Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ronit Roy: কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইনে রণিত রায়, ছবি শেয়ার করে কী লিখলেন?

    Ronit Roy: কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইনে রণিত রায়, ছবি শেয়ার করে কী লিখলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত টেলিভিশন ফিল্ম জগতে এক চেনা মুখ রণিত রায় (Ronit Roy)। বিভিন্ন হিন্দি, তেলুগু এবং বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়াও বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয় করেন রণিত রায়, এমনটাই বলেন তাঁর অনুরাগীরা। জন্মসূত্রে বাঙালি হলেও তাঁর শৈশব কেটেছে গুজরাটের আমেদাবাদে। তাছাড়াও জীবনের একটা লম্বা সময় মুম্বইয়ে কাটিয়েছেন। আর সেখান থেকেই তাঁর এই টেলিভিশন ও অভিনয়ের যাত্রা শুরু। জীবনের অনেকটা অংশ বাংলার বাইরে কাটলেও বাংলার সঙ্গে তাঁর অন্য সম্পর্ক। বাংলাতে এবার বেশ কিছুটা সময় নিয়েই এসেছেন তিনি তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের জন্য। শান্তিনিকেতন এবং বর্ধমানের আয়ুশগ্রামের রাজবাড়িতে শুটিং করেছেন তিনি। শান্তিনিকেতনে পৌঁছেই প্রথমে কঙ্কালীতলায় যান অভিনেতা। সেখানে পুজোও দেন তিনি।

    সমাজমাধ্যমে কঙ্কালীতলায় পুজো দেওয়ার ছবি (Ronit Roy) 

    রণিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের পুজো দেওয়ার ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “মা কালী আর ভোলে বাবা আমাকে টেনেছেন, তাই আমি আগে এখানে পৌঁছেই পুজো দিতে এসেছি। কী সুন্দর পুজো দিলাম! কঙ্কালী মায়ের পূজো দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন এসে আমাকে (Ronit Roy) দেখে সোজা মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেলেন, পুরোহিত মশাই আমার পুজো নিলেন। সেই সময় আমার মনে হচ্ছিল ভোলেবাবা আমার জন্য গোটা মন্দিরের দ্বার খুলে দিয়েছেন। সেই সময় বাইরে আরও অনেকে পুজো দেওয়ার জন্য লাইনে ছিলেন। পুজো শেষে আমার অনুরাগীদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেলাম। এটি আমার অনেক বড় প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব!” 

    ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনে শুটিং (Ronit Roy)

    প্রসঙ্গত আগামী ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনে শুটিং করবেন তিনি (Ronit Roy)। এই নতুন ছবিটির নাম ‘মা’। এতে অভিনয় করতে দেখা যাবে কাজলকে। এই ছবির পরিচালক বিশাল ফারিয়া জানিয়েছেন, আগামী ৭ তারিখে আবার কলকাতায় ফিরে সেখানে শুটিং পর্ব সারবেন তাঁরা। ছবির পরিচালক বিশাল ফুরিয়া এর আগে নুসরত ভারুচার ‘ছোরি’ ছবির পরিচালনা করেছিলেন। এবার কাজল-রণিতের ছবির দায়িত্বে তিনি। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Web Series: রবিনসন স্ট্রিটের সেই হাড় হিম করা ঘটনাই এবার উঠে আসছে ওয়েব সিরিজে

    Web Series: রবিনসন স্ট্রিটের সেই হাড় হিম করা ঘটনাই এবার উঠে আসছে ওয়েব সিরিজে

    মাধ্যম নিউজ ডেস্ক: সালটা ২০১৫, গোটা কলকাতা থেকে শুরু করে ভারতবর্ষ সাক্ষী ছিল এক ভয়ঙ্কর ঘটনার। এমন ঘটনা যা শুনে, দেখে চমকে উঠেছিল মানুষ। কলকাতার রবিনসন স্ট্রিট, সেখানে এক বাড়িতে মৃতদেহ দীর্ঘ সময় ধরে আগলে রেখেছিলেন পার্থ দে নামে এক ব্যক্তি। ২০১৫ সালের ১০ জুন, রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় বছর ৭৭-এর এক বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ। আর এখান থেকেই ঘটনার শুরু। তদন্তে নামে স্থানীয় পুলিশ, আর এর পর উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, এই বাড়িতে অগ্নিদগ্ধ দেহ ছাড়াও পুরনো এক মৃতদেহ আগলে রেখেছিলেন ওই ব্যক্তি। সেই বাড়ির মালিক অর্থাৎ মূল ব্যক্তি পার্থ দে তাঁর দিদি দেবযানী দে-র কঙ্কালের সঙ্গে মাসের পর মাস বাস করতেন। এমনকী দিদির কঙ্কালকে নাকি খেতেও দিতেন তিনি। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনে নানা প্রশ্ন জাগিয়ে তুলেছিল, নানা অলৌকিক যুক্তি দিয়েও মানুষ একে বিচার করতে থাকে। এবার ৯ বছর পর সেই ঘটনাই উঠে আসবে। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি (Web Series) রবিনসন স্ট্রিট হরর স্টোরি, যার ট্রেলার ইতিমধ্যে রিলিজ করেছে বাংলা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

    দর্শকদের উন্মাদনা সৃষ্টি (Web Series)

    হাড় হিম করা এই বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘রবিনসন স্ট্রিট হরর স্টোরি’। এই ঘটনা নিয়ে নানা বিশেষজ্ঞদের নানা মত নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যা (Web Series) আবার আমাদের ২০১৫ সালের সেই দিনে ফিরিয়ে নিয়ে যাবে। ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের উন্মাদনা সৃষ্টি হয়। এই সম্পূর্ণ ডকুমেন্টারি সিরিজটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে।

    মুখিয়ে আছেন অনেকে (Web Series)

    রবিনসন স্ট্রিটের এই ঘটনা এমন একটি ঘটনা, যা নানা প্রশ্নের সৃষ্টি করে। কেউ  বিষয়টিকে ভৌতিক দিক থেকে বিচার করেন, ঠিক তেমনই আবার মানসিক দিক নিয়েও নানা প্রশ্ন উঠেছে এই ঘটনায়। সিরিজটি কেমন হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন অনেকে। বাংলায় এই ধরনের ডকুমেন্টারি সিরিজ (Web Series) আগে হয়নি বলেই জানাচ্ছেন সবাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    Animal Movie: সমালোচনা নস্যাৎ করে ‘অ্যানিম্যাল”-এর পাশেই দাঁড়ালেন পরিচালক করণ জোহর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছে সিনেমাটি (Animal Movie)। জনপ্রিয়তার পাশাপাশি অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে এই সিনেমাকে। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গাও এই ধরনের ছবি পরিচালনা করে কটাক্ষের শিকার হন বলিউড জগতে। সেই সময় অনেকেই বলিউডে এই ধরনের ছবি বানানো উচিত নয় বলে মন্তব্য করেন। কারণ এই ছবিতে উগ্র পুরুষত্ববাদ, নারীদের প্রতি বিদ্বেষ প্রভৃতি দেখানো হয়েছে। কিন্তু এত কিছু সমালোচনার পরে বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর এই সিনেমার পাশে এসে দাঁড়ালেন। বলিউডে যে এই ধরনের সিনেমা তৈরি হয়েছে, তা করণের কাছে খুবই প্রশংসনীয়। এই ধরনের ছবি নাকি তাঁর ভালোই লেগেছে।

    কী জানিয়েছেন করণ জোহর? (Animal Movie)

    প্রথম থেকেই করণ জোহর বলিউডে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি বানিয়ে আসছেন। আর তিনি ভিন্ন স্বাদের ছবি বানাতেই ভালোবাসেন। কীভাবে মানুষকে একটি ছবির প্রতি আকৃষ্ট করা যায়, তার স্ট্র্যাটেজি করণ জোহর অনেক আগে থেকেই অনুসরণ করেন। যে সময় অ্যানিম্যাল নিয়ে সমালোচনা শুরু হয়, ঠিক সেই সময় করণের মুখে অন্য সুর। বরং তাঁকে উল্টোটাই বলতে শোনা যায়। তিনি বলেন, অ্যানিমাল-এর মতো ছবি নাকি তাঁর ভালোই লেগেছে। পরিচালক সন্দীপের প্রথম ছবিতেই তিনি গভীরতা খুঁজে পেয়েছেন। করণ জানান, “যেভাবে সবকিছু স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। স্ক্রিপ্ট রাইটিং, সংলাপ, শব্দ পরিকল্পনা (Animal Movie) এতটাই নিখুঁত যে বলিউডে এটি অন্য মাত্রা এনে দিয়েছে। একজন পরিচালক হিসেবে আমার সত্যিই সিনেমাটি পছন্দ হয়েছে।’’

    আর কী বললেন তিনি? (Animal Movie)

    এছাড়াও তিনি বলেন, “রণবীরের অসাধারণ অভিনয় দক্ষতা আমার বিশেষভাবে পছন্দ হয়েছে। তাঁর মতো এই হিংস্র রূপ অর্থাৎ স্ক্রিনে একটা অ্যানিমাল হয়ে ওঠা অন্য অভিনেতার পক্ষে সত্যি কঠিন। কিন্তু রণবীর তা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন।” এক কথায় অ্যানিমাল (Animal Movie) নিয়ে প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর। বলিউডে এটি একদম ভিন্ন স্বাদের ছবি বলেই দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dolly chaiwala: ডলি ভাইয়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-কর্তা বিল গেটস, কে এই ডলি?

    Dolly chaiwala: ডলি ভাইয়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-কর্তা বিল গেটস, কে এই ডলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেউ ভালোবেসে নাম রেখেছেন নাগপুরের জ্যাক স্প্যারো। কেউবা আবার জনি ডিপ। ঠিক ধরেছেন, এখানে ভারতের ভাইরাল চাওয়ালা ডলি ভাইয়ের কথাই বলা হচ্ছে। অভিনব কায়দায় চা বিক্রি করে বিগত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াতে আইকন চাওয়ালা (Dolly chaiwala) হিসেবেই বিখ্যাত ডলি। হঠাৎ আবার সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে  রাতারাতি শিরোনামে ডলি ভাই। কারণ একটাই, এবার ডলি ভাইয়ের চায়ের দোকানে চা খেলেন খোদ মাইক্রোসফট-এর মালিক বিল গেটস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিল-ডলির চায়ে পে চর্চা এখন ইন্টারনেট জগতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।

    কী দেখা গিয়েছে ভিডিওটিতে? (Dolly chaiwala)

    ডলি ভাইকে পুরনো ছন্দেই দেখা মেলে ভিডিওতে। মাথায় লম্বা চুল, কানে হেডফোন, চোখে সানগ্লাস আর দুর্দান্ত স্টাইল নিয়ে অভিনব কায়দায় চা বানাচ্ছেন তিনি। পাশে দাঁড়িয়ে বিল গেটস। আর তিনি ডলিকে বলছেন, “এক কাপ চায়ে প্লিজ”। আর ডলি তাঁর জন্য চা বানাতে শুরু করলেন। গরম দুধ-চায়ে চুমুক দিতেই এক রাশ আনন্দের ছাপ দেখা গেল বিলের মুখে, আর বলেই উঠলেন “আহা!”। ডলির স্টাইল, কায়দা বেশ মজার সাথেই উপভোগ করতে দেখা যায় বিল গেটসকে।

    এই ব্যাপারে ডলি কী জানালেন? (Dolly chaiwala)

    প্রথমত, ডলি জানতেন না তিনি কার সাথে তাঁর বিখ্যাত এই চা শেয়ার করতে চলেছেন। তিনি সামান্য এক বিদেশি অতিথি ভেবেছিলেন বিল গেটসকে। কিন্তু পরে তিনি জানতে পারেন, তিনি আর কেউ নন, স্বয়ং মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস। নিজেকে নিয়ে এখন গর্ববোধ করছেন ডলি। এতদিন ডলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিলেন। তবে এই সুযোগ পেয়ে তিনি আরও আনন্দে উচ্ছসিত হয়ে পড়েছেন। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তাঁকে (Dolly chaiwala) জিজ্ঞাসা করা হয়, তিনি এর পর আর অন্য জনপ্রিয় কাকে তাঁর এই চা খাওয়াতে চান? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন “আমি এবার নরেন্দ্র মোদিজিকে এই চা খাওয়াতে চাই, আর আমি এটি করেই ছাড়বো।”

    বিল গেটস-এর ভারত ভ্রমণ 

    সম্প্রতি বিল গেটস এসেছিলেন ভারত ভ্রমণে। তিনি ভারতের নানা রাজ্য ঘুরে দেখেন, নবীন পট্টনায়কের উদ্বোধন করা মিশন শক্তি বাজার ঘুরে দেখেন। ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষণ আলাপচারিতাও করেন। সেখানের বাসিন্দাদের ভালো-মন্দের খোঁজখবরও নেন তিনি।মহারাষ্ট্রের নানা জায়গাতেও ঘুরছেন বিল। এরপরে দেখা হয় বিখ্যাত চাওয়ালা ডলির (Dolly chaiwala) সাথে। বিল জানান, “ভারত এমনিতেই এক অভিনব জায়গা, এখানে প্রত্যেক জায়গাতেই অভিনব কিছু দেখা যায়। আর ডলি তার একটা উদাহরণ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ডলি চাওয়ালার সঙ্গে ভিডিওটি পোস্ট করেন তিনি। আর সেখানে লিখেছেন ““ভারতের যে দিকেই যাও না কেন, নতুনত্ব পাবেই। সে এক কাপ চা বানানোর পদ্ধতিও অভিনব!”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্যতম ধনকুবের ব্যবসায়ী রাজ কুন্দ্র যাঁকে ২০০৯ সালে বিবাহ করেন, বলিউডের সেই তারকা অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) পূর্ণ করেছেন বিবাহ জীবনের ১৪ টা বছর। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তাঁরা। এখন তাঁদের সুখের সংসার হলেও এক সময় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রতিনিয়ত। ২০২২ সালে পর্ণগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। তার পরিপেক্ষিতে অনেক দিন হাজতবাসও করেন তিনি। পরবর্তীতে জামিন পেলে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছেন তাঁরা। শুধু এই ধরনের সমালোচনা নয়, বিয়ের প্রথম থেকেই নানান সমালোচনার মধ্যেই ছিলেন শিল্পা-রাজ। যেমন বিয়ের প্রথম থেকে গুঞ্জন ওঠে, রাজের টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী শিল্পা।

    সমালোচনার বিরুদ্ধে কী বললেন শিল্পা? (Shilpa Shetty)

    ৪০ বছরের অভিনেত্রী, দুই সন্তানের মা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি এখনও তাঁর তারুণ্য ধরে রেখেছেন। রাজকে বিয়ে করার পর থেকেই তিনি অভিনয় কমিয়ে দিয়েছেন। তবুও কিছু ছোট পর্দার রিয়েলিটি শো-তে শিল্পাকে (Shilpa Shetty) দেখা গিয়েছে। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৪ বছর সংসার করছেন রাজ-শিল্পা। কিন্তু শিল্পাকে পেতে গিয়েছে “গোল্ডডিগারের” তকমা। রাজের সম্পত্তি, টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাকারে শিল্পা এই বিষয়ে মুখ খোলেন এবং বলেন, “হ্যাঁ, রাজ অনেক বড়লোক, রাজের সাথে বিয়ে হওয়ার আগে তাঁর থেকেও অনেক বড়লোক মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার। কিন্তু আমি রাজকেই বিয়ে করেছি, দীর্ঘ সময় পাশে থেকেছি। আমি যখন রাজকে বিবাহ করি তখন আমি নিজেও অনেক ধনী ছিলাম আর এখনও আছি। তার পরিপেক্ষিতে আমি ভারত সরকারকে নিজের উপার্জিত টাকা থেকে ট্যাক্স, জিএসটি প্রদান করি। রাজের থেকে অনেক ধনী আমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ ছিল না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট পরিবারে আবার খুশির খবর। ইতিমধ্যে গোটা বিশ্ব জানে, ক্যারিয়ারের মাঝ পথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুষ্কা-বিরাট। আর কয়েক বছর পরেই কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান ভামিকা। আবার কয়েক বছর পরেই অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। আর খুশির খবর এটাই যে গত ১৫ই ফেব্রুয়ারি আবার জন্ম দেন তাঁদের পুত্রসন্তান অকায়ের। বর্তমানে চারজনকে নিয়ে পরিপূর্ণ সংসার বিরাট-অনুষ্কার (Virat-Anushka)। আর এসবের মাঝে অনুষ্কা জানান, আর খুব বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি। তাহলে কি তিনি এবার সংসারের দিকেই বেশি মন দেবেন? আস্তে আস্তে কি তাহলে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেবেন তিনি?

    অভিনয় কি সত্যি কমিয়ে দেবেন অনুষ্কা? (Virat-Anushka)

    ব্যক্তিগত সংসারিক জীবন এবং কর্মজীবনকে একসাথে মানিয়ে চলা সহজ কাজ নয়। এটি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। অনুষ্কাও প্রথম মা হওয়ার পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। মা হওয়ার পর তাঁর প্রথম ছবি ছিল ‘চাকদহ এক্সপ্রেস’ যেখানে তাঁকে ঝুলন গোস্বামীর জীবন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যে ছবি ২০২৪ এই মুক্তি পাবে বলে ধরা হয়েছে। গত দু’বছর হল নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন অনুষ্কা (Virat-Anushka)। অভিনয় কমিয়ে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি আর বেশি সিনেমাতে অভিনয় করবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে।

    এক সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন? (Virat-Anushka)

    কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, মা হওয়ার পর থেকে তিনি হাতে গোনা কয়েকটি মাত্র ছবিতেই অভিনয় করবেন। মেয়ে ভামিকার পাশে থাকা অনুষ্কার কর্তব্য বলেও তিনি জানান। অনুষ্কার পাশাপাশি বাবা হিসেবে বিরাটের ভূমিকাও বিশাল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি আরও জানান, মেয়ের নাকি মাকে ছাড়া এক মুহূর্তও চলে না। সেই কারণেই অভিনয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুষ্কার। আর এখন তাঁদের নতুন পুত্রসন্তান অকায়ের (Virat-Anushka) দেখাশোনার  দায়িত্বও অনুষ্কার। তবে তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলেই আশাবাদী সকলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pankaj Udhas Demise: ৭২ বছরে প্রয়াত কিংবদন্তী গজল গায়ক পঙ্কজ উধাস

    Pankaj Udhas Demise: ৭২ বছরে প্রয়াত কিংবদন্তী গজল গায়ক পঙ্কজ উধাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষীয়ান গজল গায়ক পঙ্কজ উধাস প্রয়াত হলেন ৭২ বছর বয়সে। পদ্মশ্রী প্রাপক এই গায়কের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাঁর পরিবার। গায়কের কন্যা নায়াব নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাঁর বাবা। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তাঁর অবদান ভোলার নয়। তাঁর প্রয়াণ সঙ্গীতের জগতে নক্ষত্রপতন।

    পরিবারের তরফে দেওয়া বিবৃতি

    পরিবারের তরফে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা, ‘‘খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাসের (Ghazal singer Pankaj Udhas) মৃত্যু হয়েছে।’’

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Nayaab Udhas (@nayaabudhas)

    না ফেরার দেশে উধাস, আবেগপ্রবণ পোস্ট সোনু নিগমের

    গোটা বলিউড ইন্ডাস্ট্রির কাছে এই দুসংবাদ এসে পৌঁছেছে আচমকাই। শোকস্তব্ধ হয়েছে গানের জগৎ। গায়ক সোনু নিগম নিজের শোকবার্তা জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনু নিগম এক আবেগপ্রবণ পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘আমার শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি (Ghazal singer Pankaj Udhas), আমি আপনাকে চিরকাল মনে রেখে দেব। আপনি আর নেই, আমার মন মানছে না। ওম শান্তি।’’

    চার দশকেরও বেশি সময় মাতিয়েছেন বলিউড

    ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস (Ghazal singer Pankaj Udhas)। হিন্দি ছবির গান গেয়ে তিনি মুগ্ধ করেছেন তাঁর ভক্তদের। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’—  এসমস্ত গান যেন আজও নতুন লাগে তাঁর ভক্তদের। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেক মানুষেরই নিজস্ব প্রিয় পেশা বেছে নেওয়ার একটা ইচ্ছে থাকে। কারও সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারও হয়ে ওঠে না। তেমনই জানা গেল, কালজয়ী স্বর্ণযুগের অভিনেত্রী জয়া বচ্চন প্রথমে সিনেমা জগতে আসতে চাননি। বরং তাঁর (Jaya Bachchan) ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করার। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে তিনি এমনটাই জানালেন সবার সামনে।

    কী জানিয়েছেন তিনি? (Jaya Bachchan)

    বচ্চন-নাতনি নভ্যা নন্দার ভিডিও পডকাস্টের নতুন এপিসোড মুক্তি পেয়েছে। সেখানেই গেস্ট হিসেবে তাঁর মা শ্বেতা নন্দা ও দিদা জয়া বচ্চনের সাথে যোগ দিয়েছিলেন অগস্ত নন্দা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অগস্ত। এই পডকাস্ট অনুষ্ঠানে এসে নানা লিঙ্গ বৈষম্য নিয়ে কথা উঠতেই জয়া বচ্চন বলেন, “আমাদের সময় কলেজে কিছু কোর্স ছিল, যেগুলো শুধু ছেলেদের জন্য, আবার মেয়েদের জন্য আলাদা কিছু কোর্স ছিল। সেই সময় যদি কোনও ছেলেকে সরিয়ে কোনও মেয়ে ড্রাইভ করত, তাহলে সেটা খারাপ চোখে দেখা হত। অন্তত আজকের দুনিয়াটা আগের মতো নেই, মানসিকতা অনেকটা এগিয়েছে।’ এই প্রসঙ্গে কথা হতেই তিনি (Jaya Bachchan) আরও বলেন, “প্রথমে আমার অভিনয় করার কোনও ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম সেনাবাহিনীতে যোগদান করতে। কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে নয়।’

    জয়া বচ্চনের অভিনয় জীবনের শুরু (Jaya Bachchan)

    অনেক ছোট বয়স থেকেই জয়া বচ্চন অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে  প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁকে (Jaya Bachchan) প্রথম ‘গুড্ডি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।  আবার সম্প্রতি ২০২৩ সালে তাঁকে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ তে অভিনয় করতে দেখা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar)। শনিবার এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। অনেকেই ভাবেন ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু। এমন প্রশ্ন তৈরি হয়। তবে এর উত্তর মিলেছে সুহানির বাবা সুমিত ভাটনাগরের কথায়।

    বিরল রোগে আক্রান্ত ছিলেন সুহানি

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে সুমিত জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের রোগের চিকিৎসা চলছিল ১৯ বছরের অভিনেত্রীর (Suhani Bhatnagar)। এটি এক ধরনের বিরল রোগ। যা ত্বক, মাসল, ফুসফুস-সহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে বলেই জানা গিয়েছে। সুমিত জানান, মাস দুয়েক আগে সুহানির দুই হাত ফুলতে শুরু করেছিল। সেই সময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ তাঁর ক্ষেত্রে নাকি এটিই একমাত্র ওষুধ ছিল।

    স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

    সুহানির (Suhani Bhatnagar) পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তাঁর ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গে জলও জমে গিয়েছিল। সেই কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। গত ১০ দিন ধরে এইমসে ভর্তি ছিলেন ১৯ বছরের তরুণী। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। হরিয়ানার মেয়ে সুহানি। সেখানেই তাঁর শেষকৃত্য হয়।

    ‘দঙ্গল’ সিনেমা প্রয়াত অভিনেত্রীকে প্রচারের আলোয় নিয়ে আসে

    আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। প্রথম ছবিতেই মেলে  সাফল্য। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি (Suhani Bhatnagar)। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lata Mangeshkar: অবিবাহিত হয়েও কেন লাল টিপ পরতেন লতা মঙ্গেশকর?

    Lata Mangeshkar: অবিবাহিত হয়েও কেন লাল টিপ পরতেন লতা মঙ্গেশকর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কালজয়ী গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে চির ঘুমের দেশে চলে যান, যা গোটা ভারতবর্ষের কাছে মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার থেকে কম ছিল না। আজও যা মেনে নিতে পারেন না ভক্তবৃন্দরা। দেবী সরস্বতীর বড় কন্যা হিসেবেই মানুষ তাঁকে মনে করতেন। সব কিছুর পিছনে তিনি অনেকবার বিতর্কের মাঝেও পড়েছিলেন। কখনও কর্মজীবনের পলিটিক্স, কখনও প্রেম-ভালোবাসার সম্পর্ক, আবার অনেকের দাবি, তাঁর জন্য নাকি বহু গায়িকা তাঁর কেরিয়ারের ধারেকাছে ঘেঁষতে পারেননি। তাই তাঁরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

    সাদামাটা জীবনযাপন করতেই অভ্যস্ত (Lata Mangeshkar)

    যদিও লতা সব সময় নিজেকে বিতর্ক থেকে সরিয়ে রাখতেই পছন্দ করতেন। কখনও কোনও মিডিয়াতে তাঁকে মুখ খুলতেও দেখা যায়নি। লতা সাদামাটা জীবনযাপন করতেই অভ্যস্ত ছিলেন, করেননি বিয়ে। লতা মঙ্গেশকর অবিবাহিত হওয়ার পিছনেও ছিল নানান বিতর্ক, এমনকি অবিবাহিত হওয়া সত্ত্বেও কেন তিনি লাল টিপ পরতেন তা নিয়েও ছিল জল্পনা। সারাজীবন বিবাহ না করার এই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক আগেই। ভাই-বোনদের স্নেহ দিয়ে ছোট থেকে বড় করে তোলার মধ্যেই তিনি তাঁর (Lata Mangeshkar) সারাটা জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার প্রসঙ্গ কপালে লাল টিপ কেন পরতেন?

    কেন লতা অবিবাহিত হয়েও লাল টিপ পরতেন? (Lata Mangeshkar)

    শোনা যায় একসময় BCCI প্রেসিডেন্ট রাজ সিং দুনগাপুরের সাথে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছিল। রাজ সিং ছিলেন লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকরের ভালো বন্ধু। সেই সূত্রেই পরিচয় হয় লতার সাথে। ভালোবাসার সম্পর্ক তাঁদের মধ্যে অনেকটাই বেড়ে ওঠে আস্তে অস্তে। এমনকি রাজ সিং ভালোবেসে লতার নাম রাখেন মিঠু।পরবর্তীতে তাঁরা দুজন একে অপরকে বিয়ে করবেন বলেও স্থির করেন। কিন্তু রাজ সিং-এর বাবা এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিলেন। যেহেতু লতা (Lata Mangeshkar) রাজ পরিবারের কন্যা ছিলেন না। তাই সেখানেই তাঁদের সম্পর্কের ইতি হয়। এরই মধ্যে শোনা যায়, তাঁরা দুজন গোপনে বিয়েও করেছিলেন। আর সেই সূত্রেই তিনি কপালে লাল টিপ পরতেন। কিন্তু এই বিষয়ে লতা কোনওদিন মুখ খোলেননি। তাঁর মতে, সংগীতের নামেই তিনি কপালে লাল টিপ পরতেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share