Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তবুও খিদে বিন্দুমাত্র কমেনি বিরাট কোহলিদের। সেটা দেখা গেলো শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। টিম ইন্ডিয়া শুধু জিতল না, গড়লো একাধিক রেকর্ড। বিরাট কোহলির অপারাজিত ১৬৬ এবং শুভমন গিলের ১১৬ রানের সুবাদে ভারত প্রথমে বাট করে তোলে ৫ উইকেটে ৩৯০ রান। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া ৩১৭ রানে ম্যাচ যেতে। যা একদিনের ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়।

    সবচেয়ে বড় জয়

    টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। এমনকি ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচেও। গ্রিনফিল্ডে অসহায় আত্মসমর্পণ। মহম্মদ সিরাজ এই ম্যাচে ঝড় তুললেন। ৩৯১ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন সিরাজ। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। হারের ব্য়বধান কতটা কমানো যায়, নজর ছিল সেদিকেই। ২০ ওভার ব্য়াট করাই দায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ইনিংস শেষ ৭৩ রানেই। ভারত জিতল ৩১৭ রানের ব্য়বধানে। নতুন রেকর্ড ভারতের দখলে। সিরাজ ৪ উইকেট এবং কুলদীপ ও সামি ২টি করে উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ১৪ বছর পর রোহিত শর্মার দলের হাতে কিউয়িদের সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে ভারতের একদিনের ম্যাচে সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৭ সালে স্পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত জিতেছিল ২৫৭ রানে।  এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ডের দিনে তিনি দলের কোচের ভূমিকায়। কাকতালীয়ভাবে তিনি দুটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে গেলেন। 

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    বিরাট-রেকর্ড

    বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় উঠে এলেন পঞ্চম স্থানে। তিনি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। শুধু তাই নয় একদিনের ক্রিকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন কোহলি। এখন তাঁর সামনে শুধুই শচীন তেন্ডুলকার। যিনি ৮৪টি ম্যাচে করেছেন ৩১১৩ রান। সেখানে কোহলি ২৩৮৭ করেছেন ৫০টি ম্যাচে। ধোনির ৬৭টি ম্যাচে ২৩৮৩ রান। একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এখন কোহলির ঝুলিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করলেন ঘরের মাঠে ৯টি শতরান। যার মধ্যে এই সিরিজেই দুটি। প্রথম ম্যাচে গুয়াহাটিতে এবং রবিবার তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় দলের ওপেনার শুভমন গিলও দারুন ফর্মে। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার রেকর্ড জয়ে। এক দিনের ক্রিকেটে প্রথম কুড়িটি ইনিংসে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    Womens IPL: প্রায় ১০০০ কোটিতে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস! কারা পেল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই শুরু হবে ভারতীয় মহিলাদের প্রথম আইপিএল। ২০২৩ সালের মার্চ মাসে হতে পারে মেয়েদের আইপিএল। ফলে আইপিএলের জন্য আয়োজনের প্রস্তুতিও তুঙ্গে। প্রস্তুতি পর্বের পাশাপাশি এবারে মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্সের ভায়াকম ১৮ পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই চুক্তি। এই বেসরকারি সংস্থাটির মিডিয়া রাইটস অর্জন করার কথা সোমবার ট্যুইটারে জানান বিসিসিআই সচিব জয় শাহ।

    মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব গেল আম্বানিদের হাতে

    মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে ভায়াকমের সঙ্গে ছিল ডিজনি স্টার, সোনি ও জি। মিডিয়া রাইটস কেনার জন্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে সংস্থাগুলোর মধ্যে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে ভায়াকম ১৮। টেলিভিশন ও ডিজিটাল দুটি স্বত্বই কিনেছে তারা। মোট ৯৫১ কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম। অর্থাৎ ম্যাচপিছু ৭.০৯ কোটি টাকায় বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ব।

    সোমবার জয় শাহ ট্যুইট করে লিখেছেন, “শুভেচ্ছা জানাই ভায়াকম ১৮-কে মহিলা আইপিএল-এর মিডিয়া রাইটস পাওয়ার জন্য। বিসিসিআই এবং বিসিসিআই মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকার বিনিয়মে এই রাইটস অর্জন করেছে ভায়াকম যার ফলে প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি টাকা। এটা বিরাট ব্যাপার মহিলা ক্রিকেটের জন্য।”

    কবে হবে মহিলা আইপিএল?

    সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মোট ২২ টি ম্যাচ হবে। মহিলাদের আইপিএল বাণিজ্যিক ভাবে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না ক্রিকেট কর্তারা। ২৫ জানুয়ারি বিসিসিআই মহিলা আইপিএলের পাঁচটি দলের নাম ঘোষণা করবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী মহিলা আইপিএলে মোট ছ’টি দল থাকবে। পুরুষ আইপিএলের মতই শহরভিত্তিক দল হবে। সেজন্য প্রাথমিকভাবে ১০ টি শহর কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ, ধর্মশালা, গুয়াহাটি, ইন্দোর এবং লখনউ বেছে নেওয়া হয়েছে।বিসিসিআই সূত্রে খবর, মহিলাদের আইপিএলের নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যেই নিলাম নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    নিলামের জন্য কত বেসপ্রাইজ?

    রিপোর্ট অনুযায়ী, যে খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলেছেন বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাঁরা বেস প্রাইজ হিসেবে ৩০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ টাকা বেছে নিতে পারেন। যাঁরা আনক্যাপড খেলোয়াড়, তাঁদের হাতে দুটি সুযোগ থাকবে – ১০ লাখ টাকা এবং ২০ লাখ টাকা।

  • Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    Messi Ronaldo: মেসি ও রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে! জানেন কী করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটা সোনার টিকিট কাটলে মেসি-রোনাল্ডোর সঙ্গে একফ্রেমে ছবি তুলতে পারবেন। অনেকটা ট্র্যাভেল প্যাকেজের মতো। সেই টিকিটের নিলাম চলছে সৌদি আরবে। সৌদির এক ব্যবসায়ী ওই টিকিটের জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি, বলে খবর। ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ। তিনি সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির মুখ্য কর্তা। 

    মেসি-রোনাল্ডোর সঙ্গে ছবি

    সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রদর্শনী ম্যাচের একটি টিকিট কাটলে শুধু সবচেয়ে ভাল জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাওয়া যাবে। শুধু তা-ই নয়, সাজঘরে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। ওই টিকিটেরই নিলাম চলছে। ১৯ জানুয়ারি প্যারিস সঁ জরমঁ (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। কিন্তু ইতিমধ্যেই ২০ লক্ষ লোক টিকিট চেয়ে আবেদন করেছেন। সৌদির আয়োজকদের নাজেহাল অবস্থা। কারা টিকিট পাবেন, সেটা বাছতেই হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালের ডিসেম্বরে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তার পর আর সাক্ষাৎ হয়নি সিআর সেভেন ও মেসির। রিয়াধে ১৯ জানুয়ারি যদি রোনাল্ডো-মেসির দ্বৈরথ হয়, তা হলে এই দুই মহাতারকাই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    আল হিলালে-মেসি!

    এরই মধ্যে খবর, সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসেরে (Al Nassar) রোনাল্ডো যোগ দেওয়ার পরই তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল (Al Hilal) দলে চাইছে মেসিকে। শোনা যাচ্ছে রেকর্ড অর্থে লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নিতে চাইছে এই ক্লাব। দরাদরি করতে ইতিমধ্যেই নাকি রিয়াধে পৌঁছে গিয়েছেন মেসির বাবা জর্জ মেসি (George Messi)। যদিও আল হিলালের তরফ থেকে এখনও এই ইস্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সৌদির এক সংবাদপত্রের দাবি, আল নাসের থেকে প্রতি মরসুমে ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা। এদিকে স্পেনের আর এক সংবাদমাধ্যমের দাবি, মেসিকে নাকি বছরে ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। তেমনটা হলে মেসি তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডোর থেকে প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন। তবে মেসি নিজে এই প্রস্তাবে আগ্রহী বলে এখনও জানা যায়নি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

    Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পেনকে  ২-০ গোলে হারিয়ে ঘরের মাঠে হকি বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীতের ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক সিং প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পায় ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।

    প্রথম থেকেই ম্যাচে দাপট ভারতের

    প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। কারণ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল ছিল। গত কয়েকটা মাস স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভাল ছিল না। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র এক বার। প্রতি বারই এই দু’দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে তাই ম্যাচ শুরু হয়েছিল সমানে সমানে। হিসাব কষেই খেলতে নেমেছিল ভারত। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেছে। বল বেশি নিয়ন্ত্রণে রেখেছিল ভারত। 

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    এ দিন প্রথম থেকেই ভারত চাপে রাখতে শুরু করে স্পেনকে। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অমিত রোহিদাস। তিনি ওড়িশারই ছেলে। স্থানীয় ছেলের গোলের উদ্বেল হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ২০ হাজার দর্শকাসনের একটিও খালি ছিল না ভারতের খেলার সময়। অমিত বিশ্বকাপে ভারতের হয়ে ২০০তম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় ভারত। একক দক্ষতায় দুর্দান্ত গোল করেন হার্দিক। বাঁ দিক থেকে একাই বল টেনে এনে ঢুকে পড়েছিলেন স্পেনের ডি বক্সে। সেখান থেকে ক্রস করতে যান। তা বাঁচাতে গিয়ে স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল গোলে ঢুকে যায়।

    ইংল্যান্ডকে হারানো লক্ষ্য

    ম্যাচ শেষে ভারতীয় কোচ বলেন, ‘ছেলেরা বেশ ভাল ডিফেন্স করেছে। শুরুটা আমরা বেশ ভালভাবেই করলাম। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করার অনুভূতিটা বেশ ভাল। তবে এই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আমরা এবার পরের ম্যাচ নিয়ে ভাবব এবং পরিকল্পনা তৈরি করব।’ স্পেনকে হারিয়েও গ্রুপ ‘ডি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন হরমনপ্রীতরা। ইংল্যান্ডই ওয়েলশকে হারিয়ে আপাতত গ্রুপ শীর্ষে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    Hockey World Cup 2023: আজ স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু ভারতীয় হকি দলের, জানুন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই ভারতের মাটিতে আরম্ভ হচ্ছে হকি বিশ্বকাপ ২০২৩ (Hockey World Cup 2023)। আন্তর্জাতিক হকি ফেডারেশনের উদ্যোগে ২০২৩ সালের পুরুষদের এফআইএইচ হকি বিশ্বকাপের (FIH Hockey World Cup) আয়োজন করা হয়েছে ভারতে। টানা দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। ভুবনেশ্বর ও রাউরকেলায় হবে বিশ্বকাপের আসর। সবগুলো ম্যাচই হবে রাউরকেলার ২০ হাজার আসনের বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে এবং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। আজকের ম্যাচটি নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে। স্পেনের বিরুদ্ধে ভারতের (India vs Spain) ম্যাচ দিয়ে আজ টুর্নামেন্টের যাত্রা শুরু হবে।

    ভারতীয় হকি টিমের যাত্রা শুরু

    ওড়িশায় নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করবে হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারত। ২০২৩ সালের আসরে ১৬টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের বিজয়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে এবং প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল ক্রসওভার রাউন্ড খেলবে এবং বিজয়ী কোয়ার্টারে যাবে। ১৬ দলের এই টুর্নামেন্টে রয়েছে মোট চারটি গ্রুপ। গ্রুপ ডি-তে ভারতের সঙ্গে স্পেন ছাড়াও রয়েছে ওয়েলস এবং ইংল্যান্ড।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচ কখন এবং কোথায় আয়োজিত করা হয়েছে?

    ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপের ভারত বনাম স্পেন গ্রুপ ডি ম্যাচটি শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ তারিখে রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছে।

    ভারত বনাম স্পেনের হকি খেলা কোন সময়ে শুরু হবে?

    ভারত বনাম স্পেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের গ্রুপ ডি ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭ টায় শুরু হবে।

    কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

    হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)। আবার ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও watch.hockey অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।

    বিশ্বকাপে ভারতীয় হকি স্কোয়াড

    কোচ: গ্রাহাম রিড

    গোলরক্ষক: কৃষাণ বাহাদুর পাঠক ও শ্রীজেশ

    ডিফেন্ডার: নীলম সঞ্জীপ জেস, জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস

    মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, এবং আকাশদীপ সিং

    ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং

    স্ট্যান্ড বাই: রাজকুমার পাল এবং জুগরাজ সিং

  • Virat Kohli: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    Virat Kohli: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বছর শেষ করেছিলেন শতরান দিয়ে। নতুন বছর শুরুও করলেন সেই শতরান দিয়েই। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ঝলসে উঠল বিরাট-ব্যাট। বছরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই শচিন তেন্ডুলকরের রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড এতদিন ছিল শচিনের দখলে। দেশের মাটিতে সর্বাধিক ২০টি ওয়ান ডে শতরান (১৬৪টি ম্যাচ খেলে) করেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন সিংহলিদের বিরুদ্ধে শতরান করে শচিনের পাশে বিরাট (২০টি শতরান, ১০২টি ম্যাচ খেলে)। এই সিরিজে একাধিক শতরান করতে পারলে শচিনের রেকর্ড ভেঙে এককভাবে এই রেকর্ড নিজের নামে করে নেওয়ারও হাতছানি রয়েছে কোহলির সামনে। বিরাট-ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে সহজেই জয় পেল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ লগ্নে চাপের মধ্যেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার শতরান ইডেনে চাপে রাখবে টিম ইন্ডিয়াকে।

    রানে ফিরলেন রোহিতও

    এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচে রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। একটুর জন্য শতরান হারালেন তিনি। ৮৩ রান করে দাসুন মদুশঙ্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রোহিত। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করল ভারত। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। খেলার শুরুটাই বুঝিয়ে দিয়েছিল কী হতে চলেছে। প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। দাসুন শনাকার বলে ৭০ রান করে এলবিডব্লিউ হলেন শুভমন। ১৪৩ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। এরপর শুধুই বিরাট আধিপত্য।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    কোহলির একাধিক রেকর্ড

    বাংলাদেশে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। প্রথম থেকে ধীরে ধীরে রান করছিলেন। এক বার হাত জমে যাওয়ার পরে বড় শট খেলা শুরু করলেন। সেই সঙ্গে উইকেটের মধ্যে তাঁর দৌড়ে রান তো ছিলই। শ্রীলঙ্কার বোলারদের দু’বার সুযোগ দিয়েছিলেন কোহলি। ৫২ রানের মাথায় উইকেটরক্ষকের কাছে ক্যাচ দেন কোহলি। কিন্তু কুশল মেন্ডিস সেই ক্যাচ ছাড়েন। এর পরেও সুযোগ দিয়েছিলেন বিরাট। কিন্তু সে বার ক্যাচ ফেলেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৮০ বলে শতরান করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৩তম শতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান হল তাঁর। ৮৭ বলে ১১৩ রান করে আউট হলেন কোহলি। এদিন শচিনের একটি রেকর্ড ভাঙেনও কোহলি। ভারত-শ্রীলঙ্কা এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এত দিন যৌথ ভাবে শচিন এবং কোহলির দখলে ছিল। দু’জনেই আটটি করে শতরান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শচিন ৮৪টি এক দিনের ম্যাচে আটটি শতরান করেছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করলেন কোহলি। তার জন্য তিনি নিয়েছেন মাত্র ৪৮টি ম্যাচ। 

    দিশেহারা শ্রীলঙ্কা

    ভারতের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ ওভার শেষে দাসুন শনাকাদের স্কোর দাঁড়ায় ৩৮/২। ভারতীয় পেস আক্রমণের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে সিংহলিরা। ভারতের হয়ে প্রথম দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন টিম ইন্ডিয়ার পেস সেনশেনর উমরান মালিক। উমরান তিনটি উইকেট নেন। সামি নেন একটি উইকেট। একটি করে উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া। ৪০ ওভারে ২২০ রানে ৮ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। কিন্তু অধিনায়ক শানাকার শতরানে ভর করে শেষ পর্যন্ত ৩০০ রানের গণ্ডি টপকায় সিংহলিরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করে ভারতীয় বোলারদের মধ্যে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত গতিতে বল করার নজির গড়েছিলেন উমরান। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম এক দিনের ম্যাচে সেই নজির ভেঙে দিলেন তিনি। বল করলেন প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দুরন্ত গতির এক্সপ্রেস ছোটাচ্ছেন উমরান।

    উমরানের লক্ষ্য

    এদিনের খেলায় শ্রীলঙ্কার ইনিংসে ১৪তম ওভারে উমরানের হাত থেকে ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা বেরিয়ে আসে। ব্যাটার ছিলেন পাথুম নিশাঙ্ক। বল ছুঁতে পারেননি তিনি। গোটা ম্যাচ জুড়ে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে গেলেন উপত্যকার এই পেসার। তার ফলও পেলেন। এদিন ৩টি উইকেট নিয়েছেন উমরান। ম্যাচ শেষে নিজের বোলিং প্রসঙ্গে উমরান বলেন, ‘‘পাটা উইকেট ছিল। আমি রোহিত ভাই, শামি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিল উইকেট লক্ষ্য করে বল করতে। সেটাই করেছি। আমার কাজ হচ্ছে মাঝের ওভারে বল করতে এসে উইকেট তোলা। নিজের কাজটাই করছি। আশা করছি আগামী দিনে আরও ভাল বল করতে পারব।’’

    আরও পড়ুন: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    এর আগে যশপ্রীত বুমরা ১৫৪ কিমি গতিতে বোলিং করেন। মহম্মদ শামিও ১৫৩ কিমিতে এবং নভদীপ সিং ১৫২ কিমিতে বোলিং করেন। সেদিক থেকে উমরান নিজেই ইতিহাস রচনা করলেন। তাঁর এই কৃতিত্ব বাকিদের ছাপিয়ে গেছে। এত গতিতে বোলিং এর আগে কোনও ভারতীয় বোলার করেননি। তাঁর এই বোলিং গতিবেগ হার মানায় বন্দে ভারত হাই স্পিড ট্রেনকেও। হাওড়া ও জলপাইগুড়ি এই ট্রেনের গতিবেগ প্রায় ১৩০ থেকে ১৬০ কিমি প্রতি ঘণ্টায়। উমরানও প্রতিদিন প্রায় এই গতিতেই বল করছেন। উমরানের নজর এখন পড়শি দেশ পাকিস্তানের দিকে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান উমরান। ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ড এখনও শোয়েবের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েবের একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। যা এখনও পর্যন্ত দ্রুততম বল হিসাবে চিহ্নিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নিয়ন্ত্রিত বিসিসিআই পাকিস্তান ক্রিকেটকে খর্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয়দের মানসিকতাই হল, পাকিস্তান ক্রিকেটের উন্নয়নকে ব্যাহত করা। লাহোর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদির ভারত এবং বিজেপির বিরুদ্ধে এরকম বিস্ফোরক মন্তব্য করলেন রামিজ রাজা। সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদ গেলেও ভারতের প্রতি বিদ্বেষ এখনও যায়নি রামিজের।

    রামিজ যা বললেন

    পাকিস্তান ক্রিকেটের দুর্দিনের জন্যও রামিজ বিজেপিকে দায়ী করলেন। তিনি জানালেন, পাকিস্তান ক্রিকেটের খারাপ অবস্থায় জন্য দায়ী ভারতই। বিসিসিআই-তে নাকি বিজেপির মানসিকতা নিয়ে কাজ করা হয়। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশত ভারতীয় বোর্ডে যা হচ্ছে সেটা হল বিজেপির মানসিকতা। পাকিস্তান জুনিয়র লিগ হোক বা মহিলাদের লিগ, আমি যে প্রতিযোগিতাগুলো ঘোষণা করেছিলাম তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে নিজের দেশের প্রতিযোগিতা থেকে অর্থ উপার্জন করতে পারি। আইসিসির দিকে যাতে তাকিয়ে থাকতে না হয়।” রামিজ যোগ করেছেন, “লাভের জন্য আইসিসি সব সময় তাকিয়ে থাকে ভারতের দিকে। এতে আমাদের স্বাধীনতা খর্ব হয়। যদি ভারতের মানসিকতা এ রকম হয় যে পাকিস্তানকে একঘরে করে দিতে হবে, তা হলে আমাদের এ কূলও যাবে, ও কূলও যাবে।”

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    বাবরকে পরামর্শ

    রামিজ রাজা জানিয়েছেন, তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিশ্বক্রিকেটে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে ক্রিকেট অর্থশক্তির কাছে পদানত না হয়। রামিজ বলেন, “আগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পাকিস্তানকে দেয় এবং ভারত যদি পাকভূমে খেলতে আসতে অস্বীকার করে, এবং টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি যা বলেছিলাম তার মোদ্দা কথা হল, আমাদের হাতেও অপশন রয়েছে।” ভারতকে চাপে ফেলার জন্য তিনি সম্প্রতি পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমের সঙ্গেও কথা বলেছেন বলে জানান রামিজ। তিনি বলেন, “সম্প্রতি বাবর আজমের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানেই ওকে বলেছি, ভারতকে দেখলেই হারাও। তা হলে ওদের সঙ্গে বোঝাপড়ার সময়ে শক্তিশালী জায়গায় থাকা যাবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IND vs SL 1st ODI: বিশ্বকাপই পাখির চোখ! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

    IND vs SL 1st ODI: বিশ্বকাপই পাখির চোখ! আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হচ্ছে ভারতের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে চলতি বছরে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সেই লক্ষ্যে চলতি বছরে সবথেকে বেশি ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তার প্রথম ধাপ শুরু হতে চলছে আজ, মঙ্গলবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিংহলিদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। শীতের মরশুমে গুয়াহাটির আবহাওয়া মনোরম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রোদ ঝলমলে পরিবেশেই দুপুর ১টার সময় টস করতে নামবেন দুই দলের অধিনায়ক।

    থাকছে না বুমরাহ

    শ্রীলঙ্কা সিরিজেও দলের এক নম্বর পেসার যশপ্রীত বুমরাহ-কে পাচ্ছে না টিম ইন্ডিয়া। সোমবারই বিসিসিআই-এর তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, দাসুন শানাকাদের বিরুদ্ধে আর মাঠে নামা হচ্ছে না যশপ্রীতের৷ কারণ, তিনি এখনও পুরোপুরি ফিট নন। সামনে বিশ্বকাপ তাই বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। অত্যন্ত সতর্কতার সঙ্গেই বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-২০ সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জয় পেয়েছে ভারতীয় দল। তবে একদিনের সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই একদিনের বিশ্বকাপের মহড়া শুরু করছে রাহুল দ্রাবিড়ের দল। ধারে-ভারে শ্রীলঙ্কার থেকে অনেকটাই এগিয়ে থাকলেও তরুণ শ্রীলঙ্কা দলকে যথেষ্ট সমীহ করছে টিম ইন্ডিয়া। টি-২০ সিরিজে দুরন্তে ফর্মে ছিলেন ছিলেন সূর্যকুমার যাদব। ছন্দে ছিলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। 

    সেজে উঠেছে ইডেনও

    অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতায়। তার জন্য ইতিমধ্যেই সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। অফলাইনে কিছু টিকিট কেনার সুযোগ রয়েছে শহরের ক্রিকেটপ্রেমীদের। তার জন্য ইডেনের চার নম্বর গেটে বিশেষ কাউন্টার করা হয়েছে। আর অন-লাইনে বুক করা টিকিট সংগ্রহ করার জন্য খোলা থাকবে তিন নম্বর গেট সংলগ্ন কাউন্টার।  উল্লেখ্য, সিরিজের শেষ ম্যচটি হবে তিরুবনন্তপুরমে, ১৫ জানুয়ারি।

    আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক / অর্শদীপ সিং , মহম্মদ সিরাজ।

    কখন কীভাবে দেখবেন ম্যাচ

    ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর দেড়টায়।
    টস হবে দুপুর একটার সময়।
    স্টার স্পোর্টসে দেখা যাবে এই সিরিজের প্রতিটি ম্যাচ। 
    মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখান হবে ডিজনি প্লাস হটস্টারে। তবে সে ক্ষেত্রে সাবস্ক্রিপশন নিতে হবে। 
    বিনামূল্যেও এই সিরিজ দেখতে পাওয়া যাবে। ডিডি স্পোর্টসে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sania Mirza: অবসর নিচ্ছেন সানিয়া মির্জা, ঘোষণা করলেন টেনিসসুন্দরী নিজেই

    Sania Mirza: অবসর নিচ্ছেন সানিয়া মির্জা, ঘোষণা করলেন টেনিসসুন্দরী নিজেই

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিচ্ছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা (Sania Mirza)। জানালেন নিজেই। শেষবার খেলবেন দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে। আগামী মাসেই হচ্ছে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। চোটের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিড়া মহল। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এল এই বড় খবর।  

    আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টেই শেষবারের জন্যে টেনিস হাতে কোর্টে নামবেন সানিয়া।

    আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব 

    ৩৬ বছর বয়সী সানিয়া মির্জা (Sania Mirza) ডাবলসে বিশ্বের এক নম্বর। গত বছর সানিয়া নিজেই ঘোষণা করেছিলেন ২০২২ সালের শেষে অবসর নেবেন। কিন্তু চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। এরপর ইউএই- তে শেষ চ্যাম্পিয়নশিপ খেলে বিদায় জানাবেন টেনিসকে।

    কী জানিয়েছেন সানিয়া?

    সংবাদমাধ্যমকে টেনিস সুন্দরী (Sania Mirza) বলেন, “গত বছর ডাব্লিউটিএ ফাইনালের পরই আমি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ডান কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন ও বাকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়। আমি এমন একজন ব্যক্তি যে নিজের শর্তে বেঁচে থাকি। এই কারণেই আমি ইনজুরির কারণে বাইরে থাকতে চাই না, এখনও অনুশীলন করছি। তাই আমি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার পরিকল্পনা করছি।”  

    নিজের টেনিস কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন সানিয়া (Sania Mirza)। অর্জুন পুরস্কার (২০০৪), পদ্মশ্রী পুরস্কার (২০০৬), রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার (২০১৫) এবং পদ্মভূষণ পুরস্কার (২০১৬) অর্জন করেছেন। এখনও পর্যন্ত ৬টি বড় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। 

    এছাড়াও তিনি ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬), উইম্বলডন (২০১৫) এবং ইউএস ওপেন (২০১৫) -এর শিরোপা জিতেছেন। এছাড়াও, মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফ্রেঞ্চ ওপেন (২০১২) এবং ইউএস ওপেন (২০১৪) শিরোপা জিতেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share