Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরুর আগেই বিপত্তি! চেন্নাই আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে  ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান ডেঙ্গিতে আক্রান্ত। বিসিসিআই সূত্রে খবর, শুক্রবার ফের একবার শুভমানের ডেঙ্গি পরীক্ষা করা হবে। তিনি না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন ঈশান কিষান। বোর্ড সূত্রে খবর, চেন্নাই এসে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে গিল। ডেঙ্গি ধরা পড়েছে। শুক্রবার ফের পরীক্ষা হবে। তারপরই গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    রোহিতের সঙ্গে শুরুতে কে

    রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

    কবে খেলবেন গিল

    ভারতীয় শিবিরে আশঙ্কা, ডেঙ্গি আক্রান্ত গিল কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেক্ষেত্রে পুরো সুস্থ হতে গিলের ৭ থেকে ১০ দিন লাগবে। বোর্ড সূত্রে খবর, ‘‌গিলকে নিয়ে সিদ্ধান্ত দলের চিকিৎসকরা নেবেন।’‌ প্রসঙ্গত, গত এক বছরে গিল ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। সেক্ষেত্রে ১৪ অক্টোবর গুজরাটে পাকিস্তান ম্যাচের আগে গিলকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চলতি বছরের শুরুতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরম্যান্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। 

    আরও পড়ুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    স্টোইনিসের চোট

    এদিকে, চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই অজি অলরাউন্ডারও। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে স্টোইনিসের। ভারতের বিরুদ্ধে মোহালি ম্যাচে খেলার সময় স্টোইনিসের টান ধরে। তবে তা খুব গুরুতর নয় বলেই মনে করছে অজি শিবির। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    Asian Games 2023: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসের আয়োজক চিন ভারতীয় অ্যাথলিটদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি অঞ্জু ববি জর্জের। প্রাক্তন ভারতীয় লং জাম্পার সরাসরি তোপ দেগেছেন এশিয়ান গেমসের অফিসিয়ালদের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘আমাদের হারিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা (অফিসিয়ালরা)। ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে রীতিমতো প্রতিদিন চক্রান্ত করা হচ্ছে। নীরজের সঙ্গে যেটা হয়েছে, এক ঘটনা তো আগের দিন অন্নু রানির সঙ্গেও হয়েছে! অন্নুর প্রথম থ্রো মাপা হয়নি ইচ্ছাকৃতভাবে। সেটাও খুব ভাল থ্রো ছিল। জ্যোতির সঙ্গে অসদাচরণ করেছিল ওরা। এত কিছুর পরেও জ্যাভলিনে সোনা, রুপো দুটোই জিতেছি আমরা। তবে অফিসিয়ালদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানাবই।’

    কী বলছেন অঞ্জু

    অঞ্জুর অভিযোগ, ‘‘আমার মনে হচ্ছে পরিকল্পনা করেই এ সব করা হচ্ছে। ওরা আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে। নীরজ অলিম্পিক্স চ্যাম্পিয়ন। ও সেরা পারফরম্যান্স করে দেখিয়ে দিয়েছে। জানতাম চিনে সাফল্য পাওয়া কঠিন হবে। কারণ, ওরা এই ধরনের ঘটনা ঘটিয়েই থাকে।’’ অ্যাথলেটিক্সের সব ইভেন্টে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অঞ্জু। এশিয়ান গেমসে এদিনও সেপাকটাকরো খেলাতেও ভারতের প্রতিযোগীদের পয়েন্ট না দেওয়ার অভিযোগ ওঠে অফিসিয়ালদের বিরুদ্ধে। রেগে যান ভারতের কোচ।

    নীরজের অভিযোগ

    প্রসঙ্গত বুধবার মোট ৭বার জ্যাভলিন ছুঁড়তে হয়েছে নীরজকে। প্রযুক্তিগত ত্রুটির জন্য নীরজের থ্রো বাতিল করা হয়, যা এশিয়ান গেমসের মতো এতবড় প্রতিযোগিতার মঞ্চে লজ্জাজনক সন্দেহ নেই। এশিয়ান গেমসে পরপর দুবার সোনা জয়ের পর নীরজ জানিয়েছেন, “সাধারণত একটি প্রতিযোগিতায় ছ’বার জ্যাভলিন ছুঁড়তে হয়। কিন্তু এইদিন আমাকে ৭ বার ছুঁড়তে হল। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হতে হয়নি আমাকে। কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ছিল। আমার থ্রোটা ওরা মাপেনি। কী কারণে মাপেনি সেটা ওরাই ভালো বলতে পারবে।”

    হেনস্থার শিকার ইয়ারাজ্জিও

    এর আগে হেনস্থার শিকার হন ইয়ারাজ্জি। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করার অভিযোগে প্রথমে ইয়ারাজ্জিকে বাতিল করে দেওয়া হয়। ইয়ারাজ্জিকে জানানো হয়, তাঁর সময় মাপা হবে না। ভারতীয় দলের প্রতিবাদে রিপ্লে দেখা হয়। তাতে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগে দৌড় শুরু করেছিলেন আসলে দ্বিতীয় স্থানে শেষ করা চিনের প্রতিযোগীই। দু’জনে পাশাপাশি লেনে থাকায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আয়োজকেরা। শেষ পর্যন্ত অবশ্য চিনের প্রতিযোগীকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হন আয়োজকেরা। রুপো পান ইয়ারাজ্জি।

    আরও পড়ুন: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    শুরু থেকেই ভারতকে গেমসের আসরে বেকায়দায় ফেলতে বদ্ধ পরিকর চিন। অরুণাচলের বাসিন্দা হওয়ায় ভারতের তিন অ্যাথলিটকে ভিসাই দেয়নি বেজিং। ভারত প্রতিবাদ করলেও দেশের অ্যাথলিট ও খেলাধূলার মর্যাদা রাখতে গেমসে অংশ নেয়। ক্রীড়াঙ্গনেও শত্রুতার বাতাবরণ টেনে আনায় চিনের সমালোচনা করেছে ভারত-সহ নানা দেশ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    Asian Games 2023: স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা ভারতের! রুপো জিতলেন বাংলার ছেলে সৌরভ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে স্কোয়াশ থেকেও এল সোনা। পদক এল স্কোয়াশে মিক্সড ডাবলসে। সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং সান্ধু। ফাইনালে তাঁরা মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারালেন। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০। অন্যদিকে, টানা পাঁচটা এশিয়াডে স্কোয়াশের সিঙ্গলসে পদক জিতে নজির গড়লেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। স্কোয়াশের সিঙ্গলসের ইভেন্টে ২০০৬ দোহা, ২০১০ গোয়াংঝো এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এরপর ২০১৪ ইনচেওন গেমসে জেতেন রুপো। গতবার, ২০১৮ জাকার্তা এশিয়াডে ফের ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ। এবারও রুপোতেই খুশি থাকতে হল তাঁকে।

    সোনার লড়াই দীপিকাদের

    সোনার জন্য কঠিন লড়াই করতে হল দীপিকাদের। মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামাল জুটি শেষ পর্যন্ত লড়াই করল। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকারা একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান। তবু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নিলেন দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশ থেকে এ বারের গেমসের দ্বিতীয় সোনা জিতল ভারত। মোট চারটি পদক দিলেন তাঁরা। 

    বঙ্গতনয় সৌরভের নজির

    বয়স একটা সংখ্যা মাত্র! এশিয়াডের মঞ্চে এই প্রবাদ বাক্যটিকে আরও একবার বাস্তবে পরিণত করলেন সৌরভ ঘোষাল। দলগত ইভেন্টে সোনা আগেই জিতেছেন। এবার ব্যক্তিগত ইভেন্টে রুপো পেলেন ভারতীয় এই স্কোয়াশ তারকা। বয়সকে হেলায় হারিয়ে নতুন নজির তৈরি করলেন সৌরভ। শুধু সোনা জেতা হল না তাঁর। মালয়েশিয়ার এমজি ইয়েন ইয়োর কাছে হেরে সৌরভের এবারও এশিয়াডে ব্য়ক্তিগত দক্ষতায় সোনা জেতা হল না। কমনওয়েলথে গেমসে স্কোয়াশে সোনা জেতা প্রথম ভারতীয় সৌরভ। চেয়েছিলেন এদিন অধরা এশিয়াড সোনার পদক গলায় ঝোলাতে। কিন্তু লড়াই করেও পারলেন না সৌরভ।

    আরও পড়ুন: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    সোনা না পেলেও, এদিন ইতিহাস লিখেছেন সৌরভ। পরিসংখ্যান বলছে বাঙালি ছেলে লাগাতার পাঁচ এশিয়াডেই পদক জিতেছেন। যা নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের। কারণ এর আগে দেশের কোনও স্কোয়াশ প্লেয়ার এই নজির গড়তে পারেননি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়ল। দুর্গাপুজোর ঢাকের তালের সঙ্গে পাল্লা দিয়ে এগোবে বিশ্বকাপ। আগামী দেড় মাস ধরে চলবে ক্রিকেট উৎসব। এবারের বিশ্বকাপে মাঠে নেমে অন্তত একজোড়া করে ব্যক্তিগত নজির গড়তে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলির সামনে হাতছানি রয়েছে বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার।

    কঠোর অনুশীলন কোহলির

    ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। আজ থেকে ১৯ নভেম্বর অবধি ১০ দলের মহারণে বিশেষ নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কাপযুদ্ধে নামার আগে এবার বাড়তি নেট সেশনে মন দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের বিশ্বকাপের আগে ভারতের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল তা বৃষ্টির কারণে হয়নি। ফলে ভারতের ক্রিকেটাররা শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। রাজকোটে সিরিজের তৃতীয় ওডিআইতে বিরাট ৬১ বলে ৫৬ রান করেছিলেন। ফর্মে থাকলেও কোনওরকম অলসতা নয়। পরীক্ষায় নামার আগে কড়া অনুশীলন করলেন কোহলি। চেন্নাইয়ে তাঁকে দেখা গেল নেট সেশনে বেশি সময় কাটাতে। ভারতীয় টিমের ২ ঘণ্টার ট্রেনিং সেশন ছিল। কোহলি অবশ্য আরও ৪৫ মিনিট বেশি অনুশীলন করেন।

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    ভারতীয় দলের অনুশীলন

    বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকেও দেখা যায় নেটে অনেকক্ষণ সময় কাটাতে। বোলিং প্র্যাক্টিস দিয়ে শুরু করে জাডেজা ব্যাটিংও ঝাঁলিয়ে নেন। কুলদীপ ও হার্দিক জোরকদমে বোলিং অনুশীলন করেন। সংক্ষিপ্ত হলেও ব্যাটিং অনুশীলনও করেন হার্দিক। দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলন করেননি।

    কোহলির সামনে শুধুই সচিন

    বিরাট কোহলি ২৬৯টি ওয়ান ডে ইনিংসে ৪৭টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের আসরে ৩টি সেঞ্চুরি করলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলস্টোন ছোঁবেন তিনি। বিশ্বকাপে অন্তত ২টি শতরান করলে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

    ছক্কা হাঁকানোর মাইলস্টোনের সামনে রো-হিট

    ছক্কা হাঁকানোর নিরিখে হিটম্যান ভারত অধিনায়ক রোহিত শর্মা বসে পড়তে পারেন শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পাশে। রোহিত শর্মা ২৪৩টি ওয়ান ডে ইনিংসে মোট ২৯২টি ছক্কা মেরেছেন। বিশ্বকাপের আসরে ৮টি ছক্কা হাঁকালেই শাহিদ আফ্রিদি (৩৫১টি) ও ক্রিস গেইলের (৩৩১টি) পরে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন হিটম্যান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বেজে যাবে ‘বিশ্বযুদ্ধের’ দামামা (ICC World Cup)। শুরু হবে ১০ দেশের তীব্র লড়াই। তবে, এই লড়াই হবে ক্রিকেটের রণাঙ্গনে। লড়াই হবে ব্যাট ও বলের। লড়াই হবে বাইশ গজকে কেন্দ্র করে।

    শুরু হল বিশ্বকাপের মহাযুদ্ধ

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এই বার প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে, এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। আহমেদাবাদে নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপের (CWC23) প্রথম লড়াই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল — ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেশি বাউন্ডারি মেরে গতবারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপের আসরে ফের মুখোমুখি এই দুই দল নিউজিল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া।

    আগামী ৪৫ দিনে ৪৮টি ম্যাচ

    আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট (ICC World Cup)। ৪৫ দিন ধরে ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের (CWC23) লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশের মোট ১৫০ জন ক্রিকেটার। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপের আসর বসছে দেশের ১০টি শহরে। ভেন্যুগুলি হল— আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে।

    গুগল ডুডলে বিশ্বকাপ

    বিশ্বকাপকে (ICC World Cup) ঘিরে দেশবাসী এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। আর সেই উন্মাদনায় গা ভাসিয়েছে গুগল-ও। বিশ্বকাপ উপলক্ষে তারা প্রকাশ করেছে অভিনব ডুডল। এমনিতে, যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুগলের অফিসিয়াল পেজে গেলেই এই ডুডল দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে। আবার এই ডুডলে ক্লিক করেন, তাহলে সরাসরি টুর্নামেন্টের (CWC23) সূচিতে পৌঁছনো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে মেয়েদের পর কমপাউন্ড তিরন্দাজিতে ছেলেরাও সোনা জিতলেন। বৃহস্পতিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অ্যাথলিটরা যে ১০০র টার্গেট মাথায় নিয়ে প্রতিটা ইভেন্টে নামছেন, তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। 

    দক্ষিণ কোরিয়াকে সমানে টক্কর

    ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।  এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।

    মহিলাদের দলগত বিভাগেও সোনা

    কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কউর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন দুই ভারতীয় তরুণ অভিষেক বর্মা এবং প্রবীণ দেওতালে। 

    হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জ্যোতিদের।  ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ম্যাচে ফিরে আসেন অদিতিরা। অদিতির বয়স মাত্র ১৭। পরনীতের ১৮। টিমের অভিজ্ঞ আর্চার জ্যোতির ২৮। পরনীতের শুরুটা ভালো হয়নি। প্রথম তিনটে শটে নড়বড় করছিল তাঁর ফোকাস। ৯, ৮, ৯ মারেন। অদিতিও ফাইনাল ম্যাচে বুলস আই খুঁজে পাননি দু’বার। কিন্তু পারফেক্ট টেন থেকে নড়ানো যায়নি জ্যোতিকে। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন। টিম ইভেন্ট যেন শুরু করেছিলেন সেখান থেকেই। 

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার তিনটি মহাদেশের ছয়টি দেশে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।  ২০৩০ সালে শতবর্ষে পা দেবে ফুটবল বিশ্বকাপ। ফিফার ঘোষণা, ২০৩০ ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক হতে চলেছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শুধু তাই নয়, তিনটি উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও।  অর্থাৎ একই বিশ্বকাপের ম্যাচ পেতে চলেছে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা।

    বিশ্বকাপের শতবর্ষ উদযাপন

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। তখন অবশ্য প্রতিযোগিতার নাম ছিল জুলে রিমে কাপ। তারপর সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে খেলার রাজা ফুটবল। সেকারণে ২০৩০ সালে সেই বিশ্বকাপ শতবর্ষে উদযাপনে বিশেষ উদ্যোগ নিচ্ছে ফিফা। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে। ২০৩০ সালে বিশ্বকাপের খেলবে ৪৮ টি দেশ।

    দুই গোলার্ধে বিশ্ব ফুটবলের আসর

    বুধবার বিশ্বকাপ আয়োজক দেশগুলির নাম ঘোষণা করে ফিফার পক্ষ থেকে বলা হয়, “২০৩০ সালের বিশ্বকাপ মরক্কো, স্পেন এবং পর্তুগালকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশ্বকাপের ১০০ বছর স্মরণীয় করে রাখতে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।” গত বছর ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০৩০ সালে তারা ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনতে চায় ফিফা এবং ফুটবল। সেই কারণে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে। উরুগুয়ের স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ হবে।” দক্ষিণ আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার মরক্কো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই সঙ্গে ইউরোপের স্পেন এবং পর্তুগালকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    Asian Games 2023: এশিয়াডেও সোনা নীরজের! ইয়েলো মেডেলের স্বাদ পেল ভারতীয় রিলে দলও

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) আবার সোনা পেলেন নীরজ চোপড়া। বুধবার ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা পেয়ে গেলেন তিনি। জ্যাভলিনে রুপোও এল ভারতের ঘরে। ওড়িশার কিশোর জেনা ছুড়লেন ৮৭.৫৪ মিটার। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। এর ঠিক ৮ মিনিটের মধ্যে আরও একটি সোনা আসে ভারতের ঝুলিতে। নীরজ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ৪০০X৪ মিটার দৌড়ে জয়ী হয় ভারতের রিলে দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮টি সোনা, ৩১টি রুপো, ৩২টি ব্রোঞ্জ সহ মোট ৮১টি পদক নিয়ে, তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। 

    জ্যাভলিনে সোনা-রুপো ভারতের

    জ্যাভলিনে গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি ৮০ মিটার পেরোলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন। পদক জয়ের পর নীরজকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কিশোর। দুই ভারতীয়ের এই সেলিব্রেশন সকলের মনে জায়গা করে নিয়েছে। 

    জাকার্তা গেমসে (Asian Games 2023) নীরজের বর্শায় বিঁধেছিল সোনা। হানঝাউতেও সোনাই পেলেন নীরজ। টোকিও অলিম্পিক থেকে সোনা, বিশ্ব মিটে সোনা, ডায়মন্ড লিগে হিরে— কোনও কিছুই বাদ দেননি নীরজ। এ বার নীরজের পাশাপাশি ভারত থেকে উঠে এল আরও এক জ্যাভলিন থ্রোয়ার। হানঝাউ থেকে নীরজের পাশাপাশি জ্যাভলিনে রুপো পেলেন ভারতের কিশোর জেনা। এশিয়ান গেমসে রুপো পাওয়ার সঙ্গে সঙ্গেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন কিশোর।

    আরও পড়ুন: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    রিলে-রেসে সোনা

    ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে। গত বার ভারত এই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। ৪৩.৬০ সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জাকোবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত। এই ইভেন্টে রুপো পায় কাতার এবং ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। মেয়েদের ৪০০X৪ মিটার দৌড়েও রুপো জেতে ভারত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য নিয়েই এবারের এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু করেছে ভারত। ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত পেয়েছিল ৭০টি পদক। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদকসংখ্যাই ছিল ৭০। এবার সেই সংখ্যা পেরিয়ে যেতেই ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পায় ভারত। তারপরই মোদি লেখেন, ‘‘এশিয়ান গেমসে ভারত এ বারই সব থেকে বেশি উজ্জ্বল। ৭১ পদক আমাদের সব থেকে ভাল ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছি। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা।’’

    সোনা জয়ের রেকর্ড

    শুধু মোট পদকসংখ্যা নয়, সোনা জয়ের ক্ষেত্রেও নজির গড়েছে ভারত। জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। তিরন্দাজিতে একটি ইভেন্টের ফাইনাল খেলতে নামবেন ভারতেরই দুই প্রতিযোগী। সেখানে সোনা-রুপো নিশ্চিত। অর্থাৎ, সোনা জয়ের ক্ষেত্রেও ভারত নজির গড়ে ফেলেছে তা বলাই যায়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ৭৪টি পদকের মধ্যে ২৩টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। পিছিয়ে নেই শ্যুটিংও। ২৩টি পদক এনেছেন ভারতের শ্যুটারেরা। অর্থাৎ, ৭৪টি পদকের মধ্যে শুধু এই দু’টি খেলাতেই ৪৬টি পদক জিতেছে ভারত।

    আরও পড়ুন: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    রুপো লভলিনার, হকির ফাইনালে ভারত

    মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের (Asian Games 2023) ফাইনালে পা রেখেছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু ইতিহাস তৈরি করতে পারলেন না। এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না অসমের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই প্রাধান্য রাখতে পারলেন না। মহিলাদের ৫৪-৫৭ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গিয়েছেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে  ব্রোঞ্জ পেলেন আনাহত সিং-অভয় সিং জুটি।

    এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অর্জিত মোট মেডেল তালিকায় সব রেকর্ড ভেঙে দিল ভারত। হানঝাউ গেমস থেকে ১০০টা পদক আনার লক্ষ্য ভারতের। পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে ১৬টা সোনা সহ ৭০টা পদক এসেছিল। জ্যোতি-প্রবীণ ১৬তম সোনা এনে দিলেন। সেই সঙ্গে ৭১টা পদক। জাকার্তার সাফ্যকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা।

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা

    এদিন সকালেই তিরন্দাজিতে (Archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস প্রবীণ দেওতালে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। ভারতের দুই প্রতিযোগী শুরুটা খুব ভাল করেন। প্রথম রাউন্ডে ২০তে ২০ স্কোর করেন তাঁরা। অন্য দিকে কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।তার পর টান টান খেলা চলছিল। দু’দলই নিজেদের তির ১০ পয়েন্টেই মারছিলেন। শেষ পর্যন্ত  ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি, ওজাস।

    আরও পড়ুন: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    পদক জয়ের রেকর্ড

    এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) আর্চারির কম্পাউন্ড বিভাগে ভারতের দুরন্ত সাফল্যের পিছনে রয়েছেন সর্জিও পাগ্নি। ইতালির কোচ নিজেও ছিলেন কিংবদন্তি আর্চার। প্রচুর সাফল্য ও অভিজ্ঞতার কারণে ভারতীয় আর্চারদের মানসিকতা বদলে দিয়েছেন তিনি। পাগ্নিকে পাশে নিয়েই সোনার মঞ্চে উঠে পড়লেন প্রবীণ ও জ্যোতি। ২০১৮ তে রেকর্ড ৭০ টি পদক এশিয়ান গেমসের মঞ্চ থেকে জিতেছিল ভারত৷ ২০২৩ এ সেই সংখ্যাকে ছাড়িয়ে গেল টিম ইন্ডিয়া৷ বুধবার সকালে সেই সংখ্যা ৭১ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল নতুন সেরা হওয়ার ইতিহাস৷ এদিকে এদিন ব্যাডমিন্টনেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু৷

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share