Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Zareen Khan: সলমনের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কলকাতায়, কেন জানেন?

    Zareen Khan: সলমনের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কলকাতায়, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাউসফুল-২ খ্যাত অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শিয়ালদা আদালতের। সলমনের বিপরীতে ‘বীর’ ছবি দিয়ে যাত্রা শুরু করা জারিনের বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগ। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় সলমনের কারণেই নাকি ঝড়ের গতিতে উত্থান হয় জারিনের। পরে আবার তিনি বলিউড থেকে হারিয়েও যান। এবার তাঁর বিরুদ্ধেই উঠল প্রতারণার অভিযোগ।

    ঠিক কী অভিযোগ?

    অভিযোগ, ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি কালীপুজোর অনুষ্ঠানে হাজির হননি জারিন (Zareen Khan)। আবার টাকাও ফেরত দেননি। উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে জারিন খানের ম্যানেজার প্রাণনাশের হুমকিও দেন। ২০১৮ সালের ৫ নভেম্বর ছিল কালীপুজো। সেই সময়ই বেশ কতগুলি প্যান্ডেল উদ্বোধন করতে আসার কথা ছিল অভিনেত্রীর। সেইমতো তিনি ভিডিও বার্তায় প্রচারও করেন। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে তিনি ৫ নভেম্বর কলকাতায় আসছেন। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে উদ্যোক্তা সংস্থা।

    আরও পড়ুন: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    জারিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের নারকেলডাঙা থানায়

    জারিন খানকে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্টের মালিক বিশাল গুপ্ত। তাঁর কথায়, ‘‘সকাল ছ’টায় ফ্লাইট ছিল জারিন খানের (Zareen Khan)। সেটা তিনি মিস করেন। ফের একাধিকবার প্লেনের টিকিটও বুক করান জারিন। ২০১৮ সালে সেই সময়ে কয়েক লাখ টাকা ব্যয় হয় জারিন খানের পিছনে। আনুষঙ্গিক খরচ মোট দাঁড়ায় ৪০ লাখ। পাশাপাশি তাঁর পারিশ্রমিক ১২ লাখ টাকা তো ছিলই।’’  

    জারিন খান না আসায় নারকেলডাঙা থানায় ওই সংস্থার তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর জারিনকে (Zareen Khan) জিজ্ঞাসাবাদও করে পুলিশ। গত বছর ২৩ জুন জারিনের ম্যানেজারকে তদন্তে সহযোগিতা নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার এই মামলায় চলতি মাসের ৭ তারিখে শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। রবিবার সেই চার্জশিট খতিয়ে দেখে আদালত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Naseeruddin Shah: “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর”, ‘গদর ২’ নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

    Naseeruddin Shah: “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর”, ‘গদর ২’ নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) বলিউডের একজন প্রবীণ ও নামজাদা অভিনেতা। শুধুমাত্র অভিনেতা হিসাবে নয়, তাঁর ব্যক্তিত্বের জন্য বহুবার তিনি চর্চায় থেকেছেন। বরাবর তাঁর স্পষ্টবাদী মনোভাব তাঁকে চর্চায় রেখেছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন সাধারণের মধ্যে উত্তেজনা ছিল, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গিয়েছিল এই বর্ষীয়ান অভিনেতার গলা থেকে। এবার আবার তিনি মুখ খুললেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গদর ২’ নিয়ে। চলতি বছরের অন্যতম জনপ্রিয় ছবির তকমা পেয়েছে এই ‘গদর ২’। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত এই ছবি। শুরুতেই ২৮৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। কিন্তু এই ছবিকেই ‘ক্ষতিকর’ বলে আখ্যা দিলেন নাসিরউদ্দিন শাহ। 

    কেন এমন মন্তব্য (Naseeruddin Shah)?

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ ‘গদর ২’ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তিনি (Naseeruddin Shah) বলেন, “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর। আপনাকে কাল্পনিক শত্রু তৈরি করতেই হবে ছবির মাধ্যমে। পরিচালকরা বুঝতে পারছেন না যে, তাঁরা যেটা করছেন, তা কতটা ক্ষতিকারক, সমাজে কতটা এর প্রভাব পড়ে। আমি কেরালা স্টোরি এবং গদর ২ এর মতো ছবি সত্যি দেখিনি। তবে জানি, এই সিনেমায় কী দেখানো হয়েছে। এই ছবির বক্তব্য যে শুধু দেশকে ভালোবাসলেই চলবে না, তা ঢাকঢোল বাজিয়ে প্রচার করতে হবে।”

    কাশ্মীর ফাইলস নিয়ে কী বলেছিলেন?

    তিনি (Naseeruddin Shah) আরও বলেন, “কাশ্মীর ফাইলস-এর মতো ছবিটিও এত জনপ্রিয় যে অপরদিকে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হংসল মেহতা দ্বারা নির্মিত ছবিগুলি আজকাল আর কারও চোখেই পড়ে না। তাঁরা তাঁদের সময়ের সত্যতা তুলে ধরেছিলেন। তবে আমি চাই তাঁরা যেন হতাশ হয়ে না পড়েন এবং ছবি তৈরি চালিয়ে যান।’

    ’দ্য কেরালা স্টোরি’ নিয়ে কটাক্ষের সুর

    সাক্ষাৎকারে ‘দ্য কেরালা স্টোরি’কেও তিনি বিতর্কিত ছবি বলেছেন। তিনি (Naseeruddin Shah) বলেন, “ভিড়’, ‘আফওয়া’, ‘ফরাজ’-এর মতো অসাধারণ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু তা বক্স অফিসে একেবারে ব্যবসা করতে পারেনি। কোনও দর্শক সেই ছবি দেখতে যায়নি। আর এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় উপচে পড়েছে। আমি ছবিটা দেখিনি আর দেখতেও চাই না। কারণ এর সম্পর্কে আমি  অনেক কিছু পড়ে ফেলেছি। আমরা সকলেই নাৎসি-অধ্যুষিত জার্মানির পথেই হাঁটতে শুরু করেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    Shah Rukh Khan: ‘‘আপনার জন্য দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন নিয়ে মোদি বন্দনায় শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আপনার জন্য গোটা দেশ গর্বিত’’, জি২০ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন বলিউডের কিং খান (Shah Rukh Khan)। প্রসঙ্গত রবিবারই দিল্লির প্রগতি ময়দানে সম্পন্ন হয়েছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শুক্রবার থেকে হাজির হয়ে যান ভারতে। জি২০ সম্মেলনকে ঘিরে সারা পৃথিবীর খবরের শিরোনামে চলে আসে ভারত। ২০২৩ সালে সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পর তা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। যা নিয়ে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্ঠেও শোনা গেল সেই একই কথা।

    কী বললেন কিং খান

    নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখ খান (Shah Rukh Khan) লেখেন, ‘‘প্রধানমন্ত্রীকে অভিনন্দন সাফল্যের সঙ্গে জি২০ সম্মেলনকে সম্পন্ন করার জন্য। এটি প্রত্যেক ভারতীয়র হৃদয়ে গর্বের অনুভূতি নিয়ে এসেছে। ‘এক পৃথিবী, এক পরিবার এক ভবিষ্যৎ’। প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) অভিনীত ছবি ‘জওয়ান’ এবং তা বক্স অফিসের রমরমিয়ে ব্যবসা করছে। জানা গিয়েছে, মাত্র তিন দিনের ভিতর ৩০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ‘জওয়ান’। গতকাল রবিবারেও ভালো ব্যবসা করেছে ‘জওয়ান’। 

    ‘জওয়ানের’ সঙ্গে ‘পাঠান’ এর টক্কর

    নির্মাতারা জানিয়েছেন, রবিবার ‘জওয়ান’ ব্যবসা করেছে একাশি কোটি টাকার। প্রসঙ্গত এর আগেই এক হাজার কোটি টাকার ব্যবসা করে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি ‘পাঠান’। চলতি বছরের জানুয়ারি মাসে তা মুক্তি পায়, এবার বর্তমানে ‘জওয়ান’-এর সঙ্গে ‘পাঠান’ এর যেন জোর টক্কর চলছে। কে কাকে পিছনে ফেলবে! বিশেষজ্ঞদের ধারনা,  ‘পাঠান’কে টক্কর দিতে চলেছে ‘জওয়ান’। এই ছবিতে একাধিক সামাজিক রাজনৈতিক সমস্যাকে তুলে ধরা হয়েছে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে দেখা গিয়েছে নয়নতারাকে। অন্যদিকে সুনীল গ্রোভার, প্রিয়ামণির মতো অভিনেতাদেরও দেখা গিয়েছে এই ছবিতে। রয়েছেন দীপিকা পাড়ুকোনও।
     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    Jawan: মুক্তির দিনই ছবি ফাঁস অনলাইনে, তবু ১০০ কোটির ক্লাবে ঢুকল ‘জওয়ান’

    মাধ্যম নিউজ ডেস্ক: আট মাস আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। এবার ‘পাঠান’ এর সঙ্গে জওয়ানের লড়াই! বক্স অফিসে কে এগিয়ে থাকবে! বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বরে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ‘জওয়ান’ (Jawan) যে দেশজুড়ে ঝড় তুলতে চলেছে তার পূর্বাভাস মিলেছিল টিকিট বিক্রিতেই  প্রত্যাশা মতোই শাহরুখ খানের ছবি প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

    দেশজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’ (Jawan) ছবি

    শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে ভেঙে দিল যাবতীয় রেকর্ড। জানা গিয়েছে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ‘জওয়ান’ (Jawan) এর প্রায় ১৪ লাখ। বৃহস্পতিবার প্রায় দশ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ (Jawan) ছবি। জানা গিয়েছে, নির্মাতাদের হিসাব অনুযায়ী প্রথম দিনেই ভারতের বিভিন্ন বক্স অফিসে ‘জওয়ান’(Jawan) এর সংগ্রহ হতে পারে ৮৫ কোটি টাকা। অন্যদিকে বিদেশের সিনেমা হলগুলিতে সংগ্রহ হতে পারে ৫০ কোটি টাকা। অর্থাৎ ১০০ কোটি পার প্রথম দিনেই।

    প্রথম দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবি

    এত কিছুর মাঝেও ছবিটি ফাঁস হয়ে গেল অনলাইনে। রোখা গেল না প্রাইরেসি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়ে সমগ্র সিনেমাটি (Jawan)। তবে বিশেষজ্ঞদের ধারনা, প্রাযইরেসি রোখা না গেলেও তা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। সাধারণভাবে সিনেমা হলে গিয়ে কোনও দর্শক তাঁর মোবাইলের ক্যামেরার মাধ্যমে গোটা ছবিটির ভিডিও করেন এবং তা ছড়িয়ে দেন বিভিন্ন ইন্টারনেট সাইটে। তবে বিশেষজ্ঞদের ধারনা, শাহরুখ খানের অভিনীত ছবি প্রথমবারের জন্য সিনেমা হলে দেখতেই বেশি পছন্দ করেন দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই অনলাইনে ফাঁস হলেও তার প্রভাব খুব বেশি পড়বে না। তবে এটাই প্রথম নয় এর আগে গত ১০ অগাস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘জওয়ান’ (Jawan) ছবির বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। যা নিয়ে শাহরুখ পত্নী গৌরী খান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই যাঁর ক্যারিয়ারের শুরু, সেই বাংলা থেকেই বিগত কয়েক বছর ধরে দূরে সরে গিয়েছেন তিনি। আর এবার সব দূরত্ব কাটিয়ে আবার বাংলা সিনেমাতে দীর্ঘ ১৪ বছর পর ফিরে আসছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর শর্মিলা ঠাকুরের বাংলাতে প্রত্যাবর্তনের পিছনে যাঁর উদ্যোগ সবচেয়ে বেশি, তিনি আর কেউ না, ঋতুপর্ণা সেনগুপ্ত। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবির নাম ঠিক করা হয়েছে ‘পুরাতন’। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। আর ছবিটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকেও।

    শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) কী জানিয়েছেন এই ছবি সম্পর্কে?

    বাংলা সিনেমায় প্রত্যাবর্তনে খুবই যে খুশি শর্মিলা ঠাকুর, অনুষ্ঠানের দিনই তাঁর বক্তব্যে সেটি প্রকাশ পায়। বাংলাতে তার শেষ ছবি ‘অন্তহীন’, সেখানেও তিনি অসাধারণ অভিনয় করেন। তারপরই হঠাৎ বাংলা সিনেমা থেকে অনেক দূরে সরে যান তিনি। তিনি (Sharmila Tagore) এই প্রত্যাবর্তন নিয়ে বলেন, “আসলে এখন ভালো ছবি করতে চাই,  আর ঋতুপর্ণার সাথে তো আমার অনেকদিনের ভালো পরিচয়, সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটি ভালো ছবিই উপহার দিতে পারব সবাইকে।”

    শর্মিলার (Sharmila Tagore) এই বাংলা ছবিতে ফিরে আসা নিয়ে কী জানিয়েছেন ঋতুপর্ণা?

    ঋতুপর্ণা জানান, “আসলে সুমনের সঙ্গে আমার শর্মিলা ঠাকুরের বিষয়ে কথা হয়। পরে তিনি এই ছবির চিত্রনাট্য পড়েন এবং আমাদের সম্মতি দেন এই ছবি নিয়ে এগিয়ে যাওয়ার।” 
    অপরদিকে এই ছবির পরিচালক সুমন ‘কাবুলিওয়ালা’ নামক এক ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে ছিলেন। তাই শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। খুব তাড়াতাড়ি এই নতুন ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক থেকে প্রযোজক। বাংলাতে শর্মিলার (Sharmila Tagore) আবার ফিরে আসার খবরে খুশি তাঁর ভক্তমহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vijay Devarakonda: “বিয়ের জন্য প্রস্তুত!” দক্ষিণী সুপারস্টারের ঘোষণায় জল্পনা, পাত্রী কি রশ্মিকা?

    Vijay Devarakonda: “বিয়ের জন্য প্রস্তুত!” দক্ষিণী সুপারস্টারের ঘোষণায় জল্পনা, পাত্রী কি রশ্মিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Devarakonda) শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, গোটা বলিউড জুড়েই তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত খুব কম ছবি থাকলেও তিনি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন। জীবনের প্রথম সিনেমা ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে তাঁর উত্থান। তখন থেকেই জনপ্রিয়তা অর্জন করেন বিজয়। এর পর অভিনয় করেন ‘ডিয়ার কমরেড’, ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’, ‘গীত গোবিন্দম’, ‘নোটা’-র মতো জনপ্রিয় সিনেমাতে। সিনেমা ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে খুবই কৌতূহল অনেক আগে থেকেই। এবার সেই আগুনে ঘি ঢাললেন বিজয়। কয়েক সপ্তাহ আগে তাঁর পরবর্তী ছবি ‘খুশি’র একটি প্রচার অনুষ্ঠানে বিজয় ঘোষণা করেন, তিনি এবার বিয়ের জন্য প্রস্তুত। আর এর পর থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়? পাত্রী কি তাহলে চূড়ান্ত?

    বিয়ে নিয়ে কী জানিয়েছেন তিনি (Vijay Devarakonda)?

    প্রসঙ্গত, বিজয়ের পরবর্তী ছবি ‘খুশি’ খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। এই সিনেমার গল্প লেখা হয়েছে বিশেষত একটি প্রেম কাহিনীর উপর। কী করে প্রেম থেকে বিয়েতে পৌঁছে যাবে দুই যুগল, তারই ওপর ভিত্তি করে কাহিনী। কয়েক সপ্তাহ আগে এই ছবিরই একটি প্রচার অনুষ্ঠানে তিনি জানান, এই সিনেমাটি করার পর তাঁর দৃষ্টিভঙ্গি একদম বদলে গিয়েছে। এবারে তিনি (Vijay Devarakonda) একদম মানসিকভাবে প্রস্তুত বিয়ের জন্য, শুধু মাত্র পাত্রীর অপেক্ষা।

    পাত্রী পেলে কেমন ভাবে বিয়ে করবেন তিনি (Vijay Devarakonda)?

    সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম লাইভে বিজয় বলেন, “আমি খুব একটা ধুমধাম করে বিয়ে করব না।  আমি চাই ব্যক্তিগত মুহূর্তগুলো ব্যক্তিগতই থাকা ভালো, আর বিয়ের সমস্ত বিষয়টা তো আমার ওপর ছেড়ে দিলে কেউ টেরই পাবে না আমার বিয়ে সম্বন্ধে”। যেমন কথা ঠিক তেমনই কাজ বিজয়ের। এর আগেও বিজয় তাঁর শুধু মাত্র পেশাগত জীবন ছাড়া অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খোলেননি কোনও মতেই। সে হোক বন্ধুদের সাথে আড্ডা বা অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে চর্চিত প্রেম, সব কিছুই ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি (Vijay Devarakonda)।

    ইনস্টাগ্রামের ছবি (Vijay Devarakonda) নিয়ে জল্পনা তুঙ্গে

    কয়েক দিন আগেই বিজয় তাঁর ইনস্টাগ্রামে একজন বিশেষ মানুষের সাথে হাত ধরে শুধু হাতের ছবি শেয়ার করেন। আর সেখানেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা, তবে সেই হাতটি কি অভিনেত্রী রশ্মিকা মন্দনার? ছবিটি শেয়ার করে বিজয় লেখেন, ” চারিদিকে অনেক কিছুই হচ্ছে, তবে এটাই আমার কাছে সবচেয়ে স্পেশাল।” এর আগে বহুবার বন্ধু-বান্ধবদের সাথে এবং নিজের পরিবারের সাথেও রশ্মিকার সঙ্গে সময় কাটিয়েছেন বিজয় (Vijay Devarakonda)। অনেকে তাঁদেরকে স্পেশাল জুটি হিসেবেই দেখেন। ‘গীত গোবিন্দম’ ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। শোনা যায় তারপর ‘ডিয়ার কমরেড’ সিনেমা থেকেই নাকি তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। তাহলে কি এবার অভিনেত্রী রশ্মিকার সাথেই সংসার বাঁধবেন তিনি? এই নিয়ে জল্পনা তুঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jawan: প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার, কিং খানের মন মাতানো সংলাপে মুগ্ধ দর্শকরা

    Jawan: প্রকাশ্যে এল ‘জওয়ান’-এর ট্রেলার, কিং খানের মন মাতানো সংলাপে মুগ্ধ দর্শকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ইতিমধ্যে ‘জওয়ান’ (Jawan)-এর ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা সংস্থা। চলতি বছরের শুরুতেই শাহরুখ খানের ‘পাঠান’ দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তোলে। তারপরেই আলোচনা শুরু হয় শাহরুখের পরবর্তী ছবি জওয়ান নিয়ে। কবে মুক্তি পাবে ‘জওয়ান’ (Jawan)? সেই আশায় প্রহর গুনতে থাকেন বাদশার অনুরাগীরা। গত ১০ জুলাই ‘জওয়ান’ (Jawan)-এর প্রিভিউ সামনে আসে। সাধারণভাবে প্রথমে প্রকাশ্যে আসে টিজার, তারপর ট্রেলার, পরে মুক্তি পায় ছবি।কিন্তু টিজারের বদলে প্রিভিউ প্রকাশ্যে এনেছিলেন ‘জওয়ান’ নির্মাতারা। এরপরই মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি জওয়ানের ট্রেলার। আগামী ৭ সেপ্টেম্বর দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’। শাহরুখ খানের লড়াই তাঁর পূর্ববর্তী ছবির সঙ্গেই। অর্থাৎ ‘পাঠান’-এর রেকর্ড ‘জওয়ান’ ভাঙতে পারবে নাকি ‘পাঠান’ ‘জওয়ান’  (Jawan)-এর থেকে এগিয়ে থাকবে তার উত্তর পাওয়া যাবে ৭ সেপ্টেম্বর ছবি মুক্তির সঙ্গে সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, সৌদি আরব সহ সমস্ত অন্যান্য দেশে মুক্তি পাবে ‘জওয়ান’। ইতিমধ্যে টিকিটের ফ্রি বুকিংও নাকি শেষ হয়ে যাচ্ছে। ছবির বাজেট রয়েছে ৩০০ কোটি টাকা। এই ছবিতে দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভারের মতো তারকাদের। থাকছেন দীপিকা পাড়ুকোনও। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবি। 

    বৃহস্পতিবার রাতেই বুর্জ খলিফায় দেখানো হবে ‘জওয়ান’  (Jawan)-এর ট্রেলার

    বৃহস্পতিবার রাতেই বুর্জ খলিফায় দেখানো হবে ‘জওয়ান’  (Jawan)-এর ট্রেলার। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ খান। জানা গিয়েছে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছেন তিনি। অন্যদিকে, বুধবার প্রি-রিলিজ ইভেন্টে শাহরুখ ছিলেন চেন্নাইতে। সঙ্গে ছিলেন পরিচালক অ্যাটলি। সেখানেই তিনি দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় বলেন, ‘‘আমি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি তামিল ছবি খুব ভালোবাসি। আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম যে শ্রেষ্ঠ ছবি তামিলেই তৈরি হয়।’’

    কী দেখা যাচ্ছে ছবির ট্রেলারে

    ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ‘জওয়ান’ (Jawan)-এর কাহিনী। এখানে ডবল রোলে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা এবং ছেলে একইসঙ্গে দুই ভূমিকাতেই অভিনয় করবেন শাহরুখ খান। ‘জওয়ান’ (Jawan)-এর অ্যাকশন এবং দূর্দান্ত সংলাপ দুটোই রয়েছে ট্রেলারে যা মন মাতিয়েছে দর্শকদের। ছবির শুরুতেই দেখা যাচ্ছে মেট্রো রেল হাইজ্যাকের কাহিনী এবং সেই ট্রেন হাইজ্যাক করছেন ভিলেন শাহরুখ খান নিজে। মেট্রো রেল হাইজ্যাক হওয়ার পর পুলিশের সঙ্গে শাহরুখের কথোপকথনও রয়েছে ট্রেলারে। পুলিশ তাঁকে প্রশ্ন করে, ‘‘তোমার কী চাই?’’ বাদশার উত্তর, ‘আলিয়া ভাট’। অন্যদিকে হাইজ্যাকার শাহরুখের ফ্যান আবার সকলেই। সিনেমায় দেখা যাবে অভিনেতা সুনীল গ্রোভার মুগ্ধ রয়েছেন হাইজ্যাকারের ব্যক্তিত্বে। ঊর্ধ্বতন অফিসার নয়নতারাকে তিনি বলছেন সে কথা। 

    ট্রেলারে শাহরুখের সংলাপ

    ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে নয়নতারার সঙ্গে কখনও প্রেমের সম্পর্ক ছিল শাহরুখের। ট্রেলারে পরিষ্কার, শাহরুখ একসময় দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। কেন তিনি খাকি উর্দি ছাড়লেন তা ট্রেলারের স্পষ্ট হয়নি। অন্যদিকে, ট্রেলারে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও। ট্রেলার অনুযায়ী দেখা যাচ্ছে আসল ভিলেনের নাম কালি অর্থাৎ বিজয় সেতুপতি। তিনি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আর্ম ডিলারের ব্যবসা করেন। ওই ট্রেলার শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমরা জওয়ান  (Jawan), দেশের জন্য ১০০০ বার জান লড়িয়ে দিতে পারি কিন্তু তোমাদের মতো মানুষ যারা দেশকে বিক্রি করে দেয় তাদের জন্য নয়। তাই কালী তোমার সঙ্গে কোনও ডিল নয়।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: “কতগুলি অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কিনেছেন?” শাহরুখকে কে এমন প্রশ্ন করেছিলেন?

    Shah Rukh Khan: “কতগুলি অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কিনেছেন?” শাহরুখকে কে এমন প্রশ্ন করেছিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে এখন চর্চার বিষয় জাতীয় পুরস্কার। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয় ৬৯ তম জাতীয় পুরস্কার। আর এবার বিজেতাদের তালিকা অনেকটাই দীর্ঘ। আর এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল একটি ভিডিও, যেটি একটি অন্য অ্যাওয়ার্ড শো-এর। যেখানে বিদ্যা বালানকে সরাসরি শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করতে শোনা যায়, কর্মজীবনে কতগুলি অ্যাওয়ার্ড তিনি পয়সা দিয়ে কিনেছেন?”

    কী ঘটেছিল সেই অ্যাওয়ার্ড শো’তে?

    কয়েক বছর আগে আইফা ২০১৩-র অ্যাওয়ার্ড শো’তে শাহরুখ খানকে (Shah Rukh Khan) তাঁর কর্মজীবনে পাওয়া অ্যাওয়ার্ড সম্বন্ধে মুখ খুলতে দেখা যায়। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। এই অ্যাওয়ার্ড শোতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন খোদ শাহরুখ খান। এই অ্যাওয়ার্ড শো’তে দর্শকাসনের সামনের সারিতে উপস্থিত ছিলেন বিদ্যা বালান। তাঁকে উদ্দেশ্য করে শাহরুখ জিজ্ঞাসা করেন, তিনি কতগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন? এর উত্তরে বিদ্যা বালান বলেন, মাত্র ৪৭ টি। আর এরপরেই হেসে ওঠেন আইফা অ্যাওয়ার্ড শো-এর দ্বিতীয় সঞ্চালক শাহিদ কাপুর। শাহরুখ খানের সহ সঞ্চালক সেই সময় শাহরুখকে জিজ্ঞাসা করেন, তিনি কটি পেয়েছেন? তখন শাহরুখ বলেছিলেন, “আমি কোনওদিন আমার অ্যাওয়ার্ড-এর সংখ্যা গুনি না। তবে এইটুকু বলতে পারি ১৫৫ টির মতো অ্যাওয়ার্ড আছে।” আর এখানেই শুরু হয় বিতর্ক। পাল্টা বিদ্যা শাহরুখকে জিজ্ঞাসা করেন, “এই ১৫৫ টি অ্যাওয়ার্ডের মধ্যে কতগুলি পয়সা দিয়ে কিনেছেন?” তাতে কিং খান জবাব দেন, ১৫০ টার মতো। আর এই ভিডিওটি চরম ভাইরাল হয় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

    কিং খানের পরবর্তী ছবি কবে মুক্তি পাবে?

    দীর্ঘ অনেক দিন পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হয়। যেখানে তিনি ১০০০ কোটি টাকার ব্যবসা করেন। এটি এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি উপার্জিত সিনেমা হিসাবে পরিচয় পেয়েছে। আবার চলতি বছরের সেপ্টেম্বরে আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘জওয়ান’। যে ছবির প্রি-বুকিং অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অনেক জায়গাতেই এই ছবি মুক্তি পাবে। এই সিনেমায় রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। তাছাড়াও এক চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: আসছে কিং খানের ‘জওয়ান’, হু হু করে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট!

    Shah Rukh Khan: আসছে কিং খানের ‘জওয়ান’, হু হু করে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতেই কিং খান (Shah Rukh Khan) তাঁর ‘পাঠান’ দিয়ে বক্স অফিস মাতিয়ে রেখেছিলেন। ভারত থেকে বিদেশ, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পাঠান। এবার পাঠান ঝড়ের পর আসতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। আবার একটি অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে ফিরে আসছেন তিনি। ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। এখানে নাকি সম্পূর্ণ নতুন রূপে শাহরুখকে দেখা যাবে। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর ভক্তদের মধ্যে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলছে ‘জওয়ান’। ভক্তরা এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছেন। হাতে মাত্র দুই সপ্তাহ, তার পরেই আবার ঝড় তুলবেন বাদশা কিং খান। ইতিমধ্যেই আরব আমিরশাহি থেকে শুরু করে আমেরিকাতে টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। মুক্তির আগেই চরম সাড়া জাগিয়েছে এই ছবি।

    কোথায় কোথায় এবং কতগুলি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জওয়ান’ (Shah Rukh Khan)?

    বছরের শুরুতেই ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা দারুণ সাফল্য লাভ করে ভারত থেকে শুরু করে সুদূর বিদেশেও। আমেরিকাতেও একটি এই ধরনের ভারতীয় ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রবাসী ভারতীয়রা সেখানে তো ছিলেনই, সঙ্গে বিদেশিদের মধ্যেও উন্মাদনা কম ছিল না। এবার আগের বারের মতোই ‘জওয়ান’ ছবিটিও মুক্তি পাবে বিদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে। আমেরিকার মোট ৩৬৭ টি জায়গায় ১৬০০ স্ক্রিনে মুক্তি পাবে এই ছবিটি। তাছাড়াও ভারতের প্রায় সব সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবিটি (Shah Rukh Khan)। ইতিমধ্যে ৯৭০০ রও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। যার থেকে মোট আয় এখনও পর্যন্ত ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়েছে। অনুমান করা হচ্ছে মুক্তি পাওয়ার আগে পর্যন্ত মোট ৩ কোটি টাকারও বেশি অগ্রিম বুকিং হতে পারে।

    ছবির (Shah Rukh Khan) প্রচারে কী সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা?

    ‘জওয়ান’ মুক্তির আগেই ‘পাঠান’ এর যেভাবে সাফল্য এসেছিল, সেই মন্ত্রেই বিশ্বাস রাখছেন বাদশা। পাঠান মুক্তির আগে কোনও রকম প্রচার মূলক অনুষ্ঠানে দেখা যায়নি শাহরুখকে। শুধু মাত্র সোশ্যাল মিডিয়া এবং পোস্টারের মাধ্যমেই প্রচার চালিয়েছিলেন। ঠিক এবারও একই পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার, এটি তাঁর প্রথম হিন্দি ছবি। মুখ্য চরিত্রে শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও দেখা যাবে বিজয় সেথুপতি ও নয়নথারাকে। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৭ই সেপ্টেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চাঁদে সফল অবতরণ ‘বিক্রম’-এর, শুভেচ্ছা বলিউড ও দক্ষিণী অভিনেতাদের

    Chandrayaan 3: চাঁদে সফল অবতরণ ‘বিক্রম’-এর, শুভেচ্ছা বলিউড ও দক্ষিণী অভিনেতাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সফলতার সঙ্গেই চাঁদের মাটি ছুঁয়েছে ল্যান্ডার বিক্রম। চতুর্থ দেশ হিসেবে চাঁদের (Chandrayaan 3) মাটিতে পা রেখেছে ভারত এবং দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে অবতরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু প্রত্যেকই অভিনন্দন জানিয়েছেন। বুধবার ঠিক ঘড়ির কাঁটায় ৬ বেজে ৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান। বলিউড থেকে সাউথের তারকা প্রত্যেকেই অভিনন্দন জানালেন এদিন। অক্ষয় কুমার, শাহরুখ খান অভিষেক বচ্চন, পুষ্পা খ্যাত আল্লু অর্জুন প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে। বলিউডের তারকা অজয় দেবগন লেখেন, ‘‘গর্ব এবং উৎসবের মুহূর্ত। ভারত মাতা কি জয়।’’ এছাড়াও চন্দ্রযানের (Chandrayaan 3) এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন তিনি বলেন, ‘‘এটি ঐতিহাসিক মুহূর্ত। আমি গর্বিত বোধ করছি।’’

    ট্যুইট অক্ষয় কুমারের 

    অক্ষয় কুমার এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘‘ভারত চাঁদে (Chandrayaan 3) পৌঁছে গেছে। নতুন ইতিহাস তৈরি হয়েছে। ইসরো আমাদের গর্বিত করেছে। ১০০ কোটির উপর মানুষ ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে।’’

    ট্যুইট সানি দেওলের

    সদ্য মুক্তি পেয়েছে সানি দেওলের সিনেমা গদর-২, বিজেপির সাংসদও বটেন তিনি। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটি একটি গর্বের মুহূর্ত। হিন্দুস্তান জিন্দাবাদ থা হ্যায় অউর রেহেগা।’’

    দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীও এদিন ট্যুইট করেন 

    চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর সফল অবতরণে ট্যুইট করেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘‘গর্বের এই মুহূর্তে সারাদেশ আনন্দে মেতে উঠেছে। আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন।’’

    ট্যুইট করেছেন ‘ট্রিপল আর’ খ্যাত জুনিয়র এনটিআর 

    ইসরোর এই সাফল্যে ট্যুইট করেছেন ‘ট্রিপল আর’ খ্যাত জুনিয়র এনটিআর। তিনি লেখেন, ‘‘সফলতার সঙ্গে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মিশন সম্পন্ন হল। আজকে আমাদের গর্বের মুহূর্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
LinkedIn
Share