Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    মাধ্যমিক নিউজ ডেস্ক: সোমবার বাজার খোলার আগেই শেয়ার বাজারে (Share Market) মন্দার আশঙ্কা করা হয়েছিল। ৯৫৪ পয়েন্ট পড়েছে সেনসেক্স (Sensex)। নিফটিতেও (Nifty) তার প্রভাব পড়েছে। নিফটি পড়েছে ১.৮ শতাংশ, অর্থাৎ ৩১১.০৫ পয়েন্ট। দাম পড়েছে একাধিক শেয়ারের। গত সপ্তাহেই সুদের হার বাড়িয়েছে ফেডারাল রিজার্ভ ব্যাংক। অনেকেই মনে করছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও বাড়াতে পারে সুদের হার। আর সেই আশঙ্কা থেকেই শেয়ার বাজারে এই রকম বিপর্যয় বলে মনে করছে ওয়াকিবহালমহল। উৎসবের মরশুমেও শেয়ার বাজারে কোনও উত্থান হয়নি। মন্দার খাতেই বইছে শেয়ার বাজার।   

    আরও পড়ুন: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও  

    একাধিক শেয়ারের দাম পড়েছে। সবচেয়ে বেশি যে শেয়ারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, তারমধ্যে রয়েছে টাটা স্টিল,মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি,ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাংক, টাইটান, পাওয়ার গ্রিড। তবে এই মন্দার বাজারে কিছু সংস্থা লাভের মুখ দেখেছে। যেই সংস্থাগুলি লাভ করেছে তার মধ্যে রয়েছে নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার। এই লাভ এতটাই সামান্য যে তাতে বাজারের পতন আটকানো যায়নি। নবরাত্রি শুরুর দিনেও বাজার চাঙ্গা হওয়ার কোনও আশা দেখতে পাচ্ছেন না শেয়ার বাজারের কারবারিরা।   

    আরও পড়ুন: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের      

    মনে করা হচ্ছে লাগাতার শেয়ার বাজারে পতন আর টাকার দামে পতন এই দুইয়েরই কারণ মার্কিন অর্থনীতিতে মন্দা। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৩ সালে আমেরিকায় রিসেশন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব দেখা দিতে শুরু করেছে। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসে মার্কিন অর্থনীতিতে আরও বড় ধাক্কা আসবে। তার প্রভাব পড়বে এ দেশের অর্থনীতিতে। ভারতের বাজারেও দেখা দিতে পারে মন্দা। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।        

    এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি, সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SBI Recruitment 2022: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    SBI Recruitment 2022: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India Recruitment 2022)। জানানো হয়েছে, ৫০০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।  ভারতীয় নাগরিকরাই একমাত্র এই পদে আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। sbi.co.in – এই ওয়েবসাইটে দেখা যাবে বিজ্ঞপ্তিটি। 

    আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    • সংস্থার নাম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
    • পোস্টের নাম: জুনিয়র অ্যাসোসিয়েট
    • মোট শূন্যপদ: ৫০০৮টি
    • বেতন: ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা পর্যন্ত
    • চাকরির স্থান: সমগ্র দেশে
    • আবেদন মাধ্যম: অনলাইন
    • অফিশিয়াল ওয়েবসাইট: sbi.co.in
    • শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
    • আবেদনের শেষ: তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।
    • নিয়োগ প্রক্রিয়া: এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেন পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপর প্রার্থীদের নিয়োগ করা হবে।
    • বয়স: বয়স হতে হবে ০১.০৮.২০২২ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।
    • আবেদন প্রক্রিয়া: আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers -এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

    প্রয়োজনীয় নথিপত্র 

    এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

    • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
    • বয়সের প্রমাণপত্র 
    • বাসস্থানের প্রমাণপত্র
    • পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
    • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
    • পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • IMD Recruitment 2022: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    IMD Recruitment 2022: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা সরকারী চাকরির জন্যে অপেক্ষা করছেন, তাঁদের জন্যে বড় সুযোগ। কেন্দ্রীয় সরকারের দফতরে শূন্যপদে নিয়োগ করা হবে। যারা সরকারী চাকরিকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন তাঁদের কাছে কেন্দ্র সরকারের চাকরির থেকে লোভনীয় আর কী হতে পারে! তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department Recruitment 2022)। প্রজেক্ট সায়েন্টিস্ট ১, প্রজেক্ট সায়েন্টিস্ট ২ এবং প্রজেক্ট সায়েন্টিস্ট ৩, রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা ১৬৫। আবেদন করার শেষ তারিখ ৯ অক্টোবর, ২০২২।   

    বাছাই করা প্রার্থীদের আবহাওয়া দফতরের বিভিন্ন বিভাগ এবং প্রকল্পে নিয়োগ করা হবে।  

    আরও পড়ুন: ১৬ সেপ্টেম্বর নেট ফেজ ২- এর অ্যাডমিট প্রকাশ করবে ইউজিসি, কীভাবে ডাউনলোড করবেন?

    এই বিষয়ে কিছু তথ্য জেনে নিন,

    আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর

    পদ: প্রজেক্ট সায়েন্টিস্ট ১, প্রজেক্ট সায়েন্টিস্ট ২ এবং প্রজেক্ট সায়েন্টিস্ট ৩, রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো

    শূন্যপদ: ১৬৫

    যোগ্যতা: বিভিন্ন পদের আলাদা আলাদা চাহিদা অনুযায়ী প্রার্থীর এমএসসি, এমই, বিটেক, বিই, পিএইচডি, এমএস, মাস্টার ডিগ্রী থাকতে হবে। 

    আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও আবেদন গৃহীত হবে না। https://mausam.imd.gov.in/– এই লিঙ্কে আবেদন পত্র এবং চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

    বাছাই প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের বাচাই করে প্রথমে ইন্টারভিউ- এর জন্যে ডাকা হবে। সেখান থেকে যোগ্যতম প্রার্থীরা নিয়োগপত্র পাবেন।

    আরও পড়ুন: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত 

    বেতন: বিভিন্ন পদ অনুযায়ী বেতন হবে ৩৫,০০০- ৭৮,০০০ টাকা। কেন্দ্রীয় সরকারের সব সুযোগ সুবিধাও পাওয়া যাবে।

    চাকরির স্থল: দেশের যেকোনও স্থানে হতে পারে।

    বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। নন-একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির আশায় বসে আছেন তাঁদের জন্যে সুবর্ন ৫০৪৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। 

    আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

    আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত    

    সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া

    পদের নাম: নন-একজিকিউটিভ

    শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ৫০৪৩। উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদদক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদপশ্চিম অঞ্চল: ৭১৩টি পদপূর্বাঞ্চল: ৭৬৮টি পদউত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি 

    নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে

    আবেদন শুরু: ০৬.০৯.২০২২

    আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    বয়স সীমা

    ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত পদে নিয়োগের বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা নিম্নরূপ।
    জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২১ থেকে ২৮ বছর 
    জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল)- ২১ থেকে ২৮ বছর
    স্টেনো। গ্রেড-II – ২১ থেকে ২৫ বছর
    AG-III (হিন্দি) – ২১ থেকে ২৮ বছর 
    AG-III (জেনারেল) – ২১ থেকে ২৭ বছর
    AG-III (অ্যাকাউন্ট) – ২১ থেকে ২৭ বছর
    AG- III (টেকনিক্যাল)- ২১ থেকে ২৭ বছর
    AG-III (ডিপো) – ২১ থেকে ২৭ বছর 
    পয়লা  অগাস্ট ২০২২ থেকে বয়স গণনা করা হবে।

    বেতন

    জুনিয়র ইঞ্জিনিয়র – টাকা ৩৪০০০- ১০৩৪০০
    স্টেনো গ্রেড ২ – টাকা ৩০৫০০- ৮৮১০০
    এজি গ্রেড ৩- টাকা ২৮২০০- ৭৯২০০

    আবেদন পদ্ধতি: অনলাইন

    আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।

    নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ফেজ ১ এবং ফেজ ২ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড ২ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার ৩-র পরীক্ষা দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • UGC NET Phase 2: ১৬ সেপ্টেম্বর নেট ফেজ ২- এর অ্যাডমিট প্রকাশ করবে ইউজিসি, কীভাবে ডাউনলোড করবেন?

    UGC NET Phase 2: ১৬ সেপ্টেম্বর নেট ফেজ ২- এর অ্যাডমিট প্রকাশ করবে ইউজিসি, কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৬ সেপ্টেম্বর ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২ নেট ফেজ ২ পরীক্ষার (UGC NET Phase 2) অ্যাডমিট কার্ড প্রকাশ করতে পারে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেশজুড়ে ৬৪টি বিষয়ে ২০-৩০ সেপ্টেম্বর নেট পরীক্ষা নেওয়া হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক এবং গবেষক নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়। 

    আরও পড়ুন: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

    • প্রথমে ugcnet.nta.nic.in– এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান।
    • হোম পেজে ‘View Admit Card’- এই লিঙ্কে ক্লিক করুন।
    • একটি নতুন উইন্ডো খুলবে। জরুরি তথ্য দিয়ে লগইন করুন।
    • অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং ক্যাপচা কোড দিন।
    • তাহলেই স্ক্রিনে আপনার নেট- এর অ্যাডমিট কার্ড চলে আসবে। 
    • ইউজিসি নেট ফেজ ২- এর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন।

    কী করে পরীক্ষা কেন্দ্র জানবেন? 

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
    • ‘candidate activity’- এই ট্যাবে  ‘check exam city information’- এই লিঙ্কে যান। 
    • জরুরি তথ্য দিয়ে লগইন করুন।
    • আপনার পরীক্ষা কেন্দ্রের বিবরণ স্ক্রিনে চলে আসবে। 
    • পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট রেখে দিন। 

    সাধারণত বছরে দুবার ইউজিসি নেট (UGC NET)  পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাসের জন্য ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি ও ২০২২ সালের জুন মাসের পরীক্ষাও পিছিয়ে যায়। তাই নেট পরীক্ষা আবারও বছরের ঠিক সময় মত করার জন্য এবারে দুই সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে।

    আরও পড়ুন: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে নেট পরীক্ষার আবেদনপত্র দাখিল করার শেষ দিন ছিল। খুব শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হলটিকিট দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • CISF Recruitment 2022: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত

    CISF Recruitment 2022: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF Recruitment 2022)। চাকরিপ্রার্থীরা সিআইএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ গিয়ে আবেদন (Application) করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে।

    আরও পড়ুন: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর  

    এছাড়াও, প্রার্থীরা এই পদগুলির জন্য সরাসরি আবেদন করতে পারেন https://www.cisf.gov.in/cisfeng/ লিঙ্কে। এছাড়াও, এই লিঙ্কে গিয়ে CISF HC ASI Recruitment 2022 Notification PDF- এর অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notification) দেখতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ৫৪০টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে হেড কন্টেবল পদের জন্য ৪১৮ এবং এএসআই পদে ১২২ জনকে নেওয়া হবে।

    আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত   

    এ বিষয়ে জেনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

    অনলাইনে আবেদন শুরু হচ্ছে – ২৬ সেপ্টেম্বর ২০২২ 
    অনলাইনে আবেদনের শেষ তারিখ – ২৫ অক্টোবর ২০২২

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে 

    মোট শূন্যপদ – ৫৪০

    শিক্ষাগত যোগ্যতা 

    প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

    আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

    বয়স 

    প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে।

    আবেদন ফি

    প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা আবেদন ফি।

    বেতনক্রম 
     
    হেড কনস্টেবল- বেতন স্তর-৪ (২৫,৫০০-৮১,১০০ টাকা) 

    এএসআই- বেতন স্তর-৫ (পে ম্যাট্রিক্সে ২৯,২০০-৯২,৩০০ টাকা) 

    নিয়োগ প্রক্রিয়া  

    প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ডকুমেন্টেশন ওএমআর / কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সরকারি চাকরির অপেক্ষায় যারা বসে রয়েছেন, তাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in – এ দেখে নিতে পারেন।

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আবেদন শেষের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। অনলাইনে করতে হবে আবেদন।
     
    শূন্যপদ

    নাবিক (জেনারাল ডিউটি) – ৫০ 
    যান্ত্রিক – ২০
    আইন – ১
    মোট – ৭১

    শিক্ষাগত যোগ্যতা

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পাশ করতে হবে। 

    যান্ত্রিক: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ৩-৪ বছর মেয়াদের ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।

    আইন: আইনের পদে যারা আবেদন করতে চান তাঁদের থাকতে হবে ল-এ স্নাতক ডিগ্রি এবং তাতে থাকতে হবে ৬০% নম্বর। 

    আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন? 

    বয়সসীমা 

    এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে|

    নির্বাচনের পদ্ধতি

    লিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।  

    আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

    বেতনক্রম

    ৫৬,১০০ টাকা (লেভেল ১০) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • AAI Recruitment 2022: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত 

    AAI Recruitment 2022: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI Recruitment 2022)।  অফিশিয়াল ওয়েবসাইট www.aai.aero – এ গিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর, ২০২২।  আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২২। মোট ১৫৬টি শূন্য পদে নিয়োগ করা হবে। 

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    এই বিষয়ে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

    আবেদন শুরু: ১ সেপ্টেম্বর

    আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর

    মোট শূন্য পদ সংখ্যা: ১৫৬টি

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ১৩২ 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): ১০

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ১৩

    সিনিয়র সহকারী (রাজভাষা): ১ 

    শিক্ষাগত যোগ্যতা: 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ডিপ্লোমা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্স সহ যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। 

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ৩ বা ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্সসহ একটি স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে।

    সিনিয়র সহকারী (রাজভাষা): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চাকরি প্রার্থীর। 

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    আবেদনের ফি

    ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ১০০০ টাকা। এসসি, এসটি, মহিলা, প্রাক্তন সৈনিক, পিডাব্লিউডি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। 

    বয়সসীমা

    সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৩০ বছর।  

    বেতন 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ৩১০০০- ৯২০০০ টাকা 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): ৩১০০০- ৯২০০০ টাকা 

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ৩৬০০০- ১১০০০০ টাকা 

    সিনিয়র সহকারী (রাজভাষা): ৩৬০০০- ১১০০০০ টাকা 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Term Deposit Interest Hike: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন?    

    Term Deposit Interest Hike: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন?    

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা তৃতীয়বারের জন্য নিজেদের রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। দেশে বাড়ছে মুদ্রাস্ফীতির (Inflation) হার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমতাবস্থায় রেপো রেট বৃদ্ধি করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না দেশের শীর্ষ ব্যাংকের সামনে। তাই এক প্রকার বাধ্য হয়েই রেপো রেট বাড়িছে রিজার্ভ ব্যাংক। এই রেপো রেট বাড়ায় নয়া সুদের হার ঘোষণা করেছে দেশের বিভিন্ন ব্যাংক (Bank)।  

    আমরা জানি, ভারতের সিংহভাগ বাসিন্দাই ভরসা করেন ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর। এর প্রধান কারণ হল, এতে বাজারের হাল যাই হোক না কেন, সুদ মেলে ডিপোজিটের সময় ব্যাংক যে প্রতিশ্রুতি দেয়, সেই হারে। তাছাড়া টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলাও সোজা। গত দু তিন বছরে একাধিকবার সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাংক। এই সময় সীমার মধ্যেই ছিল করোনা অতিমারি পরিস্থিতি। তার পরেও ফিক্সড কিংবা টার্ম ডিপোজিটে অগ্রহ বাড়েনি আমজনতার।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    আমজনতাকে ব্যাংকমুখী করতে নয়া সুদের হার ঘোষণা করেছে দেশের একাধিক বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা এবং তার প্রতিদ্বন্দ্বী ইয়েস ব্যাংক ১০ অগাস্ট থেকে টার্ম ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকে ৭ থেকে ১৪ দিনের জন্য ২ কোটি টাকার কম জমা রাখলে সুদ মিলবে ২.৫০ শতাংশ হারে। তিন বছর থেকে ১০ বছরের মধ্যে হলে সুদ মিলবে ৫.৯০ শতাংশ। প্রবীণ নাগরিকেরা পাবেন অতিরিক্ত .৫ শতাংশ।

    এর চেয়েও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে ইয়েস ব্যাংক। ৭ থেকে ১৪ দিনের মেয়াদি আমানতে তারা দিচ্ছে ৩.২৫ শতাংশ সুদ। তিন বছরের ঊর্ধ্বে এবং ১০ বছর পর্যন্ত টাকা জমা রাখার ক্ষেত্রে সুদ মিলবে ৬.৭৫ শতাংশ হারে।

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    টার্ম ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে আর একটি বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক। এই সুদ মিলবে দু কোটি কিংবা তার বেশি টাকা জমা রাখা হলে। সেক্ষেত্রে সুদ মিলবে ৩.২৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হারে। সুদের হার বাড়িয়েছে অ্যাক্সিস ব্যাংকও। দু কোটি টাকার কম জমা রাখা হলে সুদ মিলবে ২.৫০ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হারে। জমা টাকার পরিমাণ দু কোটি টাকার বেশি হলে সুদ মিলবে ৫.৯০ শতাংশ হারে।

     

  • Agniveer Vayu Result 2022: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    Agniveer Vayu Result 2022: অগ্নিবীর পরীক্ষার ফল প্রকাশ করল বায়ুসেনা, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিবীর (Agniveer Vayu) পরীক্ষার ফল ঘোষণা করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। যারা প্রথম পর্যায়ের পরীক্ষায় বসেছিলেন তাঁরা agnipathvayu.cdac.in – এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন পরীক্ষার ফলাফল। 

    জুলাইয়ের ২৪- ৩০ তারিখের মধ্যে হয়েছিল অগ্নিপথ বায়ুর এই পরীক্ষা। পরীক্ষার্থীকে নিজের লগইন আইডি দিয়ে দেখতে হবে পরীক্ষার ফল। 

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    কী করে দেখবেন ফল?

    • প্রথমে agnipathvayu.cdac.in – এই ওয়েবসাইটটিতে যান।
    • এরপর হোমপেজে গিয়ে ‘Candidate Login’ – এই ট্যাবটিতে ক্লিক করুন। 
    • এবার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। 
    • তাহলেই আপনার ‘অগ্নিবীর বায়ু’ – এর ফল স্ক্রিনে ভেসে উঠবে। 
    • ফল ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট নিয়ে রাখুন।
    • পরের ধাপের পরীক্ষায় প্রয়োজন পড়বে এই ফলের হার্ড কপি। তাই খুব যত্নে রাখুন।

    ফেজ ২ অনলাইন পরীক্ষার পরে বাছাই করা প্রার্থীদের ফিটনেস এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। প্রায় ৭ লক্ষ চাকরি প্রার্থী ‘অগ্নিবীর বায়ু’- পরীক্ষার জন্যে আবেদন করেছিলেন। সর্বশেষ ফল ঘোষণা করা হবে ২০২২ সালের ১১ ডিসেম্বর।  

    আরও পড়ুন: নেপালি এবং গোর্খাদেরও সেনায় নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে

    প্রশিক্ষণের মেয়াদ সহ চার বছরের চাকরিতে সেনাদের নিয়োগ করা হবে। এই অগ্নিবীরদের আর্মি অ্যাক্ট ১৯৫০-এর অধীনে নিয়োগ করা হবে এবং প্রার্থীরা স্থল, সমুদ্র বা আকাশপথে যেখানেই নির্দেশ দেওয়া হবে সেখানে যেতে বাধ্য থাকবেন। এই স্কিমের অধীনে নথিভুক্ত অগ্নিবীররা কোনও ধরনের পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না। 

    বেতন ১ম বছর- মাসিক ৩০,০০০ টাকা, ২য় বছর– মাসিক ৩৩,০০০ টাকা, ৩য় বছর- মাসিক ৩৬,৫০০ টাকা, ৪র্থ বছর- মাসিক ৪০,০০০ টাকা। চার বছর শেষে করবিহীন এককালীন ১১ লক্ষ ৭২ হাজার টাকা দেওয়া হবে। 

    প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) এই অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন এবং এর অধীনে সমস্ত সেনাদের অগ্নিবীর (Agniveer) বলা হবে জানিয়েছেন তিনি। ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে  স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা— এই তিন বিভাগেই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের চার বছরের জন্য সেনায় নিয়োগ করা হবে। চার বছর পর তাঁদের মাত্র ২৫ শতাংশকে দীর্ঘ মেয়াদের জন্য সেনায় চাকরিতে নিয়োগ করা হবে। এই ঘোষণায় বিক্ষোভ শুরু হতেই বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করে দেয় কেন্দ্র। 

     

LinkedIn
Share