    NEET-PG 2022: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭ মে শেষ হয়ে গিয়েছে নীট-পিজির (NEET-PG 2022) কাউন্সেলিং প্রক্রিয়া। এখনও ফাঁকা পড়ে রয়েছে ১,৪৫৬টি আসন। শীর্ষ আদালতে আসনগুলির জন্যে বিশেষ কাউন্সেলিং-এর (Special Counselling) আবেদন জানিয়েছিলেন পরীক্ষার্থী স্নাতক ডাক্তাররা। তাঁদের সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত (Supreme Court)। 

    বিচারপতি এম আর শাহের বেঞ্চ জানিয়ে দেয়, “ডাক্তারির পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভর্তির প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে পারে না। এর জন্যে একটা নির্দিষ্ট সময় থাকে। সময়সূচি মেনেই তা করা হয়। নাহলে ডাক্তারির পড়াশোনা সর্বোপরি জনস্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে।”  

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট স্নাতকোত্তর পরীক্ষা, জানাল শীর্ষ আদালত

    বেঞ্চ আরও জানায়, “নয় ধাপের কাউন্সেলিং-এর পরে ৪০ হাজার আসনের মধ্যে ১,৪৫৬ আসন ফাঁকা পড়ে আছে। এর মধ্যে ১,১০০-র বেশি নন-ক্লিনিকাল আসন। প্রতিবছরই এই আসনগুলি ফাঁকা পড়ে থাকে।” আদালত কড়া ভাষায় বলে, “ডাক্তারির শিক্ষা, মেধা তালিকা তার গুণমান নিয়ে কোনও রকম আপোষ করা হবে না।”

    সম্প্রতি নীট পিজির আসন নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। এখনও কেন আসন ভর্তি হয়নি, সেই প্রশ্ন করা হয়। ডাক্তারদের ভবিষ্যত নিয়ে কি ছেলেখেলা চলছে? কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। 

    আরও পড়ুন: ফের স্থগিত হতে পারে এবছরের নীট পরীক্ষা, প্রতিনিধি পরীক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকের পর এমনই সম্ভবনা দেখা দিয়েছে 

    নীট-পিজির আসনে ভর্তি হচ্ছে না, এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সাত চিকিৎসক। ৭ মে শেষ হয়ে গিয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া, তারপরে কীভাবে ভর্তি নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক আসনই এখনও ফাঁকা পড়ে রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বিশেষ কাউন্সেলিং-এর আবেদনও জানান। কিন্তু ডাক্তারদের সেই আরজি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।  

    এর আগে নীট পিজির পরীক্ষা নিয়ে দফায় দফায় মামলা দায়ের হয়েছে আদালতে। তার জেরে অনেকটাই পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। কেন্দ্র নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল। সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। 
     

  • QS Ranking: আইআইটিদের ছাপিয়ে বিশ্ব তালিকায় নজর কাড়ল আইআইএসসি ব্যাঙ্গালুরু 

    QS Ranking: আইআইটিদের ছাপিয়ে বিশ্ব তালিকায় নজর কাড়ল আইআইএসসি ব্যাঙ্গালুরু 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের তাবড় তাবড় আইআইটিকে পিছনে ফেলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এল আইআইএসসি ব্যাঙ্গালুরু (IISc Bengaluru)। কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (QS World Ranking 2022)- এ প্রথম ২০০-র মধ্যে জায়গা করে নিল দক্ষিণ এশিয়ার এই দ্রুততম বর্ধনশীল বিশ্ববিদ্যালয়। গত বছরের তুলনায় তালিকায় ৩১ ধাপ এগিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।  

    বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখল জেএনইউ (JNU), দিল্লি বিশ্ববিদ্যালয় (DU), জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Milia Islamia) বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ২০২২-এর জন্য তৈরি তালিকায় ভারতের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তালিকার প্রথম এক হাজারের মধ্যে জায়গা পেয়েছে। 

    বিশ্ব তালিকায় ৫২১-৫৩০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় রয়েছে ৬০১-৬৫০ র‍্যাঙ্কের মধ্যে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ব বিদ্যালয় রয়েছে ৮০১-১০০০ র‍্যাঙ্কের ক্যাটাগরিতে।  

    আরও পড়ুন: বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের 

    গতবছরের তুলনায় এবছরে তালিকায় খানিকটা নীচে নেমে এসেছে এই তিন বিশ্ববিদ্যালয়। আগের বছর দিল্লি বিশ্ববিদ্যালয় ৫০১- ৫১০ র‍্যাঙ্কে ছিল। জেএনইউ ৫৬১-৫৭০ র‍্যাঙ্কে ছিল। জামিয়া মিলিয়া ইসলামিয়া গত বছর ৭৫১-৮০০ র‍্যাঙ্কের ক্যাটাগরিতে ছিল। তার থেকে সামান্য পতন এই বছর।

    এছাড়াও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় (৬৫১-৭০০ থেকে ৭৫১-৮০০), যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU) (৬৫১-৭০০ থেকে ৭০১-৭৫০), আইআইটি ভুবনেশ্বরেরও (৭০১-৭৫০ থেকে ৮০১-১০০০) তালিকায় কিছুটা পতন হয়েছে। চারটে আইআইটি তালিকায় এগিয়ে এসেছে। 

    তালিকায় ১৭২ নম্বরে রয়েছে আইআইটি বম্বে (IIT Bombay)। ১১ ধাপ এগিয়ে আইআইটি দিল্লি (IIT Delhi) উঠে এসেছে ১৭৪ নম্বরে। ১৩ ধাপ এগিয়ে আইআইটি কানপুর (IIT Kanpur) রয়েছে ২৬৪ নম্বরে। গত বছরের থেকে ৩১ ধাপ এগিয়ে আইআইটি রূড়কী (IIT Roorkee) ৩৬৯ নম্বরে। আইআইটি গুয়াহাটিরও তালিকায় ১১ ধাপ উত্থান হয়েছে। 

    সাইটেশন পার ফ্যাকাল্টির বিচারে তালিকায় এগিয়ে এসেছে দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়। স্টুডেন্ট রেশিও-র ভিত্তিতে বিশ্বের ২৫০ টি বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিয়েছে দেশের দুই শিক্ষা প্রতিষ্ঠান।

     

     

LinkedIn
Share