Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে না তাঁকে কলকাতায় এসে জানিয়ে দিলেন বলিউড অভিনেতা রণবীর (Ranbir Kapoor)। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে, শোনা যাচ্ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করবেন ওই বায়োপিকে। অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন বলেও এদিন জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা কলকাতায় এসেছেন তাঁর আগামী ছবি তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য। আর সেখানেই রবিবারের একটি ইভেন্টে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়, সেখানেই তাঁকে বলতে শোনা যায় একথা

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা কেবল ভারতের লিভিং লেজেন্ড নন। তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। ওঁর বায়োপিক ভীষণই স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির কোনও অফার এখনও পর্যন্ত আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

    ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকে কাজ করে চলেছেন রণবীর

    অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয় তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের উপর কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে সেই বিষয়ে কিছু শুনিনি।’

    রবিবার সৌরভের সঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাঁকে

    রবিবার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর (Ranbir Kapoor) এবং সৌরভকে ক্রিকেট খেলতেও দেখা যায়। তাঁদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁদের কথা বলতেও দেখা যাচ্ছে। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক সাদা টিশার্ট এবং ট্রাউজার। তাঁদের টিশার্টে মজার টিম নেওয়া দেওয়া ছিল বেশ এদিন! রণবীরের আগামী ছবি প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো, আর দাদার টিশার্টের পিছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    Alia Bhat: রেগে আগুন আলিয়া ভাট! ক্ষোভ উগরে দিলেন নেট-মাধ্যমে, হঠাৎ কী হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেড রুমেও দু-দণ্ড শান্তি নেই বলিউড নায়িকা আলিয়া ভাটের (Alia Bhat)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত নতুন মা আলিয়ার ছবি ফাঁস হয়ে যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এতেই চটে লাল রাহার মা। ব্যক্তিগত গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন মহেশ কন্যা।

    কী বললেন আলিয়া ভাট

    এদিন অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে  ছবি দুটির কোলাজ শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী (Alia Bhat)। আলিয়া তাঁর পোস্টে লেখেন, ‘ আমি নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, তখন মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আমি আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছে!’

    আলিয়ার আরও সংযোজন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? বা কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমারেখা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন! নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন অভিনেত্রী (Alia Bhat)।

    এদিন আলিয়াকে ট্যাগ করে অনুষ্কা শর্মা লেখেন, ‘বছর দুয়েক আগে সংবাদমাধ্যম আমার সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটিয়েছিল। অত্যন্ত লজ্জাজনক। ওরাই একমাত্র সংবাদমাধ্যম যাদের বারংবার বলা সত্ত্বেও আমাদের মেয়ের ছবি ওরা পোস্ট করে চলেছে’।

     

    প্রসঙ্গত, গত বছর এপ্রিলে রণবীরের সঙ্গে ঘর বাঁধেন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। প্রেগন্যান্সি পিরিয়ডেও মিডিয়ার আচরণ নিয়ে ক্ষুদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষে হলে আলিয়াকে ফিরিয়ে আনতে সেদেশে পৌঁছাবেন রণবীর, এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। সংবাদ মাধ্যমের এই খবরে ক্ষুদ্ধ হন আলিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Dharmendra: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? কী জবাব দিলেন ধর্মেন্দ্র?      

    Dharmendra: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? কী জবাব দিলেন ধর্মেন্দ্র?     

    মাধ্যম নিউজ ডেস্ক: নেটিজনের প্রশ্ন ছিল ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিলেন অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। প্রসঙ্গত, বুধবার শোলে ছবির বীরু তাঁর আগামী ছবি ‘তাজ: রয়াল ব্লাড’ -এর লুক প্রথম প্রকাশ্যে আনেন এবং  ট্যুইটারে তা  শেয়ার করেন। সেখানে তিনি বলেন, এই ছবিতে আমি সেখ সেলিম চিস্তির ভূমিকায় অভিনয় করতে চলেছি। এটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, আপনাদের শুভকামনা চাইছি। মুহুর্তের মধ্যে ভরে যায় তাঁর কমেন্ট সেকশন। অসংখ্য অনুরাগী এবং ভক্ত নিজেদের মতামত জানাতে থাকেন। প্রত্যেকেই যখন তাঁর নতুন ছবির সাফল্য কামনা করে নিজেদের মতামত দিচ্ছেন ঠিক তখনই এক নেটিজেন ট্রল করে বলেন, ‘স্ট্রাগলিং অ্যাক্টর’- এর মতো আচরণ কেন করছেন?

    কী উত্তর দিলেন অভিনেতা

    ধর্মেন্দ্র (Dharmendra) এই প্রশ্নটি লক্ষ্য করেন এবং উত্তরও দেন। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জীবন হল একটি সংগ্রাম। প্রত্যেক ব্যক্তিকেই জীবন সংঘর্ষ করতে হচ্ছে। আপনি, আমি কেউ বাদ নেই এই সংগ্রামে। বিশ্রাম নিলেই জীবনের স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে। তখন জীবনের যাত্রাপথ বলে আর কিছুই অবশিষ্ট থাকবেনা।

    মুহুর্তের মধ্যে তাঁর এই রিপ্লাই নেটিজেনদের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এবং প্রত্যেকেই প্রশংসা করতে থাকেন তাঁর এই মন্তব্যের।

    তাঁর এই মন্তব্যে একজন নেটিজেন বলেন, বিনম্রতা খুব প্রয়োজন আজকের দিনে। আপনি এভাবেই পারস্পরিক ভালবাসা ছড়িয়ে যান। আপনি কোটি কোটি মানুষের রোল মডেল। অন্য একজন বলেন দূর্দান্ত উত্তর দিয়েছেন স্যার, আপনার অনুরাগী হয়ে আমরা গর্বিত।

    চলতি বছরে ‘তাজ: রয়াল ব্লাড’-এর পাশাপাশি ধর্মেন্দ্রকে (Dharmendra)  দেখা যাবে ‘রকি অউর রানী কী প্রেম কাহিনী’ ছবিতেও। করন জোহরের নির্দেশনায় বর্তমানে কাজ চলছে এই ছবির। ছবি মুক্তি পাওয়ার কথা এবছরের ২৮ জুলাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sidharth Kiara: বিয়ের দিন পিছল সিদ্ধার্থ-কিয়ারার, জানুন কবে হবে চারহাত এক 

    Sidharth Kiara: বিয়ের দিন পিছল সিদ্ধার্থ-কিয়ারার, জানুন কবে হবে চারহাত এক 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় প্যালেসকে ইতিমধ্যে সাজানো হয়েছে আলো এবং ফুলের মালা দিয়ে। এখানেই যে বসতে চলেছে বলিপাড়ার দুই জনপ্রিয় তারকার বিবাহের আসর। অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী (Sidharth Kiara)। শোনা গিয়েছিল, ৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সম্পন্ন হবে এই হাইপ্রোফাইল বিবাহ। কিন্তু ৫ তারিখ নাগাদ শোনা গেল বিবাহের দিন পরিবর্তনের কথা।

    নতুন ভাবে বিয়ের তারিখ কবে ঠিক করা হল

    জানা গিয়েছে, চলতি মাসের ৬ নয়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিয়ের পিঁড়িতে কনের সাজে বসবেন কিয়ারা। এবং বরযাত্রী সমেত তাঁকে বিয়ে করতে আসবেন সিদ্ধার্থ। এক সংবাদমাধ্যমের দাবি, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিবাহ পূর্ববর্তী বিভিন্ন আচার এবং অনুষ্ঠান। সব কিছুই হবে হিন্দুরীতি মেনে। রবিবার সম্পন্ন হয়েছে মেহন্দির অনুষ্ঠান। ছ’তারিখ অর্থাৎ আজকে বর কনের গায়ে হলুদ অনুষ্ঠান হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাতপাকে ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। জয়সালমীরে কয়েকদিন আগেই উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। তাঁদের আত্মীয় স্বজনরাও আসছেন একে একে। ইতিমধ্যে নাতির বিয়ে নিয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থের ঠাকুমার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। জমজমাট এই বিবাহ অনুষ্ঠানে, একে একে রওনা দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরাও। কাছের মানুষদের উপস্থিতিতে এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে চার হাত এক হবে তাঁদের (Sidharth Kiara)।

    শোনা গিয়েছে, মুম্বই ফিরে ১২ ফেব্রুয়ারি রিসেপশন পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Kiara)। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা।

    সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) প্রেম পর্ব কবে থেকে চলছে

    বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায় ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই নাকি সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Kiara) বন্ধুত্ব গাঢ় হয়। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pathaan: এবার কী পাঠান ২! কী ইঙ্গিত দিলেন কিং খান?

    Pathaan: এবার কী পাঠান ২! কী ইঙ্গিত দিলেন কিং খান?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাপক সাফল্যের পরে গতকালই সাংবাদিকের মুখোমুখি হয়  টিম পাঠান (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও সিদ্ধার্থ আনন্দ সমেত অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই সাংবাদিক বৈঠকে। ইতিমধ্যে ৫০০ কোটির ক্লাবের সদস্য হয়েছে পাঠান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর খোলামেলাভাবেই দিতে দেখা গেল কিং খানকে। 

    পাঠান ২ (Pathaan) এর বিষয়ে কী বললেন কিং খান?                                                                                                                                                                                

    সাংবাদিক সম্মেলনেই  উঠল পাঠান ২ (Pathaan) -এর প্রসঙ্গ! কীভাবে উঠল? সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেন, পাঠান ২ (Pathaan)-এর জন্য আমার চুল কোমর পর্যন্ত লম্বা করতে রাজি আছি! এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তিনি আরও বলেন, পাঠান ২ ভালই হবে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে এই সিনেমাকে সুপারহিট করা যায়। পাঠান ২ হিট হলে তা  আমার কাছে সম্মানের হবে।

    এতেই বেড়েছে জল্পনা! তবে কী খুব তাড়াতাড়ি আসছে পাঠান ২? দর্শকদের মনে জাগছে কৌতূহল। কিন্তু এর বেশি আর মুখ খোলেননি কিং খান।

    নিজের মন খারাপ হলে কী করেন শাহরুখ খান

    সিনেমার বাইরেও সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এদিন কিং খানকে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি সবার মন ভাল রাখেন, কিন্তু আপনার মন খারাপ হলে কী করেন? শাহরুখ উত্তর দেন, আমারও সবদিন সমান যায়না, মন খারাপ হলেই আমি ভালোবাসার মানুষদের কাছে চলে যাই। ব্যালকনিতে চলে আসি। ব্যালকনির টিকিট আমার সবসময়ের জন্য কাটা থাকে। তাঁর এমন কথা শুনে হাসির রোল ওঠে সাংবাদিক সম্মেলনে।

     

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Kailash Kher: অনুষ্ঠান চলাকালীন মঞ্চে কৈলাশ খেরের ওপর বোতল ছুড়ে হামলা, জানেন কেন?

    Kailash Kher: অনুষ্ঠান চলাকালীন মঞ্চে কৈলাশ খেরের ওপর বোতল ছুড়ে হামলা, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকে একটি সংগীত অনুষ্ঠান গিয়ে আক্রান্ত হলেন গায়ক কৈলাশ খের (Kailash Kher)। জানা গেছে, কর্নাটকের হাম্পিতে চলছিল এই গানের অনুষ্ঠান। এদিন কৈলাশ খেরের (Kailash Kher) গানের অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। তবুও নিরাপত্তা বেষ্টনী ভেদ করে জলের বোতল ছুড়ে মারা হয় গায়কের দিকে। এই ঘটনার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলেন গায়ক। প্রশাসন সূত্রে জানা গেছে ওই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

    কর্নাটকে চলছে হাম্পি উৎসব..

    প্রসঙ্গত, ২৭ জানুয়ারি থেকে কর্নাটকে শুরু হয়েছে হাম্পি উৎসব। উৎসব কমিটির আয়োজনে সেখানেই যোগ দেন কৈলাশ খের (Kailash Kher)। অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে গান করতে যাচ্ছেন। সাম্প্রতিক অতীতে বিজয়নগর জেলা গঠন হয়েছে। ওই জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে। তারমধ্যেই ঘটে গেল এমন অপ্রীতিকর ঘটনা। হাম্পি উৎসবের উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশের মতো শিল্পীরা। এই ঘটনায় কৈলাশ খের (Kailash Kher) কোনও আঘাত পেয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

    ঠিক কী ঘটেছিল

    সূত্র মারফত জানা যাচ্ছে, হঠাৎ করেই দুই ব্যক্তি মঞ্চের সামনে এসে কৈলাশ খেরকে (Kailash Kher) কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করে। কিন্তু গায়ক কৈলাস (Kailash Kher) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হিন্দিতেই গান করতে থাকেন। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওটেন প্রদীপ এবং সুরাহ নামের ওই দুই অভিযুক্ত ব্যক্তি। তখনই তারা গায়কের ওপর জলের বোতল ছুড়ে মারে।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা গেছে, দুজন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। যদিও এখনও অবধি এই বিষয়ে কৈলাশ খের (Kailash Kher) ও তাঁর দলের তরফে কোনও বিবৃতি সামনে আসেনি।

    প্রসঙ্গত, কৈলাশ খের (Kailash Kher) বলিউডের একজন নামকরা গায়ক। অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কার। কৈলাশের (Kailash Kher) ওপরে হওয়া এমন হামলায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনার নিন্দে করছে তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় বয়ে গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pathaan: পাঠান ছবির অগ্রিম বুকিং শুরু, শাহরুখ অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া

    Pathaan: পাঠান ছবির অগ্রিম বুকিং শুরু, শাহরুখ অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে বিদেশে পাঠান (Pathaan) ছবির অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে অস্ট্রেলিয়া,আরব আমীরশাহির দেশগুলিতেও ব্যাপকভাবে চলছে অগ্রিম টিকিট বুকিং। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে  জার্মানিতে এই ছবির প্রি বুকিং একমাস আগেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে পাঠান (Pathaan)  ছবিকে কেন্দ্র করে ভালো সাড়া পড়েছে ইতিমধ্যে জার্মানিতে ৮৫০০ টিকিটও নাকি বিক্রি হয়ে গেছে। যার মধ্যে প্রথম দিনের জন্যই ৪০০০ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এই টিকিটের মোট মূল্য ১ লক্ষ ২৫ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে আরব আমীরশাহির দেশগুলিতে প্রথম দিনের জন্য ইতিমধ্যে ৩৫০০ টিকিট বিক্রি হয়েছে বলে যশরাজ ফিল্মস সূত্রে জানা গেছে। আরব দেশগুলিতে শাহরুখ খানের ফ্যানবেস ভালই আছে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে। অস্ট্রেলিয়াতে ২৬ জানুয়ারি পাঠান (Pathaan)  ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে, সেদিন আবার অস্ট্রেলিয়া দিবসও রয়েছে। 

    সিনেমার চিত্রনাট্য কী

    যশরাজ ফিল্ম সূত্রে জানা গেছে যে মূলত এক ভারতীয় গুপ্তচরকে নিয়েই এই সিনেমার চিত্রনাট্য। ছবিতে শাহরুখ খানকে ওই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। দুজনে এর আগে ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেস সিনেমা করেছেন। এই দুটি সিনেমা ভালোই সারা ফেলেছিল। হিন্দি, তামিল, তেলেগু এই তিন ভাষায় আগামী ২৫শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে পাঠান (Pathaan) ।

    এই ছবির হাত ধরে পাঁচ বছর পর আবার বলিউডে ফিরছেন বাদশা শাহরুখ খান। অনুরাগীদের মধ্যে পাঠান (Pathaan)  নিয়ে বেশ ভালই উত্তেজনা দেখা দিয়েছে। দিল্লি মুম্বই সহ বেশ কিছু জায়গাতে অগ্রিম টিকিটের জন্য চাহিদাও ভালো রয়েছে। মুম্বইয়ে এই ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকাতে থেমেছে। কলকাতায় তুলনামূলকভাবে টিকিটের দাম কম এখানে ৬৫০ টাকা মূল্যের টিকিটের বেশিরভাগই দেখা যাচ্ছে যে বুকিং হয়ে গেছে। গত ১০ জানুয়ারি শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামদের অভিনীত এই পাঠান ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। প্রসঙ্গত, এই পাঠান (Pathaan)  ছবির একটি গান বেশরম রং মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্কের মুখোমুখি হতে  হয়েছিল সিনেমার পরিচালক থেকে অভিনেতাদের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Eken Babu: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত প্রয়াত

    Eken Babu: একেন বাবু চরিত্রের স্রষ্টা সুজন দাশগুপ্ত প্রয়াত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবুর (Eken Babu) স্রষ্টা সুজন দাশগুপ্তের মৃত্যু হল বুধবার সকালে। বাইপাসের ধারে তাঁর ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সাম্প্রতিককালে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে এবং সিনেমার সুবাদে গোয়েন্দা চরিত্র একেন বাবুর (Eken Babu) জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। প্রয়াত সুজন বাবু আমেরিকাতে প্রবাসী ভারতীয় হিসেবেই থাকতেন। ১৯৬৭ সালে কলকাতা থেকে আমেরিকায় তিনি পাড়ি দিয়েছিলেন, সেখানে বসেই তিনি রচনা করেন একেন বাবু চরিত্রটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে তিনি ভুগছিলেন। জানা যাচ্ছে এদিনের ঘটনার সময় লেখক বাড়িতে একাই ছিলেন। সুজন বাবুর স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন। এবং তাঁর একমাত্র মেয়ে তিনিও আমেরিকায় থাকেন। 

    কীভাবে উদ্ধার হল মৃতদেহ

    বুধবার সকালে তাঁর পরিচারিকা ফ্ল্যাটে আসেন কিন্তু দীর্ঘ সময় ধরে কলিংবেল বাজানোর পরেও দরজা না খোলায়, বাইপাসের ধারে আবাসনে নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন ওই পরিচারিকা। যখন নিরাপত্তা রক্ষীরা দরজা খুলতে ব্যর্থ হন তখন সুজন বাবুর শ্যালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে গোটা বিষয়টি বলেন। সকাল দশটা নাগাদ ফ্ল্যাটের দরজা ভেঙে জনপ্রিয় এই লেখকের দেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের ওয়াশরুমের মেঝেতে পাওয়া যায় তাঁর দেহ।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুজন বাবুর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই, ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। মঙ্গলবার রাতেও সুজন বাবু তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। লেখকের পরিবার কলকাতায় চলে আসে এই খবর পাওয়া মাত্রই বার্ধক্য জনিত অসুস্থতা ছাড়াও সুজন বাবু ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে যে আপাতত তাঁর মৃত্যুর কোনওরকম অস্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রয়াত লেখক অনেকগুলি বইও লিখেছেন যেগুলি হল, খুনের আগে খুন,  ঢাকা রহস্য উন্মোচিত,  ম্যানহাটনে মুনস্টন ইত্যাদি।

    পর্দার একেন বাবু (Eken Babu) অনির্বাণ চক্রবর্তী কী বললেন

    পর্দার একেন বাবুর (Eken Babu) চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী তিনি সুজন দাশগুপ্তের মৃত্যুর প্রসঙ্গে বলেন যে আমি সত্যিই এখনও কিছু বুঝে উঠতে পারছিনা, কিছু আগে খবরটা পেয়েছি, কিছুই ভাবতে পারছি না এখন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RRR: ‘আরআরআর’ সিনেমা কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল জানেন ?

    RRR: ‘আরআরআর’ সিনেমা কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজামৌলির সিনেমা আলোড়ন ফেলবে না এমনটা হয় নাকি! বাহুবলির পরিচালকের তৈরি সিনেমা RRR- এর সংগ্রহে এলো এবার আন্তর্জাতিক পুরস্কার।

    কোন আন্তর্জাতিক পুরস্কার জিতল RRR
      

    ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে  (Best Foreign Language Film) ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড পুরস্কার পেল। অর্থাৎ ভারতীয় ছবি হিসেবে এটি আন্তর্জাতিক পুরস্কার জিতলো। সোশ্যাল মিডিয়াতে এই পুরস্কার নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পুরস্কার নেওয়ার মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে রাজামৌলি আর ছবির নায়ককে। তাঁরা নিজে হাতে এই আন্তর্জাতিক পুরস্কার নিচ্ছেন।  ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে এটি।

    এই ছবির গান নাটুনাটু ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম কোনও ভারতীয় ছবির গান গোল্ডেন গ্লোব পুরস্কার জিতল। এই বিভাগে বেস্ট অরিজিনাল সঙ্গ (Best Original Song) এর পুরস্কারও জিতেছে এই গান। প্রসঙ্গত মুক্তির এক বছরের মধ্যে ৩০টিরও বেশি আন্তর্জাতিক পেয়েছে এই ছবি। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই দক্ষিণী সিনেমা। এদিনের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির মুহুর্তকে নিজেদের ট্যুইটার আকাউন্ট থেকে পোস্ট করেছে টিম RRR.

    <

    এই ছবিতে মুখ্যভূমিকা রাজুর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রামচরণকে এবং ভীমের চরিত্রে অভিনয় করছেন করেছেন জুনিয়ার এনটিআর, ব্যাপক জনপ্রিয় এই ছবিতে আলিয়া ভাট,অজয় দেবগন, শ্রেয়া সরনের উপস্থিতিও রয়েছে। দুই বিদেশি অভিনেতা স্টিভেনশন এবং অ্যালিসনকেও দেখা গেছে এই ছবিতে।

    আরও পড়ুন: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Japan: নিজেকে নেকড়ে বাঘের আদলে সাজালেন জাপানি নাগরিক, খরচ হল ১৮.৫ লাখ টাকা

    Japan: নিজেকে নেকড়ে বাঘের আদলে সাজালেন জাপানি নাগরিক, খরচ হল ১৮.৫ লাখ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে সখের দাম লাখ টাকা! এবার সেই সখ কিনতে ৩০ লক্ষ ইয়েন মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা খরচ করলেন একজন জাপানি (Japan) নাগরিক। নিজেকে রূপান্তর করলেন একটি নেকড়ে বাঘে। পরিচ্ছেদটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হবে যে ওই নেকড়ে বাঘটি পিছনের পা দিয়ে হাঁটছে। ঠিক এমনি কস্টিউম তৈরি করল zeppet নামের একটি জাপানি (Japan) কোম্পানি। 

    নেকড়ে যিনি সাজবেন, তিনি কী বলছেন

    যার জন্য এমন পরিচ্ছেদ বানানো হলো অর্থাৎ যিনি নেকড়ের সাজে ঘুরে বেড়াবেন তাঁর ভাষায়, “ছোট থেকেই আমি জন্তু-জানোয়ার খুব ভালোবাসি। এবং তাদের প্রতি আমার এক আলাদা আকর্ষণ রয়েছে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যদি কখনও আমি এদের মত হতে পারি! এদের সঙ্গে থাকতে পারি! তবে আজকে আমার সেই সখ পূরণ হয়েছে। এতদিন আমি তাদের টিভিতে দেখতাম, এবার নিজেকেও সেভাবে আমি সাজাতে পারব”।

    কোম্পানি সূত্রে জানা গেছে যে ওই গ্রাহক অনেকবার স্টুডিওতে এসেছেন। মাপ দিতেন নিজের পরিচ্ছদের। বিভিন্ন নেকড়ে ছবিও দেখাতেন। কোম্পানি সূত্রে আরও জানা গেছে যে ওই সম্পূর্ণ পরিচ্ছদটি তৈরি করতে ৫০ দিনেরও বেশি সময় লেগেছে। জনৈক ব্যক্তি বলেন, “যেদিন সমস্ত কিছু সম্পূর্ণ হল, সেদিন আমি এটি গায়ে চাপিয়ে দেখলাম। আয়নার সামনে যখন দাঁড়ালাম তখন মনে হল যে আমার স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে। জিনিসটি খুবই আরামদায়ক এবং যথেষ্ট বায়ু চলাচল করে ভিতরে। নিঃশ্বাস-প্রশ্বাস নিতেও অসুবিধা হয়না। কোম্পানি যারা জিনিসটি বানিয়েছে খুব ভালই তৈরি করেছে। কোম্পানিকে ধন্যবাদ”। 
    প্রসঙ্গত, এই কোম্পানি এর আগেও এরকম পরিচ্ছদ বানিয়েছে। কয়েকদিন আগে একজন কুকুরের পরিচ্ছদ বানিয়েছিল। ভারতীয় মুদ্রায় তখন খরচ হয়েছিল ১২ লক্ষ।

    আরও পড়ুন: জোম্যাটো থেকে একবছরে ২৮ লক্ষ টাকার বেশি খাবার অর্ডার পুণের ব্যক্তির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share