Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • FD Interest: স্থায়ী আমানতে এই চার ব্যাঙ্কে সুদের হার বেড়েছে ৭ শতাংশেরও বেশি, জানেন?

    FD Interest: স্থায়ী আমানতে এই চার ব্যাঙ্কে সুদের হার বেড়েছে ৭ শতাংশেরও বেশি, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্ক নিজেদের স্থায়ী আমানতে (Fixed Deposits) সুদের হার বাড়িয়েছে। যেমন ভারতীয় স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক সপ্তাহের ব্যবধানে দু’বার সুদের হার বৃদ্ধি করেছে। এছাড়াও সুদের হার বাড়িয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রা, আইডিএফসি এবং আরবিএল ব্যাঙ্ক। রেপো রেট বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চার ব্যাঙ্কে সুদের হার ৭%- এরও বেশি। 

    আইডিএফসি ব্যাঙ্ক: ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানত করা যাবে এই ব্যাঙ্কে। প্রবীণ নাগরিকরা এই আমানতগুলিতে ৫০ বিপিএস পাবেন। ৭৫০ দিনের স্থায়ী আমানতে সুদের হার ৭.২৫%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৭.৭৫%। 

    আরবিএল ব্যাঙ্ক: ১৫ মাসের স্থায়ী আমানতে এই ব্যাঙ্কে সুদের হার ৭%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৭.৫%। 

    ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ২ কোটির নীচে স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্কও। এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে সুদের হার ৩%-৭%। ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের প্রকল্প রয়েছে এই ব্যাঙ্কের। 

    কানাড়া ব্যাঙ্ক: ৬৬৬ দিনের একটি বিশেষ স্থায়ী আমানতের প্রকল্প লঞ্চ করেছে এই ব্যাঙ্ক। এই স্থায়ী আমানত প্রকল্পে সাধারণদের জন্যে সুদের হার ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্যে ৭.৫%। 

    সম্প্রতি রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আর তার সঙ্গে সঙ্গেই দেশের একাধিক ব্যাঙ্কও নিজেদের ঋণদানের সুদের হার বাড়িয়েছে। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (State Bank Of India) ঋণে সুদ বাড়িয়েছে। এছাড়া আরও অনেক ব্যাঙ্ক ঋণের সুদ বাড়িয়ে দিয়েছে। মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার রেপো রেটে ০.৫০ শতাংশ বৃদ্ধি করেছে। কিন্তু এই রেপো রেট বৃদ্ধির কারণেই স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি।

    আরও পড়ুন: ঋণ রেট ৫০ বিপিএস বাড়িয়েছে এসবিআই, বাড়তে পারে হোম লোন খরচও

    মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ আনার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এ বছর মে মাস থেকে শুরু করে চারবার রেপো রেট বৃদ্ধি করেছে। রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার, চতুর্থবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। আরবিআই এই বৃদ্ধির পরে রেপো রেট ৫.৯০ শতাংশতে পৌছে গিয়েছে। এই দরেই আরবিআই ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে থাকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Job Alert: জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের, শূন্যপদ ২৪,৩৬৯

    SSC Job Alert: জিডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের, শূন্যপদ ২৪,৩৬৯

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (SSC Job Alert) জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। প্রথম ও দ্বিতীয় বিভাগে মোট ২৪,৩৬৯ টি শূন্যপদে জিডি কনস্টেবল নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ অক্টোবর। চলবে ৩০ নভেম্বর অবধি। জিডি কনস্টবল পরীক্ষার মাধ্যমে এসএসসি সীমান্ত রক্ষা বাহিনী (BSF), কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), এসএসএফ (SSF), আসাম রাইফেলে রাইফেলধারী সৈনিক এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সেপাই পদে প্রার্থীদের নিয়োগ করা হয়। ২০২৩- এর জানুয়ারি মাসে নেওয়া হবে অনলাইন পরীক্ষা। 

    এই বিষয়ে জেনে নিন কিছু তথ্য।

    শূন্যপদের সংখ্যা: মোট ২৪,৩৬৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।  

    নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের তিনটি স্তরের পরীক্ষা দিতে হয়। প্রথমে অনলাইনে একটি কম্পিউটার-নির্ভর পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। তারপর হবে পরীক্ষার্থীদের মেডিক্যাল পরীক্ষা।

    আরও পড়ুন: ২০২১ সালে ভারতে যক্ষ্মা আক্রান্ত ২১.৪ লক্ষ, জানাল হু 

    যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে পরীক্ষার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পরীক্ষার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে। তাঁদের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে।  

    বয়সসীমা: পরীক্ষার্থীদের এই পদে আবেদন জানানোর জন্য ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ বছর হতে হবে। এ ছাড়া, এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ৩ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাত দাঙ্গায় মৃত অসংরক্ষিত ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ৫ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাট দাঙ্গায় মৃত ওবিসি ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ৮ বছর, ১৯৮৪-র দাঙ্গা বা ২০০২-এর গুজরাট দাঙ্গায় মৃত এসসি/ এসটি ক্যাটেগরির ব্যক্তিদের আত্মীয় ও সন্তানদের ক্ষেত্রে ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Navy Recruitment: ট্রেনিং দিয়ে ২১৭ জন অফিসার নিয়োগ করা হবে নৌসেনায়

    Navy Recruitment: ট্রেনিং দিয়ে ২১৭ জন অফিসার নিয়োগ করা হবে নৌসেনায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশিক্ষণ দিয়ে ২১৭ জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। কেবলমাত্র অবিবাহিত তরুণ তরুণীরাই আবেদনের যোগ্য। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন যাঁরা , তাঁরাই আবেদনের যোগ্য। দুই ধরনের কোর্সের মাধ্যমে এই প্রশিক্ষণ চলবে এবং তার পরে সরাসরি নৌবাহিনীতে নিয়োগ করা হবে। এক্সটেন্ডেড কোর্সের মেয়াদ ৪৪ সপ্তাহ হবে এবং রেগুলার কোর্সের মেয়াদ ২২ সপ্তাহ হবে। এরপর ২ বছরের প্রবেশন। কোর্স শুরু হবে ২০২৩ সালের জুন মাসে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। কোর্স পড়ানো হবে ভারতের কেরল রাজ্যের এঝিমালার ন্যাভাল অ্যাকাডেমিতে। শুরুতে মূল বেতন ₹ ৫৬,১০০ , এরপর ন্যাভাল শিপস অ্যান্ড ট্রেনিং এস্টাবলিসমেন্টে প্রফেশনাল ট্রেনিং হবে। অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : www.joinindiannavy.gov.in , প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর। 

    শূন্য পদ

    ১. হাইড্রোক্যাডার, শূন্যপদ ৫৬ টি ,শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ 

    ২. এয়ার ট্রাফিক কন্ট্রোলার, শূন্য পদ ৫টি, শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক।  বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে হতে হবে।

    ৩. ন্যাভাল এয়ার অপারেশন অফিসার: শূন্য পথ১৫টি শিক্ষাগত যোগ্যতা মোট ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট‌। বয়স ২-৭-১৯৯৯ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে ‌।

    ৪. পাইলট  শূন্য পদ ৫টি শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। বয়স ২-৭-১৯৯৯ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে ‌। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে।

    ৫. লজিস্টিক শূন্য পদ ২০টি শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যে কোন ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। ‌বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ‌।

    ৬.এডুকেশন ব্রাঞ্চ  শূন্যপদ ১২টি, শিক্ষাগত যোগ্যতা গণিত বা অপারেশনাল রিসার্চ এ মাস্টার ডিগ্রি করে থাকতে হবে। সেক্ষেত্রে স্নাতক স্তরে ফিজিক্স পড়ে থাকতে হবে।
     সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে হতে হবে ‌।

    ৭. টেকনিক্যাল ব্রাঞ্চ, শূন্য পদ ২৫ টি ,শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েট। শাখা গুলি হলো – মেকানিক্যাল, প্রোডাকশন ,মেরিন ইন্সট্রুমেন্টেশন, এরোনটিকাল ইন্ডাস্ট্রিয়াল ইত্যাদি। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ‌।

    ৮. ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ শূন্যপদ ৪৫টি ,শিক্ষাগত যোগ্যতা মোট ৬০ শতাংশ নম্বর সহ নিম্নলিখিত যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আপ্লাইড ইলেকট্রনিক্স ইত্যাদি। বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ‌।

    ৯. ন্যাভাল কনস্ট্রাক্টর, শূন্যপদ ১৪ টি , শিক্ষাগত যোগ্যতা, মোট ৬০ শতাংশ নম্বর সহ যেকোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে শাখা গুলি হল ,মেকানিক্যাল সিভিল ,অ্যারোনটিকাল আরো স্পেস ,ইত্যাদি । বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-১-২০০৪ এর মধ্যে হতে হবে ‌।

  • SBI: স্টেট ব্যাঙ্কে ৮৫৯ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন কত জানেন?  

    SBI: স্টেট ব্যাঙ্কে ৮৫৯ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন কত জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮৫৯ জন অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। আবেদনের শেষ তারিখ হল ৭ নভেম্বর ২০২২ । ৩০/০৯/২০২২ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের জন্য নির্দিষ্ট ছাড় পাবেন। বেতনক্রম: ₹৩৬,০০০- ₹৬৩,৮৪০। অনলাইন দরখাস্ত করতে হবে: https://bank.sbi/careers এই ওয়েবসাইটে গিয়ে। প্রার্থী বাছাই হবে লিখিত অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ১২০ নম্বরের অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে‌।
     
    শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক (Graduate) হতে হবে। এর পাশাপাশি যে কোন গ্রামীণ ব্যাঙ্কে বা যে কোন সিডিউলড ব্যাঙ্কে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    পরীক্ষার বিষয়গুলি হল – ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস/ ইকোনমি এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এর সঙ্গে থাকবে ডেস্ক্রিপটিভ টেস্ট যা হবে ৫০ নম্বরের। ডেসক্রিপটিভ টেস্টে ইংরেজিতে লেটার ও এসে (প্রবন্ধ) রাইটিং থাকবে‌। নেগেটিভ মার্কিং নেই। 

    পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য পরীক্ষাকেন্দ্র গুলি হবে হুগলি, কল্যাণী এবং কলকাতা। ফি বাবদ অনলাইনে জমা দিতে হবে ৭৫০ টাকা‌। সংরক্ষিত প্রার্থীদের জন্য ফিসে ছাড় পাওয়া যাবে। এই সংক্রান্ত যাবতীয়  তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ফলো করুন।
    নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেশের বেশ কিছু সার্কেলে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ ,মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। যে সার্কেল থেকে তিনি আবেদন করবেন, সেই সার্কেলের ভাষা। যেমন কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলের সার্কেলের শূন্য পদে যাঁরা আবেদন করবেন, তাঁদের বাংলা জানতে হবে। ভোপাল ও জয়পুরের ক্ষেত্রে হিন্দি জানতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো CRPD/CBO/2022-23/22.

     মোট শূন্য পদ 

    ১. সার্কেল কলকাতা (পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ): মোট শূন্য পদ ১৭৫ টি , যার মধ্যে সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩, ওবিসি ৪৭, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭টি। এর মধ্যে দুটি করে শূন্য পদ শ্রবণ, দৃষ্টি ও ভালো মতো হাঁটতে পারেন না  এমন প্রতিবন্ধীদের জন্য। এবং একটি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

    ২. সার্কেল ভোপাল
    (মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়): মোট শূন্যপদ ১৮৩ টি যার মধ্যে রয়েছে। সাধারণ ৭২, তফশিলি জাতি ২৬ তফশিলি উপজাতি ১৩ ,ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ১৭ টি ,এর মধ্যে ২টি শূন্য পদ আছে দৃষ্টি সংক্রান্ত এবং যারা হাঁটতে পারেন না ভালো মতো তাঁদের জন্য। ৩টি শূন্য পদ আছে শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

    ৩. সার্কেল জয়পুর 
    ( রাজস্থান): মোট শূন্যপদ ২০১ টি। সাধারণ ৮১, তফশিলি জাতি ৩০, তফশিলি উপজাতি ১৫, ওবিসি ৫৫, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য ২০টি। যাঁরা ভালোমতো হাঁটতে পারেন না তাঁদের জন্য সংরক্ষিত আছে ২টি শূন্য পদ। ৩টি শূন্য পদ রয়েছে দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত এবং একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য।

    আরও পড়ুন: এটি আর্থিক তছরুপের সহজ পন্থা, ফের ডিয়ার লটারি নিয়ে সরব শুভেন্দু

    ৪. সার্কেল উত্তর পূর্বাঞ্চল (আসাম ,অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা): মোট শূন্য পদ ৩০০টি, সাধারণ ১২২, তফশিলি জাতি ৪৫, তফশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য রয়েছে ৩০টি। এর মধ্যে ৩টি শূন্যপদ, দৃষ্টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী এবং যাঁরা ভাল রকম হাঁটাচলা করতে পারেন না তাঁদের জন্য।

     

     

  • Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy Recruitment 2022)। এসএসসি অফিসার পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। 

    আবেদন শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে  ৬ নভেম্বর ২০২২। শূন্যপদের সংখ্যা ২০১২। বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের জুনে এই পদগুলিতে নিয়োগ হবে। 

     

    শূন্যপদ: সাধারণ পরিষেবা / হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ
    এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ
    নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ
    পাইলট: ২৫টি পদ
    লজিস্টিকস: ২০টি পদ
    শিক্ষা: ১২টি পদ 
    ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ
    বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ
    নেভি কনস্ট্রাক্টর: ১৪টি পদ

    আরও পড়ুন: ‘‘সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়…’’, রাজ্য সরকারকে নিশানা সুকান্তর

    যোগ্যতা: এই পদে আবেদনের জন্যে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/ বিটেক/ এমটেক/ সিএসই/ আইটি/ সফটওয়্যার/ সাইবার সিকিউরিটি/ সিস্টেম অ্যাডমিন এবং নেটওয়ার্কিং/ কম্পিউটার সিস্টেম/ নেটওয়ার্কিং/ ডেট অ্যানালিটিক্স/ আর্টিফিশিয়াল সায়েন্স -পাশ হতে হবে। এ ছাড়াও বিসিএ/ বিএসসি -তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর।  

    বয়সসীমা: যাদের জন্ম ০২ জুলাই ১৯৯৮ থেকে ০১ নভেম্বর ২০০৪-এর মধ্যে তারা ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

    নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সাদার্ন রেলওয়ে। বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। বিশদে জানতে সাদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS://SR.INDIANRAILWAYS.GOV.IN/  গিয়ে খোঁজ নিতে পারেন। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। চাকরিপ্রার্থীদের এই পদের জন্য ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 

    আরও পড়ুন: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    এই বিষয়ে এই তথ্যগুলি জেনে রাখুন, 

    • পদের নাম: অ্যাপ্রেন্টিস
    • শূন্যপদের সংখ্যা: ৩১৫৪ (ক্যারেজ/ওয়াগনর ওয়ার্কশপ- ১৩৪৩, সেন্ট্রাল ওয়ার্কশপ- ৫২৭, ট্রিচি ওয়ার্কশপ- ১২৮৭) 
    • কাজের স্থান: ভারতের দক্ষিণাঞ্চল
    • শিক্ষাগত যোগ্যতা: রেলের এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ ছাড়াও নির্দিষ্ট ট্রেড অনুযায়ী আইটিআই যোগ্যতা থাকতে হবে। সেই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি পাশ এবং বিজ্ঞানের বিষয়ও থাকতে হবে আবেদনকারীর। 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: ৩১.১০.২০২২ 
    • আবেদনের যোগ্যতা: যে সকল প্রার্থীরা সাদার্ন রেলওয়ের অধীনস্থ ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করেন তাঁরাই এই ঘোষিত শূন্য পদগুলির জন্য আবেদন করার যোগ্য।
    • বয়সসীমা: অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ১৫ বছরের বেশি হতে হবে এবং ফ্রেশার/এক্স-আইটিআই, এমএলটি ইত্যাদি পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২২-২৪ বছরের মধ্যে হতে হবে।
    • নির্বাচন পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুযায়ী, জমা দেওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে দুই জন প্রার্থীর একই নম্বর থাকলে যে আবেদনকারীর বয়স বেশি তাঁকে বেছে নেওয়া হবে। জন্ম তারিখ একই হলে, যে প্রার্থী ইতিমধ্যেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাকেই যোগ্য বলে বিবেচনা করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Agniveer Vayu Recruitment 2023: পুজোর পরেই অগ্নিবীর পদে নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা, জানুন বিস্তারিত

    Agniveer Vayu Recruitment 2023: পুজোর পরেই অগ্নিবীর পদে নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অগ্নীবির বায়ু (IAF Agniveer Recruitment 2023) পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। মহিলা এবং পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন। সম্প্রতি ভারতীয় বায়ুসেনার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অগ্নিবীর বায়ু পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে https://agnipathvayu.cdac.in– এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনা এখনও ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি। কথা মতো চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের লিঙ্ক অ্যাকটিভেট করা হবে বায়ুসেনার পক্ষ থেকে। অনলাইনে আবেদন করতে হবে।  প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

    আরও পড়ুন: “গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে হিংসা বরদাস্ত নয়”, হুঁশিয়ারি ডোভালের

    ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে নেওয়া হবে অনলাইন পরীক্ষা। নিশ্চিত করে কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কতগুলি শূন্যপদ রয়েছে সে বিষয়েও এখনও কিছু জানায়নি বায়ুসেনা। 

    এই বিষয়ে কিছু তথ্য জেনে নিন:

    পদের নাম: অগ্নিবীরবায়ু

    কাজের স্থান: ভারত

    নির্বাচন পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও অন্যান্য

    আবেদন শুরু: নভেম্বর, ২০২২

    যোগ্যতা: ৫০% নম্বর নিয়ে দ্বাদশ পাস হতে হবে। এছাড়াও, ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কমপক্ষে ৫০% নম্বর সহ প্রকৌশলে দুই বছরের ডিপ্লোমা (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইল/ কম্পিউটার সায়েন্স/ অটোমোবাইল/ কম্পিউটার সায়েন্স/ ইন্সট্রুমেন্ট টেকনোলজি/ আইটি) সম্পন্ন করতে হবে।  

    বয়স: আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৭.৫ বছর এবং সর্বোচ্চ বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।

    কয়েক মাস আগেই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। এর মাধ্যমে প্রত্যেক বছর দেশের বায়ু, স্থল এবং নৌসেনায় নিয়োগ করা হবে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Tet Examination: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    Tet Examination: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই প্রাথমিক টেটের (Tet Examination 2022) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১১ অক্টোবর থেকে পোর্টাল চালু করবে পর্ষদ। সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই তার বিস্তারিত তথ্য আপলোড করেছে পর্ষদ। পুরোনো নিয়মেই এবারও টেট পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে পর্ষদ। চলতি সপ্তাহেই ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা টেটের প্রস্তুতি বিষয়ক বৈঠকে বসবেন।    

    আরও পড়ুন: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর

    তার আগে জেনে নিন টেট (Tet Examination 2022) পরীক্ষায় বসতে কী যোগ্যতা লাগবে? 

    আরও পড়ুন: জাতীয় পতাকায় ‘টক্কর’ পাকিস্তানকে, আটারিতে উড়বে ভারতের উচ্চতম তেরঙা 

    • পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
    • পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড/ ডিএলএড ডিগ্রি থাকতে হবে। ব্যতিক্রম— এসসি, এসটি, ওবিসি, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা, বিশেষ ভাবে সক্ষম, কর্মরত অবস্থায় মৃত প্রভৃতি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
    • যারা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএলএড/ ডিএড/ বিএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের প্রতীক্ষায় রয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন। 
    • যারা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ (২০২০-২০২২ সেশনে) নিচ্ছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড- পার্ট ১ পরীক্ষাটি দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
    • পরীক্ষার প্রথম ভাষা হিসেবে পরীক্ষার্থীদের বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগু ভাষার মধ্যে যে কোনও একটি থাকতে হবে। এ ছাড়া,সকল পরীক্ষার্থীর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি থাকতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Coal India Recruitment: ৫৯ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোল ইন্ডিয়ার, বেতন ২ লক্ষ অবধি, জানুন বিস্তারিত

    Coal India Recruitment: ৫৯ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোল ইন্ডিয়ার, বেতন ২ লক্ষ অবধি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Limited Recruitment 2022)। সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের রাঁচি অফিসে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩), সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা দেরি না করে আবেদন করে ফেলুন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। 

    আরও পড়ুন: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত             

    প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

    প্রার্থীদের আবেদনপত্রটি নির্ধারিত ফরম্যাটে পূরণ করে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘General Manager (Personnel/Recruitment), Recruitment Department, Central Coalfields Limited, Room No. 303, 2″d floor, Damodar Building, Darbhanga House, Ranchi-834001’। 

    আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য: 

    পদের নাম: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩),সিনিয়র মেডিকেল অফিসার (ই৩) 

    শূন্যপদের সংখ্যা: ৫৯ 

    কাজের স্থান: রাঁচি

    আবেদন শুরু: বর্তমানে চলছে

    আবেদনের শেষ তারিখ: ২২.১০.২০২২

    শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন

    বেতনক্রম: ৬০,০০০- ২,০০,০০০ টাকা 

    বয়স সীমা: জেনারেল/ইউআর বিভাগের প্রার্থীদের জন্য ৪২ বছর।সিনিয়র মেডিকেল অফিসার/ মেডিকেল স্পেশালিস্ট (ই৩): জেনারেল/ইউআর-এর জন্য বয়স সীমা ৩৫ বছর।

    যোগ্যতা: সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট (ই৪)-জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ এমবিবিএস ডিগ্রি/ ডিএনবি সহ অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। মেডিকেল স্পেশালিস্ট (ই৩)- জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এবং পালমোনারি মেডিসিনের জন্য ন্যূনতম এমবিবিএস ডিগ্রি/ ভারতের মেডিকেল কাউন্সিল দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত প্রতিষ্ঠান/কলেজ থেকে পিজি ডিগ্রি/ ডিএনবি। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকেও ন্যূনতম যোগ্যতার মধ্যে ধরা হবে। সিনিয়র মেডিকেল অফিসার (ই৩)- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত একটি স্বীকৃত ইনস্টিটিউট/কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। গ্রুপ বি এবং সি ক্যাটেগরিতে ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে। ssc.nic.in – এই ওয়বসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। কিন্তু প্রার্থীরা অনলাইন মোডে ৯ অক্টোবর এবং ই-চালান মোডে ১০ অক্টোবর অবধি আবেদন ফি জমা দিতে পারবেন। 

    আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন 

    • আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর।
    • আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। 
    • ১০ তারিখ অবধি টাকা জমা দেওয়া যাবে। 
    • আবেদন পত্রে কোনও ভুল-ত্রুটি থাকলে, তা ১২-১৩ অক্টোবরের মধ্যে ঠিক করে নিতে হবে।
    • ডিসেম্বরে নেওয়া হবে টিয়ার ১- এর পরীক্ষা।
    • প্রায় ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক কত শূন্যপদ তা এখনও জানা যায়নি। 
    • ssc.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
    • আবেদনকারীকে এই পরীক্ষায় বসার জন্যে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে ওয়েবসাইটে যান। 
    • আবেদন করতে প্রার্থীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। এসটি, এসসি, প্রাক্তন সরকারি কর্মী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।  

    আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    কী  করে আবেদন করবেন? 

    • প্রথমে ssc.nic.in – এই অফিশিয়াল ওয়েব সাইটে যান।
    • লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
    • যারা প্রথম বার আবেদন করছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে।
    • “Combined Graduate Level Examination, 2022”- এই ট্যাবে গিয়ে ‘Apply’- এ ক্লিক করুন। 
    • নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন পত্রটি ফিলআপ করুন।
    • আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিন।
    • ভবিষ্যতের জন্যে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখুন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share