Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Dr. Bhupen Hazarika: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের

    Dr. Bhupen Hazarika: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কিংবদন্তী সংগীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ৯৬ তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাল গুগল (Google), তাদের ডুডলের (Doodle) মাধ্যমে। এটিই প্রথম নয়, এর আগেও গুগলকে দেখা গিয়েছে জনপ্রিয়, স্মরণীয় ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে এমন ডুডল করে থাকে। তিনি একাধারে গায়ক, কবি, সংগীতশিল্পী, পরিচালক ও গীতিকার ছিলেন। এর পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত আসাম বিধানসভার বিধায়কও ছিলেন তিনি। ‘সুধাকণ্ঠ’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।

    ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভূপেন হাজারিকা। তবে তিনি যেন এখনও তাঁর সংগীতের মাধ্যমে মানুষের মনে বেঁচে আছেন। এই কিংবদন্তি শিল্পীর প্রতি গুগলের শ্রদ্ধাজ্ঞাপনে ভূপেন হাজারিকার অনুরাগীরাও খুশী হয়েছেন। প্রায় ছয় দশক ধরে তিনি কাজ করেছেন প্রায় কয়েকশ ছবিতে। গুগলের এই বিশেষ সম্মান জানানোর পদ্ধতি প্রায় সবারই জানা। তাই আজও তার কোনও ব্যতিক্রম হয়নি। এই ডুডলে দেখা যায়, হারমোনিয়াম নিয়ে বসে রয়েছেন এই সংগীতশিল্পী। এই ডুডলটি তৈরি করেছেন মুম্বইয়ের অতিথিশিল্পী রুতুজা মালি (Rutuja Mali )।

    আরও পড়ুন: ‘ওয়েদার উম্যান অফ ইন্ডিয়া’- কে ১০৪তম জন্মদিনে শ্রদ্ধা জানাল গুগল ডুডল

    ১৯২৬ সালের ৮ই সেপ্টেম্বর আসামে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ব্রহ্মপুত্রের তীরে সেখানকার সংস্কৃতি আর লোকগানকে আঁকড়ে ধরেই তাঁর বড় হওয়া। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম গান রেকর্ড করা হয়েছিল। এরপর তিনি ১৯৪২ সালে কলাবিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপরই তিনি পাড়ি দেন নিউ ইয়র্কের উদ্দেশে। সেখানে পাঁচ বছর থেকে ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করে দেশে ফিরে আসেন।

    পড়াশোনার শেষ করে গুয়াহাটিতে অল ইন্ডিয়া রেডিওর হয়ে গান গাইতে শুরু করেন তিনি। তিনি একাধিক বাংলা গান হিন্দিতে অনুবাদ করেও গেয়েছেন। এরপর তিনি অসংখ্য গান তৈরি করেছেন। তাঁর গানের মাধ্যমে তিনি মানুষের গল্প তুলে ধরতেন। তাঁদের সুখ-দুঃখের গল্প, ঐক্য এবং সাহস, রোম্যান্স এবং একাকীত্ব এবং দ্বন্দ্ব ও সংকল্পের গল্প তিনি তাঁর গানের মাধ্যমে তুলে ধরেন।

    ‘রুদালি’, ‘মিল গয়ি মনজিল মুঝে’, ‘দরমিয়াঁ’, ‘গজগামিনি’, ‘দামন’, ‘কিউঁ’-এর মতো গানের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে গিয়েছিলেন তিনি। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী (১৯৭৭), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯২), পদ্ম ভূষণ (২০০১)-এর মতো পুরস্কার। এছাড়াও তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ (২০১১) এবং ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন (২০১৯) দিয়ে সম্মানিত করা হয়।

  • OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    OTT Play Awards: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ছিল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২ (OTT Play Awards 2022) -এর অনুষ্ঠান। ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে। এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা, সেরা ডায়লগ- সহ একাধিক বিভাগে ওটিটি প্ল্যাটফর্মের শিল্পীদের পুরস্কৃত করা হয়েছে। এই সর্বপ্রথম প্যান-ইন্ডিয়া ওটিটি পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হল সারা দেশ থেকে সবচেয়ে আকর্ষণীয় ওটিটি সিনেমা, শো, অভিনেতা এবং সিনেমা নির্মাতাদের পুরস্কার দিয়ে তাঁদের সম্মান জানানো। আর সেখানে পিছিয়ে নেই বাংলাও। বাংলা ভাষা থেকেও অনেকে নমিনেশনে এসেছে ও পুরস্কারও জিতেছে। ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় । সেইসঙ্গে ‘আরণ্যক’-এর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।  ওটিটি প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডসে কে পেল সেরা সিরিজ, সেরা সিনেমার পুরস্কার, কেই বা হলেন সেরা অভিনেতা, অভিনেত্রী, একনজরে দেখে নেওয়া যাক…

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম (জনপ্রিয়) – জয় ভীম, শেরশাহ।

    সেরা ওয়েব অরিজিনাল ফিল্ম(জুরি) – দাসভি।

    সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) – দ্য ফ্যামিলি ম্যান।

    সেরা ওয়েব সিরিজ (জুরি) – তাব্বার।

    ওটিটি প্লে রিডার্স চয়েস অ্যাওয়ার্ড: সেরা সিরিজ – ভিলাঙ্গু।

    সেরা পরিচালক (চলচ্চিত্র)– সুজিত সরকার (সর্দার উধম)।

    সেরা পরিচালক (সিরিজ) – রাম মাধবনি, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্য 2)

    দশকের চলচ্চিত্র নির্মাতা – পা. রঞ্জিত।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়) (চলচ্চিত্র) – কার্তিক আরিয়ান (ধামাকা)।

    সেরা অভিনেত্রী (জনপ্রিয়) (চলচ্চিত্র) -তাপসী পান্নু (হাসিন দিলরুবা)।

    সেরা অভিনেতা পুরুষ (জুরি) (চলচ্চিত্র) – আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জুরি) (চলচ্চিত্র)– বিদ্যা বালান (জলসা)

    সেরা অভিনেতা পুরুষ (জনপ্রিয়)(সিরিজ)– তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখিন)।

    শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা (জনপ্রিয়)(সিরিজ) – রাভিনা ট্যান্ডন (আরণ্যক)।

    সেরা অভিনেতা (জুরি)(সিরিজ) – মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)।

    সেরা সাপোর্টিং অভিনেতা পুরুষ (সিরিজ) – পরমব্রত চ্যাটার্জি (আরণ্যক)।

    সেরা সহ-অভিনেতা মহিলা (সিরিজ) – কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরি 26/11)।

    সেরা গল্প (চলচ্চিত্র) – মহেশ নারায়ণন (মালিক)।

    সেরা সংলাপ (চলচ্চিত্র) – কনিকা ধিল্লন (হাসিন দিলরুবা)।

    সেরা গল্প (সিরিজ) – চারু দত্ত (আরণ্যক)।

    সেরা চিত্রনাট্য (সিরিজ) – পুষ্কর, গায়ত্রী (সুজল)।

    সেরা সংলাপ (সিরিজ) – অনির্বাণ (মান্দার)। ওটিটি-এর সেরা অনস্ক্রিন কাপল- ধ্রুব সেহগাল, মিথিলা পালকার (লিটল থিঙ্কস)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার পুরুষ – গুরু সোমসুন্দরাম (মিনাল মুরালি)।

    ব্রেকথ্রু পারফরম্যান্স অফ দ্য ইয়ার মহিলা – সারা আলী খান (আতরঙ্গি রে)।

    ওটিটি পারফর্মার অফ দ্য ইয়ার – রাজেন্দ্র প্রসাদ (সেনাপতি)।

    নিউ ওয়েভ সিনেমায় অগ্রণী অবদান – রাজ বি শেট্টি ও রিশব শেট্টি।

  • Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    Brahmastra Box Office: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)। বিদেশি আদলে তৈরি এই সাইফাই সিনেমা নিয়ে ভীষণ উৎসাহিত ছিলেন ভারতীয় দর্শক। আর তাতেই অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাকে প্রথম দিনের ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতীয়রা। কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েও প্রথমদিনেই এই ছবি আয় করল ৩৫-৩৬ কোটি টাকা (Brahmastra box office collection)। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গিয়েছে সিনেমাটি। যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি।

    আরও পড়ুন: ভূপেন হাজারিকার ৯৬তম জন্মদিন, ডুডল তৈরি করে শিল্পীকে শ্রদ্ধা গুগলের  

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। শুক্র-শনি-রবি মিলিয়ে এই সিনেমার অ্যাডভ্যান্সড বুকিং ৬০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। যদিও এরপরেও নিশ্চিন্ত হতে পারেননি ছবির নায়ক। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেন, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তাঁর নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যে কোনও সময় বদলে যেতে পারে খেলা।  

    Boxofficeindia.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, সব ভাষা মলিয়ে ব্রহ্মাস্ত্রের প্রথম দিনের ব্যবসা ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভাষা আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যপী আয় ৮-১০ লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।  

    এসএস রাজামৌলির ‘বাহুবলি ২’- প্রথম সিনের আয় ছিল ৪১ কোটি। সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল এই সিনেমার বক্স অফিস আয়।

    আরও পড়ুন: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়
     
    ব্রহ্মাস্ত্র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমা সমালোচকরা। রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম আকর্ষন। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানেই উন্মোচিত হবে ছবির আসল গল্প। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ আন্তর্জাতিক মানের। বড় পর্দায় এই সিনেমা দেখার অভিজ্ঞতা মিস করবেন না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Web Series on Rajiv Assassination: ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’, ওটিটি পর্দায় রাজীবহত্যা রহস্য 

    Web Series on Rajiv Assassination: ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’, ওটিটি পর্দায় রাজীবহত্যা রহস্য 

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনটা ছিল ২১ মে। আর সালটা ১৯৯১। তামিলনাডুর মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে ৩০ মাইল দূরে শ্রীপেরুম্বুদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার সভায় এক আত্মঘাতী জঙ্গির হাতে নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi)। সেই সময় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) সভাপতিও ছিলেন তিনি । কেটে গিয়েছে ৩১টা বছর। কিন্তু এখনও রাজীবহত্যার স্মৃতি ভারতীয়দের মনে দগদগে ক্ষতের মতোই রয়ে গিয়েছে। এই ঘটনার পিছনের অনেক সত্যিই আজও শিহরিত করে আমাদের। নয়ের দশকের সেই অভিশপ্ত সময়কেই ফিরিয়ে আনছেন পরিচালক নাগেশ কুকুনুর (Nagesh Kukunoor)। ওয়েব সিরিজের মাধ্যমে।

    আরও পড়ুন: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার     

    রাজীব গান্ধী হত্যার পিছনে রয়েছে কোন গল্প মূলত সেই রহস্যই উন্মোচন করবেন পরিচালক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগেশ কুকুনুর, এর আগে ‘সিটি অফ ড্রিমস’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিলেন। এই ছবির প্রযোজনা করেছিল অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট (Applause Entertainment)। আবারও এই প্রযোজনা সংস্থার হাত ধরেই পরিচালক কুকুনুর পর্দায় ফুটিয়ে তুলবেন রাজীবহত্যা রহস্য। 

    অনিরুদ্ধ মিত্রর (Anirudhya Mitra) সদ্য প্রকাশিত বই ‘নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন’ (Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassin)- এর  ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজটি। সিরিজের নাম ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’ (Trail of an Assassin)। হত্যাকারীর গল্প তুলে ধরা হবে সেই সিরিজের মাধ্যমে। 

    আরও পড়ুন: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    প্রাক্তন সাংবাদিক, অনিরুদ্ধ মিত্র সেই সময় রাজীব গান্ধী হত্যার খবর করেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু এক্সক্লুসিভ খবর ব্রেকও করেছিলেন তিনি। সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল কীভাবে এই হত্যার প্লট খুঁজে বের করে? কীভাবে ঘাতকদের সনাক্ত করা হয়? এই ঘটনার মাস্টারমাইন্ড কে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সিরিজে।   
     
    সোশ্যাল মিডিয়ায় এই ছবিরই ফাস্ট পোস্টার লুক প্রকাশ করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট। সূত্রমতে, অল্প সময়েই মুক্তি পাবে সিরিজটি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Applause Entertainment (@applausesocial)


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাট (Ranbir Kapoor-Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই এক দুর্দান্ত খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সিনেমা দেখার জন্য এখন থেকেই অগ্রিম বুকিং (Advance Booking) করা শুরু হয়ে গিয়েছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, বড় পর্দায় রণবীর-আলিয়াকে একসঙ্গে প্রথমবার দেখার জন্য তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কিছুদিন আগেই বয়কট ট্রেন্ডের মুখোমুখি হয়েছিল এই ছবি। এই ছবিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে একাধিক অভিযোগ এনেছিল নেটিজেনরা। আবার আলিয়ার এক মন্তব্যের জেরেও এই ছবি বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে এই অগ্রিম বুকিং-এর এই খবর সামনে আসাতে বোঝা যাচ্ছে, বেশিরভাগ মানুষই এই বয়কটের ডাককে তোয়াক্কা না করে এই সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    সূত্রের মতে, অয়ন মুখার্জির (Ayan Mukherjee) পরিচালিত এই ছবির জন্য ২৪ ঘন্টারও কম সময়ে প্রায় ২০০০ টি টিকিট বিক্রি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। করোনা আবহের পর থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই খারাপ। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এই পরিস্থিতিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সবার এত উত্তেজনা দেখে অনুমান করা হচ্ছে যে বক্স অফিসে এই ছবি হিট হতে চলেছে। এমনকি কোভিড পরবর্তী ছবিগুলোর মধ্যে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে রেকর্ড গড়ে তুলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি।

    এছাড়াও বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে রণবীর কাপুরের ছবিটি প্রথম দিনেই ১৮  থেকে ২২ কোটি টাকার ব্যবসা করবে। তবে এবারে অগ্রিম বুকিং রেট দেখে অনুমান করা হচ্ছে, বক্স অফিসে এই ছবি ২২ কোটিরও বেশি ব্যবসা করতে পারে।

    প্রসঙ্গত, রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি একটি ট্রিলজি হিসাবে তৈরি করা হয়েছে। ফলে এরপরেও আরও দুটো পার্ট আসতে চলেছে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায় এবং অন্যান্যদের সহ বিভিন্ন তারকা অভিনয় করেছে। তাছাড়াও এই ছবির ভিজ্যুয়ালস, ভিএফএক্স হতে চলেছে অন্য রকমের। চোখধাঁধানো ট্রেলার আগেই মানুষের নজর কেড়েছে। ছবির গল্প থেকে ভিজ্যুয়াল, সব জুড়ে রয়েছে চমক। ফলে সবমিলে আশায় বুক বেঁধেছেন দর্শকেরা।

  • Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: টিজারই দর্শকদের নজর কেড়ে নিয়েছিল, তবে এবারে জানা গিয়েছে, বেদার চরিত্রে হৃত্বিককে তিন অবতারে দেখা যাবে। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সইফ আলি খানের অনুরাগীরা নতুন ছবি ‘বিক্রম বেদা’-র ট্রেলারের জন্য বহুদিন ধরেই আশায় বসেছিলেন। এবারে তাঁদের এই অপেক্ষার অবসান হল। কারণ গত ৪ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার। আর সেখানেই জানা গিয়েছে, এই ছবির ট্রেলার মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর।

    ট্রেলারের জন্য তো উত্তেজনা ছিলই, তবে ছবিতে বেদের চরিত্রে হৃতিককে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে অর্থাৎ বিক্রম বেদা ছবিতে তিন আলাদা অবতারে দেখা যাবে হৃত্বিককে। আর এই খবর ছড়িয়ে পড়তেই হৃত্বিকের ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। জানা গিয়েছে, হৃত্বিকের কাছে এই ছবিটি বিশেষ হতে চলেছে। কারণ বিক্রম বেদা হৃত্বিকের ২৫ তম ছবি।

    ‘বিক্রম বেদা’ টিজারটি দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং হিন্দি সিনেমার টিজারের মধ্যে এই সিনেমার টিজারকেই সর্বাধিক পছন্দের টিজার হিসাবে ধরা হয়েছে। অ্যাকশন-থ্রিলারে ভরা এই ছবিতে এক সৎ, নিষ্ঠাবান পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফকে। অন্যদিকে, তাঁর সবচেয়ে বড় শত্রু গ্যাংস্টার বেদার ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। উল্লেখ্য, ২০১৭ সালের সুপারহিট তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই নতুন ছবিটি।

    আরও পড়ুন: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    সূত্রের খবর অনুযায়ী, ‘বিক্রম বেদা’ ছবিতে বেদার যাত্রা এবং তাঁর কাহিনী দেখানো হবে। আর এই জন্যই হৃতিককে ছবিতে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে। বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, অভিনেতা হিসেবে হৃতিক সবসময়ই তার অনস্ক্রিন চরিত্রকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর প্রথম ছবি ‘কাহো না.. প্যায়ার হ্যায়’ থেকে তাঁর শেষ ছবি ‘সুপার 30’ এবং ‘ওয়ার’ পর্যন্ত, হৃত্বিক নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাঁর ভক্তদের মন জয় করেছেন। তাই এবারও তাঁর অনুরাগীরা আশায় বুক বেঁধেছে যে হৃত্বিক এবারও নতুন চমক নিয়ে আসবেন ও তাঁর চরিত্রের মাধ্যমে ফ্যানদের মুগ্ধ করবেন।

    এই ছবির লুক, টিজার সামনে আসতেই দর্শকরা তাঁর অনেক প্রশংসা করেছেন। উল্লেখ্য, তামিল ছবি ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল যথাক্রমে বিক্রম ও বেদার ভূমিকায়। সেই ছবিটি পরিচালনা করেছিলেন পুষ্কর এবং গায়ত্রী। এবার এই হিন্দি রিমেকটিও তাঁরাই পরিচালনা করেছেন। এছাড়াও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’। ‘বিক্রম বেদা’ যে চলতি বছরের অন্যতম সুপারহিট সিনেমা হতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না।

     

  • OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য এবারে আসতে চলেছে দারুণ খবর। চলতি বছরের সেপ্টেম্বর মাস বেশ জমজমাট হতে চলেছে। কারণ প্রচুর সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও রিলিজ হতে চলেছে এই মাসে। আর করোনা আবহের মধ্যে তো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। আর এই ছবিগুলোর অনেক ছবি, ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মের এক আলাদাই ফ্যানবেস রয়েছে, আর বহু প্রতীক্ষিত এই ছবিগুলো এই মাসে রিলিজ করার কারণে সবার উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এই ফিল্ম গুলি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে। দর্শকরা অধির আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিল এই সিনেমাগুলি দেখার জন্য। তবে দেখে নেওয়া যাক আজ ওটিটি প্ল্যাটফর্মে কী কী ছবি রিলিজ হতে চলেছে…

    কাঠপুতলি (Cuttputlli)

    অক্ষয় কুমারের মুক্তি পাওয়া ৩ টি সিনেমা এই বছর বক্স অফিসে ফ্লপ হয়েছে। চলতি মাসের ২ তারিখে অর্থাৎ আজ অক্ষয়ের ‘কাঠপুতলি’ নামের আরেকটি ছবি ওটিটি প্ল্যাটফর্ম Disney+Hotstar-এ মুক্তি পেতে চলেছে। যেখানে তাঁকে আবারও পুলিশের চরিত্রে দেখা যাবে। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত ছবিটি অ্যাকশন সিনেমাই হতে চলেছে। তবে দেখা যাক, অক্ষয় এবারে তাঁর অনুরাগীদের মন রাখতে পারনেন কি না।

    লর্ড অফ দ্য রিংস: রিংস অফ পাওয়ার  (Lord Of The Rings: Rings Of Power)

    এই সিরিজটি বিখ্যাত উপন্যাস ‘লর্ড অফ দ্য রিংস’-এর থেকে অনুপ্রাণিত হয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। এটি আমেরিকার একটি টেলিভিশন শো। যা ২ সেপ্টেম্বর Amazom Prime-ই রিলিজ হয়েছে।  এটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    আরও পড়ুন: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

    ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ২ (Fabulous Lives of Bollywood Wives Season 2)

    করণ জোহার পরিচালিত এই সিরিজটি একটি হিট আন্তর্জাতিক সিরিজ ‘দ্য রিয়েল হাউসওয়াইভস’ দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। এটি Netflix-এ আজ রিলিজ হতে চলেছে।

    খুদা হাফিজ ২(Khuda Haafiz Chapter 2)

    ফারুখ কবির পরিচালিত খুদা হাফিজ ২ একটি অ্যকশন-থ্রিলার সিনেমা এবং এটি খুদা হাফিজ ছবির দ্বিতীয় পার্ট। এই ছবিটি বড় পর্দায় ৮ জুলাই রিলিজ হয়েছিল তবে আজ Zee5-এ রিলিজ হতে চলেছে।

    বিক্রান্ত রোনা (Vikrant Rona)

    এই বছরে ২৮ জুলাই এই ছবিটি বড় পর্দায় এসেছে এবং এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই অনেক চর্চা শুরু হয়। এটি Zee5-এ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দেড় মাসেই সম্পর্কের ইতি! অন্তত ললিত মোদির (Lalit Modi) ইন্সটাগ্রাম প্রোফাইল দেখে অনেকে এটাই অনুমান করেছেন যে, তাঁদের সম্পর্ক হয়তো ভেঙে গেছে। মাত্র দেড় মাস আগের কথা, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেমে পড়ার কথা গর্বের সঙ্গে জানিয়েছিলেন। ট্যুইটারে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে স্বীকৃতি দিয়েছিলেন। তবে কী এমন হল যে, হঠাৎ তাঁদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে? আর এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে।

    দেখা গিয়েছে, ললিত মোদি তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে সুস্মিতার সঙ্গে নিজের ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন। শুধু তাই নয়, ট্যুইটার, ইন্সটাগ্রাম বায়ো দুই থেকেই সুস্মিতার নাম সরিয়ে দিয়েছেন। আর সেই থেকেই নেটিজেনরা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে, হয়তো তাঁরা এখন আর রিলেশনে নেই। তবে সুস্মিতা ও ললিতের সম্পর্ক ভাঙা নিয়ে তাঁরা কিছুই প্রকাশ করেননি। কিন্তু ললিতের ইন্সটাগ্রামে কিছু পরিবর্তন নেটিজেনদের নজরে আসে এবং তা থেকেই তাঁদের বিচ্ছেদর গুজব রটতে শুরু করে।

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ জুলাই ললিত মোদি ১৯৯৪ সালের মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করে রীতিমতো ঝড় তুলছিলেন। সেসময় তাঁদের অনেক ব্যঙ্গ-বিদ্রুপ, নেতিবাচক মন্তব্যও শুনতে হয়েছিল। এমনকি ললিত যে সুস্মিতার সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন, সেই ছবিও শেয়ার করেছিলেন। তাঁকে ‘বেটার হাফ’ বলে ট্যুইটারে লিখলে অনেকে এও মনে করেছিলেন যে তাঁরা হয়তো বিয়ে করেছেন, কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরই ট্যুইট করে ললিত লেখেন, বিয়ে করেননি, কিন্তু সম্পর্কে আছেন। বিয়েটাও হয়তো করবেন। শুধু তাই নয়, ললিত তাঁর ইনস্টা বায়োতে লেখেন, ‘‌অবশেষে পার্টনার ইন ক্রাইমের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার ভালোবাসা সুস্মিতা সেন।’‌ তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সুস্মিতা। আবার এই সম্পর্ককে প্রত্যক্ষভাবে অস্বীকারও করেননি।

    আর এই গুজব রটে যেতেই আবারও নেটিজেনদের একাংশ একাধিক ‘মিম’ নিয়ে হাজির। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তাঁদের নিয়ে ঠাট্টা-মশকরা।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। খুব শীঘ্রই বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে তাঁদের জীবনে আনতে চলেছেন। গতকালই বিপাশা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে বিপাশা ও করণের অনুরাগীরা এই ভিডিওটিকে ‘কিউট’ বলেছেন। এই ভিডিওতে বিপাশাকে তাঁর বেবি বাম্পকে ফ্লন্ট করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে এই ভিডিওটি।

    [insta]https://www.instagram.com/reel/ChyiPgHAF8_/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিওতে নিজের বেবি বাম্পের ওপরে হাত বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে বিপাশা বসুকে। একটি সবুজ রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে বিপাশাকে। ভিডিওটি শেয়ার করে বিপাশা একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেমন, “#mamatobe #loveyourself #loveyourbody #grateful #blessed”। বিপাশার এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন কমেন্ট করছেন তাঁরা। এক ইউজার লেখেন, ‘বেশি করে নিজের যত্ন নিন।’ আরও এক ইউজার লেখেন,’আপনার প্রেগন্যান্সি গ্লো দারুণ।’ অন্যদিকে অভিনেত্রী আরতি সিং লেখেন, “Babyyyyyyy coming, Jai Mata di”।

    আরও পড়ুন: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি

    প্রসঙ্গত, ২০১৫ সালের ‘হরর ফিল্ম’ ‘Alone’ এর সেটে প্রথম দেখা হয়েছিল বিপাশা ও করণ সিং-এর। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন করণ-বিপাশা। বিপাশা করণের তৃতীয় স্ত্রী। একেবারে বাঙালি মতেই বিয়ে করেন বিপাশা-করণ। তাঁদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে প্রতিবারই এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এই বং বিউটি। তবে ২০২২ সালে এই তারকা জুটির পরিবারে নতুন সদস্য আসার সুখবর জানিয়েছেন করণ-বিপাশা।

    কিছুদিন ধরেই বিপাশার মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। একটি ফটোশ্যুটের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বিপাশা বসু নিজেই। প্রকাশ্যে এনেছেন তাঁর বেবি বাম্প। ১৬ অগাস্ট নিজের প্রেগন্যান্সি ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। সেখানেই দেখা যাচ্ছে সাদা ব্যাগি সাইজ শার্ট পরে রয়েছেন বিপাশা। এই খবর সামনে আসতেই  শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সেলিব্রিটিরা। মালাইকা আরোরা থেকে সফি চৌধুরী, মাহি ভিজ, ডায়না পেন্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

    [insta]https://www.instagram.com/p/ChT3SgaNdJF/?utm_source=ig_web_copy_link[/insta]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share