Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) রুপো জয় দিয়ে শুরু হল ভারতের সপ্তম দিনের সকাল। দেশকে ফের একটি পদক এনে দিলেন ভারতের শ্যুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল (India Shooting Medal)। এই নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট সংখ্যা দাঁড়াল ৩৪। শুধুমাত্র শ্যুটিং থেকেই ১৯টি পদক এসেছে। পদক তালিকায় (India at Hangzhou Games) ভারতের স্থান এখন চতুর্থ। তবে, অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় জন্মদিনে সামান্য আফশোস থেকে গেল সরবজ্যোতের। 

    শনিবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ভারত বনাম চিন ফাইনাল ছিল। প্রতিপক্ষ দলের সদস্য হলেন চিনের অলিম্পিক চ্যাম্পিয়ন শ্যুটার জিয়ান র‍্যানজিন এবং বাকু বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শ্যুটার ঝ্যাং বাওয়েন। এমন বিশ্বজয়ী প্রতিপক্ষকেও প্রবল চাপে ফেলে দিয়েছিলেন সরবজ্যোত-দিব্যা জুটি (Asian Games 2023)। এই প্রতিযোগিতায় লক্ষ্য থাকে কোন দল আগে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। ভারত একটা সময় ৭-৩ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র‍্যানজিন ১১-১১ করে দেয়। একটা সময় ১৩-১৩ পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। তার পরের রাউন্ডে চাপের মুখে সরবজ্যোতের শট কিছুটা এলোমেলো হয়ে যায়। এর ফলে জিতে সোনার পদক নিশ্চিত করে চিন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে (India Shooting Medal)।

    ২২ বছরের সরবজ্যোৎ ইতিমধ্যেই সোনার স্বাদ পেয়ে গিয়েছেন হাংঝৌ গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা পেয়েছেন অর্জুন সিং চিমা, শিবা নারওয়ালের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক আসেনি। সেই আক্ষেপ মিক্সড ডাবলসে মেটাতে চেয়েছিলেন পঞ্জাবের ছেলে। কিন্তু, জন্মদিনে স্বপ্নপূরণ হল না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    Shakib Al Hasan: দোলাচলে বাংলাদেশ ক্রিকেট! কবে অবসর? জানালেন শাকিব 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে অস্থির পরিস্থিতি বাংলাদেশ শিবিরে। দলে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। পাল্টা দিতে ছাড়েননি শাকিব-আল-হাসানও। এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। তিনিও একটি ভিডিও পোস্ট করে তামিম ও শাকিব, দু’জনকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের আগে তামিমের অধিনাকত্ব ছাড়া ঠিক হয়নি। উল্লেখ্য,যা নিয়ে বিরাট জলঘোলা হয়েছিল।  হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে বড় ভূমিকা ছিল মাশরাফির। তাই তামিমের বিশ্বকাপ দলে না থাকাটা তাঁর কাছে বেশ অস্বস্তির। নীচের দিকে ব্যাট করা নিয়ে তামিমের সঙ্গে শাকিব ও টিম ম্যানেজমেন্টের যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা কথা বলে মিটিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘শাকিব তো একবার ফোন করতে পারত তামিমকে, বোঝাতে পারত। তাহলে জল এত দূর গড়াত না।’

    কবে অবসর নিচ্ছেন শাকিব

    এটাই হতে চলেছে শাকিবের শেষ বিশ্বকাপ। কারণ, তিনি জানিয়ে দিয়েছেন ২০২৫ সালে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন। তার আগেই অর্থাৎ বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত টি-২০  আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের ডেট লাইন ঘোষণা করে শাকিব আসলে চাপমুক্ত হতে চেয়েছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ, তিনি জানেন, এবারের বিশ্বকাপে ব্যর্থ হলে সামোলচা অনেক তীব্র হবে। তাই আগেভাগেই নিজের পিঠ বাঁচানোর পথ খুঁজে নিলেন শাকিব। বিতর্কের মধ্যেই শুক্রবার গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে তামিমের অভাব ঢাকা বড় চ্যালেঞ্জ শাকিবের সামনে। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে তিনি টপ অর্ডার ব্যাটিং গুছিয়ে নিতে চাইবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ৭ অক্টোবর খেলাটি হবে ধরমশালায়।

    আরও পড়ুন: শ্যুটিংয়ে ব্যক্তিগত ভাবে একই বিভাগে সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    গুয়াহাটিতে বিশ্বকাপের ছোঁয়া

    গুয়াহাটিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলাটি শুরু হবে দুপুর ২ টোয়। দেখা যাবে স্টার স্পোর্টস -২ চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিং হবে ডিজনি হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে ভারতও। শনিবার ভারত মুখোুমখি হবে ইংল্যান্ডের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিংয়ে একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন পলক গুলিয়া। রুপো পেলেন এশা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। তিনি সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। গেমসের রেকর্ড (২৪০.৩) ভেঙে দেন তিনি। এশা পান ২৩৯.৭ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত (২১৮.২)।

    প্রথম থেকেই দাপট ভারতের

    চিন, হংকংয়ের শ্যুটারেরা শুরু থেকেই পিছিয়ে পড়েন। পলক এবং এশা ফাইনালের শুরু থেকেই প্রথম তিনের মধ্যে ছিলেন। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। কিন্তু কে কোন পদক পাবেন তা তখন নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ১৭ বছরের পলকই সোনা জিতে নেন। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁর থেকে এক বছরের বড় এশাকে।

    টেনিসে সাফল্য

    শুক্রবার টেনিসে ছেলেদের ডবলসে রুপো পেয়েছে ভারত। ফাইনালে চিনের কাছে হেরে যান রামকুমার রমানাথন এবং সাকেথ মাইনেনি। ৪-৬, ৪-৬ গেমে হেরে যান তাঁরা। টেনিসে মিক্সড ডাবলসে রোহন বোপান্না-রুতুজা ভোসালে জুটি সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। তাই টেনিস থেকে আরও পদক জিতবে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • Asian Games 2023: শ্যুটিংয়ে পরপর পদক ভারতের! সোনা ঐশ্বর্য, কুশল, অখিলের, মেয়েরা জিতল রুপো

    Asian Games 2023: শ্যুটিংয়ে পরপর পদক ভারতের! সোনা ঐশ্বর্য, কুশল, অখিলের, মেয়েরা জিতল রুপো

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে শুক্রবারও দিনের শুরু হল পদক দিয়। শ্যুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। এদিন বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, কুশল স্বপনীল এবং অখিল শিয়োরান। এদিন সকালে হানঝাউ শ্যুটিং রেঞ্জে রুপোর পদক এনেছেন ভারতের তিন মেয়ে। তার রেশ কাটতে না কাটতেই ভারতকে সোনা উপহার দিলেন তিন ছেলে। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিংহ এবং টিএস দিব্যা। 

    শ্যুটিংয়ে সাফল্য

    শ্যুটিং টিম ইভেন্টে এবারের এশিয়াডে ভালো পারফর্ম করছে ভারত। চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে সকালে প্রথম পদক এনে দেন ভারতের মেয়েরা। তার কিছু ক্ষণের মধ্যেই সোনা জেতেন ভারতের ছেলেরা। ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। এশিয়ান গেমসে শ্যুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শ্যুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার। এশিয়ান গেমসের পদক তালিকায় এখন ৫ নম্বরে ভারত। এদিন টেনিসেও রুপো জেতে ভারত।

     ফুটবলে বিদায়

    রোনাল্ডোর সতীর্থের জোড়া গোলে স্বপ্নভঙ্গ সুনীলের, সৌদির কাছে হেরে এশিয়াডে থেকে বিদায় ভারতেরপ্রথমার্ধে লড়াই করে সৌদির আরবের মত শক্তিশালী দলকে আটকে রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে হল না শেষ রক্ষা। ২-০ গোলে হেরে এশিয়ান গেমসের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল ভারতীয় ফুটবল দলকে। ম্যাচে সৌদির হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সতীর্থ খলিল মারান।

    আরও পড়ুুন: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    হকিতে আত্মবিশ্বাসী 

    হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। বৃহস্পতিবার গ্রুপে জাপানকে ৪-১ উড়িয়ে দিল ভারত। আগামী শনিবার তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তার আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস যে বাড়িয়ে দেবে, তা নিশ্চিত। আগের দুটি ম্যাচে ১৬ গোল করে দিয়েছিল ভারত। গত বারের বিজয়ী জাপানের বিরুদ্ধে অতটা দাপট দেখানো না গেলেও, ভারতের জয় নিয়ে কখনওই সন্দেহ ছিল না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ICC World Cup 2023: চোটের জন্য বাদ অক্ষর, বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন অশ্বিন

    ICC World Cup 2023: চোটের জন্য বাদ অক্ষর, বিশ্বকাপ দলে ঢুকে পড়লেন অশ্বিন

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। তার জেরে বিশ্বকাপ দলে (ICC World Cup 2023) ঠাঁই হল না তাঁর। সেই জায়গায় দলে ঢুকলেন ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার সঙ্গে দলে তৃতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিলেন অশ্বিন। জাডেজা ও কুলদীপ বাঁহাতি স্পিনার। অশ্বিনকে নিয়ে ব্যালেন্স করা হল দলে।

    নিজেকে প্রমাণ করেন অশ্বিন

    প্রসঙ্গত, এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামানো হয় তাঁকে। দেড় বছর পর এক দিনের দলে ফিরেই নিজেকে প্রমাণ করেন অশ্বিন। ওই সিরিজে অশ্বিন নিয়েছিলেন চারটি উইকেট। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিনি নিয়েছিলেন তিনটি উইকেট। এর পরেই অশ্বিনকে দলে নেওয়ার দাবি জোরালো হতে থাকে। বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ সহায়ক হবে ব্যাটারদের। তাই প্রয়োজন শক্তিশালী বোলিং টিমের। তা না হলে, ব্যাটিং-বান্ধব পিচে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিকে রোখা মুশকিল হতে পারে। সেক্ষেত্রে অশ্বিন যে রাইট চয়েস, তা বলাই বাহুল্য।

    এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধ ম্যাচের সময় হাতে চোট পান অক্ষর। ব্যাট করার সময় একটি বল এসে তাঁর ডান হাতের ফোরআমে লাগে। তিনি এর ব্যাট করলেও পরে তাঁর ব্যথা বাড়ে। এরপর তিনি আর ফাইনাল ম্যাচে খেলেননি। তাঁর চোট ক্রমশ বেড়ে যাওয়ায় তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেননি। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পান অশ্বিন। আর সুযোগ পেয়েই তিনটে ম্যাচে দাপট দেখান অশ্বিন। তিনি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন।

    আরও পড়ুুন: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    বৃহস্পতিবারই প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচটি খেলতে গুয়াহাটি পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (ICC World Cup 2023)। এদিন রাতে গুয়াহাটি পৌঁছে যাবে ইংল্যান্ডও। 

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈষান কিশন, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
  • ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতে আসতে শরু করে দিয়েছে প্রতিটি দেশ। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে দল নিয়ে শেষ পরীক্ষা নীরিক্ষার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল।  সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো। 

    দলের সঙ্গে অশ্বিন

    অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তা থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর দলে ঢোকার কথা। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। 

    ব্যাটিং প্রসঙ্গে দ্রাবিড়

    সাম্প্রতিক অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, ‘চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। গিল-কোহলি-রোহিতরা ভাল খেলছে। দু-একটা ব্যাতিক্রম। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।”

    আরও পড়ুন: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    কবে কোন খেলা

    ভারত ৩০ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩ অক্টোবর, মঙ্গলবার ভারত নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে কোয়ালিফায়ার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে। মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ৮ অক্টোবর। ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

    তিরুপতিতে গম্ভীর

    ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
  • Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    Shakib Al Hasan: বাংলাদেশে বিবাদ! “টিম ম্যান নয়, তামিম বাচ্চাদের মতো আচরণ করছে”, তোপ শাকিবের

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ লেগে গেল বাংলাদেশ ক্রিকেট দলে। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) দলে সুযোগ না পেয়ে ভিডিও পোস্ট করে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা তাঁকে নীচের দিকে ব্যাট করার প্রস্তাব দেন। যা তাঁর মনঃপুত হয়নি। এই প্রসঙ্গ টেনে অধিনায়ক শাকিব-আল-হাসান (Shakib Al Hasan) কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “তামিম বাচ্চাদের মতো আচরণ করছে। যিনি ওকে এই কথা বলেছেন, তিনি নিশ্চয়ই দলের স্বার্থ ভেবেই বলেছেন। এতে অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। সব ধরনের কন্বিনেশন ঠিক রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োগ করা যেতে পারে।”

    দলের স্বার্থটাই সবার আগে

    তামিমকে পরের দিকে ব্যাট করতে নামার প্রস্তাব প্রসঙ্গে শাকিব বলেন,”এর মধ্যে আমি কোনও ভুল কিছু দেখতে পাইনি। কারণ, দলের স্বার্থটাই সবার আগে। রোহিত শর্মাও তো আগে সাত নম্বরে ব্যাট করত। পরে ওপেনার হিসেবে দশ হাজার রান করেছে। তাই কে কোন পজিশনে ব্যাট করে ক’টা শতরান করেছে, সেটা মুখ্য বিষয় নয়। আসল কথা হল, দল কী চাইছে সেটা দেখতে হবে। তাই তামিমের অভিযোগের কোনও সারবত্তা নেই। ওকে বুঝতে হবে, আমরা দেশের হয়ে খেলছি। ব্যক্তির থেকে দেশের স্বার্থটা বড়।”

    বাংলাদেশ শিবিরে অসন্তোষের মেঘ 

    বুধবার রাতেই ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। তবে তার আগে বিশ্বকাপের (Shakib Al Hasan) চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে ঢাকায় একপ্রস্থ নাটক হয়। বিসিবি চেয়ারম্যানের সঙ্গে প্রথমে দেখা করেন শাকিব। তারপর ডাকা হয় তামিমকে। পরে জানা যায়, বিসিবির প্রস্তাবে পরের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় তামিমকে স্কোয়াডেই রাখা হয়নি। সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কিন্তু তামিম চুপ থাকেনি। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা সামনে আনার চেষ্টা করেন। যার ফলে বাংলাদেশ শিবিরে হঠাৎই অসন্তোষের মেঘ দেখা যাচ্ছে। আসলে বাংলাদেশ শিবির অনেক দিন ধরেই দুই গোষ্ঠীতে বিভাজিত। একদিকে, তামিম ও অন্যদিকে সাকিব। দু’জনের মধ্যে কথা পর্যন্ত হয় না বলে দাবি করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা নিয়ে শাকিব ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বিসিবি সভাপতির এই মন্তব্য করা ঠিক হয়নি। ঘরের কথা কি কেউ বাইরে বলে?’ 

    আরও পড়ুন: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    শাকিবের অবসর প্রসঙ্গ

    তামিমের সঙ্গে লড়াইয়ে আপাতত জিতলেও, শাকিব ভালোই জানেন এভাবে বেশিদিন সংসার করা যাবে না। তাই তিনি বিশ্বকাপ অভিযানের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পূর্বাভাসও দিলেন। এবছরেই হয়তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন শাকিব। আর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ডেট লাইন ফিক্সড করেছেন ২০২৫ পর্যন্ত। তবে বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফর্ম করলে, শাকিবের অবসরের ডেটলাইন এগিয়ে আসবে না, কে-ই বা বলতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    Asian Games: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচলের বাসিন্দা, তাই ভারতের তিন অ্যাথলিটকে ভিসা দেয়নি চিন। তাঁদের সঙ্গেই উশুর অনুশীলন করতেন এশিয়ান গেমসে রুপো জয়ী রোশিবিনা। খেলা শেষে সেই তিন বন্ধু ও পরিবারকে পদক উৎসর্গ করলেন মণিপুরের মেয়ে। ৬০ কেজির ফাইনালে উঠে আগেই ইতিহাস তৈরি করেছিলেন রোশিবিনা। আজ পর্যন্ত উশুতে এর আগে একজনই ফাইনালে উঠেছেন। ২০১০ গুয়াংঝু গেমসে পদক পেয়েছিলেন ওয়াংখেম সন্ধ্যারানি দেবী। রোশিবিনার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    উশু নিয়ে বিতর্ক

    এশিয়ান গেমস শুরুর আগে থেকেই ভারতের উশু নিয়ে বিতর্ক তুঙ্গে। অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে ভিসা না দেওয়া নিয়ে ভারত-চিনের কূটনৈতিক লড়াই অনেক দূর গড়িয়েছে। সেই উশুতেই রুপো জিতে দেশকে গর্বিত করলেন নাওরেম রোশিবিনা দেবী। এশিয়ান গেমসে তিনি এসেছিলেন অনুশীলনের সঙ্গীকে ছাড়াই। অনুশীলনে রোশিবিনার সঙ্গী হলেন ওনিলু তেগা। তাঁরও এশিয়াডে যাওয়ার কথা ছিল। কিন্তু অরুণাচলের বাসিন্দা হওয়ায় তাঁকে ভিসা দেয়নি চিন। সেই প্রসঙ্গে রোশিবিনা বলেছেন, “যে তিন বন্ধুকে এখানে পেলাম না, তাদের জন্যে এই পদক উৎসর্গ করছি। আমি সব সময় ওনিলুর সঙ্গে থাকি। একসঙ্গে অনুশীলন করি। আমরা খুব ভাল বন্ধু। এ ধরনের বড় প্রতিযোগিতায় পাশে পরিচিত কাউকে পেলে ভাল লাগে।”

     সপ্তাহে একদিন বাড়িতে কথা হয়

    ছোট থেকে জ্যাকি চ্যানের সিনেমা দেখে বড় হয়েছেন রোশিবিনা। চিনের মার্শাল আর্টে প্রথাগত ‘পাম হোল্ড ফিস্ট স্যালুট’ তাঁর খুব প্রিয়। তিনি বলেছেন, “আমার প্রথম থেকেই ওই স্যালুট খুব ভাল লাগে। তাই উশু ছাড়া আর কোনও খেলাকে বেছে নিতাম বলে মনে হয় না।” 

    মণিপুরের বিষ্ণুপুর জেলার কাওয়াফাই মায়াই লেইকেই গ্রামে বাড়ি রোশিবিনার। রাজধানী ইম্ফল থেকে গাড়িতে ঘণ্টা খানেকের দূরত্ব। মণিপুরে হিংসার জেরে মে মাস থেকে বাড়ি ফেরেননি রোশিবিনা। এমনকি অনুশীলনে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পরিবারের লোকেদের সঙ্গে তাঁর কথা বলাও নিষেধ ছিল। শুধুমাত্র রবিবার হলে বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পান রোশিবিনা।

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    কষ্টের জীবনে উশুতে সাফল্যই তাঁর পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সেটা জানেন তিনি। তাই পদক জয়ের লক্ষ্য নিয়েই চিনে পা রেখেছিলেন। দেশের জন্য পদক জিতে কান্নায় ভেঙে পড়েন মণিপুরের ক্রীড়াবিদ। পরিবারের সঙ্গেও কথা হয় রোশিবিনার। খেলা শেষে তিনি বলেন, ‘‘সোনা জিততে পারলাম না বলে খারাপ লাগছে। আরও পরিশ্রম করব। সোনা জিতে তার পর ছাড়ব।’’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ৭ বছর পর ভারতে পাক ক্রিকেট দল! বিশ্বকাপে বাবরদের ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু টালবাহানর পর অবশেষে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে ভারতে পৌঁছল পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। দুবাই থেকে বিশেষ বিমানে বাবর আজমরা বুধবার হায়দরাবাদে নামেন। সেখানেই তাঁরা খেলবেন দু’টি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তারপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। বাবরদের নিরাপত্তায় ৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানা গিয়েছে, হায়দরাবাদের হোটেল পার্ক হায়াতে পাকিস্তান ক্রিকেট দলকে রাখা হয়েছে। 

    শেষ কবে ভারতে

    এর আগে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। সাত বছর পর পাক দলের ভারতে আসা নিয়ে কম নাটক হয়নি। প্রথম থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)  নানা অছিলায় বিসিসিআই (BCCI) এবং ভারত সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল। যদিও তা ধোপে টেকেনি। পাকিস্তান অভিযোগ করছিল, অন্য দেশ ভিসা পেলেও পাক দলের ক্ষেত্রে অহেতুক গড়িমসি করছে ভারত (India) সরকার। এই ব্যাপারে তারা আইসিসি’র হস্তক্ষেপও দাবি করে। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় বাবরদের ভিসা মঞ্জুর হয়। তবে পাকিস্তানের আরও অভিযোগ, ভারতে আসার আগে দুবাইয়ে কয়েকদিন প্রস্তুতি শিবির করার পরিকল্পনা ছিল তাদের। ভিসা সমস্যার কারণে তা ভেস্তে যায়।

    অভিযোগ করা অভ্যাস

    এদিকে, বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানান, ‘নিয়ম মেনে সঠিক সময়েই ভিসা মঞ্জুর করা হয়েছে। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানকেও ভিসা দেওয়া হয়েছে একই দিনে। তাই পিসিবি কর্তারা যে অভিযোগ করছেন, তা সঠিক নয়। অভিযোগ করা ওঁদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’ ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে ভারতে এস পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া।

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    ভারত-পাক মহারণ

    এশিয়া কাপের ব্যর্থতার পর পাকিস্তান বেশ চাপে। তবুও বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। পাকিস্তান নামবে পরের দিন। প্রতিপক্ষ নেদারল্যান্ড। বাবরদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ অক্টোবর। যাদের কাছে হেরে এশিয়া কাপ থেকে  ছিটকে যেতে হয়েছিল রিজওয়ানদের। তবে যে ম্যাচের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার, সেই ভারত-পাক (India vs Pakistan) মহারণ হবে ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে দারুণ উন্মাদনা রয়েছে। লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ পাবেন। মাঠে থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games 2023: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    Asian Games 2023: লক্ষ্যভেদ! শ্যুটারদের হাত ধরে এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সাফল্য। বৃহস্পতিবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তাঁদের স্কোর মোট ১৭৩৪ পয়েন্ট। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে।

    উশুতে পদক 

    পঞ্চম দিন সকালে ভারতকে এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে রুপো এনে দিলেন মণিপুরের অ্যাথলিট রোশিবিনা দেবী। এবারের এশিয়াডে উশু (Wushu) থেকে ভারতের এটি প্রথম পদক জয়। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উশুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী। এ বার হানঝাউতে তিনি পদকের রং বদলে ফেললেন।


    #Cheer4India#JeetegaBharatpic.twitter.com/cBkmJigM5B— SAI Media (@Media_SAI) September 28, 2023

    এশিয়ান গেমসে যাওয়ার আগে থেকেই উশু প্লেয়াররা আলোচনায়। অরুণাচলের তিন অ্যাথলিটকে ভিসা দেয়নি চিন। তাতে যে টিমের মনোবলে ধাক্কা লেগেছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু হানঝাউ গেমসে নেমে সে সব ভুলে পদকে ফোকাস করেছিলেন অ্যাথলিটরা। তারই ফসল রোশিবিনার রুপো।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share