Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে শূন্যপদ ১০২২, বেতন কত জানেন?

    SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে শূন্যপদ ১০২২, বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি (No.CRPD/RS/2023-24/02) প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞপ্তিতেই বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে আবেদন করতে পারেন।

    নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোট ১০২২টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

    জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিষয়গুলি

    গুরুত্বপূর্ণ তারিখ

    আবেদন জমা নেওয়া শুরু হয়েছে- ১ এপ্রিল
    আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ৩০ এপ্রিল

    কোন কোন পদে এই নিয়োগ করা হবে ?

    মোট ১০২২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার, চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার এবং সাপোর্ট অফিসার পদে এই নিয়োগ করা হবে বলে জানা গেছে।

    বয়সসীমা কত ?

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি পদের জন্যই প্রার্থীদের ৬৩ বছরের মধ্যে বয়স হতে হবে। নির্দিষ্ট বয়সসীমার পরে আবেদন জমা দিলে তা গ্রাহ্য করা হবে না।

    কারা আবেদন করতে পারবেন ?

    স্টেট ব্যাঙ্ক অথবা যে কোনও অন্য সরকারি ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে পারবেন।

    কীভাবে হবে এই নিয়োগ ?

    প্রথমে প্রাপ্ত আবেদনগুলি স্ক্রিন করার পরে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১০০ নম্বরের জন্য ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত বাছাই তালিকা তৈরি করা হবে।

    কীভাবে আবেদন করবেন ?

    নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। চুক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

     

    আরও পড়ুন: উপার্জনের টাকা হাতে থাকছে না? জানুন আর্থিক পরিকল্পনার ৬ সহজ উপায়

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Agniveer Recruitment 2023: অগ্নিবীর বায়ুতে নিয়োগ, দ্বাদশ পাশেই দুর্দান্ত বেতনের চাকরি, জানুন বিস্তারিত

    Agniveer Recruitment 2023: অগ্নিবীর বায়ুতে নিয়োগ, দ্বাদশ পাশেই দুর্দান্ত বেতনের চাকরি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় বায়ুসেনা। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করে নিন যত দ্রুত সম্ভব। বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর (Agniveer Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। অগ্নিবীরবায়ু নিয়োগ পরীক্ষা ২০ মে ২০২৩ এ অনুষ্ঠিত হবে। এই নিয়োগ অবিবাহিত পুরুষ এবং মহিলা উভয়ের জন্য।

    আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অগ্নিবীরবায়ু anipathvayu.cdac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ১৭ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হবে। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে পারেন।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শান্তনুকে তলব করল ইডি

    জানুন বিস্তারিত

    অগ্নিবায়ু নিয়োগের জন্য যোগ্যতা

    বিজ্ঞান স্ট্রিমের জন্য: একটি স্বীকৃত বোর্ড থেকে গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে। ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে। অথবা ৫০% নম্বর সহ তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা পদার্থবিদ্যা, গণিতের মতো দুটি অ-বৃত্তিমূলক বিষয় সহ ২ বছরের বৃত্তিমূলক কোর্সে ৫০% নম্বর।

    বিজ্ঞান স্ট্রীম ব্যতীত: ৫০% নম্বর সহ দ্বাদশ পাস। ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

    বয়স সীমা

    যোগ্য প্রার্থীদের অবশ্যই ২৬ ডিসেম্বর ২০০৬ থেকে ২৬ জুন ২০০৬- এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ বয়সসীমা ২১ বছরের বেশি নয়। আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।

    নিয়োগ প্রক্রিয়া

    ২০ মে ২০২৩ তারিখে যোগ্য আবেদনকারীদের প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে (Agniveer Recruitment 2023) । এর পর হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল টেস্ট হবে। অগ্নিপথ প্রকল্পের আওতায়, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে অগ্নিবীরদের ৪ বছরের জন্য নিয়োগ করা হয়। চার বছরের প্রশিক্ষণের পর ২৫ শতাংশ অগ্নিবীরের চাকরি স্থায়ী হবে। বাকিদের এককালীন প্রায় ১১ লক্ষ টাকা দিয়ে অবসর দেওয়া হবে। প্রশিক্ষণের সময়, অগ্নিবীর ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার CSD ক্যান্টিনের সুবিধাও নিতে পারে। ৪৮ লক্ষ টাকার চিকিৎসা বিমা থাকবে। বছরে ৩০ দিন ছুটি পাবেন। এছাড়া অসুস্থ ছুটির বিকল্পও থাকবে। 

    কীভাবে আবেদন করবেন?

    অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ-ইন অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পরে প্রার্থীদের ছবি, স্বাক্ষর এবং অন্য নথি আপলোড করতে বলা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SBI Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই, ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

    SBI Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই, ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমানতকারীদের জন্যে সুখবর। স্থায়ী আমানতে সুদের হার বাড়াল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fixed Deposit)।  প্রায় দু’মাস পরে আবার স্থায়ী আমানতের উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচি ঘোষণা করল এসবিআই। বুধবার এসবিআই- এর তরফে জানানো হয়েছে, নয়া কর্মসূচিতে স্থায়ী আমানতের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। 

    এই নয়া ব্যবস্থায় ৪০০ দিনের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। এসবিআই (SBI Fixed Deposit) কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকেই লাগু হবে এই বর্ধিত সুদের হার। এই কর্মসূচি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ হারে সুদ দেওয়া হবে।

    আরও পড়ুন: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    গত বছরের ১৩ ডিসেম্বর কিছু নির্দিষ্ট স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক (SBI Fixed Deposit)। আদানির গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝে স্টেট ব্যাঙ্কের এই ঘোষণা অত্যন্ত  ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই। এই ঘোষণায় সেই দাবিতেই শিলমোহর পড়ল।

    আদানি ও এসবিআই 

    উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। শেয়ারের দর পড়ে যাওয়ায় মার্কিন সূচক থেকে বাদ গিয়েছে আদানির স্টক। এদিকে এসবিআই থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে আদানি গ্রুপ। এসবিআই (SBI Fixed Deposit) যদিও এখন পর্যন্ত সেই ঋণ নিয়ে কোনও আশঙ্কা প্রকাশ করেনি। কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। যদি ঋণ শোধ না করে আদানি গ্রুপ? সেক্ষেত্রে এক্ষেত্রে ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ কত হতে পারে? এসবিআই সূত্রে খবর, বর্তমানে বিপাকে পড়া আদানি গোষ্ঠীর কাছে এসবিআই -এর এক্সপোজারের পরিমাণ প্রায় ২৭,০০০ কোটি টাকা। তবে তা মোট প্রদেয় ঋণের মাত্র ০.৮৮ শতাংশ। অর্থাৎ যা কিনা ১ শতাংশের চেয়েও কম। ব্যাঙ্কটির চেয়ারম্যান দীনেশ খাড়া এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা আদানি গ্রুপকে মূলত প্রজেক্টের জন্য ঋণ দিয়েছি। এগুলি বাস্তব সম্পদ এবং যার পর্যাপ্ত নগদ উৎপাদন রয়েছে৷ সংস্থাটি যথাযথ ভাবেই দায়িত্ব পালন করছে। ব্যাঙ্কের এক্সপোজার মোট লোন বুকের মাত্র ০.৮৮ শতাংশ।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Defence Ministry Recruitment: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    Defence Ministry Recruitment: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগে কয়েক হাজার চাকরির সুযোগ। প্রতিরক্ষা মন্ত্রক ট্রেডসম্যান এবং ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। মোট ১,৭৯৩ শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.aocrecruitment.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

    আরও পড়ুন: সব টাকা, সোনার গয়না পার্থ চট্টোপাধ্যায়ের! নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে জানালেন অর্পিতা 

    এই বিষয়ে জেনে নিন কিছু তথ্য।

    শূন্যপদ

    মোট পদ – ১,৭৯৩টি
    ট্রেডসম্যান – ১,২৪৯ জন
    ফায়ারম্যান – ৫৪৪

    শিক্ষাগত যোগ্যতা

    ট্রেডসম্যান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি, প্রাসঙ্গিক ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট থাকাও প্রয়োজন। অন্যদিকে, ফায়ারম্যান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

    আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা! হুমকি দিয়ে পোস্টার বাঁকুড়ায় 

    বয়স সীমা

    এই পদগুলিতে আবেদন করতে চান এমন প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। বয়সে ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন। বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

    বেতন

    ট্রেডসম্যান-১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা
    ফায়ারম্যান- ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।

    নির্বাচন প্রক্রিয়া

    ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সিস্টেম ভিত্তিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ফায়ারম্যান এবং ট্রেডসম্যান পদের জন্য যেখানে লিখিত পরীক্ষার আগে শারীরিক/সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে। 

    আবেদন পদ্ধতি

    আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ২৬.০২.২০২৩ তারিখের মধ্যে https://www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে । 

    বিশদে জানুন: 

    https://www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইট দেখুন ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Recruitment: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত

    Recruitment: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত

    মাধ্যমিক নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন বিভাগে পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ দেশের যেকোনও রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন  করা যাবে।

    আরও পড়ুন: “জাতিপ্রথা আসলে পুরোহিতদের তৈরি”, দাবি আরএসএস প্রধানের

    ইন্ডিয়ান পোস্টের তরফে জানানো হয়েছে, মোট ৪০ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। এই শূন্যপদে আবেদনের জন্য ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in– এ লগ ইন করে আবেদন করতে হবে।

    শূন্যপদের সংখ্য়া

    মোট ৪০ হাজার ৮৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

    শূন্যপদ

    ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার  পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

    আবেদন পাঠানোর শেষ তারিখ

    আগ্রহী আবেদনকারীরা আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

    বয়সসীমা

    এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

    শিক্ষাগত যোগ্যতা

    আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। এছাড়া তাদের কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসাবে অঙ্ক ও ইংরেজি থাকতে হবে।

    আবেদন ফি

    আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, রূপান্তরিত মহিলা এবং জনজাতি, উপজাতিদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

    কর্মী নিয়োগের পদ্ধতি

    সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। জিডিএসের অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

    কীভাবে আবেদন করবেন?

    • প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in – এ লগ ইন করতে হবে।
    • এবার আবেদনকারীকে রেজিস্টার করতে হবে।
    • এরপরে ফর্ম ফিল আপ করে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
    • আবেদনকারীদের একটি নির্দিষ্ট অঙ্ক ফি হিসাবে জমা দিতে হবে।
    • এবার ফর্ম সাবমিট করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     
  • Agniveer Recruitment: দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগ শুরু হতে চলেছে, প্রক্রিয়ায় কী কী বদল এল?

    Agniveer Recruitment: দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগ শুরু হতে চলেছে, প্রক্রিয়ায় কী কী বদল এল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগের (Agniveer Recruitment) ঘোষণা করল ভারতীয় সেনা। তবে কিছু বদল আনা হয়েছে প্রক্রিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে অগ্নিবীর হিসেবে সেনায় যোগ দিতে হলে শুরুতেই সাধারণ প্রবেশিকা পরীক্ষা বা সিইই দিতে হবে। সিইই- তে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের এরপর দিতে হবে ফিটনেস টেস্ট। এরপর মেডিক্যাল  পরীক্ষা উতরোতে পারলে তবে ভারতীয় সেনায় সুযোগ পাওয়া যাবে। ইতিমধ্যেই সেনার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রমতে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করবে প্রতিরক্ষা মন্ত্রক। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিলে অগ্নিবীর নিয়োগের জন্য প্রথম সিইই নেওয়া হতে পারে। এই পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের প্রায় ২০০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আগেও সিইই নেওয়া হত। তবে সেটা ছিল সব শেষের পরীক্ষা। এবার এই পরীক্ষাটাই নেওয়া হবে শুরুতে।

    কী জানা গেল? 

    ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ‘অগ্নিবীর’ (Agniveer Recruitment)  হিসেবে সেনায় যোগ দিয়ে দেশের সেবা করার লক্ষ্যে যুবক-যুবতীরা আবেদনপত্র পাঠাচ্ছেন। আগের নিয়ম অনুযায়ী, প্রথম তাঁদের ফিটনেস টেস্ট নেওয়া হত। তারপর হত মেডিক্যাল পরীক্ষা। এই দু’টিতে যাঁরা নির্বাচিত হতেন, তাঁরা সিইই দিতেন। কিন্তু, এই পদ্ধতিতে সেনায় যোগ দিতে ফিটনেস টেস্টে আসতেন বিশাল সংখ্যক যুবক-যুবতী। তাঁদের সামলাতে রীতিমতো হিমসিম খেতে হত সেনাকর্মী ও অফিসারদের। সেই কারণেই এবার থেকে প্রথমে সিইই টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এতে ভিড় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সেনা কর্তাদের একাংশ।

    এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন নৌসেনার ‘অগ্নিবীর’-রা (Agniveer Recruitment) । বর্তমানে ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ চলছে মহারাষ্ট্রের নাসিকের আর্টিলারি ট্রেনিং সেন্টারে। সেনায় এটাই ছিল অগ্নিবীর-দের প্রথম ব্যাচ। প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় আড়াই হাজার অগ্নিবীর। এই অগ্নিবীরদের শেখানো হচ্ছে আগ্নেয়াস্ত্র চালানো। এছাড়াও প্রযুক্তিগত সহকারী, রেডিও অপারেটর ও গাড়ির চালক হিসেবে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনা। মোট ৩১ সপ্তাহ ধরে চলবে এই ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ। এর মধ্যে প্রথম ১০ সপ্তাহে শেষ হবে প্রাথমিক প্রশিক্ষণ। পরবর্তী ২১ সপ্তাহ ধরে দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ।

    আরও পড়ুন: আয়কর সরল হোক, চেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী, জানালেন নির্মলা সীতারমন

    নরেন্দ্র মোদি সরকার তিন সেনায় নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু  (Agniveer Recruitment) করে। শুধুমাত্র অফিসার পদে এই প্রক্রিয়ায় নিয়োগ হয় না। গত বছর থেকে চালু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। সাড়ে ১৭ থেকে ২১ বছর পর্যন্ত যে কোনও যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের চুক্তি ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।      
     
         

  • BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF Recruitment)। ১৪১০ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।ীই বিষয়ে জেনে নিন কিছু বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠানের তরফে মোট ১৪১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। ১৩৪৩টি পদ পুরুষ প্রার্থী এবং ৬৭টি পদ মহিলা প্রার্থীদের জন্য।

    আরও পড়ুন: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীগগির, জানুন বিস্তারিত

    কবলার- ২৩টি পদ, টেইলর- ১৩টি পদ, প্লাম্বার- ২৩টি পদ, পেইন্টার- ১৭টি পদ, ইলেকট্রিশিয়ান- ১২টি পদ, পাম্প অপারেটর- ১টি পদ, ড্রটসম্যান- ৮টি পদ, আপহলস্টার- ১টি পদ, টিন স্মিথ- ১টি পদ, বুচার- ১টি পদ, কুক- ৪৮০টি পদ, ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ, ওয়াশার ম্যান- ১৩২টি পদ, বার্বার- ৬০টি পদ, সুইপার- ২৭৭টি পদ, ওয়েটার- ৫টি পদ, মালি- ২৬টি পদ, খোজি- ৩৬টি পদ (BSF Recruitment)।

    আরও পড়ুন: ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই 

    জরুরী তথ্য 

    • পদের নাম: কনস্টেবল (ট্রেডসম্যান)
    • শূন্যপদের সংখ্যা: ১৪১০ (১৩৪৩ পুরুষ, ৬৭ মহিলা)
    • কাজের স্থান: ভারত
    • নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
    • আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলেছে
    • বেতনক্রম: ২১৭০০ টাকা- ৬৯১০০ টাকা 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: বিশদ দেখুন
    • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
    • বয়স: বয়স থেকে ১৮- ২৫ বছরের মধ্যে হতে হবে।

    কী করে আবেদন করবেন? 

    • বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর,ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন আপনার অ্যাকাউন্ট।
    • সেখানে অনলাইন আবেদনের একটি ট্যাব পাবেন।
    • সেখানে গিয়ে আবেদন করুন।
    • সব তথ্য আপলোড করুন।
    • প্রিভিউ দেখে আবেদনপত্র সাবমিট করে দিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত

    Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কী সরকারি চাকরির জন্যে বসে আছেন? হন্যে হয়ে চাকরি খুঁজেও পাচ্ছেন না? তাহলে আপনার জন্যে রয়েছে সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি অনুসারে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ২৫৫ নাবিক পদে (জেনারেল ডিউটি এবং ডোমেস্টিক ব্রাঞ্চ) কর্মী  নিয়োগ করবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদনকারীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.injoinindiancoastguard.cdac.in-তে আবেদন করতে পারেন।

    জেনে নিন এ বিষয়ে বিশেষ কিছু তথ্য:  

    বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:

    গত ২১ জানুয়ারি

    আবেদন জমা নেওয়া শুরু হবে:

    ২০২৩ সালেপ ৬ ফেব্রুয়ারি 

    আবেদন করার শেষ তারিখ:

    ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি 

    কবে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে?

    সম্ভবত আগামী মার্চ মাসে 

    কবে পরীক্ষা?

    সম্ভবত চলতি বছরের মার্চ মাসে 

    শূন্যপদ:

    ২৫৫ টি নাবিক পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে জেনারেল ডিউটি পদে ২২৫ এবং ডোমেস্টিক ব্রাঞ্চ পদে ৩০ টি শূন্যপদ রয়েছে।

    বয়সসীমা:

    সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: ক্ষতির মুখে আদানি গোষ্ঠী, তিন দিনেই হাওয়া ১১.৮ লক্ষ কোটি টাকা

    শিক্ষাগত যোগ্যতা:

    নাবিক (জেনারেল ডিউটি): প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা ও অঙ্ক সহ দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।  
    নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ): প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করতে পাশ করতে হবে।

    নির্বাচন প্রক্রিয়া:

    সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের স্টেজ ১, স্টেজ ২, স্টেজ ৩ এবং স্টেজ ৪-এর পারফরম্যান্সের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক ফিটনেস টেস্ট, মেডিকেল পরীক্ষা এবং তথ্য যাচাইকরণ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় দুটি বিভাগ থাকবে। সেকশন I-এ প্রতিটি ১ নম্বরের মোট ৬০টি প্রশ্ন থাকবে এবং অঙ্ক ও পদার্থবিদ্যা থেকে মোট ৫০ টি মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে সেকশন-2-এ।  

    আবেদন ফি

    আবেদন ফি ৩০০ টাকা। তবে এসসি, এসটি সহ বিশেষ বিভাগের প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বিশ্বজুড়েই ব্যাপকহারী চাকরি খোয়াচ্ছেন (Recruitment) মানুষ। বিশেষ করে পশ্চিমের দেশগুলিতে বড় বড় সংস্থাগুলি থেকে মাঝে মাঝেই কর্মী ছাটাই- এর খবর সামনে আসছে। মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, মেটা এবং টুইটারের মতো টেক জায়ান্টরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের শুরুতেই প্রতিদিন ১৬০০ কর্মীর চাকরি যাচ্ছে। চাকরির বাজারে এমন দোলাচলে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি কর্মীরা তো বটেই, চাকরি প্রত্যাশী সমগ্র যুব সম্প্রদায়ই অস্থির। সম্প্রতি স্পটিফাইও ছাঁটাইয়ের ঘোষণা করেছে। কর্মী সংখ্যা ৬ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে এই সংস্থা।   

    এরই মাঝে স্রোতের বিপরীতে হাঁটল ফুড ডেলিভারি সংস্থা (Recruitment) জোম্যাটো। সংস্থাটির সিইও দীপিন্দর গোয়েল লিঙ্কডইন-এ নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। দীপিন্দরের পোস্ট অনুযায়ী ৮০০ পদে কর্মী নেবে জোম্যাটো। 

    দীপিন্দর গোয়েল তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে পাঁচটি পদের জন্য বিজ্ঞাপন পোস্ট (Recruitment) করেছেন। পদগুলি হলো- সিইওর চিফ অব স্টাফ, জেনারেলিস্ট, গ্রোথ ম্যানেজার, প্রোডাক্ট ওনার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার।

    কী লিখেছেন জোম্যাটো সিইও? 

    দীপিন্দর লিঙ্কডইন-এ লিখেছেন, “জোম্যাটোতে এই ৫টি পদে আমাদের প্রায় ৮০০টি শূন্যপদ রয়েছে৷ আপনি যদি এই পদগুলির জন্য (Recruitment) সত্যিই উপযুক্ত এবং যোগ্য কাউকে চেনেন, অনুগ্রহ করে তাদের এই থ্রেডে ট্যাগ করুন৷ এই পদগুলির সম্পর্কে আরও জানার আগ্রহ থাকলে, অনুগ্রহ করে আমাকে deepinder@zomato.com-এ ইমেল করুন।”

    সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, জোম্যাটোর কিছু ডেলিভারি এজেন্ট চেষ্টা করছিলেন যাতে, কোম্পানির পরিবর্তে গ্রাহক এই এজেন্টদের নিজেদের অর্ডারের জন্য ২০০ টাকা বা ৩০০ টাকা দেন। একজন লিঙ্কডইন ব্যবহারকারী এই কেলেঙ্কারির কথা তুলে ধরেন এবং সিইও দীপিন্দর গোয়ালকে ট্যাগ করে এই বিষয়ে জানান।

    আরও পড়ুন: মুড়ি গঙ্গায় বিলাসবহুল ক্রুজ থেকে চুরি টাকা-গয়না, প্রশ্নের মুখে পর্যটক সুরক্ষা  

    তিনি জানিয়েছিলেন, অর্ডার করার মিনিট ৩০-৪০ বাদে ডেলিভারি কর্মী (Recruitment) এসে জানান, পরের বার অনলাইনে টাকা না দিতে। কারণ জিজ্ঞাসা করাতে ওই কর্মী জানান, পরেরবার সিওডি বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ৭০০-৮০০ টাকা মূল্যের খাবার অর্ডার করলে এর জন্য মাত্র ২০০ টাকা দিতে হবে। ওই কর্মী জোমাটোকে দেখাবেন যে ক্রেতা খাবার নেননি কিন্তু আসলে অর্ডার করা খাবার দিয়ে দেবেন। অর্থাৎ এই ২০০ বা ৩০০ টাকা সম্পূর্ণ তাঁর লাভ, সংস্থার এতে কোনও লাভ হচ্ছে না। ক্রেতাও ৮০০ টাকার বদলে ৩০০ টাকাতেই খাবারও পাচ্ছেন, সাশ্রয়ও হচ্ছে! দীপিন্দর গোয়েল জানিয়েছিলেন, এই বিষয়টি সম্পর্কে তিনি সচেতন এবং সমাধান করার উপায়ও খুঁজে বের করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Recruitment)। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে 

    এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মী নিয়োগ করা হবে। এলআইসি-তে অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্য়পদে আবেদন (Recruitment) করতে আগ্রহী, তারা সরাসরি এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, যেকোনও স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারেন।  ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ অবধি আবেদন করা যাবে।

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য।  

    পদের নাম

    অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস

    শূন্যপদ

    ৩০০ টি।

    শিক্ষাগত যোগ্যতা 

    যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি  করা থাকলে আবেদন করতে পারবেন।

    বেতন

    পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৩,৬০০/- টাকা। সর্বাধিক বেতন ৯২ হাজার ৮৭০ টাকা হবে।

    বয়স

    প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

    কীভাবে বেছে নেওয়া হবে?

    লিখিত প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। এরপর সেখানে পাশ করা প্রার্থীকে মেনস লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলআইসি বেছে নেবে। সব শেষে হবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট। 

    আবেদন পদ্ধতি

    ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

    আবেদন ফি

    অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা ধার্য করা হয়েছে।

    আবেদন শুরু

    ১৫ জানুয়ারি, ২০২৩। 

    আবেদনের শেষ তারিখ

    ৩১ জানুয়ারি, ২০২৩। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
LinkedIn
Share