Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    Shilpa Shetty: ধনকুবের রাজের টাকা দেখে তিনি বিয়ে করেননি, মুখ খুললেন বলিউড তারকা শিল্পা

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্যতম ধনকুবের ব্যবসায়ী রাজ কুন্দ্র যাঁকে ২০০৯ সালে বিবাহ করেন, বলিউডের সেই তারকা অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) পূর্ণ করেছেন বিবাহ জীবনের ১৪ টা বছর। বর্তমানে দুই সন্তানের মা-বাবা তাঁরা। এখন তাঁদের সুখের সংসার হলেও এক সময় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রতিনিয়ত। ২০২২ সালে পর্ণগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। তার পরিপেক্ষিতে অনেক দিন হাজতবাসও করেন তিনি। পরবর্তীতে জামিন পেলে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছেন তাঁরা। শুধু এই ধরনের সমালোচনা নয়, বিয়ের প্রথম থেকেই নানান সমালোচনার মধ্যেই ছিলেন শিল্পা-রাজ। যেমন বিয়ের প্রথম থেকে গুঞ্জন ওঠে, রাজের টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী শিল্পা।

    সমালোচনার বিরুদ্ধে কী বললেন শিল্পা? (Shilpa Shetty)

    ৪০ বছরের অভিনেত্রী, দুই সন্তানের মা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি এখনও তাঁর তারুণ্য ধরে রেখেছেন। রাজকে বিয়ে করার পর থেকেই তিনি অভিনয় কমিয়ে দিয়েছেন। তবুও কিছু ছোট পর্দার রিয়েলিটি শো-তে শিল্পাকে (Shilpa Shetty) দেখা গিয়েছে। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৪ বছর সংসার করছেন রাজ-শিল্পা। কিন্তু শিল্পাকে পেতে গিয়েছে “গোল্ডডিগারের” তকমা। রাজের সম্পত্তি, টাকা দেখেই নাকি শিল্পা তাঁকে বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাকারে শিল্পা এই বিষয়ে মুখ খোলেন এবং বলেন, “হ্যাঁ, রাজ অনেক বড়লোক, রাজের সাথে বিয়ে হওয়ার আগে তাঁর থেকেও অনেক বড়লোক মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার। কিন্তু আমি রাজকেই বিয়ে করেছি, দীর্ঘ সময় পাশে থেকেছি। আমি যখন রাজকে বিবাহ করি তখন আমি নিজেও অনেক ধনী ছিলাম আর এখনও আছি। তার পরিপেক্ষিতে আমি ভারত সরকারকে নিজের উপার্জিত টাকা থেকে ট্যাক্স, জিএসটি প্রদান করি। রাজের থেকে অনেক ধনী আমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ ছিল না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    Virat-Anushka: কন্যা ভামিকার পর পুত্র অকায়, অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট পরিবারে আবার খুশির খবর। ইতিমধ্যে গোটা বিশ্ব জানে, ক্যারিয়ারের মাঝ পথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুষ্কা-বিরাট। আর কয়েক বছর পরেই কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান ভামিকা। আবার কয়েক বছর পরেই অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। আর খুশির খবর এটাই যে গত ১৫ই ফেব্রুয়ারি আবার জন্ম দেন তাঁদের পুত্রসন্তান অকায়ের। বর্তমানে চারজনকে নিয়ে পরিপূর্ণ সংসার বিরাট-অনুষ্কার (Virat-Anushka)। আর এসবের মাঝে অনুষ্কা জানান, আর খুব বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি। তাহলে কি তিনি এবার সংসারের দিকেই বেশি মন দেবেন? আস্তে আস্তে কি তাহলে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেবেন তিনি?

    অভিনয় কি সত্যি কমিয়ে দেবেন অনুষ্কা? (Virat-Anushka)

    ব্যক্তিগত সংসারিক জীবন এবং কর্মজীবনকে একসাথে মানিয়ে চলা সহজ কাজ নয়। এটি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। অনুষ্কাও প্রথম মা হওয়ার পর থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। মা হওয়ার পর তাঁর প্রথম ছবি ছিল ‘চাকদহ এক্সপ্রেস’ যেখানে তাঁকে ঝুলন গোস্বামীর জীবন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যে ছবি ২০২৪ এই মুক্তি পাবে বলে ধরা হয়েছে। গত দু’বছর হল নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন অনুষ্কা (Virat-Anushka)। অভিনয় কমিয়ে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে তিনি আর বেশি সিনেমাতে অভিনয় করবেন কিনা, তা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে।

    এক সাক্ষাৎকারে তিনি কী বলেছিলেন? (Virat-Anushka)

    কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, মা হওয়ার পর থেকে তিনি হাতে গোনা কয়েকটি মাত্র ছবিতেই অভিনয় করবেন। মেয়ে ভামিকার পাশে থাকা অনুষ্কার কর্তব্য বলেও তিনি জানান। অনুষ্কার পাশাপাশি বাবা হিসেবে বিরাটের ভূমিকাও বিশাল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি আরও জানান, মেয়ের নাকি মাকে ছাড়া এক মুহূর্তও চলে না। সেই কারণেই অভিনয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুষ্কার। আর এখন তাঁদের নতুন পুত্রসন্তান অকায়ের (Virat-Anushka) দেখাশোনার  দায়িত্বও অনুষ্কার। তবে তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলেই আশাবাদী সকলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pankaj Udhas Demise: ৭২ বছরে প্রয়াত কিংবদন্তী গজল গায়ক পঙ্কজ উধাস

    Pankaj Udhas Demise: ৭২ বছরে প্রয়াত কিংবদন্তী গজল গায়ক পঙ্কজ উধাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষীয়ান গজল গায়ক পঙ্কজ উধাস প্রয়াত হলেন ৭২ বছর বয়সে। পদ্মশ্রী প্রাপক এই গায়কের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাঁর পরিবার। গায়কের কন্যা নায়াব নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাঁর বাবা। হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তাঁর অবদান ভোলার নয়। তাঁর প্রয়াণ সঙ্গীতের জগতে নক্ষত্রপতন।

    পরিবারের তরফে দেওয়া বিবৃতি

    পরিবারের তরফে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা, ‘‘খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ অসুস্থতার কারণে পদ্মশ্রীপ্রাপ্ত পঙ্কজ উধাসের (Ghazal singer Pankaj Udhas) মৃত্যু হয়েছে।’’

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Nayaab Udhas (@nayaabudhas)

    না ফেরার দেশে উধাস, আবেগপ্রবণ পোস্ট সোনু নিগমের

    গোটা বলিউড ইন্ডাস্ট্রির কাছে এই দুসংবাদ এসে পৌঁছেছে আচমকাই। শোকস্তব্ধ হয়েছে গানের জগৎ। গায়ক সোনু নিগম নিজের শোকবার্তা জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনু নিগম এক আবেগপ্রবণ পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘আমার শৈশবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি (Ghazal singer Pankaj Udhas), আমি আপনাকে চিরকাল মনে রেখে দেব। আপনি আর নেই, আমার মন মানছে না। ওম শান্তি।’’

    চার দশকেরও বেশি সময় মাতিয়েছেন বলিউড

    ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন গজল গায়ক পঙ্কজ উধাস (Ghazal singer Pankaj Udhas)। হিন্দি ছবির গান গেয়ে তিনি মুগ্ধ করেছেন তাঁর ভক্তদের। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’—  এসমস্ত গান যেন আজও নতুন লাগে তাঁর ভক্তদের। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেক মানুষেরই নিজস্ব প্রিয় পেশা বেছে নেওয়ার একটা ইচ্ছে থাকে। কারও সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারও হয়ে ওঠে না। তেমনই জানা গেল, কালজয়ী স্বর্ণযুগের অভিনেত্রী জয়া বচ্চন প্রথমে সিনেমা জগতে আসতে চাননি। বরং তাঁর (Jaya Bachchan) ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করার। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে তিনি এমনটাই জানালেন সবার সামনে।

    কী জানিয়েছেন তিনি? (Jaya Bachchan)

    বচ্চন-নাতনি নভ্যা নন্দার ভিডিও পডকাস্টের নতুন এপিসোড মুক্তি পেয়েছে। সেখানেই গেস্ট হিসেবে তাঁর মা শ্বেতা নন্দা ও দিদা জয়া বচ্চনের সাথে যোগ দিয়েছিলেন অগস্ত নন্দা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অগস্ত। এই পডকাস্ট অনুষ্ঠানে এসে নানা লিঙ্গ বৈষম্য নিয়ে কথা উঠতেই জয়া বচ্চন বলেন, “আমাদের সময় কলেজে কিছু কোর্স ছিল, যেগুলো শুধু ছেলেদের জন্য, আবার মেয়েদের জন্য আলাদা কিছু কোর্স ছিল। সেই সময় যদি কোনও ছেলেকে সরিয়ে কোনও মেয়ে ড্রাইভ করত, তাহলে সেটা খারাপ চোখে দেখা হত। অন্তত আজকের দুনিয়াটা আগের মতো নেই, মানসিকতা অনেকটা এগিয়েছে।’ এই প্রসঙ্গে কথা হতেই তিনি (Jaya Bachchan) আরও বলেন, “প্রথমে আমার অভিনয় করার কোনও ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম সেনাবাহিনীতে যোগদান করতে। কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে নয়।’

    জয়া বচ্চনের অভিনয় জীবনের শুরু (Jaya Bachchan)

    অনেক ছোট বয়স থেকেই জয়া বচ্চন অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে  প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁকে (Jaya Bachchan) প্রথম ‘গুড্ডি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।  আবার সম্প্রতি ২০২৩ সালে তাঁকে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ তে অভিনয় করতে দেখা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar)। শনিবার এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। অনেকেই ভাবেন ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু। এমন প্রশ্ন তৈরি হয়। তবে এর উত্তর মিলেছে সুহানির বাবা সুমিত ভাটনাগরের কথায়।

    বিরল রোগে আক্রান্ত ছিলেন সুহানি

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে সুমিত জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের রোগের চিকিৎসা চলছিল ১৯ বছরের অভিনেত্রীর (Suhani Bhatnagar)। এটি এক ধরনের বিরল রোগ। যা ত্বক, মাসল, ফুসফুস-সহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে বলেই জানা গিয়েছে। সুমিত জানান, মাস দুয়েক আগে সুহানির দুই হাত ফুলতে শুরু করেছিল। সেই সময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ তাঁর ক্ষেত্রে নাকি এটিই একমাত্র ওষুধ ছিল।

    স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

    সুহানির (Suhani Bhatnagar) পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তাঁর ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গে জলও জমে গিয়েছিল। সেই কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। গত ১০ দিন ধরে এইমসে ভর্তি ছিলেন ১৯ বছরের তরুণী। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। হরিয়ানার মেয়ে সুহানি। সেখানেই তাঁর শেষকৃত্য হয়।

    ‘দঙ্গল’ সিনেমা প্রয়াত অভিনেত্রীকে প্রচারের আলোয় নিয়ে আসে

    আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। প্রথম ছবিতেই মেলে  সাফল্য। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি (Suhani Bhatnagar)। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lata Mangeshkar: অবিবাহিত হয়েও কেন লাল টিপ পরতেন লতা মঙ্গেশকর?

    Lata Mangeshkar: অবিবাহিত হয়েও কেন লাল টিপ পরতেন লতা মঙ্গেশকর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কালজয়ী গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে চির ঘুমের দেশে চলে যান, যা গোটা ভারতবর্ষের কাছে মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার থেকে কম ছিল না। আজও যা মেনে নিতে পারেন না ভক্তবৃন্দরা। দেবী সরস্বতীর বড় কন্যা হিসেবেই মানুষ তাঁকে মনে করতেন। সব কিছুর পিছনে তিনি অনেকবার বিতর্কের মাঝেও পড়েছিলেন। কখনও কর্মজীবনের পলিটিক্স, কখনও প্রেম-ভালোবাসার সম্পর্ক, আবার অনেকের দাবি, তাঁর জন্য নাকি বহু গায়িকা তাঁর কেরিয়ারের ধারেকাছে ঘেঁষতে পারেননি। তাই তাঁরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

    সাদামাটা জীবনযাপন করতেই অভ্যস্ত (Lata Mangeshkar)

    যদিও লতা সব সময় নিজেকে বিতর্ক থেকে সরিয়ে রাখতেই পছন্দ করতেন। কখনও কোনও মিডিয়াতে তাঁকে মুখ খুলতেও দেখা যায়নি। লতা সাদামাটা জীবনযাপন করতেই অভ্যস্ত ছিলেন, করেননি বিয়ে। লতা মঙ্গেশকর অবিবাহিত হওয়ার পিছনেও ছিল নানান বিতর্ক, এমনকি অবিবাহিত হওয়া সত্ত্বেও কেন তিনি লাল টিপ পরতেন তা নিয়েও ছিল জল্পনা। সারাজীবন বিবাহ না করার এই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক আগেই। ভাই-বোনদের স্নেহ দিয়ে ছোট থেকে বড় করে তোলার মধ্যেই তিনি তাঁর (Lata Mangeshkar) সারাটা জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার প্রসঙ্গ কপালে লাল টিপ কেন পরতেন?

    কেন লতা অবিবাহিত হয়েও লাল টিপ পরতেন? (Lata Mangeshkar)

    শোনা যায় একসময় BCCI প্রেসিডেন্ট রাজ সিং দুনগাপুরের সাথে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছিল। রাজ সিং ছিলেন লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকরের ভালো বন্ধু। সেই সূত্রেই পরিচয় হয় লতার সাথে। ভালোবাসার সম্পর্ক তাঁদের মধ্যে অনেকটাই বেড়ে ওঠে আস্তে অস্তে। এমনকি রাজ সিং ভালোবেসে লতার নাম রাখেন মিঠু।পরবর্তীতে তাঁরা দুজন একে অপরকে বিয়ে করবেন বলেও স্থির করেন। কিন্তু রাজ সিং-এর বাবা এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিলেন। যেহেতু লতা (Lata Mangeshkar) রাজ পরিবারের কন্যা ছিলেন না। তাই সেখানেই তাঁদের সম্পর্কের ইতি হয়। এরই মধ্যে শোনা যায়, তাঁরা দুজন গোপনে বিয়েও করেছিলেন। আর সেই সূত্রেই তিনি কপালে লাল টিপ পরতেন। কিন্তু এই বিষয়ে লতা কোনওদিন মুখ খোলেননি। তাঁর মতে, সংগীতের নামেই তিনি কপালে লাল টিপ পরতেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: এই বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন কেন?

    Amitabh Bachchan: এই বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ রেখার সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে অষ্টাদশ শতাব্দী ও নব্বইয়ের দশকে সব থেকে চর্চিত জুটি অমিতাভ বচ্চন এবং রেখা। বর্তমানে যে চর্চা কমেছে, তা নয়। হামেশাই বিভিন্ন মানুষের বিভিন্ন মত বর্তমান এই জুটিকে নিয়ে। এক সময় বলিউডের স্বর্ণযুগের সেরা জুটি হিসেবে পরিচিত ছিলেন অমিতাভ (Amitabh Bachchan) ও রেখা। চর্চার বিষয় কতটা সঠিক কতটা ভুল, তা অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের অনেক আচরণ বারবার মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে, কিছুটা হলেও চর্চার বিষয়বস্তু সত্য। আবার অনেক ক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন এবং রেখাকে একসঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। এবার ৮১ বছর বয়সে অমিতাভ বচ্চন হঠাৎ শেয়ার করলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এরপর থেকে বর্তমান সময় দাঁড়িয়ে আবার তাঁদেরকে নিয়ে নতুন চর্চায় মেতেছে ভক্তবৃন্দ ও নেটিজেনরা।

    কী ছবি শেয়ার করেছেন তিনি? কী লিখেছেন সেখানে? (Amitabh Bachchan)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে অমিতাভ এবং রেখাকে একসঙ্গে দেখা যায় না। কিন্তু অমিতাভ (Amitabh Bachchan) ৮১ বছর বয়সে তাঁর ব্লগে রেখার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, ব্লগের ওপরে তিনি লিখেছেন “এর পিছনে থাকা ইতিহাস কম নয়।” আর ছবিটিতে দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে আছেন অমিতাভ বচ্চন এবং পাশে দাঁড়িয়ে আছেন রেখা। এছাড়াও তিনি আরেকটি ছবির সাথে ক্যাপশনে লিখেছেন “আহ… এই ছবির নেপথ্যে একটা বিরাট গল্প রয়েছে। একদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটি ভাগ করে নেব।” ছবি থেকে বোঝা যায়, ‘ভুলে বিসরে নগমে’ নামক এক মিউজিক্যাল শো-এর ফাঁকে এই ছবিটি তোলা হয়। ছবিতে আরও দেখা যায় ফিট সাদা ব্লেজার আর প্যান্টে বিগ বি। আর কালো শাড়িতে রেখা।

    কখন শেয়ার করলেন এই ছবি? (Amitabh Bachchan)

    রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই অমিতাভ তাঁর ইনস্টাগ্রাম ব্লগে এই ছবিটি শেয়ার করেছেন। যা অনেককেই অবাক করেছে। এছাড়াও তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্তের ছবিও তিনি (Amitabh Bachchan) ব্লগে তুলে ধরেছেন। সেই ছবিতে বন্ধুদের তালিকায় রয়েছেন বিনোদ খান্না, রাজ কাপুর, রনধীর কাপুর, মেহমুদ, কল্যাণ, শাম্মী কাপুর, রেখা প্রমুখ। বলতে গেলে একপ্রকার স্মৃতিচারণের উদ্দেশ্যেই এমন ছবি শেয়ার করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fighter Trailer: বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর নির্মিত ‘ফাইটার’ ছবির ট্রেলার প্রকাশ্যে

    Fighter Trailer: বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর নির্মিত ‘ফাইটার’ ছবির ট্রেলার প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ভারতীয় বায়ু সেনার বালাকোট এয়ার স্ট্রাইকের ওপর তৈরি হয়েছে সিনেমা ‘ফাইটার’ (Fighter Trailer)। সোমবারই ছবির ট্রেলার সামনে এসেছে। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে অ্যাকশন থ্রিলার। ২৫ জানুয়ারি ছবির মুক্তি পাওয়ার কথা। তার আগেই ছবির ট্রেলার নিয়ে উন্মাদনা ছড়িয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। দেশপ্রেম, জাতীয়তাবোধ নিয়ে তৈরি এই সিনেমা বক্স অফিসে বিপুল হিট করবে বলেই আশাবাদী নির্মাতারা।

    ‘ফাইটার’ ছবির ঘটনা

    ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়ার ভূমিকায় দেখা যাবে হৃতিককে, স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং-এর ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। দেশের জন্য বড় মিশনে নামতে দেখা যাবে গোটা টিমকে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। এরপরেই ভারত এয়ারস্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয়। মূলত এই ঘটনাগুলিই তুলে ধরা হয়েছে ছবিতে। ছবির (Fighter Trailer) শ্যুটিংয়ে ভারতের সুখোই  যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by MARFLIX (@marflix_pictures)

    ছবিতে মোদি সরকারের ভূয়সী প্রশংসা

    ছবিতে (Fighter Trailer) দেখা যাবে, পুলওয়ামায় সেনা কনভয়ের উপর হামলায় শোক স্তব্ধ গোটা দেশ। সরকার পাল্টা প্রত্যাঘাত হানতে প্রস্তুত। শোনা যাচ্ছে ডায়লগ, ‘প্রথমে বোম ব্লাস্ট, তারপর ২৬/১১ আর এবার সেনা কনভয়ে হামলা। ৫০ বছরে কোনও সরকার ওদের মুখের মতো জবাব দেয়নি। এবার ওদের দেখাতে হবে কে বাবা।’

    এয়ারস্ট্রাইকে হৃতিক

    ছবিতে (Fighter Trailer) দেখা যাচ্ছে আকাশপথে ভারতের যুদ্ধবিমান ঢুকে পড়েছে পিওকে-তে। হৃতিকের মুখের সংলাপ, ‘ধোকে-কে জবাব বদলে সে’। এক জঙ্গি বলছে, ‘আমরা আত্মঘাতী হামলা করেছিলাম আর ওরা করল এয়ার স্ট্রাইক’। এরপরের দৃশ্যেই দেখা যায়, বিমান থেকে আকাশে ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছেন হৃতিক রোশন। হৃতিকের মুখে আরও সংলাপ, ‘পিওকে-র মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। তোমরা অধিকৃত করেছো। মালিক আমরা।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই খুশির খবর সিনেমাপ্রেমীদের, বিশেষ করে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ প্রেমীদের জন্য। এবার এক পর্দায় দেখা মিলবে দুই জনপ্রিয় তারকার। এই খবর আগেই প্রকাশ হলেও এবার সেই অপেক্ষার আগুনে ঘি ঢাললেন তারকা জুটি। অক্ষয় কুমার নতুন বছরের শুরুতেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টাইগারের সঙ্গে জেট স্কিয়িংয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে কমেন্টে নতুন বছরের শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। এছাড়াও তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, ২০২৪ এর ইদে মুক্তি পাবে তাঁদের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। তবে কোন ইদে মুক্তি পাবে ছবিটি (Indian Movie), তা এখনও স্পষ্ট করেননি তিনি। আর এই পোস্টটি পেতেই খুশির আবহাওয়া দুই তারকা ভক্তদের মধ্যে।

    ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবি প্রসঙ্গ (Indian Movie)

    এই সিনেমার শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। তখন থেকেই সবার মধ্যে উন্মাদনা জন্ম নেয়। এই ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার আঘাতও পেয়েছিলেন। সাধারণত অক্ষয় কুমার সিনেমাতে অ্যাকশন সিন (Indian Movie) করার সময় কোনও স্টান্টম্যান বা বডি ডাবল-এর সাহায্য নেন না, সম্পূর্ণ নিজেই সেই দৃশ্যটি তৈরি করেন। তাই অনেক ঝুঁকি নিয়েই তিনি শুটিং-এর কাজ করেন। এই সিনেমার শুটিং-এর সময়ও এই ধরনের একটি অ্যাকশন সিন করার সময় আঘাত পান তিনি। তবে পরে প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার সেটে ফেরেন তিনি।

    ছবির পরিচালকের দায়িত্বে কে? কারা অভিনয় করেছেন?

    ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি (Indian Movie) ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এই সিনেমাতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুরের মতো আরও অভিনেতা-অভিনেত্রী। এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

    পুরানো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র সঙ্গে কি কোনও মিল থাকছে?

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ান  পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটি (Indian Movie) মূলত একটি কমেডি ছবি ছিল, যেখানে অমিতাভ বচ্চন, গোবিন্দ, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়ালের মতো অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু এই নতুন সিনেমাতে পুরনো সিনেমার কোনো মিল আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সিনেমাপ্রেমীরা এই ছবির মুক্তির অপেক্ষাতেই আছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sahitya Akademi Awards: সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন দুই বঙ্গ-সন্তান স্বপ্নময় চক্রবর্তী, টুরিয়াচাঁদ বাস্কে

    Sahitya Akademi Awards: সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন দুই বঙ্গ-সন্তান স্বপ্নময় চক্রবর্তী, টুরিয়াচাঁদ বাস্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার (Sahitya Akademi Awards) পেলেন দুই বঙ্গ-সন্তান। একদিকে তাঁর ‘জলের উপর পানি’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। অন্যদিকে, ‘জবা বাহা’ গল্প সঙ্কলনের জন্য এ রাজ্যের সাঁওতালি ভাষার সাহিত্যিক টুরিয়াচাঁদ বাস্কে জিতে নিয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

    কলোনি জীবনের কাহিনি বলে ‘জলের উপর পানি’

    ‘চতুষ্পাঠী’- উপন্যাসের পরবর্তী অধ্যায় ‘জলের উপর পানি’। প্রকাশের পর থেকেই পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল এই উপন্যাস। পরবর্তীতে তা বই আকারে প্রকাশিত হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাঙালি সাহিত্যিক বলেন, ‘‘প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এটা যে সত্যি হতে পারে ভাবা ছিল না। খবরটা সাহিত্য অকাদেমি থেকে নয়, এক বন্ধু প্রথম জানায়। তারপর সাহিত্য অকাদেমি ফোনে খবরটি নিশ্চিত করে।’’ সাহিত্যিক আরও বলেন, ‘‘এই বইটি আমি খুব খেটেখুটে লিখেছিলাম। দেশভাগ পরবর্তী পর্ব নিয়ে লেখা এই উপন্যাস। এখানে রয়েছে মূলত কলোনি জীবনের কাহিনি। তার মধ্যে সংস্কৃতির সম্বন্বয়ও রয়েছে। এর জন্য পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে।’’ এর আগে, আনন্দ ও বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন তিনি। এবার পেলেন সাহিত্য অকাদেমি পুরস্কার (Sahitya Akademi Awards)। 

    ইংরেজির শিক্ষকের সাহিত্য-জয়

    স্বপ্নময় একা নন। এবছর সাহিত্য অকাদেমি পুরস্কার জিতে নিয়েছেন আরও এক বঙ্গ সন্তান। তিনি হলদিয়ার বাবুপুর এগ্রিকালচার হাইস্কুলের ইংরেজির শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কে। আদতে ঝাড়গ্রামের লালগড়ের পানপুরিয়া গ্রামের বাসিন্দা টুরিয়াচাঁদ। ‘জবা বাহা’ গল্প সঙ্কলনের জন্য এ রাজ্যের সাঁওতালি ভাষার সাহিত্যিক টুরিয়াচাঁদ জিতে নিয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। তারাসিন বাস্কে ছদ্মনামে বই লেখেন তিনি। 

    পুরস্কার (Sahitya Akademi Awards) জিতে স্বভাবতই খুশি টুরিয়াচাঁদ। বলেন, ‘‘স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি সাহিত্য নিয়ে চর্চা করি। সাঁওতালি ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশ পেয়েছে। এই ধরনের পুরস্কার আমাকে আগামী দিনগুলিতে আরও বেশি করে লেখার জন্য উদ্যমী করে তুলবে।’’ প্রসঙ্গত,  এবছরই ‘শিক্ষারত্ন’ পেয়েছেন টুরিয়াচাঁদ। এর আগে, তিনি ২০১৫ সালে সাঁওতালি অ্যাকাডেমি প্রদত্ত সারদাপ্রসাদ কিস্কু পুরস্কার, ২০১৯ সালে সাধুরাম চাঁদ স্মৃতি পুরস্কারও পান।

    ঘোষিত ২০২৩ সাহিত্য অকাদেমি পুরস্কার

    বুধবারই, কেন্দ্রের তরফে ঘোষিত হয়েছে এবছরের সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপকদের নাম। প্রেস ইনফরমেশন ব্যুরো এই ঘোষণা করেছে। ২৪টি ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং সাহিত্য অধ্যয়ন— এই কটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে ৯টি কবিতার বই, ৬টি উপন্যাস, ৫টি ছোট গল্প, ৩টি প্রবন্ধ এবং ১টি ক্ষেত্রে সাহিত্যকর্মের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

    বিশেষ নির্বাচকমণ্ডলী এই পুরস্কার প্রাপকদের বেছে নিয়েছেন। তাতে সিলমোহর দিয়েছে সাহিত্য অকাদেমি এক্সিকিউটিভ বোর্ড। সেই বোর্ডে রয়েছেন সাহিত্যিক শ্রীমতী বাণী বসু, শ্রীনলিনী বেরা এবং শ্রীশিবাশিস মুখোপাধ্যায়। এখন সাহিত্য একাদেমির সভাপতি শ্রী মাধব কৌশিক। জুরি সদস্যদের সুপারিশে এই অনুমোদন দিয়েছে সাহিত্য অকাদেমির (Sahitya Akademi Awards) কার্যনির্বাহী পর্ষদ। পুরস্কারের মধ্যে রয়েছে তামার একটি মানপত্র, একটি শাল এবং নগদ ১ লক্ষ টাকা। আগামী ১২ মার্চ দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share