Category: পরম্পরা

Get updated History and Heritage and Culture and Religion related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    Ratanti Kali Puja 2025: অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় দেবীর আরাধনা! জানুন রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো হয়। অন্যান্য কালী পুজো অমাবস্যা বা পঞ্চদশী তিথিতে হলেও একমাত্র এই কালীপুজোই চতুর্দশী তিথিতে হয়ে থাকে। আসলে এই কালীপুজো রটনা থেকে শুরু হয়েছিল সেই জন্য এর নাম রটন্তী কালীপুজো। এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কাহিনি। দক্ষিণেশ্বর ও তারাপীঠে মহা সমারোহে এই পুজোর আয়োজন করা হয়।

     

    রটন্তী কালী পুজোর কাহিনী

    রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে ‘রটনা’ শব্দ থেকে। যার অর্থ কোনওকিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে, এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিলোকজুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয়। সেই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকীপুত্র শ্রীকৃষ্ণ। শোনা যায় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে, কৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা নিজের মন এর ডাককে উপেক্ষা করতে পারেননি, তিনি যান কৃষ্ণর সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। রাধার পিছনে ধাওয়া করেন তাঁর দুই ননদ জটিলা-কুটিলা। তাঁরা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে অয়ন ঘোষকে বলেন সে কথা। আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তাঁরা জোর করে আয়ান ঘোষকে কুঞ্জবনে নিয়ে যান। শ্রীরাধা ভীত হয়ে উঠলে তখন অভয় দেয় স্বয়ং কৃষ্ণ। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক, তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালী গাছের তলায় বসে আছেন, শ্রী রাধিকা তাঁর চরণ কমল নিয়ে সেবা করছে। এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ। চারিদিকে ছড়িয়ে দেন এই বার্তা, রটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবে মুছে গেল। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হল বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটন্তী কালী পুজো নামে পরিচিত।

     

    শ্রীরাধাই আদ্যাশক্তি!

    অপর এক প্রচলিত কাহিনি অনুযায়ী কৃষ্ণের প্রেমে মত্ত ছিলেন রাধা। এক দুপুরে কৃষ্ণের বাঁশির সুর শুনে গোপীনিরা সে দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন সামনেই কালীর মূর্তি। সেদিন গোপীনিরা বুঝতে পারেন যে, শ্রীরাধাই আসলে আদ্যাশক্তি। তার পর থেকে কালীর মাহাত্ম্য প্রচারিত হয়। এই দিন উপলক্ষেই এই বিশেষ তিথিতে প্রতি বছর রটন্তী কালী পুজোর আয়োজন করা হয়।

     

    ছিন্নমস্তার কাহিনী

    রটন্তী কালীর পুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গও। তন্ত্রশাস্ত্রে উল্লিখিত রয়েছে দশমহাবিদ্যার কথা। দশমহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা। লোকমুখে প্রচলিত রয়েছে, এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তাঁর সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই স্বমুণ্ড ছেদ করেন। ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়েছিল।

     

    এই বছর কখন পুজো

    চলতি বছর চতুর্দশী তিথি ২৭ জানুয়ারি রাত্রি ৭টা ৪৪ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হবে ২৮ জানুয়ারি ৭টা ৩১ মিনিটে। তার পরই মৌনী অমাবস্যা তিথি শুরু হবে। রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি। স্মার্ত মতে – মঙ্গলবার বিকেল ৫টা ১৭ মিনিটে শুরু, সন্ধে ৬টা ৫৩ মিনিটে শেষ। তন্ত্র মতে – আজ ২৭ তারিখ, সোমবার সন্ধ্যে ৭টা ৪৪ মিনিটে পুজো শুরু। সারা রাত চলবে রটন্তী কালীর আরাধনা।

     

    রটন্তী কালী পুজোর মাহাত্ম্য

    রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। অযথা কলহ জীবনকে দুর্বিসহ করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন এদিন। আবার প্রেম সম্পর্কে ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্যও এই তিথিতে কালী পুজো করা যায়। এ ছাড়াও গভীর রোগে গ্রস্ত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন। মনে করা হয় কালীর আশীর্বাদে শীঘ্র স্বাস্থ্যোন্নতি ঘটবে। উল্লেখ্য, শুক্রবার এই উপায় করলে বিশেষ লাভ হবে।

     

    দক্ষিণেশ্বরে বিশেষ পুজো

    দক্ষিণেশ্বরে বিশেষভাবে এদিন পূজিতা হন মা কালী। ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর। দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুতদৃশ্য দেখেছিলেন। তিনি দেখে ছিলেন , দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হবে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে। সন্ধেয় হয় গঙ্গা আরতি। প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। তারাপীঠে পুজো উপলক্ষ্যে এই দিন তারা মা-কে বিশেষ সাজে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ। সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়। অনেকেই এইদিনকে ভোরবেলা গঙ্গাস্নান করে মায়ের পুজো দিয়ে নিজের সামর্থ্য অনুসারে গরীব দুঃখীকে দান করে থাকেন। এই পবিত্র তিথিতে মায়ের আরাধনায় সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস।

  • Saraswati Puja: ঠিক কবে সরস্বতী পুজো? জানুন বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য

    Saraswati Puja: ঠিক কবে সরস্বতী পুজো? জানুন বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হিসেবে আরাধিত হন মা সরস্বতী (Saraswati Puja)। দেবী শ্বেতপদ্মে অধিষ্ঠান করেন, তাঁর এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে দেখা যায় বীণা। হাতে বীণা থাকার কারণে দেবী সরস্বতীকে বীণাপাণিও বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। বৈদিক যুগে অবশ্য চারহাতের দেবীর উল্লেখ পাওয়া যায়। সেই চার হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণ করে থাকে দেবী। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, পুস্তক হল বিদ্যা, জপমালা হল জ্ঞান, জলের পাত্র হল সৃষ্টি এবং বীণা হল সঙ্গীতের প্রতীক। এক কথায় বলতে গেলে, দেবী সরস্বতীকে অপার্থিব সম্পদের দেবী মানা হয়। বসন্ত পঞ্চমীর পবিত্র তিথিতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়।

    কবে সরস্বতী পুজো (Saraswati Puja)?

    মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর (Saraswati Puja) আরাধনায় মেতে ওঠেন সকলে। ঠিক এই কারণেই সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় দেশজুড়ে। ভক্তদের বিশ্বাস, এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী। তবে চলতি বছরে কবে পালিত হবে সরস্বতী পুজো? তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকের মনেই। দেখে নিন পঞ্জিকা অনুসারে কবে পড়েছে বসন্ত পঞ্চমী? দেবী সরস্বতীর আরাধনা করার সঠিক দিন কবে?

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

    পঞ্চমী তিথি আরম্ভ–

    বাংলা– ১৯ মাঘ, রবিবার।

    ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

    সময়– সকাল ৯টা ১৬ মিনিট।

    পঞ্চমী তিথি শেষ–

    বাংলা– ২০ মাঘ, সোমবার।

    ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

    সময়– সকাল ৬টা ৫৩ মিনিট।

    গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

    পঞ্চমী তিথি আরম্ভ–

    বাংলা– ১৯ মাঘ, রবিবার।

    ইংরেজি– ২ ফেব্রুয়ারি, রবিবার।

    সময়– বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড।

    পঞ্চমী তিথি শেষ–

    বাং– ২০ মাঘ, সোমবার।

    ইং– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

    সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।

    অন্যান্য পঞ্জিকা কী বলছে?

    অন্যদিকে, দৃকপঞ্জিকা অনুসারে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ১৪ মিনিটে পঞ্চমী পড়ছে। ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে। এর পরেই পড়ে যাচ্ছে মাঘ শুক্লা ষষ্ঠী। প্রসঙ্গত, উদয়া তিথি অনুসারে ৩ ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী (Saraswati Puja)। কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তাই ২ না ৩ ফেব্রুয়ারি, কবে সরস্বতী পুজো করবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা বলছে, রবিবার, ২ ফেব্রুয়ারি বেলা ১২টা ৩৪ মিনিটে পঞ্চমী পড়ছে। সোমবার ৯টা ৫৯ মিনিটে পঞ্চমী ছাড়ছে। তবে শাস্ত্র বিশেষজ্ঞরা, সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু ৩ ফেব্রুয়ারি, তাই সেদিনই পুজো করতে বলছেন সবাই।

    বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য (Saraswati Puja)

    মা সরস্বতীর (Saraswati Puja) পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পুজোও করা হয় এই বিশেষ দিনে। অনেক বাড়িতেই শিশুদের প্রথম হাতেখড়ির অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই দিন। তাদের আনুষ্ঠানিক ভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই। মনে করা হয় বসন্ত পঞ্চমী থেকেই শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভালো বলে মনে করা হয়। এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে হলুদ রং। দেবীভাগবত পুরাণ থেকে জানা যায়, পরম কুস্মন্দের প্ৰথম অংশে দেবী সরস্বতীর জন্ম। বিষ্ণুর জিহ্বাগ্র থেকে তাঁর উৎপত্তি । সরস্বতী বাক, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী।

    পৌরাণিক আখ্যান

    পৌরাণিক আখ্যান অনুসারে, বসন্ত পঞ্চমীর দিনেই জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ছিলেন ব্রহ্মা। যখন তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখনই তিনি অনুভব করেছিলেন কোনও কিছু অনুপস্থিত রয়েছে। ধরাধামে শব্দ সঞ্চারের জন্য তিনি তাঁর কমণ্ডলু থেকে পৃথিবীতে জল ছিটিয়ে দেন। আর ঠিক সেই সময়তেই পৃথিবী কাঁপিয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী (Saraswati Puja 2025)। দেবীর হাতে ছিল বীণা, জপমালা ও বই। তখনই দেবীর জ্ঞান ও প্রজ্ঞায় সারাবিশ্ব জ্ঞানের আলোয় আলোকিত হয়। তাই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর বিশেষ পুজো করা হয়। বসন্ত পঞ্চমী জীবনের নতুন শুরুর প্রতীক বলে মনে করা হয়। বসন্ত ঋতুতে ফসল পাকতে শুরু করে। হালকা শীতের মনোরম আবহাওয়ায় প্রকৃতি রঙে ভরে ওঠে, চারিদিক রঙিন ফুলে ঢেকে যায়। গাছে গাছে নতুন পাতা, রঙিন ফুল ও ফল ধারণ করে। এই দিনটিকে নতুন জিনিস শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়।

  • Iron Age India: ভারতেই লৌহযুগের সূচনা! তামিলনাড়ুতে মিলেছে ৫ হাজার ৩০০ বছর আগের ঐতিহাসিক প্রমাণ

    Iron Age India: ভারতেই লৌহযুগের সূচনা! তামিলনাড়ুতে মিলেছে ৫ হাজার ৩০০ বছর আগের ঐতিহাসিক প্রমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: লৌহযুগের (Iron Age India) সূচনা হয়েছিল ভারতে! নতুন আবিষ্কারের ফলে ইতিহাস বদলে যেতে চলেছে এবার। ঐতহাসিক কালানুক্রমিক সময় চিহ্নর একাধিক নিদর্শন পাওয়া গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনের শিবগালাই, মাঙ্গাদু, কিলনামান্ডি, থেলুঙ্গানুর এবং আদিচানাল্লুর (Tamil Nadu) থেকে। জানা গিয়েছে, নিদর্শনগুলি এক-একটি প্রায় ২ হাজার ৯৫৩ থেকে ৩ হাজার ৩৪৫ খ্রিষ্টপূর্বাব্দ সময়ের মধ্যেকার। বর্তমান সময়ের হিসেবে ৫ হাজার ৩০০ বছর আগের। ভারতীয় সভ্যতার উদ্ভব এবং বিকাশ প্রায় ৫ হাজার বছরের পুরনো বলে বার বার উল্লেখ করে গিয়েছেন ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদরা। একই ভাবে, আর্য সভ্যতার উদ্ভব এবং বিবর্তন নিয়ে সিন্ধু সভ্যতার কথা বার বার উল্লেখ করেছনে। গবেষণায় কী বলা হয়েছে আসুন জেনে নিই।

    ৫ হাজার ৩০০ বছর আগেকার লোহা উদ্ধার (Iron Age India)

    সম্প্রতি তামিলনাড়ুর (Tamil Nadu) তুতিকোরিন থেকে খননকার্য চালিয়ে একটি শবাধার সঙ্গে লোহার (Iron Age India) কিছু অতিপ্রাচীন সামগ্রী উদ্ধার হয়েছে। এই সামগ্রীগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। পুরাতাত্ত্বিকরা বলেছেন, তুতিকোরিনে পাওয়া পুরাতাত্ত্বিক উপাদানের সময়কাল নির্ণয় করে বোঝা গিয়েছে যে, আজ থেকে প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে এই রাজ্যে লোহার ব্যবহার করেছিল মানুষরা। ফলে এই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে সারা বিশ্বে তামিলনাড়ুই হবে লৌহযুগের প্রথম ব্যবহারের পথপ্রদর্শক। ফলে এই প্রমাণ পৃথিবীর ইতিহাসকে বদলে ফেলবে। উল্লেখ্য ভারতের ব্রিটিশ প্রভাব মুক্ত জাতীয়তাবাদী ইতিহাসবিদরা খুব স্পষ্ট ভাবে বলে গিয়েছেন, পশ্চিমের সভ্যতার আলো তখনও জ্বলে ওঠেনি, যখন ভারতীয় সাংস্কৃতিক প্রবাহ এবং ইতিহাস উৎকর্ষের জায়গায় পৌঁছে গিয়েছিল।

    অত্যাধুনিক প্রযুক্তিতে বয়স নির্ণয়

    গত বৃহস্পতিবার ‘অ্যান্টিকুইটি অফ আয়রন’ (Iron Age India) নামে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করছে তামিলনাড়ু (Tamil Nadu) রাজ্য পুরাতত্ত্ব বিভাগ। গবেষণা পত্রটি লিখেছেন শিবনন্থন এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে রাজন। এই গবেষণাপত্রের ৭৩ পৃষ্ঠায় দাবি করা হয়েছে, “আজ থেকে ৫ হাজার ৩০০ বছর আগে তামিলনাড়ুতে লোহার প্রচলন ছিল। অ্যাক্সিলারেটর মাস স্পেকটোমেট্রি (এএমএস) এবং অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স (ওএসএল) পদ্ধতিতে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় খননকার্য চালানো হয়েছিল। নিদর্শনের সময়কাল যাচাই করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। তাতে খুব স্পষ্ট করে বলা হয়েছে, কার্বন ডেটিংয়ের চেয়েও নির্ভুল ভাবে কোনও নিদর্শনের বয়স নির্ণয় করা যায় এই পদ্ধতিতে।

    আরও পড়ুনঃ প্রতি বছর বাজেটের আগে হয় ‘হালুয়া উৎসব’, এরপরেই নিভৃতবাসে যান কর্মীরা, কেন জানেন? 

    লৌহযুগের সংস্কৃতি নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা হয়েছে গবেষণায়

    উল্লেখ্য, আগে গবেষকদের অধিকাংশরাই মনে করেন, ১৩৮০ খ্রিষ্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় ৩ হাজার ৪০০ বছর আগে তুরস্কের হিতাইতে লোহার (Iron Age India) আবিষ্কার হয়েছিল। হিতাইত রাজত্বের ভৌগলিক অঞ্চলে হেমাটাইট লোহার আকরিকও প্রচুর পরিমাণে পাওয়া যেত। ফলে এই মত সকলেই গ্রহণ করেছিলেন। পুরাতাত্ত্বিক অধ্যাপক রুপেন্দ্রকুমার চট্টোপাধ্যায় বলেছেন, “লৌহযুগ নিয়ে বিতর্ক বহু দিন ধরেই চলছে। আগে মনে করা হতো বাইরে থেকে ভারতের নানা জায়গায় খ্রিষ্টপূর্ব ১২০০ অথবা ২০০০ অব্দের লোহার নিদর্শন পাওয়া গিয়েছে। এই গবেষণায় মেগালিথিক সংস্কৃতি এবং দ্রাবিড়ীয় সংস্কৃতির পাশাপাশি লৌহযুগের সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে একটি প্রমাণের উপর সিদ্ধান্ত ঠিক হবে না। আরও উপাদানের প্রয়োজন হবে।”

    শিবগালাই নিদর্শনগুলি প্রাচীনতা অনেক বেশি

    তামিলনাড়ুর তুতিকোরিনের শিবগালাই, মাঙ্গাদু, কিলনামান্ডি, থেলুঙ্গানুর এবং আদিচানাল্লুর (Tamil Nadu) এলাকায় এই নিদর্শনগুলি পাওয়া গিয়েছে। তার মধ্যে শিবগালাই নিদর্শনগুলির কোনও কোনওটা ২ হাজার ৯৫৩ থেকে ৩ হাজার ৩৪৫ খ্রিষ্টপূর্বাব্দের অর্থাৎ ৫৩০০ বছরের পুরনো। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরাতত্ত্ববিদ দিলীপকুমার চক্রবর্তী বলেন, ‘‘এই গবেষণার গুরুত্ব অপরিসীম। সেই সময়ের কিছু হরপ্পায়ও লোহার (Iron Age India) নিদর্শন থাকার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় উপত্যকার মালহারেও বেশকিছু নিদর্শনগুলির প্রমাণ পাওয়া গিয়েছিল। সেগুলিও খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দের সূচনাকালের। ওই সময়ে ভারতের বিভিন্ন জায়গায় লোহা আদানপ্রদানের একটা চলাচল ছিল। ফলে এই নিয়ে আরও বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন। তবে এই আবিষ্কারের জন্য প্রত্নতাত্ত্বিকদের অনেক অনেক অভিনন্দন।’’

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে, ভিসার আবেদন বৃদ্ধি ২১ শতাংশ

    Mahakumbh 2025: মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে, ভিসার আবেদন বৃদ্ধি ২১ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Mahakumbh 2025) বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় তথা মানব-সম্মেলনের ইভেন্টে পরিণত হয়েছে। ভারতের সনাতন সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, কৃষ্টি, সভ্যতা এসবকিছুরই প্রতিফলন দেখা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গমস্থলে। মহাকুম্ভকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রয়াগরাজগামী সব ট্রেনের টিকিটই নিঃশেষ। স্পেশাল ট্রেনেও জায়গা মিলছে না। এই আবহে দেশের কোণায় কোণায়, সত্যি কথা বলতে পাড়ায়-পাড়ায় নিজেদের উদ্যোগেই ভক্তদের বাস বা গাড়ি ভাড়া করে মহাকুম্ভের উদ্দেশে যেতে দেখা যাচ্ছে। ভারতীয়দের মধ্যেই যে শুধু আকর্ষণ, উন্মাদনা মহাকুম্ভকে কেন্দ্র করে দেখা যাচ্ছে, এমনটা নয়। বিদেশি পর্যটকরাও সামিল মহাকুম্ভে। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে উঠেছে, এই আবহে ভিসার আবেদন বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ।

    অসংখ্য বিদেশি ভক্ত আসছেন মহাকুম্ভে (Mahakumbh 2025)

    ১৪৪ বছর পরে হওয়া এই মহাকুম্ভ (Mahakumbh 2025) পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটক বলতে আধ্যাত্মিক পর্যটক, যাদের আমরা তীর্থযাত্রীও বলতে পারি। এখনও পর্যন্ত, ১০ কোটির বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। মনে করা হচ্ছে যে কুম্ভমেলায় সর্বমোট ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী ভিড় করতে পারেন। পবিত্র স্নানের উদ্দেশেই ভক্তরা এখানে সমবেত হচ্ছেন। বিশ্বাস, কুম্ভের ডুব জীবনে আনে অপার শান্তি ও সুখ। মহাকুম্ভে এই ব্যাপক পরিমাণে ভক্তদের আগমন শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র যে প্রয়াগরাজে হাজির হচ্ছেন এমনটা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল পরিমাণে তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন। পরিসংখ্যান বলছে যে, আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করার ৪৮ শতাংশ ভিসা মহাকুম্ভের (Mahakumbh 2025) দিকেই যাচ্ছে।

    আমেরিকা ও ব্রিটেন থেকে পর্যটক সংখ্যায় ব্যাপক বৃদ্ধি (Mahakumbh 2025)

    সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল যে ভারতে আগত আধ্যাত্মিক পর্যটকদের মধ্যে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি থেকে। সেখানকার যাঁরা আধ্যাত্মিক পর্যটক আছেন, তাঁরাও দলে দলে হাজির হচ্ছেন মহাকুম্ভে। বিশেষজ্ঞরা বলছেন, এতেই প্রমাণিত হচ্ছে যে মহাকুম্ভ (Mahakumbh 2025) এবং এই উৎসবের মাহাত্ম্য বর্তমানে এক আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার চেয়েও বড় কথা, তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক ভ্রমণের চাহিদাও ব্যাপক বেড়েছে। এই সমীক্ষায় আরও উঠে এসেছে যে, বর্তমানে মহিলারা আধ্যাত্মিকতার দিকে সবচেয়ে বেশি ঝুঁকছেন। তীর্থযাত্রীদের মধ্যে ৬৬ শতাংশই হলেন মহিলা ভক্ত।

    দলগত আধ্যাত্মিক ভ্রমণ

    অন্য একটি সমীক্ষা বলছে যে, আধ্যাত্মিক এমন ভ্রমণগুলি, মূলত বেশিরভাগই দলগত ভ্রমণ হচ্ছে। অর্থাৎ টিম তৈরি করে প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছেন অনেকে। এমন ভাবে টিম তৈরি করে আধ্যাত্মিক ভ্রমণের উদ্দেশে ভিসার আবেদনের সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভ্রমণকারী পর্যটকরা পবিত্র আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় কাজগুলি একসঙ্গেই করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইতালির মহিলা ভক্তরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বৈদিক স্তোত্রম পাঠ করে শোনাচ্ছেন এবং মন্ত্রমুগ্ধের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তা শুনছেন।

    প্রয়াগরাজ ছাড়াও কোন কোন স্থানে যাচ্ছেন বিদেশি ভক্তরা

    ওই সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে প্রয়াগরাজ ছাড়াও এদেশের বারাণসী, ঋষিকেশ, হরিদ্বার- এই স্থানগুলিও বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। তীর্থযাত্রীরা জন্য প্রথম দিকের পছন্দগুলির বেশিরভাগই উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্থানগুলির আধ্যাত্মিকতার ঐতিহ্য, ইতিহাসের টানে দলে দলে বিদেশি পর্যটকরা ভিড় করছেন। এখানেই তাঁরা বিভিন্ন আধ্যাত্মিকতার অভিজ্ঞতা অর্জন করছেন।

    উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে যোগী-মোদি সরকার 

    বর্তমানে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য সরকারও বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেমন যে সমস্ত তীর্থযাত্রী এবং পর্যটকরা আসছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা, তাঁদের ভ্রমণের জন্য উন্নত ব্যবস্থা, এই সবটাই দেখভাল করছে সরকার। উন্নত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, এর ফলে আধ্যাত্মিক পর্যটকদের সংখ্যা ভারতবর্ষে আরও বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আধ্যাত্মিক পর্যটকরা ভারতের এমন সুব্যবস্থা, উন্নত পরিকাঠামোর অভিজ্ঞতা অর্জন করে, দেশে ফিরছেন। নিজেদের দেশে গিয়ে তাঁরা আরও কয়েকজনকে ভারতের উন্নত পরিকাঠামো ব্যবস্থা সম্পর্কে বলছেন। যার ফলে আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক ভারতবর্ষের প্রতি আকর্ষিত হচ্ছেন। প্রসঙ্গত, মহাকুম্ভকে (Mahakumbh 2025) কেন্দ্র করে ভারতবর্ষে যে আধ্যাত্মিক পর্যটন বৃদ্ধি পেয়েছে তাই নয়, বিশ্বব্যাপী এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ভারতের ভূমিকা আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। এককথায় বিশ্বের আধ্যাত্মিক রাজধানীতে পরিণত হয়েছে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 260:  “কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান, বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব”

    Ramakrishna 260: “কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান, বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    অষ্টম পরিচ্ছেদ

    ১৮৮৩, ২২শে জুলাই

    “গুণত্রয়ব্যতিরিক্তং সচ্চিদানন্দস্বরূপঃ”
    “ব্রহ্ম ত্রিগুণাতীত—মুখে বলা যায় না”

    “তুমি দল দল করছ। তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, তিন বৎসর এ-দলে থেকে আবার ও-দলে গেল। যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখ না কেন, যাকে তাকে চেলা করলে কি হয়?”

    কেশবকে শিক্ষা—আদ্যাশক্তিকে মানো 

    “আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ—যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি, ততক্ষণ দুটো বলে বোধ হয়। বলতে গেলেই দুটো। কেশব কালী (শক্তি) মেনেছিল।

    “একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হল। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত। তিনিই একরূপে ভাগবত। তোমরা বল ভাগবত-ভক্ত-ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান। যখন বললাম, ‘বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব’, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে।”

    পূর্বকথা— শ্রীরামকৃষ্ণের মূর্ছা—মায়ার কাণ্ড দেখে 

    “ত্রিগুনাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বরলাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ইশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি, সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেধে রাখিস কেন? হৃদে বললে, ‘মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব। বড় হলে লাঙল টানবে।’ যাই এ-কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম! মনে হয়েছিল কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর, সিওড়—কোথায় কলকাতা! এই বাছুড়টি যাবে, ওই পথ! সেখানে বড় হবে। তারপর কতদিন পরে লাঙল টানবে—এরই নাম সংসার,—এরই নাম মায়া!

    “অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 259: “দত্তাত্রেয় এঁরা ব্রহ্মদর্শন করে খবর দিতে পারেন নাই, ব্রহ্মজ্ঞানে সমাধি হলে আর ‘আমি’ থাকে না”

    Ramakrishna 259: “দত্তাত্রেয় এঁরা ব্রহ্মদর্শন করে খবর দিতে পারেন নাই, ব্রহ্মজ্ঞানে সমাধি হলে আর ‘আমি’ থাকে না”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    অষ্টম পরিচ্ছেদ

    ১৮৮৩, ২২শে জুলাই

    “গুণত্রয়ব্যতিরিক্তং সচ্চিদানন্দস্বরূপঃ”
    “ব্রহ্ম ত্রিগুণাতীত—মুখে বলা যায় না”

    “ব্রহ্ম কি, তা মুখে যায় না। যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না।

    “চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হল। পাঁচিল বেয়ে একজন উঠল। উঁকি মেরে যা দেখলে, তাতে অবাক হয়ে ‘হা হা হা হা’ বলে ভিতরে পড়ে গেল। আর কোন খবর দিল না। যে-ই উঠে সে-ই ‘হা হা হা হা’ করে পড়ে যায়। তখন খবর আর কে দেবে?”

    জড়ভরত, দত্তাত্রেয়, শুকদেব—এঁদের ব্রহ্মজ্ঞান 

    “জড়ভরত, দত্তাত্রেয় এঁরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই, ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর ‘আমি’ থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, ‘আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না।’ মনের লয় হওয়া চাই, আবার ‘রামপ্রসাদের’ অর্থাৎ অহংতত্ত্বের লয় হওয়া চাই। তবে সেই ব্রহ্মজ্ঞান হয়।”

    একজন ভক্ত—মহাশয়, শুকদেবের কি জ্ঞান হয় নাই?

    শ্রীরামকৃষ্ণ—কেউ কেউ বলে, শুকদেব ব্রহ্মসমুদ্রের দর্শন-স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই। তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে, তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন—লোকশিক্ষার জন্যে। পরীক্ষিৎকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন, তাই ইশ্বর তাঁর সব ‘আমি’র লয় করেন নাই। বিদ্যার ‘আমি’ এক রেখে দিয়েছিলেন।

    কেশবকে শিক্ষা—দল (সাম্প্রদায়িকতা) ভাল নয় 

    একজন ভক্ত—ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে?

    শ্রীরামকৃষ্ণ—কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক, মশাই। (সকলের হাস্য) তবু কেশবকে বললুম, ‘আমি’ ‘আমার’ এটি অজ্ঞান। ‘আমি কর্তা’ আর আমার এই সব স্ত্রী, পুত্র, বিষয়, মান, সম্ভ্রম—এ-ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, ‘আমি’ ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব তোমাকে সব ‘আমি’ ত্যাগ করতে বলছি না, তুমি ‘কাঁচা আমি’ ত্যাগ কর। “আমি কর্তা” “আমার স্ত্রী-পুত্র” “আমি গুরু” —এ-সব অভিমান, “কাঁচা আমি”। এইটি ত্যাগ করে “পাকা আমি” হয়ে থাক—“আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা।”

    ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত 

    একজন ভক্ত—“পাকা আমি” কি দল করতে পারে?

    শ্রীরামকৃষ্ণ—কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি—এ ‘আমি’ “কাঁচা আমি”। মত প্রচার বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না। তাঁর আদেশ চাই। যেমন শুকদেব ভাগবতকথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়—সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয় দোষ নাই। তার ‘আমি’ “কাঁচা আমি” নয়—“পাকা আমি”।

    “কেশবকে বলেছিলাম, ‘কাঁচা আমি’ ত্যাগ কর। ‘দাস আমি’ ‘ভক্তের আমি’ এতে কোন দোষ নাই।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 258: “সংসারই অরণ্য, এই বনে সত্ত্বরজস্তমঃ তিনগুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়”

    Ramakrishna 258: “সংসারই অরণ্য, এই বনে সত্ত্বরজস্তমঃ তিনগুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    অষ্টম পরিচ্ছেদ

    ১৮৮৩, ২২শে জুলাই

    “গুণত্রয়ব্যতিরিক্তং সচ্চিদানন্দস্বরূপঃ”
    “ব্রহ্ম ত্রিগুণাতীত—মুখে বলা যায় না”

    মাস্টার—দয়াও কি একটা বন্ধন?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সে অনেক দূরের কথা। দয়া সত্ত্বগুণ থেকে হয়। সত্ত্বগুণে পালন, রজোগুণে সৃষ্টি, তমোগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্ত্বরজস্তমঃ তিনগুণের পার। প্রকৃতির পার।

    “যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্ত্বরজস্তমঃ তিনগুনই চোর। একটা গল্প বলি শুন —

    “একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময়ে তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এল। তখন আর-একজন চোর বললে, না হে কেটে কি হবে? একে হাত-পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত-পা বেঁধে ওইখানেরেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, ‘আহা, তোমার কি লেগেছে? এস, আমি তোমার বন্ধন খুলে দিই।’ তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে (Kathamrita), ‘আমার সঙ্গে সঙ্গে এস, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি।’ অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, ‘এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে।’ তখন লোকটি চোরকে বললে, ‘মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন।’ চোর বললে, ‘না, আমার ওখানে যাবার জো নাই, পুলিসে টের পাবে।’

    “সংসারই অরণ্য। এই বনে সত্ত্বরজস্তমঃ তিনগুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় (Kathamrita)। তমোগুণ জীবের বিনাশ করতে যায়। রজোগুণ সংসারে বদ্ধ করে। কিন্তু সত্ত্বগুণ, রজস্তমঃ থেকে বাঁচায়। সত্ত্বগুণের আশ্রয় পেলে কাম-ক্রোধ এই সব তমোগুণ থেকে রক্ষা হয়। সত্ত্বগুণও আবার জীবের সংসারবন্ধন মোচন করে। কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখ, তোমার বাড়ি ওই দেখা যায়! যেখানে ব্রহ্মজ্ঞান (Ramakrishna) সেখান থেকে সত্ত্বগুণও অনেক দূরে।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iron Age India: ভারতেই লৌহযুগের সূচনা! তামিলনাড়ুতে মিলেছে ৫ হাজার ৩০০ বছর আগের ঐতিহাসিক প্রমাণ

    Iron Age India: ভারতেই লৌহযুগের সূচনা! তামিলনাড়ুতে মিলেছে ৫ হাজার ৩০০ বছর আগের ঐতিহাসিক প্রমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: লৌহযুগের (Iron Age India) সূচনা হয়েছিল ভারতে! নতুন আবিষ্কারের ফলে ইতিহাস বদলে যেতে চলেছে এবার। ঐতহাসিক কালানুক্রমিক সময় চিহ্নর একাধিক নিদর্শন পাওয়া গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনের শিবগালাই, মাঙ্গাদু, কিলনামান্ডি, থেলুঙ্গানুর এবং আদিচানাল্লুর (Tamil Nadu) থেকে। জানা গিয়েছে, নিদর্শনগুলি এক-একটি প্রায় ২ হাজার ৯৫৩ থেকে ৩ হাজার ৩৪৫ খ্রিষ্টপূর্বাব্দ সময়ের মধ্যেকার। বর্তমান সময়ের হিসেবে ৫ হাজার ৩০০ বছর আগের। ভারতীয় সভ্যতার উদ্ভব এবং বিকাশ প্রায় ৫ হাজার বছরের পুরনো বলে বার বার উল্লেখ করে গিয়েছেন ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদরা। একই ভাবে, আর্য সভ্যতার উদ্ভব এবং বিবর্তন নিয়ে সিন্ধু সভ্যতার কথা বার বার উল্লেখ করেছনে। গবেষণায় কী বলা হয়েছে আসুন জেনে নিই।

    ৫ হাজার ৩০০ বছর আগেকার লোহা উদ্ধার (Iron Age India)

    সম্প্রতি তামিলনাড়ুর (Tamil Nadu) তুতিকোরিন থেকে খননকার্য চালিয়ে একটি শবাধার সঙ্গে লোহার (Iron Age India) কিছু অতিপ্রাচীন সামগ্রী উদ্ধার হয়েছে। এই সামগ্রীগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। পুরাতাত্ত্বিকরা বলেছেন, তুতিকোরিনে পাওয়া পুরাতাত্ত্বিক উপাদানের সময়কাল নির্ণয় করে বোঝা গিয়েছে যে, আজ থেকে প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে এই রাজ্যে লোহার ব্যবহার করেছিল মানুষরা। ফলে এই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে সারা বিশ্বে তামিলনাড়ুই হবে লৌহযুগের প্রথম ব্যবহারের পথপ্রদর্শক। ফলে এই প্রমাণ পৃথিবীর ইতিহাসকে বদলে ফেলবে। উল্লেখ্য ভারতের ব্রিটিশ প্রভাব মুক্ত জাতীয়তাবাদী ইতিহাসবিদরা খুব স্পষ্ট ভাবে বলে গিয়েছেন, পশ্চিমের সভ্যতার আলো তখনও জ্বলে ওঠেনি, যখন ভারতীয় সাংস্কৃতিক প্রবাহ এবং ইতিহাস উৎকর্ষের জায়গায় পৌঁছে গিয়েছিল।

    অত্যাধুনিক প্রযুক্তিতে বয়স নির্ণয়

    গত বৃহস্পতিবার ‘অ্যান্টিকুইটি অফ আয়রন’ (Iron Age India) নামে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করছে তামিলনাড়ু (Tamil Nadu) রাজ্য পুরাতত্ত্ব বিভাগ। গবেষণা পত্রটি লিখেছেন শিবনন্থন এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে রাজন। এই গবেষণাপত্রের ৭৩ পৃষ্ঠায় দাবি করা হয়েছে, “আজ থেকে ৫ হাজার ৩০০ বছর আগে তামিলনাড়ুতে লোহার প্রচলন ছিল। অ্যাক্সিলারেটর মাস স্পেকটোমেট্রি (এএমএস) এবং অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স (ওএসএল) পদ্ধতিতে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় খননকার্য চালানো হয়েছিল। নিদর্শনের সময়কাল যাচাই করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। তাতে খুব স্পষ্ট করে বলা হয়েছে, কার্বন ডেটিংয়ের চেয়েও নির্ভুল ভাবে কোনও নিদর্শনের বয়স নির্ণয় করা যায় এই পদ্ধতিতে।

    আরও পড়ুনঃ প্রতি বছর বাজেটের আগে হয় ‘হালুয়া উৎসব’, এরপরেই নিভৃতবাসে যান কর্মীরা, কেন জানেন?

    লৌহযুগের সংস্কৃতি নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা হয়েছে গবেষণায়

    উল্লেখ্য, আগে গবেষকদের অধিকাংশরাই মনে করেন, ১৩৮০ খ্রিষ্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় ৩ হাজার ৪০০ বছর আগে তুরস্কের হিতাইতে লোহার (Iron Age India) আবিষ্কার হয়েছিল। হিতাইত রাজত্বের ভৌগলিক অঞ্চলে হেমাটাইট লোহার আকরিকও প্রচুর পরিমাণে পাওয়া যেত। ফলে এই মত সকলেই গ্রহণ করেছিলেন। পুরাতাত্ত্বিক অধ্যাপক রুপেন্দ্রকুমার চট্টোপাধ্যায় বলেছেন, “লৌহযুগ নিয়ে বিতর্ক বহু দিন ধরেই চলছে। আগে মনে করা হতো বাইরে থেকে ভারতের নানা জায়গায় খ্রিষ্টপূর্ব ১২০০ অথবা ২০০০ অব্দের লোহার নিদর্শন পাওয়া গিয়েছে। এই গবেষণায় মেগালিথিক সংস্কৃতি এবং দ্রাবিড়ীয় সংস্কৃতির পাশাপাশি লৌহযুগের সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে একটি প্রমাণের উপর সিদ্ধান্ত ঠিক হবে না। আরও উপাদানের প্রয়োজন হবে।”

    শিবগালাই নিদর্শনগুলি প্রাচীনতা অনেক বেশি

    তামিলনাড়ুর তুতিকোরিনের শিবগালাই, মাঙ্গাদু, কিলনামান্ডি, থেলুঙ্গানুর এবং আদিচানাল্লুর (Tamil Nadu) এলাকায় এই নিদর্শনগুলি পাওয়া গিয়েছে। তার মধ্যে শিবগালাই নিদর্শনগুলির কোনও কোনওটা ২ হাজার ৯৫৩ থেকে ৩ হাজার ৩৪৫ খ্রিষ্টপূর্বাব্দের অর্থাৎ ৫৩০০ বছরের পুরনো। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরাতত্ত্ববিদ দিলীপকুমার চক্রবর্তী বলেন, ‘‘এই গবেষণার গুরুত্ব অপরিসীম। সেই সময়ের কিছু হরপ্পায়ও লোহার (Iron Age India) নিদর্শন থাকার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় উপত্যকার মালহারেও বেশকিছু নিদর্শনগুলির প্রমাণ পাওয়া গিয়েছিল। সেগুলিও খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দের সূচনাকালের। ওই সময়ে ভারতের বিভিন্ন জায়গায় লোহা আদানপ্রদানের একটা চলাচল ছিল। ফলে এই নিয়ে আরও বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন। তবে এই আবিষ্কারের জন্য প্রত্নতাত্ত্বিকদের অনেক অনেক অভিনন্দন।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে, ভিসার আবেদন বৃদ্ধি ২১ শতাংশ

    Mahakumbh 2025: মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে, ভিসার আবেদন বৃদ্ধি ২১ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Mahakumbh 2025) বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় তথা মানব-সম্মেলনের ইভেন্টে পরিণত হয়েছে। ভারতের সনাতন সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, কৃষ্টি, সভ্যতা এসবকিছুরই প্রতিফলন দেখা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গমস্থলে। মহাকুম্ভকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রয়াগরাজগামী সব ট্রেনের টিকিটই নিঃশেষ। স্পেশাল ট্রেনেও জায়গা মিলছে না। এই আবহে দেশের কোণায় কোণায়, সত্যি কথা বলতে পাড়ায়-পাড়ায় নিজেদের উদ্যোগেই ভক্তদের বাস বা গাড়ি ভাড়া করে মহাকুম্ভের উদ্দেশে যেতে দেখা যাচ্ছে। ভারতীয়দের মধ্যেই যে শুধু আকর্ষণ, উন্মাদনা মহাকুম্ভকে কেন্দ্র করে দেখা যাচ্ছে, এমনটা নয়। বিদেশি পর্যটকরাও সামিল মহাকুম্ভে। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে উঠেছে, এই আবহে ভিসার আবেদন বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ।

    অসংখ্য বিদেশি ভক্ত আসছেন মহাকুম্ভে (Mahakumbh 2025)

    ১৪৪ বছর পরে হওয়া এই মহাকুম্ভ (Mahakumbh 2025) পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটক বলতে আধ্যাত্মিক পর্যটক, যাদের আমরা তীর্থযাত্রীও বলতে পারি। এখনও পর্যন্ত, ১০ কোটির বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। মনে করা হচ্ছে যে কুম্ভমেলায় সর্বমোট ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী ভিড় করতে পারেন। পবিত্র স্নানের উদ্দেশেই ভক্তরা এখানে সমবেত হচ্ছেন। বিশ্বাস, কুম্ভের ডুব জীবনে আনে অপার শান্তি ও সুখ। মহাকুম্ভে এই ব্যাপক পরিমাণে ভক্তদের আগমন শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র যে প্রয়াগরাজে হাজির হচ্ছেন এমনটা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল পরিমাণে তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন। পরিসংখ্যান বলছে যে, আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করার ৪৮ শতাংশ ভিসা মহাকুম্ভের (Mahakumbh 2025) দিকেই যাচ্ছে।

    আমেরিকা ও ব্রিটেন থেকে পর্যটক সংখ্যায় ব্যাপক বৃদ্ধি (Mahakumbh 2025)

    সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল যে ভারতে আগত আধ্যাত্মিক পর্যটকদের মধ্যে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি থেকে। সেখানকার যাঁরা আধ্যাত্মিক পর্যটক আছেন, তাঁরাও দলে দলে হাজির হচ্ছেন মহাকুম্ভে। বিশেষজ্ঞরা বলছেন, এতেই প্রমাণিত হচ্ছে যে মহাকুম্ভ (Mahakumbh 2025) এবং এই উৎসবের মাহাত্ম্য বর্তমানে এক আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার চেয়েও বড় কথা, তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক ভ্রমণের চাহিদাও ব্যাপক বেড়েছে। এই সমীক্ষায় আরও উঠে এসেছে যে, বর্তমানে মহিলারা আধ্যাত্মিকতার দিকে সবচেয়ে বেশি ঝুঁকছেন। তীর্থযাত্রীদের মধ্যে ৬৬ শতাংশই হলেন মহিলা ভক্ত।

    দলগত আধ্যাত্মিক ভ্রমণ

    অন্য একটি সমীক্ষা বলছে যে, আধ্যাত্মিক এমন ভ্রমণগুলি, মূলত বেশিরভাগই দলগত ভ্রমণ হচ্ছে। অর্থাৎ টিম তৈরি করে প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছেন অনেকে। এমন ভাবে টিম তৈরি করে আধ্যাত্মিক ভ্রমণের উদ্দেশে ভিসার আবেদনের সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভ্রমণকারী পর্যটকরা পবিত্র আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় কাজগুলি একসঙ্গেই করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইতালির মহিলা ভক্তরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বৈদিক স্তোত্রম পাঠ করে শোনাচ্ছেন এবং মন্ত্রমুগ্ধের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তা শুনছেন।

    প্রয়াগরাজ ছাড়াও কোন কোন স্থানে যাচ্ছেন বিদেশি ভক্তরা

    ওই সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে প্রয়াগরাজ ছাড়াও এদেশের বারাণসী, ঋষিকেশ, হরিদ্বার- এই স্থানগুলিও বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। তীর্থযাত্রীরা জন্য প্রথম দিকের পছন্দগুলির বেশিরভাগই উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্থানগুলির আধ্যাত্মিকতার ঐতিহ্য, ইতিহাসের টানে দলে দলে বিদেশি পর্যটকরা ভিড় করছেন। এখানেই তাঁরা বিভিন্ন আধ্যাত্মিকতার অভিজ্ঞতা অর্জন করছেন।

    উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে যোগী-মোদি সরকার 

    বর্তমানে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য সরকারও বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেমন যে সমস্ত তীর্থযাত্রী এবং পর্যটকরা আসছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা, তাঁদের ভ্রমণের জন্য উন্নত ব্যবস্থা, এই সবটাই দেখভাল করছে সরকার। উন্নত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, এর ফলে আধ্যাত্মিক পর্যটকদের সংখ্যা ভারতবর্ষে আরও বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আধ্যাত্মিক পর্যটকরা ভারতের এমন সুব্যবস্থা, উন্নত পরিকাঠামোর অভিজ্ঞতা অর্জন করে, দেশে ফিরছেন। নিজেদের দেশে গিয়ে তাঁরা আরও কয়েকজনকে ভারতের উন্নত পরিকাঠামো ব্যবস্থা সম্পর্কে বলছেন। যার ফলে আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক ভারতবর্ষের প্রতি আকর্ষিত হচ্ছেন। প্রসঙ্গত, মহাকুম্ভকে (Mahakumbh 2025) কেন্দ্র করে ভারতবর্ষে যে আধ্যাত্মিক পর্যটন বৃদ্ধি পেয়েছে তাই নয়, বিশ্বব্যাপী এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ভারতের ভূমিকা আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। এককথায় বিশ্বের আধ্যাত্মিক রাজধানীতে পরিণত হয়েছে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 260:  “কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান, বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব”

    Ramakrishna 260: “কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান, বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    অষ্টম পরিচ্ছেদ

    ১৮৮৩, ২২শে জুলাই

    “গুণত্রয়ব্যতিরিক্তং সচ্চিদানন্দস্বরূপঃ”
    “ব্রহ্ম ত্রিগুণাতীত—মুখে বলা যায় না”

    “তুমি দল দল করছ। তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, তিন বৎসর এ-দলে থেকে আবার ও-দলে গেল। যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখ না কেন, যাকে তাকে চেলা করলে কি হয়?”

    কেশবকে শিক্ষা—আদ্যাশক্তিকে মানো 

    “আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ—যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহবুদ্ধি, ততক্ষণ দুটো বলে বোধ হয়। বলতে গেলেই দুটো। কেশব কালী (শক্তি) মেনেছিল।

    “একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হল। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত। তিনিই একরূপে ভাগবত। তোমরা বল ভাগবত-ভক্ত-ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান। যখন বললাম, ‘বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব’, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে।”

    পূর্বকথা— শ্রীরামকৃষ্ণের মূর্ছা—মায়ার কাণ্ড দেখে 

    “ত্রিগুনাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বরলাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ইশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি, সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেধে রাখিস কেন? হৃদে বললে, ‘মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব। বড় হলে লাঙল টানবে।’ যাই এ-কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম! মনে হয়েছিল কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর, সিওড়—কোথায় কলকাতা! এই বাছুড়টি যাবে, ওই পথ! সেখানে বড় হবে। তারপর কতদিন পরে লাঙল টানবে—এরই নাম সংসার,—এরই নাম মায়া!

    “অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share