Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    Neeraj Chopra: লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: নীরজই সেরা! যাঁরা ভেবেছিলেন চোটের কারণে ছেলেটা হয়তো হারিয়ে যাবেন, তাঁরা ভুল প্রমাণিত হলেন। শুক্রবার লুসানে ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৭.৬৬ মিটার দূরে বর্শা ছুড়ে সোনা জিতলেন তিনি।

    সোনার ছেলে নীরজ

    মরশুম শুরু করেছিলেন একইভাবে। দোহা ডায়মন্ড লিগেও জিতেছিলেন সোনা। কিন্তু তারপর চোট সমস্যা ভোগাতে শুরু করে নীরজকে (Neeraj Chopra)। যে কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন কমনওয়েলথ গেমসে। নামতে পারেননি আরও বেশ কয়েকটি প্রতিযোগিতায়। প্রশ্ন উঠছিল, তাহলে কি নীরজের দৌড় শেষ। না, লক্ষ্যে অবিচল সোনার ছেলে। এখনও বহু স্বপ্ন তিনি সযত্নে লালিত পালিত করে চলেছেন। তাঁর টাগের্ট ৯০ মিটার দূরে বর্শা ছোড়া। এভাবে এগোলে একদিন নীরজের লক্ষ্য পূরণ হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

    বুদাপেস্টই লক্ষ্য নীরজের

    ২৫ বছরের নীরজ বলেন, ‘চোট সারিয়ে এভাবে ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা। এটা বুঝতে পারছি যে, আমি আগের থেকে সুস্থ। নিজের সেরাটা দিতে পারিনি। তবে এই সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়াবে।’ ৮৭.৬৬ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতার পর নীরজ আরও বলেন, ‘আমি আবার অনুশীলনে ফিরে যাব। অনেক কিছু ঠিক করতে হবে। সেগুলো করলে আরও শক্তিশালী হয়ে ফিরব। লুসেনে আগেও ভাল ফল করেছি। গত বছরও এখানে জিতেছিলাম। আশা করছি আগামী বছরেও এই সাফল্য বজায় রাখতে পারব। এখন লক্ষ্য বুদাপেস্ট। আমার কাছে ওটাই আপাতত বড় চ্যালেঞ্জ।”

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    নীরজ চোট সারিয়ে ফিরলেও তিনি যে একটু অস্বস্তি বোধ করছেন তা বোঝা যাচ্ছিল। সাধারণত নীরজের প্রথম থ্রোটাই সব থেকে দূরে হয়। কিন্তু এ দিন তাঁর প্রথম থ্রো বাতিল হয়। দ্বিতীয় এবং তৃতীয় থ্রো সঠিক হলেও সেগুলি ছিল ৮৩.৫২ এবং ৮৫.০৪ মিটার। কিন্তু চতুর্থ থ্রো-টিও তাঁর বাতিল হয়। পঞ্চম থ্রো-টি ছিল ৮৭.৬৬ মিটার। যা জয় এনে দেয় নীরজকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতি ঠেকাতে দেশের সব পঞ্চায়েতে (Digital Panchayat) এই স্বাধীনতা দিবস থেকে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হল। পঞ্চায়েতগুলিতে ডিজিটাল লেনদেন চালু করতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল পঞ্চায়েত মন্ত্রক। কেন্দ্রের যুক্তি, এই নয়া পদ্ধতি আর্থিক স্বচ্ছতা আনবে। আর্থিক অনিয়ম নিয়ে গ্রামবাসীদেরও কোনও অভিযোগ থাকবে না। এই মর্মে দেশের সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 

    পঞ্চায়েতে ইউপিআই লেনদেন

    চলতি বছরের ১৫ই অগস্টের পর থেকে, উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েত (Digital Panchayat) স্তরের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন), এই বৈঠক করতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। ইউপিআই লেনদেনে সক্ষম হওয়ার পর, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট রাজ্যের সাংসদ বা বিধায়কদের উপস্থিতিতে, সেই পঞ্চায়েতগুলিকে ডিজিটাল লেনদেনে সক্ষম বলে ঘোষণা করা উচিত বলে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক।

    দুর্নীতি দমন করবে ডিজিটাল লেনদেন

    রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মন্ত্রকের তরফে লেখা একটি চিঠিতে বলা হয়েছে যে, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত (Digital Panchayat) ইতিমধ্যেই ইউপিআই ভিত্তিক আর্থিক লেনদেন শুরু করেছে। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের (PMFS) মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পঞ্চায়েতগুলি থেকে ডিজিটালভাবে টাকার লেনদেন করা হবে। চেক ও নগদ অর্থ প্রদান প্রায় বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব, সুনীল কুমার জানিয়েছেন,“পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার অর্থপ্রদান করা হয়েছে। পঞ্চায়েতগুলিতে অর্থপ্রদান এখন ডিজিটাল পদ্ধতিতেই করা হচ্ছে। চেক এবং নগদে অর্থপ্রদান প্রায় বন্ধই হয়ে গিয়েছে। এখন প্রায় সব পঞ্চায়েতেই ডিজিটাল পেমেন্ট শুরু হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত কভার করে ফেলেছি।”

    আরও পড়ুুন: বাদল অধিবেশনেই সংসদে পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল! ভাবনা মোদি সরকারের

    পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলের দাবি, ডিজিটাল লেনদেন দুর্নীতি দমনে সাহায্য করবে। তিনি বলেছেন, “বেশিরভাগ পঞ্চায়েত এখন ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে। এটি দুর্নীতি রোধে সাহায্য করবে। পরিকল্পনা থেকে অর্থপ্রদান, সবকিছুই আজকাল ডিজিটালভাবে করা হচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়াসূচি প্রকাশ হতেই টিকিটের খোঁজখবর শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের মোট দশটি ভেন্যুতে হবে ৪৮টি ম্যাচ। আগামী ৫ অক্টোবর আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত নামবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষও অস্ট্রেলিয়া। 

    ভারত-পাকিস্তান মহারণ

    এক একটি দল খেলবে ন’টি করে ম্যাচ। তবে সবারই আগ্রহ ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ঘিরে। যা হবে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাইশগজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব (ODI World Cup 2023)। বাড়ছে টিকিটের চাহিদাও। তবে ঠিক কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে বা কত কত দামের টিকিট থাকবে, সে ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে বিসিসিআই (BCCI) সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহেই অন লাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। তবে এক সঙ্গে সব ভেন্যুর টিকিট যেমন পাওয়া যাবে না, তেমনি ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ধার্য হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। আইসিসির নিজস্ব ওয়েবসাইট থেকে যেমন টিকিট বুক করা যাবে, তেমনি ব্যবহার করা হবে অন্য প্ল্যাটফর্মও।

    সাজছে ইডেন

    কলকতায় হবে বিশ্বকাপের (ODI World Cup 2023) পাঁচটি ম্যাচ। তার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ গ্রুপ লিগের লড়াইও। একটি সেমি-ফাইনালও হবে ইডেনে। তাছাড়া পাকিস্তান, বাংলাদেশও খেলবে কলকাতায়। তাই উৎসবের মরশুমে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনছে বিশ্বকাপ। ইডেনে চলছে সংস্কারের কাজ। রংয়ের নতুন পোচ পড়ছে ড্রেসিংরুমে। সেজে উঠছে ক্লাব হাউস। নতুন মোড়কে কোহলি, রোহিতদের স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, সাধারণের কথা মাথায় রেখে টিকিটের দাম করা হবে। সেই মতোই প্রস্তুতি চলছে সিএবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় ক্রকেটের নিয়ামক সংস্থা। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সূত্রের খবর, ইডেনে বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে টিকিটের দাম ৭৫০, ১২০০, ২০০০ টাকা হতে পারে। বেশি দামেরও টিকিট থাকবে। সেক্ষেত্রে পাওয়া যাবে অন্য সুবিধাও। তবে সবার আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের চাহিদা যে সবচেয়ে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শকাসন। তাই অনেকে মাঠে বসে খেলা দেখতে পাবেন। ফাইনালও হবে আমেদাবাদেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    ODI World Cup 2023: বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান! বাবররা ভারতে না এলে কী হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চতুর্থবার বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর ভারতে বসতে চলেছে। তবে এই প্রথমবার তারা এককভাবে এই টুর্নামেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ভারত। তবে, এ দেশে খেলতে আসতে আপত্তি রয়েছে পাকিস্তানের। তিনটি ম্যাচের কেন্দ্র নিয়ে আইসিসির কাছে তারা যে আবেদন করেছিল তা মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। তাই বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাক সরকার অনুমতি না দিলে ভারতে আসবেন না বাবর আজমরা।

    পাকিস্তান না এলে

    আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্বজয়ের (ODI World Cup 2023) যুদ্ধ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আইসিসি (ICC) সূত্রে খবর, যদি শেষপর্যন্ত পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও একটি দল মূল পর্বে খেলবে। এমনিতেই যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পাকিস্তান না খেললে পয়েন্ট তালিকায় থাকা তৃতীয় দলও বিশ্বকাপে খেলবে। সে ক্ষেত্রে পাকিস্তানের সূচিই নতুন দলের সূচি হিসাবে ধরা হবে। অর্থাৎ, পাকিস্তানের যে দিন যার বিরুদ্ধে খেলার কথা, সে দিন তার বিরুদ্ধে খেলবে সেই নতুন দল।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সুযোগ পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ

    বিশ্বকাপের (ODI World Cup 2023) যোগ্যতা অর্জনকারী পর্বের দিকে চোখ রাখলে দেখা যাবে, এই টুর্নামেন্টর দুই ফাইনালিস্ট বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের জন্য় ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং ওমান। আপাতত যা পরিস্থিতি, তাতে ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আদৌ আসন্ন টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ গ্রুপ পর্বে তারা ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরে গিয়েছে। আর শূন্য পয়েন্ট নিয়ে তারা সুপার সিক্স পর্বে উঠেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। পাশাপাশি স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের হাতে ২ পয়েন্ট করে রয়েছে। তবে পাকিস্তান না খেললে একটা সুযোগ আসতে পারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Saff Cup 2023: ফের ভারতের সামনে লেবানন! সাফ কাপের শেষ চারে বাংলাদেশ বনাম কুয়েত 

    Saff Cup 2023: ফের ভারতের সামনে লেবানন! সাফ কাপের শেষ চারে বাংলাদেশ বনাম কুয়েত 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্মহাদেশীয় কাপের ফাইনালে লেবাননকে হারিয়েছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। সাফ কাপের ফাইনালে (Saff Cup 2023) উঠতে হলে শনিবার সেই লেবাননকেই হারাতে হবে সুনীলদের। ফের আন্তর্মহাদেশীয় কাপের রি-প্লেই দেখতে চায় ভারতের ফুটবল প্রেমীরা। তবে দুরন্ত ছন্দে রয়েছে লেবানন। অপর সেমিফাইনালের কুয়েতের মুখোমুখি বাংলাদেশ। 

    ফাইনালই লক্ষ্য সুনীলদের

    সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লেবানন। ২৪ মিনিটে কার্লিং ফ্রি-কিক দিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন অধিনায়ক হাসান মাতুক। চার দলের গ্রুপে কোনো ম্যাচ না হারার রেকর্ড নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে লেবানন। ভারতের গ্রুপে শীর্ষে শেষ করেছে কুয়েত। ভারত ও কুয়েতের পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও বেশি গোল দেওয়ায় উপরে রয়েছে কুয়েত। তাই ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে লেবানন। 

    ভারত অধিনায়ক সুনীল বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য কোনও ম্যাচে গোল না খাওয়া। সে ভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু কুয়েতের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছে। তাই এই ড্র আমাদের কাছে হারের সমান। তাই দলের সবার মন কিছুটা খারাপ।’’ ২০২৩ সালে ন’টি ম্যাচ খেলেছে ভারত। সব ক’টিই জিতেছেন সুনীলরা। দেশের মাটিতে প্রায় চার বছর ধরে হারেনি ভারত। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওমানের কাছে শেষ বার হেরেছিলেন সুনীলরা। সেই ধারা বয়ে নিয়ে যেতে চান ভারত অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘আমাদের কাছে ট্রফি জেতা আসল। তার জন্য ম্যাচ জিততে হবে। ব্যক্তিগত নজির সেখানে গুরুত্বপূর্ণ নয়। দলে অনেক ভাল ফুটবলার আছে। তারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনালে

    অন্যদিকে, ২০০৯ সালের পর ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের (Saff Cup 2023) সেমিফাইনালে রয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তাঁদের বিপক্ষে রয়েছে কুয়েত। বাংলাদেশ ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ১ জুলাই বেঙ্গালুরুতে বাংলাদেশ বনাম কুয়েতের ম্যাচ হবে দুপুর সাড়ে তিনটেয় এবং ভারত বনাম লেবাননের ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ!  ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) গ্রুপ পর্বে ন’টি শহরে ন’টি ম্যাচ খেলবে ভারত (Team India)। প্রিয় দলের খেলা দেখতে, বিরাট-রোহিতদের হয়ে গলা ফাটাতে পারবেন দেশের সব প্রান্তের মানুষই। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে। সেটাও ৩৪ দিনের মধ্যে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ৪২ দিনে ১১টি ম্যাচে ৯,৭০০ কিলোমিটার ঘুরতে হবে কোহলিদের।

    কোথায় কোথায় খেলবে ভারত

    ভারতীয় দলের (ODI World Cup 2023) অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১,৭৬১ কিলোমিটার। পরের ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হবে কোহলিদের। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিলোমিটার। এই ভাবে পরের ম্যাচগুলির জন্য আমেদাবাদ থেকে পুণে (৫১৬ কিলোমিটার), পুণে থেকে ধর্মশালা (১,৯৩৬ কিলোমিটার), ধর্মশালা থেকে লখনউ (৭৮৪ কিলোমিটার), লখনউ থেকে মুম্বই (১,১৯০ কিলোমিটার), মুম্বই থেকে কলকাতা (১,৬৫২ কিলোমিটার) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১,৫৪৪ কিলোমিটার) যেতে হবে রোহিত, কোহলিদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্র্যাভেল করতে হবে ভারতীয় দলকেই।

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    দেশের সেরা তারকাদের দেখার আশা

    বিসিসিআই সূত্রে খবর, ভারতের ম্যাচ পাওয়ার আবেদন করেছিল সব রাজ্য সংস্থা। তাই কোনও কেন্দ্রেই একটির বেশি খেলা দেওয়া হয়নি। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটা রাজ্য সংস্থা ভারতের ম্যাচ আয়োজন করতে চেয়ে অনুরোধ করেছিল। সবাই দেশের সেরা তারকাদের দেখতে চায়। সেই কারণেই প্রতিটা মাঠে আলাদা আলাদা ম্যাচ রাখা হয়েছে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল। আশা করছি ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না।’’বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    ICC World Cup 2023: ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে ম্যাচ ইডেনে! জাগছে আশা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট হোক বা ফুটবল অথবা হকি— ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। এক আলাদা অনুভূতি। এক আলাদা শিহরণ। সব শহরই চায় এই রুদ্ধশ্বাস পরিবেশের সাক্ষী হতে। তবে, সবার ভাগ্যে শিকে ছেঁড়ে না। বুধবারই প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা (আইসিসি) প্রকাশিত সূচি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাই-ভোল্টেজ গ্রুপ পর্যায়ের ম্যাচ হতে চলেছে লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট দেশের বৃহত্তম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচের একটি হবে মুম্বই এবং দ্বিতীয়টি কলকাতায়। 

    এবারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজক দেশ ভারত। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ যদি শেষ চারে ওঠে, তাহলে তারা সেমিফাইনাল কোন মাঠে খেলবে, সেটা পছন্দ করতে পারে। এই সুবিধা হোস্ট নেশনকে দেওয়া হয়ে থাকে। বিসিসিআই সূত্রে খবর, টিম ইন্ডিয়া শেষ চারে উঠলে, মুম্বইতে খেলা পড়বে রোহিত-ব্রিগেডের। টিম ইন্ডিয়ার তেমনটাই পছন্দ। মেন ইন ব্লু-রা চাইছে দল সেমিফাইনালে উঠলে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলতে। বোর্ডের তরফে তেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। তাতে সম্মতও হয়েছে আইসিসি।

    এক শর্তেই সরতে পারে রোহিতদের ম্যাচ 

    তবে, এর মধ্যেও একটা ব্যতিক্রম রয়েছে। কী সেই ব্যতিক্রম? কী সেই শর্ত? জানা যাচ্ছে, সেমিফাইনালে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, তাহলে একমাত্র তখনই এই ম্যাচ মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় হতে পারে। কিন্তু, ভারত তো জানিয়ে দিয়েছে তারা মুম্বইতে খেলবে! এখানেই আসছে শর্ত! বিশ্বকাপে (ICC World Cup 2023) তাদের ভেন্যু নিয়ে একাধিক বদলের সুপারিশ করেছিল পাকিস্তান। একটি বাদে সবকটিই খারিজ করেছে আইসিসি ও বিসিসিআই। ওই একটি শর্ত হল, পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা মুম্বইতে খেলবে না। যা মেনে নিয়েছে ভারতীয় বোর্ডও। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, মুম্বইতে ভারত-পাকিস্তান ম্যাচ করার ঝুঁকি নিতে চায় না বোর্ড। এর প্রধান কারণ হল নিরাপত্তা। 

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    কী বলছে ভারতীয় বোর্ড?

    বোর্ড কর্তার মতে, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে আরব সাগরের পাড়ে ভারত-পাকিস্তান ম্যাচ হলেই সমস্যার মুখে পড়েছে বোর্ড। বিভিন্ন রাজনৈতিক দলের হুমকি, বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ১৯৯১ সালে ভারত-পাক ম্যাচের আগে খুঁড়ে দেওয়া হয়েছিল ওয়াংখেড়ের পিচ! তাই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বইয়ে আয়োজন করার দিকে ঝুঁকবে না বিসিসিআই। সেক্ষেত্রে, যদি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) সেমিফাইনাল ম্যাচ হয় তাহলে ইডেন গার্ডেন্সে খেলা হতে পারে। 

    এখন সেই আশায় বুক বাঁধছে তিলোত্তমা!

  • ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথায় হাত বাঙালির! ঠাকুর দেখবেন না খেলা বুঝেই উঠতে পারছেন না! নতুন জামা না নতুন জার্সি? বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভাব্য সূচি ঘোষণা হওয়ার পরে সেটাই বড় প্রশ্ন। সারা বছর দুর্গাপুজোর চারদিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কিন্তু এবার সেই উৎসবের দিনেই ক্রিকেটের মহাযুদ্ধ। মহালয়া ১৪ অক্টোবর। আর বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৫ অক্টোবর থেকে। 

    কলকাতায় কবে খেলা

    কলকাতায় বিশ্বকাপের খেলা রয়েছে ২৮ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ১, ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তান, ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল। অর্থাৎ, দুর্গা পুজো থেকে ভাই ফোঁটা— উৎসবের গোটা মরসুম জুড়েই হবে বিশ্বকাপের খেলাগুলি। বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি কর্তারা। তাঁদের আশা,পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে। কলকাতা পুলিশের সহযোগিতা পেতে কোনও সমস্যা হবে না। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা গঙ্গাসাগর মেলার সময়ও ইডেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। আশা করছি পুজোর মরসুমেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না।’’

    পুজোর দিনে কোন কোন ম্যাচ 

    অক্টোবর-নভেম্বর মাসটা গোটা দেশজুড়ে চলে উৎসব। এই উৎসবের মরশুমে মানুষ কতটা বিশ্বকাপমুখী হবে সেটা সময় বলবে। তবে, বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচিতে গ্রুপস্তরের মধ্যে কোনও ফাঁক নেই। দুর্গাপুজো নির্ঘণ্ট আর বিশ্বকাপের দিনের মধ্যে মিল আছে অনেক। সবথেকে বড় দিন হচ্ছে অষ্টমী। কারণ এই দিনে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর কালীপুজোর দিন রয়েছে কলকাতায় ম্যাচ। খেলা হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।

    আরও পড়ুন: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ১৪ অক্টোবর মহালয়া- ইংল্যান্ড বনাম আফগানিস্তান, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
    ২০ অক্টোবর মহাষষ্ঠী- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
    ২১ অক্টোবর মহাসপ্তমী- মুখোমুখি হবে কোয়ালিফাই করা দুই দল (নাম জানা যাবে ৯ জুলাইয়ের পর)
    ২২ অক্টোবর মহাষ্টমী- ভারত বনাম নিউজিল্যান্ড
    ২৩ অক্টোবর মহানবমী- পাকিস্তান বনাম আফগানিস্তান
    ২৪ অক্টোবর বিজয়া দশমী- দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
    ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো- প্রথম কোয়ালিফায়ার দল ও বাংলাদেশ, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
    ১২ নভেম্বর কালীপুজো- ইংল্যান্ড বনাম পাকিস্তান (ম্যাচ হবে ইডেনে), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ঢাকে কাঠি। আর ঠিক ১০০ দিন বাকি। ঘোষিত হয়ে গেল এক দিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) সূচি। সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্ব পেয়েছে আমেদাবাদ। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড। ফাইনাল হবে ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    আয়োজক হিসেবে ভারত ছাড়াও, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।

    কলকাতায় ৫টি ম্যাচ

    শেষবেলায় বাজিমাত করেছে কলকাতা।  ২০২৩ সালের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। গ্রুপ লিগে ভারতের একটি ম্যাচ হবে কলকাতায়। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলা হবে ইডেনে। উল্লেখ্য, কলকাতাতেই অধিকাংশ ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের একটি ম্যাচও হবে ইডেনে।

    কলকাতায় যে যে ম্যাচ

    ১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)। 

    ২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)। 

    ৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)। 

    ৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

    ৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

    আরও পড়ুন: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    ভারতের ম্যাচগুলো

    ভারত-অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

    ভারত-আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

    ভারত-পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ

    ভারত-বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে

    ভারত-নিউ জিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

    ভারত-ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

    ভারত-কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

    ভারত-দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

    ভারত-কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhulan Goswami: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    Jhulan Goswami: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও অতি পরিচিত নাম ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে এবার বিশেষ ভূমিকা নেবেন ভারতের এই প্রাক্তন পেসার। এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটিতে এলেন তিনজন প্রাক্তন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী, ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইট। 

    নয়া দায়িত্বে ঝুলন

    এমসিসি অর্থাৎ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের তরফে তাদের ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই কমিটিতেই জায়গা পেয়েছেন ক্রিকেট সমর্থকদের আদরের বাংলার মেয়ে ‘চাকদা এক্সপ্রেস’। বিশ্বে ক্রিকেটের আইন প্রনয়ন এবং পরিবর্তনের দায়িত্বে রয়েছে এমসিসি। তাদের পরামর্শেই এই বিষয়ে কাজ করে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে এবার ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতের এই প্রাক্তন মহিলা পেসার (Jhulan Goswami)। লর্ডসে এমসিসি-র মিটিংয়ের আগে ক্রিকেট কমিটিতে তিনজনের সংযুক্তির বিষয়ে ঘোষণা হয়। এমসিসি-র এই কমিটিতে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা থাকেন। 

    আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

    মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাংলার এই পেসার। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন (Jhulan Goswami)। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে ১২টি টেস্টে ৪৪টি উইকেট এবং ২৭২টি সীমিত ওভারের ম্যাচে ৩১১টি উইকেট রয়েছে ঝুলনের। গত এপ্রিলে এমসিসি ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল। এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিংয়ের একটি বিবৃতিতে তিন প্রাক্তন তারকার এমসিসি  ক্রিকেট কমিটিতে মনোনীত হওয়ার কথা জানানো হয়েছে। তিনি বলেছেন, ‘‘ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share