Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) ২০২৩ সালে নয়া রেকর্ড করল ভারত। বৃহস্পতিবারই চিনের হ্যাংঝাউতে অতীতের পদক জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা গেমসের (Asian Para Games) চতুর্থ দিনে ভারতের মোট পদকের সংখ্যা পৌঁছেছে ৭৩-এ। যার মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২১টি রূপো।  প্রসঙ্গত, এর আগে জাকার্তায় ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক জিতেছিল। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান প্যারা গেমসকেও ছাপিয়ে গেল ২০২৩ সালে ভারতের পারফরম্যান্স।

    এশিয়ান প্যারা গেমসে রেকর্ড ভারতের

    বৃহস্পতিবারই শট পাটার সচিন খিলাড়ি সোনার পদক জেতেন। ৩৪ বছর বয়সী সচিন এই পদক জয়ের মাধ্যমে (Asian Para Games) চিনের ক্রীড়াবিদ ওয়েই এনলংয়ের সেট করা রেকর্ড ১৫.৬৭ মিটারকে ভেঙে দিয়েছেন। এখন চিনা ক্রীড়াবিদের স্থান দ্বিতীয় এবং ভারতের সচিনের স্থান প্রথম। আরেক ভারতীয় ক্রীড়াবিদ রোহিত কুমার একই ইভেন্টে তৃতীয় হয়েছেন। অন্যদিকে ভারতীয় ক্রীড়াবিদ শ্যুটার সিদ্ধার্থ বাবু স্বর্ণপদক জিতেছেন। তাঁর স্কোর ২৪৭.৭ যা এশিয়ান প্যারা গেমসে একটি রেকর্ডও বটে। সিদ্ধার্থ বাবু এই পারফরম্যান্সের মাধ্যমে প্যারিসের প্যারা অলিম্পিকসে নিজের কোটাও নিশ্চিত করে ফেলেছেন।

    ৭৩টি পদক নিয়ে ভারত ষষ্ঠ স্থানে

    ভারতের হয়ে ৭৩ তম পদকটি যেতেন শাটলার নিত্য শ্রী সুমাথি সিভান। এছাড়াও উত্তরপ্রদেশের মিরাটের জয়নাব খাতুন ৬১ কেজি ওজন বিভাগে রুপোর পদক জিতেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লির বাসিন্দা রাজকুমারী ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া পুরুষদের ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নারায়ণ ঠাকুর। ১০০ মিটার টি-৩৭ এ শ্রেয়াংশ ত্রিবেদী দ্বিতীয় পদক জিতেছেন। জানা গিয়েছে, চিনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করতে ৩১৩ জন ক্রীড়াবিদ সে দেশে গিয়েছেন। ২২টি ক্রীড়া ইভেন্টের মধ্যে ১৮টিতে অংশ নিচ্ছেন ভারতীয়রা। প্রসঙ্গত, প্রথম এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে চিনে। ভারত সেই সময় একটি স্বর্ণপদক সহ ১৪টি পদক নিয়ে ১৫তম স্থান অর্জন করে। ২০১৪ এবং ২০১৮ সালে ভারত যথাক্রমে ১৫তম এবং নবম স্থান দখল করেছিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ৭৩টি পদক নিয়ে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে।

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

    ভারতীয় খেলোয়ারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা ভেসে আসে এক্স হ্যান্ডেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বেহাল বাংলাদেশ, দেশে ফিরলেন শাকিব আল হাসান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের সেমিতে ওঠার আশা কার্যত তাদের নেই। এর মাঝেই দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বুধবারই দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক শাকিব আল হাসান। দুপুরে তিনি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে তাঁর ছেলেবেলার কোচ নাজমুল আবেদিনের তত্ত্বাবধানে অনুশীলনও করেন।

    ব্যাটিং অনুশীলন শাকিবের

    ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, নিজের চেনা ছন্দে নেই শাকিব। তাই ছন্দ ফিরে পেতে, বিশ্বকাপের মাঝে ছেলেবেলার কোচের স্মরণাপন্ন হয়েছেন শাকিব। জানা গিয়েছে, তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন। আর ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। তার পর বুধবার সকালেই মুম্বই থেকে ঢাকার বিমান ধরেছেন বাংলাদেশের অধিনায়ক। দেশে ফিরেই চলে গিয়েছেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে ইন্ডোরে নিজের কোচ নাজমুল আবেদিনের কাছে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন শাকিব। কোথায় ভুল হচ্ছে, সে সব বুঝে নিয়েছেন। আজ, বৃহস্পতিবার এবং কাল, শুক্রবারও নাজমুলের কাছে অনুশীলন করবেন শাকিব। 

    বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝে তাঁর হঠাৎ দেশে ফেরায় তৈরি হয়েছে প্রশ্ন। কী এমন হল যে নিজের কোচের কাছে ব্যাটিং অনুশীলন করতে দেশে ফিরতে হল তাঁকে। বড় প্রতিযোগিতার মাঝে শাকিব আগেও দেশে ফিরেছেন। গত মাসেই এশিয়া কাপের সময় ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের ম্যাচের আগে দু’দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কা থেকে। তবে বিশ্বকাপের মাঝে শাকিবের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারেরা বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    ICC ODI World Cup 2023: ৪০ বলে শতরান ম্যাক্সওয়েলের! নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেল ভারতের রেকর্ড। বুধবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নজির গড়ল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে (Australia vs Netherlands) রেকর্ড রানের ব্যবধানে হারাল অজিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে ২১ ওভারে ৯০ রান তুলে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের রেকর্ড ব্যবধানে এই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে জয়ের হ্যাটট্রিক করল ক্যাঙারু বাহিনী। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠল অজিরা।

    বড় ব্যবধানে জয়

    এদিন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া শতরানের সুবাদে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় গড়ে। জবাবে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ৯০ রানে। অস্ট্রেলিয়া জিতে ৩০৯ রানে। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড রয়েছে ভারতের। ৮ রানের জন্য বেঁচে গেল রোহিত শর্মার দলের সেই নজির। গত ১৫ জানুয়ারি তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে রোহিতরা হারিয়েছিলেন ৩১৭ রানে। ভারতের ৫ উইকেটে ৩৯০ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ৭৩ রানে। তবে এক দিনের বিশ্বকাপে এটাই সব থেকে বেশি রানে জয়ের নজির। আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ২৭৫ রানে।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে মূর্তি প্রতিষ্ঠা, আমন্ত্রণ মোদিকে, ‘‘আমি ধন্য’’, ট্যুইট প্রধানমন্ত্রীর

    ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরান

    দিল্লির মাঠেই বিশ্বকাপে সব থেকে কম বলে শতরান করার রেকর্ড করেছিলেন এডেন মার্করাম। ১৮ দিনের মধ্যেই সেই মাঠেই রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে করলেন শতরান। প্রথম ২০ বলে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৪ রান। পরের ২০ বলে শতরানে পৌঁছে যান। ম্যাক্সওয়েল ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। ন’টি চার এবং আটটি ছক্কা মারেন তিনি।

    বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লজ্জার নজির গড়লেন নেদারল্যান্ডসের জোরে বোলার বাস ডি লিড। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক দিনের ক্রিকেটের একটি ম্যাচে এত রান এর আগে কোনও বোলার দেননি। তাঁকে মোট ১৯ বার মাঠের বাইরে পাঠিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটারেরা। তাঁর বলে হয়েছে ১৩টি চার এবং ৬টি ছক্কা। একটি করে ওয়াইড এবং নো বল করেছেন লিড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    Afghanistan Beats Pakistan: কাবুলে অকাল দেওয়ালি! শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে জয়োল্লাস আফগানদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতে চেন্নাইয়ের মাঠে পাকিস্তানকে পরাস্ত করে ঐতিহাসিক জয় (Afghanistan Beats Pakistan) লাভ করে আফগান ক্রিকেট দল। আর এই জয়ের পরই উৎসবে মেতে ওঠে গোটা আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই উৎসব উদযাপনের। যদিও সেই ভিডিওর সত্যতা যাটাই করেনি মাধ্যম। 

    ভাইরাল সেলিব্রেশনের ভিডিও

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আফগান নিজের বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে উৎসব পালন করছেন। রাতের আকাশ ঝলসে উঠছে আতসবাজির রোশনাইয়ে। প্রথমবার পাকিস্তানকে পরাস্ত করল আফগানিস্তান। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে। এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। ফলে, এই জয় আফগানদের কাছে ভীষণই স্পেশাল। বাচ্চা থেকে বুড়ো— সকলেই রাস্তায় নেমে পড়ে আফগানিস্তানের পাকিস্তান-বধ (Afghanistan Beats Pakistan) উদযাপন করেন। কাবুলের রাস্তাতেই চলে গোটা রাত সেলিব্রেশন। 

     

    ইংরেজ-বধের পর পাক-বধ

    চলতি বিশ্বকাপে, দুরন্ত ফর্মে রয়েছে আফগান দল। পাকিস্তানকে দুরমুশ করার আগে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হারিয়েছে তারা। এই প্রথম বিশ্বকাপে, দুটো ম্যাচ জিতলেন রশিদ-নবিরা। ইংল্যান্ড-জয় দিয়ে যে উৎসব শুরু হয়েছিল, তা যেন অন্য উচ্চতায় পৌঁছে গেল পাকিস্তান-বধের (Afghanistan Beats Pakistan) দিনে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল আফগানিস্তান। এই জয় প্রমাণ করল, আফগানিস্তান আর কোনও ছোট দল নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় যে কোনও ফ্লুক বা অঘটন ছিল না, তা সোমবার প্রমাণিত হল। 

    চেন্নাই যেন মিনি-কাবুল!

    সোমবার ম্যাচ দেখতে চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বহু আফগান সমর্থক। ম্যাচের পর চেন্নাইয়ের রাস্তায় উৎসবে মেতে ওঠেন তাঁরা। নাচতে শুরু করেন। দেখে বোঝার উপায় ছিল না, এটা ভারত না আফগানিস্তান। এমনিতে, ভারতে যথেষ্ট পরিমাণ আফগান বাস করেন। ফলে, সোমবার চেন্নাইতে আফগানদের বিজয়োৎসব পালন সকলকে তাক লাগিয়ে দেয়। এমনকী, কয়েকজন ভারতীয়ও আফগানদের সঙ্গে নাচে মেতে ওঠেন। 

    ভারতীয় সমর্থকদের প্রশংসায় রশিদ

    এদিন পাক-বধ (Afghanistan Beats Pakistan) করার পর ভারতীয়দের সমর্থনের কথা বিশেষ করে উল্লেখ করেন আফগান তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, “ম্যাচে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। জয়ের জন্য ভারতীয়দের সমর্থন অনুঘটকের কাজ করেছে। সমর্থকরা সবসময়েই আমাদের পিছনে ছিলেন। ভারতে যে জনসমর্থন পাচ্ছি, তা ব্যাপক উপভোগ করছি আমরা।”

    আফগান টিম বাসে ‘লুঙ্গি ড্যান্স’

    ম্যাচের পর হোটেলে ফেরার সময়ও টিম বাসের মধ্যেই একপ্রস্থ আনন্দ উদযাপন (Afghanistan Beats Pakistan) করেন আফগান ক্রিকেটাররা। শাহরুখ খানের বিখ্যাত ‘লুঙ্গি ড্যান্স’ গানে বাসের মধ্যেই নাচতে থাকেন আফগান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরেই এক ভিডিও ভাইরাল হয়, যেখানে রশিদ খানদের দেখা যাচ্ছে টিম বাসেই বলিউডি গানে লাগামছাড়া উদযাপন পর্ব চলছে। 

    ধারাভাষ্য ছেড়ে নাচ শুরু ইরফানের

    তার আগে, মাঠে খেলা শেষে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রশিদ খানের সঙ্গে নাচতে শুরু করেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান খান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে ইরফান লেখেন, ‘‘রশিদ তাঁর কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। ভালো খেলেছ তোমরা!’’

    সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    Ibrahim Zadran: ‘‘এই জয় উৎসর্গ করলাম…’’! পাক-বধ করে ‘বোমা’ ফাটালেন ম্যাচের নায়ক জাদরান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর (Afghanistan Beats Pakistan) একেবারে সরাসরি পাক সরকারকে আক্রমণ করলেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

    ম্যাচের সেরা জাদরান

    সোমবার, চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। এই প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে পরাস্ত করল আফগানরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। এই জয়ে বড় ভূমিকা পালন করেন জাদরান। ওপেন করতে নেমে ১১৩ বলে ৮৭ রান করেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। গুরবাজের সঙ্গে প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে আফগানিস্তানের জয়ের ভিত তৈরি করে দেন জাদরান (Ibrahim Zadran)। ফলস্বরূপ ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

    কী ‘বোমা’ ফাটালেন আফগান ব্যাটার?

    খেলার পর ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘বোমা’ ফাটান এই আফগান ব্যাটার। কোনওরকম রাখঢাক না করেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার রামিজ রাজার প্রশ্নের প্রেক্ষিতে জাদরান স্পষ্টত বলে দেন, আফগানিস্তানের যে শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, তাঁদের ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ করছেন। জাদরান (Ibrahim Zadran) বলেন, “আমি এই পুরস্কার সেই সব মানুষকে উৎসর্গ করতে চাই, যাঁদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

    বহু আফগান শরণার্থীকে বের করে দিচ্ছে পাকিস্তান?

    প্রসঙ্গত, পাকিস্তান থেকে অনেক আফগানকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। মোট ৫১ হাজার আফগান উদ্বাস্তুকে পাকিস্তান থেকে এখনও পর্যন্ত বার করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বরের মধ্যে সমস্ত নথিবিহীন শরণার্থীদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যে সিদ্ধান্তের ফলে পাকিস্তানে বসবাসকারী প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীদের জীবন প্রভাবিত হবে। বিষয়টির তুমুল বিরোধিতা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afghanistan Beats Pakistan: ইংল্যান্ডকে হারানোটা ‘অঘটন’ ছিল না, পাকিস্তান-বধ করে প্রমাণ করল আফগানিস্তান

    Afghanistan Beats Pakistan: ইংল্যান্ডকে হারানোটা ‘অঘটন’ ছিল না, পাকিস্তান-বধ করে প্রমাণ করল আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোটা যে কোনও ‘ফ্লুক’ কিংবা ক্রিকেটীয় পরিভাষায় ‘আপসেট’ বা অঘটন ছিল না, সোমবার চেন্নাইয়ে পাকিস্তান-বধ করে তা প্রমাণ করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পর ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের দুরমুশ করলেন রশিদরা। বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টিম হিসেবে যে দ্রুত উত্থান হচ্ছে আফগানদের, এদিনের জয় তা দেখিয়ে দিল। ক্রিকেট বিশ্বকে আফগানিস্তানের বার্তা— তাদের যেন কেউ আর ‘মিনোজ’ বা ছোট দল ভাবার ভুল না করে। অন্যদিকে, পরপর তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করল পাকিস্তান।

    ইতিহাস রচনা আফগানদের

    এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে ৭টি একদিনের ম্যাচ খেলেছে আফগানিস্তান। একটিও জিততে পারেনি। কিন্তু, এবার ভাগ্যের চাকা ঘুরে গেল। সোমবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান (Afghanistan Beats Pakistan)। কারণ, এই প্রথম, পাকিস্তানকে হারাল আফগানরা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম করেন ৭৪ রান। আবদুল্লা করেন ৫৮ রান। এছাড়া, শাদব খান এবং ইফতিকার ৪০ রান করেন।

    ‘জায়ান্ট কিলার’ আফগানিস্তান

    জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। প্রথম উইকেটেই ১৩০ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনিং ব্যাটার গুরবাজ ও জাদরান। গুরবাজ করেন ৬৫। জাদরান করেন ৮৭। এর পর, রহমত শাহ (অপরাজিত ৭৭) এবং অধিনায়ক হসমতউল্লাহ (অপরাজিত ৪৮) এক ওভার বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন (Afghanistan Beats Pakistan)। আন্ডারডগ হিসেবে এবারের বিশ্বকাপ টুর্নামেন্ট তারা শুরু করলেও, এখন আফগানিস্তান পরিণত ‘জায়ান্ট কিলারে’। ম্যাচের পর ঠিক এই কথাটাই বললেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। তাঁর মতে, দুই দল যে ফর্মে রয়েছে, তাতে পাকিস্তান যদি আফগানিস্তানকে হারিয়ে দিত, সেটাই হতো অঘটন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বিশ্বযুদ্ধ চলাকালীনই চলে গেলেন বিষেণ সিং বেদি (Bishen Singh Bedi)। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার। সোমবার দুপুরে মৃত্যু হয় এই কিংবদন্তী লেগ স্পিনারের। তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন-বিষেণ সিং বেদি আর নেই। এটা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি…”

    বাইশ গজে পদার্পণ

    ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে বিষেন সিং বেদি (Bishen Singh Bedi) জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুর্দান্ত বাঁ-হাতি স্পিনার ছিলেন। ভারতের হয়ে তিনি ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।

    কিংবদন্তী লেগ স্পিনার

    ১৫ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। শুরু করে উত্তর পঞ্চাবের ঘরোয়া ক্রিকেট দিয়ে। ১৯৬৮-৬৯ সালে দিল্লির হয়ে খেলতে শুরু করেন। এর পাশাপাশি দীর্ঘদিন ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রাপ্ত উইকেট ১৫৬০। বাঁ হাতে অর্থডক্স লেগ স্পিন বল করতেন তিনি। ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। জীবনের শেষ টেস্ট ইনিংস খেলেছিলেন ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৪ সালে একদিনের ম্যাচে অভিষেক হয়। শেষ একদিনের ম্যাচ খেলেন ১৯৭৯ সালের বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। মোট ৬৭ টেস্টে ২৬৬টি উইকেট পান বিষেণ সিং বেদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে টিম ইন্ডিয়া। পর পর পাঁচটি ম্যাচে জয়। সেই সুবাদে বিশ্বকাপের (ICC World Cup) সেমি ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত লিগ পর্বের লড়াইয়ে ভারতকে টেক্কা দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু রবিবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও উস্কে দিল। রাজনীতি ভুলে এদিন পাশাপাশি বসে খেলা দেখলেন নেতারা। গ্যালারিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

    গ্যালারিতে কারা

    ক্রিকেট উৎসবের রঙে মিশল রাজনীতির রঙ। একই দলের হয়ে গলা ফাটালেন নাড্ডা, অনুরাগ, সুখবিন্দর। রবিবার বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লিগ টেবিলে শীর্ষে ওঠার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সামির কামব্যাক, পাঁচ উইকেট

    দুর্দান্ত কামব্যাক হল মহম্মদ সামির। একাই নিলেন ৫ উইকেট। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও বটে। এতদিন স্পেশালিস্ট পেসার হিসাবে প্রথম একাদশে বুমরাহ এবং মহাহদ সিরাজ কে ভাবা হচ্ছিল। কিন্তু সমি বুঝিয়ে দিলে পুরনো চল ভাতে বাড়ে। দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। মিচেল একাই করেন ১৩০ রান। রচিন রবীন্দ্র ৭৫ রানে আউট হন। জবাবে ভারত  ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের করি জোগাড় করে নেয়। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ ও  শুভমান গিল ২৬ রানে আউট হন। তবে বিরাট কোহলি আরও এক ঝলমলে ইনিংস উপহার দিলেন শৈল শহরে। ১০৪ বলে তাঁর সংগ্রহ ৯৫রান। শ্রেয়াস আইয়ার ৩৩ ও লোকেশ রাহুল ২৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে  জাদেজার অনবদ্য ব্যাটিং ভারতকে সহজে লক্ষ্যে পৌঁছে দেয়। ৩৯ রানে অপারোজিত থাকেন জাদ্দু।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    ICC World Cup 2023: বিশ্বকাপে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের! জানেন কেন সোনালি ব্যাজ পরলেন গিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড করেই যাচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধেও পরিচিত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছিলেন রোহিত। ৪০ বলে ৪৮ রানের ইনিংসেই নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।  ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। চলতি বিশ্বকাপের মঞ্চেই ছক্কা হাঁকানোর একাধিক ব্যক্তিগত নজির গড়েছেন রোহিত শর্মা। ক্রিস গেইলকে টপকে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড নিজের দখল নিয়েছেন ভারত অধিনায়ক। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন টপকেছেন তিনি।

    রোহিতের রেকর্ড

    বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে রান করার কৃতিত্ব সচিন তেন্ডুলকরের দখলে। তিনি করেছেন ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ১৭৪৩ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩১ রান। এই তিন জনের পরেই চলে এলেন রোহিত। বৃহস্পতিবারের ম্যাচের পর এক দিনের বিশ্বকাপে রোহিতের রান হল ১২৪৩। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লারা করেছিলেন ১২২৫ রান। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।

    আরও পড়ুন: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

    সেরা ক্রিকেটার গিল

    বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময় গিলের জার্সির কলারে একটি ছোট সোনালি ব্যাজ দেখা গেল এদিন। যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের জার্সিতে দেখা যায়নি। গুঞ্জন গিল কেন এই ব্যাজ পরে মাঠে নেমেছেন। আসলে গিলকে সেই ব্যাজটি দেওয়া হয় আইসিসির তরফে। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের জন্যই শুভমন এই ব্যাজটি পরে মাঠে নামেন। অর্থাৎ, প্লেয়ার অফ দ্য মনথের স্বীকৃতিতেই গিলকে দেওয়া হয় বিশেষ সেই ব্যাজ।প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দু’বার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তোলেন শুভমন। তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেপ্টেম্বরে গিল মোট ৮টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ২টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ সাকুল্যে ৪৮০ রান সংগ্রহ করেন। 
     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share