Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Samar ‘Badru’ Banerjee: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    Samar ‘Badru’ Banerjee: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় একমাস অসুস্থ ছিলেন। এসএসকেএম-এ চিকিৎসা চলছিল। তবে সুস্থ হয়ে আর ফেরা হল না কিংবদন্তি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের। প্রয়াত হলেন প্রাক্তন অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায়। ময়দানে যিনি বদ্রু নামেই পরিচিত ছিলেন। শুক্রবার রাত ২টো ১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। ফুটবলারের বয়স হয়েছিল ৯২ বছর। 

    স্বাস্থ্যের ক্রমশ অবনতি হওয়ার জন্য গত ২৭ জুলাই বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

    হাওড়ার বালিতে জন্ম। সেখানেই ফুটবলের প্রাথমিক পাঠ। ফুটবলে হাতেখড়ি বালি হিন্দু স্পোর্টিং ক্লাব এবং বালি ওয়েলিংটন ক্লাবে। ১৯৪৮-এ বালি প্রতিভা স্পোর্টিং ক্লাব কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে। এরপর বিএনআর হয়ে মোহনবাগানের জার্সি গায়ে তোলেন কিংবদন্তী এই ফুটবলার। ১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সাত বছর মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন বদ্রু। মোহনবাগানের হয়ে ট্রফির বন্যা বইয়ে দিয়েছেন। ডুরান্ড কাপ জিতেছেন ১৯৫৩-এ। কলকাতা ফুটবল লিগ জিতেছেন চারবার (১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৯)। তার নামের পাশে আইএফএ শিল্ড তিনবার (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬)। রোভার্স কাপ জিতেছেন ১৯৫৬-এ।

    আরও পড়ুন: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ঘোষিত হন তিনি। দেশের হয়ে জিতেছেন কলম্বো কাপ-ও। বদ্রুর প্রয়াণে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফেও।

  • Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।  বিসিসিআই (BCCI) সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর লর্ডসের মাঠেই শেষবারের জন্য তাঁকে বল হাতে দেখা যাবে। শুক্রবার রাতেই ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা ঝুলনকে রেখে ওয়ানডে টিম ঘোষণা করেন। দীর্ঘদিন পর মাঠে ফিরছে ঝুলন। খবরটা পেয়েই খুশি হয়েছিলেন ঝুলন-ভক্তরা। কিন্তু শনিবারই ছন্দপতন। বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।

    আরও পড়ুন: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল 

    চলতি বছর মার্চ মাসে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঝুলন। নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের আসরে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপ চলাকালীনই ঝুলনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু,চোটের কারণে ঝুলন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে পারেননি। ২০১৮ সালে তিনি শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি তিনি গতবছর অক্টোবর মাসে খেলে ফেলেন।

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা জানাতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। ইংল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ওয়ানডে’তেও ক্যাপ্টেন্সির দায়িত্বে হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা সহ-অধিনায়ক। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে লর্ডসে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সি বাংলার এই ক্রিকেটার। ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির আছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত তিনি তাঁর কেরিয়ারে ৩৫২টি উইকেট নিয়েছেন। এখন দেখার চাকদহ এক্সপ্রেসের, উইকেট মেশিন কোথায় গিয়ে থামে।

  • FIFA suspends AIFF: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    FIFA suspends AIFF: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশার ফানুস উড়িয়ে উজবেকিস্তানে পৌঁছেছিল গোকুলাম কেরল এফসি মহিলা ফুটবল (Gokulam Kerala Women’s Team) দল। তাদের লক্ষ্য ছিল তাসখন্দ আয়োজিত এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স মেলে ধরা। কিন্তু ফিফার (FIFA) নির্বাসনের জেরে খালি হাতেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বপ্ন ভেঙ্গে চুরমার। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) কে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করছে ফিফা। তার ফলে ফিফা কিংবা অন্য কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারত। শুধু তাই নয়, ভারতের কোনও ক্লাব দেশের বাইরে খেলতে পারবে না। তাই তাসখন্দ পৌঁছেও এএফসি (AFC) টুর্নামেন্টে না খেলেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বভাবতই হতাশ তারা।

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ?

    কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) হস্তক্ষেপ দাবি করেছে গোকুলাম এফসি। মাইক্রো ব্লগিং সাইটে পিএমও কে ট্যাগ করে একটি চিঠিতে প্রধানমন্ত্রীকে গোকুলাম লিখেছে, “দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন যাতে আমরা এই টুর্নামেন্টে খেলতে পারি।” গোকুলাম কেরল এএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, “গত ১৬ অগাস্ট কোঝিকর থেকে আমরা তাসখন্দ পৌঁছাই। পরে জানতে পারি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ফিফা। নির্বাসনের জেরে ভারতীয় কোনও ক্লাব বিদেশে কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। যা আমাদের কাছে খুব হতাশার। আমরা টুর্নামেন্টে খেলতে চাই। প্রধানমন্ত্রীর দফতরে চিঠিতে লিখে আমরা আবেদন জানিয়েছি।”

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    গোকুলামের ২৩ জন মহিলা ফুটবলার এখন উজবেকিস্তানের রাজধানীতে রয়েছেন। আগামী ২৬ অগাস্ট টুর্নামেন্টে শুরু হওয়ার কথা। সেখানে ইরানের ক্লাব বাম খাতুন এফসি ছিল গোকুলামের প্রতিপক্ষ। কিন্তু ফিফার নির্দেশ পাওয়ার পরেই এএফসি জানিয়ে দেয়, ভারতীয় ক্লাবটি খেলতে পারবে না। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি নিযুক্ত হয়েছিল। ফেডারেশনের নির্বাচন করার দায়িত্ব তাদের হাতেই। কিন্তু ফিফার বক্তব্য, কোনও দেশের ফুটবল সংসস্থার উপর তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সেটা মানা হবে না। সেই মতোই ব্যাবস্থা নিয়েছে ফিফা। এখন দেখার জল কতদূর গড়ায়।

  • FIFA ban: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    FIFA ban: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোর অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল (Indian Football)। ফিফার (FIFA) নির্বাসন নিয়ে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। সোমবার রাতে ফিফার পক্ষ থেকে নির্বাচনের নোটিশ পাওয়ার পর শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এই মামলা দ্রুত শুনানির আবেদন জানায় কেন্দ্র সরকারও।

    বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এ এস বোপান্না এবং জেবি পাড্রি ওয়ালার বেঞ্চে ফিফার নির্বাচন সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে। সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, “সমস্যা সমাধানের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আলোচনার ফল কি দাঁড়াচ্ছে তা জানার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করা উচিত। তাই সোমবার পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া উচিত।” তুষার মেহতার আবেদনে সারা দিয়ে শীর্ষ আদালত ২২ শে অগাস্ট সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়।

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ?

    তুষার মেহতা আরও জানান, ফিফা কর্তাদের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা নিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্রশাসক কমিটি। এখনও পর্যন্ত দুদফা কথাবার্তা হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ তাই সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সদর্থক ভূমিকায় আশা করা যায় সমস্যা দ্রুত মিটবে।

    আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে দীর্ঘদিন নির্বাচন হয়নি। সংস্থার সভাপতি পদে বছরের পর বছর ছিলেন প্রফুল্ল প্যাটেল। সম্প্রতি তাঁকে পদত্যাগ করতে হয়। সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্রশাসক কমিটি ফেডারেশনের কাজকর্ম চালাচ্ছিলেন। নতুন সংবিধান মেনে ২৮ অগাস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অজুহাত দেখিয়ে ফিফা যেভাবে ভারতকে কালো তালিকা ভুক্ত করেছে তা মোটেও গ্রহণযোগ্য নয় বলে অভিমত বিশেষজ্ঞদের। 

  • Anderson Peters: বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারকে বেধড়ক মার, ছুঁড়ে ফেলা হল সমুদ্রে!

    Anderson Peters: বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারকে বেধড়ক মার, ছুঁড়ে ফেলা হল সমুদ্রে!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুষ্কৃতীদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দুবারের বিশ্বচ্যাম্পিয়ন (World Champion) জ্যাভলিন থ্রোয়ার গ্রেনাডার (Grenada) অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। শুধু মারধর করেই থেমে থাকেনি, দুষ্কৃতীরা তাঁকে বেধরক মারধর করে সমুদ্রে ফেলে দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই গ্রেনাডার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

    ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার (Neeraj Chopra) বড় প্রতিযোগী ইনিই। কিছুদিন আগেই নীরজকে হারিয়ে ওয়ার্ন্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জেতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা তাঁর হাতছাড়া হলেও রুপোর পদক পান তিনি। পরপর জোড়া পদক পেয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করার পরেও নিজের দেশের মাটিতেই তাঁর কপালে জুটল মার! তাঁকে শুধুমাত্র নির্মমভাবে মারধর করাই হয়নি, সমুদ্রেও ফেলে দেওয়া হয়, আর এই ঘটনা খুবই নিন্দাজনক।

    আরও পড়ুন: আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে আত্মবিশ্বাসী, বুদাপেস্টে সেনা জয়ের শপথ নীরজের

    জানা গিয়েছে, সমুদ্রের ওপর প্রমোদতরীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বাণিজ্যমন্ত্রীর ছেলের প্রমোদতরী হার্বার মাস্টার্সে পার্টিতে ছিলেন অ্যান্ডারসন। সেখানেই দুষ্কৃতিরা হামলা চালায় তারকা অ্যাথলিটের উপর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গ্রেনাডার তারকা অ্যাথলিটকে নির্মমভাবে মারধর করছেন পাঁচজন দুষ্কৃতি। প্রথমে মারধর করে ও তার পর সেই জাহাজ থেকেই তাঁকে ছুড়ে ফেলে দেওয়া হয়।

    [tw]


    [/tw]

    জানা গিয়েছে, সেই প্রমোদতরী কর্মীরা পিটার্সকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী পিটার্সের অবস্থা এখন আগের থেকে ভালো আছে। হামলার পরেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে।

    গ্রেনাডার অলিম্পিক কমিটি এই বিষয়ে দুঃখপ্রকাশ করেছে। তারা একটি বিবৃতিতে জানায়, পিটার্সের ওপর এই হামলার তীব্র নিন্দা করছে তারা। নিজের দেশেই পিটার্স এভাবে আক্রান্ত হতে পারেন তা ভাবতে পারেনি তারা। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে সংস্থার তরফে।

     

  • FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন। নির্ধারিত সূচির এক দিন আগেই শুরু হবে ফুটবলের মহারণ। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। ২১ নভেম্বর, সোমবারের বদলে ২০ নভেম্বর, রবিবার শুরু হবে কাতার বিশ্বকাপ। অনেক হিসেব নিকেশের পর মধ্যপ্রাচ্যের দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ (Football World Cup) শুরুর দিন ঠিক হয়েছিল। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর আয়োজক কাতার নামত গ্রুপ পর্বের লড়াইয়ে। অতীতের এই পরিকল্পনায় আসছে পরিবর্তন।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনতে চলেছে ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। আগের সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। 

    বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি ছাড়াও কাউন্সিলের সদস্য মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থার প্রধানরা। কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর কাতার বিশ্বকাপ শুরুর নতুন দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ফিফা।

    নতুন সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপের ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বরেই। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। ফিফা সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপের বাকি সূচিতে পরিবর্তন হচ্ছে না।

     

     

  • Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের ইতিহাস। এই প্রথম এই বিভাগে সোনা এল ঘরে। ১৭.০৩ মিটার লাফ দিয়ে সোনা জিতলেন এলধোস পল। এই বিভাগেই রুপো জিতলেন আবদুল্লা আবুবকার। তিনি লাফিয়েছেন ১৭,০২ মিটার। এলধোস আবদুল্লার মতো এদিন মাঠ কাঁপিয়েছেন সন্দীপ কুমারও। ১০ কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। বক্সিংয়ে সোনা জিতেছেন অমিত পাঙ্গল ও নীতু গঙ্গা। জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ জিতেছেন অন্নু রানি।  ব্রোঞ্জ জিতেছে ভারতীয় মহিলা হকি দল। সবমিলিয়ে কমনওয়েলথের দশম দিনে জয়জয়কার ভারতের।

    টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচন্ত শরথ কমল (Achanta Sharath Kamal)। ব‌্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। এর পাশাপাশি ফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল, মহিলা ক্রিকেট টিম। ব্যাডমিন্টনে পুরুষদের ফাইনালে পৌঁছে গেছেন লক্ষ্য সেন। দশম দিনে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ৪৭টি পদক। ১৬টি সোনা, ১২টি রুপো আর ১৯টি ব্রোঞ্জ।

    শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবমতম দিন ছিল। আর এই নবম দিন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছিল মোট ৪০ টি পদক। গতকাল মোট ১৪টি পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা। এদিন স্বর্ণপদক পেয়েছেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya), ভিনেশ ফোগাট, নবীন। এই তিনজনই কুস্তিতে সোনার পদক পেয়েছেন। এছাড়াও ভাবিনা হাসমুখভাই প্যাটেল প্যারা টেবিল টেনিসে সোনা পেয়েছেন। অন্যদিকে এদিন ভারতীয় অ্যাথলিটরা স্বর্ণপদকের পাশাপাশি তিনটি রুপো ও সাতটি ব্রোঞ্জ ভারতকে এনে দেয়।  

    রবি কুমার দাহিয়ার হাত ধরেই কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। একাদশতম সোনা এনে দেয় ভিনেশ ফোগাট। ভিনেশের পর ভারতের হয়ে দ্বাদশ সোনাটি জেতেন নবীন। আবার প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami), অবিনাশ সাবলে (Avinash Sable) পেয়েছে রুপো। পুরুষদের লন বল ফোরসেও রুপো পেল ভারতের পুরুষ দল। বক্সিং-এ ব্রোঞ্জ জিতেছেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboria), মোহাম্মদ  (Mohammad Hussamuddin), রোহিত টোকাস (Rohit Tokas)। এছাড়াও ব্রোঞ্জ পেয়েছে পূজা গেহলট, দীপক, সোনালবেন প্রমুখ অ্যাথলিটরা।

     

     

     

  • Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট শনিবাসরীয় সন্ধ্যা। আজ চলতি কমনওয়েলথ গেমসের (cwg 2022) নবম দিন। সপ্তম দিনের পর পদক তালিকায় ভারতের স্থান ছিল সপ্তম। অষ্টমদিনে কুস্তিতে একের পর এক পদক এসেছে ভারতে (India)। এদিন এক লাফে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। আজ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে নামবেন পি ভি সিন্ধু। ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি আয়োজক ইংল্যান্ড। হকি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। এক নজরে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি —

    প্যারা অ্যাথলেটিক্স

    ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

    অ্যাথলেটিক্স

    মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

    বক্সিং

    ৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

    ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

    মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

    দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

    ৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

    ক্রিকেট 

    দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

    আরও পড়ুন: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

    লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

    প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।

    হকি 

    পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০.৩০ মিনিট)

  • Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা বলুক বিরাট-ব্যাট। আশা কোটি কোটি কোহলি ভক্তের। ভারতের বহু ক্রিকেট সমর্থক,কর্মকর্তা এমনকি অনেক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন তিনি ছন্দে ফিরুন। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া তিনি। একটা অলিখিত চাপ রয়েছে তাঁর ওপরেও।

    ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হার্ট থ্রব। সেই কোহলি এক মাস ব্যাট স্পর্শই করেননি। রান না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটানা ক্রিকেটের ধকল ক্লান্ত করেছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে নিজেই সে কথা জানালেন কোহলি। 

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাঠে অবিশ্বাস্য গতি এবং আগ্রাসনের জন্য পরিচিত  কোহলি ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। চলতি বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই খেলেছেন বিরাট।  বিসিসিআই শনিবার বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ৩৩ বছরের তারকাকে তাঁর খারাপ ফর্ম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। 

    বিরাট বলেন, “১০ বছরে প্রথমবার টানা একমাস আমি ব্যাট ছুঁয়ে দেখিনি ৷ আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে মানসিকভাবে আমি কঠোর রয়েছি, কিন্তু শরীর বলছিল থামতে৷ শেষে মনও বিরতি নেওয়ার ব্যাপারে এবং কিছুটা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে সায় দিল ৷” কোহলির কথায়, “আমায় দেখে মানসিকভাবে ভীষণ শক্তিশালী মনে হয় এবং আমি আদতে তাই ৷ তবে সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে ৷ নইলে তা অস্বাস্থ্যকর মনে হয় ৷ এই অধ্যায়টা আমায় অনেক কিছু শিখিয়েছে ৷ যা কখনও আমি আমার পরিমণ্ডলে আসতে দিইনি সেই বিষয়গুলিকে আলিঙ্গন করতে শিখিয়েছে ৷”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    Asia Cup 2022: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তুমিই আমার তারকা’, স্বামী হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic)।  সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী নাতাশা সবসময়ই স্বামীর পাশে থাকেন। আইপিএল (IPL) থেকে আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করতে থাকেন নাতাশা।

    ২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) সব ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা স্ট্যানকোভিচ। রীতিমতো চিয়ার লিডারের ভূমিকায় দেখা যেত। সারাক্ষণ চিৎকার করে উৎসাহিত করতেন হার্দিক পান্ডিয়াকে। ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচেও সেই একই ছবি। গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করেছেন নাতাশা। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    এশিয়া কাপ (Asia Cup 2022) ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ের নায়ক হার্দিক। তাঁর ব্যাটে-বলে পারফরম্যান্সে মুগ্ধ সকলে। মুগ্ধ, বিস্মিত, গর্বিত নাতাশাও। এদিনের  ম্যাচে হার্দিক করেন অপরাজিত ৩৩ রান, যার মধ্যে রয়েছে জয়সূচক শট। বল হাতে তুলে নেন ৩ উইকেট। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন। হার্দিকের দুর্দান্ত পারফরমেন্স দেখে স্থির থাকতে পারেননি নাতাশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিগুলো নিয়ে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে একটা ‘‌মিষ্টি’ ক্যাপশন‌। হার্দিককে অভিহিত করেছেন তাঁর তারকা বলে। হার্দিকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর ছবিও শেয়ার করেন নাতাশা।

    আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

    প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক সিনেমা ‘সত্যাগ্রহ’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নাতাশার। ২০১৪ সালে তিনি ‘বিগ বস’ সিজন ৮-এ অংশগ্রহণ করেছিলেন। ‘নাচ বলিয়ে’ সিজন ৯-তেও অংশগ্রহণ করেছিলেন সার্বিয়ান মডেল। ২০২০ সালের শুরুতেই নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০শে জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share