Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sourav Ganguly: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

    Sourav Ganguly: মহারাজের ভূমিকায় কে প্রায় নিশ্চিত! সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু শীঘ্রই

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও চর্চা তুঙ্গে চলছিল। সূত্র অনুযায়ী জানা গেছে রণবীর কাপুরকেই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এ জন্য তিনি শীঘ্র কলকাতাতেও আসবেন। আরও জানা গেছে তিনি ইডেন গার্ডেন্স, সৌরভের বাড়ি, বরিশা ক্লাব, মোহনবাগান ক্লাবের মত জায়গায় তিনি ঘুরে দেখবেন। প্রতিটা জায়গার সঙ্গে যুক্ত প্রাক্তন ভারতীয় অধিনায়ক। অর্থাৎ, সৌরভের সঙ্গে যুক্ত প্রতিটা জায়গায় তিনি ঘুরবেন। শ্যুটিং শুরু হলে তাঁকে এইসব জায়গাতেই আসতে হবে। সৌরভের চরিত্রে কে মানানসই হবেন তা নিয়েও তুঙ্গে ওঠে চর্চা। সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর চরিত্রে অভিনয় করতে তিনি চান রণবীর কপুর বা হৃত্বিক রোশনকে। সিদ্ধার্থ মালহোত্রাদের নামও শোনা যাচ্ছিল। এরমধ্যে হৃত্বিককে না পাওয়া যাওয়ায় রণবীরকেই বেছে নেওয়া হয়েছে।

    কবে থেকে শুরু হবে শ্যুটিং

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানা যায়নি। অতীতে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিলেন রণবীর কপুর। ফলে তাঁর কেরিয়ারে এটা দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে সৌরভের জীবনী চিত্র তৈরির কাজ। প্রাথমিক ভাবে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা মতো। প্রয়োজনে বাড়তে পারে টাকার অঙ্ক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে একাধিক ক্রিকেটারের বায়োপিক তৈরি হয়েছে। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক আগেই তৈরি হয়েছে। ২০২১ সাল থেকে সৌরভের বায়োপিক তৈরি নিয়ে আলোচনা শুরু হয়। সেই সময় থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। চিত্রনাট্য লেখার কাজ শেষের দিকে বলে জানা গিয়েছে। তবে চিত্রনাট্যের কাজ এগিয়ে গেলেও কাস্টিং নিয়ে এতদিন সমস্যা চলছিল, অবশেষে সেটা মিটল।

    আরও পড়ুন: ‘সিবিআই কান অবধি পৌঁছে গেছে…’, কালীঘাটের কাকু সম্পর্কে বললেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Dadasaheb Phalke Award 2023: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ঝুলিতে দাদাসাহেব ফালকে! দেখুন বিজয়ীদের পুরো তালিকা

    Dadasaheb Phalke Award 2023: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ঝুলিতে দাদাসাহেব ফালকে! দেখুন বিজয়ীদের পুরো তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুকুটে জুড়ল ফের নয়া পালক। তুমুল বিতর্কের মধ্যেও সম্মানিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা পেল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। এর আগেও একাধিক পুরস্কার জিতেছিল ছবিটি। ফের পুরস্কারে সম্মানিত হল এই সিনেমা। শুধু তাই নয়, এই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের। যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সব মিলিয়ে সাফল্য ও পুরস্কার জয়ের আনন্দে উচ্ছ্বসিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ টিম। বিবেক নিজেই তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে পুরস্কার নেওয়ার ছবি শেয়ার করেছেন।

    ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩’

    সোমবার অনুষ্ঠিত হয় ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩’। রেড কার্পেটে দেখা যায় বিনোদন দুনিয়ার একাধিক তারকার। আলিয়া ভাট থেকে বরুণ ধবন, তেজস্বী প্রকাশ থেকে রূপালি গঙ্গোপাধ্যায় ছিলেন রেখাও। চলতি বছরে দাদাসাহেব ফালকে অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর সেরা অভিনেতার খেতাব গিয়েছে রণবীর কাপুরের ঝুলিতে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্যে। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    ২০২৩ দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা

    সেরা চলচ্চিত্র: দ্য কাশ্মীর ফাইলস

    সেরা পরিচালক: আর বাল্কি, (চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট)

    সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র)

    সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি)

    মোস্ট প্রমিসিং অভিনেতা: ঋষভ শেট্টি (কান্তারা)

    ক্রিটিক্স চয়েস সেরা অভিনেতা: বরুণ ধবন (ভেড়িয়া)

    ফিল্ম অফ দ্য ইয়ার: আর আর আর

    টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার: অনুপমা

    মোস্ট ভার্সেটাইল অভিনেতা: অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)

    সেরা সহ অভিনেতা: মণীশ পাল (যুগ যুগ জিও)

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদান: রেখা

    সেরা ওয়েব সিরিজ: রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস

    সেরা টেলিভিশন সিরিজ অভিনেতা: জৈন ইমাম (ফনাহ- ইশক মে মরজাওয়ান)

    সেরা টেলিভিশন সিরিজ অভিনেত্রী: তেজস্বী প্রকাশ (নাগিন)

    সেরা গায়ক: সচেত টন্ডন (মাইয়া ম্যায়নু)

    সেরা গায়িকা: নীতি মোহন (মেরি জান)

    সেরা সিনেম্যাটোগ্রাফার: পি এস বিনোদ (বিক্রম বেদা)

    সঙ্গীত জগতে অবদান: হরিহরণ

  • Swara Bhaskar: সাদামাটা বিয়ে সারলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর, কীভাবে প্রেমের শুরু রাজনৈতিক নেতার সঙ্গে?

    Swara Bhaskar: সাদামাটা বিয়ে সারলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর, কীভাবে প্রেমের শুরু রাজনৈতিক নেতার সঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক বলিউড অভিনেত্রীর বিয়ে! তবে নেই কোনও বলিউডি আয়োজন, নেই কোনও জাঁকজমক, এক্কেবারে সাদামাটা আয়োজনে সবাইকে চমকে দিয়ে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেললেন স্বরা ভাস্কর। পাত্র রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা। জানা গিয়েছে, চলতি বছরের ৬ জানুয়ারি তাঁরা আইনি বিয়ে করেছেন। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি  ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন। জানা গিয়েছে, তাঁদের প্রেমের শুরুটাও হয়েছে একেবারে অন্যরকমভাবে। আর তারই ঝলক দেখা গেল কিছু ছবি ও ভিডিওর মন্তাজে।

    অভিনেত্রী ও রাজনৈতিক নেতার প্রেমের শুরু কীভাবে?

    সালটা ২০১৯। আন্দোলনেই প্রথম আলাপ। দু’টো জীবন এক হতে পারে, প্রথমে এমন ভাবনাই মাথায় আসেনি। কিন্তু একসময় বোঝেন, তাঁরা প্রেমে পড়েছেন। বাকিটা ইতিহাস। অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন স্বরা ভাস্কর। ফলে রাজনৈতিক মঞ্চ থেকেই প্রেমের যাত্রা শুরু, এমনটাই বোঝা যাচ্ছে। এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।

    কিন্তু অবশেষে গতকাল স্বরা জানিয়ে দিলেন, তিনি বিয়ে সেরে নিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন একটি ভিডিও। সেই ভিডিও-র ক্যাপশনে লেখা, “অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার।” স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।

  • Lalita Lajmi: ৯০ বছর বয়সে প্রয়াত গুরু দত্তের বোন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি

    Lalita Lajmi: ৯০ বছর বয়সে প্রয়াত গুরু দত্তের বোন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রবীণ শিল্পী ললিতা লাজমি (Lalita Lajmi), সোমবার ১৩ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে মারা যান তিনি।  প্রখ্যাত অভিনেতা ও লেখক গুরু দত্তের বোন ছিলেন ললিতা লাজমি (Lalita Lajmi)। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘তারে জমিন পর’। দেশ বিদেশে প্রশংসিত এই সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল আর্ট টিচার ভূমিকায়। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের পক্ষ থেকে লাজমির (Lalita Lajmi) মৃত্যুর খবরটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    সেখানে লেখা হয়েছে, ‘শিল্পী ললিতা লাজমির মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। লাজমি একজন স্ব-শিক্ষিত শিল্পী ছিলেন যার শাস্ত্রীয় নৃত্যের প্রতি গভীর আগ্রহ ছিল। তাঁর কাজে ছাপ ছিল বিষণ্ণতা এবং কর্মক্ষমতার। যেমন এই শিল্পকর্মটি, নাম ‘ডান্স অফ লাইফ অ্যান্ড ডেথ’।’ যা শিল্প-বিশেষজ্ঞদের কাছে এক অমর সৃষ্টি হয়ে থেকে যাবে।

    প্রয়াত শিল্পীর ব্যক্তিগত জীবন 

    ললিতা (Lalita Lajmi) বিয়ে করেছিলেন ক্যাপ্টেন গোপী লাজমিকে। তাঁদের একমাত্র কন্যা সন্তান ২০১৮ সালে মারা যান। নাম ছিল কল্পনা লাজমি। মেয়ের মৃত্যুশোক সহ্য করতে হয়েছিল ললিতাকে। পরপর হারিয়েছিলেন ভাই গুরু দত্ত, ভাইয়ের বউ গীতা দত্ত ও তাঁদের দুই ছেলে তরুণ আর অরুণকেও। ব্যক্তিগত জীবন খুব সুখের ছিলনা তাঁর। ললিতা লাজমির মৃত্যু সংবাদে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন শিল্পী সমাজ।

    আরও পড়ুন: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara)। বলিউডের এই তারকাদের বিয়ের আসর বসেছিল জয়সালমেরের সূর্যগড় প্যালেসে। ইন্ডিস্ট্রির সীমিত কিছু বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন ‘শেরশাহ’। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা বলয়েই শুভ পরিণয় সম্পন্ন হল। 

    মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠান হয় ৬ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি বসে বিয়ের আসর (Sid Kiara)। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দেন কর্ণ জোহর, জুহি চাওলা, শাহিদ কপূর, মীরা রাজপুত-রা। ডান্স ফ্লোর মাতান স্বয়ং বর-কনে সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যগড় হোটেলের লেকসাইডে বসে আসর। প্রথমে কিয়ারার হাতে, পরে সিদ্ধার্থের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেন্দিতে। 

    রাজস্থানের নিয়ন আলোয় সেজে ওঠে বিয়েবাড়ি (Sid Kiara)। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতেই ব্যক্তিগত জেটে মরুপ্রদেশে পাড়ি দেন কিয়ারার স্কুল মেট ঈশা আম্বানি। ফিরে যান সোমবার রাতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফের ফিরে আসেন মঙ্গলবার। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, ১০টি দেশ থেকে ১০০-র বেশি পদের আয়োজন করা হয় বিয়েতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাতি পদ, সঙ্গে জলসমেরে ঘোটওয়ান লাড্ডু। 

    গতকালই প্রকাশ্যে এসেছে জুটির প্রথম ছবি (Sid Kiara)। আর তারপর থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সিড কিয়ারার বিয়ের ছবি। অনেকে আবার খুঁজে বের করছেন তাঁদের পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে নিজেদের সম্পর্ক আভাসে, ইঙ্গিতে বুঝিয়েছেন তাঁরা।

    প্রকাশ্যে বিয়ের ছবি 

    গত বছর কয়েক পর্ব আগে পরে কফি উইথ করনে এসেছিলেন সিদ্ধার্থ কিয়ারা (Sid Kiara)। সঞ্চালকের প্রশ্নবাণের মুখে পড়ে বেশ কিছু সিক্রেট ফাঁস করেছিলেন তাঁরা। সেখানেই করন প্রশ্ন করেছিলেন, নিজের ‘ব্রাইডসমেড’ হিসাবে কাকে চান কিয়ারা? অভিনেত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তিনি চান আলিয়া ভাট তাঁর বিয়ের সব কাজকর্ম করুক। আলিয়াকে তাঁর বেশ মিষ্টি লাগে বলেও জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সিদ্ধার্থ আলিয়ার প্রেম ছিল একসময়ের হটকেক। মজার বিষয় হল, কিয়ারার আসম নাম কিন্তু আলিয়া। সিনেমার ক্ষেত্রে সেই নাম তিনি ব্যবহার করেন না। নেটিজেনরা অনেকেই বলছেন, সিদ্ধার্থের আলিয়াকে বিয়ে করার স্বপ্ন অবশেষে পূরণ হল।

    আরও পড়ুন: মুর্শিদাবাদ, কলকাতায় পতাকা বিড়ির কারখানা, অফিসে আয়কর হানা, চলছে তল্লাশি  

    ২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara) অভিনীত ছবি শেরশাহ। এই ছবিতেই দুই তারকা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। যদিও তাঁরা এর অনেক আগে থেকেই বহুবছর ধরে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। বহু সময় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। কখনও বিদেশে ছুটি কাটাতে যেতে। কখনও আবার বলিউডের কোনও পার্টিতে। কিন্তু কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ। আবার অস্বীকারও করেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। সেই কাজেই গত ২৩ জানুয়ারি মুম্বাই উড়ে গিয়েছিলেন মহারাজ। লাভ ফিল্মসের অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের সঙ্গে আলোচনা হয় সেখানে। শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা হয়ে গেলেই, নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যাবে শুটিং। বাজেট প্রায় ১৪০ কোটি টাকা। ভবিষ্যতে বাড়তেও পারে এই বাজেট।

    এবার প্রশ্ন মহারাজের চরিত্রে দেখা যাবে কাকে? সৌরভ আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন রনবীর কাপুর। এমনকি একটা সময় হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানও অভিনয় করতে পারেন এই চরিত্রে।

    কী জানালেন ডোনা? 

    সংবাদমাধ্যমকে ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে। আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুক’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।”

    জানা গিয়েছে, সৌরভ (Sourav Ganguly) নিজে তাঁর বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি শুধু ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয় গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তাঁর সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছে। সেগুলো শুনেই লেখা হবে চিত্রনাট্য।

    আরও পড়ুন: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    চিত্রনাট্যের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে ডোনা জানান, “সৌরভ (Sourav Ganguly) খুবই ব্যস্ত। তবুও চিত্রনাট্যের যাবতীয় ব্যাপার নিজেই দেখছে। পুরো বিষয়টা এক ছাতার তলায় নিয়ে আসা খুব সহজ নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। তাই সবাইকে অপেক্ষা করতেই হবে।”

    জানা গিয়েছে, ক্রিকেট শিক্ষার দিন থেকে শুরু হতে পারে এই সিনেমা। গ্রেগ চ্যাপেল থাকতে পারেন সিনেমার বড় জায়গা নিয়ে। হাজার প্রতিকুলতার বিরুদ্ধে সৌরভের কামব্যাকই হতে চলেছে সিনেমার ইউএসপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    Sharukh Khan: পাঠানের পর বক্স অফিসে আসছে ‘জওয়ান’, ভাইরাল কিং খানের ব্যান্ডেজ লুক

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পেয়েছে। ছবিকে কেন্দ্র করে শাহরুখ(Sharukh Khan) ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনার রেশ এখনও কাটেনি। ঠিক এর মধ্যেই ভক্তরা পেলেন নতুন সারপ্রাইজ। ব্যান্ডেজে ঢাকা মুখ, এমনই লুকে দেখা গেল কিং খানকে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ছবি। শাহরুখ খান (Sharukh Khan) অবশ্য নিজে পোস্ট করেননি। জানা যাচ্ছে, তাঁর নতুন ছবি জওয়ানের শ্যুটিং চলাকালীন সেট থেকে ফাঁস হয়েছে এই ছবি। দেখা যাচ্ছে মুখে ব্যান্ডেজ বেঁধে শ্যুটিং করছেন শাহরুখ খান (Sharukh Khan)। প্রসঙ্গত, জওয়ানে ঠিক এভাবেই ব্যান্ডেজ জড়ানো মুখেই দেখা যাবে বলিউডের কিং-কে। সিনেমার প্রমোশনাল পোস্টার ও টিজারে শাহরুখকে(Sharukh Khan) এই লুকেই দেখা যাচ্ছে। 

    জানা গিয়েছে, পাঠান মুক্তির প্রায় এক সপ্তাহ পরে শ্যুটিং সেটে ফিরলেন শাহরুখ (Sharukh Khan)। মুম্বইয়ে চলছে জওয়ানের শ্যুটিং- এর কাজ। আরও জানা গিয়েছে, দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নির্দেশনায় জওয়ান ছবিতে কাজ করছেন কিং খান। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে দক্ষিণের দুই  তারকাকেও, তাঁরা হলেন, বিজয় সেতুপতি ও নয়নতারা।

    জওয়ানের শ্যুটিং সেটের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত শাহরুখ অনুরাগীরা। ভক্তদের মতে, পাঠানের থেকে জওয়ান আরও সফল হবে। শাহরুখ খান নিজেই বলেছেন, জিরো ফ্লপ হওয়ার পরে চার বছর অপেক্ষা করেছি। পর স্বমহিমায় ফিরেছেন শাহরুখ। জওয়ানের টিজারে শাহরুখ খানের নতুন লুকে মাত নেটপাড়া। শাহরুখ খান (Sharukh Khan) বিগত সাংবাদিক সম্মেলনে নিজেই বলেছেন, অ্যাকশন হিরো হওয়ার ইচ্ছাই ছিল তাঁর। পরপর পাঠান এবং জওয়ান মুভি যেন সেই ইচ্ছাকেই সামনে আনছে। 

    কবে মুক্তি পাবে জওয়ান 

     সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৩ সালের ২ জুন সিনেমা হলগুলিতে মুক্তি পাবে এই হাই ভোল্টেজ মুভি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    Pathaan: পাঠানের জনপ্রিয়তায় মাত গোটা বিশ্ব, সিনেমা দেখতে ভারতে আসছেন বাংলাদেশিরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর পর রুপোলী পর্দায় ফিরেও তিনি দেখিয়েছেন তিনি আজও বলিউডের ‘বাদশা’। আজও একই ভাবে তাঁর ভক্তরা তাঁর জন্যে পাগল। বলছি শাহরুখ খানের কথা। শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ (Pathaan) বক্স অফিসে সুপারহিট। মাত্র সাত দিনে ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দেশ  মিলেছে ৩৯৫ কোটি টাকা। বিদেশ থেকে ছবিটি কামিয়েছে ২৩৯ কোটি টাকা। ছবিটি মুক্তির আগেই এর সফল হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। হাজার কোটি ছোঁয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। চার বছর পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। অ্যাকশন হিরোকে ফের বড় পর্দায় দেখতে সিনেমা হলে ছুটছেন অনুরাগীরা। শুধু এদেশেই নয়। শাহরুখের ছবির জনপ্রিয়তা পার করেছে কাটা তারও। বাংলাদেশ থেকে অগণিত ভক্ত এদেশে ছুটে আসছেন পাঠান দেখতে। কারণ, ওপার বাংলায় মুক্তি পায়নি পাঠান। তাতে কী? কিং খানের ভক্তদের কাটা তার আটকে রাখতে পারে? জানা গিয়েছে, এই ছবি দেখার জন্য ভারতে আসছেন বাংলাদেশিরা।

    আরও পড়ুন: কারচুপির অভিযোগে পড়েছে শেয়ারের দাম, ২০ হাজার কোটির শেয়ার ছাড়ার পরিকল্পনা বাতিল আদানি গোষ্ঠীর  

    পাঠানের (Pathaan) ওপার বাংলায় মুক্তি না পাওয়ার নেপথ্যে মূলত আইনি জটিলতা। এ প্রসঙ্গে বাংলাদেশের পরিচালক অনন্য মামুন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আইনি জটিলতার জেরেই পাঠান মুক্তি পাচ্ছে না এখানে। দু’টি আইনে আটকেছে এই সিনেমা। প্রথমত, কোনও উপমহাদেশীয় ছবি আমাদের দেশে মুক্তি পায় না। দ্বিতীয়ত, ঢাকা এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমা নয় এটি। যদি সেটা হতো, তাহলে মুক্তি পাওয়ার সুযোগ থাকত।” 

    কিন্তু সে বাঁধা মানতে নারাজ শাহরুখের বাংলাদেশি ভক্তরা। তাই তাঁরা ভারতের সিনেমাহলগুলিকেই বেছে নিচ্ছেন প্রিয় তারকাকে দেখতে। অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহার ত্রিপুরাতেও একটি হল রয়েছে। যার নাম রূপসী সিনেমা। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন যে এক বাংলাদেশি পরিবারের সদস্যরা পাঠান (Pathaan) দেখার জন্য তাঁর আগরতলার সিনেমা হলে এসেছিলেন।

    পাকিস্তানে বেআইনি স্ক্রিনিং  

    প্রায় একই হাল আরও (Pathaan) এক প্রতিবেশি দেশের। পাকিস্তানেও মুক্তি পায়নি পাঠান। কারণ, চার বছর আগেই ভারতীয় ছবিকে নিষিদ্ধ করেছে তারা। কিন্তু তাতেও থামানো যায়নি শাহরুখ ভক্তদের। সেই দেশে বেআইনিভাবেই নাকি শাহরুখ খানের ছবির স্ক্রিনিং চলছে। ৯০০ টাকায় বিক্রি হচ্ছে পাঠানের টিকিট! শাহরুখ এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি দুর্দান্ত হয়েছে জানার পরেই নাকি ছবিটি দেখার জন্যে পাগল হয়ে যান পাকিস্তানি ভক্তরা। এরপর চোরা পথে ওই ছবি দেখার পদ্ধতি খুঁজে বের করা হয়। চড়া দামে টিকিটও বিক্রি হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Michael Jackson: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

    Michael Jackson: আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, চরিত্রে অভিনয় প্রয়াত পপ-তারকার ভাইপোর!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রুপোলি পর্দায় দেখা যাবে কিংবদন্তী শিল্পী মাইকেল জ্যাকসনের (Michael Jackson) বায়োপিক। জানা গিয়েছে, হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে তৈরি করবেন এই চলচিত্র, নাম হবে‘মাইকেল’ (Michael Jackson) । 

    কী বলছে প্রযোজক সংস্থা

    প্রযোজক সংস্থা সূত্রে খবর, ছবিতে মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  চরিত্রে অভিনয় করবেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  জীবনের অনেক অজানা কাহিনী তুলে ধরা হবে এই বায়োপিকে। প্রয়াত পপ সম্রাটের বিখ্যাত কিছু পারফরমেন্সও দেখানো হবে এই সিনেমাতে। আরও জানা যাচ্ছে সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। 

    পরিচালক আন্তোয়েন ফুকওয়া সোশ্যাল মিডিয়াতে জাফরের মুনওয়াকের একটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখছেন, বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে তাঁর ভাইপো জাফর জ্যাকসকে। জানা যাচ্ছে, মাইকেল (Michael Jackson)  সিনেমার প্রযোজক গ্রাহাম কিং ২ বছর আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলেন তিনি। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, ‘জাফারকে আমি প্রথম দেখি বছর দুই আগে। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কী ভাবে হতে পারে! অদ্ভুতভাবে মাইকেলের (Michael Jackson)  ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’  জানা গিয়েছে,  সব কিছু চূড়ান্ত হয়ে গেলে চলতি বছর থেকেই শুরু হবে এই বায়োপিকের কাজ।

    কী বললেন পপ তারকার মা

    বায়োপিক প্রসঙ্গে মাইকেল জ্যাকসনের (Michael Jackson)  মা ক্যাথরিন জ্যাকসন আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে একটি সাক্ষাৎকারে বলেন, ‘জাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, একই রকম দেখতে দুইজন। আমার পরিবারের বিনোদনের ধারাকে ও এগিয়ে নিয়ে যাবে, বায়োপিক দেখতে অধীর অপেক্ষা করছি।’ প্রসঙ্গত, প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান হলেন জাফর জ্যাকসন। ২০১৯ সালে তিনি পপ জগতে পা রেখেছেন ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Naatu Naatu: ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর! অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘নাটু নাটু’

    Naatu Naatu: ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর! অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘নাটু নাটু’

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐতিহাসিক! আন্তর্জাতিক মঞ্চে ফের এস এস রাজামৌলির জয়জয়কার। এবারে অস্কারেও মনোনীত হল পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর (RRR) নাটু নাটু (Naatu Naatu) গান। যা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করে টিম আরআরআর। প্রসঙ্গত, এর আগে ভারতীয় ছবির গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতে নাটু নাটু।  গোল্ডেন গ্লোব সম্মানের পর এবার অস্কার জয়ের হাতছানি।

    ইতিহাস সৃষ্টি ‘আরআরআর’-এর!

    মঙ্গলবার ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) জন্য মনোনীত সিনেমাগুলির নাম ঘোষণা করা হয়। এবার মোট ২৩টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা স্ক্রিন প্লে, সেরা অভিনেতা ও অভিনেত্রী, সেরা গান, সিনেমাটোগ্রাফি, ইত্যাদি বিভাগ। আর এসএস রাজামৌলির এই ব্লকবাস্টার ছবির ‘নাটু নাটু’ গানটি ‘সেরা মৌলিক গান’-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিতে সফল হয়েছে। ইতিহাস রচনা করে দেশে অভাবনীয় সম্মান এনেছে নাটু নাটু। 

    এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। নমিনেশন জিতে নেওয়ার পর ইতিমধ্যেই ট্যুইট করা হয়েছে ‘আরআরআর’ টিমের তরফে। ছবির অফিসিয়্যাল ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়- “আমরা ইতিহাস গড়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।”

    প্রসঙ্গত, সেরা গানের বিভাগে নাটু নাটু গানকে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মত জনপ্রিয় চারটি গানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। 

LinkedIn
Share