Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউকে আর হাসানো হল না। প্রয়াত হলেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। যেই মানুষ স্টেজে দাঁড়াতেই সবার মুখে হাসি দেখা যেত, আজ তিনিই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিরঘুমের দেশে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন ও মাঝে খবর এসেছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

    হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই দীপু শ্রীবাস্তব সংবাদমাধ্যমে বলেন, “প্রায় আধঘণ্টা আগে আমি পরিবারের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে তিনি আর নেই। এটা সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি ৪০ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন।“

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ভর্তির ১৫ দিন পর তাঁর জ্ঞান আসলেও সুস্থভাবে তাঁর আর ফিরে আসা হল না।

    আরও পড়ুন: সুস্থতার পথে রাজু শ্রীবাস্তব! ১৫ দিনের লড়াই শেষে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ানের

    অন্যদিকে তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

  • Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    Hrithik Roshan: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: হৃত্বিক রোশনের (Hrithik Roshan) নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। তবে জানেন কী হৃত্বিকের দুর্দান্তচ নাচ ও অ্যাকশন কখনও আপনারা দেখতেই পেতেন না, কারণ তাঁর কিছু স্বাস্থ্যগত সমস্যার জন্য। কিন্তু তাঁর কঠোর পরিশ্রমে তিনি আজ এই জায়গাতে দাঁড়িয়ে। আর আপনারাও তাঁর অসাধারণ নাচ ও অ্যাকশনের সাক্ষী হতে পারছেন। তবে এই কথা প্রায় সবারই অজানা ছিল। এমনকি হৃত্বিক নিজেও কখনও এই কথা শেয়ার করেনি। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথা বলতে শোনা যায়।

    সম্প্রতি বড়পর্দায় আসতে চলেছে ‘বিক্রম বেদা’। তারই একটি গান শনিবার মুক্তি পেয়েছে। ‘অ্যালকোহলিয়া’ গানে রয়েছে হৃত্বিকের দুর্দান্ত নাচ। এই গানের স্টেপগুলো দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘বিক্রম বেদা’, তাঁর জন্য  একটি বিশেষ ফিল্ম, কারণ এটি তাঁর ক্যারিয়ারের ২৫তম ছবি।

    আরও পড়ুন: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    গান লঞ্চ ইভেন্টের সময়, দর্শক, অনুরাগীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এদিন খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন হৃত্বিক। তিনি তাঁর প্রথম ছবি ‘কহো না… পেয়ার হ্যায়’ মুক্তির পরের ঘটনার কথা মনে পড়ে। তখনই তিনি আরও একটি অজানা কথা জানান সবাইকে। তিনি বলেন, ‘কহো না… পেয়ার হ্যায়’  মুক্তির আগে আমার ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমার স্বাস্থ্যের অবস্থা এতটা ভালো নয়। তাই আমি অ্যাকশন ছবি আর নাচ করতে পারব না। কিন্তু আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমার স্বাস্থ্য এবং ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছি৷ এটা আমার জন্য মিরাকেলের চেয়ে কিছু কম নয় কারণ আমার ২৫তম ছবিতে, আমি এখনও অ্যাকশন করছি এবং আমি এখনও নাচ করছি এবং পাশাপাশি ডায়লগ বলতেও সক্ষম৷ আমি মনে করি একুশ বছর বয়সী আমি আজ এই আমাকে নিয়ে খুব গর্বিত।”

    উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘বিক্রম বেদা’ ছবিতে সইফ আলি খানের সঙ্গে এক ফ্রেম শেয়ার করতে দেখা যাবে হৃতিক রোশনকে। এই অ্যাকশন থ্রিলারে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং শরীব হাশমি। ‘বিক্রম বেদা’ হল একটি তামিল হিট ছবির অফিসিয়াল রিমেক এবং এটি পরিচালনা করেছেন পুষ্কর- গায়ত্রী। সেখানে অভিনয় করেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।

     

  • Raju Srivastava Funeral: চোখের জলে বিদায় ‘কমেডি কিং’-কে, যমুনার তীরে নিগমবোধ ঘাটে সম্পন্ন হল শেষকৃত্য

    Raju Srivastava Funeral: চোখের জলে বিদায় ‘কমেডি কিং’-কে, যমুনার তীরে নিগমবোধ ঘাটে সম্পন্ন হল শেষকৃত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ৫৮ বছর বয়সেই শেষ হল লড়াই। গতকাল প্রয়াত হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। আজ তাঁর শেষকৃত্য করা হল। গত ১০ অগাস্ট ট্রেড মিল থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমেডি কিং। ভর্তি করা হয়েছিল দিল্লির এইমস-এ। এরপর থেকে ধীরে ধীরে রাজুর শারীরিক অবস্থা আরও জটিল হয় ও তাঁকে অনেকদিন ভেন্টিলেশনে রাখা হয়। এরপর প্রায় দেড় মাস লড়াই করে গতকাল শেষ হল তাঁর জীবনযাত্রা।

    আজ, বৃহস্পতিবার দিল্লির যমুনা নদীর তীরে নিগমবোধ ঘাটে সম্পন্ন করা হয় প্রয়াত রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য। তাঁর ছেলে আয়ুষ্মান হিন্দু রীতি অনুসারে বিভিন্ন নিয়ম পালন করেন। নিগমবোধ ঘাটের শ্মশানে নিয়ে আসার আগে সকাল আটটা নাগাদ দিল্লির দশরথপুরী থেকে তাঁর শেষ যাত্রা শুরু হয়। সাদা ফুলে সাজানো অ্যাম্বুলেন্স করে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর এই অন্তিম যাত্রায় অংশ নিতে উপস্থিত হন বিপুল জনতা। সেলিব্রিটি থেকে ভক্ত, সকলেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, যেমন সুনীল পাল এবং আহসান কুরেশি, প্রবীণ কবি সুরেন্দ্র শর্মা, অশোক চক্রধর এবং পরিচালক মধুর ভান্ডারকর এদিন উপস্থিত ছিলেন। স্ত্রীকেও পৌঁছতে দেখা গিয়েছিল সকালে। তাঁর চোখে জল। চোখে জল দর্শকমহলেও। 

    আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

    তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তারকারা বহু ব্যক্তি শোকবার্তা জানিয়েছেন। আবার বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পাট্টনায়েক রাজুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওড়িশার পুরী সৈকতে বালির ওপরে একটি ছবি তৈরি করেছেন ও সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদর্শন লিখেছেন, “হাসতে হাসতে কাঁদিয়ে দিলেন…. লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন।“

    [insta]https://www.instagram.com/p/CixcH7_visn/?utm_source=ig_web_copy_link[/insta]

  • Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি। বাদ যাননি বলিউড তারকারাও। শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বাদশা।  

    শনিবার সুপারস্টার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Shahrukh Khan wishes Narendra Modi) সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটে বাদশা খান লেখেন, “আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে আপনার উত্সর্গ অত্যন্ত প্রশংসিত। আপনার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য আপনার শক্তি এবং স্বাস্থ্যের কামনা করি। একদিন ছুটি নিন এবং আপনার জন্মদিন উপভোগ করুন, স্যার। শুভ জন্মদিন নরেন্দ্র মোদি।”  

    আরও পড়ুন: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই 

    আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় কুমার তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনার দৃষ্টিকোণ, আপনার উষ্ণতা, এবং আপনার কাজ করার ক্ষমতা… অনেক কিছু যা আমাকে গভীরভাবে অনুপ্রেরণা দেয়। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আগামীতে আপনার স্বাস্থ্য, সুখ এবং একটি গৌরবময় বছর কামনা করছি।”

    আরও পড়ুন: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Money Laundering Case: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    Money Laundering Case: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) ২০০ কোটি টাকা তছরুপের মামলায় টানা আট ঘণ্টা জেরা করার পর এবার অভিনেত্রী তথা জনপ্রিয় মডেল নোরা ফাতেহিকে (Nora Fatehi) সমন (summon) করেছে দিল্লি পুলিশ। এর আগেই তছরুপ (Money Laundering) মামলার চার্জশিটে ইডি জানায় যে, অভিযুক্ত অভিনেত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। নোরাকে সমন করার পর ইতিমধ্যেই তিনি হাজির হয়েছেন দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং-এ।

    বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) শাখার আধিকারিকরা৷ এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় (Sukhesh ChandraShekhar Extortion Case) নোরা ফাতেহিকে ২ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ৷ তখন নোরা জানিয়েছিলেন যে, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। নোরার পাশাপাশি এদিন ফের পিঙ্কি ইরানিকে দেখা যায়। তাঁকেও আজ জিজ্ঞাসাবাদ করা হবে জানা গিয়েছে। পিঙ্কি ইরানিই নোরা ফাতেহি ও জ্যাকলিনকে চন্দ্রশেখরের সঙ্গে দেখা করিয়েছিলেন বলে খবর শোনা যাচ্ছে। ফলে ইনিও এতে জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

    আরও পড়ুন: সব জানতেন অভিনেত্রী! চার্জশিটে দাবি ইডি-র, তছরুপকাণ্ডে আরও অস্বস্তিতে জ্যাকলিন

    প্রসঙ্গত, গতকালও পিঙ্কি ইরানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়াও জ্যাকলিনকে প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয় ও প্রায় ১০০ টির মত প্রশ্ন করা হয়। জানা গিয়েছে, তিনি গতকাল সকাল ১১ টা ৩০ মিনিটে দিল্লির তদন্ত সংস্থার মন্দির মার্গ অফিসে পৌঁছেছিলেন এবং রাত ৮ টার আগে চলে যান। তদন্তকারীদের দাবি,  শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফাতেহিও সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত৷ নোরা ফাতেহিও, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-এর পরে গতকাল নোরা ফতেহি (Nora Fatehi)-কে সমন করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। ফলে সময় মতো দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) -এর অফিসে পৌঁছে গিয়েছিলেন নোরা। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় (Money Laundering Case) মন্দির মার্গের সদর দফতরে নোরাকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বলি সুন্দরীকে জেরা করার সময়ে অনেক তথ্যই উঠে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    নোরা ফতেহি বলেছেন, ‘তিনি এই ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নয়।’ গতকাল নোরার পাশাপাশি জেরা করা হয় পিঙ্কি ইরানিকেও। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ও নোরার সঙ্গে আলাপ করিয়েছিলেন এই পিঙ্কি। নোরা এদিন দাবি করেন যে, তাঁর সঙ্গে সুকেশের কখনও সাক্ষাৎ হয়নি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। এবং হোয়াটসঅ্যাপের সেই মেসেজের স্ক্রিনশটগুলিও দেখিয়েছেন নোরা।

    আরও পড়ুন: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    তিনি তাঁর তামিলনাড়ুতে “চ্যারিটি” ইভেন্টে সফরের বিস্তারিত ঘটনাও বলেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি এক্সসিড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রোমোটার আফসার জাইদির আমন্ত্রণে সেই ইভেন্টে গিয়েছিলেন ও অনুষ্ঠানটি সুপার কার আর্টিস্ট্রি দ্বারা অনুষ্ঠিত করা হয়েছিল। এরপর তদন্তকারীরা প্রশ্ন করেন যে, এই ইভেন্টে যাওয়ার জন্য কে তাঁর খরচের জন্য টাকা দিয়েছেন, তখন নোরা সুকেশের স্ত্রী লীনা পলের (Leena Paul) নাম উল্লেখ করেন। অফিসারদের আরও বলেছিলেন যে লীনা একটি ইভেন্টে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁকে একটি গুচি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন এবং তখনই তিনি জানতে পারেন যে তাঁকে একটি বিএমডব্লিউ উপহার দেওয়া হচ্ছে।

    ইকোনমিক উইং-এর বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, তদন্তে সাহায্য করেছেন নোরা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার জ্যাকলিন ও পিঙ্কিকে দিল্লি পুলিশের জেরা করার সময়ে তাঁরা বিতর্কে জড়িয়ে পড়ে। আরও জানা গিয়েছে যে, সুকেশ প্রথমে নোরাকে ফাঁসানোর চেষ্টা করলে সুকেশ ব্যর্থ হয় ও পরে জ্যাকলিনকে তাঁর জালে ফাঁসিয়ে নেয়। ফলে জ্যাকলিন চন্দ্রশেখরের দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়েছিলেন যে, তিনি তাকে “তার স্বপ্নের মানুষ” বলে ভাবতেন। এমনকি তাঁকে বিয়ে করার কথাও ভাবতেন। পুলিশের বিশেষ কমিশনার (ইওডব্লিউ) রবিন্দর যাদব জানিয়েছেন, তবে জ্যাকলিন সুকেশের বিষয়ে জানার পরেও তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙেনি। অন্যদিকে কিন্তু কিছু সন্দেহ করতে পারায় আগেই সুকেশ ও লীনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় নোরা। ফলে গতকাল তিনি বলেছেন, ‘তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সম্পর্কে জানতেন না’।

  • Raju Srivastava: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

    Raju Srivastava: নরেন্দ্র মোদি থেকে অমিতাভ বচ্চন, ‘কমেডি-কিং’ রাজুর অনুরাগী ছিলেন সকলেই

    মাধ্যম নিউজ ডেস্ক: কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর প্রয়াণে বলিউড থেকে রাজনৈতিক মহল, সর্বত্রই শোকের ছায়া। প্রায় দেড় মাসের লড়াই শেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি। তাঁর রয়েছে অসংখ্য ভক্ত। তাঁর শারীরিক অবস্থার খারাপ হওয়ার পর থেকেই তাঁর অসংখ্য অনুরাগীরা তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে জানেন কী, এই বিখ্যাত ‘কমেডি কিং’-এর অনুরাগীদের মধ্যে অন্যতম ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বলিউডের বিগ বি (Big B)।

    আগের এক সাক্ষাৎকারে রাজু জানিয়েছিলেন, তিনি অমিতাভ বচ্চনের সবচেয়ে বড় ভক্ত। তিনি সবার সামনে স্বীকার করেছিলেন যে কীভাবে তিনি তাঁর শৈশবের দিনগুলিতে বিগ বিকে অনুকরণ করতেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, “আমি অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ (Deewar) দেখার পর থেকে মিমিক্রি এবং কমেডির ভক্ত হয়ে গিয়েছিলাম। আমি তাঁর পোস্টার কিনে আমার বাড়িতে লাগাতাম। আমি তাঁর মত চুলের স্টাইল করে তাঁকে অনুকরণ করতে শুরু করেছিলাম। তখন লোকেরা আমাকে বিগ বি বলে সম্বোধন করত।”

    তবে শুধুমাত্র রাজু বিগ বি-এর ভক্ত ছিলেন না। অমিতাভ বচ্চনও রাজুর অনুরাগী ছিলেন। ফলে তাঁরা একে অপরের ভালো বন্ধুও হয়ে উঠেছিলেন।। জানা যায়, রাজু যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন, তখন রাজুর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বিগ বি। রাজুকে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেছিলেন, “রাজু এবার তো ওঠো। এখনও অনেক কাজ করতে হবে।”

    আরও পড়ুন: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    শুধুমাত্র বলিউড অভিনেতাদের কাছে নয়, রাজনৈতিক নেতাদের কাছেও ব্যাপকভাবে প্রিয় ছিলেন রাজু। ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর অনুকরণ উপভোগ করেন। রাজু জানিয়েছিলেন, মোদিজি নিজে চেয়েছিলেন তাঁর অনুকরণ যাতে তিনি করেন। কারণ মোদিজি মনে করেন, কাউকে অনুকরণ করাও একটি শিল্প।

    ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই সকলে ডাকতেন। ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন। তবে রাজু শ্রীবাস্তবের এত অনুরাগী থাকলেও তিনি জানিয়েছিলেন, তাঁর এই কাজকে আত্মীয়রা ভালো চোখে দেখেনি। কিন্তু তিনি সব কটুক্তি, বাধাকে সম্মুখীন করে তাঁর নিজের লক্ষ্যের জন্য এগিয়ে গিয়েছিলেন। পরে তিনি আমদানি আটানি খরচা রুপাইয়া, ম্যায়নে পেয়ার কিয়া-সহ বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেন। এমনকি ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

  • Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। আর ছবির প্রথম পার্ট ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে এই ছবির প্রধান অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) হলেও, মূল আকর্ষণ ছিল কিং খানের (Shah Rukh Khan) ক্যামিও। মাত্র কয়েক মিনিটের জন্য তাঁকে এই ছবিতে দেখা গেলেও শাহরুখ অনুরাগীদের মনে ঝড় তুলেছে তিনি। তাঁকে অল্প সময়ের জন্য দেখে শাহরুখ ভক্তদের মন ভরেনি। তাই এবারে বাদশাহ-র ভক্তরা এক আলাদাই দাবি করে পরিচালক অয়ন মুখার্জির কাছে।

    এই ছবিতে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যাঁর নাম মোহন ভার্গব, যিনি ‘বানরাস্ত্র’ (Vanarastra)-এর অধিকারী। আর এই চরিত্রে তাঁকে দর্শকরা আরও দেখতে চান। তাই শাহরুখ অনুরাগীদের দাবি, এবার ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক পূর্ণদৈর্ঘের একটি সিনেমা। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের জীবনের গল্প বলা হবে। আর এই নিয়েই নতুন ট্রেন্ডে ভরেছে সোশ্যাল মিডিয়া।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    আর শাহরুখ ভক্তদের এই দাবি হয়তো মেনে নিতে চলেছেন পরিচালক নিজেই। কারণ তিনি সংবাদমাধ্যমে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাহরুখ খানের চরিত্রটি প্রথম অংশেই সীমাবদ্ধ থাকবে না এবং সুপারস্টার অবশ্যই ফিরে আসবেন। তিনি বলেছেন, “অনুরাগীরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯-এ যখন শাহরুখের দৃশ্যটির শ্যুট হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি। ফলে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য পরিকল্পনা করছি।“

    প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। বক্স অফিসে ব্যবসা ভালো করলেও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই ছবির ভিএফএক্স নিয়ে প্রশংসা করলেও গল্পকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এখনও পর্যন্ত ভারতে ছবিটি ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখে এই মনে করা হচ্ছে যে, এই ছবিতে অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও শাহরুখ খানের চরিত্রই দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Prabhas: দশেরায় রামলীলায় রাবণের কুশপুতুল দাহ করবেন ‘রাম’ প্রভাস

    Prabhas: দশেরায় রামলীলায় রাবণের কুশপুতুল দাহ করবেন ‘রাম’ প্রভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মত এবারেও লাভ-কুশ রামলীলা কমিটি (Lav Kush Ramleela Committee) দশেরা (Dussehra) উৎসবে রামলীলার আয়োজন করেছে। কিন্তু এবারের রামলীলা অনুষ্ঠানে কিছু ধামাকাদার হবে বলেই আশা করা হয়েছিল। আর তেমনটাই হল। জানা গিয়েছে, এবারে দশেরায় রাবণের কুশপুতুল দাহ করবেন দক্ষিণের বিখ্যাত সুপারস্টার প্রভাস (Prabhash)। প্রতি বছরের মতো এবারও লাভ কুশ রামলীলা সমিতির তরফে রাবণ দহন অনুষ্ঠান নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার জনপ্রিয় সুপারস্টার প্রভাসের আগমনে বেশ উচ্ছ্বসিত কমিটির লোকজনসহ প্রভাস অনুরাগীরাও।

    জানা গিয়েছে, খুব শীঘ্রই বড়পর্দায় ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় রামের চরিত্রে আসতে চলেছে বাহুবলী। ‘আদিপুরুষ’ ভারতীয় পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তৈরি ছবি। বক্স অফিসে বেশ ভালো ফলাফল করতে পারে বলে আশা করা হচ্ছে। এই আসন্ন ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনের শেষ নেই। ফলে সিনেমা মুক্তি পাওয়ার আগেই প্রভাসকে রামের অবতারে দেখা যাবে, এই কথা জেনেই প্রভাস অনুরাগীদের উত্তেজনার শেষ নেই। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে পারে, ভেঙে যেতে পারে আগের সব রেকর্ডও।

    আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    লাভ কুশ রামলীলা সমিতির প্রধান অর্জুন কুমার এই বছরের পরিকল্পনা সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে দক্ষিণের শিল্পী প্রভাস তাঁর পরবর্তী ছবি আদিপুরুষে ভগবান শ্রী রামের ভূমিকায় অভিনয় করছেন। চলচ্চিত্রের মাধ্যমে খারাপের ওপর ভালোর জয়ের বার্তা দেবেন তিনি। সেই কারণেই এবার রাবণ দহনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রভাস। অর্জুন কুমার জানান, প্রতিবারের মতো এবারও রাবণ, কুম্ভকরন ও মেঘনাদের তিনটি কুশপুতুল থাকবে। বাতাসে তীর ছুঁড়ে প্রতিটি কুশপুতুলকে দাহ করবেন অভিনেতা প্রভাস। এর আগে অজয় দেবগন, জন আব্রাহামের মত তারকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবছর দশেরা উৎসব ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ও ৫ অক্টোবর বিজয়াদশমী।

    তবে এবারের প্যান্ডেলেও এক নতুন চমক নিয়ে আসতে চলেছে লাভ কুশ কমিটি। কারণ এ বছর প্যান্ডেলের থিম রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। প্রায় ১০০ ফুটের প্যান্ডেল তৈরি করা হবে। লাভ-কুশ রামলীলা সমিতি লাল কেল্লার মাঠে রামলীলার আয়োজন করবে। বিজয়াদশমীতে দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার প্রভাস উৎসবে যোগ দেবেন এবং রাবণের কুশপুতুল দাহ করবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share