Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম প্রয়াসে অচিন্ত্য তোলেন ১৩৭ কেজি, দ্বিতীয় প্রয়াসে ১৪০ কেজি ও তৃতীয় প্রয়াসে ১৪৩ কেজি তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। 

    ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে অচিন্ত্য ১৬৬ কেজি তোলেন। দ্বিতীয় প্রয়াসে অচিন্ত্য ১৭০ কেজি তুলতে গিয়ে পারেননি। কিন্তু তখনও তিনি লিড ধরে রাখেন। এরপর তৃতীয় প্রয়াসে তিনি ১৭০ কেজি তুলে গেমস রেকর্ডকে আরও উন্নত করেন। তাঁর সম্মিলিত স্কোর দাঁড়ায় রেকর্ড ৩১৩ কেজি। এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ (৩০৩ কোজি)। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।

    অচিন্ত্যর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, গেমসে যাওয়ার আগে আমার সঙ্গে  অচিন্ত্যর কথা হয়েছিল। আমি জেনেছি, কীভাবে পরিবার ওকে সমর্থন করে এসেছে।

     

    অভিনন্দন জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। 

     

    এর আগে, ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন মণিপুরের ১৯ বছর বয়সী ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা। তিনিও এদিন গেমস রেকর্ড সোনা জিতলেন। স্ন্যাচে ১৪০ কেজি ওজন তুলেছেন মিজোরামের এই ভারোত্তোলক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে ছিলেন ১০ কেজি ব্যবধানে। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১৬০ কেজি। সব মিলিয়ে ৩০০ কেজি তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তবে ক্লিন অ্যান্ড জার্কে বেশি ওজন তুলতে গিয়ে পেশিতে টান ধরে।

    চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এ বার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড। জেরেমিকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হয়েছিলেন মীরাবাই চানু, যিনি শনিবারই ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন।

     

  • Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 

    টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি আকর্ষণ থাকে। কমনওয়েলথ গেমসে এবারই যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। ২০ ওভারের ফরম্যাট। এজবাস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (INDWvPAKW)। দু দলই হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া।সেই ম্যাচে অজিদের কাছে হার মানে ভারত। পাকিস্তান গ্রুপ এ-তে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বার্মিংহ্যামে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। সুতরাং, হাউসফুল এজবাস্টন দেখার সম্ভাবনা। 

    রবিবারই মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি দেখে নিন —

    ক্রিকেট 

    ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)

    সাঁতার

    পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬: বিকেল ৩.৩১

    জিমন্যাস্টিক

    পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিংহ (দুপুর ১.৩০)

    ব্য়াডমিন্টন – মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)

    বক্সিং

    ৪৮-৫০ কেজি (লাইট ফ্লাইওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: নিখাত জারিন (বিকেল ৪.৪৫)

    ৬০-৬৩.৫ কেজি (লাইট ওয়েল্টারওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: শিভা থাপা (বিকেল ৫.১৫)

    ৭১-৭৫ কেজি (মিডলওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: সুমিত (সোমবার রাত ১২.১৫)

    ৯২ কেজি (সুপার হেভিওয়েট): সগর (সোমবার রাত ১)

    হকি (পুরুষ)

    ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)

    ভারোত্তোলন ৬৭ কেজি ফাইনাল

    জেরেমি লালরিনুনগা (দুপুর ২)

    মহিলাদের ৪৯ কেজি বিভাগে ফাইনাল

    পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)

    পুরুষদের ৭৩ কেজি বিভাগে ফাইনাল

    অচিন্ত্য শিউলি (রাত ১১)

    স্কোয়াশ

    মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬)

    পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)

    টেবিল টেনিস

    মহিলাদের দলগত সেমিফাইনাল: রাত ১১.৩০

    পুরুষদের কোয়ার্টার ফাইনাল: দুপুর ২টো

  • Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: গলায় ঝুলছে সোনার পদক। পোডিয়ামে উড়ছে তেরঙা। এরিনায় বাজছে ‘জন গণ মন’। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার রাতে (ভারতীয় সময়) ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে প্রায় ছেলেখেলা করেই সোনা জিতলেন দেশের ‘সোনার মেয়ে’। 

    ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা।

    এদিন মীরাবাই কমনওয়েলথে ইতিহাস গড়লেন। তিনি এদিন মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন। যার মধ্যে স্ন্যাচে তুলেছেন ৮৮ কেজি। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলনের করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে। অন্যদিকে, ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই তুলেছেন ১১৩ কেজি। প্রথমবারেই তিনি তুলেছেন ১০৯ কিলো। দ্বিতীয় প্রচেষ্টায় এসে কাঁধে তোলেন ১১৩ কিলো। সেটিও কমনওয়েলথে গেমস রেকর্ড। মরিশাসের মেরি রানাইভোসোয়া দ্বিতীয় হয়েছেন। দুই বিভাগ মিলিয়ে তিনি তুলেছেন ১৭২ কিলো। তৃতীয় স্থানে কানাডার হান্নাহ কামিনস্কি। তিনি তুলেছেন ১৭১ কিলো।

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    চানুর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, দুর্ধর্ষ মীরাবাই চানুর জন্য ভারত গর্বিত। বার্মিংহাম গেমসে তিনি সোনা জিতেছেন এবং একটি নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েছেন বলে প্রত্যেক ভারতীয় আনন্দিত। তার সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। 

    অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, স্বর্ণপদক! ভারতীয় ভারোত্তোলকরা দেশের পতাকা উঁচু রেখেছেন। সাবাশ মীরাবাই চানু। আপনি অসাধারণ দৃঢ়তা এবং প্রত্যয় দেখিয়েছেন। আপনার কৃতিত্বে দেশ গর্বিত।


     
    অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, প্রতিযোগীদের থেকে মাইল এগিয়ে মীরাবাই চানু। একসঙ্গে স্বর্ণপদক জেতা এবং কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়া, জোড়া আনন্দ। অনেক অভিনন্দন। ভারতকে গর্বিত করতে থাকুন।

    গেমসের দ্বিতীয় দিনে মোট চারটি পদক পায় ভারত। সবকটি আসে ভারোত্তোলনে। ভারতকে গেমসের প্রথম পদক এনে দেন সংকেত মহাদেব। পুরুষ ৫৫ কেজি বিভাগে তিনি রুপো জেতেন। এরপর পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এরপর দিনের সেরা পারফরম্যান্স হিসেবে সোনা জেতেন চানু। এরপর মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে আরেকটি রুপো পদক এনে দেন বিন্দ্যারানি দেবী।

    আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

  • Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল ২৩ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) । ২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’ (red letter day) । ১৯৯৯ সালের এই দিনে পাকিস্তান সেনাদের নিকেশ করে কার্গিলে জাতীয় পতাকা তুলেছিলেন জওয়ানরা (Indian Army)। ভারতের এই জয়লাভে এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুরো দেশবাসী। এবার জওয়ানদের স্যালুট জানালেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল তাদের শুভেচ্ছা।

    ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ট্যুইটে লিখেছেন, ‘আমরা ভারতীয় সেনাদের আত্মত্যাগ কখনও ভুলতে পারব না।‘

    [tw]


    [/tw]

    ভিরেন্দর সেহবাগ (Virender Sehwag), ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসের দিনে শহীদদের বলিদানের জন্য তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁরা ছিলেন বলেই আমরা আছি।‘

    [tw]


    [/tw]

    গৌতম গম্ভীর (Gautam Gambhir )  সাহসী যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    যেসব ভারতীয় সেনা দেশরক্ষায় আত্মবলিদান দিয়েছেন তাঁদের কাছে মাথা নত করে দীপা মালিক (Deepa Malik) শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজ্যবর্ধন রাঠোর লিখেছেন “অদম্য সাহস আর বীরত্বের জন্যে শত্রু সেনাকে পরাজিত করেছে আমাদের বীর সেনারা। আজ এই ঐতিহাসিক দিবসে বীর সেনাদের স্মরণ করে তাঁদের কাছে ফুল অর্পণ করছি।“

    [tw]


    [/tw]

    ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন পিটি উষা (PT Usha)।  এই কার্গিল বিজয়ে কার্গিল যুদ্ধের আমাদের বীরদের স্মরণ করছেন তিনি।

    [tw]


    [/tw]

    দেশ সুরক্ষার জন্য কার্গিল যোদ্ধাদের, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যুবরাজ সিং।

    [tw]


    [/tw]

     

  • Commonwealth Games: কমনওয়েলথের ঢাকে কাঠি, প্রথম দিনেই ভারতের সামনে পাকিস্তান, অস্ট্রেলিয়া

    Commonwealth Games: কমনওয়েলথের ঢাকে কাঠি, প্রথম দিনেই ভারতের সামনে পাকিস্তান, অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক:  শুরু হয়ে গেল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ১১ দিন ধরে রানি এলিজাবেথের দেশে চলবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। বৃহস্পতিবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে ভাংড়া দিয়ে শুরু হল কমনওয়েলথের যাত্রা। চোট, আঘাত, ডোপ কেলেঙ্কারি, অভাব, অভিযোগ, করোনার ভ্রুকুটিকে পিছনে ফেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকলেন ভারতের ১৬৮ জন অ্যাথলিট। সবার সামনে তেরঙা নিয়ে হাঁটলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং মনপ্রীত সিং(Manpreet Singh)। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। 

    [tw]


    [/tw]

    গেমস শুরুর আগেই ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  (Draupadi Murmu) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত ৯টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শুরুতেই ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম দিনেই অভিযান শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম গ্রুপ ম্যাচে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    [tw]


    [/tw]

    এছাড়া প্রথম দিনে ভারত লড়াই চালাবে হকি, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথ্লন, সাঁতার ও লন বলে। ভারতের মহিলা হকি দলের প্রথম প্রতিপক্ষ ঘানা। আজ ভারতের নানা খেলা দেখে নিন একনজরে:

    লন বলস

    মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ১- দুপুর ১

    মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ২- বিকেল ৪

    ভারত বনাম ইংল্যান্ড (মহিলাদের ৪)-  সন্ধে ৭:৩০

    ভারত বনাম মালয়েশিয়া (পুরুষদের জুটি)- সন্ধে ৭:৩০

    ভারত বনাম কুক দ্বীপ (মহিলাদের ৪)-  রাত ১০:৩০

    ভারত বনাম ফকল্যান্ড দ্বীপ (পুরুষদের জুটি)- রাত ১০:৩০

    আরও পড়ুন: ছবির মতো সেজেছে বার্মিংহাম! কমনওয়েলথ গেমসের সূচনা

    টেবিল টেনিস

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (মহিলা)- দুপুর ২

    ভারত বনাম বার্বাডোজ (পুরুষ)- বিকেল ৪:৩০

    ভারত বনাম ফিজি (মহিলা)- রাত ৮:৩০

    ভারত বনাম সিঙ্গাপুর (পুরুষ)- রাত ১১

    সাঁতার 

    পুরষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল (কুশাগ্র রাওয়াত)- দুপুর ৩:১১

    পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই (সজন প্রকাশ)-বিকেল ৪:০৩

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (শ্রীহরি নটরাজ)- বিকেল ৪:২৬

    সাইক্লিং

    পুরুষদের দলগত ৪০০০ মিটার কোয়ালিফায়িং- দুপুর ৩:২৫

    মহিলাদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:১২

    পুরুষদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:৪৬

    ক্রিকেট 

    ভারত বনাম অস্ট্রেলিয়া- দুপুর ৩:৩০

    ট্রায়ালথন

    আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব পুরুষদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- দুপুর ৩:৩১

    প্রঞ্জা মোহন, সঞ্জনা জোশি মহিলাদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- সন্ধে ৭

    জিমন্যাস্টিক্স

    পুরুষদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফায়িং- বিকেল ৪:৩০

    বক্সিং

    শিব থাপা বনাম সুলেমান বালোচ (৬৩.৫ কেজি)- বিকেল ৫

    হকি

    ভারত বনাম ঘানা (মহিলা)- বিকেল ৫:৩০

    ব্যাডমিন্টন

    ভারত বনাম পাকিস্তান (মিক্সড)- সন্ধে ৬

    স্কোয়াশ

    মহিলাদের সিঙ্গলেস (অনাহত সিংহ)- রাত ১১

    পুরুষদের সিঙ্গেলস (অভয় সিংহ)- রাত ১১:৪৫

    প্যারা সাঁতার

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এস ৯ ফাইনাল (আশিস কুমার সিংহ)- রাত ১২: ১৮

  • World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    World Athletics Championship 2022: ফের গড়লেন ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) পদক জয় করল ভারত (India)। এই পদক ভারতের সোনার ছেলে (Golen Boy) নীরজ চোপড়ার (Neeraj Chpra) হাত ধরেই এসেছে। আজ জ্যাভলিন থ্রোয়ে রুপো জয় করলেন নীরজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন তিনি। স্বর্ণপদক না পেলেও ভারতীয় হিসেবে তিনি দেশকে রূপো এনে দিয়েছেন। এর আগে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালের শুরুটা ভাল ছিল না নীরজের। প্রথমটি ফাউল থ্রো করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ৮২.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করতে পারেন। তৃতীবারের চেষ্টায় সেই দূরত্ব বেড়ে হয় ৮৬.৩৭ মিটার এবং চতুর্থবারে থ্রো করতে গিয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ। আজকের ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (Anderson Peters)। তিনি প্রথম থ্রোতেই ৯০.২১ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনবারই ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি এবং ফাইনালে ৯০.৫৪ মিটারে থ্রো করে সোনা জিতে নেন অ্যান্ডারসন পিটার্স। আর ৮০.০৯ মিটারে জ্যাভলিন থ্রো করে ব্রোঞ্জ জিতে নেন জাকুব (Jakub Wadlesch)।

    প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) গত বছর সোনা জিতেছিলেন নীরজ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। রবিবার সকাল সকাল নীরজের এই জয়ে আনন্দে মেতে উঠেছে পুরো দেশবাসী। সম্প্রতি ঘটে যাওয়া আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু এবারে ৯০-এর গন্ডি পেরোবে, দেশবাসী এই আশা করে থাকলেও শেষপর্যন্ত তা হয়ে উঠল না। তবে দেশকে রূপো এনো দিতে পেরেছে, তাঁর এই অবদানেই খুশী দেশবাসী। তাঁর জয়লাভে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীরজকে শুভেচ্ছা জানান তিনি ও এই জয়কে ঐতিহাসিক জয় বলেও বর্ণনা করেন তিনি।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

  • Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে  নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    Neeraj Chopra: স্বপ্নের সামনে সোনার ছেলে! জেনে নিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কখন নামবেন নীরজ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করেছেন। আর একটা থ্রো ভালো হলেই সোনার পদক। ইতিহাসের হাতছানি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার (Neeraj Chopra) সামনে। সোনা জিতলে পুরুষ জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে একই বছরে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন নীরজ। শেষ বার এই কীর্তি গড়েছিলেন নরওয়ের আন্দ্রেস থোরকিলসন। ২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এর পরই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। এ বার নীরজের সামনেও সেই সুযোগ। 

    বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজের মূল প্রতিপক্ষ অ্যান্ডারসন পিটার্স। বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন ১২ জন জ্যাভলিন থ্রোয়ার। তবে মূল লড়াই টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এবং বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্সের (Anderson Peters)। সম্প্রতি স্টকহোম ডায়মন্ড লিগে ৯০.৩১ মিটার ছুড়েছেন অ্যান্ডারসন। ৮৯.৯৪ মিটারে দ্বিতীয় স্থানে ছিলেন নীরজ। ফাইনালে উঠেছেন আর এক ভারতীয় রোহিত যাদবও। তবে ভারতের টেক্কা নীরজই। 

    কখন নামবেন নীরজ: শনিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এ নীরজ চোপড়ার ফাইনাল। তবে ইভেন্টটি ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৭টা ০৫ মিনিটে শুরু হবে।

    কোথায় দেখবেন: বিশ্ব মিটে জ্যাভলিন থ্রো পুরুষদের ফাইনালে ভারতের নীরজ চোপড়ার পারফরম্যান্স সরাসরি দেখা যাবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD টিভি চ্যানেলে। পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV OTT প্ল্যাটফর্মে।

    আরও পড়ুন: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

    অন্যদিকে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে জ্যাভলিন থ্রোয়িং-য়ে মহিলাদের ফাইনালে সাত নম্বরে থামলেন ভারতীয় কন্যা অন্নু রানি (Annu Rani)। ফাইনালে এই ভারতীয় অ্যাথলিটের (Indian Athlete) সেরা পারফরম্যান্স ৬১.১২ মিটার। ছ’টি চেষ্টার মধ্যে দ্বিতীয় চেষ্টায় সবথেকে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়েন অন্নু। অনেক আশা জাগিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন অন্নু। কিন্তু প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ তিনি। মহিলা বিভাগের ফাইনালে ৬৬.৯১ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবের। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি। 

  • India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: হংকংকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারায় দ্বীপরাষ্ট্রটি। জয়ের পর ড্রেসিংরুমে শ্রীলঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নেকে দেখা যায় ‘নাগিন’ নাচ করতে। মূলত বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশেই তাঁর এই নাচ বলে মনে করা হচ্ছে। আসলে ২০১৮ সালে এশিয়া কাপের আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ‘নাগিন’ নাচের সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন। চার বছর পর যেন উলট-পূরাণের ছবি ধরা পড়ল মরুদেশে।

    আরও পড়ুন: এই প্রথম, কোনও ফুটবলারের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব! বাইচুংকে হারিয়ে সভাপতি কল্যাণ চৌবে

    সুপার ফোরে প্রত্যেক দল খেলবে একে অপরের বিরুদ্ধে। আর সেই কারণে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গত রবিবারও গ্রুপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই সকলের মন কেড়েছিল। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের ব্যাটে পাঁচ উইকেটে জয়লাভ করে ভারত। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে পাকিস্তান। জবাবে হংকং শেষ হয়ে গেল ৩৮ রানে। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে আট রানে চার উইকেট নিলেন তিনি। দু’ওভার বল করে পাঁচ রানে তিন উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ। সাত রানে দুই উইকেট নাসিম শাহের।

    অন্যদিকে বৃহস্পতিবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে  ২ উইকেটে হেরে এশিয়া কপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ডাগ আউটে নাগিন ডান্স শুরু করে দেন। ইতিমধ্য়েই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Neeraj Chopra: শুক্রবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ইভেন্ট, সরাসরি সম্প্রচার কখন, কোথায়?

    Neeraj Chopra: শুক্রবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ইভেন্ট, সরাসরি সম্প্রচার কখন, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ (World Athletics Championships 2022)। যুক্তরাষ্ট্রের ওরিগানের (Oregon) হেওয়ার্ড স্টেডিয়ামে (Hayward Field) আয়োজিত করা হচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে নামতে চলেছেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) স্বর্ণপদকজয়ী তথা ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সের পর এবার তাঁর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়। 

    টোকিও অলিম্পক্সে তাঁর দুর্দান্ত পারফম্যান্সের পর তিনি ক্রীড়াপ্রেমীদের যেন চোখের মণি হয়ে উঠেছেন নীরজ। এর আগে তিনি যেখানে খেলেছেন, সেখানেই তিনি কোনও না কোনও রেকর্ড গড়ে তুলেছেন। আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) নীরজ জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু তাঁর দুটো গেমসেই সোনা জেতা হয়ে ওঠেনি ও ৯০ মিটারের গণ্ডিও পেরোনোও হয়নি তাঁর। তাই এবারে পুরো ভারতবাসী তাঁর দিকে চেয়েই বসে আছে যে, এবার হয়তো আবারও তাঁর হাত ধরেই স্বর্ণপদক ভারতে আসবে।

    আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

    গত বছর টোকিও অলিম্পিক্সে সোনা জেতায় নীরজকে নিয়ে ভারতীয়দের মনে আশা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে সেই সাফল্য তাঁর থেকে পদকের আশা আরও বাড়িয়ে দিয়েছে। ২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)। এরপর গত ১৯ বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোনও ক্রীড়াবিদ কোনও পদক জেতেননি। তাই এবারে ভারতীয়দের আশা ভরসা একমাত্র নীরজ চোপড়া।

    কোথায় দেখবেন নীরজের ম্যাচ?

    সোনি স্পোর্টস চ্যানেলে নীরজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন ভারতীয় জনগণ।

    নীরজের ম্যাচ কবে?

    ২২ জুলাই, শুক্রবার নীরজ প্রতিযোগিতায় নামবেন।

    কখন নীরজের ম্যাচ শুরু হবে?

    নীরজ জ্যাভলিন প্রতিযোগিতার কোয়ালিফিকেশন পর্বে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’- এর মধ্যে কোন গ্রুপে থাকবেন সেটি এখনও ঠিক করা হয়নি। ২২ জুলাই ভোর ৫:৩৫ মিনিটে গ্রুপ ‘এ’ এবং ৭:৩৫ মিনিটে গ্রুপ ‘বি’-র প্রতিযোগিতা শুরু হবে।

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

  • PV Sindhu: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

    PV Sindhu: চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu) মুকুটে যোগ হলো আরো একটি নয়া পালক। চিনা প্রতিযোগিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেন (Singapore Open) চ্যাম্পিয়ন হলেন তিনি। ভারতের মুখ আবারও বিশ্বের দরবারে উজ্জ্বল করল ভারতীয় খেলোয়াড়। চিনা প্রতিপক্ষ ওয়াং ঝি ই-কে (Wang Zhi Yi) হারিয়ে ট্রফি জিতলেন তিনি। দুই প্রতিযাগিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন পি ভি সিন্ধু। ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি।

    এটি চলতি বছরে সিন্ধুর তৃতীয় খেতাব। কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন তিনি। এদিন চিনা শাটলার গেমের শুরুটা বেশ ভালোই করেছিলেন। দুই পয়েন্টে এগিয়ে থাকলেও সিন্ধু তারপর টানা ১৩ পয়েন্ট করেন। সেখান থেকে আর প্রথম গেমে ফিরতে পারেননি চিনা শাটলার। সিন্ধু ১৩-২ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় ওয়াং কয়েকটি পয়েন্ট জিতলেও পরে জয় সিন্ধুরই হয়। ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে যান ভারতীয় শাটলার।

    এরপর দ্বিতীয় ম্যাচে চিনা শাটলার কে এক অন্যরূপেই দেখা যায়। এই ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। প্রথমেই এগিয়ে যান ৬-০ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় গেমের বিরতিতে ৩-১১ ব্যবধানে পিছিয়ে থাকেন সিন্ধু। সেখান থেকে কয়েকটি পয়েন্ট জিতলেও কোনও লাভ হয়নি কারণ পরে ১১-২১ পয়েন্টে দ্বিতীয় গেমে জয়লাভ করেন ওয়াং ঝি ই।

    এরপর তৃতীয় ম্যাচে আবার সিন্ধু তাঁর নিজের ছন্দে ফিরে আসেন। হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের মধ্যে। টানা পয়েন্ট জিততে থাকেন দুই শাটলার। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন সিন্ধু। ২১-১৫ পয়েন্টে গেম জেতেন তিনি। দু-বারের অলিম্পিক্স পদকজয়ী এই শাটলার শেষপর্যন্ত চিনা প্রতিদ্বন্দ্বীর থেকে জয় ছিনিয়ে নেন। আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হতে চলেছে। এবার সিন্ধুর নজর কমনওয়েলথ গেমস এর দিকে। সোনার পদক জেতাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

    তাঁর এই জয়লাভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ট্যুইটারে পি ভি সিন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

     

     

LinkedIn
Share