Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sunny Deol: আপাতত নিলাম হচ্ছে না সানি দেওলের বাসভবন, স্বস্তিতে অভিনেতা

    Sunny Deol: আপাতত নিলাম হচ্ছে না সানি দেওলের বাসভবন, স্বস্তিতে অভিনেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সানি দেওল (Sunny Deol) অভিনীত গদর-২ ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। কিন্তু তার মাঝেই খবর রটে যায় যে জুহুতে অভিনেতার বাসভবন যার পোশাকি নাম ‘সানি ভিলা’ (Sunny Deol), তা নাকি নিলামে উঠতে চলেছে। কিন্তু কোন কারণে? তখন জানা যায়, ৫৫ কোটি টাকার ঋণ নিয়ে তা নাকি শোধ করেননি সানি দেওল (Sunny Deol)। ঋণের সেই টাকা তুলতেই ৫৬ কোটি টাকার নিলামে তোলার নোটিশ জারি করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

    রবিবার নিলামের নোটিশ জারি করে সোমবার তা প্রত্যাহার করে ব্যাঙ্ক

    রবিবার ২০ অগাস্ট এই নোটিশ জারি করে ব্যাঙ্ক। তবে ২১ অগাস্ট সেই নোটিস আবার প্রত্যাহারও করে নেয় তারা। রবিবার জারি করা নোটিশ অনুযায়ী, ২৫ অগাস্ট সানি দেওলের বাংলো নিলাম হওয়ার কথা। কিন্তু তার আগে নোটিশ প্রত্যাহারের পিছনে কিছু অনিবার্য কারণ রয়েছে বলে দাবি করেছে ব্যাঙ্ক। অন্যদিকে সানি দেওলের (Sunny Deol) ম্যানেজারের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই নাকি সমস্যা সমাধানের জন্য বদ্ধপরিকর অভিনেতা (Sunny Deol)। শোনা যাচ্ছে, সানিকে (Sunny Deol) আরও একমাস সময় দেওয়া হয়েছে।

    ২০২২ সালের ডিসেম্বর থেকেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না অভিনেতা (Sunny Deol)

    বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বর মাস থেকেই নাকি ঋণের কিস্তি শোধ করতে পারছিলেন না অভিনেতা (Sunny Deol)। এই এক মাসের মধ্যে অভিনেতাকে ব্যাঙ্কের ঋণ শোধ করতে হবে। যদি তা সম্ভব হয় তাহলেই ‘সানি ভিলা’ (Sunny Deol) আর নিলামে উঠবে না। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ছবি। জানা গিয়েছে ৩৫০ কোটি টাকার ব্যবসা করে আপাতত ৪০০ কোটির দিকে এগোচ্ছে ‘গদর-২’।

     

    আরও পড়ুন: রকেটের গতিতে ছুটছে ‘গদর ২’, মাত্র ছ’ দিনে রোজগার কত জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajinikanth: যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন রজনীকান্ত

    Rajinikanth: যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন রজনীকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন থ্যালাইভা (Rajinikanth)। শনিবার দক্ষিণী সুপারস্টার (Rajinikanth) রজনীকান্ত যোগী আদিত্যনাথের বাসভবনে যান। শুক্রবার রাতেই উত্তরপ্রদেশ পৌঁছে যান অভিনেতা তাঁর নতুন ছবি ‘জেলার’ এর  প্রচারে। স্ক্রিনিং-এর সময় সেখানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন রজনীকান্ত (Rajinikanth)।

    রবিবার রজনীকান্ত যাবেন অযোধ্যা

    ছবির প্রচারের কাজে এখন বিভিন্ন রাজ্য সফর করছেন রজনীকান্ত (Rajinikanth)। শনিবার তিনি সৌজন্য সাক্ষাৎ করেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে। দক্ষিণী সুপারস্টারের (Rajinikanth) রাজভবনে আগমনের ছবি ট্যুইট করা হয় রাজ্যপালের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। জানা গিয়েছে রবিবার রজনীকান্ত যাবেন অযোধ্যা। পরে হিমালয়ের কোলে কয়েকদিন আধ্যাত্মিকতায় মগ্ন থাকবেন তিনি।

    উত্তরপ্রদেশ পৌঁছানোর আগে রজনীকান্ত (Rajinikanth) ছিলেন রাঁচিতে

    উত্তরপ্রদেশ পৌঁছানোর আগে রজনীকান্ত (Rajinikanth) ছিলেন রাঁচিতে। সেখানকার বিখ্যাত ছিন্নমস্তা মন্দির দর্শন করতে যান অভিনেতা। ঘণ্টাখানেক যোগাদা আশ্রমে ধ্যানও করেন অভিনেতা। পরবর্তীকালে ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রজনীকান্ত। একসঙ্গে ছবির স্ক্রিনিং দেখার পরে কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘আমি এই অভিনেতার অনেক ছবি দেখেছি। এমন অনেক ছবি আছে যেখানে গল্প ভালো না থাকলেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জেরে ছবিকে সুপারহিট করতে পারেন রজনীকান্ত (Rajinikanth)।’ প্রসঙ্গত রজনীকান্তের (Rajinikanth) অভিনীত ছবি জেলার মুক্তি পেয়েছে গত ১০ অগাস্ট এবং তা বক্স অফিসে ঝড় তুলেছে। আট দিনে এই ছবি ব্যবসা করেছে ২৩৫ কোটি টাকার।

     

    আরও পড়ুন: বুলডোজার চালিয়ে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ইস্যুতে ধুন্ধুমারকাণ্ড কলকাতা পুরসভায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Swamy: ‘রোজা’য় অভিনয় করে সাফল্যের চূড়ায়, তারপর কী করছেন অরবিন্দ স্বামী?

    Arvind Swamy: ‘রোজা’য় অভিনয় করে সাফল্যের চূড়ায়, তারপর কী করছেন অরবিন্দ স্বামী?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বলিউড জুড়ে তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর অভাব নেই। এর মধ্যে এমন সব অভিনেতা আছেন, যাঁরা অনেক ঘাত-সংঘাত কাটিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছেন। কেউ কেউ আবার জীবনের প্রথম ছবিতেই এমন অভিনয় করেছেন যে শুরুতেই বাজিমাত করেছেন। আবার এমন অনেক অভিনেতা আছেন ইন্ডাস্ট্রিতে, যাঁরা অসামান্য অভিনয় করার পর জনপ্রিয়তা পেলেও হঠাৎই হারিয়ে গেছেন। তেমনই একজন জনপ্রিয় অভিনেতাকে (Arvind Swamy) নিয়ে আজকের প্রতিবেদন, আর তিনি হলেন অরবিন্দ স্বামী।

    অরবিন্দ স্বামীর পরিচয় কী? কীভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি (Arvind Swamy)?

    ১৯৯২ এর জনপ্রিয় সিনেমা ‘রোজা’র নাম মাথায় এলেই যাঁর ছবি প্রথমে ভেসে ওঠে, তিনি অরবিন্দ স্বামী। অসামান্য অভিনয় করেছিলেন তিনি এই সিনেমাতে। তিনি আদতে ছিলেন একজন দক্ষিণী অভিনেতা। কিন্তু বলিউডে ছিল তাঁর এক জনপ্রিয় ভাবমূর্তি। ‘রোজা’ সিনেমাতে এমন অভিনয় করেছিলেন তিনি যে নিমেষেই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। তাঁর প্রথম অভিনয় জীবন শুরু হয় দক্ষিণী ছবি ‘থলপতি’র হাত ধরে। এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি (Arvind Swamy)। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। আর এই ২০ বছরেই সাফল্য পেয়েছিলেন তিনি।

    এত জনপ্রিয়তার পরেও অভিনয় থেকে সরে এসেছিলেন কেন?

    ১৯৯২ সালের “রোজা”তে অভিনয় করার পর হঠাৎই তিনি (Arvind Swamy) সিদ্ধান্ত নেন, শিক্ষা ক্ষেত্রে মনোনিবেশ করবেন। আর এর জন্য তিনি উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আর সেখান থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর পাশ করেন অরবিন্দ স্বামী। আবার ১৯৯৫ সালে অভিনয় জগতে ফেরেন। পর পর হিট ছবি তিনি করতে থাকেন এই সময়ে। কিন্তু সব চলতে চলতেই হঠাৎ নব্বই দশকের শেষে আবার তাঁর কেরিয়ারে পতন ঘটতে শুরু হয়। আর এই কারণেই তিনি সিদ্ধান্ত নেন, অভিনয় থেকে সম্পূর্ণরূপে সরে গিয়ে, পারিবারিক ব্যবসার দিকে মনোযোগ দেবেন। এখানেও সাফল্য তাঁর পিছু ছাড়েনি, ক্রমশ বাড়তে থাকে তাঁর ব্যবসার গ্রাফ। এরই সাথে একাধিক সংস্থার মালিক হিসাবে পরিচয় অর্জন করেন অরবিন্দ।

    তাঁর (Arvind Swamy) জীবনে আসে বড় ঝড়, কী এমন হয়েছিল হঠাৎ?

    ব্যবসাতে সম্পূর্ণ মনোনিবেশ করার পর ভালোই সাফল্য অর্জন করেছিলেন অরবিন্দ (Arvind Swamy)। কিন্তু হঠাৎ ২০০৫ সালে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন তিনি এবং সম্পূর্ণ রূপে ভেঙে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। প্রায় পাঁচ বছর ধরে এই অসুস্থতার সাথে লড়াই করে স্বাভাবিক ছন্দে ফেরেন অরবিন্দ। এর পরেও তিনি ২০১৩ সালে ‘কাডাল’ ছবিতে অভিনয় করেন। তবে বর্তমানে সম্পূর্ণরূপে ব্যবসাতেই মনোনিবেশ করছেন তিনি। সম্পূর্ণ নিজের হাতে ৩৩০০ কোটি টাকার  ব্যবসা পরিচালনা করেছেন তিনি।

    তাঁর এই জীবন কাহিনী হার মানায় অনেক সিনেমাকেও। এ যেন বাস্তব জীবনের লড়াইয়ের কাহিনী। অনেকের অনুপ্রেরণা অরবিন্দ (Arvind Swamy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    Vivek Agnihotri: ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, ট্যুইট অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যা দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পায় ২০২২ সালের মার্চে। শুধু তাই নয়, ২০২৩ সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল এই ছবি। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’, যা নিয়ে ট্য়ুইট করেছেন বিবেক অগ্নিহোত্রী। ইতিমধ্যে ট্রেলারও সামনে এসেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’।

    কী বলছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)?

    এবিষয়ে অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, ‘‘বাস্তব জীবনে কাশ্মীরে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। শুধু তাই নয়, অত্যাচারিতরা নিজেদের ওপর হামলার কথাও তুলে ধরবেন এই ছবিতে।’’

    হিন্দু পণ্ডিতরা ভিটেছাড়া…

    প্রসঙ্গত, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীরের পণ্ডিতদের ওপর হামলার অভিযোগ ওঠে সেখানকার উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে। লাখের ওপর পণ্ডিত উপত্যকা ছাড়তে বাধ্য হন রাতারাতি। মহিলাদের ওপর অত্যাচার চরম আকার ধারণ করে সেখানে। এই সব ঘটনা নিয়েই ২০২২ সালে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নির্মাণ করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’। মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত এই সিনেমা দেশ-বিদেশে ঝড় তোলে। আন্তর্জাতিক মহলেরও স্বীকৃতি পায় এই ছবি। ২০২২ সালের ২৫ ডিসেম্বর এই ছবি সেরা মানবধিকার চলচ্চিত্রের শিরোপা পায়।

    ব্যাপক উৎসাহ নেটপাড়ায়

    ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা সামনে আসতেই নেট পাড়ায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন নেটিজেন ট্যুইট করেন এ নিয়ে।

    আরও পড়ুন: গ্রামীণ ভারতীয় মহিলার মতো সাজতে প্রশিক্ষণ নেন সীমা! দাবি গোয়েন্দাদের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: শ্যুটিংয়ে নাক ফাটলো শাহরুখের! হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    Shah Rukh Khan: শ্যুটিংয়ে নাক ফাটলো শাহরুখের! হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের সেটে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানা গিয়েছে, সেখানেই অস্ত্রোপচার করা হয়েছে বলিউড বাদশার। অভিনেতার নাকে বর্তমানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে বলে খবর। সূত্রের খবর, কিং খান বর্তমানে সুস্থ রয়েছেন এবং মুম্বইয়ে তাঁর নিজ বাসভবনে বিশ্রাম নিচ্ছেন। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ সংস্থার দাবি, ‘এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শ্যুটিং করছিলেন এবং সেই সময় নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

    বলিউডের ৩১ বছরের কেরিয়ারে একাধিকবার চোট-আঘাত পেয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)

    তবে এই প্রথম নয়, ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে চোট-আঘাত এসেছে শাহরুখের কাছে বারে বারে। তবে প্রতিবারই তিনি সেসব দূরে ঠেলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন নিজের ছন্দে। বছর ছয়েক আগে, ২০১৭ সালে তাঁর একটি ছোট অপারেশন হয়। সেবছর মুক্তি পেয়েছিল রইস। জানা যায়, শ্যুটিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি। অন্যদিকে, ২০১৩ সালেও চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খানকে অপারেশন করাতে হয়। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য অপারেশন করেন বলিউড বাদশা।

    সাড়ে চারবছর পর বলিউডে ফের ঝড় তোলে শাহরুখের (Shah Rukh Khan) পাঠান

    বিগত ৪ বছর রুপোলি পর্দা থেকে দূরেই ছিলেন শাহরুখ খান। করোনার হানা, ছেলে আরিয়ানের মাদক মামলায় জেলে যাওয়া এসব পেরিয়ে  অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁর অভিনীত ‘পাঠান’ মুক্তি পায়। দেশ-বিদেশে ঝড় তোলে এই ছবি। মোট ১,০০০ কোটি টাকার ব্যবসা করে পাঠান। আপাতত তাঁর নতুন ছবি ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ থেকে এই সিনেমা আসছে। বলিউডের অন্দরের খবর, মেয়ের সঙ্গে শাহরুখের যুগলবন্দি দেখা যেতে পারে পর্দায়। সুজয় ঘোষ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারে কাজ করতে পারেন শাহরুখ-সুহানা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Adah Sharma Accident: গাড়ি দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন, নায়িকা আদা

    Adah Sharma Accident: গাড়ি দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন, নায়িকা আদা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’-এর পরিচালক এবং নায়িকা (Adah Sharma Accident)। জানা গেছে, রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের করিমনগরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন পরিচালক সুদীপ্ত সেন এবং নায়িকা আদা শর্মা। সে সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার (Adah Sharma Accident) কবলে পড়ে। শেষ পাওয়া খবর অবধি পরিচালক এবং নায়িকা দুজনেই জখম হয়েছেন এবং তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সারা দেশ জুড়ে জোর চর্চা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন, ‘‘দ্য কেরালা স্টোরি সন্ত্রাসের মুখোশ খুলে দিয়েছে।’’ একাধিক রাজ্যে এই সিনেমাতে কর মুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের এই সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এরপরেও দেশ জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে কেরালা স্টোরি, ইতিমধ্যে তা ১০০ কোটির ক্লাবের সদস্যও হয়ে গেছে। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে অনেক সময় হুমকির মুখেও পড়েছেন আদা শর্মা এবং পরিচালক। জানা গিয়েছে, দুর্ঘটনার (Adah Sharma Accident) কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

    হাসপাতাল থেকেই ট্যুইট করলেন পরিচালক এবং অভিনেত্রী

    ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা ট্যুইটারে লিখেছেন, ‘‘আমি ভাল আছি বন্ধুরা। আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার (Adah Sharma Accident) খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এটুকু বলতে পারি আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোন বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’’ 

    অন্যদিকে ট্যুইট করেছেন পরিচালক সুদীপ্ত সেন নিজেও। তিনি ট্যুইটে লিখছেন, ‘‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে। সেখানে যুবক যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হতো। কিন্তু হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়। যেতে পারলাম না, খুব দুঃখিত আমরা সেখানকার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। দ্য কেরালা স্টোরি ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে আপনারা পাশে থাকুন।’’

  • Salman Khan: ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সলমন, বললেন, “আই লভ কলকাতা”

    Salman Khan: ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সলমন, বললেন, “আই লভ কলকাতা”

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি এলেন। গাইলেন। জয় করলেন। ১৩ বছর বাদে শনিবার ফের কলকাতায় এলেন সলমন খান (Salman Khan)। তাঁর সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষি সিনহার মতো নায়িকারা। মাস কয়েক ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়েছেন সাল্লু মিঞা। শনিবাসরীয় সন্ধ্যায় সেসব উপেক্ষা করেই মঞ্চ মাতালেন তিনি। নিজের হিট গান ‘ও ও জানে জানা’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে নাচলেনও।

    সলমন খান (Salman Khan)…

    এদিন দুপুরে কলকাতায় পা রেখেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান সলমন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। নিরাপত্তার কারণে সলমনের থেকে অনেক দূরেই আটকে দেওয়া হয় সলমন ভক্তদের। তবে তাতে কী? কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখলেন প্রিয় নায়কের ছবি। কেউ আবার প্রমাণ সাইজের কাটআউটে মালা পরিয়ে স্বাগত জানলেন ভাইজানকে।

    এদিন ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে বলিউড থেকে উড়ে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানেই কখনও নাচে, কখনও গানে মন জয় করলেন ফ্যানদের। অত্যুৎসাহী এক মহিলা ভক্ত মঞ্চ উঠে আচমকাই জড়িয়ে ধরেন প্রিয় নায়ককে। দৃশ্যতই অপ্রস্তুতে পড়ে যান ভাইজান। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয় সলমনকে। অনুষ্ঠান শেষে ক্লাবের তরফে তাঁকে দেওয়া হয় সম্মাননাও। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তাঁকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।

    আরও পড়ুুন: ‘‘ইমরান খান সন্ত্রাসবাদীদের চেয়ে কম কিছু নয়’’, তোপ পাক প্রধানমন্ত্রীর

    পরে মঞ্চে ওঠেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ছিলেন ইস্টবেঙ্গলের বাকি কর্মকর্তারাও। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে তৈরি বিশেষ মুদ্রাও দেওয়া হয় স্মারক হিসেবে। সলমনের (Salman Khan) প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সিও তুলে দেওয়া হয় সল্লু মিঞার হাতে। প্রতীকী হিসেবে তুলে দেওয়া হয় মাঠের ঘাস এবং মাটি। এদিন মঞ্চে ‘চান্দ ছুপা বাদল’ ও তাঁর ছবি ‘বডিগার্ডে’র বিখ্যাত গান ‘আই লাভ ইউ’তে গলাও মেলালেন সলমন। জ্যাকেট খুলে কাছে টেনে নিলেন জ্যাকলিনকে। নাচলেন। শেষে কলকাতার উদ্দেশে বললেন, “কলকাতা ইজ টু হট…, আই লভ ইট।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Raghav-Parineeti Engagement) প্রেম অবশেষে পূর্ণতা পেল। সম্পন্ন হল, তাঁদের বাগদান পর্ব। এদিন বাগদান পর্বে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। এছাড়াও, বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া,  আদিত্য ঠাকরে, পি চিদম্বরমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন রাজনীতিবিদ এবং অভিনেত্রী। প্যাস্টেল থিমে সেজে উঠেছিল বাগদানের আসর।  দিল্লির কপূরথলা হাউসে সম্পন্ন হয় এই বাগদান পর্ব (Raghav-Parineeti Engagement)। দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি।

    দীর্ঘদিন ধরেই তাঁদের এই প্রেমের সম্পর্ক নিয়ে দুজনেই কেউ কখনও মুখ খোলেননি তবে জনসমক্ষে একাধিকবার তাঁদেরকে দেখা গিয়েছে। সে মুম্বাই-এর রেস্টুরেন্ট হোক অথবা বিমানবন্দর। সর্বত্র ছবি ধরা পড়েছে রাজনীতিবিদ-অভিনেত্রী যুগলের (Raghav-Parineeti Engagement)। সব মিলিয়ে জমজমাট এক বাগদান পর্বের সাক্ষী থাকল রাজধানী। রাঘব-পরিণীতিকে সাজাতে দিল্লি থেকে উড়ে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রা। তাঁরই ডিজাইন করা সাদা লেহেঙ্গাতে নজর কাড়লেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পোশাকও ছিল বেশ ঝলমলে।

    দুজনের প্রেমের সূত্রপাত (Raghav-Parineeti Engagement)

    দুজনেই পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। এরপরে দুজনেই আলাদা আলাদা কেরিয়ার বেছে নেন। একজন রাজনীতি এবং অপরজন চলচ্চিত্র জগতকে। কিন্তু তবুও দুজনের দূরত্ব বাড়েনি বা বন্ধুত্বও ফিকে হয়নি। দুজনের ইচ্ছায় অনেক মিলও রয়েছে। তাঁরা ঘুরতে ভালোবাসেন। এবার সেই সম্পর্কই পূর্ণতা পেল। বিয়ের আগে পরিণীতি বলেছিলেন, ‘‘আমি এমন একটা কেরিয়ার পছন্দ করি, যেখানে উত্থান এবং পতন দুই থাকবে। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাবো সেদিনই বিয়ে করব। বহুদিন ধরে অনেকের প্রেম জীবন সম্পর্কে আমি ওয়াকিবহাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    Salman Khan: প্রায় ১৩ বছর পর, ১৩ মে কলকাতায় ভাইজান! জেনে নিন সলমনের কনসার্টের প্রবেশ-মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১৩ বছর পর আগামী ১৩ মে কলকাতায় আসছেন ভাইজান। নানান জল্পনার মধ্যেই সব বাধাবিঘ্ন কাটিয়ে অবশেষে কলকাতার মাটিতে পা রাখছেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা। থাকছেন সোনাক্ষী সিন্‌হা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া। 

    সলমনের নতুন ছবি

    শেষবার সলমন কলকাতায় এসেছিলেন ২০০৯ সালে, তাঁর ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে। ভাইজানের কলকাতায় আসা নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক গুঞ্জন। একের পর এক মৃত্যু হুমকির মুখে পড়ছেন নায়ক, সেই কারণে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। বহুদিন পর অভিনেতাকে আবারও চাক্ষুষ দেখতে ভিড় জমাবে শহরবাসী। আগামী ১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করবেন সলমন ও তাঁর দাবাং গ্যাং। আগামী কয়েকদিন সলমনের ব্যস্ততার মধ্যেই কাটবে। ইদে মুক্তি পাচ্ছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। সেই ছবির প্রচারও করবেন তিনি। তার পর ২৪ এপ্রিল দুবাইতে কনসার্টে অংশ নেবেন সল্লু-ভাই। 

    আরও পড়ুুন: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ!

    সলমনের কনসার্টের টিকিট

    সলমনের কনসার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। অনলাইনে দ্রুতগতিতে বিক্রি হচ্ছে টিকিট। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য। এর পরে দাম যথাক্রমে ১৫০০ টাকা, ১৬৫০ টাকা, ২৫০০ টাকা, ৩৫০০ টাকা ধার্য করা হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, দর্শকাসনকেও সলমনের অভিনীত বিভিন্ন ছবির নামানুসারে ভাগ করা হয়েছে। যেমন ভাইজান জোন, টাইগার জোন, ওয়ান্টেড জোন ইত্যাদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Naatu Naatu: অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম দেখা যাবে এবছর

    Naatu Naatu: অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম দেখা যাবে এবছর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক নতুন পালক যোগ হতে চলেছে টিম ‘আরআরআর’-এর মুকুটে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ অস্কারের আসরে সেরা মৌলিক গানের মনোনয়ন জিতে আগেই দেশকে বড় সম্মান এনে দিয়েছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। এবার এই দক্ষিণী সিনেমার গান লাইভ পারফর্ম করা হবে ৯৫তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসের আসরে। আগামী ১৩ মার্চ হবে অস্কারের অনুষ্ঠান। সেখানেই এই এম এম কিরাবাণীর সুর করা এবং চন্দ্র বোসের লেখা এই গান গাইবেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। ‘আরআরআর’ ছবির এই গানের তালে এবার নাচবে গোটা বিশ্ব। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। এইবার অস্কার সঞ্চালনার দায়িত্বে থাকছেন জিমি কিমেল। 

    কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের গান শোনা যাবে অস্কারের মঞ্চে

    সেই অর্থে ভারতীয় মিউজিক দুনিয়ার পরিচিত নাম নন কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। তবে এই দুই তরুণ গায়কের হাত ধরেই অস্কারের মঞ্চে নয়া ইতিহাস লিখবে ভারত। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, অবশেষে সেই খবরে সিলমোহর দিয়ে মঙ্গলবার রাত ১১.৩০টা নাগাদ অ্যাকাডেমির অফিসিয়্যাল ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান পারফর্ম করা হবে অস্কারের মঞ্চে।

    প্রতিযোগিতায় আর কোন কোন গান থাকছে  

    প্রসঙ্গত, চলতি বছরের অস্কারের মঞ্চে ‘লিফ্‌ট মি আপ’ গানে পারফর্ম করতে চলেছেন পপ তারকা রিহানা। অন্যদিকে ‘এভরিথিং এভরিথিং অল অ্যাট ওয়ানস’ ছবির ‘দিজ ইজ লাইফ’ গানে পারফর্ম করতে দেখা যাবে ডেভিড বাইরনে এবং স্টেফানি হসুকে। এছাড়াও থাকবে ‘অ্যাপ্লোস’ গানে সোফিয়া কারসনের পারফরম্যান্সও। সেরা মৌলিক গানের দৌড়ে থাকছে লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটিও।

    এর আগে ২০০৯ সালে অস্কার জিতেছিল জয় হো গান  

    এর আগে সেরা মৌলিক গানের জন্য ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির জয় হো-অস্কার (২০০৯) ছিনিয়ে নিয়েছিল। তবে ব্রিটিশ প্রযোজনা সংস্থার তৈরি ছবি সেটি। ‘নাটু নাটু’র (Naatu Naatu) হাতে অস্কার উঠলে এই প্রথম সম্পূর্ণরূপে কোনও ভারতীয় ছবির জন্য অস্কার জিতবেন ভারতীয় শিল্পীরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share